নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্রোথেলের ঘরে

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩



আজকের এই বর্ণিল আলোকিত অন্ধকার ঘরে,
আজকের এই কোমল তুলতুলে বিছানায়,

রাত বিরাতে আজ থেকে হাজার জনের হাতে, বিলি হওয়ার জন্য
আমার গর্ভবতী মোন, আর শুনবে না বারন, জন্ম দেবে হাজারটা হৃদয়।


আজ থেকে হয়তো আমার কোমল দেহ, প্রাগৈতিহাসিক পশুতার টানে
আনবে ডেকে কোন সভ্যপুরুষ,সমাজ সেবি কিংবা কোন নেতা।

হয়তো আমার গর্ভে জন্ম নেবে, জারজ নামের ফুটফুটে এক শিশু।
অনাদরে বেড়ে ওঠা সেই অনাগতার, থাকবেনা কোনো স্বীকৃত পিতা।


জনে জনে, ক্ষণে ক্ষণে আজ থেকে বিক্রি হবো আমি।
উপর-নিচু, বাড়বে কমবে কিছু, দেহের দরটা আমার।
সুফলা, ডিগাপাতা আর বাসমতি চালের দামের মতো,
ফুটন্ত ইস্টিমে পড়ে, এ জীবন জুড়ে, চলবে বেড়ে আমার হৃদয়ের ক্ষতো।

কোন এক রাতে, এক রোমিওর সাথে, এক আকাশ বিশ্বাস বুকে ধরে
সব কিছু ছেড়ে, তার হাত ধরে, বেড়িয়েছিলাম অন্ধকারে ।
আমার ভ্রান্ত প্রেম আর অন্ধ ভালোবাসার মূল্য, সে দিয়েছিনু মোরে।
তাইতো আছি আজ, বর্নিল আঁধারী এই ব্রোথেলের ঘরে।

আমার আকাশের এ অন্ধকার হয়তো শেষ হওয়ার নয়।
নক্ষত্রের আলো, হয়েছে এখন কালো, রয়েছে ঝুলে তার আকাশের বুকে
জাঁহাবাজ রবি, হয়েছে যখন ছবি,আমার আকাশে চলছে না তার রথ।
এক এক করে, সবে মোরে গেল ছেড়ে, সঙ্গী এখন কেবল আঁধার-কালো রাত!!!!


ছবি: গুগল

ঢাকা
১৭ই সেপ্টেম্বর ২০১৭ ইং

মন্তব্য ৬০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে ++++



(কবিতার সথে একটা ছবি যোগ করে দেন)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: পুরান মাল!!:)

আগেও সম্ভবত পড়েছেন!

ছবি যোগ করার কাজ চলছে.......!;)

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

মার্কো পোলো বলেছেন:
সুন্দর। কবিতা ভাল লেগেছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু!

এতোদিন কোথায় ছিলেন??

আপনাকে ভীষণ মিস করছিলাম!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


ক্ষণিকের রোমিও ক্ষীণ বাতাসে হারিয়ে গেলেও, ঘরে ফেরার পথ যেন খোলা থাকে, এক ভুলে যেন পুরো জীবনটা হারিয়ে না যায়

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর বলেছেন!

কবিতা না লিখলেও আপনি যে কবিতা বোঝেন তার প্রমান এই মন্তব্য!:)

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাইয়া কবিতা ভাল লেগেছে।
পুরান মাল হইলেও নতুন মালের মতই লাগল।
আচ্ছা ভাইয়া কবিতা কি পুরান হয়?

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: সামুতে এটা নতুন কবিতাই!!

সামু থেকে চুরি হয়ে যায় বলে এখন আমি কবিতা আগে অনত্র প্রকাশ করি তার পর সামুতে প্রকাশ করি! শাহরিয়ার ভাই কবিতাটা সম্ভবত সামুর বাইরে পড়েছেন তাই তাকে পুরান মালের কথা বলেছি!

কবিতা পুরান হয় কি হয় না এসম্পর্কে আমার মন্তব্য হলো,
কিছু কবিতা কখনো পুরানো হয়না। তবে অনেক কবিতাই পুরানো হয়ে যায় এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়ে!:)

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

মার্কো পোলো বলেছেন:
ব্যস্ততার মাঝে হারিয়ে গিয়েছিলাম। আশাকরি এখন থেকে ব্লগে নিয়মিত আপনাদের সাথে সময় কাটবে। :)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু!!


