নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ালের কোণে মাথা ঠুকে মরা
আমি শ্রান্ত, ক্লান্ত, মুমূর্ষু প্রতিবাদ।
তেজের প্রদীপ নিভু নিভু বলে
ঘিরেছে আমায় আমাবস্যার কালো রাত।
লক্ষ বছর নির্ঘুম থেকে থেকে
বিদ্রোহী আমি, হয়েছি কুঁজো বুড়ো।
রক্তের তেজে ধরেছে পচন
হতাশায় তাই ঝুঁকেছি যে আরো।
হয়তো তাই দিল্লী কিংবা রেইনট্রির ধর্ষণ
হৃদয়ে আমার, বারুদের ফুলকি হয়ে ওঠে না।
ফিলিস্তিন আর আরকানের শকুনি হত্যার পরেও
দ্রোহের বহ্নি হয়ে প্রতিবাদে কণ্ঠ আমার ফাটে না।
আমি দেখেছি এক, দুই করে হাজার লক্ষ জনের
বেকারত্ব আর অসাহায়ত্বের আর্তনাদ।
আলোর মশাল হয়ে যারা, ওঠেনিকো জ্বলে
দেয়নিকো ভেঙে ধনিকবাদের কালো হাত।
আমি বিদ্রোহ, দ্রোহের আগুনে অসুর পুড়েছি
বর্বর, প্রস্তর, ব্রোঞ্জ, লৌহ যুগ জুড়ে।
আজিকে তবু কান্ত, শ্রান্ত, নিঃসঙ্গ এই
স্বার্থপর, সুবিধাভোগী, মুখচোরাদের ভীরে।
ঢাকা
০২ জুন, ২০১৭ ইং
ছবি: গুগল
২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
কোথায় ছিলেন এতদিন?
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: ভালো আছি!
ক্যারিয়ার নিয়ে একটু ব্যস্ত ছিলাম!
আপনি কেমন আছেন বিজন দা???
৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২
বিজন রয় বলেছেন: আমি তো ভাল আছি, মাঝে চিকুনগুনিয়ায় ভুগেছি।
আপনি ব্যস্ত হয়ে পড়েছেন জানলাম।
এদিকে ব্লগে যে কত কিছু হয়ে যাচ্ছে, হয়ত জানেন কিছু কিছু।
বিচিত্রসব ব্যাপার-স্যাপার।
যাহোক, ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে কথা বলে যাবেন আশারাখি।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: চিকুনগুনিয়া!!!!!
তাহলেতো এখনোও অল্প স্বল্প ব্যাথা আছে!!
ব্লগের খবর একেবারেই নিতে পারিনি! তাই খুব বেশি কিছু জানিনা!
৪| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬
বিজন রয় বলেছেন: হা হা হা .......... ডান আর বাম হাতের তর্জনীতে এখনো ব্যাথা আছে।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: বড্ড বেহায়া রোগ চিকুনগুনিয়া!!!
আশা রাখছি দ্রুতই সব ব্যাথা খালাস হয়ে যাবে!!
৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: অনেকদিন পর অরে বাবা দেখেই ভাল লাগছে
ধন্যবাদ
কবিতা সুন্দর
শুভেচ্ছা
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: হ্যা বেশ কিছু দিন গ্যাপ দিয়েই আজ একটা পোস্ট দিলাম!
পাঠ মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ!
৬| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৯
এই মেঘ এই রোদ্দুর বলেছেন: আশা করি নিয়মিত হবেন
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: আরো বেশ কিছু দিন ব্যস্ত থাকবো!
ফ্রি হয়ে অবশ্যই নিয়মিত হবো!
৭| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫
মোস্তফা সোহেল বলেছেন: ক্যারিয়ার আপনার উজ্জল হোক সে কামনায় করি।
কবিতা খুব সুন্দর হয়েছে।
আমরা অন্যায়ের প্রতিবাদ করছি তবে সে প্রতিবাদে কোন জোর নেই।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০
বিলিয়ার রহমান বলেছেন: আবুল মনসুর আহমেদের আয়নায় একটা বিদ্রোহী গ্রুপের কথা পড়েছিলাম যারা কোন নিয়মনীতি মানতো না!! চায়ে চিনি খেতো না! শুরুকে শুরু না বলে শেষ বলতো, প্রকৃত অন্যায়ের প্রতিবাদ করতো না ইত্যাদি ইত্যাদি!
আমাদের চেতনাও এখন ঐ গ্রুপের মতো যা সনু সং শুনে ফাল মেরে ওঠে! তবে ধর্ষণ দেখলে চুপসে যায়!
