নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

রাইট ক্লিক ডিজাবল: অাহূত সমস্যা ও তার সমাধান

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬

কপি ঠেকানোর জন্য সামু অথরিটির গৃহীত পদক্ষেপ(রাইট ক্লিক ডিজেবল)- এর জন্য ধন্যবাদ জানাচ্ছি! তবে এতে করে ব্লগারদের নতুন কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে! নতুন ব্লগ লেখা, মন্তব্য করা এবং লিংক জুড়ে দিতে এতোদিন কপি পোস্টের যে সাহায্যটা নেয়া যেত সেটি আর সম্ভব হচ্ছে না!

সামু অথরিটি যদি পোস্ট বডিতে রাইট ডিজেবল রেখে "নতুন ব্লগ লিখুন", "কমেন্ট করুন"," অ্যাড্রেসবার" এই জায়গা গুলোতে রাইট এনাবল করে দেন তবে উল্লেখিত সমস্যাবলী আর থাকছে না! আর পোস্ট বডিতে কপি ডিজেবল থাকায় সহজে পোস্ট কপিও আর হচ্ছে না।

সামুর মোবাইল ভার্সন থেকে এখনো কপি করা যাচ্ছে! যদিও লেখাচুরির সিংহভাগ মোবাইল দ্বারাই হয়ে থাকে! তাই মোবাইল ভার্সনের কপি অপশনটা ডিজেবল করে না দিলে কপি বন্ধে গৃহীত পদক্ষেপে আশানুরূপ ফল পাওয়া যাবে বলে মনে হচ্ছে না!

কথাগুলো আমি ফিডব্যাক মেইলেও জানাতে পারতাম! তবে আরো দু'চারজন ব্লগার হয়তে তাদের নিজস্ব
মতামত জানাতে পারেন এরকম ভাবনা থেকেই লেখাটা পোস্ট আকারে দিয়েছি!

আপডেটঃ ব্লগার বন্ধুরা জানাপি এই পোস্ট দেয়ার আগেই আমাদের সমস্যাটা ধরতে পেরেছেন এবং সমাধানের উপায় বের করার প্রতিশ্রুতিও দিয়েছেন!! সবার পক্ষ থেকে জানাপিকে থ্যাংকস!!


রিসেন্ট আপডেট
চুরি সমস্যা + ব্লগারদের সমস্যা দুটোরই সমাধান হয়েছে!!


ব্লগারদের পক্ষ থেকে জানাপিকে আবার হৃদয় নিংড়ানো ধন্যবাদ!!

সবাই ভালো থাকুন!! হ্যাপি ব্লগিং!:)

মন্তব্য ১২১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

মলাসইলমুইনা বলেছেন:

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভাবনাটা মন্দ নয়!

আশা করছি এই পোস্ট এবং আপনার মন্তব্য অথরিটির চোখ এড়াবে না!

২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: কপি ঠেকানোর জন্য সামু অথরিটির গৃহীত পদক্ষেপ(রাইট ক্লিক ডিজেবল)- এর জন্য ধন্যবাদ জানাচ্ছি! তবে এতে করে ব্লগারদের নতুন কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে! নতুন ব্লগ লেখা, মন্তব্য করা এবং লিংক জুড়ে দিতে এতোদিন কপি পোস্টের যে সাহায্যটা নেয়া যেত সেটি আর সম্ভব হচ্ছে না!

সামু অথরিটি যদি পোস্ট বডিতে রাইট ডিজেবল রেখে "নতুন ব্লগ লিখুন", "কমেন্ট করুন"," অ্যাড্রেসবার" এই জায়গা গুলোতে রাইট এনাবল করে দেন তবে উল্লেখিত সমস্যাবলী আর থাকছে না! আর পোস্ট বডিতে কপি ডিজেবল থাকায় সহজে পোস্ট কপিও আর হচ্ছে না.........

আপনার লেখা কপি-পেষ্ট করে। আজকে যাত্রা শুরু করলাম।। মেয়া-বাই।।

শুভ সকাল।


১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

বিলিয়ার রহমান বলেছেন: ৭ নম্বর কমেন্ট দেখেন মেয়াবাই!;)

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: সরি ৭ না ৬ নম্বর কমেন্ট দেখেন!;)

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কপি ঠেকানোর জন্য সামু অথরিটির গৃহীত পদক্ষেপ(রাইট ক্লিক ডিজেবল)- এর জন্য ধন্যবাদ জানাচ্ছি! তবে এতে করে ব্লগারদের নতুন কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে! নতুন ব্লগ লেখা, মন্তব্য করা এবং লিংক জুড়ে দিতে এতোদিন কপি পোস্টের যে সাহায্যটা নেয়া যেত সেটি আর সম্ভব হচ্ছে না!

সামু অথরিটি যদি পোস্ট বডিতে রাইট ডিজেবল রেখে "নতুন ব্লগ লিখুন", "কমেন্ট করুন"," অ্যাড্রেসবার" এই জায়গা গুলোতে রাইট এনাবল করে দেন তবে উল্লেখিত সমস্যাবলী আর থাকছে না! আর পোস্ট বডিতে কপি ডিজেবল থাকায় সহজে পোস্ট কপিও আর হচ্ছে না.........

আপনার লেখা কপি-পেষ্ট করে। আজকে যাত্রা শুরু করলাম।। মেয়া-বাই।।

শুভ সকাল।


৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪১

রাজসোহান বলেছেন: ব্রাউজারে রাইট ক্লিক এনাবেল বিভিন্ন এড অন্স আছে সেগুলো ব্যবহার করেন। সামুর এই উদ্যোগ প্রশংসনীয়। আমার আপত্তি নেই। এছাড়া কীবোর্ডে কন্ট্রোল বাটন চেপে নতুন ব্লগ লিখুন, কমেন্ট করুন এ ক্লিক করলে সেটা নতুন ট্যাবে ওপেন হবে।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

বিলিয়ার রহমান বলেছেন: পরামর্শের জন্য থ্যাংকু ভাই!:)

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

বিলিয়ার রহমান বলেছেন:
৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কপি ঠেকানোর জন্য সামু অথরিটির গৃহীত পদক্ষেপ(রাইট ক্লিক ডিজেবল)- এর জন্য ধন্যবাদ জানাচ্ছি! তবে এতে করে ব্লগারদের নতুন কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে! নতুন ব্লগ লেখা, মন্তব্য করা এবং লিংক জুড়ে দিতে এতোদিন কপি পোস্টের যে সাহায্যটা নেয়া যেত সেটি আর সম্ভব হচ্ছে না!

