নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলিয়ার রহমান ব্লগে ফালাফালি কম করে নাই! কার লেখা চুরি গেছে কার পোস্ট কপি হইছে, কে পোস্ট পড়ে কমেন্ট করে কে পোস্ট না পড়ে করে এরকম বিষয়ে উনি নাকটা বাড়াবাড়ি রকমেরই গলিয়েছিলেন। সো যৌক্তিক কারনেই আমাদের স্পাই টিমের যন্তর মন্তর ঘরে তাকে আনতেই হলো! ব্লু হোয়েল গেম খেলা রেখে আমরা দীর্ঘ ৫০ সপ্তাহ প্রতিদিন ৮ মিনিট ১৭ সেকেন্ড করে তার উপর গবেষণা করেছি। গবেষণায় যে সত্য উন্মোচিত হয়েছে তাতে নিশ্চিত করে বলতে পারি বিস্তারিত শুনলে আপনাদের রক্ত হীম হয়ে যাবে!
লেটস গো.
বিলি গেমুর মাল্টি:
ব্লগের কোন এক সুশীল দাবি করেছিলেন বিলি গেমুর(গেম চেঞ্জারের) মাল্টি। আমরা প্রথমে এটাকে আমলে নিতে চাইনি। তবে অকাট্য প্রমাণ পেয়ে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বিলি আসলেই গেমুর মাল্টি।
বিলি ও গেমু দুজনেই সামুতে কীবোর্ড দিয়ে লিখে পোস্ট করেন। আর দুজনেই চোখ দিয়ে দেখেন আর কান দিয়ে শোনেন। আশ্চর্য জনক ব্যাপার হলো এই যে দুজনেই মুখ দিয়ে কথা বলেন এবং মাথা দিয়ে চিন্তা করেন।
এই দুজনেই রাতের ঘুমটা বিছানায় সারেন, আর ক্ষুধা পেলে খাবার খান। শুনে অবাক হয়ে যাবেন যে দুজনের খাবারই কিচেনে রান্না করার পরেই কেবল পরিবেশন করা হয়।
আমরা ভীষণ বিস্মিত হয়েছি যখন দেখলাম দুজনের বাসায়ই ট্যাব থেকে পানি পড়ে এবং দড়জা দিয়ে ঢুকতে হয় এমনকি দুজনের বাসায়ই বাতাস প্রবেশের জন্য জানালা আছে। আরো কোন অকাট্য প্রমানের দরকার আছে কি??
গেমু বিলির একই হওয়ার ব্যাপারটা তাই যিনি বা যারা সর্বাগ্রে অনুমান করেছিলেন তাদের একটা নুপেল দেয়ার দাবি জানাচ্ছি।(বিদ্র.- আমাদের গবেষণা টিমের সাথে যুগ্মভাবে আরকি )
বিলি একজন কপি পেস্টার:
হ্যা ঠিকি বলেছি, ব্লগার বিলি একজন কপি বাজ। আমাদের অনুসন্ধানী টিম তার যথেষ্ট প্রমানও পেয়েছে। উনি বাসায় নিয়মিত কপি ভাজি, কপির ঝোল, কপির সালাত এমন কি কপির সসও ব্যবহার করেন। কপি দেখলেই বিলির মাথা গরম হয়ে যায় সে পাতা কপি হোক আর ফুল কপিই হোক।
উনি নির্লজ্জ একটা পেস্টারও । কোন পেস্ট উনি বাদ দিয়েছেন? এএম-পিএম, কোলগেট, মেডিপ্লাস থেকে পেপসুডেন্ট সকল পেস্টইতো উনি নিয়মিত ব্যবহার করছেন!!!
