নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“সাতশ পঞ্চাশ টাকায় অমন পুরনো, রংহীন আর তাও মাত্র তিনটে স্বপ্ন দেখার বাক্স?? তুমি কিন্তু সত্যি সত্যিই ঠকে এসেছো!”
“চুপ যা বেটি!! লাভ ক্ষতির তুই কি বোঝস??”
বউয়ের অমন বিরক্তর সংশয় চিরাচরিত পৌরষ্য দিয়েই দমিয়ে দিতে চেয়েছিলাম।
সামটা বাবুর জাদুর বাক্স নিয়ে কথা হচ্ছিলো! ওটা মাথায় করে ঘুমালে স্বপ্নে যা দেখা হয় পরের দিন ঠিক সেটিই ঘটে। তাই বউয়ের কথায় হতাশ হওয়ার কোন কারনই ছিলো না।
বাক্স নিয়ে ঘুমানোর পর প্রথম রাতে আমার স্বপ্নে এসেছিলো কেনাইন বের একটা হলুদ চিতা । তাই ঘুম ভাঙার পর থেকে সমস্ত দিনটাই আমার অসস্তিতে কেটেছিলো সেদিন। তবে সমস্ত দিনে চিতা বাঘ দুরে থাক একটা মেছোবাঘ পর্যন্ত চোখে পড়েনি, কেবল স্বন্ধ্যা বেলায় একটা হুলো বেড়াল ছাড়া!!
সামটা বাবুকে শুয়োর বলে গালি দিয়ে ২য় রাতেও যাদুর বাস্কটি নিয়ে ঘুমোচ্ছিলাম। সেই রাত্রে স্বপ্নে দেখলাম একটা ফনাতোলা গোখড়াকে! ঘুম ভাঙার পর থেকে সমস্ত দিনটাই অস্বস্তিতে কেটেছিলো। যদিও সমস্ত দিন গোখড়া দুরে থাক একটা জলপোড়া পর্যন্ত চোখে পড়েনি, কেবল বিকেলে উঠোনের নরম মাটিতে উঁকি মারা একটা কেঁচো ছাড়া!
৭৫০ টাকা মেরে দেওয়ায় সামটা বাবুকে ঠক বলে গালি দিয়ে ৩য় রাতেও যাদুর বাক্সটি মাথায় করে ঘুমোচ্ছিলাম।ঐ রাত্রেও যথারিতী স্বপ্ন দেখলাম। তবে সাপ বিচ্ছু ওসব কিছু নয় বরং বার্মিজ আর্মির পোষাক পরিহিত স্বয়ং যাদুকর সামটা বাবুকে!!
“সামটার যাদুর বাক্স মিথ্যে বলেনারে মুর্খ” গজরাতে গজরাতে এমন কিছুই বলছিলো ও।
মাঝরাতে ওমন স্বপ্ন দেখে বেশ তৃষ্ণার্ত গলায়ই যখন চোখ খুলি তখন লক্ষ্য করলাম বাসার আগন্তু বেড়ালটা একটা চিতা হয়ে উঠেছে আর কেঁচোটা হয়ে গেছে একটা রাজ গোখড়া!!
এরকম নিষ্ঠুর দুটো প্রাণীর হাত থেকে বাঁচতে প্রাণপন দৌড়ানের চেষ্টা করলাম। তবে খুব একটা লাভ হলো না।
আপনারাই বলেন হাত-পা আর ধরহীন একটা মস্তকের প্রানপন পালানোর চেষ্টায় লাভ খুব একটা কি হয়???
বিলিয়ার রহমান
১৯ নভেম্বর ২০১৭ ইং
ঢাকা
ছবিঃ গুগলের সৌজন্যে প্রাপ্ত!!!
২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়া-বাই, যাদুর বাক্স কি? খায় না মাথায় দেয়?
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
বিলিয়ার রহমান বলেছেন: দুটোই করা যাবে!!
আইমিন খেতেও পারেন!! আবার মাথায় দিতেও পারেন!!
তবে ব্যাবহার বিধিটি জেনে নিতে হবে আরকি!!
৩| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মেয়াবাই কি যাদুর বাক্স কিনতে বার্মা গেছিলেন?
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
বিলিয়ার রহমান বলেছেন: না মেয়াবাই!!!
অফ লাইনে একটু খই ভাজছিলাম!!