সামু অথরিটি যদি পোস্ট বডিতে রাইট ডিজেবল রেখে "নতুন ব্লগ লিখুন", "কমেন্ট করুন"," অ্যাড্রেসবার" এই জায়গা গুলোতে রাইট এনাবল করে দেন তবে উল্লেখিত সমস্যাবলী আর থাকছে না! আর পোস্ট বডিতে কপি ডিজেবল থাকায় সহজে পোস্ট কপিও আর হচ্ছে না.........

আপনার লেখা কপি-পেষ্ট করে। আজকে যাত্রা শুরু করলাম।। মেয়া-বাই।।

শুভ সকাল।

@ শাহরিয়ার ভাই আপনেরো খাই দিলাম!;)

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

নিয়াজ সুমন বলেছেন: এতদিন আমি ওয়ার্ড ফাইলে লিখে ব্লগে পোস্ট দিতাম । এখন পারমো না। কি ভাবে যে কি করুম মাথা ধরে না্ বিলিয়ার ভাইয়া..

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: নতুন ব্লগ লিখুনে কপি পেস্টিং এনাবল করে দিলে এই সমস্যা থাকবে না!;)

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা মোটেও ভাল নয়।

ওয়ার্ডে পোস্ট লিখে সেটা যদি পেস্ট না করা যায় সামুর এডিটরে, তাহলে পোস্টের সংখ্যা এমনিতেই অনেক কমে যাবে। এত কষ্ট করে পোস্ট করবে কে?

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: নতুন ব্লগ লিখুনে কপি পেস্ট এনাবল করে দিলে আপনার সমস্যা আর থাকছে না!:)

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কপি/চুরি ঠেকানোর জন্য ব্লগ অথরিটির গৃহীত রাইট ক্লিক ডিজেবল ব্যবস্থাটি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু উপরে বর্ণিত সমস্যাগুলো বাস্তব সত্য। এই সমস্যাগুলো ছাড়াও পোস্টে ছবি সংযোজনের ক্ষেত্রেও সমস্যা হবে। লেখা বোল্ড করা বা আন্ডারলাইন করাও সম্ভব হবে না। এতে ব্লগে লেখা পোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মতে, পূর্বের ব্যবস্থাটি (রাইট বাটনের কার্যকারিতা) পুনর্বহাল করাই ভালো।

আমার নিজের তিনটি লেখা (আমার জানামতে) এ পর্যন্ত কপি পেস্ট করে চোরেরা ফেবুতে নিজেদের নামে চালিয়ে দিয়েছে। আমি এসব ক্ষেত্রে ফেবু অথরিটির কাছে রিপোর্ট করেছি এবং ফেবুতে চুরির প্রমাণসহ বিস্তারিত জানিয়ে স্ট্যাটাস দিয়েছি। এতে আর কিছু না হোক, চোরের মুখে যে চুনকালি পড়েছে তাতে কোন সন্দেহ নাই। সকল ক্ষতিগ্রস্থ ব্লগার বন্ধুরা একযোগে ফেবু অথরিটির কাছে রিপোর্ট করতে থাকলে এবং ফেবুতে চুরির প্রমাণসহ বিস্তারিত (লিংক সহ) স্ট্যাটাস দিতে থাকলে চুরি অনেকটাই কমে যাবে বলে মনে করি।

অন্যথায় রাইট বাটন ডিজেবল করে রাখলে ব্লগাররাই সমস্যায় পড়বেন এবং ব্লগ ক্ষতিগ্রস্থ হবে। রাইট বাটন ডিজেবল ব্যবস্থায় কপি পেস্ট বা চুরি ১০০% বন্ধ হবে না। হয়তো অনেকটাই কমে যাবে। কিন্তু ব্লগে প্রকাশিত কবিতাগুলোর চুরি খুব একটা কমবে বলে মনে হয় না। যখন অনলাইন ছিল না, তখনও প্রিন্ট মিডিয়ার লেখা চুরি হতো (এমনকি রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতাও চুরি হয়েছে)। অন্যান্য লেখকদের তো কথাই নেই। আর তখন এসব চুরির বিষয়ে খুব একটা জানাও যেত না, যা অনলাইনে বিলিয়ার ভাইদের মতো বন্ধুদের চেষ্টায় দ্রুত জানা যাচ্ছে।

তাই আমার অনুরোধ, রাইট বাটনের কার্যকারিতা পুনর্বহাল করা হোক। ফেবুতে বিলিয়ার রহমান ভাইদের একটা গ্রুপ আছে, সেখানে চুরির বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে অনুরোধ করছি।

ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

বিলিয়ার রহমান বলেছেন: আমার প্রস্তাবিত পদ্ধতিতে আপনার বলা সকল সমস্যারই সমাধান হবে বলে আশা করছি!



এক দুজন চুরি করলে রিপোর্ট করা যায়! শত শত জনের বিরুদ্ধে ফেবুতে রিপোর্ট করা সম্ভব নয়! আর আপনার মাত্র ৩টা নয় এর থেকে অনেক বেশি পোস্ট কপি হয়েছে!!

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগে ৭ বছরে আমার কোন কপি-পেষ্ট লেখা নেই।
আমার ড্রাফটে কিছু লেখা আছে সেখান থেকে রেফারেন্স হিসেবে সময় বাচাতে কপি করতে হয়।
এখন তো মনে হচ্ছে কিছুই করা যাবেনা।

সামু অথরিটি যদি পোস্ট বডিতে রাইট ডিজেবল রেখে "নতুন ব্লগ লিখুন", "কমেন্ট করুন"," অ্যাড্রেসবার" এই জায়গা গুলোতে রাইট এনাবল রাখতে পারে তাহলেও চলে।
তবে এসব সমাধান না হওয়া পর্যন্ত রাইটক্লিক ফিরিয়ে আনা উচিত।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনার সাথে একমত ভাই!:)

