নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতার মৃত্যু

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩



নীলম্বরী,
রাতজেগে কবিতা শোনার আগ্রহী পাঠক

ইদানিং আর দেখছিনা এখানে, তোমার মতো করে
রিক্সার হুড টেনে, অচেনা পথে হারিয়ে যেতে যেতে

মেটাফিজিক্যাল, রোমান্টিক আর ক্লাসিক্যাল কবিতা শোনার পাঠক
এখন আর যায় না দেখা এ তল্লাটে।


নীলাম্বরী জানো,
কবিতাগুলো এখন বড্ড একাকী হয়েগেছে
একে একে কবিতা থেকে হারিয়েছে ভার্সিফিকেশন, হারিয়েছে প্রোসোডি
কনসাইট, সিমিল কিংবা ইমেজেরি কালেভদ্রেই এখন কবিতায় আসে
এই কবিতাগুলো আর এনে দিতে পারে না তিস্তার পানি
আরাকানের শান্তি কিংবা কোন ফিলিস্তিনির মাতৃভূমি ।


শুনে হয়তো তুমি,
দাত কেলিয়ে হাসবে নিলম্বরী, তবে সত্যিই বলছি আমি।
তোমার সাধের কবিতা আর চালের দামও পারেনা কমাতে।
বেকার আর অসহায় যুবককে চাকরি??? ধুর তাও পারেনা দিতে।
গুমোট আঁধারে বসে থাকা বিধবা রমনীর মতো কবিতা গুলো বড্ড অসহায়,
বিশীর্ণ চোখ গলে পড়া অশ্রুই এখন প্যাপিরাসে কবিতা হয়ে রয়ে যায়।


তার থেকে চলো,
এই কবিতা গুলোকে, তুমি আমি বিষাক্ত হেমলকে, হত্যা না হয় করি!
কিংবা ওদের চড়াই শূলে, নয়তো ব্রাজেন বুলে।
হাজার ডিগ্রি তাপে, বিদগ্ধ হওয়া কবিতার আর্তনাদ দেখে
তুমি আমি সব কিছু ভুলে, কফির পেয়ালা নেব হাতে তুলে।
এভাবে কবিতা হত্যার পরে বন্যার পানি যদি কমে যেতো
ফিলিস্তিন আর আরাকানের শান্তিও যদি আর না হারাতো!!!


উৎসর্গ: শ্রদ্ধেয় ব্লগার রাজীব নূর ভাইয়াকে।

ছবি: গুগল

মন্তব্য ৬০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার কবিতার মরে গেছে কবে :(


১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: সামুর আলোচিততে আপনার একটা কবিতা ঝুলতেছে!:)


যাই ওইটার ময়না তদন্তটা সারতে হবে! :)

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
শুনে হয়তো তুমি,
দাত কেলিয়ে হাসবে নিলম্বরী, তবে সত্যিই বলছি আমি।
তোমার সাধের কবিতা আর চালের দামও পারেনা কমাতে।
বেকার আর অসহায় যুবককে চাকরি??? ধুর তাও পারেনা দিতে।
গুমোট আঁধারে বসে থাকা বিধবা রমনীর মতো কবিতা গুলো বড্ড অসহায়,
বিশীর্ণ চোখ গলে পড়া অশ্রুই এখন প্যাপিরাসে কবিতা হয়ে রয়ে যায়



এ কবিতায় অনেক মেসেজ আছে,তবে তা কবিতা স্পেশালিস্টরাই ভাল বলতে পারবেন।


শুভ কামনা কবি ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অবজেকশন!!!!