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ!
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা!
৮| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০
ধ্রুবক আলো বলেছেন: ভাই এতদিন কোথায় ছিলেন?
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১২
বিলিয়ার রহমান বলেছেন: বেশ ব্যস্ত ছিলাম! তবে আপনাদের কিন্তু সবাইকে ভীষণ মিস করেছি!
সম্ভবত আবারে কিছুদিনের জন্য ব্যস্ত হয়ে পড়তে হবে!
৯| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩
ধ্রুবক আলো বলেছেন: ফিলিস্তিন আর আরকানের শকুনি হত্যার পরেও
দ্রোহের বহ্নি হয়ে প্রতিবাদে কণ্ঠ আমার ফাটে না।
দারুন ছিলো +++++
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় প্রীত হলাম ভাই!
প্লাসের জন্য ধন্যবাদ!
১০| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের জন্য নিঃস্বঙ্গতা কঠিন জিনিস ।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: আসলেই তাই!!!
সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ সেলিম ভাই!
১১| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: বিলু মামু কিতা খবর বাহ হে! চুক্তিগুলো ঠিক আছে তো!
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: খবর ভালা মেয়া বাই!
আর চুক্তির কথা ক্যামতে ভুলুম বলেন!!! আমি মানুষটা মাতাল হইলেও তালে ঠিক!
১২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!!!
মুগ্ধ!!!! মুগ্ধ!!!!
তয় ব্লগে এখন চোর মামুদের আনাগোনা একটু বেশি।।।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৪
বিলিয়ার রহমান বলেছেন: জয় বাংলা দাদুভাই
ঠেলা সামলান আমি নাই!
১৩| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: কেনু !!!! কেনু !!! দাদু !!!!
কিছু বলগার পূর্বজন্মে নাকি ককিল ছিল ; এই জন্মে আবার কাউয়া হয়ে যাচ্ছে !
কয়দিন ভীষণ ক্যচাল ছিল বলগে !!! বেপুক বিনুদুন পেয়েছিলুম !
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: কাকের কন্ঠে কোকিলের সুর আসার দোয়া রইলো!
আর আমি নাই কারন চাইলেও ব্যস্ততার কারনো আরো মাস দুয়েক নিয়মিত থাকতে পারবো না!
১৪| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন লাগল।
আমি বিদ্রোহ, দ্রোহের আগুনে অসুর পুড়েছি
বর্বর, প্রস্তর, ব্রোঞ্জ, লৌহ যুগ জুড়ে।
আজিকে তবু কান্ত, শ্রান্ত, নিঃসঙ্গ এই
স্বার্থপর, সুবিধাভোগী, মুখচোরাদের ভীরে।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই!
ভালোথাকুন!
১৫| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯
কানিজ রিনা বলেছেন: স্বাগতম বিলিয়ার এতদিন পর কবিতা ভাল
লাগল শুভকামনা।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আপি!
আমার কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা!
১৬| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ হেনা ভাই!
সুস্থ, সুন্দর, ভালোথাকুন!
১৭| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: ব্যস্ততার কারনো আরো মাস দুয়েক নিয়মিত থাকতে পারবো না!
কিসের এতো ব্যস্ততা দুদু ভাই !! লাইফে এতা টাকা ফয়সা দিয়ে কিতা করবেন ! নাকি জাতীয় ফল খাওয়ার উৎস !!
!( আপনার সাথে যে চুক্তি হয়েছিল তার বাপের বাড়িতে)
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: কাঠাল উৎসব দুরে থাক!!! জাম উৎসবেরই সময় নাই ভাই!!!
আর ব্যস্ততা টাকার জন্য নয়, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য!
১৮| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
নিঃসঙ্গতা ভেঙে অনেকদিন পরে এলেন । তবে যেন "বুড়ো" হয়ে, নইলে দ্রোহ জাগরিত হবেনা কেন ?????
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পরেই এলাম!!! আর ঠিকই ধরেছেন বুড়ো হয়ে যাওয়াতেই চেতনায় জং করেছে! দ্রোহ জাগরিত হচ্ছে না!
সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ ভাইয়া!
১৯| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপনি ইঞ্জিনিয়ার না !!!!!!!!!! হুমম, ভালো কিছু করেন !!! দোয়া রইলো !!
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আমি ইঞ্জিনিয়ার!!!!!!!!!
আমার নিজেরো জানা ছিল না!!!!!
যাই হোক, শুভকামনার জন্য ধন্যবাদ!! আর ফেবু লিংক থাকলে দিয়া যান!