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবুহেনা ভাইয়ের সাথে আমি একমত। এ যেন চোর ঠেকাতে গিয়ে নিজেদেরই ঘরের ভেতর বন্দি হয়ে থাকার অবস্থা। তাছাড়া চুরি যে একেবারে বন্ধ হয়ে যাবে তাও নয়, চোরদের শুধু দেখে দেখে কষ্ট করে টাইপ করতে হবে।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: চোরেরা কষ্ট করে টাইপ করেনা সম্রাট ভাই! আমি প্রায় শিউর!:)


দু একজন করলেও ওদের ধরে ফেলার জন্য আমরাতো রয়েছি নাকি!!:)

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে আকর্ষণ এর জন্য অনুরোধ করছি।

ধন্যবাদ আপনাকে সুন্দর ও মূল্যবাদন পোস্টের জন্য।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাইদুল ভাই!:)

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

সোহানী বলেছেন: বিলিয়ার ভাই, এটা অবশ্যই প্রথম পদক্ষেপ। এভাবে ট্রায়াল এন্ড এরর বেসিসে সঠিক পথ খুজেঁ পাবে সামু আর কিছুটা হলেও আপনার বা ভ্রমরের কস্ট কমবে।

ধন্যবাদ শুধু সামুকে আপনাদেরকে ও। কারন দিনের পর দিন আপনাদের এ চেস্টাই সকলকে বাধ্য করেছে এ নিয়ে চিন্তা করতে।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো আপি!!:)


মন ভালো করে দিয়ে যাওয়া একটা মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ!:)


শুভকামনা সতত!:)

১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরকম পোস্টের দরকার ছিল। আশা করি অথরিটি এই পোস্ট আর তার মন্তব্য গুলো পড়বে।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: হু!!!:)


এইবার এই পোস্ট পড়ার ফি দিয়া যান!!;)

১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি রোস্ট ও হমু আবার ফি ও দিমু? বিলির মুল্লুক পাইছেন?

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!:)


তাইলে রোস্টের মশলা কেনার টেকা দেন!!;)

১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভার্চুয়াল রোস্টিং এ আবার মশলা কিসের?

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: সলা ছাড়া কি কুনো রোস্ট হয় মেয়াবাই!!!;)


হোক না ভার্চুয়াল রোস্টিং তবুওতো মশলা চাই নাকি???

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপাতত কবীর ভাইয়ের কাছ থেকে নিন। কবি মানুষ, আপনার অনুভূতিতে আঘাত দিবে না চাইলে। :P

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: চাইলাম টেহা!!!


দিলেন পরামর্শ!!!:)


বিজ্ঞ(অ বর্ণটা স্কিপ হয়ে গেছে আরকি!;)) লোকদের এই একটাই সমস্যা!:)

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

আল ইফরান বলেছেন: ব্লগে এতদিন থেকেও লেখা শুরু করতে পারি নি, শুধু কমেন্টস করে আর পড়ে চলে যেতাম।
যেই প্রথম পোস্ট দিলাম, তার পরেই এই ঝামেলা।
আপনার পোস্টের সাথে কঠিনভাবে সহমত।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: মতামত প্রকাশের জন্য থ্যাংকু ভাই!!:)


শুভকামনা!:)

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
এক বসাতেই সচরাচর কোন পোস্ট তৈরি করা যায়না। কোন কোন পোস্ট তৈরি করতে ৫/১০ দিন সময়ও লাগে। এমতাবস্থায় আমি সাধারণত অফলাইনে থেকে এম এস ওয়ার্ডে লিখা গুলি লিখে পোস্ট গুলি তৈরি করে ডকুমেন্টস ফাইলে রেখে দেই। সাথে সাথে পোস্ট করি বা পরে সময় বুঝে পোস্ট করি।
এখন দেখি ডকুমেন্টস থেকে কোন কপিই সামুতে পেস্ট হচ্ছে না।
আবার সামুতে বসে নতুন পোস্ট লিখতে গিয়ে আরেক সমস্যায় পড়ছি। দেখা গেল লিখার একটি প্যারা নিচে বা উপরে সরিয়ে আনার দরকার সেটাও করা যাচ্ছে না।
বিরাট বিপদে পড়ছি!!!! :(( :((

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: আশা করছি শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান করা হবে!!


জানা আপার কথায় আমার এমনটিই মনে হয়েছে!:)


১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রম্য সহ মৌলিক পোস্ট লিখার বিষয়ে আমি খুব খুঁতখুঁতে ! একটা লাইনের যুতসই স্থান নির্বাচন করতে গিয়ে ওই লাইনটিকে আমার ১০ বারও স্থান বদল করাতে হয়েছে। যা এখন করা যাচ্ছে না। আপনিই বলুন ১টা লাইন ১০ বার লিখার সময় বা ধৈর্য কয়জনের আছে।
অন্তত 'নতুন পোস্ট লিখুন' অংশে হলেও কপিপেস্টের সুযোগ দেয়া দরকার।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আমি আপনার সাথে একমত মেয়াবাই!!


নতুন ব্লগ লিখুনে অবশ্যই কপি পেস্ট সুবিধা দেয়া উচিৎ ওখান থেকেতো আর চুরি হওয়ার ভয় নেই!! ব্যাপারটা জানাপিও অেনুধাবন করতে পেরেছেন!

আশা করছি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে!!:)

২০| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: নিজের পোস্ট লেখার সময় তো কপি করতে দিতে হবে, কারন সবাই তো সামুতে বসেই লেখে না । ডাক্তার যদি বলে আমার কাছে এসেছো এখন আমার ফার্মেসী থেকেই ঔষধ কিনতে হবে, আমার ডায়গনোসিস সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে, এখানেই অপারেশন করাতে হবে, অন্য কোথাও থেকে এসব করতে দিব না তাহলে সেই ডাক্তারের কাছে কি মানুষ যাবে ?

ড্রাফট অনেক কিছু জমা থাকে যেগুলো অন্য কোথাও দরকার হয় । সেগুলো এখন আটকে গেছে ।

পোস্টের রাইট বাটন অফ করুন সমস্যা নাই কিন্তু কমেন্ট বক্স এবং লেখার সময় রাইট বাটনের ব্যবহার নিশ্চিত করতেই হবে ।

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনার সাথে সহমত অপু তানভীর ভাই!:)

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

কুঁড়ের_বাদশা বলেছেন: বিলিয়ার ব্লগ



ভাংচুর !!!!! ভাংচুর !!!! ভাংচুর!!!!!


