নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মদ খাওয়ার জন্য রন্টে যেদিন বাসার ডিপ ফ্রিজটা বিক্রি করে দিয়েছেলো ওর বউ সেদিনো নিরব ছিলো কেবল ওকে জোচ্চোর বলা ছাড়া।
জোচ্চোরের মতো একটা কমন উপাধি পেয়ে রন্টে তেমন গায়ে মাখায়নি ব্যপারটা। বরং রাতভর মদ গিলতে গিলতে সাত রাতের মাথায়ই সমস্ত টাকা উড়িয়ে দিলো ও।
মদের টাকা যোগান দিতে ফের যখন ওর বউয়ের গহনাগুলো বিক্রি করতে হয়েছিলো তখনো ওর বউ নিরব ছিলো কেবল ওকে শুয়োর বলা ছাড়া।
রন্টে ঐ দিনো মন খারাপ করেনি কারন শুয়োর পুশে অনেকের ধনী হওয়ার তথ্যটা ওর জানাই ছিলো। এবার উল্টো রাতদিন টানা মদ গিলে তিন দিনেই সব টাকা উড়িয়ে দিলো ।
পরের বার টাকা যোগাতে যখন বাসার আলমিরা, সোফা, ওয়ারড্রোব, শোকেজ সব কিছুই একত্রে বেঁচে দিয়ে টানা এগারোদিন বন্ধুদের সাথে রঙশালায় কাটিয়েছিলো, সেবারো ওর বউ মুখটি পর্যন্ত খোলেনি কেবল কুকুর বলা ছাড়া।
কুকুরের বিশ্বস্ততা ও প্রভুভক্তির কথা রন্টের অজানা ছিলোনা তাই এবারো বউয়ের কথায় আহত হওয়ার প্রশ্নটা অবান্তরই ঠেকলো ওর কাছে ।
টাকায় ভীষণ আকাল পড়লে শেষবার ও যখন স্বয়ং বউটাকেই ব্রোথেল পাড়ায় বেঁচতে নিয়ে গিয়েছিলো সেবার আর ওর বউ চুপ করে থাকেনি! বেশ উত্তেজিত কন্ঠেই বার্মিজ আর্মি বলে ৭ বার গালি দিয়ে দিয়েছিলো রন্টেকে।
বার্মিজ আর্মিদের বন্যতার কথা ওর ভালোভাবেই জানাছিলো। তাই উত্তেজিত রন্টে বউকে ব্রোথেলে না নিয়ে বরং বাড়িতেই নিয়ে গেলো! ভাবছেন বেধে পেটাবে বলে?? আরে নাহ ভালো হয়ে যাবে বলে।
রন্টে মাতাল হতে পারে, জোচ্চোর হতে পারে, হতে পারে শুয়োর কিংবা কুকুর কিন্তু ঘৃণিত বার্মিজ আর্মি?? কোন মতেই তা হতে পারেনা !!
এমনকি এর জন্য যদি মদ ছেড়ে দিতে হয় তবুও না!
উৎসর্গ: সুপ্রিয় গল্পাকার আরিয়ান রিয়াদকে। যার অনু গল্প না পড়লে আমার অনুগল্প লেখার ইচ্ছেই হয়তো জাগতো না কোন দিন!
বিলিয়ার রহমান
২৫ অক্টোবর
২০১৭ ইং
ঢাকা
দয়া করে কপি করবেন না!!
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: কেবল ধন্যবাদ দিলে কি হপে!!!!
তারচে আরো চার পাঁচটে কমেন্ট, আটদশটা লাইক সাথে বিকাশে কিছু পেমেন্ট দেন!
২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: তহলে তো আমাকে আরও চার পাচঁটা নিকের মালিক হতে হবে।
বিকাশ কারে কয় ব্রো
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২
বিলিয়ার রহমান বলেছেন: বিকাশরে তো আমি চিনি আমার বন্ধু, আফনের আর একটা ছুটো ভাই!
তয় নিক কেঠায় তারেতো চিনলাম না!! যদি একটু বলে দেন....