লাগবে কি দু’চার পেয়ালা খই!!
৪| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
কামরুননাহার কলি বলেছেন: এয় আপনেকে সত্যি সত্যি বাঘ আর গোখরো সাপে দৌড়ালো। আপনে আছেন তো তাহলে আমাদের মাঝে, নাকি খতম।
যদি থাকেন তাইলে আপনে আমাকেও ঐ বক্সটি দুদিনের জন্য ধার দিয়েন তো । দেখি আমি কি কি স্বপ্ন দেখি। #বিলিয়ার ভাইয়া।
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!
বেশ সরস মন্তব্য করলেন আপি!!!
কতক্ষণ পরে পোস্টে একটা ছবি এডাবো!! ডাউনলোড করে নিয়ে নিবেন!!!
কমেন্টের জন্য থ্যাংকু!!
৫| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নেই কাজ তো খই ভাজ। খইয়ের ব্যবসাটা একেবারে খারাপ না। কবে থেকে শুরু করলেন?
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
বিলিয়ার রহমান বলেছেন: যেদিন থেকে কুড়ে মিয়ার সাথে দেখা হয়েছে ঐ দিন থেকেই খই ভাজাকে মনে প্রাণে ধারন করে ফেলেছি!!!
চাইলে যোগ দিতে পারেন!!!
ব্যবসাটা কিন্তুক বেশ লাভজনক মেয়াবাই!!
৬| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
মোস্তফা সোহেল বলেছেন: গল্পটা প্রায় মাথার উপর দিয়া গেল বিলি ভাই
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
বিলিয়ার রহমান বলেছেন: কেন ভাই!!!
আবার পড়েন!!
হয়তো মাথায় আসলেও আসতে পারে প্রিয় এলডর ব্রো!!
৭| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮
ধ্রুবক আলো বলেছেন: জাদুর বাক্স মাথায় দিয়ে ঘুমিয়ে আপনি সাপ চিতা দেখেন, দূর মশাই আপনার উচিত ছিলো ভারতী নায়িকাদের দেখা।
তবে যাই বলি না গল্পটা বেশ ভালো ছিলো।
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
বিলিয়ার রহমান বলেছেন: ভারতীয় নাইকা!!!!!!
এমন কিছু দেখলে এতো করুন বেকারত্বের পরেও বউ কি আর ভাত দিতো মেয়াবাই???
৮| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
ধ্রুবক আলো বলেছেন: প্রানপন পালানোর চেষ্টা সফল হবে, ঘুমটা ভেঙে গেলেই!
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!
হলো না কিন্তুক মেয়াবাই!! ঘুম তো আগেই ভেঙেছে!!
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
বিলিয়ার রহমান বলেছেন: কনক্লুশনটা চার পাঁজ ভাবে করা যেত!!
ইম এর এক ভাবে করেছি!!
চাইলে অন্য ভাবেও চিন্তা করে যেত!!
যেমন আপনার মতো পুরো ব্যাপারটাই ঘুমের ঘাড়ে চাপিয়ে দেয়া!!
৯| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়া-বাই, এতো বড় গল্প পড়লে তো আর আমার নাম কুঁড়ের বাদশা হতো না।
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!
এই গল্প পড়লে আফনেরে ঢাকা টু পাতায়ার বিজনেস ক্লাসের দুইটা টিকিট ফ্রি দিমু!!
এইবার কি পড়ে দেখার চেষ্টা করবেন মেয়াবাই!!
১০| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজের লেখায় নিজেই ১ম মন্তব্য করে সবাই হুশিয়ার করে দিলেন।
বাহ বেশ।
গল্পটার মধ্যে একটা বার্তা আছে তবে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে ভাল হতো।
ধন্যবাদ গল্পকার।
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
বিলিয়ার রহমান বলেছেন: আমি আমার মতো সুন্দর করে উপাস্থাপন করার চেষ্টা করেছি মেয়াবাই!!
বাই দ্য ওয়ে, আফনেই হইলেন পুরথম পাবলিক যিনি আম্রে কবি(পড়ুন অকবি) না কইয়া গল্পাকার কইলেন!!!
অকবির মতন একটা শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য বুকে আহেন ভাই!!
১১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
পার্থ তালুকদার বলেছেন: হুম .. যথারীতি ভাল হয়েছে।
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু মেয়াবাই!!