ব্লগে গ্যাস, বিদুৎ,পানি সহ এখন সব কিছুর সংযোগ বন্ধ !!! :) :-B এখন নিজের লেখাই কপি-পেষ্ট করতে অসুবিধে হচ্ছে।। রাইট বাটন ক্লিক চাই না !!!!! :) শুধুমাত্র চোর চুরি না করতে পারে সেই ব্যবস্থা করা হোক। :(

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!:)


আমিও!!:)

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে।
তা না হলে আমি বছরে দুটির বেশি পোষ্ট হয়তো সামুতে দিতে পারব না :(

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: আমার অবস্থাও হয়তো তাই হবে!!:)

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

কাবিল বলেছেন: আমি ব্লগে ঢুকেই যে লেখা গুলো ভাল লাগে সেগুলো রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব করে রাখি, পরে একে একে পরতে থাকি।
এখন এইটা বড়ই সমস্যা। :(
এমন কি বড় লেখা গুলো পড়তে পড়তে অনেক সময় কারও সঙ্গে একটু কথা, একটু চায়ে চুমুক দেয়া অথবা টা :P ইত্যাদি কিছু সময় নজর দিতে গেলে লেপ্ট বাটন দিয়ে মার্ক করে রাখি। এখন হচ্ছে না X(
আমি বেশির ভাগই অফ লাইনে থেকে পড়ি। মন্তব্য করতে হলে আগে মন্তব্য করি তারপর কপি করে লগইন করে পেস্ট করি।
এখন এই মন্তব্য অর্ধেক লিখেছিলাম অফলাইনে, পরে মনে পরল কপি করা যাবেনা, আবার শুরু করি X((
আবার এমনও তো হতে পারে অনেক বড় একটা মন্তব্য শুরু করলাম মাঝ পথে এসে বিদ্যুৎ চলে গেল, ইউপিএস ব্যাকাপ ২ মিনিট, এ সময়ে আপাতত কপিকরে রেখে দেওয়া যেত।

বিলিয়ার ভাই, নামাজ বাদ দিতে গিয়ে যে রোজা বেড়ে গেল।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: কন্ট্রোল + এন্টার টিপে নিউ ট্যাবে পোস্ট হয়তো ওপেন করা যাবে তবে আরো সকল সমস্যাতো থেকেই যাচ্ছে!:)


আশার কথা হলো জানাপি এই সমস্যা সমাধানের কথা দিয়েছেন!!:)

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

বিষাদ সময় বলেছেন: রাইট বাটন ডিজেবল থাকলেও কিভাবে কপি পেস্ট করা যায় তা গুগলে শিখতে আমাকে ১৫ মিনিট ব্যায় করতে হল, লেখা চোরদের মনে হয় আরও কম সময় লাগবে। উপরের আমার মন্তব্যটি আপনার মন্তব্যের কপি পেস্ট । অসাবধানবশতঃ আরও কথা লেখার আগে পোস্ট হয়ে গেছে। মন্তব্যটি মুছে দেয়ার জন্য অনুরোধ করছি।

এখন বুঝলাম রাইট বাটন ডিজেবল করায় চোরদের কোন অসুিবধা হবে না, অসুবিধা হবে ব্লগার আর ব্লগের। যারা রাইট বাটন ডিজেবল করার আন্দোলনে ছিলেন ইতোমধ্যে তাদের অনেকেই অবশ্য সুর পাল্টে ফেলেছেন। আমার কাছে আবাক লাগছে জানা আপার মত বিচক্ষণ ব্যাক্তি এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন সেটা ভেবে। যাহোক পোস্টের জন্য ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনি যেহেতু শিখেই নিয়েছেন কিভাবে কপি করতে হয় তাহলে আপনারতো আর সমস্যা থাকার কথা না!!

আর কপি পেস্ট বন্ধে ১০০% কার্যকর কোন পদ্ধতিও নেই!! কপি বন্ধের কোন ব্যবস্থা না থাকার থেকে দু একটা ব্যবস্থা থাকা ভালো। এটাতো আমাদের না বোঝার কথা না!!

তাছাড়া জানাপিও সমস্যা সমাধানের কথা গত রাত্রেই বলে গেছেন!!

আশা করছি দ্রুত সমস্যাগুলোর সমাধানও হবে!!

( আপনি চাইলে আমি আপনার উপরের অনাকাঙ্কিত মন্তব্যটা মুছে দিতে পারি!!)

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

সাহসী সন্তান বলেছেন: আমার ধারনা এই সমস্যার কারণে সব থিকা বেশি ঝামেলায় পড়বেন আমাগো আহদেম জী এস ভাইজান! উনি খটমট নাম কপি করতে পারবেন না দেইখা আপাতত উনার লাইগা এক বালতি সমবেদনা! ;)

তবে কথা সেইটা না। এখানে মূল কথাডা হইলো, নিজের লেখাই যদি নিজে কপি করতে না পারি; তাইলে চুরের লগে আমাগো আর তফাৎটা রইল কি? ঝাঁতি কি ব্লগ টিমের কাছ থিকা ইহা আশা করছিল? :(

আমার ধারনা এটাতে হয়তো লেখা চুরি কমবে, তবে ব্লগ আবারও তলানির দিকে চলে যাবে। কারণ এ্যাক্টিভ ব্লগারের তুলনায় ভিজিটর পাঠকের সংখ্যাই কিন্তু ব্লগে সব থেকে বেশি? আর এই ভিজিটরদের মধ্যে অধিকাংশই ব্লগে আসে তাদের নিজস্ব কিছু উদ্দেশ্য সাধনের জন্য। উদ্দেশ্যটা যে কি সেটা নিশ্চই আর বলে দেওয়া লাগবে না?

এখন তারা যদি তাদের উদ্দেশ্যে সফল হতে না পারে, তাহলে কি ব্লগে তারা আর আসবে? আপনি আবার এটা বলবেন না যে, দুষ্টু গরুর চাইতে শূণ্য গোয়াল অনেক ভাল। কারণ এই উদাহরণটা এখানে খাটবে না। ভাল/মন্দ মিলিয়েই ব্লগ। আজকের চোর যে চুরি করতে করতে একদিন বড় মাপের কোন সাহিত্যিক হবে না, তা তো বলা যায় না!

