নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের লেখালেখির হাতটাকে আর একটু পাকিয়ে নিতে সামহোয়ারইন... ব্লগে যোগ দিয়েছেন বেশ কিছু দিন/মাস পার হয়ে গেছে। অথচ বুঝতেই পারছেন না কিভাবে শুরু করবেন। অথবা শুরু করেছেন কিন্তু বুঝতেই পারছেন না কিভাবে চালিয়ে যাবেন! কিংবা চালিয়ে যেতেও পারছেন অথচ পর্যাপ্ত রেসপনস না পেয়ে হতাশ হয়ে পরেছেন। ঠিক আছে সমস্যা নেই ! আসুন সামুতে ব্লগিং-এর বিষয়টা একটু বুঝে নেয়ার চেষ্টা করি।
প্রথমেই একটু ধারনা নেই সামহোয়ারইন...ব্লগ সম্পর্কে
সামহোয়ারইন ব্লগ বাংলা ব্লগিং জগতের পথপ্রদর্শক।বাংলা ব্লগিং বিপ্লবটা সামহোয়ারইন..ব্লগের হাত ধরেই হয়েছে । এর স্লোগানও অনেকটা এর পরিচয় বহন করে Voice of breaking obstacle.। ব্লগিং-এ জনপ্রিয়তাার মাপকাঠিতে এই ব্লগের ধারে কাছেও কেউ ছিলনা! এমন কি এখনো নেই!
এবারে সামহোয়ারের বিভিন্ন পাতা সম্পর্কে একটু ধারনা নেয়া যাক
আপনার পাতা
সামুতে রেজি করার সাথে সাথেই আপনি একটি পাতার(পড়ুন আপনার ব্লগবাড়ির) মালিক হয়ে গেছেন। তবে একটু দাঁড়ান। আপনাকে আপাতত তিন দিন( পড়ুন এক থেকে দেড় মাস, কোন কোন ক্ষেত্রে এর চেয়েও বেশি সময়) ওয়াচে রাখা হবে। মডারেটরদের কাছে আপনাকে নিরাপদ মনে হলে তবেই আপনাকে সেফ ব্লগার হিসেবে বিবেচনা করা হবে এবং আপনি পেয়ে যাবেন প্রথম পাতায় লেখার অনুমতি!
প্রথমপাতা
আপনার ব্রাউজারে সামুর ওয়েব আড্রেস এন্টার করে আপনি যে পাতায় প্রথম আসেন সেটিই প্রথম পাতা। প্রথম পাতায় লিখতে হলে আপনার মডারেশন স্ট্যাটাস সেফ হতে হবে।
আলোচিত ব্লগ
সর্বশেষ ২৪ ঘন্টায় সামুতে প্রকাশিত লেখাগুলোর মধ্যে দুটি সর্বাধিক পাঠিত, দুটি সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত এবং একটি সর্বাধিক লাইক প্রাপ্ত পোস্ট আলোচিত ব্লগে আসে! তবে আলেচিত ব্লগ আপডেট হয় প্রতি তিন ঘন্টা পরপর! আলোচিত ব্লগে মডারেশনের কোন হাত নেই! এই ব্লগে সাধারনত সেরা পোস্টগুলোই এসে থাকে!
বিষয় ভিত্তিক ব্লগ ও নির্বাচিত পাতা
সামুতে গল্প, কবিতা, ভ্রমন, ছবি ব্লগ, রাজনীতি, মুভি রিভিউ, উচ্চশিক্ষা ইত্যাদি সহ বিভিন্ন বিষয় ভিত্তিক ব্লগ রয়েছে। তবে এই ব্লগে আপনার লেখা স্থান পাবে কিনিা সেটি নির্ভর করবে মডারেশনের সিদ্ধান্তের উপর। মডারেশন যদি ভাবেন তবেই আপনার লেখাটা বিষয় ভিত্তিক ব্লগে স্থান পেতে পারে!
প্রথম পাতায় প্রকাশিত পোস্টগুলো থেকে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে কোন পোস্ট নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
এছাড়াও সামুতে আপনি যাদের অনুসরণ করছেন তাদের পোস্ট গুলোও একটা ব্লগে পাবেন। এটার নাম অনুসারিত ব্লগ!
