নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

:):):)রেডিমেড ব্লগিং; যেভাবে না পড়ে কমেন্ট করবেন!!!:):):)

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯




ব্লগে সকল বয়সীরাই আসেন! আর সবাই নিজস্ব মতামত প্রকাশ করতে চান! নিজস্ব স্টাইলে লিখে চলেন!!তবে কেউ কেউ ব্লগীয় সীনড্রমে আক্রান্ত হয়ে ব্লগের এমাথা থেকে তেমাথা ঘেুরে বেড়ান।আর কেউ কেউ এমনও আছেন যারা বিরোধী দলের মতো নাশকতামূলক দু চারটে পোস্ট দিয়ে গা ঢাকা মারেন। বিরোধী দলের আন্দোলনের মতো তাদের পোস্টও অন্যরা পড়েন না।( নিন্দুকেরা বলেন তারা নাকি কেবল পোস্টই করেন কিন্তু কোন মন্তব্য করেননা! আর একারনেই তাদের পোস্টে নাকি কেউ আসেন না !:):))

তো তাদেরকেই বলছি আরে দাদা ব্লগিং-এ মন্তব্য না করে টিকে থাকবেন কিভাবে?? আপনারা হয়তো বলতে পারেন আরে বিলি সব পোস্টে মন্তব্য করবো এমন সময় কই! আর এতো পোস্ট পড়াও কি সম্ভব???

আরে মশাই আমি কি সব পোস্ট পড়তে বলেছি! আপনি না পড়েই করে ফেলুন না দু’চারটে মন্তব্য!! ভাবছেন না পড়ে মন্তব্য করলে কেমন হবে!! ধুর!!!! দেখেন না আজকাল প্রায় স্যারই বই না পড়ে ছাত্রদের পড়ান। আবার ছাত্ররাও না পড়ে কেমন হরহর করে সৃজনশীলের উত্তর দিয়ে দেন! আর আপনি কেবল প্রতি পোস্টে একটা কমেন্ট করবেন এতেই এত ভাবনা চিন্তা ???

তো চলেন দেখা যাক কিভাবে পোস্ট না পড়ে মন্তব্য লিখবেনঃ-

সামুতে এখন কবিতা বেশি পোস্ট হয় তাই ধরুন আপনি কোন একটা কবিতায় মন্তব্য করবেন। তো লিখে ফেলেন

দারুণ লিখেছেন। এক কথায় অসাধারণ, চমৎকার, সুন্দর লেখনি ।:)
কিংবা লিখতে পারেন কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য!!!!!;)
নয়তো লিখে দিলেন কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো!!! :):)
যদি এতেও মনে না ধরে তবে কবিতা থেকে কয়েকটি লাইন কোট করে লিখে দিলেন সুন্দর। তবে হ্যা সাথে অবশ্যই একটা প্লাস দিয়ে দেবেন।;)

এবার হয়তো ভাবছেন কবিতা না হয় গেলো। কিন্তু গল্পে মন্তব্য করতে চাইলে কি করবো?? ধুর এতো ভাবলে চলে!!!! আগাইয়া আসেন!! দেখি গল্পে কি কি লিখতে হয়!!!

১।অসাধারন সব শব্দের সমন্বয়ে একটা নিঁখুত গল্প!:)
২।শব্দের সাথে শব্দের শিকলে এক অনুপম প্রকাশ।;)
৩। গল্পের শব্দগুলো সহজ সরল তবে সমাপ্তি ও শুরুর টাইমিং অসাধারণ। অন্য রকম ভালোলাগলো!
৪।নিপুন হাতের লেখা গল্প। গল্পের ভাঁজে ভাঁজে মুগ্ধতা!:)
এবার আপনিই বলেন এই গুলান লিখলে, আপনারে ধরবে এমন সাধ্যি কি কারো আছে!!!;)

এবার ধরুন আপনি কোন সামাজিক সমস্যা নিয়ে লেখা পোস্টে মন্তব্য করবেন।তো চোখ বন্ধ করে নিচের এক থেকে পাঁচের যে কোন একটা মন্তব্য আপনি লিখে দিতেই পারেন !!!!

১।কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।
২।ধিক্কার জানাই ওদের প্রতি যারা এর জন্য দায়ী।
৩।সুন্দর লিখেছেন আপনার সাথে আছি........।
৪।আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে সহমত পোষণ করছি!!!
৫। এসব দেখার কি কেউ নেই। ধিক্কার!! ধিক্কার!!! ধিক্কার!!! ঘৃণা!! ঘৃণা!!! ঘৃণা!!!!!!!!!........

আবার ধরুন আপনি রম্য পোস্টে মন্তব্য করবেন।

তো লিখে দিলেন খেক্জ.........;)
অথবা হেহেহে.. সেই রকম মজারু পুস্ট!!;)
কিংবা লিখলেন এক্কবারে রসের ডিব্বা ভাই। সাথে চার পাঁচটা হাসির ইমো। ;)
নয়তো লিখলেন হো হো হো!! রসের হাড়ি এক্কেবারে ফাটাইয়া দিছেন ভাই/আপি!!!


আপনি চাইলে বাছ বিচার না করেই ছবি ব্লগ, ভ্রমন ব্লগ অথবা অন্য যে কোন পোস্টে বলেদিতে পারেন
++++++
দারুণ
পিলাচ
সহমত
সুন্দর
ভালোলাগলো
সরাসরি প্রিয়তে ইত্যাদি ইত্যাদি!!!

তবে সাবধান পোস্ট না পড়ে এই জাতীয় মন্তব্য করলে ধরা পড়ায় দায়ভার কেবল আপনার নিজের।

মন্তব্য ১৪৩ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
এ পোষ্টও না পড়েই লাইক ও পিলাচ B-)

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

বিলিয়ার রহমান বলেছেন: পোস্ট পড়েননি!!!!!!