আফনের লাই অনেক অনেক শুভকামনা!!
১২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
নিয়াজ সুমন বলেছেন: আহারে !!!
যাদুর বাক্স শধু হিংস্র পশু-প্রাণী দেখালো---
টক-ঝাল-মিষ্টি রূপী কোন রূপসী দেখালো না কে রে !!!
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!
এটাইতো লেখকের স্বাধীনতা মেয়াবাই!!!
১৩| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
এম আর তালুকদার বলেছেন: গল্পের মধ্যে লুকিয়ে আছে যথাযত বার্তা, ঠিকই লিখেছেন ভাই....
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!!
১৪| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
ফয়সাল রকি বলেছেন: শুরুটা ভাল হয়েছে কিন্তু শেষটা তেমন জমেনি।
+++
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: পাঠক হিসেবে না জমার কথা শুনিয়ে যাওয়ার অধিকার আফনের আছে মেয়াবাই!!!
তয় মুই মোর স্টাইলেই শেষ করছি!!
কমেন্টের জন্য থ্যাংকু!!!
১৫| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তা কেমনে হতে পারে, গড়িয়ে গড়িয়ে আর কতই যাওয়া যায়!!
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: হু!!!
গড়িয়ে গড়িয়েতো বেশি দুর যাওয়া যায় না!!
কমেন্টের লাই থ্যাংকু নাঈম ভাই!!
১৬| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সপ্নে দোষ আছে বিলি বাই।
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: সপন(পড়ুন স্বপ্ন) দোষ নামক আর এগগান গপ্পো আছে মেয়াবাই!!!
একদিন পোস্টাইয়া দিমুনে!!!!
বাই দ্য ওয়ে স্বপ্ন দোষ থাকা কি ভালা নাকি খারাপ??? কোয়েচন রইলো আফনের কাছে????
১৭| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ভালো লাগল!
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবি!!!!
অনেক অনেক শুভকামনা!
১৮| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
ধ্রুবক আলো বলেছেন: একি বললেন গিয়াস ভাই...??
অডিও ভিডিও কোনোটাই নাই
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: লিটন জি অাধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মানুষতো !!!
তাই হেতার কমেন্টো একটু উচ্চমার্গীয় হইবো মেয়াবাই!!!
এইটাইতো নিয়ম নাকি???
১৯| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
জাহিদ অনিক বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সপ্নে দোষ আছে বিলি বাই। আমিও তাই কই! গিয়াস ভাইএর সাথে আমি একমত।
গল্প আমার মাথা মগজের আশেপাশে ঠোকাঠুকি করে বিফল মনোরথ হইয়া ফিরিয়া গেল।
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: গল্প আমার মাথা মগজের আশেপাশে ঠোকাঠুকি করে বিফল মনোরথ হইয়া ফিরিয়া গেল।
অকবি যদি অগল্প আইমিন কুগল্প লেখে তখন পাঠকদেরতো এমনই হইবেক মেয়াবাই!!
কমেন্টের লাই ধইন্না!!
২০| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কয়েকবার না পড়লে ঠিকঠাক বুঝতে পারবো না। আমার মাথায় ঘিলু কম। পরে আবার এসে পড়ে মন্তব্য করবো।
ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
বিলিয়ার রহমান বলেছেন: আফনের মাথায় ঘিলু কম!!!!!
এটা কি কইলেন হেনা ভাই!!!
আমার বিশ্বাস ওটা যথেষ্ট পরিমানেই আছে মাশআল্গল্প আমার মাথা মগজের আশেপাশে ঠোকাঠুকি করে বিফল মনোরথ হইয়া ফিরিয়া গেলআহ!!
ফিরতি কমেন্টের অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম!!
২১| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
মলাসইলমুইনা বলেছেন: বিলি ভাই : ও, এরজন্যই সেদিন রাতে এতো দৌড়াতে দেখলাম ! কোনো অসুবিধা নাই সব ঘটনা শেষ | ওই জাদুর বাক্সের ধরে কাছে আর যাবার দরকার নেই, ভাবি রাগ দিবে |
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আমার দৌড়ানি তাইলে আফনের চোখে পড়ছিলো!!!
বলেন কি মেয়াবাই!!!
কানেমুখে বলি!!! !