এতো দেরি করে ব্লগে ফেরায় আপনার জামিন মঞ্জুর করা হলো না! যান এই পোস্ট পড়ে/দেখে তাড়াতাড়ি মন্তব্য করে আসুন!;)

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

কালীদাস বলেছেন: কবিতা মুটামুটি লাগল; অনেক বেশি ডাইমেনশন টানার কারণে খেই হারিয়ে ফেলেছিলাম এক পর্যায়ে। এমনিতেও কবিতা বোঝার প্রসেসরটা খুব ভাল না আমার ব্রেইনের :(

আছেন কেমন? :)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ওয়াও কালীদাস ভাইয়া!!!!

আই এম ডুয়িং ওয়েল! হাউ আর ইউ???


কবিতা মুটামুটি লাগল
এতেই খুশি!:)

অনেক বেশি ডাইমেনশন টানার কারণে খেই হারিয়ে ফেলেছিলাম এক পর্যায়ে। এমনিতেও কবিতা বোঝার প্রসেসরটা খুব ভাল না আমার ব্রেইনের
আমি কিন্তু এই কথার সাথে একমত নই ভাইয়া। যিনি কবিতা বোঝেন না তিনি সেদিন বাসে এর মতো বিখ্যাত কবিতা কিভাবে লেখেন!!!:)

ভাইয়াকে এই পোস্টটা ঘুড়ে দেখে আসার আমন্ত্রণ জানালাম!:)

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কবিতা।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ঠ্যঠা ভাই!:)

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর। আমি মুগ্ধ।
আহ আমি যদি এত সুন্দর লিখতে পারতাম !!

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)


আমি কিন্তু রাজীব নুর ভাইয়া তোমাকে উৎসর্গ করার উদ্দেশ্যে একটা কবিতা অলরেডি লিখেছি! সামনের সপ্তাহে ব্লগে পোস্ট করবো!:)

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন। কবিতায় প্লাস। শুভকামনা।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সম্রাট ইজ বেস্ট ব্রো!:)

তয় প্লাসের কথা যদিও কইলেন বাট লাইক/ প্লাসের বাটনটা কিন্তুুক গুঁতা মেরে যাননি ভাই!! :):):):)

১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গুঁতো মেরে একেবারে ছ্যাঁদা করে দিলাম। =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !:):)


থ্যাংকু থ্যাংকু!!!:)

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ অনুভব, বাস্তব জীবনের বাস্তবতা ফুটে উঠেছে কবির কথামালায়, ভালো লাগলো ভাই।



আজ থেকে হয়তো আমার কোমল দেহ, প্রাগৈতিহাসিক পশুতার টানে
আনবে ডেকে কোন সভ্যপুরুষ,সমাজ সেবি কিংবা কোন নেতা।
হয়তো আমার গর্ভে জন্ম নেবে, জারজ নামের ফুটফুটে এক শিশু।
অনাদরে বেড়ে ওঠা সেই অনাগতার, থাকবেনা কোনো স্বীকৃত পিতা।
- পুরাই বাস্তবতা। খেয়ালে অখেয়ালে আমারা অনেক কিছুর জন্ম দিয়ে চলি নিত্যদিন, উপসংহার অজনাই থেকে যায়, ভাবি না, হয়তো মনেও রাখি না। তাইতো ভাবুক কবি হৃদয়ে আজ বিরহ যাতনা অনুতাপ।

কবিতার ভাবনা চিন্তা অনেকটাই কঠিন। আমি পুরোপুরিভাবে ভাবে বুঝে উঠতে পারিনা।

ভালো লাগলো ভাই....
শুভকামনা আপনার জন্য সবসময়।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

বিলিয়ার রহমান বলেছেন: এই কবিতার থিমটা প্যাসিমিজম থেকে উদ্ভুত। তাই শেষটা আমি চিরন্তন প্যাসিমিজমেই রেখেছি। একে বারে আলো শূন্য, আশা শূন্য, ভরসা শূন্য প্রতারিত প্রেমিকাকে সারা জীবনই যে ব্রোথেলে কাটাতে হবে সেটিই বোঝাতে চেয়েছি!


কবিতার প্রথম, ২য় ও ৩য় স্ট্যানজা ছিল প্রতারিত প্রেমিকার সম্ভাব্য সাধারন বর্তমানের বর্নন! ৪র্থ স্ট্যানজাটা ছিলো প্রতারিত অতীতকে স্মরণ। আর ৫ম ও শেষ স্ট্যানজাটা ছিলো আলোহীন আশাহীন ভবিষ্যৎ, চিয়ায়ত প্যাসিমিজম।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



চুরির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পর দেখি এই কবিতা কে সাহস করে চুরি করে। ব্লগে ওকে সবার সাথে মোলাকাত করায় দিতে হবে ডিটেইলস সহ...