বিলি মাল্টির মাল্টি
আমরা এই সত্যটা ফাঁস করতে চাইনি তবুও সত্য যেহেতু চেপে থাকবে না তাই নিষ্ঠুর হলেও এই সত্যটা বলে দিচ্ছি। বিলি আসলে মাল্টির মাল্টি। তারা মাল্টি সংখ্যক হাত( যথা:- ডানহাত, বামহাত, অযুহাত) , মাল্টি সংখ্যক পা( ডান পা, বাম পা, চাপা) , মাল্টি সংখ্যক আঙ্গুল(আংটি পরিহিত), চোখ( চশমাসহ সহ) ইত্যাদি ইত্যাদি আছে।
বিলি হিট সিকার
এই সত্যটা বের করতে আমাদের টিমের গ্রীষ্ম থেকে উইন্টার সিজন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।আমরা সবিস্ময়ে লক্ষ্য করেছি শীত ঋতুতে বিলি একটা প্রচন্ড রকমের হিট সিকার। শীতের সকালে কোন বাড়ির চুলোটা এখনো জ্বলছে, কোন উঠোনে চ্যাংড়া পুলাপাইন আগুন ধড়িয়েছে এমন সব হিট সিকিং বিষয়ে বিলির আগ্রহটা সপ্তমে।
পাঠক কপিপেস্টার মাল্টি এন্ড হিট সিকার বিলির এহেন কর্মের জন্য আমরা মডুদের কাছে তার ছয় মাসের বিনাশ্রম বান্দরবন ভ্রমনের শাস্তির সুপারিশ করছি! (কস্টটা অবশ্যই যেন মডুরা দিয়ে দেন )
পরিশেষ:
এই পোস্ট যারা দেখেছেন ও পড়েছেন কিন্তু এখনে মন্তব্য করেননি অথবা মন্তব্য করেছেন বাট লাইক দেননি তো তারা রেডি থাকেন।
ইউ উইল বি বিয়িং রোস্টেড ভেরি সুন!
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: সুমনদা, লাইকের অপশনে আপনার নাম নাই!
রোস্টিং হওয়ার ইচ্ছা আছে নাকি???
২| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬
ধ্রুবক আলো বলেছেন: লাইক কমেন্ট দুইটাই দিলাম।
কিন্তু এহেন পোষ্টের যে ইতিহাস তা মাথায় ঢুকিলো না।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: ইহা কেবলই মজারু পুস্ট। আপনি চাইলে সজারুও ভাবতে পারেন!
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭
ধ্রুবক আলো বলেছেন: সুমন ভাই যে ইমো দিছে, মনে মনে ভাবেন যে আমিও এমন ইমো দিছি
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: ভাবতে হইবে কেন ভাই!!
রোস্টিং না হইতে চাইলে নতুন কমেন্টে ইমু দিয়া যান!
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিভাবে রোস্ট করবেন?
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: পরথমে তেলে ভাজমু, তাহার পরে ডোবাবো সসে অতঃপর মশলা মাখিয়ে রান্না করবো মেয়াবাই!
আপনি কিন্তুক লাইক দেন নাই সো বি রেডি ফর রোস্টিং!
৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০
মনিরা সুলতানা বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আপি লাইক দিয়েছো!!
উফ বেঁচে গেলে!
৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রোস্টের অভিজ্ঞতা নেয়ার জন্য লাইক দেই নি।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২
বিলিয়ার রহমান বলেছেন: আমাদের স্পাই টিম বড়ই ভয়ংকর জিনিস ব্রো!
বাঁচতে চান তো লাইক দেন!
৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০
অনিক_আহমেদ বলেছেন: হা হা হা। বেশ উত্তম গবেষণা হয়েছে। গবেষণাকারীদের শ্রম সার্থক!
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: হু উত্তম গবেষণাই বটে!
পাঠ, মন্তব্য এন্ড প্লাসের জন্য থ্যাংকু ব্রো!
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩
জেন রসি বলেছেন: হাহাহাহাহা
ফেবুতে ঘটে চলা বিভিন্ন আলোচনা থেকে আমিও জানতে পেরেছি যে আমি এবং গেম ভাই হচ্ছি ব্লগের মাফিয়া। আমরা সিন্ডিকেটবাজির নামে ব্লগের সব দেশ জাতি কসমলজি কাঁপানো ব্লগারদের সামু থেকে ফেবুতে পাঠিয়ে দিচ্ছি। তাই তারা সামুতে ক্যাচাল না করে ফেবুতে ক্যাচাল করতে বাধ্য হচ্ছে। আজ জানলাম আপনি সে মহান ব্লগ মাফিয়া গেমুর মাল্টি। কয়েকদিন পর জানা যাবে আপনি আমারও মাল্টি।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭
বিলিয়ার রহমান বলেছেন: চলিতেছে সারকাস..........
ধুর চলিতেছে গবেষণা!
বিলি ও জিনি একে অপরের মাল্টি এর কিছু প্রমান আমাদের হাতে অলরেডি এসে গেছে!
তদন্তের স্বার্থে এখন কিছুই জানানো গেল না!!
৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: এত করে যখন বলছেন-
দিলুম একটা লাইক
লিখলুম একটা মন্তব্য।
হে হে হে....................................................