যেভাবে সামুতে শুরু করবেন
ব্লগে লেখালেখি শুরু করার আগে প্রথমেই আলোচিত পাতা, নির্বাচিত পাতা সহ বিভিন্ন ব্লগ ঘুরে আসুন । ওই ব্লগ গুলোর পোস্ট পড়ুন, মন্তব্য পড়ুন। তাহলে ব্লগীয় ভাবধারাটা আপনি অল্পেই ধরেনিতে পারবেন! মনে রাখবেন লেখালেখির জন্য পাঠক হওয়াটাও বেশ জরুরি।
কথা বলা শুরু করুন অন্যরাও আপনার সাথে কথা বলতে শুরু করবে
আপনি কারো সাথে কথা বললেই কিন্তু আপনার সাথে অন্য কেউ কথা বলা শুরু করবে। চুপ করে থাকলে অন্যরাও চুপ থাকবে! তাই ব্লগ পোস্ট পাঠ করার সাথে সাথে নিজের ভালোলাগা, মন্দলাগা ইত্যাদি আপনার মন্তব্যের মাধ্যমে জানিয়ে আসুন।
আপনার পোস্টে কেউ মন্তব্য করলে তার ব্লগে আপনি ঘুরে আসতে পারেন। দু একটা মন্তব্যও রেখে আসতে পারেন। মনে রাখবেন ব্লগে আপনি তেমন, যেমন আপনার মন্তব্যেগুলো ! তাই মন্তব্যগুলো যথাসম্ভব সুন্দর করার চেষ্টা করুন।তবে সুন্দর হয়েছে, ভালোলাগল জাতীয় মন্তব্য না করাই ভালো।
সামুতে মন্তব্য কাউন্ট করা হয়, একারনেই অনেকে মন্তব্য বেশি পাওয়াটাকে গর্বের বিষয় ভাবেন। একই সাথে অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকেন! আমার মতে এটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই নয়!
নিজের জন্য লিখুন
লেখালেখি শুরু করার জন্য অনেকেই অনেক কনটেন্টের কথা বলে থাকেন। তবে আমার মত হলো আপনি যে বিষয়ে সব থেকে ভালো সেটি দিয়েই শুরু করুন! আপনার শক্তিমত্তা এবং দুর্বলতা আপনার থেকে বেশি আর কেউ জানেন না! তবে পোস্ট করার আগে সংশ্লিষ্ট
বিষয়ে অবশ্যই একটু পড়াশুনা করে নিবেন!
পোস্ট লেখার ক্ষেত্রে পাঠকদের কথাও বিবেচনায় রাখুন
মনে রাখবেন আপনি নিজের জন্য( লেখক হওয়ার জন্য) লিখলেও আপনার লেখা পাঠ করবেন পাঠকরা! তাই লেখার সময় তাদের ভালোলাগা মন্দলাগা ইত্যাদি বিষয়ের দিকেও খেয়াল রাখুন! চেষ্টা করুন যাতে সববয়সী পাঠকই আপনার লেখায় আকৃষ্ট হয়!
পাঠকরা সাধারনত বড় পোস্ট পাঠ করতে আগ্রহী হয়ে ওঠেন না! তাই পোস্ট যথাসম্ভব ছোট (কিন্তু পর্যাপ্ত ) করুন! পোস্টে কোন উৎসের সহায়তা নিলে তা উল্লেখ করুন!
পাঠকদের সাথে আপনার ইন্টারঅ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ
আপনার পোস্টে কোন পাঠক তখনই মন্তব্য করেন যখন তার লেখাটি ভালো লাগে! তাই কোন পাঠক আপনার পোস্টে মন্তব্য করলে আপনার প্রথম ও প্রধান কাজ হলো দ্রুত তার মন্তব্যের সুন্দর উত্তর দেয়া। আপনি যদি আপনার পাঠকদের মন্তব্যের উত্তর না দেন তবে তারা আপনাকে অ্যারোগ্যান্ট ভাববে এবং আপনাকে এড়িয়ে চলতে চাইবেন!
পাঠকদের ভালো মন্তব্যে অনুপ্রেরণা নিন। সমালোচনাপূর্ণ মন্তব্যকে নিতে হবে অবশ্যই পজিটিভলি! বিতর্ক যথা সম্ভব এড়িয়ে চলুন! ব্লগে একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কাউকে আক্রমন করে কিছু না বলা বেস্ট। আর আপনি আক্রান্ত হলে বুদ্ধি দিয়ে সেটি সামলাম। আক্রমনের প্রতি উত্তর আক্রমন নয়!