কবিতা সুন্দর হয়েছে...

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতা চুরি করার আগে চোরেরা সম্ভবত এখন বার দুয়েক ভাবে ডানা ভাই!:):)


প্রশংসার জন্য ধন্যবাদ ব্রো!:)

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা রাখছি ভাই প্রতিউত্তরে। জানতে পেরে অনেকটা ভালো লাগছে। এবার পড়তে আরও বেশি ভালো লাগলো।

ভালোবাসা দিনদিন প্রতারকদের দখলে চলে যাচ্ছে ভাই...!!

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

বিলিয়ার রহমান বলেছেন: ভালোবাসা দিনদিন প্রতারকদের দখলে চলে যাচ্ছে ভাই
:)

নো টেনশন ব্রো!!

সত্য যখন মিথ্যার সামনে এসে দাড়ায় তখন মিথ্যা এমনিতেই বিলুপ্ত হয়! কারন মিথ্যার ধর্মই হলো বিলুপ্তির ধর্ম!

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

সত্য যখন মিথ্যার সামনে এসে দাড়ায় তখন মিথ্যা এমনিতেই বিলুপ্ত হয়! কারন মিথ্যার ধর্মই হলো বিলুপ্তির ধর্ম! - অনেক আশাবাদী ও গুরুত্বপূর্ণ সত্য কথা।

সত্যব্রত হোক মানুষ অন্তর....

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১

বিলিয়ার রহমান বলেছেন: সত্যব্রত হোক মানুষ অন্তর

সুন্দর বলেছেন না্ঈম ভাই!

আবার আসায় ধন্যবাদ!:)

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: বাস্তবটাকে তুলে ধরেছেন ।
কবিতায় ++++++

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু পরি আপি!:)



১৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

সনেট কবি বলেছেন:





কবি বিলিয়ার রহমানের‘ব্রোথেলের ঘরে’ কবিতার
‘আধাঁরের সাথী’ সনেট রিমেইক-

বর্ণিল আলো আঁধারে ফুলেল কোমল
তুলতুলে বিছানায় হাজার জনের
হাতে বিলি হতে আজ গর্ভবতী মন
জন্মদেবে মায়াময়ী হাজারটা হৃদয়।
আমার এ দেহ আজ প্রাগৈতিহাসিক
পশুতার টানে ডেকে আনবে হয়ত
কোন সভ্য পুরুষের হাত ধরে টেনে
অথবা আনবে কোন সমাজ সেবক।

আমার সে জারজের রইবেনা পিতা
বেড়ে চলবে হৃদয়ে অনিবার ক্ষত
কেড়ে নিয়েছে প্রেম আমার সকল।
আমার আকাশ থাকে নিরত আধাঁরে
নক্ষত্রের আলো সব হয়েছে যে কালো
সবে ছেড়ে গিয়ে আমি আঁধারের সাথী।

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: কি প্রতি উত্তর দেব জনাব!!!!



কোন কিছু বললে আপনি হয়তো এই প্রতি উত্তরের আর একটা সনেট বানিয়ে ফেলবেন!:)

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সুমন দা!:)

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

কথাকথিকেথিকথন বলেছেন:



ব্রোথেলের শহর
জীবন সন্ন্যাসী গেয়ে যায়
বিদগ্ধ হৃদয়ের কালো ছায়াকে রুখে দাও
দেখবে কেউ একজন হাত বাড়িয়ে বলবে, এসো এদিকে, সূর্য উঠেছে...

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: বিদগ্ধ হৃদয়ের কালো ছায়াকে রুখে দাও
দেখবে কেউ একজন হাত বাড়িয়ে বলবে, এসো এদিকে, সূর্য উঠেছে...


সুন্দর বলেছেন!:)

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ!:)

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন: আগেও পড়েছি আমার মনে আছে।
পিলাচ,,

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: হ্যা আগেও পড়েছেন! তবে এখানে নয় অন্যখানে!:)


নতুন করে আর একবার পড়ার জন্য ধন্যবাদ ব্রো!:)

২০| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন, মুগ্ধতা জানিয়ে গেলাম

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু শূন্যনীড়!:)

২১| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই কবিতাটি এখনো চুরি হয়নি!!!
অামি যদি চোর হতাম তাইলে কবিতাটি চুরি করতাম।
অনেক সুন্দর কবিতা জনাব।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: না এই কবিতা চুরি হয়নি!!:)

এভাবেই যেন সকল কবিতা চুরির হাত থেকে বেঁচে থাকে!