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯
বিলিয়ার রহমান বলেছেন: এতো করে কিসের ব্রো!!!!
তার থেকে স্বীকার করে নেন যে রোস্টিং হওয়ার ভয়েই লাইক আর মন্তব্য করেছেন!
১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫
রোকসানা লেইস বলেছেন: বিলির মুখোশ উন্মোচনকারীকে অবিলম্বে পুরস্কৃত করা হোক
এবং বিলিকে ছয় মাসের বিনাশ্রম বান্দরবন ভ্রমনের শাস্তি মঞ্জর করা হোক
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১
বিলিয়ার রহমান বলেছেন: হায় হায় আপি!!!
কমেন্ট করলেন বাট লাইকতো করেন নাই!
আপনাকে রোস্টিং এর হাত থেকে কেমতে যে বাঁচাই!!!
১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০
আমি চির-দুরন্ত বলেছেন: লাইক দিলুম। বান্দরবানের শাস্তি আমিও পেতে চাই।
রোস্ট খাওয়াইলে খাওয়াইবেন, সেটা আবার ঘোষণা দেয়ার দরকার কি!!!!
রান্না করে পাঠাইয়া দিয়েন
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: আমার সাথে শাস্তির ভাগ পেতে চান!!
আফনের মনডা বড়ই ভালা মেয়াবাই। !
রোস্ট খাওয়ামু না ব্রো বরং যাহারা লাইক দেবেন না তাহাদের উল্টো রোস্ট করবো!
১২| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
ধ্রুবক আলো বলেছেন:
তারপরও ভাবেন
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: এই তো সুবোধ বালকের মতো ইমু পোস্টাইয়া নিজেকে রক্ষা করিলেন!
অতি উত্তম!
আজকাল টিকিয়া থাকিতে হইলে একটু আধটু আপোশ করিতেই হবে!
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
প্রামানিক বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: লাইক কই!!!
আর এই মিনি জোড়াতালি দেয়া ডগি দিয়াও বা কি হইবেক প্রামাণিক ভাই???
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার পোস্ট। বিনোদিত হলাম
রহস্যের কিনারা হওয়াতে খানা দানা হবে না? রাতে এসে খেয়ে যাবো।
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: বিনোদিত হয়েছেন আপি!!
বেশ বেশ!!
তবেতো আপনি আমাকে খাওয়াতেই পারেন( যেহেতু বিনোদনটা আমিই দিয়েছি তাই খাবার খরচটা আপনাকেই বহন করতে হপে)।
বিদ্র- লাইক কিন্তুক দেন নাই!! লাইক না দিলে যে কি হবে তা কি নতুন করে আর একবার মনে করিয়ে দেয়ার প্রয়োজন আছে কি???
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
প্লিজ রোষ্ট মি....
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: রোস্ট হতে চান!!!
নো প্রোব ব্রো!
তবে মসলার টাকাটা বিকাশ করতে হবে যে!
১৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৪
মানিজার বলেছেন: এই পোস্ট যারা দেখেছেন ও পড়েছেন কিন্তু এখনে মন্তব্য করেননি অথবা মন্তব্য করেছেন বাট লাইক দেননি তো তারা রেডি থাকেন।
ইউ উইল বি গোয়িং টু রোস্ট ভেরি সুন!
আমি রোস্ট খাইতে চাই ।
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: রোস্ট খাইবেন, খান!
তয় এই গরীব মিসকিনটার কথাও একটু মাথায় রাইখেন ব্রো!
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০
মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই এই লেখা তো আপনি চুরি করছেন।
তয় লেখা ভাল লাইক দিছি
১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: কেবল চুরি করছি!!!!!!
কন কি মেয়া বাই!
চুরির সাথে চামারি-টামারি কিছু একটাও কইতে পারতেন!
১৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
শায়মা বলেছেন: পোস্ট পড়ে খানিক হাসলাম পুচ্চি ভাইয়ু!!!!!!
আমিও যেদিন এক মালটি পাগলার পোস্টে এক কমেন্টে দেখলাম তুমি নাকি গেমুর মালটি সেদিন না হেসে পারিনি!
এই যে সেই কমেন্টটা !!!!!!!!!!!!
