নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং ও সমালোচনা; যেভাবে সামুতে সমালোচনা হ্যান্ডেলিং করবেন; নতুন ও উঠতি ব্লগারদের জন্য

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

সামু আসলে কার জন্য??

তুখোড় কোন লেখকের জন্য নাকি কঁচি হাতে নাদুস নুদুস গল্প/কবিতা লিখে ব্লগের পাতা ভরিয়ে ফেলা উঠতি কোন লেখকের জন্য! ব্লগটা কি ৬০ বছরের সুস্থির পরিনত মস্তিকের অধিকারীর জন্য নাকি ২০ বছরের টগবগে রক্তের যুবকের জন্য??ব্লগটা আসলে কার জন্য রবীন্দ্রনাথের জন্য নাকি আমাদের মতো অকবির জন্য??
আমার মনে হয় ব্লগটা যারা লিখতে চান তাদের সবার জন্য।

সামুতে যারা লেখালেখি করছেন বা করতে আগ্রহী তাদের মধ্যে একটা নিজস্ব বিশ্বাস আছে। বিশ্বাসটা মোটামুটি সবার জন্যই একই রকম; আর দশজন লেখকের মতো আপনার ভিতর স্বতন্ত্র ও বিশেষ কিছু রয়েছে।যে গুলো আপনি ব্লগে দেখাতে চান। যারা টুকটাক লেখালেখি করেন তাদের প্রত্যেকের মনেই অল্প বেশি এই বিশ্বাসটা যে আছে যে তার ভিতর একটা সুপ্ত ট্যালেন্ট বহমান।

অনেক সময়ই আমাদের বিশ্বাসটা আমাদের ভুল বার্তা দেয়। আইমিন আমরা হয়তো আমাদের মানের চেয়ে খারাপই লিখি। আর আমাদের এই দুর্বলতাটুকুনকে কাজে লাগিয়ে কেউ কেউ আমাদের রবীন্দ্রনাথের সাথে তুলনা করে ফেলেন এবং বেশ সোজাসাপ্টা ভাবে সমালোচনা করে যান।( সমালোচনা হতে পারে একটা শিল্প কিন্তু প্রতি দশ জন সমালোচকের প্রায় দশ জনেরই সেই শিল্প জ্ঞান নেই)

আপনি পরিনত লেখক হলে হয়তো সে সমালোচনা হ্যান্ডেলিং করতে পারবেন। আর যদি হন নব্য লেখক তবে হয়তো আপনি ভেঙে পড়বেন কিংবা লেখালেখি ছেড়ে দেবেন নয়তো সমালোচনার বদলে সমালোচনা শুরু করবেন!!

আপনি হয়তো জানেন লেখক হতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কঠিন ধাপ হচ্ছে সমালোচনার সাথে নিজেকে মানিয়ে নেয়া । তবু স্থির করতে পারছেন না কি করবেন!!ওকে আই এম উইথ ইউ!

ক্রিটিসিজমকে পারসোনাল অ্যাটাক হিসেবে নেবেন না
সমালোচনাকে পারসোনাল এটাক হিসেবে বিবেচনা করবেন না। এতে করে আপনার উত্তেজিত হয়ে সমালেঅচকেই পারসোনাললি এটাক করার সম্ভাবনা বেড়ে যাবে। যা আপনার অস্থিরতার ও চিন্তা চেতনার অগভিরতার প্রমান দেবে।

ক্রিটিসিজমের ভিতর ভালো কিছু খোজার চেস্টা করুন
সমালোচনাকে পজিটিভলি নেন। আপনি বরং চিন্তা করুন আপনার লেখালেখি অন্তত একজনকে মুখ খোলাতে ব্যাধ্য করেছে। হোক না সেটি নেগেটিভ কমেন্ট!

সমালোচকদের গোলাবারুদ সরবরাহ বন্ধ করা থেকে সচেষ্ট থাকুন
নিজের লেখালেখিতে দুর্বল দিক গুলো প্রতিনিয়তই খুঁজতে থাকুন।অল্প বিস্তর নিজেই নিজেকে সমালোচনা করুন। লেখার মানোন্নায়নের চেষ্টাটা কখনোই বন্ধ করবেন না। এতে করে আপনার সমালোচকদের আপনাকে আক্রমন করার জন্য গোলাবারুদ সরবরাহ অটোমেটিকই বন্ধ হয়ে যাবে।

নিজেকে শুনুন লেখালেখিটা করুন কেবল আপনার জন্য
অপরের সমালোচনার দিকে কান না দিয়ে নিজেকে শুনুন। আপনার লেখার মান আপনার কাছে যতটুকু আপনি সেই মানেরই লেখক।

সমালোচনাকে সমালোচনা দিয়ে মোকাবেলা করবেন না
কাঁটা দিয়ে কাঁটা তোলা প্রবাদটা সমালোচনা দিযে সমালোচনার জবাব দেয়ার ক্ষেত্রেও খাটে না। এত সমস্যা বাড়ে বৈ কমে না। মনে রাখবেন সমালোচনার প্রতি উত্তর সমালোচনা নয়।

কিছু মানুষের নাচারই হলো অ্যাটাক করা
কিছু মানুষ আছে যাদের সমালোচনা না করলে রাতে ঘুম হয়না। তাদের দৃষ্টিতে অনুপ্রেরণার জন্য অল্প বিস্তর প্রশংসাও তৈল মর্দন। এদের স্কিপ করাটাই বেটার!

কখনোই নিজের লেখা বন্ধ করবেন না
আপনার লেখা যতই সমালোচিত হোক না কেন। যত ব্যক্তিগত এটাকই আপনাকে করা হোক না কেন নিজের লেখালেখি ছেড়ে দেবেন না! এরকম হলে বরং ক্ষতিটা আপনারই হবে।

কিছু সমালোচক ভালোর জন্যই সমালোচনা করেন
কিছু সমালোচক আছেন যারা আপনার ভালোর জন্যই সমালোচনা করেন ( আপনি এখটু খেয়াল করলেই এটা বুঝতে পারবেন)। তাদের সখ্যাং যদিও অতি নগন্য। তবুও তাদের কথায় গুরুত্ব দিন। এরাই হয়তো আপনাকে আরো উপরে তুলে দিতে সাহায্য করবেন।

পরিশেষ: নিজেকে বিশ্বাস করুন। আত্মবিশ্বাসী হোন। ভালো লেখকরা সবাই মাথা দিয়ে চিন্তা/কল্পনা করেই লেখেন আর আপনার চিন্তা করার মতো একটা মাথা রয়েছে। নিজেকে আজ আপনি সেরা ভাবুন কাল বিশ্ব আপনাকে সেরা ভাববে।

হ্যাপি ব্লগিং! :)

মন্তব্য ১৩৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব উপদেশ কাজে আসবে। সাথে প্রথম মন্তব্যর জন্য কোন ট্রিট থাকলে দিন।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: একচামচ ভালোবাসা, তিন চিমটি আন্তরিকতা আর আধা লিটার শ্রদ্ধা!


ট্রিট হিসেবে কেমন হলো????

২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

আমি চির-দুরন্ত বলেছেন: বেশ । উপকৃত হলাম।

কেমন ছিলো বিনাশ্রম বান্দরবান নির্বাসন?? :P

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!


শাস্তিটা এখনো ডিউ রয়ে গেছে!!:)


তাই অনুভুতিটা ব্যক্ত করতে পারলাম না!:)

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিলিয়ার রহমান ভাই, ট্রিট টা পছন্দ হইছে। এবার বলুন, কেমন আছেন?

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালা!!