অনুসরনে রাখুন ভালো কিছু লেখককে
ভালো কিছু লেখককে অনুসরণে রাখুন। এতে আপনি শিখবেন বৈ কিছু হারাবেন না।
হয়ে উঠুন নিয়মিত অথবা প্রায় নিয়মিত
ব্লগে আপনি অনিয়মিত হয়ে পড়লে আপনার কথা অনেকেই ভুলে যাবেন। তাই হয়ে উঠুন নিয়মিত অথবা প্রায় নিয়মিত। আর একটা কথা; আপনার পোস্ট হিট হলো কি হলো না এসব নিয়ে ভাববেন না। হিট হলে ভালো না হলেও সমস্যা নেই। চিন্তা ভাবনাটা এমন রাখুন!
ব্লগে নতুন ব্লগ পোস্ট করা, ছবি যোগ করা, লিংক যোগ করা, লেখা বোল্ট করা ইত্যাদি সহ অন্যান্য বিষয়ে জানতে চাইলে পড়ে ফেলুন আরজু পনি ও গেম চেঞ্জারের পোস্ট দুটি !
♣সচিত্র ব্লগ টিউটোরিয়াল (শেষ পর্ব) ▬ নতুন যারা ব্লগ লিখতে আগ্রহী, ওয়াচে থাকা এবং নতুন ব্লগারদের জন্যে অবশ্য পাঠ্য♣
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) :-* :-* :-*
এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ! আপনার ব্লগ যাত্রা শুভ হোক!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: মো:হাবিবুর রহমান(হাবিব)
আপনাকেও ধন্যবাদ!
পাঠ ও মন্তব্যে করে যাওয়ায় ভালোবাসা! আপনার ব্লগ যাত্রা শুভ হোক!
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫
আরািফন বলেছেন: ভাই আমি আমার profile edit করতে পারছি না
পরের পাতা click করলে এ message আসে "আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।"
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনার এ সমস্যাসাটা এমননি এমনিই ঠিক হয়ে যাবে!
৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২০
সুপ্রিয় মোহাম্মদ তারেক বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
বিলিয়ার রহমান বলেছেন:
৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৯
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো এবং উপযোগী একটা পোস্ট,
নতুন যারা আছেন তারা এইসকল বিষয় গুলো খুব ভালো ভাবে লক্ষ্য করে কাজে লাগাতে পারেন, এতে অনেক উপকার হবে।
লেখালেখি অনেক সাধনার বিষয়।
শুভ ব্লগিং সবার জন্য
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২
বিলিয়ার রহমান বলেছেন: খুব সুন্দর এবং উপযোগী একটা মন্তব্য করেছেন!!
যারা পোস্ট লেখেন তাদের জন্য এরকম একটা মন্তব্য সবসময়ই অনুপ্রেরণাদায়ক হয়ে থাকে!!
মন্তব্যে পিলাচ!
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো পোষ্ট।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ রানু ভাই!
৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫
জেন রসি বলেছেন: আমি সবসময়ই নতুন ব্লগার। তাই এই পোস্ট আমার কাজে লাগবে। সামুর প্রতি আপনার একটা অন্য রকম ভালোবাসা আছে। এটা ভালো লাগে।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনি নতুন ব্লগার আর এই পোস্ট আপনার কাজে লাগবে!!!!!!
আমি গিয়ান হারাইয়া ফালাইচি মেয়াবাই!!!!!!!!!!
৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩
জেন রসি বলেছেন: সবসময় নতুন থাকার মধ্যে একটা আলাদা মজা আছে। ব্লগিং উপভোগ করা যায়।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনি নতুন ব্লগার নন!
এই ব্লগে আপনার নামটাই একটা ব্রান্ড( জিনি স্টাইল গল্পের জন্য)। আপনার আমার মতো ১৪৩ জন ফলোয়ার! তাহলে নতুন হন কিভাবে???
৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট -নতুনদের খুব কাজে আসবে ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ ভাইয়া
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় আপ্লুত হলাম আপি!
ভালোথাকুন!
জাজাকাল্লাহ
৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
হাসান৭৮৬ বলেছেন: অনেক কিছু জানতে পারলাম.... আমার মত নতুনদের কাজে আসবে..
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬
বিলিয়ার রহমান বলেছেন: হাসান৭৮৬
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!!
পোস্টটি আপনার কাজে আসবে জেনে আনন্দিত হলাম!
ভালোথাকুন!
হ্যাপি ব্লগিং!