পাঠ, মন্তব্য ও প্রশংসার জন্য ধন্যবাদ সুজন ভাই!:)

২২| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালো হয়েছে ।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মামু!;)

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সেলিম ভাই!:)

শুভকামনা!:)

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

জাহিদ অনিক বলেছেন: ব্রথোল ভাবনা ও পিতাহীন শিশুর ভাবনা ভালো লাগলো বিলিয়ার ভাই

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু দেশি ব্রো!:)


পায়রার ঘোলা জলের শুভেচ্ছা নেবেন!;)

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কোন এক রাতে, এক রোমিওর সাথে, এক আকাশ বিশ্বাস বুকে ধরে
সব কিছু ছেড়ে, তার হাত ধরে, বেড়িয়েছিলাম অন্ধকারে ।
আমার ভ্রান্ত প্রেম আর অন্ধ ভালোবাসার মূল্য, সে দিয়েছিনু মোরে।
তাইতো আছি আজ, বর্নিল আঁধারী এই ব্রোথেলের ঘরে ।

এটুকু দূর্দান্ত লাগলো । +

০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আবার আশার জন্য আবার থ্যাংকু!:)

প্লাসের জন্য কৃতজ্ঞতা!:)

২৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

শহুরে হাওয়ায় ভাসে কবিতার ভাবর্থ।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য থ্যাংকু ব্রো!:)


ভালো থাকুন!:)

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ অর্থপূর্ণ কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: মোহেবুল্লাহ অয়ন আপনার সুন্দর মন্তব্যটির জন্য থ্যাংকু ব্রো!:)

শুভকামনা!:)

২৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

জাহিদ অনিক বলেছেন: পায়রার ঘোলা জলের শুভেচ্ছা নেবেন!;) - আই লাভ "পায়রা" নদী। বাড়িতে গেলে বিকাল থেকে গভীর রাত অবধি ওখানেই বেশি কাটে, ঘাটে।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: পায়রার পাড়ে সব সময় কাটান!:)


ভালা! আমিও কদাচিৎ!:)

এইবার আর পায়রা না তোরচেয়ে বরং লোহালিয়া নদীর মিহি ঢেউয়ের শুভেচ্ছা দিলাম ব্রো! ;)

২৯| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




" জনে জনে, ক্ষণে ক্ষণে আজ থেকে বিক্রি হবো আমি।"

এমন একটি লাইনের যোগ্য উত্তরে আমার কবিতা "কোন এক রাতবিহারিনীকে ..............." থেকে শব্দরাজী বেছে নিলুম --

" হায় রে , ফুলি !

কেন পথে নেমে এলি, এ কোন সন্ধ্যাবেলা
চোখে বিষাদের হলুদ কাজল মেখে
দুঃখের মলিন গাত্রাবাস খুলে রেখে
নিশীথে চড়ালি গতরে সুবাস নির্জলা .........
..............................................
.............................................
.............................................
এখানে নরকের ক্ষুধা দাউদাউ জ্বলে
কুকুর কুন্ডলী সহবাসে রাতভর,
দেহ ছেনে আনিস মুখের আহার
কি কুক্ষনে, এই বুঝি ছিলো তোর কপালে ?"


কবিতা সুন্দর হয়েছে ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে জেনে খুশি হলুম( আপনার কবিরাইটেট উম প্রত্যয় ব্যবহারের জন্য সরি!:))

তবে সত্যি বলতে কি মন্তব্যটিও কিনু অসধারন হয়েছে!:)

অবশ্য আপনি সবসময়ই অসাধারন মন্তব্য করেন বা করার চেষ্টা করেন!


অনেক অনেক শুভকামনা ভাইয়্যু! ( আর একজনের কপিরাইটেট উ প্রত্যয় জুড়ে দিলুম :):):) )

৩০| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৭

সোহানী বলেছেন: কবিতা সাথে গুগুল মামার ছবি... সব কিছুই অসাধারন। ফলো করলাম যাতে কিছু মিস না করি.........++++

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় প্রীত হলাম আপি!:)


ফলো করছেন জেনে গর্বিত হলুম!


আপির জন্য অনেক অনেক শুভ কামনা!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.