সাবাস!!!:)


আগেই অনুমান করছিলাম যে ......;)

২| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

কাউয়ার জাত বলেছেন: লেখা মোটেও ভালো হয়নি। বানান ভুলে ভরা।
দ্রষ্টব্য:
(আপনার এই লেখাটা কিন্তু আমি পড়েছি। ফলে ব্যতিক্রমী মন্তব্য করতে উৎসাহিত হয়েছি। ঝাল লাগলে আপনি নিজেই দায়ী)

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

বিলিয়ার রহমান বলেছেন: পড়েছেন আবার বানান ভুল ও ধরেছেন!!!:)


তাহলে তো আপনাকে এ প্লাস ভাই!!

৩| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পোষ্ট পড়েছি........................ তৈল সব জায়গায় ই মূল্যবান, এটা জানেন কি ? B:-) যারা অন্যদের পোষ্ট পড়বে তারা নিজ দায়িত্ব নিয়েই পড়বে এবং মন্তব্য করবে । ব্লগিং করা অভিজ্ঞতা থেকে জেনেছি, এ কারনে এ বিষয় নিয়ে কোন মাথা ব্যথা নেই, আর তৈলবাজ বা ফাকিবাজ চেনার উপায়, বর্তমান সময়ে কারো অজানা নেই। X((

(বিঃদ্রঃ আমিও কিন্তু তৈল ও ফাকিবাজদের দলের লোক )

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

বিলিয়ার রহমান বলেছেন: আসলেই তৈল সব যায়গায়ই মূল্যবান সে রাান্না ঘরে বলেন আর অ্যাপাচির ট্যাংকিতেই বলেন!!!
তাইতো কবি বলেছেন( কোন কবি নাম জানিনা)

তৈলের জয়
সর্বদাই হয়!!!

আফনে ফাকিবাজদের দলে!!! সব্বনাশ!( শুনে বলতে হয় তাই বললাম)

বিদ্র:- আমি কোন দলে উহা কিন্তুক জানিবার চাহিবেন নাহ!!! ;)

৪| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য!!!!!;)
কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।

পিলাচ

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

বিলিয়ার রহমান বলেছেন: পোষ্টে গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য!!!!!


খেক্জ!!!!!

কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।পিলাচ!!

লুল!:)

৫| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সাহসী সন্তান বলেছেন: এই পোস্টে আমি কেবল শিরোনাম দেইখা মন্তব্য করছি এইটা কি আপনি বিশ্বাস করেন? =p~ না করলে এখন থিকাই বিশ্বাস করা শুরু করেন! কিছু পোস্ট আসলে পড়া লাগে না, শিরোনাম দেখলেই আন্দাজ করা যায় ভিত্রে লেখক কি কইতে চাইছেন! পোস্ট চখাম হইছে..... ;)

একই লেভেলের পোস্ট পূর্বে বহুত আসছে! আমি প্রথমবার ফিউশন ফাইভের পোস্ট থেকে জানছিলাম এই ব্যাপারটা! পরে সম্ভাবত অপু তানভীরও একই লেভেলের একটা পোস্ট করছিল! তার আগেও কয়েকজন করছিল নাম মনে নাই! যার ফলে এখন আর এই সব পোস্ট গুলাতে আর মজা পাওয়া যায় না!

তারপরেও পোস্টে পিলাচ খিলাইলাম কিছুটা নতুনত্ব আছে দেইখা! শুভ কামনা বিলিয়ার ভাই!

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আমি অবশ্যই বিশ্বাস করি যে এই পুস্ট আফনে শিরোনাম দেইখই মন্তব্য করেছেন!!!:)
আরে মশাই যারা পুস্ট পড়ে তারা কি শিরোনাম দেখা বাদ রাখে নাকি!!!;)


আপনি যে অগ্রজদের নাম বললেন তাদের পোস্ট আমার পড়া হয়নি!!! পড়লে হয়তো আরো কিছু আইডিয়া পেতাম!!!


আর দয়া করে পিলাচ খিলাইয়া যাওয়ার জন্য ধইন্না দাদা!:)


৬| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ধ্রুবক আলো বলেছেন: ভাই আমি কিন্তু পইড়াই কমেন্ট করছি

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই পড়েছেন!!!!


তাহলেতো আফনেরে ভাই এফ !!!!;)

৭| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নতুন নকিব বলেছেন:



বিলিয়ার ভাই,
অরফিয়াস কে?

ভালই আছেন নিশ্চয়ই।

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: অরফিয়াস!!!:)



সেতো আমি নিজেই !!! কিছু মানুষের সার্চ থেকে বাচার জন্য নিকটা নিয়েছিলাম!:)


ভালো আছি!! আপনি কেমন আছেন????

৮| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

রুরু বলেছেন: ++++

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যেও ট্রিপল পিলাচ সরি কোয়াড্রপল পিলাচ!!!!:)

৯| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

কানিজ রিনা বলেছেন: আমি তো এমনি প্লাস দেই।

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: তো আজ দিলেন না কেন??????

১০| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ওমেরা বলেছেন: আমি সাধারণত পোষ্ট পড়েই কমেন্ট করি কিন্ত কিছু লিখার বুঝার মত জ্ঞান আমার নেই আর সুন্দর করে কমেন্ট করার মত আমার ভাষা ও সমৃদ্ধ নয় তাই কি করব ফাঁকিবাজি কমেন্ট ই ভরষা । ধন্যবাদ ভাইয়া ।

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

বিলিয়ার রহমান বলেছেন: এই যে আজ একটা ভিন্ন ধরনের কমেন্ট করলেন!!!!


চেষ্ট করে যান!! পারবেন!:)


বেস্ট অব লাক!:)

১১| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সত্যের ছায়া বলেছেন: ব্লগে লেখার সাথে সহমত পোষণ না করলে কিংবা লেখার সমালোচনা করলে সবার চোখে চক্ষুশূল হতে হয়।

আমি বলি কি ভিন্নমত সহ্য করতে না পারলে তোদের মত আবাল ব্লগিং করতে আইতে কইছে কে!