(ব্লগের সব থেকে বড় শয়তান হল ঐ ঘটনা পরিবর্তক নামের বদমাইশটা। নানান নামে, নানান নিকে একে-তাকে জ্বালায়া বেড়ায়। অখন আবার নতুন নিকে আসতাছে বিড়ি লিয়ার রাহেমান নামে। )
http://www.somewhereinblog.net/blog/shoronarthi/30197954
হা হা হা হা আবার গেমুর নামের কিয়া বাংলা !!!!!!! ঘটনা পরিবর্তক!!!!!!!!!! হা হা হা হা গেমের বাংলা মানে ঘটনা আমি আগে জানতাম না, পরে জানলাম। খেলা পরিবর্তক হলেও না হয় বুঝতাম। হা হা হা আর ভাইয়ু তোমাকে বিড়িলিয়ার বললো কেনো!!!!!!!
বিড়াল বা বিড়ালনী বানাতে চাইছিলো নাকি!!!!!!
হা হা হা হা হা
সে যাইহোক এই উদ্ভট মস্তিস্ক প্রসুত কাল্পনিক তথ্য উনি কই থেকে পাইসিলেন দানিনা!!!!
তবে আমাদেরকে হাসানোর দন্য তাকে অনেক অনেক অনেক থ্যাংকুসসসসসস!!!!!!
আর ভালোবাসা!!!!!!!
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২
বিলিয়ার রহমান বলেছেন: হাসি ভালা জিনিস!
হাসলে বদহজম দুর হয়ে যায়!
যিনি বা যাহারা আমাকে কারো মাল্টি ভাবে তার জাজমেন্টে অবশ্যই সমস্যা! তার জন্য ঈশ্বরের কাছে এই দোয়া যে শ্রষ্টা যেন তার এরর অব জাজমেন্ট বে গুনটাকে বদলে দিয়ে প্রোপার জাজমেন্ট করার ক্ষমতা প্রদান করেন!
মন্তব্যের জন্য + লিংকটার জন্য থ্যাংকু আপি!
১৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো বলেছেন। অনেক সমালোচনার জবাব দিয়েছেন।
এবার সমালোচকদের পালা।
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: এটা নিছকই ফানি পোস্ট ব্রো!!
জবাব টবাবের কোন উদ্দেশ্যই এখানে আমার ছিলো না!
মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!
শুভকামনা!
২০| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৬
নীলপরি বলেছেন: হুম সব পড়লাম এবং বুঝলাম ।
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: হুম!!!
আমিও মন্তব্যটা পড়লাম এবং উত্তর করলাম!
পাঠ, মন্তব্য, প্লাস সবকিছুর জন্য থ্যাংকু পরিপি!
২১| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৬
ফয়সাল রকি বলেছেন: আমি তো ভাবতাম বিলি মাউস দিয়ে লিখে
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: কেবল মাউস আইমিন ইদুর দিয়ে লেখার কথাই ভাবছেন!!!
তেলেপোকা, উইপোকা, ভোমরা এসব দিয়ে কি লেখা যায় না???!
২২| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
"ইউ উইল বি গোয়িং টু রোস্ট ভেরি সুন! " (শীঘ্রই আপনাকে টোস্ট করা হবে, বা শীঘ্রই আপনিও টোষ্টেড হবেন, অর্থে? )
-বাক্যে সমস্যা আছে
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: ইউ উইল বি বিয়িং রোস্টেড ভেরি সুন!
এরকম লিখলে কি হবে????
২৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: )
২৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কার মাল্টি নিক !!
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০
বিলিয়ার রহমান বলেছেন: আফনে উপদেষ্টা শাহরিয়ার কবীর এন্ড বেসিক আলী সিরিজের লেখক শাহরিয়ার ভাইয়ের মাল্টি!
২৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
গেম চেঞ্জার বলেছেন: শহরে চলাফেরা করতে হলে যেমন হাইক্লাসের পাড়া থাকে, থাকে লো ক্লাসের পাড়া, কলোনীও। কলোনীতে যতসব জঞ্জাল-ঝামেলা হরদম লেগে থাকে, তাই সেখানকার অশিক্ষিত লোকদের মানসিকতাও থাকে নিম্ন।
ব্লগেও এর ব্যতিক্রম খুঁজে পাওয়া দুস্কর। থার্ড ক্লাস কিছু মানুষ নেট ব্যবহারের সুযোগ পেয়ে ব্লগে লগিন করত। এখন শুধুই ফেসবুকে ব্লগের মাফিয়া ( ) খুঁজে, ব্লগ এই গেল তল বলে বলে রব তুলে।
আপনার ব্লগে ডেডিকেশন দেখে ভেবেছে এটা আমার নিক। কতো অনুসন্ধানি চোখ রে বাবা!!!!!!!!!!! আর গেম চেঞ্জার = নাকি খেলা ফরিবর্তক!!!!!!!!!!!!!!