আফনে আর আমি না হয় কাইল স্টা কাবাবে একত্রেও লেগ ফ্রাই খামুনে মেয়াবাই!! সো যা দেখছেন তা সব ভুলে জান!!
২২| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
জাহিদ অনিক বলেছেন:
যাক ! হেনা ভাইও যখন বলেছেন পরে এসে আবার পড়ে মন্তব্য করবেন আমিও তখন আবার না হয় কুড়ি বছর পরে !
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
বিলিয়ার রহমান বলেছেন: বেশ!!!
তাহলে সামনের কুড়ি বছর করার মতো একটা কাজ পেয়ে গেলাম!!! হোক না কাজটির না অপেক্ষা!!!
ওই শুনছো আমি আর বেকার নই!! একটা কাজ জুটে গেছে.........(আফনের ভাবিরে বললাম আরকি!!
২৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
জাহিদ অনিক বলেছেন:
হা হা, ভাবী কি বলল শুনে ?
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০০
বিলিয়ার রহমান বলেছেন: আফনের ভাবিতো মহা খুশি!!!!
অবশেষে আমার ভাগ্যের সিকে ছিড়লো!!!
উনি খুশি না হয়ে যাবেন কোথায়!!!
২৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
সহি খাবনামা ঘেটে দেখলুম ঐ তিনটি স্বপনের মানে একটাই - ঘরের বউ
বিশ্বাস হলোনা ? সারাদিন তো খই-ই ভাজলেন , একবার ৭ নম্বর প্রতিমন্তব্যে চক্ষু বুলাইয়া আহেন .......।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: সহি খাবনামা ঘেটে দেখলুম ঐ তিনটি স্বপনের মানে একটাই - ঘরের বউ
হা হা হা!!
খাব নামা মিথ্যে বলে নারে বিলি!!! আমার মুন এইবার এমন করেই আম্রে ডর ধরাইয়া দিতেছে মেয়াবাই!!
মজারু কমেন্টের জন্য থ্যাংকু!!
শুভকামনা!
২৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
বাক্সকে সোনা-রূপা-দুর্বার পানি দিয়ে ধুয়ে ফেলেন, সোফিয়া লোরেনকে দেখতে পাবেন।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
বিলিয়ার রহমান বলেছেন: সোফিয়া লোরেন!!!!
শুনেছি ওনাকে স্বপ্ন দেখলেই নাকি উল্টো বিছানা পত্র সোনা রূপোর পানি ছিটিয়ে শাপ মুক্ত করতে হতো!!
২৬| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
শিখণ্ডী বলেছেন: রূপকের আশ্রয়ে মগদের বর্বরতা অসধারণ দক্ষতায় তুলে ধরেছেন। মৃত্যুর পরেও যার আতঙ্ক কাটে না, বাঁচার জন্য দৌড়াতে চায়!
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২
বিলিয়ার রহমান বলেছেন: ওয়েলডান!!
রোহিঙ্গা একটা সমস্যার নাম!!
বার্মিরা সেই সমস্যা সমাধানের স্বপ্ন বিক্রি করছে তথাকথিত চিন্তাবিদদের(পড়ুন বাঙালি হোমড়া চোমড়াদের)) কাছে। যাদের চিন্তা করার জন্য কেবল মাথাটা রয়েছে বাট প্রতিরোধ প্রতিবাদ করার জন্য কোন হাত পা নেই আছে কেবল স্বপ্ন চিন্তায় মগ্ন থাকার জন্য একটা মস্তক।
তাই বার্মিদের লোক দেখানো স্বপ্ন(পড়ুন সমস্যা সমাধানের লোভ দেখানো) যখন দুঃস্বপ্নে পরিনত হয়/হবে তখন তার প্রভাবটা সবার আগে ওই হোমড়া চোমড়াদের মাথায়ই পড়বে।
গল্পের বউ চরিত্র হলো শংসয়বাদী প্রতীকি চরিত্র, কথক হলেন বার্মিদের ছলে বিশ্বাসী দের প্রতিকী চরিত্র, আর সামটা হলো স্বয়ং বার্মি সরকার ও আর্মি , যাদুর বাক্সটা হলো ছলনার প্রতীক!!
২৭| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩
শকুন দৃিষ্ট বলেছেন: সিমপ্লী রক হইছে মে'বাই। থামস্ আপ, কিপ ইট আপ।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!!