আফনে???

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি জনাব ভাল আছি। ধন্যবাদ আপনাকে।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আমিও তাই অনুমান করে ছিলাম!:)


আপনাকেও ধন্যবাদ ব্রো!;)

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমালোচনা লেখার প্রাণ। সমালোচনা দুইভাবে হতে পারে-
এক. নেগেটিভ।
দুই. পজেটিভ।

নেগেটিভ সমালোচনা যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে লেখার খুঁটিনাটি ভুলত্রুটি সহযে বেরিয়ে আসে। কিন্তু আমাদের সমস্যা হলো আমারা সব সমালোনা হজম করতে পারিনা।

পজিটিভ সমালোচনা অনেক ক্ষেত্রে ভাল ফল দায়ক নয়, কারণ অনেক সময় সেটি খুঁশি কিংবা তৈল মারার জন্য করা হয়।
তবে নতুনদের ক্ষেত্রে পজিটিভ সমালোচনা উৎসাহ সৃষ্টি করে, সেক্ষেত্রে কৌশলী হতে হয়। উৎসাহের মাঝে কৌশলে ভুলত্রুটি নজরে আনতে হয়।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আমার পোস্টের একটা ছোটখাট সামারি করে গেলেন শাহাদাৎ ভাই!:)


আপনার মন্তব্যে প্লাস!:)

৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে আজকাল কবিতা পাড়ায় তেমন দেখা যাচ্ছে না! আপনি একজন ভাল কবি। আপনার এতো দিনে একটি ভাল পাঠক ফোরাম তৈরি হয়েছে। নিশ্চয় ওরা আপনার কবিতা না পেয়ে বিতারিত হচ্ছে।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: আমি কবি!!!!

আমিতো আসলে একটা অকবি!!

আপনি যেহেতু বলেছেন তাই আপনার জন্য আমার একটা অপ্রকাশিত অকবিতার চার লাইন-

একটা করে কবিতা লিখব প্রতিদিন
করুনা আর অনুনয়ের কোন শব্দই থাকবে না সে কবিতায়
তার চেয়ে বরং কবিতাগুলো হবে জলন্ত সিগারেটের অঙ্গারের মতো
ধোয়া উবে যেতে যেতে বাড়িয়ে যাবে হৃদয় পোড়ার ক্ষত ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখানেই লিখিয়েনদের পরিচয়। যারা গড়তে জানে তারা ভাংগতেও। সৃষ্টি এক অনবদ্য।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

বিলিয়ার রহমান বলেছেন: যারা গড়তে জানে তারা ভাংগতেও। সৃষ্টি এক অনবদ্য।

দারুন বলেছেন!

মন্তব্যে আবারো প্লাস!:)

৮| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

নিয়াজ সুমন বলেছেন:
চমৎকার উৎসাহমূলক কথাবার্তা কোন প্রকার বিনিময় ছাড়া । বাহ! ভালো তো।
আপনার জন্য মেঘলা দিনে এক কাপ গরম গরম সবুঝ চা।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু ব্রো!:)

মেঘলা দিনে এক কাপ গরম গরম সবুঝ চা। দারুন জিনিস!:)


আসলে ভালা মাইনসে ভালা মাইনসের কদর বুঝে মেয়াবাই!:)

আফনে বহুত ভালা লোক আছেন!;)

৯| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


সমালোচনা ও আলোচনার সকল দুয়ার খুলেই ব্লগিং হোক প্রতিনিয়ত! এই কামনা করি!

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু ডানা ভাই!:)

১০| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

বর্ষন হোমস বলেছেন:
গুরুত্বপূর্ণ পোষ্ট।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ব্রো!:)

১১| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্টে মাইনাস!!! B:-) :-B




ঢাকায় ফিরে আরো কিছু মাইনাস দিমু.... =p~



২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: মাইনাস জোড়ায় জোড়ায় দিয়েন মেয়াবাই!:)

মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল প্লাস!;)

১২| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখা পড়ে কোন মজাই পেলাম না। :(
শুধু কিছু শিখতে পারলাম। =p~

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

বিলিয়ার রহমান বলেছেন: মজার জন্য লেখাটি লেখি নাই ব্রো!:)

কিছু শিখেছেন জেনে খুশি হলাম! =p~

১৩| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪

উম্মে সায়মা বলেছেন: গঠনমূলক সমালোচনা সত্যিই খুব কাজে লাগে...
ভালো পোস্ট বিলিয়ার ভাই :)

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু আপি!:)

১৪| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগ মানেই আলোচনা ও সমালোচনা

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

বিলিয়ার রহমান বলেছেন: হ্যা ব্লগ মানেই আলোচনা সমালোচনা!

তবে সমালোচনার নামে কারো লেখালেখি করার মানসিকতা নষ্ট করে দেয়া একবারেই কাম্য নয়!

১৫| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "তবে সমালোচনার নামে কারো লেখালেখি করার মানসিকতা নষ্ট করে দেয়া একবারেই কাম্য নয়! "

-সমালোচনা করে কারো লেখার মানসিকতা বন্ধ করা সম্ভব?

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: সবাই শক্ত মনের অধিকারী হন না!

বিগেনাররা সমালোচনাকে সহজ ভাবে নিতে পারেন না। তাদের একটু আধটু প্রশংসা না করে কেবল সমালোচনা করলে তারা লেখার আগ্রহ অবশ্যই হাড়িয়ে ফেলবে।

সমালোচনা করার মাধ্যমেও অনুপ্রাণিত করা যায়। তবে সেরকম সমালোচনা সবাই করতে পারেন না!

১৬| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

মলাসইলমুইনা বলেছেন: বিলিয়ার রহমানের বিলিয়ন ডলার এডভাইস !! "তবে সমালোচনার নামে কারো লেখালেখি করার মানসিকতা নষ্ট করে দেয়া একবারেই কাম্য নয়! " এটা কথাটা ভালো লাগলো | এটা যে সত্যি তাতো দেখতেই পেলাম |আশাকরি নতুনরা পড়বেন (আমিও নতুন তাই আগে পড়লাম,পরে লিখছি ) আর উপকারও পাবেন ব্লগ লিখতে |

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: এটাকে ঠিক এডভাইস বলছি না!

আমার যা মনে হয়েছে ঠিক তাই লিখে দিয়েছি।



আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ!:)

১৭| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

আল ইফরান বলেছেন: চাদ্গাজী চাচা বলেছেন "সমালোচনা করে কারো লেখার মানসিকতা বন্ধ করা সম্ভব?"

ইতিহাস কিন্তু বলে যে অতি মাত্রায় ব্যক্তিগত/ সিন্ডিকেটেড আক্রমনের শিকার হয়ে অনেক ভালো লেখকই ব্লগ ছেড়ে চলে গেছেন, বোধকরি এই জন্যই মডারেশন/ রিপোর্টিং এর ব্যবস্থা ব্লগে রাখা হয়েছে।
তবে লিখতে গেলে গায়ের চামড়া একটু ইমপ্রোভাইজ (আই মিন গন্ডারের মত) করে নেয়া মনে হয় ভালো।

পোস্টদাতা ব্লগার ভাই, ভালো লিখেছেন।
নতুন যারা ব্লগিং করেন তাদের জন্য গাইডিং প্রিন্সিপল হিসেবে কাজ করবে যদি কেউ আপনার উপদেশগুলোকে মনেপ্রাণে গ্রহন করেন।
ভালো থাকবেন নিশ্চয়ই।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

বিলিয়ার রহমান বলেছেন: “ইতিহাস কিন্তু বলে যে অতি মাত্রায় ব্যক্তিগত/ সিন্ডিকেটেড আক্রমনের শিকার হয়ে অনেক ভালো লেখকই ব্লগ ছেড়ে চলে গেছেন”

আপনার সাথে আমিও একমত।

সমালোচনাটা গঠনমূলক হলে ভালো, আক্রমনাত্মক সমালোচনা একেবারেই কাম্য নয়!


সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু!:)

১৮| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: সামু আসলে কার জন্য??

তুখোড় কোন লেখকের জন্য নাকি কঁচি হাতে নাদুস নুদুস গল্প/কবিতা লিখে ব্লগের পাতা ভরিয়ে ফেলা উঠতি কোন লেখকের জন্য! ব্লগটা কি ৫০ বছরের সুস্থির পরিনত মস্তিকের অধিকারীর জন্য নাকি ২০ বছরের টগবগে রক্তের যুবকের জন্য??ব্লগটা আসলে কার জন্য রবীন্দ্রনাথের জন্য নাকি আমাদের মতো অকবির জন্য??
আমার মনে হয় ব্লগটা যারা লিখতে চান তাদের সবার জন্য।


ভেরি গুড কোয়েশ্চান এবং আনসার.......

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভেরি গুড কমেন্ট!:)


থ্যাংকু আপি!:)

১৯| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: সামুতে যারা লেখালেখি করছেন বা করতে আগ্রহী তাদের মধ্যে একটা নিজস্ব বিশ্বাস আছে। বিশ্বাসটা মোটামুটি সবার জন্যই একই রকম; আর দশজন লেখকের মতো আপনার ভিতর স্বতন্ত্র ও বিশেষ কিছু রয়েছে।যে গুলো আপনি ব্লগে দেখাতে চান। যারা টুকটাক লেখালেখি করেন তাদের প্রত্যেকের মনেই অল্প বেশি এই বিশ্বাসটা যে আছে যে তার ভিতর একটা সুপ্ত ট্যালেন্ট বহমান।


এই বিশ্বাস ভেঙ্গে দেবার জন্য কেউ কেউ খড়গহস্ত!

অথচ উৎসাহ ও অনুপ্রেরণা মানুষের যে কোনো স্কিলকে কিভাবে বাড়িয়ে দেয় তার প্রত্যক্ষ প্রমান আমি নিজেই।

তবে কোনো কোনো সময় ক্রিটিসিজমও মানুষকে ইম্প্রুভ করায় তা যেমনি সাইকোলজীক্যাল টার্মে আছে তেমনি আছে আমাদের নানা মানুষের জীবনে তথা আমার জীবনেও ! :)


তবে কিছু নেতিবাচক লোকজনের আচার আচরণ সভ্যতা ভব্যতা নিয়ন্ত্রনের চিন্তা না করে অন্যান্য যারা লিখছে বা কিছু করার চেষ্টা করছে তাদের ভেতরের সত্যন্ত্রতা আঘাত করা মানষিক দীনতার লক্ষন।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: “এই বিশ্বাস ভেঙ্গে দেবার জন্য কেউ কেউ খড়গহস্ত”

একমত না হয়ে পারলাম না!

“অথচ উৎসাহ ও অনুপ্রেরণা মানুষের যে কোনো স্কিলকে কিভাবে বাড়িয়ে দেয় তার প্রত্যক্ষ প্রমান আমি নিজেই”

ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলায় কোচরা এটাই করে থাকেন!

“তবে কিছু নেতিবাচক লোকজনের আচার আচরণ সভ্যতা ভব্যতা নিয়ন্ত্রনের চিন্তা না করে অন্যান্য যারা লিখছে বা কিছু করার চেষ্টা করছে তাদের ভেতরের সত্যন্ত্রতা আঘাত করা মানষিক দীনতার লক্ষন।”

সহমত!

আপির এই মন্তব্যে ++

২০| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: কিছু মানুষের নাচারই হলো অ্যাটাক করা
কিছু মানুষ আছে যাদের সমালোচনা না করলে রাতে ঘুম হয়না। তাদের দৃষ্টিতে অনুপ্রেরণার জন্য অল্প বিস্তর প্রশংসাও তৈল মর্দন। এদের স্কিপ করাটাই বেটার!

কখনোই নিজের লেখা বন্ধ করবেন না
আপনার লেখা যতই সমালোচিত হোক না কেন। যত ব্যক্তিগত এটাকই আপনাকে করা হোক না কেন নিজের লেখালেখি ছেড়ে দেবেন না! এরকম হলে বরং ক্ষতিটা আপনারই হবে।

কিছু সমালোচক ভালোর জন্যই সমালোচনা করেন
কিছু সমালোচক আছেন যারা আপনার ভালোর জন্যই সমালোচনা করেন ( আপনি এখটু খেয়াল করলেই এটা বুঝতে পারবেন)। তাদের সখ্যাং যদিও অতি নগন্য। তবুও তাদের কথায় গুরুত্ব দিন। এরাই হয়তো আপনাকে আরো উপরে তুলে দিতে সাহায্য করবেন।

পরিশেষ: নিজেকে বিশ্বাস করুন। আত্মবিশ্বাসী হোন। ভালো লেখকরা সবাই মাথা দিয়ে চিন্তা/কল্পনা করেই লেখেন আর আপনার চিন্তা করার মতো একটা মাথা রয়েছে। নিজেকে আজ আপনি সেরা ভাবুন কাল বিশ্ব আপনাকে সেরা ভাববে।

হ্যাপি ব্লগিং! :)



ভেরী গুড!!!!!!!! :)

আই এ্যাম ব্লগিং হ্যাপিলী!!!!!!!!!!!!!! :P :P :P

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আই এ্যাম অলসো ব্লগিং হ্যাপিলি!!!


আবার আসায় আবার থ্যাংকু আপি!:)

২১| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: আপার লিমিটটা আরেকটু বাড়িয়ে দেয়া যায় না??? :)
পোস্টে প্লাস + +

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ঠিকাছে বাড়িয়ে দিলাম!:)


প্লাসের জন্য থ্যাংকু!:)

২২| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: উপরের মন্তব্যটা আপনার পোস্টের এই লাইনটির প্রেক্ষিতে করাঃ
ব্লগটা কি ৫০ বছরের সুস্থির পরিনত মস্তিকের অধিকারীর জন্য নাকি ২০ বছরের টগবগে রক্তের যুবকের জন্য??

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

বিলিয়ার রহমান বলেছেন: ক্লিয়ার করে দিয়ে যাওয়ার জন্য থ্যাংকস!:)


অবশ্য আপনি না বলে দিলেও হয়তো বুঝে নিতে পারতাম!:)

২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাষার ব্যবহারে সংযত থাকলে যেকোন সমালোচনাই গ্রহণযোগ্য। তবে এক্সট্রিমলি নতুন যারা, তাদের অনেকেই নিতে পারে না।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

বিলিয়ার রহমান বলেছেন: “ভাষার ব্যবহারে সংযত থাকলে যেকোন সমালোচনাই গ্রহণযোগ্য”
আপনার সাথে সহমত!

তবে প্রায় সমালোচক(ব্লগে) ভাষার ব্যবহারে অতো সংযত নন যতটা তাদের হওয়া উচিৎ!

২৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারো মতের বিরুদ্ধে গেলে ঠিকভাবে জবাব দেয়া উচিত। কিন্তু এখানে কেউ কেউ সহ্য করতে পারেন না এসব সমালোচনা। বিশেষ করে আওয়ামী লীগার রা। একটু বিপক্ষে গেলেই ল্যাঞ্জা, ছাগু ইত্যাদি বলা শুরু হয়...