কি জ্ঞান, কি কূল থেকে এরা এসেছে সেটা ভালই বুঝা যাচ্ছে। এদের নিয়ে আর তেমন কিছু বলার নেই। এরা গর্তের শেয়ালের দল। সুযোগ পেলেই হু হুক্কা হুয়া রব তোলে।
বিলিভাই, আপনার রম্য পোস্ট ভাল লেগেছে। এখন এদের টিকিটিও খুঁজে পাবেন না। তবে তারা কাছেই কোথাও আছে। সুশিল ভেক ধরে আরকি।
(+)
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: কিছু কিছু সময় মানুষের বুদ্ধিটা ভোঁতা হয়ে যায়!
তখন অযুক্তি কুযুক্তি অনেক কিছুই দাড়করিয়ে দেয়!
আমি ভিষণ ভাবে বিস্মিত হয়েছি যখন জানলাম আমি নাকি আপনার মাল্টি!!!!(হায়রে জাজমেন্ট!!!!!)
যাদের জাজমেন্টে প্রোব আছে তাদের স্রষ্টা সঠিক জাজ করার ক্ষমতা দিক এই দোয়াই করছি!
মন্তব্যের জন্য ধন্যবাদ গেমুভাই!
শুভকামনা!
২৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
গেম চেঞ্জার বলেছেন: কতো অনুসন্ধানি চোখ রে বাবা!!!!!!!!!!! আর গেম চেঞ্জার = নাকি খেলা ফরিবর্তক!!!!!!!!!!!!!
গেম চেঞ্জার = বলেছিল ঘটনা। ফরিবর্তক। গেম এর বাংলা খেলা নয়। নতুন বাংলা - ইংরেজি অভিধান শিখতে হবে এদের অনুবাদের সাথে তাল মিলাতে হলে।
হাঃ হাঃ হাঃ হাঃ
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: নতুন নতুন অর্থ আবিষ্কার কিন্তুন মন্দ নয় গেমু ভাই!!!
এতে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়!
২৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
সোহানী বলেছেন:
গাজি ভাই, এইটাতো ব্লগ থিসিস পেপার না.....................
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
বিলিয়ার রহমান বলেছেন: আমিতো এইডা থিসিস হিসেবেই সাবমিট করছি আপি!!!
আফনের আপলোড করা পিকটা কিন্তুক আধ্যাতিক!!!!
২৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নিভৃতচারীর ডায়েরী বলেছেন: ভাইজান, আমি রোস্ট ও চাইনা , পেস্ট ও চাইনা ...... আমার ছোটবেলা থেকে একটি আংটি ব্যবহারের বড়ই সখ; আপনার যেহেতু মাল্টিআঙ্গুল সহ অনেক আংটি রয়েছে প্লিজ আমাকে একটা দেন । কথা দিলাম রোস্ট খাওয়া ছাড়াই আপনার জন্য দোয়া করবো...
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮
বিলিয়ার রহমান বলেছেন: রোস্ট খাবেন না!!!( খাইবেন ক্যামতে মুই কি আফনেরে দিমু নাকি!)
রোস্ট না খাওয়াই ভালা মেয়াবাই! তৈলাক্ত খাবারতো পেটে সমস্যা করতে পারে!
দোয়া করবেন!!
সে আপনি করতেই পারেন। একভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবে সে আবার এমনকি!!
আংটি নেবেন নেন!!
এইবার ভালোয় ভালোয় বিকাশ করে কিছু একটা পাঠান!
নইলে................
২৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! নিজের উপর নিজেই ছড়ে বসেছেন দেখছি । কাকতালীয় ও অকাকতালীয় ব্যাপার স্যাপার ইদানীং ব্লগে বেশ ঘটছে । আমার মত নিরীহ, নিরামিষ লোকও বিতর্কিত হয়ে আছে । আমি উপভোগ করি, তাই চুপ থাকি । যারা বুদ্ধিকে সঞ্চয় করে কুবুদ্ধির উপর ভর করে চলে তাদেরকে বিভ্রান্তিতে রাখতে আমার বেশ লাগে । নিজের মধ্যে এক প্রকার থ্রিলিং থ্রিলিং ভাব খেলা করে !!!