১০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
জেন রসি বলেছেন: হাহাহা...ইতিহাসের দিকে তাকিয়ে থাকলে বর্তমানকে পূর্ণরুপে উপভোগ করা যায়না। সেটা করতে হলে বার বার নতুন হয়েই করতে হয়। সে অর্থে আমি সবসময় নতুন ব্লগার আরকি!
আর একটা ব্যাপার আছে।সামুতে কিন্তু পুরানো ব্লগাররাও স্ট্রাগল করে। তবে তাদের স্ট্রাগলিংটা অন্যরকম। অনেকেই অভিমান করে ব্লগ ছেড়ে চলে যায়। দীর্ঘদিন একই প্ল্যাটফর্মে থাকার ফলে একে অপরের প্রতি রাগ অনুরাগ অভিমান ক্ষোভেরও জন্ম হয়। এদের স্ট্রাগলিংটা আরো কমপ্লেক্স।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
বিলিয়ার রহমান বলেছেন: যাক তাহলে আপনি এই দৃষ্টি কোন থেকে নতুন!!!!!
অভিমানী ব্লগারদের প্রতি অনুরোধ, মান অভিমান ভুলে আবার আমাদের মাঝে ফিরে আসুন!
১১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
আলপনা তালুকদার বলেছেন: আমি হতাশ!!! চুড়ান্ত হতাশ!!!!! খুবই ইচ্ছা করে ব্লগ ছেড়ে পালাই। মাঝে মাঝে ইচ্ছা করে সবগুলো পোস্ট ডিলিট করে দেই। কারণ আমার লেখা প্রথম পাতায় আসেনা।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২
বিলিয়ার রহমান বলেছেন: মডারেটরদের মেইল করে আপনার সমস্যা জানাতে পারেন!
১৪ নম্বর মন্তব্যের নিক কাল্পনিক ভালোবাসাকেও বলে দেকতে পারেন!!
আপনার হতাশা দুর হোক সেই কামনাই করছি!
১২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
মোস্তফা সোহেল বলেছেন: মনে রাখবেন লেখালেখির জন্য পাঠক হওয়াটাও বেশ জরুরি।
এই কথাটিই অনেকের মনে থাকেনা বিলিয়ার ভাই।
অনেকেই তো দেখি লেখা পোষ্ট দিয়েই সারা আর কোন সাড়া শব্দ নেই।]
আমি প্রাই সাত বছর সামুতে আছি অনিয়মিত ভাবে। এখন একটু নিয়মিত । আমার একটা সমস্যা আছে, আমি কারও লেখায় মন্তব্য করলে সে যদি প্রতি মন্তব্য দেয় তবে আমার কাছে তার নটিফিকেশন আসে না। এটা কি ভাবে ঠিক করব একটু যদি বলতেন।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
বিলিয়ার রহমান বলেছেন: নটিফিকেশন সমস্যাটা সম্ভবত সামুর সিস্টেমের! তাই আপনি নিজে নিজে এই সমস্যা ঠিক করতে পারবেন না!
গেমু ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাইতে পারেন! উনি আমার থেকেও ভালো বলতে পারবেন!
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩
ওমেরা বলেছেন: যার অনুরোধে পোষ্ট করলেন ভাইয়া সে তো এখনো এল না !!! যাক গা ------- অন্যদের উপকারে আসবে ধন্যবাদ ভাইয়া ।
ও ভাইয়া আরেকটা কথা আমি আসলে বাংলাভাষা , বলা ,বুঝা,লিখা কোনটাতেই খুব ভাল না , তাই চাইলে ও সুন্দর কমেন্ট করতে পারি না । কিন্ত আমি সময় পেলেই সবার পোষ্ট পড়তে ওকমেন্ট করতে চাই ,তাই অনেক সময় মনের কথাগুলো গুছিয়ে লিখতে না পারার কারনে ভাল লেগেছে ,সুন্দর হয়েছে এ সব বলি , আমার সমস্যার সমাধান কি বলেন তো ভাইয়া ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
বিলিয়ার রহমান বলেছেন: যারা ভালো ভালো কমেন্ট করেন তাদের ফলো করতে পারেন!
এক দিনেতো আর আপনি সেরা কমেন্টবাজ হয়ে যাবেন না! চেষ্টা করতে থাকুন! বিশ্বাস রাখুন সবাই পারলে আপনিও পারবেন!!
বেশি বেশি পড়ুন তবেই দেখবেন এমনি এমনিই সব হয়ে যেতে শুরু করেছে!