আফনের লাই অনেক অনেক শুভকামনা!!
২৮| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: ধুর; চিতা, গোখরা..এসব দেখলে হবে !! দেখতে হবে আপনি বড়লোক/ধনী হয়ে গেছেন, তারপর না হয় পশু.........
শেষের টুইস্ট ভালো ছিল।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
বিলিয়ার রহমান বলেছেন: ধনী দেখার(পড়ুন হওয়ার) লোভেই বাক্সটা কিনেছিলাম!!
বাট আশায় আশায় তিন দিন গেলো তবু আশা পুরন হইলো নাহ!!
কমেন্টের জন্য থ্যাংকু সুমন দা!
২৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০
ওমেরা বলেছেন: আমাদের এখানে একটা যাদুর বক্স পাওয়া যায় যা দিয়ে বাংলা টিভি বের হয়, আমি তো মনে করেছিলাম আপনি সেই যাদুর বংক্সের কথা বলেছেন ভাইয়া! কিন্ত যা বলেছেন তা তেমন বুঝি নাই তবু একটা ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ২৬ নম্বর প্রতি উত্তরটা দেখতে পারেন ওমেরাপি!!
কমেন্টের জন্য থ্যাংকু!!
শুভকামনা!!
৩০| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
মনিরা সুলতানা বলেছেন: হু কাঁচা কাজ করি না , অপেক্ষা কইরা
শিখন্ডী বলেছেন : রূপকের আশ্রয়ে মগদের বর্বরতা অসধারণ দক্ষতায় তুলে ধরেছেন। মৃত্যুর পরেও যার আতঙ্ক কাটে না, বাঁচার জন্য দৌড়াতে চায় উত্তর পাওয়ার পর আসছি ।
লেখায় ভালোলাগা ।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: উত্তর তো দিলাম!!
এইবার আবার দক্ষিণ দেওনের অপেক্ষা যেন শুরু না হয় মনিরাপি!!
লেখা ভালোগেছে শুনে খুশি হলুম!!
শুভকামনা!
৩১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
ডা: মেহেদী হাসান বলেছেন: রুপক অর্থ মিন করে!!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: রূপক অর্থ মিন করে!!
কি মিন করে ভাই???
৩২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভালো হয়েছে মেয়া-বাই।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যেবাদ মেয়াবাই!!
৩৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
সাহসী সন্তান বলেছেন: আমি এমন একটা জাদুর বাকশো চাই, যেইটা মাথায় দিয়া ঘুমাইলে অন্যে কি স্বপ্নে দেখতাছে সেইটা পরিষ্কার বোঝ যাইবে। আপনি সামটা বাবুর লগে একটু যোগাযোগ কইরা দেইখেন তো, তার কাছে এরকম কোন কিছু আছে কিনা...
গল্প ভাল্লাগছে! লাস্ট টুইস্টটাই গল্পের মূল আকর্ষণ মনে হইল। ঐটা না থাকলে গল্পটা হয়তো নুণ ছাড়া তরকারির মত হইয়া যাইতো।
গল্পে প্লাস। শুভ কামনা রইল!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
বিলিয়ার রহমান বলেছেন: সামটা বাবুরে আফনের কতা কইছিলাম মেয়াবাই!!
ছুডো মানুষতো আরে তেমন পাত্তা দেয় নাই!! ইল্টা ঝামটা দিয়ে ঘোমটা লোখার মতো ঝাড়ি মেরে স্বয়ং আফনেরে যোগাযোগ করার কথা কইসে!!
গল্প ভাল্লাগসে জাইন্না বহুত খোশ হইলাম!!
থ্যাংকু কইয়া আফনের মতো মাইনষেরে আই ছুডো করবার পারমু না মেয়াবাই!!
ভালো থাইক্কেন!
৩৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
নূর-ই-হাফসা বলেছেন: গল্পটা ভালো লেগেছে ।
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে খুশি হলুম নূর-ই-হাফসা আপি!
শুভকামনা সতত!
৩৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখক বলেছেন: সোফিয়া লোরেন!!!!
শুনেছি ওনাকে স্বপ্ন দেখলেই নাকি উল্টো বিছানা পত্র সোনা রূপোর পানি ছিটিয়ে শাপ মুক্ত করতে হতো!! ফাটিয়ে দিয়েছে গুরু !!!!