সব চেয়ে ভাল হয়, সহমত, দারুন, পিলাচ, নাইচ, এই ধরণের শব্দ দিয়ে কমেন্ট করা। এই ধরণের কমেন্ট যাদের ভাল লাগে তারা ফেবুতে থাকতে পারে। ব্লগে তাদের কামডা কি!

অথবা একটু বৈচিত্র আনার জন্য বলতে পারে- কাল্পনিক ভালবাসার সাথে একমত। এতে কমেন্ট হইল সাথে মডু কে তৈল মারা গেল।

তবে বিলি ভাই, পোষ্টে মাইনাস!

১৬ ই মে, ২০১৭ রাত ৯:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সহমত, দারুন, পিলাচ, নাইচ, এই ধরণের শব্দ দিয়ে কমেন্ট করা। এই ধরণের কমেন্ট যাদের ভাল লাগে তারা ফেবুতে থাকতে পারে। ব্লগে তাদের কামডা কি!

হা হা হা!:)

তৈল মর্দনের ঘটনাগুলোও দেখছি আপনার চোখ এড়ায়নি!:):)

যাগগে মাইনাচ পেলেও আমি কিন্তুক খুশি মেয়াবাই!( ডরামু ক্যান কন!!! সামুতে কি আর মাইনাচ বাটনটা আছে নাকি!;))

সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ জানাচ্ছি শেষে!:)

১২| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাঃ হাঃহাঃ বিলির ভাই এই বার বুঝছি নতুন ব্লগারদের কাছে আপনি কেন আইডল। আরে ভাই ব্লগিং করবেতো স্বাধিনতাও থাকা চাই যার যেমন খুশি পেলাস পুলাস দিবে তাতে কি চুরি না করলেই হয়। সেই দিন একচুরকে নেমন্ত্রন করে কি ধরাই খাইলাম আপনার কাছে।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:০৯

বিলিয়ার রহমান বলেছেন: সেই দিন একচুরকে নেমন্ত্রন করে কি ধরাই খাইলাম আপনার কাছে।


হা হা হা!:)

উনি আর এখন ব্লগে আসেন না সুজন ভাই!!:)


রসালো মন্তব্যের জন্য ধইন্না!:)

১৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:১৩

সামু পাগলা০০৭ বলেছেন: দারুণ! শব্দের সাথে শব্দের শিকলে এক অনুপম প্রকাশ! সুন্দর লিখেছেন আপনার সাথে আছি........! ;)
কি ভালো ছাত্রী না আমি? সব শিখে ফেলেছি! হাহাহা।

আসলেই মজার লিখেছেন আর একটি সিরিয়াস বিষয়ের দিকে নজর টেনেছেন। অনেকে না পড়েই কমেন্ট করে, আপনার রম্য তাদেরকে একটু ভাবতে শেখাবে আশা করি!

অনেক শুভকামনা রইল!

১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপি!!!:)

আপনিও মজা করতে করতে ঠিকই কিন্তু আমার আসল উদ্দেশ্যটি আবার মনে করিয়ে দিয়ে গেলেন!!:)


রসালো এবং একই সাথে তাৎপর্য পূর্ণ অমন মন্তব্যটির জন্য অবশ্যই ধন্যবাদ!!!


আমার ব্লগে যেন বারবার আসতে পারেন সেই দোয়া দিচ্ছি!:):):)


১৪| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি কিন্তু পুরাটাই পড়লাম।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৪

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনার পুরো কথা বিশ্বাস করলাম!!! ;)

১৫| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঝাক্কাস! দারুন লিখেছেন! অসাধারণ!


আমি কিন্তু A টু Z পড়েই মন্তব্য করলাম। আপনার এই ফাঁকিবাজি বিদ্যা আমাকে দিয়ে হবে না।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার এই ফাঁকিবাজি বিদ্যা আমাকে দিয়ে হবে না।

হা হা হা!!!!:)

পুরো পড়ে মন্তব্য করেছেন!!! তাহলেতো পরীক্ষায় এ প্লাস পেয়ে পাশ!!:)

১৬| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৩০

সুমন কর বলেছেন: এ পোস্টে + দিমু না। ;) এ ধরনের পোস্ট পূর্বে আরো ভালভাবে এসেছে। হুম !!!

১৬ ই মে, ২০১৭ রাত ৯:২৪

বিলিয়ার রহমান বলেছেন: এই পোস্টে পিলাচ চাই না সুমনদা!! আপনি বরং গুনাকারে দুইটা মাইনাস দিয়া যান!!! হুম!!!!;)

১৭| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি পড়েই কমেন্ট করি; মাঝে মাঝে "এক কথাকে ১০ বার ঘুরিয়ে ফিরিয়ে লিখলে", সেই অংশ হয়তো বাদ পড়ে; তবে, আমি পড়ার শুরু করলে পুরো পোস্ট পড়ি।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:২৬

বিলিয়ার রহমান বলেছেন: অনেকেই পোস্ট পড়ে মন্তব্য করেন!!!


তবে না পড়ে মন্তব্যকারীদের দলটাও বেশ ভারী!!

১৮| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৫০

সাহসী সন্তান বলেছেন: আপনি আইডিয়া চাইলেন আর আমি উহা আপনারে না দিয়া ক্যামনে পাশ কাটাইয়া যাই কনতো? ;) যাউকগা, নিচে দুইটা লিংক দিলাম ব্রাদারঃ-

=< এইটা ফিউশন ফাইভ-এর পোস্ট! পড়তে চাইলে ডাইরেক্ট গুত্তা মারেন! ;)

=< আর এইটা অপু তানভীরের লেখা পোস্ট!

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ফিউশন ফাইভের পোস্টটা ২০০৯ সালের। বেশ গোছানোও বটে!! তখন ব্লগের অন সিজন ছিল হয়তো! ১৮৯ জনের প্রিয় পোস্ট ছিল ওটা। এই মাত্র আমিও প্রিয়তে নিয়ে নিয়েছি!:)


আর অপু তানভীর ভাইয়ের পোস্টটা সে ক্ষেত্রে হাল আমলেরই। ২০১৪ সালের উনিতো পোস্টে সেই সেই রেডিমেড কমেন্ট দিয়া রাখছে!!!