এইটা কুনো কাবিতা না মশাই! ইহা নিছকই একটা অকবিতা!:)


৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯

রোকসানা লেইস বলেছেন: বিধবা রমনীর মতো কবিতা গুলো বড্ড অসহায়,

কবিতার দূর্দশার ফিরিস্তি পরে শংকিত হলাম



ভালো হয়েছে আঁকা

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য ও ঈষৎ প্রশংসার জন্য থ্যাংকু আপি!:)

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

জাহিদ অনিক বলেছেন:








শুনে হয়তো তুমি,
দাত কেলিয়ে হাসবে নিলম্বরী, তবে সত্যিই বলছি আমি।
তোমার সাধের কবিতা আর চালের দামও পারেনা কমাতে।
বেকার আর অসহায় যুবককে চাকরি??? ধুর তাও পারেনা দিতে।
গুমোট আঁধারে বসে থাকা বিধবা রমনীর মতো কবিতা গুলো বড্ড অসহায়,
বিশীর্ণ চোখ গলে পড়া অশ্রুই এখন প্যাপিরাসে কবিতা হয়ে রয়ে যায়।



কবিতা আসলে সেই অর্থে কিছুই পারে না। তাই বলে কবিতার কবিতার মৃত্যু? নৈবচঃ নৈবচঃ



লোহালিয়া তটিনীর তীরের হাল্কা মৃদু বায়ুর স্নিগ্ধ শুভেচ্ছা সহ প্লাস !

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: যেহেতু কবিতা কিছুই পারে না তবে এই কবিতা গুলোকে হত্যা করলে কিছু একটা হবে কি??? এমন ভাবনা থেকেই অমন লেখা!:)

এলিগরিক্যাললি দেখলে ওটা দ্বারা নিন্দিুকদেরও..........।


লোহালিয়া তটিনীর তীরের হাল্কা মৃদু বায়ুর স্নিগ্ধ শুভেচ্ছা সহ প্লাস !

অনেক ধন্যবাদ কবি!:)

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

ধ্রুবক আলো বলেছেন: কবি,,
কবিতা কিছুই দিতে পারে না এক বুক ভরা যন্ত্রনা ছাড়া।
কবিতা হত্যার পরেও কমবে না ভূখণ্ডের অতৃপ্ত বাসনা!

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: ঠিকই বলেছেন!:)


মন্তব্যের জন্য ধন্যবাদ কবি!:)

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রামানিক ভাই!:)

৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেশ লিখেছেন!

আপনি আসুন একসাথে কবিতাগুলোকে হত্যা করে ফেলি............................................ :((

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ ব্রো!:)


অনেক অনেক শুভকামনা!:)

৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

সায়ন্তন রফিক বলেছেন: কবিতা যদি সত্যি কবিতা হয়ে উঠে, তবে তার মৃত্যু অসম্ভব।

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতার পাতায় জমে যাওয়া অদ্ভুত উদ্ভট ভাবনার মতো কবিতা নিজেও ছিলো, আছে, থাকবে!


মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রো!:)



৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

জুন বলেছেন: এই কবিতাগুলো আর এনে দিতে পারে না তিস্তার পানি
আরাকানের শান্তি কিংবা কোন ফিলিস্তিনির মাতৃভূমি ।

বর্তমান পৃথিবীর যা অবস্থা তাতে মনে হয় কোন কিছুই পৃথিবীর শান্তি এনে দিতে পারবে না ।

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: হায়!!! এতো দেখছি জুনাপি স্বয়ং!:)

আমিতো ভেবেছি বর্ষপূর্তি পোস্টে June বানান Jun লেখার অপরাধে তুমি আমার ব্লগ বাড়িরে ঠিকানাই ভুলে গেছে!:)

যাক এসেই যখন পড়েছো তবে আমার এই কবিতাটাতেও কষ্ট করে না হয় একবার ঢু মেরে যাও! :)

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:

"রিক্সার হুড টেনে, অচেনা পথে হারিয়ে যেতে যেতে
মেটাফিজিক্যাল, রোমান্টিক আর ক্লাসিক্যাল কবিতা শোনার পাঠক
এখন আর যায় না দেখা এ তল্লাটে। "

-রিক্সার হুড টেনে, অচেনা পথে বের হলে সব কথাই কবিতার থেকেও রোমান্টিক মনে হয়।

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০

বিলিয়ার রহমান বলেছেন: রিক্সার হুড টেনে, অচেনা পথে বের হলে সব কথাই কবিতার থেকেও রোমান্টিক মনে হয়।

হা হা হা!:)