২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: গুরু হিসেবে নিশ্চয়ই আমাদের গাজীমেয়াকে বুঝাইছেন!!
উনিতো জীবনে কত কিছুই ফাটালেন!! এইতো সেদি ফাটিয়েছিলেন কাঁচের মগ, তার কয়েকদিন আগে ফাটালেন পলিথিনের ঠোংগা, তার আগে নাকি ফাটিয়েছিলেন নিয়ন লাইট!!
একাত্তরে দু’চারজননের মাথা ফাটিয়ে দেওয়ার গপ্পও তার সম্পর্কে শুনি!!
সো তেনার মতো একজন কমেন্ট করে ফাটিয়ে দেবেন এ আর নতুন কি মেয়াবাই!!
৩৬| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ঘুম ভাঙ্গলেই সফলতা আসবে।
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!
বলেছেন বটে!!
কমেন্টের জন্য থ্যাংকু আপি!
৩৭| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
ওমেরা খালা বলেছেন: ওমেরা
ওমেরা খালার সাথে যোগাযোগ করতে চাই?
[email protected]
২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
বিলিয়ার রহমান বলেছেন: তো !!!!
এই আনন্দের সংবাদ শুনে আমার কি নাচতে হবে ভাই?????
৩৮| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বার্মিজ চিতা, সাপ
কোন যাদুই আশায় করছে পালন
জানে সামটার বাপ!
আমজনতা হয় পেরেশান
নেতা ত্রানের গোনে কমিশন
ভবিষ্যতের দিশা
ধরহীন মস্তকের বেদিশা
অনুকাব্যে উত্তর!
গল্পে ভাললাগা
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: উত্তর দেখলুম!!
একটা এ প্লাসো দিরুম!!]
সময় করে এসে প্রশংসাপত্র এন্ড সনদ নিয়ে যাবেন কেমন!!
৩৯| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না রে ভাই, আবার পড়েও বেশি কিছু বুঝলাম না। মনে হলো, এটি একটি প্রতীকধর্মী গল্প, যার অন্তরালে কোন মেসেজ লুকিয়ে আছে। কিন্তু আমি এমনই বোকা যে সেই মেসেজটাই উদ্ধার করতে পারলাম না।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: গপ্পটা অরডিনারি হেনা ভাই!!
বাট এর বেশ কয়েকটা ব্যাখ্যা আছে!!!!!
আপনার তো অবশ্যই কোন না কোন একটা ধরতে পারার কথা!!
৪০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
সোহানী বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: জাদুর বাক্স মাথায় দিয়ে ঘুমিয়ে আপনি সাপ চিতা দেখেন, দূর মশাই আপনার উচিত ছিলো ভারতী নায়িকাদের দেখা।
হাহাহাহাহ... স্বপেনই যদি দেখবেন তয় জোলিরেই দেখেন ডাইরেক্ট হলিউড।
ভালোলাগলো মেয়াভাই। বনের বাঘতো খায় না মনের বাঘই খায়.............
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: হু খাইলে তো ফলের রাজা আমই খাওয়া উচিৎ!!
জাম খাইয়া মুখ নষ্ট করে তো কোন লাভ নাই!! (আপনার কথায় সমর্থন জানালাম আরকি!!)
গল্প ভালো লেগেছে শুনে খুশি হলাম আপি!!
শুভকামনা!
৪১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
শায়মা বলেছেন: লাভ হবে না কেনো?
হাত ধড় মাথা বিহীন দৌড় মানেই ভূতের দৌড় আর ভূতের সাথে আর কে দৌড়ায় পারবে!!!!!!
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: হু!!
ঠিক!!!
ঠিক!!!!
কমেন্টের জন্য থ্যাংকু আপি!!
শুভকামনা!
৪২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: যাদু গল্প ভালো লিখেছেন+
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!!
শুভকামনা!!
৪৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মতো অনেকেই তো বোঝে নাই দেখলাম !!
তার পরেও এত্ত এত্ত মন্তব্য !!
একেই বলে কপাল !!
যে লেখা যত জটিল
সেখানেই সবাই!!
সোজা কথার ভাত তা হলে উঠেই গেল !
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: হু!!!
কপাল গুনেই বেশ কিছু কমেন্টে পেয়েছি মেয়াবাই!!!