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১
শাহেদ খান বলেছেন: মূল বক্তব্যটা শেষতক আড়ালে রেখেছিলেন চমকের মত। ভিন্নধর্মী উপস্থাপনা।
শুভকামনা, বিলিয়ার রহমান!
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ভাইজান!
আপনার জন্যও শুভকামনা!
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: নিক চেনেন না তয় মনে হয় মাল্টি নিক চেনেন
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আমার একটা ছিলো অরফিয়াস নামে!
কবিতাগুলোকে ওখানে রাখতে চেয়েছিলাম। এক সুছিল কইলো মাল্টিবাজি চলতো না। আমিও মুনে মুনে কইলাম আইচ্ছা আর কুনোদিন ওই নিকে লগড ইন করমু না!
জয়বাংলা!
৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
তারেক ফাহিম বলেছেন: ছোট গল্প ভালো লাগলো
তয় জোচ্চোর, শুয়োর, কুকুর, বার্মিজ আর্মি
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লাগছে! অথচ ভালোলাগার প্রমান হিসেবে লাইক গুতা মারেন নাই!!!
ইতা কিরাম কম্ম মেয়াবাই!!
৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
নতুন নকিব বলেছেন:
বিলি ভাই,
'রন্টে মাতাল হতে পারে, জোচ্চোর হতে পারে, হতে পারে শুয়োর কিংবা কুকুর কিন্তু ঘৃণিত বার্মিজ আর্মি?? কোন মতেই তা হতে পারেনা !!
এমনকি এর জন্য যদি মদ ছেড়ে দিতে হয় তবুও না!'
-অসাধারন!
অভিনন্দন।
চালিয়ে যান। 'নিকৃষ্ট বার্মিজ মগ খুনি'দের এভাবেই ধোলাই দিতে হয়!
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭
বিলিয়ার রহমান বলেছেন: 'নিকৃষ্ট বার্মিজ মগ খুনি'দের এভাবেই ধোলাই দিতে হয়!
হে হে হে!
অবশ্যই চলবে.......!
থ্যাংকু নকিব ভাই!
শুভকামনা!
৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫
রাসেল উদ্দীন বলেছেন: গল্পে গল্পে চমৎকার গালি। জমেছে বেশ!
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনি জমেছে বলেছেন!!!
আইচ্ছা এইবার জমানোর ফিাঠাইয়া দেন !
৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বার্মিজ আর্মির মগদের নিয়ে আপনার অনুগল্প আরও দশ বারটার মধ্যে একটা প্রকাশিত হল। খুবই সুন্দর, কিন্তু বার্মিজ আর্মির কানে এসব কীভাবে পৌঁছানো যায়? শালাদেরকে সবগুলি গল্প শোনাতে পারলে মনটা কিছুটা হলেও শান্তি পেত।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: শালাদেরকে সবগুলি গল্প শোনাতে পারলে মনটা কিছুটা হলেও শান্তি পেত।
আপনার গল্পটাও তো দারুন মেয়াবাই!
বার্মিজ আর্মিদের এটা কিভাবে যে শোনাই!
৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
রাসেল উদ্দীন বলেছেন: জমানোর ফিটা আমার কাছেই জমা থাক। হালখাতা কইরেন পাঠায় দিমুনে!
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আইচ্ছা!
মনে থাকে যেন!
১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২
সাদা মনের মানুষ বলেছেন: ব্যতিক্রমী অনুগল্প, ভালোলাগা জানিয়ে গেলাম।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লাগায় আফনের নামতো পাইলাম না মেয়াবাই!!!
পতারনা সবই পতারনা!
১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
চাঁদগাজী বলেছেন:
বার্মা একা নয়, পাকী, আফগানী, কুর্দী, ভয়েতনামী, চাইনীজ, কম্বোডিয়ার সৈন্যরা পঁচা হয়েনা।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই হয়!!
তবে এখনতো বার্মিজদের সিজন! তাই এরাই বারবার মাথার ভিত্রে আইয়া পড়ে গাজীভাই!
১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: শেষের বার কী হবে, অনুগল্প পড়তে পড়তে সে ভাবনাটা এসে যাচ্ছিল। চমকটা ভাল লেগেছে।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রিয় কবি!
প্রশংসায় প্রীত হয়েছি!
শুভকামনা!