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

বিলিয়ার রহমান বলেছেন: রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে লেখকের টোননা নিউট্রল থাকলে অন্য কারো অ্যাটাক করার সুযোগ থাকে না!


মতামতের জন্য ধন্যবাদ ব্রো!:)

২৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




সুন্দর লিখেছেন , অনুপ্রেরণামূলক ।
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) র মন্তব্যে সহমত ।

কিছু সমালোচক আছেন যারা আপনার ভালোর জন্যই সমালোচনা করেন ( আপনি একটু খেয়াল করলেই এটা বুঝতে পারবেন)। তাদের সংখ্যা যদিও অতি নগন্য। তবুও তাদের কথায় গুরুত্ব দিন। এরাই হয়তো আপনাকে আরো উপরে তুলে দিতে সাহায্য করবেন।
মনে হয় খুব অসত্য কিছু বলেননি ।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাইয়া,

প্রশংসার জন্য থ্যাংকু!:)

আমার সাথে প্রায় একমত হয়েছেন দেখে ভালোলাগল!:)

২৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

মাহমুদ০০৭ বলেছেন: ভালো পোস্ট ।
শুভেচ্ছা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু!:)

আপনাকেও শুভেচ্ছা!:)

২৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে ++++

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাগ্যিস ফোর প্লাস দিসেন!:)

এইটিন প্লাস দেননি!:):):)

২৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮

আখেনাটেন বলেছেন: হক কথা।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: হক মন্তব্য!:)

২৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।

রবিকাকা যদিও বলেছেন, 'নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো', বাস্তব জীবনে এটা একেবারেই খাটে না। কেউ সমালোচনাকে পজিটিভলি গ্রহণ করতে পারেন না (কিছু ব্যতিক্রম অবশ্যই আছে)। এটা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই দেখা যায়। আর আমরা ব্লগে শুধু প্রশংসাই চাই। ব্লগজীবনে আমার পিকটাইম ছিল ৩/৪ বছর আগে। স্বভাবগত ভাবে আমি বিশ্লেষণমূলক দীর্ঘ কমেন্ট করে থাকি (তখন করতাম, এখন সময় হয় না)। তখনই দেখেছি, দু-একটা নেগেটিভ পয়েন্ট দেয়া হলে ব্লগারদের ফণাতোলা ভয়ানক প্রতিক্রিয়া উঠে আসে।

তবে, যারা সমালোচনা করেন, আমাদের দেশে তো অবশ্যই, ব্লগে সেটা আরো প্রকট- তাঁদের সমালোচনার কৌশল জানা নেই (এদের মধ্যে আমিও অন্তর্ভুক্ত, বলাই বাহুল)। আমার মতে, যে-কোনো লেখার সমালোচনা করতে হলে ঐ বিষয়ে সমালোচকের পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। লেখাটা বিশ্লেষণ করে বিষয়বস্তুর গুরুত্ব, বিষয়ের স্বাতন্ত্র্য, লেখকের স্বকীয়তা, লেখার ভালো দিকগুলো, এতে আরো কী কী বিষয় যোগ করা যেত, কী কী বিষয় বাদ দেয়া যেত, এবং সবশেষে লেখার দুর্বল দিকগুলো এবং তা কাটিয়ে ওঠার সম্ভাব্য সমাধান। সমালোচনা এরকম হলে তা লেখকের জন্যও উপকার বয়ে আনে।

কিন্তু নানা কারণে আমরা এভাবে সমালোচনা করতে পারি না। আমার মতে, আমাদের ব্লগারদের সবচেয়ে বড়ো সীমাবদ্ধতা হলো সময়ের অভাব। ফলে, আমরা কোনো লেখাই হয় পুরোটা না পড়ে, কিংবা একেবারেই না পড়ে, কিংবা খুব দ্রুত পুরো লেখার উপর অমনোযোগে চোখ বুলিয়ে গিয়ে একটা কমেন্ট করে থাকি, এক শব্দে, দুই শব্দে, হাফ লাইন বা এক লাইনে। অনেক সময় পাঠক লেখাটা বুঝে উঠতে পারেন না, কিংবা লেখাটা হয়ত পুরোটা পড়েন নি, দেখা গেলো ধুম করে একটা বিরক্তিকর কমেন্ট করে বসলেন- এটা আমার লেখা কবিতার মতো, ওটা রবীন্দ্রনাথের অমুক গল্পের নকল, ইত্যাদি। কোনো লেখা আমরা সময় নিয়ে পড়তে পারি না বলে অনেক সময়ই দেখা যায় যে, খুবই সরল একটা লেখার মর্মার্থও আমরা বুঝে উঠতে ব্যর্থ হই। ফলে, আমাদের কমেন্টও অনেক সময় বিষয়ের বাইরে, কিংবা উদ্ভট হয়ে যায়।

খুব ভালো, অনবদ্য, অসাধারণ, অপূর্ব, সুন্দর- এগুলো হলো আমাদের রেডিমেড কমেন্ট। আর আমরাও এগুলোর জন্যই মুখিয়ে থাকি। কেউ যদি একবার বলে বসেন- ভালো হয় নাই/ ভালো লাগে নাই- আমাদের অন্তর্যন্ত্রণা শুরু হয়ে যায়, এবং কমেন্টদাতা হয়ে ওঠেন আমাদের চক্ষুশূল। কোনো নেগেটিভ কমেন্টকে হ্যান্ডেল করার প্রশ্ন আসে পরে, আগে তা গ্রহণ করার মানসিক শক্তি থাকতে হবে। আমাদের সেই শক্তি নেই বললেই চলে। তবে, নিজের লেখার উন্নয়নের জন্য একজন ক্রিটিকের প্রয়োজন অপরিহার্য। আমি যতই বলি না কেন নিজের জন্য লিখি- ব্যাপারটা প্রকৃত অর্থে সঠিক না। আমরা সবাই পরের জন্যই লিখি। যিনি নিজের জন্য লেখেন, তাঁদের আমরা কোনোদিন দেখি নি, তাঁদের লেখা পড়ি নি; কারণ, তিনি নিজের জন্য নিজের ডায়েরি বা পিসিতে লিখে থাকেন। আমরা পরের জন্য লিখি বলেই ব্লগে তা প্রকাশ করি, সংবাদপত্রে পাঠাই, বই বের করি। পরের জন্য লেখাতেই আমাদের আনন্দ।

সবাই ভালো লেখক হয়ে উঠুন। সমালোচনা থেকে পজিটিভ জিনিসটা গ্রহণ করার শক্তি বাড়ুক আমাদের- এই কামনা করি।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: “দু-একটা নেগেটিভ পয়েন্ট দেয়া হলে ব্লগারদের ফণাতোলা ভয়ানক প্রতিক্রিয়া উঠে আসে”
এই ব্যাপরটা একজন লেখকের সাথে যায় না। আমরা যারা নেগিটিভ পয়েন্ট গুলোকে সহজভাবে মেনে না নিয়ে ক্ষেপে উঠি তারা এখনো ছোট খাটো লেখকও হতে পারিনি!

“আমরা কোনো লেখাই হয় পুরোটা না পড়ে, কিংবা একেবারেই না পড়ে, কিংবা খুব দ্রুত পুরো লেখার উপর অমনোযোগে চোখ বুলিয়ে গিয়ে একটা কমেন্ট করে থাকি”
অনেক সময়ই এরকম হয়ে থাকে! তবে পুরোটা পড়েই কমেন্ট করা উচিৎ। আপিনিও হয়তো আমার সাথে একমত হবেন!