দুটো পোস্টই গুনে মানে সেরা!:)


খাটনি করে লিংক ধরাইয়া দিয়ে যাওয়ায় ধন্যবাদ সাস ভাই!:)

১৯| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: এই পোস্টটা সন্দেহ প্রবণতা বাড়িয়ে দিয়েছে । তাই না পড়েই মন্তব্য করলাম- হা হা দারুণ !!!

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: পোস্ট না পড়েই কি করে বুঝলেন আপনার সন্দেহ প্রবনতা বেড়ে গেছে?????


সন্দেহ প্রবনতাও কি আজকাল রেডিমেড সিনড্রমে আক্রান্ত কথাকথি ভাইয়া!;)


২০| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,


দারুণ ।

এখন বলুন , এই এক শব্দের মন্তব্যে কোন ফর্মুলা ব্যবহার করেছি ?

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: জী এস ভাইয়া!!!

চোখ বন্ধ করলে যে ব্লগারটির নাম আমার সবার আগে মনে আসে সে কিন্তু আপনি!!

এর মূল কারন আপনার অসাধারন সব মন্তব্য(পড়ুন অনু পত্র)!!:)


তো আমার সেই জী এস ভাইয়ার কোন ফর্মুলার দরকার নেই। তিনি তো সকল ফর্মুলার উর্ধ্বে!:)

বিদ্র। ইহা কোন তৈলাক্ত প্রতি উত্তর নয়!! মন থেকেই বলেছি এবং সত্য বলেছি!:)

২১| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৯

সত্যের ছায়া বলেছেন: পোষ্টে মাইনাস দিয়েছি, কারণ দেখলাম আপনি ভিন্নমত কিভাবে নেন।

আপনি ১০০ তে একশ পেয়েছেন।

আর যারা বলেছেন এই ক্যাটাগরির পোষ্ট পূর্বে দেয়া হইছে, তারা হয়ত সামুতে চুল-দাড়ি পাকাইছেন। কিন্তু নতুনদের জন্য ইহা নতুন বটে।

বিলি ভাই কে ধন্যবাদ বিষয়টা উপস্হাপন করার জন্য।

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৫০

বিলিয়ার রহমান বলেছেন: সত্যের ছায়া

আবার আসায় আন্তরিক মোবারকবাদ!:)


আশা রাখছি আপনি সামনের দিকেও বার বার আমার পোস্টে ভিন্ন মত পোষণ করে যাবেন!!;) আর আমি প্রতিবারই একশোতে একশো পাওয়ার চেষ্ট করে যাব!;)

আপনার জন্য শুভকামনা!:)

এই মন্তব্যেও প্লাস!:)

২২| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা !! ওরকম কিছু না বৈকি ।

এমনিতে আমার সন্দেহ প্রবণতা কম । কারণ আমার বেশিরভাগ লেখা সর্বসন্মতিক্রমে খটমট । তাই ধরাই যাই সিংহভাগ আমার লেখা পুরোটা পড়ে না ( এমনটা আবার নাও হতে পারে ) । এখন যদি আমি সন্দেহ প্রবণ বেশি হই তবে তো এতোদিনে লেখা থেকে আমাকে স্তফা দেয়া লাগতো !! হা হা হা

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার বেশিরভাগ লেখা সর্বসন্মতিক্রমে খটমট

হা হা হা!:)

একটু আগে আমি একটা পড়ে এসেছি( পুড়োটা পড়েছি কিন্তু)। তেমন খটমট লাগেনি!!:)
অবশ্য ১০০% বুঝতে পেরেছি কিনা নিজেরই সন্দেহ আছে!:)

আবার আসায় মোবারকবাদ !:)

২৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: নিপুণ হাতে লেখা পোস্ট। লেখার ভাঁজে ভাঁজে অপ্রিয় সত্য! খিকজ!

১৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!


খিক্জ!;);) =p~

২৪| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:২৭

কল্লোল পথিক বলেছেন:
++++++
দারুণ
পিলাচ
সহমত
সুন্দর
ভালোলাগলো
সরাসরি প্রিয়তে ইত্যাদি ইত্যাদি!!!

১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এই গুলান কি ভাই????


বুনোওল নাকি বাঘা তেতুল!!! ;)

২৫| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৪

সারাফাত রাজ বলেছেন: হা হা
ভাই অস্থির
=p~

১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ভাই!:)


ভালো থাকুন!:)

২৬| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

শরীফুর রায়হান বলেছেন: না পড়ে মন্তব্য করতে পারলাম না, ভবিষ্যতে না পড়লেও কাজে লাগবে

১৬ ই মে, ২০১৭ রাত ১১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: যাক তাহলে অন্তত একজনের কাজে লাগবে তাহলে!!:)



:):):);)

২৭| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৩

লিযেন বলেছেন: creative 1

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪০

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ভাই!:)

২৮| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৯

নাদিম আহসান তুহিন বলেছেন: হেহেহে,,,এক কথায় অসাধারণ

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪১

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ ভাই নাদিম আহসান তুহিন!:)


আপনার জন্য অনেক অনেক শুভকামনা!

২৯| ১৭ ই মে, ২০১৭ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: দারুণ
পিলাচ
সহমত
সুন্দর
ভালোলাগলো
সরাসরি প্রিয়তে ইত্যাদি ইত্যাদি!!! আমিও দিয়ে গেলাম!
(পড়ে না, না পড়ে??)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)

ধন্যবাদ
থ্যাংকু
শুভকামনা
শুভেচ্ছা
........