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই। আপনার বারমিজ আর্মিদের প্রতি ঘৃণা আমাকে মুগ্ধ করেছে আগেরবারও, এবার যেন আরো বেশি মুগ্ধ হয়ে গেলাম গল্পের ধরণে।
বার্মার আর্মিরা পাকিস্তানি আর্মিকে ছাড়িয়ে যেতে চাইছে হিংস্রতা আর বর্বরতায়।
কুত্তা শোয়র বললেও কুত্তা শোয়র লজ্জিত হয়ে আফসোস করবে।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন ক্যামতে???
এইটাতো একটা পানসে গল্প!!
আফনে নিশ্চিয়ই ঘুষের বিনিময়ে আমার এই গল্পের প্রশংসা করেছেন!!
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা আমি ঘুষখোর সরকারি চাকুরে হলেও ঘুষের দিকে তেমন একটা লোভ কখনওই দেখিনি আমার মধ্যে।
হ্যা, ব্লগে অনেক পোষ্টে অল্প পড়েই প্রশংসা রেখে আসি, সেটা অবশ্য উৎসাহিত করাই প্রধান উদ্দেশ্য।
আপনার গল্পটি পড়েছি পুরাই, আপনি অল্প কথাতেই সুন্দর হৃদয়ছুঁয়া গল্পপ্লটে নিকৃষ্ট জাতি-সেনার প্রতি ঘৃণা প্রকাশ করতে পেরেছেন। আমার কাছে আপনার আইডিয়াটি অসাধারণ মনে হয়েছে।
লেখেছেনও চমৎকার।
শুভকামনা সবসময়।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: এইবার বুঝলুম আফনে ঘুষ ছাড়াই প্রশংসা করেছেন!!
আবার আশায় থ্যাংকু!
এই পোস্টে আরো আসলে আরো থ্যাংকু পাইবেন, লোভ দেখাইলাম আরকি; এবার দেখি লোভের ফাঁদে পা দেন কিনা!
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যদিও থ্যাংকুর লোভ খুবই প্রখর, তবুও আমি লোভ থেকে আপনার এই এইবার বুঝলুম আফনে ঘুষ ছাড়াই প্রশংসা করেছেন!! উপলব্ধির কৃতজ্ঞতা জানাতেই এসেছি মনে হচ্ছে।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: ওয়াদা অনুযায়ি থ্যাংকু দিলাম!
লোভে পড়ে আসেননি!!!!
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
অনিক_আহমেদ বলেছেন: বাহ। পর পর দুইটা অনু দিয়ে তীব্র প্রতিবাদ জানালেন! খুব ভাল লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
বিলিয়ার রহমান বলেছেন: পতারানা!!!
পতারনা!!!
সবই পতারনা মেয়াবাই!
ভালো লাগার কথা হাচাই কইছেন অথচ লাইক গুতাইয়া যান নাই!!!
ভেজাল সবই ভেজাল!
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
এবারো যে লোভ ভাববেন!!!
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!!
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার বিশ্বাসটা ভাঙতে চাইনা!
যদিও পারমু!!
শিউর!
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮
অনিক_আহমেদ বলেছেন: পতারনা না ভাই। সামু মামুর লাইক বাটন এত পিচ্চি যে মাঝে মাঝে এর অস্তিত্বের কথাও ভুইল্লা যাই। কোনো ভেজাল না। পিওর মতামত ফ্রম হার্ট!
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: লাইক বাটুন পিচ্চি!!
কাভা ভাই আইমিন আমগো মডুর কাছে অনুরোধ কইরবাম উনি যেন টেকদের কাছে লাইক বাটুনটা পিচ্চি থেইক্কা বুড়া করোনের সুপারিস করেন!
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
তোমার ভাই আমার ভাই,
বিলি ভাই বিলি ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: বিলি???
এই হারামিডা আবার কেঠা মেয়াবাই ???
২০| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু পরিপি!
শুভকামনা!!
২১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে হয় রাজাকার
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: মাইনসের পুলা , মাইয়া হইতে শুনছি মেয়াবাই!
তয় রাজাকার হইতে হুনিনাই!
জয়বাংলা!