আমি লাইক, মন্তব্য দিয়েছি । আশা করছি বিপদসীমার বাইরে আছি !!!
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০
বিলিয়ার রহমান বলেছেন: সব কিছুই যখন ঠিক ঠাক পে করেছেন সো কয়েক দিনের জন্য যে ডেনজার জোনের বাইরে থাকবেন সে কথা দিতেই পারি !
অদ্ভুত ব্যাপারটা অদ্ভুতই লাগে যখন আমার মতো মাছি মারা কেরানিকেও................
৩০| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
তারেক ফাহিম বলেছেন: বিলিয়ার ভাইকে এক দিনের জন্য বিনাশ্রমে বান্দরবান শাস্তি মঞ্জুর করা হওক।
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
বিলিয়ার রহমান বলেছেন: মাত্র একদিন!!!
এটা হতে পারতো পুরো একটা চন্দ্র মাস! অথবা একটা গ্রেগরীয় সপ্তাহ! কিংবা তিনদিন তিন রাত্রির একটা শাস্তি!
পাঠ, মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!
৩১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪
বিলিয়ার রহমান বলেছেন: আফনের ইমু দেইখ্যা আমি টাসকি খাইয়া গেলাম মেয়াবাই!
৩২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: the truth is out there. i want to believe!
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
বিলিয়ার রহমান বলেছেন: সত্য প্রকাশের দুরন্ত সাহস আছে আমার ব্রো!!!
আফনে বিশ্বাস করতে চান জেনে খুশি হলুম!
৩৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
গেমু তাইলে বিলি !!!!!!!!!!!!!!!!!!!!!!! আমিও তাই বলি ......
তাইলে একখান মৌলিক গান দিয়ে বিচিত্রা অনুষ্ঠন হয়ে যাক !!!!!!!!!!!
নানা ও নাতনীর জটিল লুঙ্গি ড্যান্স
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭
বিলিয়ার রহমান বলেছেন: সেই গান ব্রো!!!
আমি পুরাই ফিদা হইয়া গেলাম!!
আইচ্ছা নানাটা কি আফনে ভাইজান???
৩৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
উম্মে সায়মা বলেছেন: একেবারে 'সিআইডি' অনুসন্ধান
১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮
বিলিয়ার রহমান বলেছেন: পুরাই সি আইডি অনুসন্ধান আপি!!!
৩৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ চিন্তাপ্রসুত ও কথামালা সমৃদ্ধ পোষ্ট ।
মালটি পালটি থাকলেও কোন গিলটি নেই এতে ।
কামনা বাসনা পুর্ণ হোক , বান্দরবনে যাওয়া হোক
সেখানে জুম চাষীদের ধান তুলার ধুম লেগে গেছে
নবান্য উঁৎসব মহা সমারোহে হবে এখন সেখানে ।
বিনাশ্রম বান্দরবন ভ্রমন কাটবে মহা ধুমদামে ।
মনের সুখে শুনবেন ও দেখবেন পাহরীদের নৃত্য গান
‘হিল্লো মিলেবো জুমত যায় দে, জুমত যায় দে,
যাদে যাদে পধত্তুন পিছ্যা ফিরি রিনি চায়,
শস্য ফুলুন দেঘিনে বুক্কো তার জুড়ায়…।’
পাহাড়ি মেয়েটি জুমে যায় রে,
যেতে যেতে পথে পথে পেছন ফিরে চায়,
পাকা শস্য দেখে তার বুকটা জুড়ায়…।’
অনেক শুভেচ্ছা রইল ।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: এতে মালটি পালটি থাকলেও কোন গিলটি নেই এতে
ঠিকি বেলেছেন আলী ভাই!
ইহা গিলটি লেস একটা রম্য কেবলই একটা রম্য!
সুন্দর কাব্যিক মন্তবের জন্য ধন্যবাদ,
শুভকামনা!
৩৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১
সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু বিল্ডিংয়ের পুরোটা তালা গুনি নি, তারপরও কি লাইক পুরো না দিয়ে অর্ধেক দিলে হবে না??
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
বিলিয়ার রহমান বলেছেন: লাইক অর্ধেক দেবেন মানে???
পুরোটাই দিতে হইবেক!!!
নইলে...........
৩৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮
মার্কো পোলো বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
বিলিয়ার রহমান বলেছেন:
৩৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১
শিখণ্ডী বলেছেন: হু হা হা........