এখানে রিক্সার হুড টানাটা নির্জনতার প্রতীক গাজী ভাই! ব্যাপারটা এমন যে একজন কবিতার স্কলার ও একজন কবিতার শ্রোতা রিক্সার হুড টেনে আইমিন বাকি জগৎ থেকে নিজেদের আলাদা করে কবিতার অ্যাডভেনচারাস এন্ড আননোন কিংডমে ঘুড়তে থাকবেন। তারা শুনবেন জন ডানকে ( মেটাফিজিক্যাল কবিতা), কীটসকে (রোমান্টিক কবিতা, এখানে রোমান্টিক কথটা প্রনয় অর্থে ব্যবহৃত হয়নি, এটি ১৭৯৮ থেকে ১৮৩২ পর্যন্ত স্থায়ী ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগকে বোঝানো হয়েছে)।

আপনি যদি রিক্সার হুড টানাটাকে নিছক আক্ষরিক অর্থেও ধরেন সেক্ষেত্রে যদি আমার মতো দুজন কবিতা প্রেমী ঐ রিক্সার আরোহি হয়ে থাকেন তবে তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমালাপও ডানের ক্যানোনাজেশন অথবা কীটসের নাইটেংগেলের আবৃতি করা বা শোনার থেকে ভীষণ রকমের তুচ্ছ মনে হবে! আমার বিশ্বাস আমার দলে আরো অনেককেই পাবো!:)

১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

উম্মে সায়মা বলেছেন: এই কবিতা গুলোকে, তুমি আমি বিষাক্ত হেমলকে, হত্যা না হয় করি!
তবে তাই হোক!
ভীষণ ভালো লাগলো কবিতার মৃত্যুকথন।+++

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু আপি!:)


শুভকামনা!:)

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: ভিন্ন এবং সুন্দর লাগল। +।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সুমন দা!:)


ভালোবাসা ও শুভেচ্ছা!:)

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

ফয়সাল রকি বলেছেন: ভাল লাগা রইলো।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ফয়সাল রকি!:)


শুভেচ্ছা ও ভালোবাসা!:)

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতার মাঝে অসহায়ত্বগুলো বেশ বিরাজমান । কবিতাগুলো এখন আর বিদ্রোহী হয়ে উঠে না, কবিতাকে এখন আর কেউ অনুভবে রাখে না । সার্থান্বেসী হয়ে সবাই ঘোরে । তবুও স্বপ্ন দেখি কবিতায় হয়তো বিপ্লব হবে, হয়তো এমন কবি আসবে।

'হত্যা না হয় করি!'- এখানে শুধু 'হত্যা করি' হলে মনে হয় ভাল শোনাত । যদিও কারো কবিতায় আমি হাত দেই না, কারণ ভাবনায় মানুষের ভিন্নতা রয়েছে, হয়তো সে ভাবনা সব পাঠক ধরতে পারে না। এখানে আমিও হয়তো তেমন পাঠকই।

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কথাকথি আপি/ভাইয়া!:)

কেউ একজন এসে কবিতাগুলোকে আবার যদি কবিতা বানিয়ে ফেলে, কবিতায় যদি আবার দ্রোহ-বিদ্রোহ ফিরে আসে তবে একজন কবিতা প্রেমী হিসেবে খুশিই হতুম!:)

আমি যে ভাবে কবিতাটি( পড়ুন অকবিতাটি) আবৃতি করছি তাতে “হত্যা না হয় করি” কথাটিই ঠিক শোনাচ্ছে! আপনি হয়তো আমার থেকে ভিন্ন কোন ভাবে আবৃতি করছেন!!:)

ভালোথাকুন!:)

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন:
কবিতা ভালো হয়েছে+++



১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

বিলিয়ার রহমান বলেছেন: এইটা কুনো কবিতা হইলো নাকি!!!!এইটাতো আস্ত একটা অকবিতা মেয়াবাই!:)


প্রশংসার জন্য থ্যাংকু ব্রো!:)

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯

তারেক ফাহিম বলেছেন:
কবিতা ভালো লাগলো, বিলি ভাইয়া

কিন্তু তেজ কমে যাচ্ছে মনে হয়, ওত ভেঙ্গে পড়লে চলবে?