২২| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫
শামছুল ইসলাম বলেছেন: এটাও দারুণ হয়েছে!
স্টকে আর কত গুলো বর্মী আমি অণু-পরমাণু আছে?
তাড়াতাড়ি দেন, খুব ক্ষুধা লাগছে (অনু গল্প পড়ার)!
কপি সংক্রান্ত :
"দয়া করে কপি করবেন না!!!" - আমার অনুরোধ দয়া করে কথাটি বাদ দিলে ভালো হয় । কারণ যাহারা কপি করে, তাহাদের হৃদয়ে আপনার লেখার প্রতি বিন্দুমাত্র দয়া নাই!
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: পরমানু কথাডা মনে ধরছে!!!
সামনের দিকে পরমানু গল্প পোস্টানোর চেষ্টা কইরা দেখমু!
কথা দিলাম!
আর কপি বাজদের দিলে যদি একটু দয়ামায়া থাকে তারলাই দয়া কথঅডা লেখা!
জাউগ্গা মন্তব্যের জন্য থ্যাংকু মেয়াবাই!
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ হয়েছে মেয়া বাই
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আগে লাইক মারেন!!!
তার পরে কথা!!!
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
লাইক দিয়েছি .........
দুপুরের খাবার খাই !!!! এখন....... গেলুম ।
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: এইবার ঠিকাছে!!!
খাওয়ার জন্য ছুটি দিলুম!
তবে খাওয়া শেষে আবার আইসেন!
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
নিভৃতচারীর ডায়েরী বলেছেন: রন্টে মাতাল হতে পারে, জোচ্চোর হতে পারে, হতে পারে শুয়োর কিংবা কুকুর কিন্তু ঘৃণিত বার্মিজ আর্মি?? কোন মতেই তা হতে পারেনা !!
এমনকি এর জন্য যদি মদ ছেড়ে দিতে হয় তবুও না ! - অসাধারণ অভিব্যক্তি ।+++++......
২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
বিলিয়ার রহমান বলেছেন: Thanks fendu
২৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
জেন রসি বলেছেন: রন্টে দেখি মাতাল হলেও চারপাশের খবর টবর রাখে। জাতে মাতাল, তালে ঠিক।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
বিলিয়ার রহমান বলেছেন: ব্যাপারটা খিয়াল করি নাই মেয়াবাই!
আফনের মন্তব্যের খিয়াল করলাম আসলেইতো জাতে মাতাল, তালে ঠিক!
সরস মন্তব্যের জন্য থ্যাংকু জিনি ভাই!
২৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিলি ভাই সময় সাময়িক উপাখ্যান অনেক ভাল লাগলো।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলুম সুজন ভাই!
শুভকামনা!
২৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: শেষটাই আসল।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু সুমন দা!
শুভকামনা!
২৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: এরকম সুন্দর সুন্দর আইডিয়া পান কই? দারুণ হয়েছে। ধন্যবাদ
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩
বিলিয়ার রহমান বলেছেন: এমন সুন্দর মন্তব্য কেমতে করেন প্রামাণিক ভাই!
এমন মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলুম!
শুভকামনা!
৩০| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো হয়েছে। শেষেরটা ধারণা করা যায়নি...
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু ব্রো!
ভালো থাকুন!
শুভকামনা!
৩১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১
জাহিদ অনিক বলেছেন:
জেন সরি ভাই যেটা বলল আমিও সেটাই বলতে চেয়েছিলাম। জাতে মাতাল তালে ঠিক।
বার্মিজ আর্মিদের বেশ ভালই দিচ্ছেন কয়দিন ধরে।
যুগের দাবী।
২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: জিনি ভাইরে যেইটা কইছি আফনেরেও ঐ একই কথা কইলাম! উপরে গিয়া পইড়া লইবেন!
যুগের দাবী মেটানোতোই আমার কম্ম মেয়াবাই!
শুভকামনা!
৩২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: রন্টে আসলেও মানুষ।।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: রন্টে তো মানুষই !
আফনে কি ভাবছিলেন????
৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০
ধ্রুবক আলো বলেছেন: ভাই আপনে তো ফাটিয়ে ফেলেছেন। অভিনন্দন...