২০| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: রিকু দিয়েছি !!! চেক করুন গিয়ে সাবধানে গ্রহন করবেন !!!
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: কৃতজ্ঞচিত্তে গ্রহন করলুম ভাই!
২১| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আমি বিদ্রোহ, দ্রোহের আগুনে অসুর পুড়েছি
বর্বর, প্রস্তর, ব্রোঞ্জ, লৌহ যুগ জুড়ে।
আজিকে তবু কান্ত, শ্রান্ত, নিঃসঙ্গ এই
স্বার্থপর, সুবিধাভোগী, মুখচোরাদের ভীরে। অসাধারণ প্রকাশ!
১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ ভাই!
অনেক অনেক শুভকামনা রইলো!
২২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দীর্ঘ তিনমাস পর মনের মতো কবিতা উপহার পেয়ে অনেক আনন্দিত।
জেগে উঠুক সামু পরিবার।
নিঃসঙ্গতা'য় অনেক অনেক ভালো লাগা রইল ভাই।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু ভাই!
অনেক অনেক শুভকামনা!
ভালোথাকুন!
২৩| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪
ধুতরার ফুল বলেছেন: যাক ফিরে এসেছেন তাহলে। ভালোই হল। আমি ভাবলাম আবার আপনি লেখা চোরের পিছনে লেগেছেন বলে তারা না আবার আপনাকে সুদ্ধ চুরি করে নিয়ে গেছে।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
ব্যস্ত ছিলাম তাই ব্লগে তেমন একটা সময় দিতে পারিনি! সামনের দিকে আবার নিয়মিত হবো!
ভালোথাকুন!
২৪| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
ফিরে এসে বিপ্লবের ডাক দিয়েছেন! আমরা হাজির
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৯
বিলিয়ার রহমান বলেছেন: সাথে পেয়ে ভাল লাগলো!
ভালো থাকুন প্রিয় চাঁদগাজী!
২৫| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
চিটাগং এক্সপ্রেস বলেছেন: নিঃসঙ্গ হয়ে ভাবছেন মানবতার কথা অথচ চারদিকে দানববেষ্টিত হয়ে আছেন ।
দ্রোহের কবিতা ভাল লাগল
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২০
বিলিয়ার রহমান বলেছেন: চিটাগং এক্সপ্রেস
আপনা সুন্দর মন্তব্যটিতে একরাস ভালোলাগা!
শুভেচ্ছা নিরন্তর!
২৬| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১
সনেট কবি বলেছেন: অবশেষে কবি ফিরে এলেন। তবে মনে পড়েছে সব সময়।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২১
বিলিয়ার রহমান বলেছেন: নিক চেঞ্জ!!!!
কাহানি কিতা?????
২৭| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩
প্রামানিক বলেছেন: খুবই ভালো লাগল কিন্তু অনেক দিন পর লেখা পেলাম। তবে আমিও নিয়মিত নই।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
বিলিয়ার রহমান বলেছেন: হ্যা বেশ কিছু দিন পরেই ব্লগে ফিরলাম!
ফিরে আসার পোস্টে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো প্রামাণিক ভাই!
২৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৪
সুমন কর বলেছেন: আরে, এতো দিন কই ছিলেন !!
কবিতা ভালো লাগল। +।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬
বিলিয়ার রহমান বলেছেন: সুমনদার কাছ থেকে পাওয়া প্রত্যেকটি প্লাসের(আমার কাছে) একটা বাড়তি মাহত্ম থাকে।
অনেকদিন পরেই পোস্ট দিলাম। আর তাতে আপনার প্লাস!!! আহ!! মধু মধু!
একটু ব্যস্ত থাকার কারনে ব্লগে আসতে পারিনি! ফ্রি হলে অবশ্যই আপনাদের সাথে নিয়মিত থাকবো!
ভালোথাকুন সুমনদা!
২৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৯
বর্ষন হোমস বলেছেন:
অসাধারণ কবিতা।অনেক দিন পর লিখলেন মনে হয়।
শুভকামনা রইলো।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু হোমস ভাইয়্যু!!!
তয় এই প্রতিউত্তরের মাধ্যমে সামুগিরিতে মোর এই কোবতেখানাকে স্থান দেবার আবদার জানাইলাম ভাই!!!!
৩০| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।+++++
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু পরিপি!!
আপনার জন্য শুভকামনা!
৩১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: আমরা ধুমড়ে মুচড়ে পড়ে আছি । কবিতায় এর নীরব ভর্তসনা ।
ভাল লেগেছে ।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম কথাকথি ভাইয়া!