“অনেক সময় পাঠক লেখাটা বুঝে উঠতে পারেন না, কিংবা লেখাটা হয়ত পুরোটা পড়েন নি, দেখা গেলো ধুম করে একটা বিরক্তিকর কমেন্ট করে বসলেন- এটা আমার লেখা কবিতার মতো, ওটা রবীন্দ্রনাথের অমুক গল্পের নকল, ইত্যাদি।”
এই জাতীয় মন্তব্যই আসলে উঠতি ও নব্য লেখকদের বিশ্বাসটা একেবারে খেয়ে দেয়! এরা আসলে কমেন্টেটর নয় এরা পারসোনাল অ্যাটাকার!

“কোনো নেগেটিভ কমেন্টকে হ্যান্ডেল করার প্রশ্ন আসে পরে, আগে তা গ্রহণ করার মানসিক শক্তি থাকতে হবে। আমাদের সেই শক্তি নেই বললেই চলে। তবে, নিজের লেখার উন্নয়নের জন্য একজন ক্রিটিকের প্রয়োজন অপরিহার্য।”
আপনার সাথে একমত না হয়ে পারলাম না! নিজের বিচারে নিজের ভুল পাওয়াটা কঠিন! তাই অন্য কেউ দেখিয়ে দিলে সেটি অবশ্যই আন্তরিকভাবে নিতে হবে!:)

“আমি যতই বলি না কেন নিজের জন্য লিখি- ব্যাপারটা প্রকৃত অর্থে সঠিক না। আমরা সবাই পরের জন্যই লিখি।”
শুরুর দিকে একজন লেখক যখন পরিচিতি পান না, রেসপনস পান না তখন হতাশ হয়ে যান। তিনি গল্প বা কবিতা যাই লিখুন না কেন দু একজন তাকে অন্য ভাবে ভিন্ন কিছু লেখার কথা বলেন। কোন লেখকের ঐ অবস্থাটার কথা চিন্তা করেন। এ অবস্থায় তাকে নিজের জন্য হলেও নিজের প্রিয় বিষয় নিয়েই লেখা উচিৎ। তবে পরের জন্য লেখাতেই যে একজন লেখকের স্বার্থকতা এ কথার সাথে আমার দ্বিমত নেই!:)

সুন্দর এবং সবথেকে সেরা মন্তব্যটি করার জন্য থ্যাংকু খলিল ভাইয়া!:)

৩০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: যারা লিখতে চান ব্লগটা তাদের জন্য এটা পুরোপুরি ঠিক না। লেখালেখি করতে চায় না কিন্তু পড়তে চায়, এমন অনেক পাঠক আছেন।
হ্যাপি ব্লগিং

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: ঠিকি বলেছেন ব্লগটা আসলে যারা পড়তে লিখতে চান তাদের সবার জন্য!:)


মন্তব্যের জন্য থ্যাংকু আপি!:)

৩১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

ক্লে ডল বলেছেন: আমাকে কেউ সমালোচনা করে না!! :(

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আইচ্ছা আমি আফনের সমালোচনা করে আসব আপি!:)

৩২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: লেখালেখি বন্ধ করা যাবেনা।পড়ে পড়ে শিখতে হবে আর লেগে থাকতে হবে।
সমালোচনার জবাব লেখনি দিয়েই দিতে হবে।



লেখক কে ধন্যবাদ।সাথে থাকবেন, উৎসাহ দেবেন এই আশাই রাখলাম।
ভাল থাকবেন।




২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: “সমালোচনার জবাব লেখনি দিয়েই দিতে হবে”

আপনার সাথে সহমত!:)


সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু!:)

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:



ব্লগ কাদের জন্য ? লেখক এবং পাঠকদের জন্য নিশ্চই । এর কোন শ্রেণিবিভাগ নেই, কে রবীন্দ্রনাথ কে টেকচাঁদ ! ব্লগের হৃদয় সবার জন্য উন্মুক্ত ।

সমালোচনার আমি খোড়াই কেয়ার করি ! এতো সময় আছে সমালচনা নিয়ে ভাবার ! তবে সৃজনশীল সমালোচনাকে আমি খুব পছন্দ করি, অতি পান্ডিতকে নয় !

আপনার সমালোচনার আলোচনা ভাল লেগেছে ।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: “সমালোচনার আমি খোড়াই কেয়ার করি ! এতো সময় আছে সমালচনা নিয়ে ভাবার ! তবে সৃজনশীল সমালোচনাকে আমি খুব পছন্দ করি, অতি পান্ডিতকে নয়!”

আহেন বুকেবুক মেলাই মেয়াবাই!:)

অতি সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু!:)

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

কালীদাস বলেছেন: সামহ্যোয়ারইনব্লগ একটা কম্যুনিটি ব্লগ। কম্যুনিটি ব্লগে প্রফেশনাল রাইটাররাও লেখে কালে ভদ্রে কিন্তু ম্যাক্সিমাম ব্লগারই সাধারণত নিজের কথা নিজের মত লেখে। দশ-বারো বছর আগে জনৈক সেলেব্রিটি উপস্হাপক এখানে ব্লগিং করতেন, মুটামুটি হাসির পাত্র ছিলেন নিজের স্বভাবগুণে। সমালোচনা আসবেই লেখার, এটাই স্বাভাবিক; দুনিয়ার কেউই ১০০ভাগ পারফেক্ট না। আমি দুতিনজনকে মার্ক করেছি ব্লগে, এরা কমেন্টের নামে সিম্পলি নিজের ভেতরকার আক্রোশ মেটায় ব্লগে। একটা লাইন গঠনমূলক বক্তব্য নেই পোস্টের জিস্ট সম্পর্কে, যাস্ট কয়েক লাইনের কাউকাউ। এদের সমস্যা কি আল্লাহয় জানে। সমালোচনাও একটা আর্ট। কাক ময়ুর সাজার চেষ্টা করলে কি হয় সেটা সবাই জানে ;)

এনিওয়ে, সব কথার শেষ কথা: সুস্হ ইন্টারএকশন গড়ে উঠলে এই টাইপের সমস্যা কমই হওয়ার কথা।

পোস্টটা ভাল লাগছে :)

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: “সমালোচনা আসবেই লেখার, এটাই স্বাভাবিক; দুনিয়ার কেউই ১০০ভাগ পারফেক্ট না”
১০০০ পারসেন্ট হাচা কথা কইছেন। আমাদের অগোচরে, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমরা প্রায়ই ভুল করে বসি! কেউ আমাদের শুধরে দিলে এর জন্য কৃতার্থই হওয়া উচিৎ।

“আমি দুতিনজনকে মার্ক করেছি ব্লগে, এরা কমেন্টের নামে সিম্পলি নিজের ভেতরকার আক্রোশ মেটায় ব্লগে।”
নিজের ভেতরকার আক্রোশ মেটাতে গেলে সমালোচনাটা পারসোনাল অ্যাটাকে রূপ নেয়! যা দেখতে, শুনতে এবং গিলে নেওয়া বেশ কষ্টকর হয়ে ওঠে! ব্লগ আসলে নিজের আক্রোশ মেটানোর জায়গা না!

পোস্ট ভালো হয়েছে জেনে খুশি হলুম ভাইয়া!:)

শুভকামনা!:)

৩৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

শিখণ্ডী বলেছেন: আমার মতো নবিনদের জন্য দরকারি উপদেশমালা। ভাল থাকুন।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু শিখন্ডী!:)


ভালোথাকুন!:)

৩৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

খায়রুল আহসান বলেছেন: @সোনাবীজ; অথবা ধুলোবালিছাই[/sb - সুন্দর, গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব সুন্দর করে বুঝিয়েছেন।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার এই মন্তব্যটিও সুন্দর!