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ফাটাইয়া ফালাইছি!
ইতা কিতা কন মেয়াবাই!
৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯
উম্মে সায়মা বলেছেন: বার্মিজ আর্মিদের উপর বিলি ভাইয়ের ক্রোধ ভালোই প্রকাশ পাচ্ছে। কাশ ওরা দেখতো!
++
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫
বিলিয়ার রহমান বলেছেন: আই হেট বার্মিজ আর্মি!
প্লাসের জন্য থ্যাংকু আপি!
শুভকামনা!
৩৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৯
মার্কো পোলো বলেছেন:
মেয়াবাই ভালা লিখেছেন। সাথে লাইক।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!
৩৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৮
যূথচ্যুত বলেছেন: জেন রসি বলেছেন: রন্টে দেখি মাতাল হলেও চারপাশের খবর টবর রাখে। জাতে মাতাল, তালে ঠিক।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
বিলিয়ার রহমান বলেছেন: জিনি ভাইয়ের মন্তব্যে উত্তর করেছিলাম
“““ব্যাপারটা খিয়াল করি নাই মেয়াবাই!
আফনের মন্তব্যের খিয়াল করলাম আসলেইতো জাতে মাতাল, তালে ঠিক!
সরস মন্তব্যের জন্য থ্যাংকু জিনি ভাই!””””
৩৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার কাছে তো মোটামুটি সব দেশের সেনাবাহিনীকে একই রকম লাগে।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: সব দেশ!!!
তা কেন??
আমাদের দেশের সেনাবাহিনীকেই পাবলিক ঘৃনা না করে বরং ভরসা করে!
৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩০
শূন্যনীড় বলেছেন: আসল কথাই বুঝিয়ে দিয়েছেন সুন্দরভাবে।
খুব ভালো লাগলো গল্পে মিয়ানমারের প্রতি ঘৃণা দেখে।
একমত হতে দ্বিমত নেই
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে থ্যাংকু শূন্যনীড়!
শুভকমনা!
৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৪
মলাসইলমুইনা বলেছেন: এই বড় গল্পটা বার্মিজে ট্রান্সলেট করে প্লেন থেকে ওদের উপর ছড়িয়ে দেওয়া যায় না ? তাতে যদি ব্যাটাদের একটু আক্কেল হয় ?
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: ““এই বড় গল্পটা বার্মিজে ট্রান্সলেট করে প্লেন থেকে ওদের উপর ছড়িয়ে দেওয়া যায় না ? তাতে যদি ব্যাটাদের একটু আক্কেল হয় ?””
ভালো প্রস্তাব! তয় প্লেন ভাড়াটা কেঠায় দেবো??
আফনে নাকি আফনে মেয়াবাই???
৪০| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
জীবন সাগর বলেছেন: এতো সুন্দর একটা ঐতিহাসিক গল্পে আমার সাইন না থাকলে কি আর হয়.....
সাক্ষর দিয়ে গেলাম মুগ্ধতায়
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮
বিলিয়ার রহমান বলেছেন: সাইন করে যাওয়ার জন্য থ্যাংকু ব্রো!
শুভকামনা সতত!:&rdquo
৪১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আগে যে অনুগল্পটা পড়লাম আর এ'টা, দু'টোতেই কাছাকাছি চমক। বোর হয়ে যাবো যদিও পরেরটা এর আশপাশ দিয়ে যায়।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১
বিলিয়ার রহমান বলেছেন: সব্বোনাশ শুভ্রদা!!
পরের সবগুলো গল্পইতো একই থিমের!
আমি নিচ্শিত আপনাকে বোর করেই তবে ছাড়ছি!
৪২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান,
বার্মিজদের প্রতি একরাশ ঘৃনা বিলি করে গেলেন । এই একটি জায়গাতে রন্টেদেরও তাহলে বোধদয় হয় !!!!!!!
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: জী এম মেয়াবাই!!!
আফনের লাইক পাইলুম!!!
অবিশ্বাস্য!!
এর জন্য এককোটি থ্যাংকস!
আর রন্টেদের বোধদয়তো নিছক লেখকের স্বাধীনতার ফসল আরকি!
৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বার্মিজ আর্মি এখন একটা গালিতে পরিণত হয়েছে।
যেমন রাজাকার কিংবা মিরজাফর!!
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: শুয়োর জানোয়ার না বলে বার্মিজ আর্মি বললে আমার মনে হয় খুব একটা পার্থক্য হবে না!
মন্তব্যের জন্য ধন্যবাদ নূরু ভাই!
৪৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
পার্থ তালুকদার বলেছেন: শেষের দিকে চমক দিলেন। বার্মিজ আর্মিদের প্রতি ঘৃনা রেখে গেলাম।
শুভকামনা জানবেন।
আপনার অনুগল্প বেশ ভাল লাগছে। আরো লিখুন।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: আপনি নিজে বেশ ভালো গল্প লেখেন!!
তো আপনার থেকে প্রাপ্ত প্রশংসাটা বাড়তি যত্নে হৃদয়ে তুলে রাখলুম!
শুভকামনা সতত!
৪৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বার্মিজ আর্মিদের অধম আর কি হতে পারে?
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু আপি!
শুভকামনা!
৪৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইগা ভাই বেইমান কারগা কিন্তু আব্দুল আলীম (মদ) নেহি বেইমান কারগা!!!
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২
বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!
কমেন্ট পুরাই মাথার উপ্রে দিয়া গেলো মেয়াবাই!!!
৪৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ইঞ্জিনিয়ার সাব,
তা আপনার, এখন কি অবস্থা, নিউ জব কি পেয়েছেন ?? এ নিয়ে, আপনার কথা হয়েছিল, মনে হয়, আপনি জব নিয়ে চিন্তায় আছেন ।? আমি তো ভাবছি, সবকিছু ছেড়ে দিয়ে, এখন দেশে চলে যাবো। কৃষিকাজ করবো গিয়ে ..... সেই উত্তম
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: বিলি
বেকার ছিলো, আছে এবং থাকবে!
আর জব নিয়া এক্কেবারে টেনশনে নাই!! জবই উল্টা আম্রে নিয়া টেনশনে আছে!
জাউগ্গা কৃষি কাজ করতে চান ভালা! তয় ফসল কাটার সময় খবর দিয়েন! আমার ভাগটা আমি নিয়া আমুনে!
বিদ্র- আমি কোন ইঞ্জিনিয়ার নই! আফনের কি বিশ্বাস করকে কষ্ট হচ্ছে???
৪৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
হে, হে, হে.......
সিরিয়াস, আমি আর এক বছর ঢাকাতে আছি, মনে হয় !!!! তারপরে দেশে চলে যামু,,,, আমার কোন উচ্চ স্বপ্ন নেই। জীবনটাকে এতো জটিল করে লাভ কী, সহজ-সরল জীবন যাপন করার ইচ্ছা আছে। লেখাপড়া কিছু করেছি.... লোকে যেন.... মূখ্য না বলতে পারে,এই আর কী।আমি একটু ব্যতিক্রম না। ।।
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার এ মন্তব্যের প্রতি উত্তর এখনি না দিয়ে পারলাম না!
প্রথমেই আপনার সিদ্ধান্তকে সাদুবাদ জানাচ্ছি! জীবনকে গোছানোর জন্য ভালো জব বা বিজনেস আবশ্যক নয়। সফলতা একটা আপেক্ষিক ব্যাপার। যে জিনিসটা করতে আপনি ভালোবাসেন সেটিই করুন। আসলে জোড় করে কিছুই হয়না!
সম্ভবত আপনি ব্যতিক্রম নন। আপনার দলে আরো অনেকেই আছেন তবে আমাদের দেশে খুব কমই আছেন!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া!
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০
মোস্তফা সোহেল বলেছেন: শুয়োর কিংবা কুকুর তো তবু প্রানী কুলের মধ্যে পড়ে কিন্তু এই বার্মিজ আর্মি গুলা কোন জাত কুলেই পড়ে না।
আপনার গল্পের পর তাদের আর কিই বা বলি।যা বলার তা তো গল্পেই বলে দিয়েছেন।
আরও একটি অসাধারন গল্পের জন্য ধন্যবাদ বিলি ভাইয়া।