সম্ভাবত কথাটা কাজী নজরুল ইসলামের- "আমি সাহিত্যের মহাসাগর। এখন সেই মহাসাগর থেকে একটা মাছরাঙা যদি ঠোঁটে করে কিছুটা পানি নিয়ে যায়, তো যাক না! তাতে তো আর মহাসাগর শুকিয়ে যাচ্ছে না?"

চোরদের পক্ষে কথা বলছি দেখে ভুল বুঝবেন না বিলিয়ার ভাই! আসলে আমি চাই সামুতে পাঠক বাড়ুক। হোক সেটা চোর অথবা কপি-পেস্টার। আপনি মানেন অথবা না মানেন, এটাই সত্য যে পাঠক না থাকলে কিন্তু কোন কিছু লিখে আনন্দ পাওয়া যায় না?

পোস্টের জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

বিলিয়ার রহমান বলেছেন: চুরির জন্য যে ভিজিটররা আসেন তাদের অবশ্যই পরিত্যাগ করা উচিৎ কিংবা ছুড়ে ফেলে দেয়া উচিৎ!! ব্লগ টিকিয়ে রাখবেনতো ব্লগাররা চোরেরাতো অবশ্যই নয়!!

আমাদের সামুর ব্লগার সংখ্যা সম্ভবত প্রায় দুই লাখ!! আমার মনে হয় চোর নয় বরং ব্লগাররাই এই ব্লগের সিংহভাগ পাঠক!!:)

আমি চুরি বন্ধ + ব্লগারদের আহূত সমস্যার সমাধান দুটোই চাচ্ছি!! কোনটার জন্য কোনটাকে ছাড় দিতে চাচ্ছি না!

মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ সাস ভাই!!:)

২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

সাহসী সন্তান বলেছেন: টাইপিং মিসটেক- 'আহমেদ জী এস' হবে! :(

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: বুঝি আমরা বুঝি!!!
কোনটা ময়দা আর কোনটা সুজি!!;)

২৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা, এমন কোন সফটওয়্যার কী তৈরি করা সম্ভব, যা সামুতে ইন্সটল করে নিলে এই ব্লগে প্রকাশিত যে কোন লেখা লেখক নিজে ছাড়া অন্য কেউ কপি পেস্ট করে অন্য কোথাও প্রকাশ করলে সাথে সাথে লেখাটির মাঝ বরাবর 'এই লেখাটির মূল লেখক---, লেখাটি---তারিখে সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত হয়েছে। আমি লেখাটি চুরি করে এখানে নিজের নামে প্রকাশ করেছি' কথাগুলো বড় বড় অক্ষরে ফুটে উঠবে। যা হবে অনেকটা টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজের উপর 'এক্সক্লুসিভ' কথাটির মতো। লেখাচোর যতক্ষণ পর্যন্ত পুরো লেখাটি মুছে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বড় বড় অক্ষরে লেখা কথাগুলো মুছে ফেলা সম্ভব হবে না।

প্রস্তাবটি হাস্যকর মনে হতে পারে। কিন্তু প্রযুক্তিগতভাবে এটা সম্ভব হলে লেখা চুরি একেবারেই বন্ধ হয়ে যাবে। আমি প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ বলে ভয়ে ভয়ে এই প্রস্তাবটি দিলাম। বিলিয়ার ভাইয়ের মন্তব্য জানতে চাচ্ছি।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: এরকম জিনিসের কথা আমি এখনো শুনিনি হেনা ভাই!!!


হয়তো হয়তো থেকে অনেক বেশি অভিজ্ঞ কেউ ব্যাপারটার যথার্থতা চজাচাই করে দেখে বলতে পারবেন!!:)

২৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

সাহসী সন্তান বলেছেন: ধুর, মন্তব্য কপি-পেস্টের মাধ্যমে ইন্ডিকেট কইরা যে প্রতিউত্তর করুম; তাও হইতাছে না! X((

আমাদের সামুর ব্লগার সংখ্যা সম্ভবত প্রায় দুই লাখ!

- কথা সত্য! কিন্তু তার মধ্যে মাল্টি কয় লাখ? হাড়ির খবর কইয়া দিলে তো আবার ঠাকুর বেজার হয়! ;)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রতি উত্তর হিসেবে ৩১ নম্বর মন্তব্যটা দেখতে পারেন!!


মোবাইল ভার্সনের কারসাজি আরকি!!;)

২৯| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বিএনপির সমাবেশ ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ সকল গাড়ী বন কইরা আম পাবলিকের চলাচল যে কষ্ট দিতেছে-

চুরি ঠেকাইতে গিয়া রাইট ক্লিক বনে সামুরিয়ানরা সেই হালে আছি ;) :P :-/ :-B =p~ =p~ =p~

জানাপুর আশ্বাসে ভরসা করে রইলাম!

+++

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সেই মন্তব্য ঝেড়ে গেলেন ভৃগুদা!:)


আমিও জানাপুর উপর ভরসা করে রয়েছি!:)

৩০| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

ধ্রুবক আলো বলেছেন: বিলি ভাই, আমিতো বেশির ভাগ সময় ফোনে সামুতে ঢুকি, ডেক্সটপ মুড করেই রাখি। এখানে আমি কোনো লেখা নোটপ্যাড অথবা word থেকে কপি করে দেই।
এখন ফোনে কপি পেস্ট এন্যাবল করবো কিভাবে।

device - R20 symphony

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: ফেবুতে আহেন!!:)


একটু চ্যাটাই!!!:)

৩১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

সাহসী সন্তান বলেছেন: আম্রা গরিব নাকি, যে মুপাইল দিয়া বলগামু! মিয়া প্রেস্টিজ দিয়া কথা কইতে পারেন্না? B-) কিন্তু সমস্যাটা হইল, মোবাইল দিয়া সেই যদি কপি-পেস্ট করা যায়, তাইলে আর এত চিক্কুর-বাক্কুর পাইড়া লাভ কি হইলো? :(

ইয়ে আপনার মোবাইল সংক্রান্ত মন্তব্য ডিলিট মারেন। চোরে যদি আইডিয়া পাইয়া যায়, তাইলে কিন্তু চুরি কমার থিকা আরো বাইড়া যাইবো... |-)

অবশ্য ডিজিটাল চোরগো আইডিয়া দেওন লাগে না। তাহারা নিজেরাই আইডিয়া তৈরি কইরা উগা বাজারে বিক্রয় করিয়া থাকে! ;)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: সরি ভুল হইয়াগেছে মেয়াবাই!!!:)