আপনার নিজের ভালোলাগাটা জানিয়ে গেছেন। আর আমিও আপনার ভালোলাগার সাথে আমার নিজের ভালোলাগাটা মিলিয়ে নিতে পারলাম!:)

৩৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: কথাকথি আর কালীদাসভাইয়ার মন্তব্যে এক কোটি লাইক! :)

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

বিলিয়ার রহমান বলেছেন: মোটে এক কোটি আপি!!:)

পাঁচ সাত কোটি কি বলা যেত না???

৩৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: বেশ ভালো লিখেছেন। +।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সুমনদা!:)


শুভকামনা!:)

৩৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর পোস্টটির কল্যানে চমৎকার কিছু মন্তব্য উঠে এসেছে। সোনাবীজ ---- ভাইএর মন্তব্য বেশ ভাল লাগলো। কালী দা ও সুন্দর বলেছেন।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: ওই সুন্দর দুটি মন্তব্যের কল্যানে আপনার এই মন্তব্যটি পাওয়া গেল!:)

ধইন্না মেয়াবাই!;)

৪০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: আমি মূলতঃ এখানে এসেছি, নিজের মনের কিছু কথা বলতে,কিছু কথা শুনতে এবং প্রধানতঃ যুক্তি-তর্ক দেখতে।। খুব ভাল লাগে এটা।। দেখি সহ্যের পরীক্ষা, কথার চাকুতে কথা কাটা।। তবে অহেতুক গালাগালি একদম না পছন্দ।।
নিজের জ্ঞ্যানভান্ডারেরও সীমাবদ্ধতা যাচাই হয়ে যায়।।
যাই হোক কিছু পুরোই অপরিচিত লোক যে, এক প্লাটফর্মে এসে শুভেচ্ছা থেকে সুখ-দুঃখের খবরাখবর নিচ্ছেন, এই যুগে এটাই তো সবচেয়ে বড় পাওনা।।
ধন্যবাদ।।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: “কথার চাকুতে কথা কাটা” ব্যাপারটা হয়তো দারুন!

তবে কথার ছুড়িতে হৃদয় এফোড় ওফোড় করে দেওয়ার মানে হয়না!:)

কমিনিউটি ব্লগ হিসেবে সামু এখনো অন্যন্য! এখানকার প্রায় ব্লগারই আন্তারক, এটা আমারো ভালো লাগে!:)

সুন্দর মতামতের জন্য থ্যাংকু হ্যাপি ভাইয়া!:)

৪১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

জাহিদ অনিক বলেছেন:


বাহ বাহ বাহ !

এই পোষ্টটাকে শুরুতে তেমন গুরুত্ব দেই নাই। সত্যিই বললাম বিলি ভাই !

পড়ে এসে দেখি ওরে বাবা ! পোষ্টের লেখার পরতে পরতে আর মন্তব্যে মন্তব্যে মনি মুক্তা ভরপুর !
কয়েকটা মনি মুক্তা চুরি করে নিয়ে গেলাম !


কয়েক কোটি প্লাস দিয়ে গেলাম।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

বিলিয়ার রহমান বলেছেন: লেখাচুরি সহ্য না করলেও মনি মুক্তা চুরিতে আমার তেমন আপত্তি নাই। তবে একটা দাবি আছে!!!

ওগুলো(মনিমুক্তা) বিক্রির টাকায় আমার যেন একটা ভাগ থাকে!;)


কয়েককোটি প্লাসের ভারে পিস্ট হয়ে গেলুম দেশি ব্রো!;)

মন্তব্যটির জন্য থ্যাংকু!:)

৪২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৭

ব্লগ সার্চম্যান বলেছেন: দারুন কিছু পয়েন্ট তুলে ধরেছেন লেখাতে ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য আপনাকেও ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

৪৩| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা কি বিলি ভাইয়ের লেখা ? ;)
সামু আসলে কার জন্য?
উত্তরঃ সামু নতুন পুরান সকল বাঙালি লেখকদের জন্য । :)

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

বিলিয়ার রহমান বলেছেন: এই লেখাটা আসলেই কার????
গবেষণা করে জানাচ্ছি মেয়াবাই!;)


আপনার সাথে সহমত। সামু আসলেই সবার জন্য!:)

শুভেচ্ছা ব্রো!:)

৪৪| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন ।
সামু সকলের কাছে প্রিয় হয়ে যাবে ।
শুভেচ্ছা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচাছা প্রিয় এম এ আলী ভাই!:)


ভালোথাকুন সুন্দর থাকুন!:)

৪৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সুন্দর ও উপকারী বক্তব্য তুলে ধরেছেন,
খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ।
ভালো লাগলো পড়ে।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু নাঈম ভাই!:)


শুভেচ্ছা ও শুভকামনা!:)

৪৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



প্রিয় বিলি ভাই,
অসংখ্য অভিনন্দন সুন্দর পোস্টটিতে। এককথায় বলতে গেলে পাঠকের মূল্যায়ন-আলোচনা-সমালোচনা একজন লেখকের লেখার মাপকাঠি নির্ধারকের কাজ করে।

ব্লগে পজিটিভ নেগেটিভ দুই ধরনের সমালোচক থাকলেও আমার কাছে মনে হয়েছে নেগেটিভ মন্তব্যকারীর সংখ্যা কিছুটা বেশি। এক দিক থেকে এটিকে সহায়ক বিবেচনা করা যায়। এই নেগেটিভ সমালোচনাটাকে আমরা যদি সঠিকভাবে সঠিক অর্থে উপলব্ধি করতে চেষ্টা করি এবং তা থেকে উপকার গ্রহনের ইচ্ছে রাখি তাহলে নিসন্দেহে সেটি বিবেচিত হতে পারে আমাদের লেখার মানোন্নয়নের ক্ষেত্রে অন্যতম সোপান হিসেবে। কিন্তু আমাদের কি সমালোচনা সহ্য করার মানসিকতা সত্যিকারার্থে থাকে?

অন্য দিকে পজিটিভ সমালোচনার ভাল দিক থাকলেও কোন কোন ক্ষেত্রে এটি ভাল ফল বয়ে আনে না, তাও সত্য। তবে সর্বোপরি পজিটিভ সমালোচনা উৎসাহ সৃষ্টি করার ক্ষেত্রে নতুনদের জন্য বিশেষ উপকারী। অনেককেই দেখি অন্যের ভুল-ভ্রান্তি দেখেও না দেখার ভান করে চলে যান। এমনটা কেন করেন বুঝে আসে না। বিনয়ের সাথে বুঝিয়ে বললে ক্ষতি কি?