প্রেরণার জন্য লিংক দেওয়া

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলুম ব্রো!:)

কবিতাটার নিস্তেজতার ভিতরেও একটা তেজ আছে, তেজটা ধরার জন্য একটু বাড়তি খেয়াল দিতে হবে এই যা!:)

লিংক থেকে অবশ্যই ঘুরে আসব!:)

শুভকামনা ব্রো!:)

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না না কোন ভাবেই কবিতাদের মরতে দেয়া হবে না।কবিতারা মরে গেলে কবিদেরও যে অপমৃত্যু ঘটবে :)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতারা এখন অচল অথবা প্রায় অচল!

কবিতার ডাক্তার হলেন কবিরা! তারা চাইলে অচল কবিতা সচল করতে পারেন! কবিতাকে তাজা প্রাণ দিতে পারেন!

কবিতা কেবল ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে লাভ নেই!:)

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

মনিরা সুলতানা বলেছেন: আমরা ই লিখতে ভুলে গেছি হয়ত , না হয় কবিতাতেই হয়েছে !

লেখায় ভালোলাগা ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: হয়তো তাই!:)


ভালোলেগেছে জেনে খুশি হলাম আপি!:)


শুভকামনা!:)

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

সনেট কবি বলেছেন: কবিতা যৌথ সম্পত্তি আপনি এভাবে কবিতা হত্যা করতে পারেন না। আর যদি নিজের কবিতার কথা বলেন তাহলেও কবিতার খুন হবে বেকার খুন। তারচে বরং আরো রূপসী বানানো যেতে পারে যেন জানোয়ার মানুষেরা কবিতা আকৃষ্ট হয়ে আর জানোয়ারপনা না করে। বক্তব্য অহেতুক হলেও কবিতা ভাল হয়েছে। ভাবের কোন ঘাটতি দেখিনি। যদিও আপনি বলতে পারেন মিয়া আপনে ভাবের বুঝেনটা কি? আপনেতো আক্ষরিক কবিতা লেখেন!

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা যৌথ সম্পত্তি আপনি এভাবে কবিতা হত্যা করতে পারেন না। আর যদি নিজের কবিতার কথা বলেন তাহলেও কবিতার খুন হবে বেকার খুন। তারচে বরং আরো রূপসী বানানো যেতে পারে যেন জানোয়ার মানুষেরা কবিতা আকৃষ্ট হয়ে আর জানোয়ারপনা না করে।

ভালাই কইছেন! তয় জানোয়ার মাইনসে সম্ভবত কবিতার রাইজ্যে আইবেন নাহ!:)
কবিতাতো সবার জন্য নয়, অনেকের জন্যও নয়, কবিতা কেবল কবিতা বোদ্ধাদের জন্য! :):)

অহেতুক প্যাচাল নিয়ে ও আমার কুনো আপত্তি নাই! আর কবিতায় ভাবসাব আহুক আর নাই আহুক কবিতা মুই দু’চাইর খান লিখমুই লিখমু!

আফনে ভাবের বোঝেনডাকি ইভেন এমন প্রশ্নও করুম না তার থেইক্কা বরং একটা ধন্যবাদ দিমু! আর রিকু করমু সামনের দিকেও কবিতায় যদি এইরাম অহেতুক প্যাচাল পারি তাইলে যেন নিঃসঙ্কোচকে কইয়া যান!:)

আল্লাহ হাফেজ!:)

২০| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

আখেনাটেন বলেছেন: ভালো কবিতার কদর যুগে যুগে বহমান।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!:)


সুস্থ, সুন্দর ও ভালোথাকুন!:)

২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাখানি চমৎকার। পড়ে মুগ্ধ হলাম।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতাটি চমৎকার লেগেছে জেনে আনন্দি হলাম সুজন ভাই!:)

শুভকামনা ও ভালোবাসা!:)

২২| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাইয়া,আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ ।
++++

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে অনুপ্রাণিত হলাম মোস্তফা ভাই!:)


শুভ কামনা সবসময়!:)

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

নীলপরি বলেছেন: ভালো লাগলো । +++++++

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: এতাগুলা প্লাসের জন্য একট্রাক ধন্যবাদ পরি আপি!:)


ভালোথাকুন!:)

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: ওয়াও! চমৎকার কবিতা!