আফনেরে আর একটুন পেস টিজ দেওনের অবশ্যই উচিৎ ছিলো!!:)

মোবাইল সংক্রান্ত আলোচনা কমেন্ট থেকে মুছে দিয়েছি তবে অথরিটির যাতে নজর না এড়ায় এজন্য পোস্টে রেখে দিয়েছি!!:)

৩২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভৃগু ভাই ফাটায়া ফালাইছে কঠিন এক মন্তব্যে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!:)


ভৃগুদার মন্তব্যে আর একবার লাইক!:)

৩৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:



ফিলিং আনকমফোর্টেবল। কাস্টমাইজ ওয়ে বের করাটা জরুরী হয়ে পড়েছে ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সহমত কথাকথি ভাইয়া!!:)


মতামতের জন্য থ্যাংকু!:)

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আশায় রইলাম। :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আমিও!!:)


:)

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: ইনশাআল্লাহ

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

বিষাদ সময় বলেছেন: আপনি যেহেতু শিখেই নিয়েছেন কিভাবে কপি করতে হয় সেহেতু আপনার আর সমস্যা থাকার কথা না!!!

না ভাই বিষয়টি সে রকম না। এখনও আমাকে কপি পেস্ট করতে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। ছোট খাটো কপি পেস্টের ক্ষেত্রে এ ঝামেলাটি করতে ইচ্ছা করে না। যেমন আপনার উপরের মন্তব্যটিই কপি পেস্ট না করে আমি লিখলাম, বোল্ড করার ইচ্ছা থাকলেও করতে পারলাম না। আপনার লেখা থেকে কিছু উদ্ধৃতি দেয়ার ইচ্ছে থাকলেও এ কারণে পারছি না বা ইচ্ছা করছে না। প্রকৃতপক্ষে এখন শুধুমাত্র এই ব্লগে ছোট ছোট কপি পেস্ট বা এডিটিং করা কঠিন হয়ে গেছে যা প্রাণবন্ত ব্লগিং এর জন্য নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। কিন্তু সপ্তাহে বা দিনে একবার একটি লেখা চুরি করে ওয়ার্ডে পেস্ট করে এডিটিং এর পর অন্য কোথাও প্রকাশ করতে তেমন কেনা সমস্যা হবে না। আসলে কোন ব্যাবস্থা নেয়ার ফলে চোরদের চেয়ে যদি সাধারণ ব্লগাররা ব্লগিং এ বেশি বাধাগ্রস্থ হন তবে সে ব্যাবস্থাটিকে কার্যকর কোন ব্যবস্থা বলা যায় না।

এর চেয়ে আপনি যেভাবে চোর ধরছেন এবং তাদের হেনস্থা করছেন এটি বরং চুরি ঠেকানো আরো ভালো ব্যবস্থা। এ কাজে বরং আমাদের সবার আরো বেশি যুক্ত হওয়া উচিত। চুরি বন্ধ হোক বা কম হোক সেটা আমিও চাই কিন্তু চোরের ভয়ে ব্লগিং এর স্বাচ্ছন্দতা নষ্ট করার পক্ষে আমি নই।

আমার প্রথম মন্তব্যটি মুছে দেয়ার জন্য অনুরোধ করছি। আপনাকে আবারও ধন্যবাদ, ভালো থাকুন সব সময় সেই কামনা।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আলোচিত সমস্যাগুলো থাকুক এটি আমরা কেউই চাচ্ছি না!!


নরমাল ওয়েতে কপি করা বন্ধ করা গেলে লেখাচুরি শতকরা ৮০ ভাগ কমে যাবে এটা আমার বিশ্বাস(চোরদের পেছনে ছুটতে ছটতে এ বিশ্বাসটার জন্ম হয়েছে)!

সো পোস্ট কপি হওয়া বন্ধ হোক + ব্লগারদের সমস্যার সমাধান হোক আমাদের প্রত্যাশা এমনই হওয়া উচিৎ। একটার জন্য অন্যটাকে কমপ্রোইজ কিংবা একটার দোষ অন্যটার ঘারে চাপানোর মানে নেই!!

আপনার প্রথম কমেন্ট মুছে দিয়েছি!!

ভালোথাকুন!!:)

৩৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অত চিক্কুর বাক্কুর না পাইড়া অহন এলা খামোশ খায়া থাহেন মেয়াবাইয়েরা! :-0 সাঁতরাইয়া নদী পার হওন লাগবো বইলা নদী দূরে থাকতেই আম পাবলিকের সামনে লুঙ্গী খুইল্যা মাতায় প্যাঁচানো ঠিক না। আগে দেহেন নদী পার হওয়ার অন্য কোন উপায় আছে কি না। তয় মুনে অয় সামুর টেক টিম লুঙ্গী খুইল্যা মাতায় না প্যাঁচাইয়া নদী পার হবার তরিকা বাইর করার চেসটা করতাছে। অগরে এট্টু সময় দ্যান। =p~ =p~ =p~

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: সবতো মাশাল্লাহ আফনেই কইয়া দিলেন মেয়াবাই!!!:)


আফনের মন্তব্যই আফনের উত্তর আরকি!!;)

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনি কী???? আগের মত ব্লগিং করতে পারছেন??? না পারলে ফেসবুকে আামকে একটু নক করুন ।।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!!!:)


৩৯| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

কালীদাস বলেছেন: ভাবতাছিলাম পেরেসকিলাবের সামনে ব্লগে রাইট বাটন ফিরায়া আনার দাবিতে আমরণ অনশনে বসুম (কান্ধের ব্যাগে তেহারীর প্যাকেট নিয়া)! যেহেতু আপনে কৈসেন, আপাতত বৈলাম না।

সিরিয়াস টক: সত্যি বলতে কি এই সলভটা আমারও খুব পছন্দ হয়নি। কিন্তু অল্টারনেটিভ অন্য কিছু আমার মাথাতেও নেই :(

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!:)


যে কোন একটা সমাধান হলেই আমাদের চলতো! তবে এক সমস্যা সমাধানে অন্য সমস্যা সৃষ্টি হোক সেটি চাইনা!!:)


মন্তব্যের জন্য থ্যাংকু কালীদাস ভাইয়া!:)