আমার একটা কপাই বটে!! নইলে স্বয়ং আপনার কমেন্ট!!!
৪৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: সবদিকে বিপদ আসলে দৌড়ায়ে আর কতদূর যাওয়া যাবে
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক!!!
ঠিক!!!
একদম ঠিক মেয়াপি!!
৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
কেনার আগে দুঃস্বপ্নকে আমলে না নেয়ার ফল আর কী!
ভাল লেগেছে ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: আফনেও ঠিক কইছেন মেয়াবাই!!!
আসলে আফনে ঠিক নয় একদম ঠিক বলেছেন!!
শুভকামনা!
৪৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
শামচুল হক বলেছেন: গল্প খারাপ হয় নাই, ভালই লাগল।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: কমেন্ট খারাপ হয় নাই!!!
ভালই!!
৪৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
চানাচুর বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল গ্লপ
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: আমার গপ্পটা আসলে একটা গুলি ছিলো আপি!!!
মাথার উপ্রি দিয়ে যাওয়ায় এ যাত্রা তাই রক্ষে পেলনে!!
৪৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
চানাচুর বলেছেন: জাদুর বাক্স থেকে একটা দৈত্য বের হলে ভাল হত। অথবা লুলুভূত। দৈত্য হলে ১২/১৩ ঘটি স্বর্ণের মোহর আর লুল্লুভূত হলে খালি বলত, কাজ দাও!! কাজ না দিলে হিমালয়ে রেখে আসবো কিন্তু
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: যাদুর বাক্স থেকে একটা যাদুর বাটি বেরুলে মন্দ হতো না যদি.....
ওই যাদুর বাটি থেকে বেরুতো একটা যাদুর ঘটি.......
ওই যাদুর ঘটি থেকে একটা যাদুর থালা বেরুলেও মন্দ হতা না যদি.......
ওই থালায় থাকতো এক প্যাকেট বম্বের চানাচুর!!!
তাহলে হয়তো সেই প্যাকেটা চানাচুর আপিকে উপহার হিসেবে দেয়া যেত!!
৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
চানাচুর বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন:
৫০| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
প্রামানিক বলেছেন: যাদুর গল্প পড়ে ভালই লাগল কিন্তু মন্তব্যগুলো পড়ে হাসলাম। ধন্যবাদ
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে খুশি হয়েছি প্রামাণিক দা!!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা!!
ভালো থাকুন!!
৫১| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়া বাই কেম্বা আছুন?
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: ভালা আছি!!!
আফনে???
৫২| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
কুঁড়ের_বাদশা বলেছেন: কুঁড়ের বাদশা ভাই সবসময় ভালা থাকেন ;কারণ তার কোন চিন্তা মাথা নাই । ঘুম আর খাওয়া ছাড়।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: কাজের মধ্যে দুই
খাই আর শুই!!
______কুড়ের_বাদশা!!
আপনাকে একটা মহান উক্তির মালিক করে দিলুম মেয়াবাই!!
৫৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১
কুঁড়ের_বাদশা বলেছেন: ধন্যবাদ ।।।
মেয়া-বাই
চোরদের জম তার নাম বিলিয়ার রহমান।
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০
বিলিয়ার রহমান বলেছেন: বাহ!!!
কি সুন্দর কবিতা!!!
থ্যাংকু থ্যাংকু মেয়াবাই!
৫৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
সামিয়া বলেছেন: ইন্টারেস্টিং গল্প, দ্রুত শেষ হয়ে যাওয়ায় সামান্য হতাশা। ++++
২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: অনেক গুলো প্লাস পেয়ে খুশি হলাম আপি!!
আর দ্রুত শেষ করে আপনাকে সামান্য হতাশ করায় সরি!!
সামনের দিকে হয়তো আপনাকে আরো হতাশ হতে হবে!!
শুভকামনা!!
৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: রূপক গল্পটা বুঝিয়ে দেয়ার পর বুঝলাম। হেনা ভাই এর মত আমার মাথায়ও ঘিলু কম!
তবে বোঝার পর মনে হলো, দারুণ গল্প লিখেছেন একটা!
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
বিলিয়ার রহমান বলেছেন: কমেন্টের জন্য থ্যাংকু ভাইয়া!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: টাইপো আছে!!! দেখেও না দেখার ভান করে পড়বেন!!