শুভেচ্ছা নিরন্তর!
৩২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভাল লেগেছে।
এতো দিন কোথায় ছিলেন?
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্য ভালো লেগেছে!
এতদিন দেশেই ছিলাম!
৩৩| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৪
রাবেয়া রাহীম বলেছেন: আমি বিদ্রোহ, দ্রোহের আগুনে অসুর পুড়েছি
বর্বর, প্রস্তর, ব্রোঞ্জ, লৌহ যুগ জুড়ে।
আজিকে তবু কান্ত, শ্রান্ত, নিঃসঙ্গ এই
স্বার্থপর, সুবিধাভোগী, মুখচোরাদের ভীরে।
অনেক ভাল লাগা /
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপি!
পাঠ ও মন্তব্য প্রদানের জন্য রইলো কৃতজ্ঞতা!
ভালোথাকুন!
৩৪| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২২
শায়মা বলেছেন: বিলিভাইয়া!!!!!!!!!
কোথায় ছিলে এতদিন!!!!!!!
তোমাকে একটা নিক অনেক খুঁজছিলো! মানে চোর ধরায় মুন্ডুপাত করছিলো!
ধ্যাৎ নিকটার নামই তো ভুলে গেলাম! সে তোমাকে গেমুভাইয়ার মালটিও বলছিলো ! হা হা হা হা
যাইহোক কেমন আছো! কোথায় আছো! নিশ্চয়ই ভালো আছো!!!!!!
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: রেসপেক্টটেড আপি,
ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় ব্লগে সময় দিতে পারিনি!
যে হারামি আমারে মাল্টি কইছে ওর নিকটা চাই!! ওর সাথে কথা কইবার মুন চায়!!!!!!!!!!!!!!!!!!!
৩৫| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০
উম্মে সায়মা বলেছেন: আরেহ সামুর ফেলুদা যে! এতদিন পর কোত্থেকে উদয় হলেন? ছিলেন কোথায়? তা আছেন কেমন?
কবিতা ভালো লেগেছে।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ভালোলেগেছে শুনে খুশি হলাম আপি!
ব্যস্ততার কারনে এতোদিন সময় দিতে পারিনি!
৩৬| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
জাহিদ অনিক বলেছেন: হে মহান বিলিয়ার রহমান,
বুঝতেই পারছেন সামুর সবাই আপনাকে কত কত মিস করেছে । আমিও করেছি । খুব ।
চাঁদগাজীর সাথে একমত, এসেই বিদ্রোহের ডাক দিয়েছেন । আমরা আছি ।
ক্যারিয়ার ঠিকঠাক তো ?
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০
বিলিয়ার রহমান বলেছেন: হে মহান অনিক ভাই!!!
আপনিসহ অন্যান্য সবাই এই অধমকে মিস করেছেন জেনে ( এই অধম) খুশিতে গদগদ! সত্যি বলতে কি আমিও আপনাদের মিস করেছি খুব!
এভরিথিং ইজ গোয়িং ফাইন!
বেস্ট অব লাক!
৩৭| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সবকিছু ভেঙে পড়েছে!
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১
বিলিয়ার রহমান বলেছেন: সত্যটাকে সত্য আর মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি!!!!!!
৩৮| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৮
শায়মা বলেছেন: ঐ হারামী ( নিক ছিলো শরনার্থী {যদিও আমরা জানি তিনি কে } মনে হয় ইন্তেকাল করিয়াছেন কারণ আর তাহাদের দেখা যাচ্ছে না ) আর ইন্তেকাল করিয়া ভুত হইয়া নিলীমা হারামী( মানে শাহরিয়ার ভাইয়ার কবিতার) ঘাড়ে চাপিয়াছেন! তাই ভাইয়ার সাথে নিলীমা হারামীপনা করায় ভাইয়া কবিতা লিখিয়াছেন। ( নিলীমার ঘাড়ে চাপাটা ফান কিন্তু, অন্য কোনো মানে নাই)
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: তাইলে এই হইলো ব্যাপার স্যাপার!!
আমার মতো নিরীহ গো বেচারাকেও শরনার্থীরা ল্যাঙ মারে!!
মানুষ জন দেখছি বড়ই অদ্ভুত হইয়া উঠছে আফামনি!
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১
বিলিয়ার রহমান বলেছেন: সচেতন কিংবা অবচেনভাবে টাইপো থেকে যেতে পারে! তাই এই অগ্রিম আত্মসমর্পণ!