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২
বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে!!!
৩৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১১
উদাস মাঝি বলেছেন: রিস্ক নিয়ে লাভ নাই, লাইক কমেন্ট ২টাই দিয়ে গেলাম ।
মিলি থুক্কু বিলি যে গেমুর মাল্টি নিক হইতারে এইডা কিন্ত ডুনাল টাম
নিজেই কইসিলেন ভাসান টিভির এক লাইভ অনুষ্ঠানে
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: রিস্ক নাে নিয়া ভালাই করছেন!
আর ঘঠনাডা কেবল ডুনাল টেরাম একলাই কন নাই ভেলাথিমির ফুতিনও কইছিলো( যৌথ ভাবে কাশেম টিভিতে!)
অবশ্য কিম ঝং পুন থুক্কু উন ইহার নিন্দা ঝানাইয়া ছিলেন!
৪০| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! আমরা আপনারে ভূলি নাইতো!
কে কি কইছে আর আফনে টেষ্ট করতে থুক্কু টোষ্ট করতে নাইমা পড়লেন
এমনিতেই ৭০ টাকা কেজি চাইলের অগ্নি মূল্যে ফ্রাইড চিকেন হইয়া কুনু রকম না মইরা ফ্রাই হইয়া আছি !
আর আফনে দেখান টোষ্টের ভয়! ব্যাঙের আবার সর্দি! হা হা হা
সন্ত্রাসীরে ভয়ে সালাম, আর টুষ্টের ভয়ে লাইক- আই হেইট ইউ!! চৌধূরী সাব গরীব হইলেও আমরাও মানুষ!
আফনে এয়ারপোর্ট রোডে বাত্তি না জ্বালাইয়া কি প্রমাণ করিলেন! ডিজিটাল পুলাইপাইনে মোবাইলের বাত্তি দিয়া দেহেন রাস্তা আলো কইরা দিল! আর আফনের কপালে কলংকের কালো লেগে গেল!!!
যাক এক উসিলায় এত্তদিন পর লিখছেন তাই +++++++++++++++++
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: একটা মেগা রান্নার কথা চিন্তা কইরাই পোস্টটা দিসি মেয়াবাই!!
সবাই যাতে আমারে ব্লেম না করে তাই প্রথমেই আমারে রান্না করলাম!
যেহেতু পোস্টে আপনি লাইক দেন নাই; সো রেডি থাকেন আপনাকেও শীঘ্রই রান্না করা হবে!
৪১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩
আটলান্টিক বলেছেন:
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
বিলিয়ার রহমান বলেছেন:
?
?
?
!
!
৪২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি এখনো লাইক দেই নাই।
বাক্য নিয়ে একটা কমেন্ট দেখলাম। ইউ উইল বি গোয়িং টু বি রোস্টেড ভেরি সুন হবে। মোটামুটি শিওর।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
বিলিয়ার রহমান বলেছেন: লাইক এখনো দেন নাই!!!!!!!!!!!
ডর ভয় কি কিছু নাই নাকি????
আপনি যেভাবে বাক্যটি লিখেছেন সেভাবে আমিও চিন্তা করেছিলাম তবে ওক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস(প্যাসিভ) টেনসের বি অক্সিলারির বিয়িং ফরমটা অনুপস্থিত!
৪৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩
জীবন সাগর বলেছেন: এত সুন্দর গুরুত্বপূর্ণ সব তথ্য মজা করে লিখেছেন তাতে লাইক না দিলে স্বস্তি পাচ্ছিলাম না ভাই,
ভয়ে লাইক দেইনি কিন্তু....
হা হা হা দারুণ, দারুণ
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: রম্য ভালো লেগেছে জেনে খুশি হলাম ব্রো!
সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু!
৪৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এন্টিনার উপ্রে দিয়ে গেলো !!
তাতে কি! যাদের এন্টেনায় ধরা খাইছে
তাদের জন্য শুভেচছা।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: স্বাগতম ব্রো!
আমার ব্লগে হয়তো প্রথম এলেন! আশা করছি সামনের দিকে আরো আসবেন!
আর পোস্ট মাথার উপর দিয়ে যাওয়ার তেমন কিছু নেই!! এটা নিছক একটা রম্য হিসেবেই নিতে পারেন!
আপনার ব্লগ বাড়িতে যেতে চাই। আপনি দুএকটা গল্প অথবা কবিতার লিংক ধরিয়ে দিলে খুশি হতুম!