আমিও দিলাম!;)

৩০| ১৭ ই মে, ২০১৭ রাত ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: ব্লগিং এর সব মন্তর বিলি ভাইয়ার কাছে। এতদিন তো পড়েই মন্তব্য করেছি। কিন্তু এখন থেকে আপনার দেয়া বুদ্ধি প্রয়োগ করব। আর সেটা আপনাকে দিয়েই শুরু করব কি বলেন? :) প্লাস B-)
কেউ অভিযোগ করলে আপনাকে দেখিয়ে দেব ;)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: আমার বুদ্ধি প্রয়োগ করবেন ভালা কথা! অভিযোগে আমায় সামনে রাখবেন তাও ভালা!!!


তয মাইরগুলান(ব্লগারদের দেয়া) কিন্তুক কেবল আপনার একার!!!! :)

৩১| ১৭ ই মে, ২০১৭ রাত ৩:১৫

সাওরন বলেছেন: সুন্দর লিখেছেন আপনার সাথে আছি........।
দারুণ লিখেছেন। এক কথায় অসাধারণ, চমৎকার, সুন্দর লেখনি
আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে সহমত পোষণ করছি!!!

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন! আপনার সাথে আছি........।
এক কথায় অসাধারণ, চমৎকার মন্তব্য! :)
আপনার মন্তব্যের মুল বক্তব্যের সাথে সহমত পোষণ করছি!!! ;)

৩২| ১৭ ই মে, ২০১৭ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ পোষ্ট টি শুধু একবার নয় কয়েকবার পড়তে হল বিবিধ কারণে ,
শুধু এই পোষ্ট এর লেখাই নয়, এর মধ্যে যে কয়জন অগ্রজ ব্লগারের
পোষ্টের রেফারেন্স দেয়া হয়েছে সেগুলিকেও খুঁজে দেখা হল ।
একটু সময় লাগলেও শেখা হল অনেক কিছু ।

পোষ্ট দেখে কিংবা না দেখে মন্তব্য লেখা দুটোই কঠীন বটে ।
কারণ ভুল হয়ে গেলে বিকট সমস্যা হয়ে যেতে পারে ।
তবে পোষ্টটি ভাল করে পাঠ করে তাকে নিয়ে একটু
বিস্তারিত কথা বলা্য় সমস্যা আরো বেশী,
অনেক সময় অনেক কথা বলেও পোষ্টের আসল
মেরিটকে নীজের অক্ষমতার কারণে সঠিক ভাবে
প্রকাশ করা বেশ কঠিনই হয়ে উঠে।

তবে এটা ঠিক যে একটি পোষ্টের আগাগুরা সবটুকুই যে পাঠ করতে হবে
তা কিন্তু সবসময় হয়ে উঠেনা । অনেক সময় একটি পোষ্ট পাঠে লিখাটির
বিশেষ একটি স্থানে গিয়ে মনে হয় লিখাটির শিরোনাম হতে যা জানার
কথা তা পেয়ে গিয়েছি এ জায়গাটি হতেই , মনে হয় জানার পিপাশা মিটে
গিয়েছে লেখাটির এখানেই । মনে হয় লিখাটির বিষয়ে দু এক কথা সংক্ষেপে
বলা যায় এখান থেকেই। পোষ্টের দু একটি কথার সুত্র ধরেই বলা যায় অনেক
কথা , শেয়ার করা যায় সকলের সাথে, পোষ্ট দাতার সাথেতো বটেই ।

কবিতার কথাই বলি, কবিতার একটি চরনেই বলে অনেক কথা , করা যায় তার বড়
ভাবসম্প্রসারন , সে চরনের কথা কটি বুঝতে হলে করতে হয় অনেক কিছু অন্বেশন।
একটি লিখা পাঠ করে শুধু ভাল লাগার দুটো কথা বলে যাওয়ার জন্য সময় লাগিয়ে
হয়না দেখা কোন পোষ্ট, সময়ই বা কোথায় । এ ব্লগের প্রতিটি পোষ্টই মুল্যবান যদি
তেমন দৃষ্টি ও মন নিয়ে তা দেখা যায়। অনেকের দু এক লাইনের পেষ্টের উপর
আমার মন্তব্য কিছুটা বড় হয় দেখে নিজেরই লজ্জা লাগে। বেশী কথা বলতে গিয়ে
অনেক সময় প্রতি মন্তব্যে এমন সব কথা দেখি তাতে মনে হয় যেমন কর্ম তেমন ফল
পেয়েছি। সে সময় ক্ষমা চেয়ে কোন মতে জীবন নিয়ে বাঁচি ।

একবার আমাদের এ ব্লগের একজন নামকরা কবির লিখায় কোন একজনে বানান ভুল
নিয়ে বলেছিলেন কথা । দেখে মনে হল কবিতার সে বানানটি নিয়ে বলি দুএক কথা
ইচ্ছে হল জানতে বানানটি কেন ভুল , আর ভুল হলেই বা তাতে ক্ষতি কি, এর সঠিক
অর্থ বুঝতেতো কারো অসুবিধা হয় নাই , শুনতে শ্রুতি কটু বা দেখতে দৃষ্টিকটু কোনটাই
হয়নি বরং বাংলা ভাষায় নতুন একটি সুন্দর অর্থবোধক শব্দ সংযোজন হয়েছে, যে জন্য
লেখককে দেয়া যায় সাধুবাদ। বেশ আর যায় কোথায়, অন্যে যেমন তেমন পোষ্ট লেখকই
আমাকে ধরেছেন ভীষণ ভাবে , যা বলতে চেয়েছিলাম তার অর্থ বুঝলেন উল্টা ভাবে ।
বলেছিলাম কবি যা রচে তাই সত্য বটে, সেটাই একদিন ঘটবে , ভাষা ও ছন্দ কবিতায়
যেমনটি কবিগুরু রবিন্দ্রনাথ দেবশ্রী নারদের মুখ দিয়ে মহা মুনি বাল্মীকিকে বলেছিলেন ।

এখানেও বলি কবি নজরুল বলেছিলেন দেখব আমি জগৎটাকে আপন হাতের মুঠোই পুরে,
এখনতো জগতটাকে সেভাবেই দেখছি, একটি পোষ্ট এর শিরোনাম এক নজর দেখেই বুঝা
যায় এটায় মুলত আছেটা কি , সেভাবেই গোড়াতেই মনটাকে প্রস্তুত করা যায় মন্তব্য হবেটা কি ।