উপরে অনেকের মন্তব্য ভাল লেগেছে। বিশেষ করে শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, কালীদাস -এর মন্তব্যগুলো প্রনিধানযোগ্য।

এছাড়া সচেতনহ্যাপী, গিয়াস উদ্দিন লিটন, ড. আলী ভাই, খায়রুল আহসান, আহমেদ জী এস, শায়মা, জাহিদ অনিক, ব্লগ সার্চম্যান, হাসু মামা, কথাকথিকেথিকথন, অপর্ণা মম্ময়, মাইনুল ইসলাম আলিফ, ক্লে ডল, সম্রাট ইজ বেস্ট, উম্মে সায়মাসহ আরও অনেকের মন্তব্য সুন্দর।

আশ্চর্য! যাদের নাম বাকি রয়ে গেছে তাদের প্রত্যেকের মন্তব্যও তো দারুন! এই যেমন, মাহমুদুর রহমান সুজন, বর্ষন হোমস, ভ্রমরের ডানা, চাঁদগাজী ভাইসহ আরও আরও বাকিরা। আসলে এখানকার প্রত্যেকের ভেতরেই একটা লেখক মন ঘুরে বেড়ায়। প্রত্যেকেই ব্যতিক্রম। ব্যতিক্রমী প্রত্যেকের অনিন্দ্য সুন্দর লেখাগুলোও।

যাক, সকলের জন্য শুভকামনা। প্রত্যেকেই নিজ নিজ যোগ্যতার আলোকে হয়ে উঠুন ভালো মানের লেখক।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: “নেগেটিভ সমালোচনাটাকে আমরা যদি সঠিকভাবে সঠিক অর্থে উপলব্ধি করতে চেষ্টা করি এবং তা থেকে উপকার গ্রহনের ইচ্ছে রাখি তাহলে নিসন্দেহে সেটি বিবেচিত হতে পারে”
আমি আপনার সাথে একেবারেই সতমত পোষণ করছি! যে কোন লেখার ক্ষেত্রেই পাঠকের জাজমেন্ট একটা ফ্যাক্টর! কোন পাঠক যদি নিজ দায়িত্বে কারো লেখার ভুলগুলো শুধরে দিতে চান আমি ব্যক্তিগতভাবে তাকে অবশ্যই স্বাগতম বলবো!

“অনেককেই দেখি অন্যের ভুল-ভ্রান্তি দেখেও না দেখার ভান করে চলে যান।”
এর একটা কারন হতে পারে সময়ের স্বল্পতা। অনেকেই হয়তো ব্যস্ততার করনে ভালো পয়েন্টগুলোকে হাইলাইট করে একটা রেডিমেড কমেন্ট করে চলে যান। তবে সুন্দর ও কোমল ভাষায় ভুলগুলো ধরিয়ে দেয়া কমেন্টই সর্বোৎকৃষ্ট কমেন্ট!

কমেন্টে যাদের মেনশন করেছেন তাদের কমেন্ট আপনার আমার যেমন ভালো লেগেছে সম্ভবত অন্যান্য পাঠকদের তেমন ভালো লেগেছে!:)

আপনার মতামতের জন্য ধন্যবাদ নকিব ভাইয়া!:)

৪৭| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই আমি লেখক হইতে চাই না ;)
তয় মাঝে মাঝে লেখতে চাই :P

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

বিলিয়ার রহমান বলেছেন: লেখক না হইতে চাওয়া ভালা জিনিস!:)


উহাতে ভাইটামিন ঘাটতির সম্ভবনা থাকবে না!:)

৪৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো থাকুন নিরন্তর। ব্লগে আলোচনা সমালোচনা যতবেশী হবে ব্লগ তত সমৃদ্ধ হবে।এতো কষ্টকরে এতো সুন্দর একটি পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সংগে মিষ্টি খান।





ভালো থাকুন নিরন্তর।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: “ব্লগে আলোচনা সমালোচনা যতবেশী হবে ব্লগ তত সমৃদ্ধ হবে ”

ঠিক বলেছেন!:)


প্রশংসা এন্ড সুইটস এর জন্য থ্যাংকু ব্রো!:)

শুভকামনা!:)

৪৯| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

অনিক_আহমেদ বলেছেন: ভালো পোস্ট... উপকৃত হইলাম!

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯

বিলিয়ার রহমান বলেছেন: উপকৃত হয়েছেন জেনে খুশি হলুম!:)


শুভকামনা!:)

৫০| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল আপনার কথা গুলো।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লাগলো আফনের মন্তব্য খান মেয়াবাই!;)

৫১| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়াবাই, আমার কোন সমালোচক নেই ! :)

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আইতেছি খাড়ান একটু! ;)

৫২| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আমার মত অকিবর কি হপে !!! :) ব্লগে কিছু পাবলিকের খেয়ে কাজ নেই খালি ...... :)

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো অকবির বউয়ের ছেলে হতে পারে কিংবা হতে পারে মেয়ে!’’


তবে আফনের যে কিছুই হপে না তাহা হলফ করে বলে দিতে পারি!:)

আফনে একটা বন্ধ্যা মেয়াবাই!;)

৫৩| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হাঃ হাঃ হাঃ ...... জীবনটাকে একটু উপভোগ করে নেই !!! :) এখনি সংসার জীবন..... :(


view this link =p~

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: গানের লিংক ধরাইয়া দিয়া কি একটা আলট্রা খোঁচা মারলেননি মেয়াবাই!:)

৫৪| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

তওবা !!!!!!!!!!!!! তওবা !!!!!!!!!!!!!!!!!! তওবা !!!!!!!!!!!!!!!!! :)


কখনো এমন ভাবার সুযোগ নেই !!! :)


view this link


এমন কথা বলার লোক আমার নেই মেয়াবাই !!!! :( সেদিক থেকে আপনি সৌভাগ্যবান। :)

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আফনে দেখছি সেইরাম গানওয়ালা!:)( লিংকের গানটা শোনার পর তাই মনে হলো)


আফনের কন্ঠটা দারুন!:)


আইচ্ছা আফনের সাথের(ভিডিওতে) ওই ললনা কি আমাদের হবু ভাবি???

৫৫| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:

আবার আসিব ফিরে ;এখন আপনার কথা সুত্র ধরে আবার ফিরে আসি আফনে একটা বন্ধ্যা মেয়াবাই! আমার লগে কি এই ললনা যায় !! :)


২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: ফেরত আসা জন্য থ্যাংকু!:)

সকল পুরুষ মানুষইতো বন্ধ্যা! এমন কেউ কি আছেন যে নিজে দু’চারটা বাচ্চা গর্ভে ধারন করেছেন???

আর ওই ললনা আফনের সাথে যাইবে না মানে!!! এইডাতো ওর সাত পুরুষের সৌভাগ্য মেয়াবাই!;)

৫৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আফনে দেখি মেয়া বাই বিশিষ্ট যুক্তিবাদী ... আফনের লগে কথায় পারমু না !! আপনি যাহা বলিবেন তাহাই ঠিক !! =p~






২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: আমি বিশিষ্ট যুক্তিবাদী মহিউদ্দিন আলমগীরের শিষ্য(সাবেক স্বরাষ্ট মন্ত্রী) মেয়াবাই!:)

সো বুঝি আমরা বুঝি
কোনটা আটা আর কোনটা সুজি!:)

৫৭| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন:


বিল্ডিং খালি ঝাক্কি মারে !!!! :)



হাঃ হাঃ হাঃ .......... আর রেল মন্ত্রী আমার আইডল !!! :) =p~

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আইমিন ওনার মতো (রেলমন্ত্রী) ৬৮ বছরে কুমারত্ব বিসর্জন দিতে চাননাকি????

তাইলে একটা মারাথন শুভকামনা!;)

৫৮| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হতেও তো পারে !!! থাক, নিজের লজ্জা কথা আর বলিয়া কি হইব !!! :)



২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমার আইডল ডোনাল টেরাম সাব!!

অবশ্য মুহিত দাদুও আমারে টানেন!!(নিছক একটা আয়রনি আরকি!;) )

ওনাদের দেখলে একটা সারকাস দেখছি টাইপের ভাবোদয় হয়!;)

৫৯| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
লালন ফকির একটা কথা বলে গেছেন !!!! পাগল ছাড়া দুনিয়া চলে না !!! ওনাদের সম্পকে এর চেয়ে বেশি কিছু জানি !!! :)



২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: কাল হঠাৎ নেট চলে যাওয়ায় আর উত্তর করতে পারিনি!