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু!:)

আমার অন্য দু’চারটা কবিতা পড়ার নিমন্ত্রণ রইলো!:)


শুভকামনা!:)

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩

শামছুল ইসলাম বলেছেন: দারুণ । তবে চাপা একরাশ বেদনার আভাস পেলাম ।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: বেদনার আভাস দিতে ছেয়েছি বলেই কিন্তু পেয়েছেন!:)

নইলে বেদনার আভাসের মতো এতো দামী জিনিসের আভাস পাওয়া কি এতো সহজ কথা!!:)

শুভকামনা ব্রো!:)

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: অনেকদিন পড় বিলিয়ার ভাইকে দেখে ভাল লাগছে। আর জনাব আপনার কবিতায় কিছু গুরু গম্ভীর বাংলা শব্দ চয়ন করেন।
পরর্বতীতে এর মিনিং দিয়ে দিলে ভক্তের বুঝতে একটু সহজ হতো। :P

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: গুরু গম্ভীর শব্দ কনকি মেয়াবাই!!

আইচ্ছা মুই আফনেরে খুইলা কইতেছি তার আগে এই কোবতেটা পড়েন। দেখেন কোন গুরুগম্ভীর শব্দপান কিনা!:)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: মেটাফিজিক্যাল কবিতা
সপ্তাদশ শতকে জন ডান অদ্ভুদ সব কনসাইট ব্যাবহার করে যে কাব্যরচনা করেছেন পরবর্তীতে সেই কবিতাগুলো ও ডানের অনুসারীদের কবিতাগুলোকে মেটাফিজিক্যাল কবিতা বলা হত। মেটা ফিজিক্যাল কথাটা এসেছে মেটা ও ফিজিকস থেকে!

ভার্সিফিকেশন, প্রোসোডি
কনসাইট, সিমিল, ইমেজেরি

এগুলো কবিতায় ব্যবহৃত বিভিন্ন ধরনের অলংকার

প্যাপিরাস
প্রাচীন মিশরে ব্যবহৃত এক প্রকার কাগজ

হেমলক
এক প্রকার বিষ।

ব্রাজেন বুল

প্রাচীন ইউরোপে মৃত্যুদন্ড কার্যকর করার একটা পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী পিতলের তৈরি বুলেরে ভেতরে অপরাধীকে রেখে নিচে আগুন লাগিয়ে তাপে দগ্ধ করে অপরাধীর মৃত্যু কার্যকর করা হয়।

২৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

ঢাকাবাসী বলেছেন: কবিতা নিয়ে মন্তব্য করতে দিয়ে দেখি কবিতার বড় দুর্দশা, তাকে মেরেই ফেলতে চলেছে কবি। তাও আবার অধুনা অপ্রচলিত হত্যার মাধ্যম দিয়ে। ভাল লাগল কবি।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: অপ্রচলিত হত্যা

আসলেই তো! আপনার মতো করে খেয়াল করিনি!:)


প্রশংসা পেয়ে ভালো লাগছে ( যদিও বুঝি এই প্রশংসা কেবল........;) )


পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রো!

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯

নীহার দত্ত বলেছেন:

শুনে হয়তো তুমি,
দাত কেলিয়ে হাসবে নিলম্বরী, তবে সত্যিই বলছি আমি।
তোমার সাধের কবিতা আর চালের দামও পারেনা কমাতে।


জীবনমুখী কাব্য

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!:)


শুভকামনা!:)

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: এই কবিতাগুলো আর এনে দিতে পারে না তিস্তার পানি
আরাকানের শান্তি কিংবা কোন ফিলিস্তিনির মাতৃভূমি ।


তোমার সাধের কবিতা আর চালের দামও পারেনা কমাতে।

এই কথাগুলো নিয়ে যদি কবির কলম সরব থাকে তবে মনে হয় কবিতারা বেঁচে থাকবে।
কবির কলমে সত্যের বাণী ফুটে উঠেছে বলে স্যালুট জানাই।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু কবি!:)


অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা!:)


ভালোথাকুন!:)

৩০| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: যারা কবিতাটি লাইক করেছেন কিন্তু মন্তব্য করতে পারেননি তাদেরকে এই মন্তব্যের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছিা!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.