যাহোক, সঠিক করে বুঝতে পারছিনা আমার মন্তব্য লেখার স্টাইলটি কোন ক্যটাগরীতে পড়বে ।

এ পোষ্টে উল্লেখিত মন্তব্য লেখার স্টাইলগুলি বেশ উপকারে লাগবে
তাই, যাওয়ার বেলায় নীজের প্রয়োজনে একে নিয়ে গেলাম প্রিয়তে।


শুভেচ্ছা রইল ।




১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার মতো আম আদমির পোস্ট প্রিয়তে নিয়ে যাওয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাই।


সত্যি বলতে কি সামুতে যে অল্প কয়েকজন ব্লগার দেখে শুনে বুঝে মন্তব্য করার চেষ্টা করে যাচ্ছেন সেই কুলীন তালিকার অন্যতম সদস্য আপনি! তাই স্বভাবতই আপনার মন্তব্য একটু আলাদা ও সেরাই হয়ে থাকে! তবে কেউ বুঝতে ভুল করে থাকলে বিশেষ কি-ই বা করার থাকে!

আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ জানাচ্ছি!:)
ভালোথাকুন!:)

৩৩| ১৭ ই মে, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: +++ = --- প্লাস মাইনাস সব দিলাম। এতদিনে বুঝলাম আপনিই সেই পাবলিক যে না পড়ে মন্তব্য করে। তা না হলে এত কিছু জানলেন কেমনে?
এতদিন চোরেদের পেছনে লেগে এখন আমাদের পেছনে লাগছেন দেশে কি ব্লগেও শান্তি পামুনা। এই সব বিলিদের আমি জোর বিচার চাই।
সুন্দর গল্পটি অসাধারন আর রোমান্টিক লাগল ভাইয়া +++।
ও হ্যা একটি কথা অরফিয়াস না করফিয়াসটা কি আপনি?

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯

বিলিয়ার রহমান বলেছেন: বিলিদের বিচার চান!!!


আমিও তাই চাই!!!:)

বিলিদের তেরো বছরের বিনাশ্রম বিশ্ব ভ্রমনের শাস্তি দেয়া হউক!:) :)

৩৪| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: পুরোটা পড়েই মন্তব্য করছি । :)

দারুন ।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু !:)


আপনার জন্য শুভকামনা!:)

৩৫| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:০৭

মোস্তফা সোহেল বলেছেন: জানালাম অরফিয়াস আপনিই । করফিয়াস কইছি বলে আবার মাইন্ড কইরেন না।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩০

বিলিয়ার রহমান বলেছেন: অরফিয়াস কবিতার দেবতা!!:):):)


দুচারটে কবিতা পোস্টের জন্য ওই আলাদা নিকটা নিয়েছিলাম! ওটা একেবারেই নিরবিষ নিক ভাই!!:)

আর হ্যা মুই ভাত ডাইল শাক মাছ সবই খাই কেবল মাইন্ড কাই না! :)




৩৬| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ B-) :) :P

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১

বিলিয়ার রহমান বলেছেন: ধইন্না ভাই! ;)

৩৭| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: একটা খুব সুন্দর বাস্তবধর্মী পোস্ট অনেকের (আমারতো বটেই) কাজে লাগবে। আপনি কি ভাবছেন, না পড়েই ঢাকাবাসী চাপাটা মারছে!

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: যা ভাবছি তাতো ভাবছিই ভাই!!!:)

পাবলিকলি বললাম না!! আপনিই বলেন ভাই ব্রাদারদের কি সবার সামনে......................।;)

৩৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:২২

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: আমিও কারোটায় মন্তব্য করিনারে ভাই।আর এইটা এমন একটা রোগ যে ইচ্ছা না করলে জোর করে গুতাইয়া গাতাইয়া মন্তব্য করতে ভালো লাগে না।তবে আপনার লিখাটা অসাধারন হয়েছে।মন্তব্য না করে পারলাম না।শুভকামনা রইলো।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপার মন্তব্য ও প্রশংসা পেয়ে ভালো লাগলো!:)


আপনার জন্যও শুভকামনা!:)
ভালো থাকুন!

৩৯| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কিছু মন্তব্য লিখে গেছেন ভাই !!! আরে ভাই কিন্তু আপনার পোষ্ট পড়েই বলছি , অসাধারণ পোষ্ট দিয়েছেন। ব্যস্ত ভাইদের জন্য উপকারী। আমিও কিছু নতুন মন্তব্য শিখলাম। শুরুর কথাগুলি দারুণ ,আমার মতো নতুনদের উপযোগি।


শুভকামনা আপনার জন্য সবসময়।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আমার পোস্টটা নিছকই একটা ফানি পোস্ট!!!:)

এটা কারো কাজে লাগাবে তা আমার কল্পনাতীত!:)


মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই!:)

৪০| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খেকজ!!!

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: হালুম!!!!!!!!!!!!!

৪১| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহাহ

কেবল হাহাহাহাহাহাহ
হাহাহাহাহাহাহাহ

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: খিক খিক খিক............

কেবলই খিক খিক .............:)

৪২| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৩৪

নাগরিক কবি বলেছেন: একটি রেডিমেড মন্তব্য করে গেলাম =p~

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: একটি রেডিমেড প্রতি উত্তর করে দিলাম!:)

৪৩| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৫৭

জেন রসি বলেছেন: পোস্টটা যেন কি নিয়ে লিখেছেন? ;) তবে যা নিয়েই লিখে থাকুন না কেন শব্দে শব্দে যে বাক্যগুলোর জন্ম দিয়েছেন সে বাক্যগুলোর পরতে পরতে লুকিয়ে আছে আপনার লুকায়িত প্রতিভা। ;)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১

বিলিয়ার রহমান বলেছেন: পেরতিভার ঝাঁকুনিতে কাপুনি খাইয়া গেলাম জিনি ভাই!:)

জয় বাংলা!!!
ওরে বিলি তুই এবার ঠেল্যা সামলা!

৪৪| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২

কানিজ ফাতেমা বলেছেন: পোস্ট পড়িলাম, মন্তব্য পড়িলাম এবং প্রিয়তে নিলাম ।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২

বিলিয়ার রহমান বলেছেন: পাট, মন্তব্য এবং প্রিয়তে নিয়ে যাওয়ায় ধন্যবাদ আপি!:)

৪৫| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০২

শামছুল ইসলাম বলেছেন: হেহেহে.. সেই রকম মজারু পুস্ট!!
আমি ধরা খাইলে সব দোষ আপনার ।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: দোষ না হয় আমার একারই কিন্তুক মাইর কার পিঠে পড়বে শুনি????

৪৬| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪২

রুমি৯৯ বলেছেন: ভালো লেখা। তবে ইহা রেডিমেড কমেন্ট না।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: রেডিমেড মন্তব্য করেন নাই!!! এইডা কোন কাম হইলো!:)


ভালো থাকুন মোস্তফা ভাই!:)

৪৭| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট করা কি এতই জরুরী ? :)

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: নাতো!!!!:)


তবে পাঠক মনে দাগ কাটতে পারার মতো লেখায় কমেন্ট করে উৎসাহ দেয়া উচিৎ!:)

৪৮| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-২) পোষ্ট করেছি যদি পড়েন। দুঃখিত, আমার লেখা প্রথম পাতায় যায়না বলে দাওয়াত দিতে হলো।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: অফলাইনে ছিলাম!:)

তবে আজ অবশ্যই পড়ে আসবো!:)

৪৯| ২০ শে মে, ২০১৭ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: দারুণ লিখেছেন। এক কথায় অসাধারণ, চমৎকার, সুন্দর লেখনি -- আপনার শেখানো প্রথম মন্তব্যটাই এখানে প্রয়োগ করলাম, যদিও পোস্টটা আমি 'ক' থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়েছি।
আমি তাদের দলে, যারা শুধু পোস্টই না, মন্তব্যগুলোও ১০০% না পড়ে নিজে মন্তব্য করিনা। যদিও জানি, আমরা লঘু দল।
পোস্টে ১৭তম প্লাস + +

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনি যে পোস্ট এবং মন্তব্যসমূহের ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত পড়েন সে সম্পর্কে আমি অবগত আছি!:):)


আপনার মতো লঘুদলের সদস্যদের কাছ থেকে মন্তব্য পেলে সব সময়ই ভালো লাগে!!

সত্যিকারের পাঠকদের কাছথেকে মন্তব্য পেতে কারই বা ভালো লাগবেনা বলেন!:)

৫০| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৪

সিনবাদ জাহাজি বলেছেন: :P :P :P
বিলি নিজেই এমন করে কিনা জাতো জানতে চায়
:-B

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: কিছু কথা নিজের বিবিকেই নাকি বলতে বারন!!!!!!!!!!


তার উপর পুরো জাতি!!! আর ইউ ক্রেজি ম্যান???;)

৫১| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:১৩

আলভী রহমান শোভন বলেছেন: হুম ! বুঝছি । :D
তয় আমার পোস্ট আপনি না পড়ে কমেন্ট করেন না এডি বুঝা যায়।
এই লন, আমি আমার কথা রাখছি - বিলি ভাইয়ুর জন্য রেসিপি

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার পোস্টেতো ছবি থাকে!:)

তাই কমেন্ট না পড়েই করতে হয়!!!

তবে কথা দিচ্ছি হাই টু রিড এ পিকচার টাইপের কোন পোস্ট আপনি দিলে সেটি অবশ্যই পড়ে কমেন্ট করবো!;)

৫২| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৩

শূন্যনীড় বলেছেন: গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। +++++

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০১

বিলিয়ার রহমান বলেছেন: পরামর্শ!!!!!!!!!!!!!!!!!


আরে নাহ!!!!!!

নিছক ফাজলামো!;)

৫৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ হয়েছে । চোরদের রেখে এবার ব্লগারদের পিছু নিয়েছেন হা হা হা

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আমি দৌড় কম জানি নাকি দাদু!!!

ব্লগারদের পেছনে কেন?? দৌড়ালে সামনেই দৌড়াবো!:)

৫৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কদিন ব্লগে দেখি না।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ব্যস্ত সময় পার করছি বিজন দা!!!:)


ফ্রি হলে আবার নিয়মিত হবো!:)

৫৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, কই গেছেন!! অনেকদিন আপনাকে দেখি না ভাই!! ভালো আছেন তো?
ভালো থাকেন এই কামনায়

ছোট ঈদের অগ্রিম শুভেচ্ছা রেখে গেলাম বড় করে

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

বিলিয়ার রহমান বলেছেন: একটু ব্যস্ত ছিলাম ভাই!:)


আপনাকেও বিলম্বিত শুভেচ্ছা!:)

৫৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: কিছুদিন পরে পরেই এসে দেখে যাই, আপনি ফিরে এলেন কিনা। কিন্তু গেলেন কোথায় এভাবে হঠাৎ, কোন ঘোষণা ছাড়াই?

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬

বিলিয়ার রহমান বলেছেন: নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং বিলম্বিত উত্তর প্রদানের জন্য আমি লজ্জিত!


নিজগুনে মাফ করে দেবেন ভাইয়া!

৫৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: আরে আপনি গেলেন কোথায়।
একবারে হাওয়া

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: আমায় এতো করে মনে করার জন্য কৃতজ্ঞতা বিজন দা!:)

৫৮| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু ভাইয়ু!:)

৫৯| ৩০ শে জুন, ২০১৭ সকাল ৮:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি অাপনি কোথায়...???

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১০

বিলিয়ার রহমান বলেছেন: কবি!!!!
ও সেতো আমার হবি!!!!