৪৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪২
কালীদাস বলেছেন:
আপনি রম্য পোস্ট দিয়েছেন। তবে আপনাকে এখনই কনফার্ম করতে পারি, কাদা ছোড়াছুড়ির পরের স্টেপে বিলি গেমুর মাল্টি সেকশনের পয়লা দুইটা লাইনের স্ক্রিনশট ব্যাপক আকারে ছড়াবে যে/যারা এই দাবিটা করেছে।
কিছুটা আইডিয়া করতে পারি কাজটা কার অবশ্য যে কেউই পারবে হয়ত এটা আইডিয়া করতে
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩
বিলিয়ার রহমান বলেছেন: একটা মেগা ব্লগীয় রোস্টের প্রজেক্ট হাতে নিয়েছি কালীদাস ভাইয়া!
একে একে আপনাদের সবাইকেই রোস্ট করার ইচ্ছা আছে!
একারনেই মুখবন্ধে নিজেকেই রোস্ট করে নিলাম!
আর যিনি বা যারা মাল্টি ফাল্টি নিয়ে লাফালাফি করেছেন তাদের নিয়ে মাথা ঘামাচ্ছি না!
৪৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৪
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কে অবশেষে ধরতে পারছি
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ধরেছেন!
এবার তাহলে ছেড়ে দেন!!!
শুভকামনা আপি!
৪৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
এই নিকটাই যে আসলি "বিলিয়ার রহমান" তার গ্যারান্টি কি ?
এইডাই যে "বিলিয়ার রহমান" এর আর একটা মাল্টি নয় বুজমু ক্যাম্বায় ? আগে এই ট্রুথ এক্সপ্লোরেশন করেন , হের পরে রোষ্ট কইররেন । সাথে বেশি কইররা "খাঁটি গাওয়া ঘি" ও দিতে হাইত্তেন ................
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: আসলেই তো তাই!!!
আমরা এরকম সন্দেহ কিন্তুক করতেই পারি জী এস ভাইয়া!
খাঁটি গাওয়া ঘি আর আসল বিলি কে আমাদের তদন্তকারী টিম অবশ্যই খুঁজে বের করে আনবে কথা দিলাম!
অফটপিক: রাতবিহারীনি কবিতাটা অবশেষে শেষ করলাম। আপনাকে উৎসর্গ করে শীঘ্রই পোস্ট করবো!
৪৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আমি তো মাল্টি নিকার সন্দেহ করেই এতক্ষণ কমেন্ট ও লাইক থেকে বিরত ছিলাম।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কইলেন মেয়া বাই!
আফনের ছয় মাসের বিনাশ্রম ফাঁসির দাবি জানাচ্ছি!
৪৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: রোস্ট হবার ভয়ে মন্তব্য, লাইক দুটোই দিয়ে গেলাম।
এবারে বান্দরবান নিয়ে কিছু লিখুন। দেশের ভেতরেই এত অনিন্দ্যসুন্দর জায়গা রয়েছে আমাদের! এক সাদা মনের মানুষ সেগুলোর সাথে আমাদেরকে ক্রমাগতভাবে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন। আপনারাও এগিয়ে আসুন!
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: রোস্ট হবার ভয়ে মন্তব্য, লাইক দুটোই দিয়ে গেলাম।
হা হা হা!
না দিলেও চলতো! শ্রদ্ধা আর ভালোবাসার বিশেষ কোটায় আপনি এমনিতেই পার পেয়ে যেতেন!
দেশের ভেতরেই এত অনিন্দ্যসুন্দর জায়গা রয়েছে আমাদের!
আপনার সাথে সহমত! আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর অথচ আমরা এই সৌন্দর্যকে তেমন ভাবে হাই লাইটকরছি না! সুযোগ পেলে অবশ্যই এই বিষয় নিয়ে লেখার চেষ্টা করবো!
৫০| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬
জুন বলেছেন:
আমার আবার হাই কোলেষ্টরেল ৬০০ +
ডাক্তার রেগে মেগে এই জিনিস ২০০ এর নীচে নামাইতে বলছে
তাই আমারে রোষ্টের বদলে টোষ্টই দিয়েন বিলিয়ার
+
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
সজারু!!! ধুর!!
মজারু একটা মন্তব্য করে যাওয়ায় থ্যাংকু জুনাপি!
মন্তব্যেও +
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: