নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলিয়ার রহমান রিয়াজ
ও রমণী সওয়ারি হবে
আমার নায়ে আজ।
মাস্তুলেতে দেবো তবে
পদ্ম ফুলের সাজ।
নীল আকাশের মেঘ দেবো
দেবো বৃষ্টির ফোঁটা।
চালতে ফুলের সুবাস দেবো
দেবো চাইবে যেটা।
নদীর ঢেউকে দেব ছুঁতে
শোনাবো কোকিলা গান।
দুঃখ সব মিলিয়ে দেবো
করিয়ে রৌদ্র স্নান।
ও রমণী সওয়ারি হবে
আমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
দূর অজানায়।
এই কোবতে পোস্ট করার আকাম আগেও একবার করছি!
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে এই কোবতে আপনার সার্চ লাইটের আলোতে ধরা খেয়েছে!
ধরা খাওয়ার অপরাধে আপনার দিয়ে যাওয়া পিলাচটা তুলে শোকেসে রাখলুম!
এর জন্য কি ধন্যবাদ কথাটা বলার দরকার আছে????
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই কোবতে পোস্ট করার আকাম আগেও একবার করছি!
এর মানে কপি পেস্ট!
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: হু কপি পেস্ট!!!!
এই অপরাধে আপনার দেয়া পিলাচটাও তুলে শোকেসে রাখলুম!
সিনিয়র মানুষ তাই ধন্যবাদ দিয়ে ছোট করলাম না!
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এতসব কেন দিতে চান?
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: কই কিছুই তো দেই নি!!!!
তবে এইবার দিলাম!!!
কি পেয়েছেন??????
পান নি ??? বলেন কি????
এই যে প্রতি উত্তরটা দিলাম!!!! এটাই দিতে চেয়েছি!
৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪
ধ্রুবক আলো বলেছেন: এতো কিছু দেওয়ার পর রমণী যদি সওয়ারী না হতে চায় তাহলে কি করা যায়?!
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: এরপরও সওয়ারী না হইলে ঠাডাইয়া দুইডা কিল দিমু!!!!
৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫
ধ্রুবক আলো বলেছেন: এই কোবতে পোস্ট করার আকাম আগেও একবার করছি!
ভালোই করেছেন ++
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: হু আকামের জন্য আপনার দেয়া উপহারটা ওয়ালেটে( কল্পনার আরকি) রেখে দিলাম!
ধইন্না কি দিমু ভাই!
৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছায় বার দেবো, এক বার দেব লিখেছেন, তাই বলাম কী এত দিতে চান
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: মুই আন্নের হতা বুইঝবার নো পারি ভাইজান!
অল্প হড়ালেহা হরছি তো হেতাই এই অবস্থা!
৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো ভাই।
মনে হলো মাঝি আজ রোমান্টিকতায় উচ্ছল চিত্তে সাজিয়েছে ভালোবাসার বাগান।
অনেক ভালো লাগা রইল কবিতায়।
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ ভ্রাতা!!!
তয় এটা তো কবিতা না, কোবতে!!!! হা হা হা !
৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহা, বদ্দা, আঁই আন্নের খবর জানি
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: জানেন ভালা!!! তয় সাবধান!!!! মুখ ফসকে যেন বাইর হইয়া না যায়!!!!
পাবলিক তাইলে.............
৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তা ন কইরেন, আঁই ভালামানুষ।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
বিলিয়ার রহমান বলেছেন: হু হালা( পড়ুন ভালা) মানুষই তো হালা মানুসের ভাই অয়!
আই এই জন্নইতো চিন্তা নো করি!
আন্নেরে এগগান পেয়ারকা ব্রো হাগ!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: এখন আর
বাধিনা ছবি ফ্রেমে
বিলি ভাই ভর দুপুরে
পড়ছে নাকি প্রেমে?
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫
বিলিয়ার রহমান বলেছেন: প্রেমে পড়া বড় ভালা
নাই মোর কপালে
বউ এসব জানিলে ভাই
প্রাণ যাবে অকালে!
১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২
কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাই এইসব আকশ বাতাস জল দিয়ে কোন রমনীর মন জয় করা গেল কি?
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
বিলিয়ার রহমান বলেছেন: যায় নাই মানে!!!!!!
তাইলে জরিনা, রমিজা , সখিনা ওরা আইলো ক্যামতে ভাই!
( বিদ্র: এক একজন এক একজনের জীবনে আরকি))
১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অখন আমি ঠেকেগেছি
ঠিকাছে, আমি আর এদিক ওদিক যাব না।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
বিলিয়ার রহমান বলেছেন: তাইলে ব্রো হাগ পাইয়া খুশিতো নাকি????
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
মোস্তফা সোহেল বলেছেন: থাকিলে বউ যাবে না করা প্রেম
আছে নাকি এর কোন মানে
পাছে লোক কিছু কথা বললেই
নিবেন কেন মিছামিছি তা কানে।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রেম থেকে জান বড়ো
এই কথা জানি ভাই
বউ মোর সেই রকম
তারে নমঃ নমঃ করি তাই!
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: খুশি না হয়ে যাব কোথায়?
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
বিলিয়ার রহমান বলেছেন: খুশি হয়েছেন!!!!
গুড !!
তো এবার হয়ে যাক পার্টি!!!
আচ্ছা পার্টিতে কি ক্যালাসিক্যাল বাজাবো নাকি র্যাপ!
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
ঢাকাবাসী বলেছেন: আজকের রমনী নৌকায় ভজবে কি? সুন্দর লিখেছেন।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭
বিলিয়ার রহমান বলেছেন: না ভজলে ঠাডাইয়া দুইডা .. দিযা দিমু না!!!!!
যাইবো কই কন দেহি মেয়া বাই!
প্রশংসায় খুশিতে চুপচাপ রইলাম !
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইয়ে মানে মন আজ নাচতে চায়
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
বিলিয়ার রহমান বলেছেন: আমি বিশেষ কোন নাচ জানিা কেবল জুলু( সম্ভবত আফ্রিকান উপজাতি) নাচ ছাড়া!!! এত কি চলবে!!
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধামালি দিতে হবে
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: তা না হয় দিলুম!
(আসল কথা হইলো নিজেই জানি কচু সেই আমি আবার অঙ্গভঙ্গি করে দেখাব)!!
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরে ভাইজান, আমি গাইতে পারলে আপনি কেন নাচতে পারবেন না, তাও ধামালি?
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !
সো লেট আস ডু ইট!!!
ওল........ও........
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১
অপ্সরা বলেছেন: তুমি দেখি আরেক আলাওল!!!!!!
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: ভাগ্যিস আলাওল বলোছো, ওলকপি বলোনি শায়মাপি!!!
২০| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সই লো, সোনা বন্ধে কলিজায় দাগা দিছে লো!
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: চালে ডাকে বাকুম বাকুম জালালি কইতর........... মমতাজের গান!
এটা কেমন!!!
২১| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জলের ছলে নদে গেলে চোখে জল ছলছল করে, সই লো
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০
বিলিয়ার রহমান বলেছেন: এইবার র্যাপ হইবো র্যাপ!
তোরা মজা লইসনা না তোরা মজা লইস না!!!! ( র্যাপার রাইসুল!
দুঃখিত অফ লাইনে চলে যাচ্ছি! ৪টা দশে( আমাদের সময় অনুযায়ী) ক্লাশ নেবো! আড্ডা দেয়ার জন্য ধন্যবাদ ভাই!
২২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওকে।
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: ও কে????
ও কেই চিনলেন না!!!
উনিতো আসলে উনি!
২৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। চমৎকার ছন্দের মিল।
শুভকামনা আপনার জন্য।
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: মৌমুমু,
আপনার ব্লগে আপনাকে স্বাগতম!
পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ!
২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮
সিফটিপিন বলেছেন: পুরান মাল!
২০৭ দিন পর আবার রিপোস্ট।
তবে এইবার দর্শক বাএশি খাচ্ছে।
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: হু!!!
পুরান মাল!!!
খাওয়ার জন্যই তো দিছি!!!! ভালো করছি না!
২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রথমে লাইক ও পিলাচ ............... আমি কিন্তু আপনার শেষের পাঠক ।
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: লাইক ও পিলাচের জন্য পুঁইশাকের বর্তার শুভেচ্ছা( পুঁই শাকের ভর্তা এরকম কিছু না থাকলে আমি দায়ী না! )
তয় সবার শেষের পাঠক হতে হলে আবার আসতে হবে যে !
২৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাবার দেখা হলো কবিতাটা।
সুন্দর++
৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আবার দেখে যাওয়ায় একটা ৩০ সেকেন্ডের ব্রো হাগ!
২৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামি একটু ভিতু টাইপের, তাই প্রেম করার দুঃসাহস হয়নি। অাগে মেয়ে দেখলে কথা বলতেও ভয় করতো, এখন একটু কমেছে। তবে প্রেমের কবিতা লিখতে পারিনা।
পারি কিনা জানিনা। তবে লিখা হয়নি।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
বিলিয়ার রহমান বলেছেন: আপনি যা পারতেন না আমি তার মাস্টার ছিলাম!!!
তবে এখন আমি একবারেই ভদ্র ছেলে!!
২৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সব মিলিয়ে ভালঈ লাগল।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য চালতে ফুলের শুভেচ্ছা!
২৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪
সাহসী সন্তান বলেছেন: আগেও একবার পড়ছি মনে হয়! এত দ্রুত রি-পোস্ট দিলে পাবলিক সেইটার মধ্যে আর প্রথমবারের মত ফিলিংস পায় না! যাহোক, তারপরেও পড়তে ভাল্লাগছে! সাধারণত এই ধরনের কবিতা দুলে দুলে পড়তে বেশ মজা লাগে!
সুন্দর ছন্দবদ্ধ কবিতা! শুভ কামনা বিলিয়ার ভাই!
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩
বিলিয়ার রহমান বলেছেন: আমার বয়সই(ব্লগে) বা কত!!!!
তাই রিপোস্ট দিলে অতি তাড়াতাড়িই হওয়ার কথা! তো সিনিয়রের কথা মাথায় রেখে সামনের দিকে রিপোস্টের ব্যাপারটা ব্যাফক গবেষণা করে দেয়া হপে!
শুভকামনার জন্য ধইন্না ভাইজান!
৩০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর অনেক
ভাল লাগা রইল
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু আপি!
তোমার জন্যও শুভকামনা!
৩১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১
ওমেরা বলেছেন: যতই লোভ দেখান এই যুগে নায়ে কোন রমনী সওয়ারি হবে না । প্লেনে ঘুরাবেন বলেন দেখবেন অনেক পিয়ারী পাবেন ।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫
বিলিয়ার রহমান বলেছেন: না আসলেই ভালা!!!
আসলে তো বউয়ের হাতে অকালে মারা পরবো যে!!!
৩২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: আগেও পড়েছিলাম । কবিতাটির ছন্দগুলো সুন্দর ।
তবে, 'দেবো চাইবে যেটা।' এখানে ' 'দেবো চাইবে যা কিছু' হলে শুনতে ভাল লাগে । আমার কাছে এমনটা মনে হয় ।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ফোটা এর সাথে মেলানোর জন্য যেটা লিখেছিলাম!
আপনার কথা মানতে হলে পুরো স্ট্যানজাটাই বদলাতে হবে দেখছি! সময় করে চেষ্টা করব!!
আপনার জন্য শুভকামনা ভাই!
৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১
শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাই। ভালো লাগলো কবিতাটি। +++++
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে খুশি হলাম!
শুভকামনা!
৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৩
নাগরিক কবি বলেছেন: কিবাত ভালা হইছে বিলু ভাই। +
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮
বিলিয়ার রহমান বলেছেন: এমন কোবতেতে প্লাগ!!
বহুত খুব ভাইজান!
৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫
টারজান০০০০৭ বলেছেন: "ও রমণী সওয়ারি হবে" কোবতের টাইটেলের ট্রান্সলেশন করিতে গিয়া বিষম খাইলাম ভ্রাতা ! ! Honey , do you want to ride on me ?
ইংরেজিতে দুর্বল হইলে যাহা হয় আর কি !
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আমিও ইংরেজিতে সেই!!!!
তাই চেষ্টা করে মান কুল সব খোয়াতে চাই না!
আপনাকে ধন্যবাদ ভ্রাতা!
৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১
বিলিয়ার রহমান বলেছেন: আজও প্লাস দিয়েছেন!!
এ ব্রো হাগ সুমনদা!!
একটা প্রেডিকশন:: পরের পোস্টটাতেও প্লাস দিবেন!! শিওর!
৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই কবিতা থেকে ঠাডাইয়া কিল যে কি মজার গো দাদা ফেরত যখন খাবেন বুঝবেন!
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
বিলিয়ার রহমান বলেছেন: ইতা কিতা কইলেন সুজন ভাই!!!
মন্তব্যে মাইনাচ!
৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪
হাতুড়ে লেখক বলেছেন: শিশুতোষ ছড়া। ছোটবেলায় পড়েছি। তৈলের দরজায় খিল মেরেছি।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩
বিলিয়ার রহমান বলেছেন: বড় বড় লেখকদের কাছে আমজনতার লেখা শিশুতোষই মনে হওয়ার কথা!!!
জাউগ্গা
সামনের দিকে আউগ্গা!!!
ভালা আছেন তো????
৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন:
নাও ডুববে, কয়জন উঠে দেখেন।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আর্শিবাদ দিয়ে যাওয়ায় ধন্যবাদ গাজী ভাই!
৪০| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: উঠুক কেউ একজন কবির নায়ে ওঠুক
কবির কবিতায় ফুলচন্দন ফুঁটুক ।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭
বিলিয়ার রহমান বলেছেন: আর্শিবাদ দিয়ে যাওয়ায় আপনাকেও ধন্যবাদ সেলিম ভাই!
আপনার জন্য ভালোবাসা!
৪১| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮
জুন বলেছেন: সুন্দর ছন্দবদ্ধ কবিতা বিলিয়ার রহমান ।
+
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯
বিলিয়ার রহমান বলেছেন: জুনাপি তাহলে এসোছে!
আচ্ছা যাওয়ার সময় চালতে ফুলের সুবাস নিয়ে যেতে ভুলনা কিন্তু!
৪২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর !!!
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসা পেয়ে খুশি হলাম শামছুল ভাই!
শুভকামনা!
৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর ছন্দবদ্ধ লিখা
অনেক ভালোলাগা রেখে গেলাম।
+++
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনার অনেক ভালোলাগা ড্রাম ভর্তি করে রাখলাম!!
পরের বার ভ্রমনে বের হলে আমাকে বলবেন!!! এই ভালোলাগার ড্রামটা নিয়েই আপনার সাথে জাহাজে চড়বো!
৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
নাগরিক কবি বলেছেন: প্লাগ কি খুইল্যা দিমু
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
বিলিয়ার রহমান বলেছেন: প্লাগ!!
না খুলতে হবে না!!!
৮ মিনিট ১৭ সেকেন্ডের একটা ভিডিও দেখছি তো!! প্লাগ খুললে দেখমু ক্যামনে!
৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
নাগরিক কবি বলেছেন: এডি ভালা না
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২
বিলিয়ার রহমান বলেছেন: বলেন কি???
যেভাবে পথ শিশুদের সাহায্য করবেন এই শিরোনামের ৮ মিনিট ১৭ সেকেন্ডের একটা ভিডিও দেখছি আমি। আর আপনি বলছেন এগুলা ভালা না!!!!
আচ্ছা আপনি কি ভেবেছিলেন????
৪৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: তা অবশ্য ঠিক । ছন্দ নষ্ট হবে । আমার একটা রোগ আছে, কবিতা পড়ার সময় আবৃতির দৃষ্টিকোণ থেকে ভাবি । তাই এমনটা মনে হয়েছে । আপনারটাই ঠিক আছে ।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনিই ঠিক!! আবৃতিটই আসল!!!
তবে এই কবিতাটি যেহেতু ছন্দ নির্ভর তাই বদলটা আনতে হলে ছন্দ মিলিয়েই আনতে হবে!!
আমি অবশ্যই চেষ্টা করবো কথাকথি ভাইয়া!
৪৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪১
নাগরিক কবি বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
বিলিয়ার রহমান বলেছেন: আমিও দিয়া দিলাম সাত আটটা!
৪৮| ০২ রা মে, ২০১৭ সকাল ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: মন ফুসলানো কবিতা।
চাঁদগাজী এর কথাটাই হয়তো ফলে যেতে পারে- নাও ডুববে, কয়জন উঠে দেখেন!
কবিতায় ভাল লাগা + +
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:০৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম!
প্লাসে অনুপ্রাণিত! বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত!
৪৯| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
অতঃপর হৃদয় বলেছেন: ওয়াও!!!! বিলিয়ার ভাইইইই!!!!!!!
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:০৭
বিলিয়ার রহমান বলেছেন: ওয়া বইল্লা কি লাভ ভাই!!!
তার চেয়ে এই কবিতা বাস্ত জীবনে অ্যাপ্লাই করেন!
৫০| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। বেশ ভালো লাগলো।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:০৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম কবি!
অনেক অনেক শুভ কামনা!
৫১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৯:৩১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আকাম কেন বলছেন, ভাই?
ভালো কবিতা বারবার পড়া যায।
আমি আগে পড়িনি। আমার কাছে নতুন। নতুনের স্বাদটাই নিলাম।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৬
বিলিয়ার রহমান বলেছেন: ইহা আকাম নয়!!!
ও আচ্ছা তবে ইহা অবশ্যই বেকাম!
৫২| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০৫
শামীম সরদার নিশু বলেছেন: যে হারে দিয়ে চলেছেন নিজের কাছে তো কিছু অবশিষ্ট থাকবেনা।
একটু হিসাব-নিকাশ তো করেন।
অসময়ে কাজে লাগবে।
যাইহোক ভালো লেগেছে খুব।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৮
বিলিয়ার রহমান বলেছেন: ভাই আমি বীর!!!!
দাতা কর্ণ!
আমি সব দিয়ে দিতে ভয় পাবো কেন বলেন!
৫৩| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৭
নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । ++++
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্লাস পেয়ে ভালোলাগলো পরি আপি!
৫৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি কিন্তু আয়া পড়েছি,,,, নো চিন্তা
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৯
বিলিয়ার রহমান বলেছেন: দুঃখিত আবার আসতে হবে!
৫৫| ০৫ ই মে, ২০১৭ ভোর ৫:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধ
শুভেচ্ছা রইল ।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:২৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আলী ভাই!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবোত লেখছেন।