৪০| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

কালীদাস বলেছেন: সহযোগিতার আমাদের জানানে মেইল করার চেষ্টা করেছিলাম, আমার অনুরোধ এমুহুর্তে কার্যকর সম্ভব না বলছে। জানিনা কেন, এই সমস্যা গত একবছর ধরেই দেখছি, মাঝে ৬/৭মাস ছিলাম না, তখনও হয়ত ছিল।

আমার সাজেশন হচ্ছে:
রাইট বাটন ব্লক করাটা ব্লগারদের হাতে অপশন দেয়া যায় কিনা, যার প্রয়োজন সে ব্লক করে রাখবে কনটেন্ট পোস্ট করার সময়। কারণ সব লেখা চুরি হয়না, মেইনলি কবিতা চুরি হয়। সব পোস্টে সিলেক্ট অপশন বন্ধ করে দিলে চোরাই লেখা বেড়ে যাবে ব্লগে। খুব সহজে র‌্যান্ডম দুয়েক লাইন সিলেক্ট করে গুগল করে চোর ধরে ফেলতে পারা যেত। এখন ফেসবুকের চোর ব্লগেও আসবে।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাজেসন্স সামু শুনেছে!!!


সমস্যার সমাধানো হয়েছে কালীদাস ভাইয়া!!:)

৪১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নতুন নকিব বলেছেন:



বিদ্রোহী ভৃগু ভাইয়ের ২৯ নং কমেন্টটি অন্যরকম। অল্প কথায় দেশ এবং সামু ব্লগের বাস্তবতা মূর্ত হয়ে উঠেছে। ধন্যবাদ ভৃগু দা -কে।

আসলে, সামুর প্রতি বিনীত নিবেদন, দয়া করে দ্রুত সমস্যাগুলোর সমাধান করে বাধিত করুন, প্লিজ।

ধন্যবাদ, বিলি ভাই।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

বিলিয়ার রহমান বলেছেন: সামুর সমস্যার সমাধান হয়েছে!!:)


আমরা এখন প্রায় নিশ্চিন্ত!:)

৪২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি এখনো নতুন কোন পোষ্ট লিখতে যাইনি, তাই হয়তো সমস্যাটা ঠিক বুঝতে পারিনি। তবে আপনার পোষ্ট পড়ে যেটুকু বুঝলাম তাতে আমার সমস্যাই হবে মনে হচ্ছে। কারণ, আমি কাজের ফাঁকেফাঁকে ব্লগস্পটে বা ফেসবুকে লেখা জড়ো করতে থাকি পরে যখন পোষ্ট করার মতো হয় তখন ব্লগে ঝুলিয়ে দেই।

তবে, জানা আপার কথাটুকুতে আস্বস্ত

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

বিলিয়ার রহমান বলেছেন: সামুর সমস্যার সমাধান হয়েছে!!:)


আমরা এখন প্রায় নিশ্চিন্ত!:)

৪৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

চানাচুর বলেছেন: ভালো হলেই ভালো /$)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

বিলিয়ার রহমান বলেছেন: সামুর সমস্যার সমাধান হয়েছে!!:)


এবার চাইলে নাকে সুরেশ সরিষার তেল দিয়ে ঘুমাতে পারেন আপি!!:)

৪৪| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

ধ্রুবক আলো বলেছেন: দুঃখের বিষয় হইলো, ছবি সহ পোষ্ট করতে পারতেছিনা।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

বিলিয়ার রহমান বলেছেন: এখন পাইরবেন মেয়াবাই!!:)

৪৫| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

জাহিদ হাসান বলেছেন:

ব্লগের বিভিন্ন অপসনে রাইট-বাটন বন্ধ মানে যেন ঠিক এই ছবিটার মত অবস্থা - কড়াকড়ি প্রাইভেসী :((

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রাইভেসি থাকাতো ভালা মেয়াবাই!!!:)

৪৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই প্রাইরোসিতে সমস্যাতো হবেই তবে তারও সমাধান হয়ে যাবে শিগ্রিই তাপরেও চুরি রোধ হলেই হল।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

বিলিয়ার রহমান বলেছেন: সামুর সমস্যার সমাধান হয়েছে!!:)


আমরা এখন প্রায় নিশ্চিন্ত!:)

৪৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান বারে বারে চোর ধরে কর্তৃপক্ষের সামেনে কপি রাইটের সমস্যাটা তুলে ধরার জন্য।
বেশ একট অস্থিরতা গেল সামুর সব ব্লগারদের মাঝে।
তবে চোরদের নিরাশ করে কপি পেষ্টের সুবিধা বঞ্চিত করার জন্য সামু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
লেখা চুরি ফেসবুক থেকে শুরু হয়ে ছিল বছর কয়েক আগে আমার লেখা আমি ছাড়া যেন আর কেউ কপি করতে না পারে কমপ্লেইন করার সময় এ ধারনাটা দিয়েছিলাম। কিন্তু ফেসবুক পাত্তা দিচ্ছে না কপি রাইটের বিষয়টা। ওদের ভালো ভাবে রিপোর্ট করারও সুযোগ নেই। ওদের একটাই সুযোগ দিয়ে রেখেছে ব্লক করে দেয়া। কিন্তু চোরগুলো তো রূপকথার দৈত্যের মতন ঘাড় মাথা রক্তের ফোটা থেকে জন্ম নেয় অসংখ্য। কত ব্লক করা যাবে। লিখিত অপশনে জানিয়ে ছিলাম আইডিয়াটা।
একমাত্র আমেরিকার জনগনের জন্য কমপ্লেইন করার একটা ফর্ম আছে। আমরা দলবদ্ধ ভাবে ফেইসবুকেও এই রকম অপশন চালু করার জন্য আবেদন করতে পারি।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

বিলিয়ার রহমান বলেছেন: হু ঠিক বলেছেন!!!:)


তবে বেড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজটা শুরু করবে কে আপি???

৪৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আল্লায় দিলে আমার কোন.....
আল্লায় দিলে আমার কোন.....



আল্লায় দিলে আমার কোন.....
আল্লায় দিলে আমার কোন.....





ফ র ম ডেস্কটপ ( ভা যোগ রেফ যোগ স ন)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

বিলিয়ার রহমান বলেছেন: সামুর পোস্ট বডি এখন প্রোটেক্টেড শাহাদাৎ ভাই!!:)



এখন আর সহযে পোস্ট চুরি করা যাবে না!! চুরি করতে হলে কায়দা করতে হবে!!:)

৪৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২০

ওমেরা বলেছেন: মানুষের ধৈর্য যে এত কম আজকে ব্লগের অবস্থা দেখে বুঝেছি ।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!