এর জন্য সরি ব্রো! :)

৬০| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

নীলপরি বলেছেন: পরিশেষ: নিজেকে বিশ্বাস করুন। আত্মবিশ্বাসী হোন। ভালো লেখকরা সবাই মাথা দিয়ে চিন্তা/কল্পনা করেই লেখেন আর আপনার চিন্তা করার মতো একটা মাথা রয়েছে। নিজেকে আজ আপনি সেরা ভাবুন কাল বিশ্ব আপনাকে সেরা ভাববে। --

দারুণ পোষ্ট । ধন্যবাদ ।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যটাও দারুন হয়েছে পরিপি!:)


শুভকামনা!:)

৬১| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

গেম চেঞ্জার বলেছেন: কিছু সমালোচক ভালোর জন্যই সমালোচনা করেন
কিছু সমালোচক আছেন যারা আপনার ভালোর জন্যই সমালোচনা করেন ( আপনি এখটু খেয়াল করলেই এটা বুঝতে পারবেন)। তাদের সখ্যাং যদিও অতি নগন্য। তবুও তাদের কথায় গুরুত্ব দিন। এরাই হয়তো আপনাকে আরো উপরে তুলে দিতে সাহায্য করবেন।


আপনার পয়েন্টগুলোর সাথে একমত। বিশেষ করে এই পয়েন্ট-টা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করছি। সমালোচনা কি, এটা করতে চাইলে কোন দৃষ্টিভঙ্গিতে করতে হয়, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে এটাকে কিভাবে নেবে, আদৌ সে এটা গ্রহণ করবে কি-না এইসব ব্যাপারে লক্ষ্য না রেখে সমালোচনা করা কিছু লোকের স্বভাব।
এরা বক্তব্য এমনভাবে দেন- যেন তিনি অনেক বড় মাপের ব্লগার তিনি। যেহেতু সময় ব্যবধানে তিনি এগিয়ে আছেন, তাই ভাবেন তিনি যেভাবে ইচ্ছে আক্রমণ করতে পারবেন/ভুল ধরতে পারবেন।
চাঁদগাজি সাহেব-কে নিয়ে এ বক্তব্য খাটে না। উনি সবসময়ই একটা এটিচুড থেকে কথা বলেন। উনার সাথে কিছুদিন না চললে ব্যাপারটা জানা যাবে না। আমি উনাকে শ্রদ্ধা করি।
যাহোক, আমার অনুরোধ থাকবে, নতুন/অপরিচিত ব্লগারের সাথে আমরা এমন কোন আচরণ যেন না করি- যাতে উনার ব্লগের ওপর আগ্রহই নষ্ট হয়ে যায়।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

বিলিয়ার রহমান বলেছেন: “সমালোচনা কি, এটা করতে চাইলে কোন দৃষ্টিভঙ্গিতে করতে হয়, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে এটাকে কিভাবে নেবে, আদৌ সে এটা গ্রহণ করবে কি-না এইসব ব্যাপারে লক্ষ্য না রেখে সমালোচনা করা কিছু লোকের স্বভাব”

আপনার সাথে দ্বিমত হওয়ার কোন অপশনই রাখলেন না গেম ভাই! সমালোচনাটা যেন কাউকে কুপোকাত না করে ফেলে সেটি মাথায় রেখেই সমালোচনা করতে হবে!

চাঁদগাজী ভাইয়াকে আমি সম্ভবত বুঝতে পারি। আমি ওনার একজন পাংখা(ফ্যান আরকি)

সুন্দর মন্তব্যটির জন্য গেমু ভাই আপনাকে ধন্যবাদ!:)

৬২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০

শামছুল ইসলাম বলেছেন: এত ভারী ভারী দামী কথা কবি বিলিয়ার ভাই লিখেছেন!!!
অভিনন্দন কবিকে!!!

সমালোচনা প্রসঙ্গে একজন কবির কবিতা খুব মনে পড়ছে । উদ্ধৃতি দেওয়ার লোভটা সামলাতে পারলাম না:

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: আমায় কি কবি বলে গালি দিলেন শামছুল ভাই????;)


গালি আফনে দিতেই পারেন!:)

তয় রবি বাবুর কবিতাখান কিন্তুক পোস্টের সাথে সেইরাম মানাইয়া গেছে!:)

সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু!:)

৬৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: সহব্লগার গেম চেঞ্জার - এর মন্তব্যের সাথে একমত ।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আমিও একমত পরিপি!

আবার আসায় আবার থ্যাংকস!:)

৬৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

চমৎকার নির্দেশনা। নতুন পুরাতন সবারই পড়তব্য!

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো সিনিয়রদের প্রশংষা ভেয়ে ভালোলাগলো মাঈনউদ্দিন মইনুল ভাই!:)


শুভকামনা ও ভালোবাসা!:)

৬৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), নতুন নকিব এবং গেম চেঞ্জার - এদের প্রত্যেকেই একটি করে সুন্দর মন্তব্য রেখেছেন (৫, ৪৬ এবং ৬১ নং মন্তব্য)। + +

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো এমন মনোযোগি পাঠক আমার কপালে আর জোটেনি। সম্ভবত সামনের দিকেও আর জুটবে না!!


আমার হৃদয়ে সেরা পাঠক হিসেবেই সারা জীবন থাকুন প্রিয় কবি!:)

৬৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হেহেহে

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এইটা যে একটা রম্য ছিলো আমি নিজেই বুঝতে পারি নাই!

আপনার মন্তব্য দেখে এবার বুঝলুম!:)

রম্য পড়ার জন্য থ্যাংকস!:)

৬৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭

জেন রসি বলেছেন: এ দেখি ব্লগ কাঁপানো পোস্ট। প্রশংসা সবাই শুনতে চায়। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তবে একজন লেখকের জন্য প্রশংসার দাস হয়ে যাওয়াটা বিপদজনক। সে নিজেই নিজের সমালোচক হতে পারে। এবং অন্যের সমালোচনার যৌক্তিক জবাব দেওয়া যেতে পারে। আবার তা না পারলে নিজেকে আরো উন্নত করার চেষ্টা করা যেতে পারে। আসলে এসব কিছুর জন্য দরকার সেলফ কনসাসনেস। নিজেকে বুঝা, নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানা।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: এ দেখি ব্লগ কাঁপানো পোস্ট

কত স্কেলে কাঁপানো পোস্ট জিনি ভাইয়া????:)


আপনার মন্তব্যে সাথে আমার কোন দ্বিমত নেই!:)

এমন সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য থ্যাংকু!:)

৬৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

যূথচ্যুত বলেছেন: সমালোচনা হতে পারে একটা শিল্প কিন্তু প্রতি দশ জন সমালোচকের প্রায় দশ জনেরই সেই শিল্প জ্ঞান নেই

এটা জব্বর ছিল ;)

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!!:)


শুভকামনা!:)

৬৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

থার্মোমিটার বলেছেন: দারুন লিখেছেন, অনেক দেরিতে হলেও পড়তে পারলাম, বর্তমানে অনেক ব্লগার কমেন্টের রিপ্লাই দেয় না, এটা কমিউনিটি ব্লগিং এর জন্য সবচেয়ে খারাপ। আগে সামুতে এটা কল্পনাই করা যেতো না। ভাল পোষ্ট।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটি মন্তব্য প্রদানের জন্য আপনাকেও ধন্যবাদ!!!


শুভকামনা!:)


ভালো থাকুন সবসময়!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.