আছি ভাই অর্ধজীবিত আরকি!!:)

৬০| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঈদের শুভেচ্ছা

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১১

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও বিলম্বিত ঈদ শুভেচ্ছা ভাই!:)

৬১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: বিলিয়ার ফিরে আসুন।

আপনাকে মিস করছি।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬

বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনিসহ অন্যান্য সহব্লগারদের মিস করছিলাম বিজন দা!:)

সত্যি বলতে কি ভীষণ ব্যস্ত ছিলাম। দুঃখের সাথে আরো জানাচ্ছি যে আবারো ব্যস্ত হয়ে যাবো!!!:)

ফ্রি হলে অবশ্য ফিরে আসবো!:)

ভালো থাকুন!:)

৬২| ১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: বিলি ভাই এত্তদিন কই আছিলেন?
মিস ইউ ভাইয়া।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: মিস করেছেন জেনে খুশি হলুম!!!( আমিও আপনিসহ অন্যান্য সহব্লগারদের মিস করছিলাম)

সত্যি বলতে কি ভীষণ ব্যস্ত ছিলাম। দুঃখের সাথে আরো জানাচ্ছি যে আবারো ব্যস্ত হয়ে যাবো!!!:)

৬৩| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

সনেট কবি বলেছেন:



বিলিয়ার রহমান

বিলিয়ার রহমান কিলিয়ার কথা
কয় সব সময়েতে সবপোষ্টে দেখি
সে কথায় তারে সবে ভালবাসে বড়
মিসকরে ছবি তারে, দিয়েছিল পোষ্ট।
ক’দিন ছিলনা বিলি তাতে এই হাল
হারিয়ে বিলিরে সবে চাপড়ে কপাল
অবশেষে বিলি এসে ঘুছালো বিরহ
বিলিরে পেয়েই সবে খুশি অনিবার।

ব্লগেতে ছড়াক আলো বিলির পরশে
নিরানন্দ ব্লগ হোক আনন্দে উদ্বেল
নিত্যদিন, সে আনন্দ বেড়েই চলুক।
বিলি এল মহানন্দ সাথে নিয়ে ঢের
সে রকম কিছু যেন টের পাচ্ছি রোজ
স্বাগতম বিলি ব্লগে, ফের আগমন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সনেটটা আগে চোখে পড়েনি! আজ দেখলাম!:)


বেশ হয়েছে!! আর আমার দিল ও খুশ হলো!:)


বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত কবি!

৬৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কারো কারো লেখার নীচে মন্তব্যে আপনাকে ইদানিং পাওয়া যাচ্ছে দেখে কিছুটা আস্বস্ত হলাম যে, আপনি আমাদের ভুলেন নাই। আশা করি ব্যাস্ততার শেষে সুন্দর লেখা নিয়ে হাজির হবেন আমাদের মাঝে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আমাকে এতো করে মনে রাখার জন্য কৃতজ্ঞতা মিন্টু ভাই!:)

আশা করছি দেরি করে প্রতি উত্তর করায় কিছু মনে করবেন না!:)

৬৫| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা বাবু ভাই!:)

৬৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৮

উম্মে সায়মা বলেছেন: মাইরগুলান(ব্লগারদের দেয়া) কিন্তুক কেবল আপনার একার!!
মাইরও যাতে আপনার পিঠেই পড়ে তাইতো আপনাকে দেখিয়ে দেব B-) হেহেহে...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কইলেন আপু মনি!!!!!! :((

৬৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কি খবর সবর ব্রাদার !! ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: ভালা!!! তয় বিকেল থেইক্কা আবার দৌড়ের উপ্রে থাকতে হপে!! ;)


আফনের???

৬৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমি আছি অল টাইম দৌড়ের উপরে !!


১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!


ঠেলার উপ্রে আছেন তাই!
জয় বাংলা মিয়া ভাই!:):)

৬৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমার বিবি থাকলে যে, তখন কি করাম !! তাকে নিয়ে একটু লুমান্টি করার সময়ও মনে হয় পাইতাম না ।।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!


আমি স্টিল বেকার বউকে দেয়ার মতো মাশআল্লাহ কিছু সময় সবসময়ই থাকে!!!:):) বিয়ে করার পর আমার মতো বেকার হয়ে যান! ব্যাস ল্যাটা চুকে যাবে!! :):)

অবশ্য টাকাপয়সায় টান পড়ার দায় ভার কেবলই আপনার! :)

৭০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা হা .............


আগে বিয়ে করি তার পরে ; আপাতত বিয়ে চিন্তা নেই ।।






ভাল থাকুন ।।


যাইগা ....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ওকে বিদায় ব্রো!!!:)

৭১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

কালীদাস বলেছেন: হা হা হা হা। অনেকদিন পর এই টাইপের এটেম্পট দেখলাম ব্লগে। অনেক অনেক আগে ফিউশন ফাইভের আর দুরন্ত স্বপ্নচারীর এপিক টেমপ্লেট কমেন্টের পোস্ট ছিল; ব্যাপক মজা করতাম এককালে ভোদাইদের পোস্টে কমেন্ট করতে ঐ টেমপ্লেটগুলো দিয়ে। কিছু টেমপ্লেট এখনও পাবেন আমার জীবনে দেয়া একমাত্র বর্ষপুর্তি পোস্টে (হ্যাঁ, এককালে আমিও রেগুলার ছিলাম ;) )

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমিও পোস্টটা মজা করিই দিয়েছি!:):)

আপনার বর্ষ পূর্তির পোস্টটা পড়তে গেলাম!:)

৭২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

অনিক_আহমেদ বলেছেন: দূর মিয়া, আপনি তো দেখি আমার মত ব্লগারদের বাঁশ দিবেন!
ডর খাইছি!!!
কিন্তু পোস্টটা ভালা হইছে। একেবারেই হাসারু!

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: বাঁশ দিলাম!!!

কন কি মেয়াবাই! বাঁশের বুঝি দান নাই নাকি???;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.