আমার কিন্তু ধৈর্য ছিলো ওমেরাপি!!:)

৫০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০

নতুন বলেছেন: রিসেন্ট আপডেট
চুরি সমস্যা + ব্লগারদের সমস্যা দুটোরই সমাধান হয়েছে!!
ব্লগারদের পক্ষ থেকে জানাপিকে আবার হৃদয় নিংড়ানো ধন্যবাদ!!


যাক সমস্যার সমাধান হয়েছে ভালো লাগছে...

কিন্তু আমার quick javascript switcher ক্রোম এক্সটেসন লাগাতে হয়েছে নতুন করে... কারন আমি কমেন্টে অনেক সময় কপি করে কোট করি।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

বিলিয়ার রহমান বলেছেন: সমস্যার সমাধান হয়েছে নতুন দা!!!:)


এবার আপনি নিজের ব্লগ পোস্ট পেস্ট দিয়ে দিতে পারবেন!!:)

৫১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চুরি সমস্যা এবং ব্লগারদের সমস্যা দুটোরই সমাধান করায় সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ | গতকাল একবার মনে হয়েছিলো, এটা মশা মারতে কামান দাগা হয়ে যাছ্ছে নাতো ! :)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি দুটোই চেয়েছিলাম!!


মাশআল্লাহ এখন দুটোরই সমাধান হলো!!!

৫২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কঠিন সমস্যা! নো ম্যাটার ওয়েইটিং ইস বেটার =p~ । ধন্যবাদ সামু।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

বিলিয়ার রহমান বলেছেন: সমস্যার সমাধান হয়েছে!!:)


তো হয়ে যাক চিয়ার আপ নাকি!!:)

৫৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

কামরুননাহার কলি বলেছেন: বিলিয়ার রহমান# ভাইয়া কি ভাবে একজন এডমিন অথবা মডরেটরের সাথে কথা বলা যায় যদি একটু বলে দিতেন।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: এখানে মেইল করুন,

[email protected]

৫৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!:)

৫৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

কামরুননাহার কলি বলেছেন: বিলিয়ার রহমান ভাইয়া আমি মেইল করেছি ঐ ঠিকানায়। একটু দেখবেন কি মেইলটি।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!


ওটা আমি দেখবো না!! ওটা দেখবেন আমাদের মডারেটররা!!:)

অপেক্ষা করুন! তারা হয়তো আপনাকে ফিডব্যাক করবেন!!!:)

৫৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

কামরুননাহার কলি বলেছেন: ওহ ! হাসেন কেনো ভাইয়া আমাকে লজ্জা দিলেন। #বিলিয়ার রমহান ভাইয়া।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

বিলিয়ার রহমান বলেছেন: না না!!


আপনাকে একদমই লজ্জা দিতে চাইনি!!

ভালোথাকুন কলিপি!!

শুভকামনা!:)

৫৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

কামরুননাহার কলি বলেছেন: আমি কলিপি না ।সরি আপনেও রমহান না আপনে বিলিয়ার রহমান।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক আছে আপনাকে তাহলে কামরুননাহার কলিপিই বলবো!! :)

৫৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

কামরুননাহার কলি বলেছেন: ওকে বলেন সমস্যা নাই আমি খুশি।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ!!!

৫৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিসেন্ট আপডেট
চুরি সমস্যা + ব্লগারদের সমস্যা দুটোরই সমাধান হয়েছে!!


আফনের পোষ্ট থেইক্যাই কপি করছি ;) কাউরে বইলেন না জেনো :P

যাক আপাতত চলুক। তবে এখানে যে পদ্ধতিতে কপি করেছি- বাংলা কবিতা ডটকমে তা কাজ করে না। ওরা এরচে আপগ্রেড কিছু ব্যবহার করছে।
আইটি টিম আশা করি আপগ্রেডেশন অব্যহত রাখবে :)

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আমিও একটা বাগ পেলাম!!!

টেকদের আপগ্রেডেশন অব্যাহত থাকলে হয়তো এই বাগগুলো সামনের দিবে আর থাকবে না!!:)


কমেন্টের জন্য থ্যাংকু ভৃগু দা!!!:)

৬০| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: চোর ধরার জন্য বিলিয়ার-ভ্রমর পদ্ধতি অনুসরণ, প্রয়োগ এবং জোরদার করা হোক! ব্লগারদের জন্য বাকী সব সুবিধা আগের মত পুনর্বহাল করা হোক!

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: বিলিয়ার ভ্রমর পদ্ধতিটা সম্পর্কে ক্লিয়ার হলাম না!!

চোরদের নামধাম তুলে এনে পোস্ট করা এটিই কি বোঝাতে চেয়েছেন নাকি অন্য কিছু???


বর্তমান পদ্ধতিতে ব্লগারদের খুব একটা সমস্যা হওয়ার কথা না!! আপনার সমস্যা হলে আমাকে বলেবেন আমি একটা রাস্তা দেখিয়ে দেয়ার চেষ্টা করবো!!:)

৬১| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: চোরদের নামধাম তুলে এনে পোস্ট করা এটিই কি বোঝাতে চেয়েছেন নাকি অন্য কিছু??? - হ্যাঁ হ্যাঁ, আপনারা দু'জন যেভাবে মিলে চোরদের মুখোশ উন্মোচন করেছেন, সে কথাই বুঝিয়েছি।
আপাততঃ আমার কোন সমস্যা হচ্ছেনা, শুধু মূল পোস্ট থেকে বাক্যাংশ কপি করে উদ্ধৃত করতে পারছিনা, এই যা। তবে, চৌর্যবৃত্তি রোধকল্পে এটুকু অসুবিধা সহনীয়।
আপনার সমস্যা হলে আমাকে বলেবেন আমি একটা রাস্তা দেখিয়ে দেয়ার চেষ্টা করবো - ধন্যবাদ, এই সহযোগিতামূলক অফারের জন্য।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আবার এসে বিষয়টি ক্লিয়ার করে যাওয়ায় থ্যাংকু!!:)

আর দেরি করে প্রতি উত্তর করায় দুঃখিত!!


ভালো থাকুন কবি!!:)


অনেক অনেক শুভকামনা!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.