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ব্লগারদের পড়াশোনা করতে বলেন, পড়াশোনা না করলে লেখা যাবে না। পিঠ চাপড়াচাপড়ি মুলক কমেন্ট দিয়ে সাময়িক পথ চলা যাবে কিন্তু ভবিষ্যত অন্ধকার।
আপনার পোস্ট অনেকেইর হয়ত কাজে লাগবে। নতুনদের সাহায্য করার জন্য ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিলিয়ার রহমান বলেছেন: ব্লগে ভালো করতে হলে অবশ্যই পড়তে হবে!!
আপনার কাছেও একটা অনুরোধ আছে! নতুন অনেকই আছেন যারা ব্লগে ভালো করতে পারবে বলে বিশ্বাস রাখি! তাই তাদের প্রথম পাতায় লেখার সুযোগ করে দিন!
আপনার মন্তব্যের জন্য ধন্যবাাদ!
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮
গেম চেঞ্জার বলেছেন: আমার মতো নয়া ব্লগারের জন্য দারুণ কাজের একটা পোস্ট এইটা!
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনাদের কথা চিন্তা করেইতো এই পোস্ট দেয়া মেয়াবাই!!!
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭
ব্লগ মাস্টার বলেছেন: আমাদের মতো নয়া ব্লগারের জন্য দারুণ কাজে লাগবে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনি বেশ নয়া ব্লগার!
আমার থেকে মাত্র আঠারো মাস আগে ব্লগিং শুরু করেছেন এই আর কি!!
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯
অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই অর্ধ চন্দ্র !
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১
আমি চির-দুরন্ত বলেছেন: জনাব জুনিয়র কোথায় আপনি????
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
বিলিয়ার রহমান বলেছেন: যাই অপুকে জিজ্ঞেস করে আসি!!!
নাকি ভাই???
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
সাকিব ইফতেখার বলেছেন: আপনি কমেন্ট চেয়েছেন....যান কমেন্ট করে দিলাম
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
বিলিয়ার রহমান বলেছেন: কমেন্ট করলে উত্তর দিতে হয় তাই উত্তর দিলাম!
২০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
শায়মা বলেছেন: বিলিভাইয়া নিউ টিচার!!!!!!!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: তো!!! আমার টিচিং কেমন হইলো আপি???
২১| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক কিছু জানা হল।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!
আপনি আমার পোস্ট থেকে কিছু একটা জানতে পেরেছেন জেনে আনন্দিত হলাম!
২২| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: সামু নিয়ে যেই একখানা পোস্ট দিসেন দাদা, আপনাকে তো লাইফটাইম সেফ আর সামুর মরোন্তর মেম্বার করে নিবে
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
বিলিয়ার রহমান বলেছেন: আপনি কি এখনো ওয়াচে আছেন??? আই মিন এখনো কি সেফ হননি???
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
সিফটিপিন বলেছেন:
আলোচিত ব্লগে মডারেশনের কোন হাত নেই! এই ব্লগে সাধারনত সেরা পোস্টগুলোই স্থান পেয়ে থাকে।
ব্লগ টিম কি বলে-
আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।
অনেক সময় কিন্তু ভাল লেখাও আলোচিত ব্লগে আসে না।
যা হোক, আমি ভুল ধরতে আসিনি। পরস্পরের বিরোধী মনে হল তাই শেয়ার করলাম।
আপনার পোস্ট ভাল লেগেছে, নতুনদের কাজে লাগবে।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ঠিকইতো আছে!!
অপেক্ষাকৃত ভালো পোস্টগুলোই তো বেশি পঠিত , মন্তব্য প্রাপ্ত ও লাইক প্রাপ্ত হয়। তবে দু একটা ব্যাতিক্রম থাকে বলেই আমি সাধারনত লিখেছি ।
আলোচিত ব্লগ তিন ঘন্টা পর পর আপডেট হয় একথাও ঠিক। তবে সেখানে ২৪ ঘন্টাকেই বিবেচনায় রাখা হয়। ধরুন সকাল ৯ টায় আলোচিত ব্লগ আপডেটেড হলো। এই আপডেটের সময় সকাল নয়টার পূর্ববর্তী ২৪ ঘন্টাকে অর্থাৎ আগের দিন সকাল ৯ টার পরে করা সকল পোস্টকে বিবেচনায় আনা হয়ে থাকে। তাদের মধ্য থেকে ৫ টি পোস্ট ক্যাটাগরি অনুযায়ী আলোচিত ব্লগে আসে।
আবার তিন ঘন্টা পরে দুপুর ১২ টায় যখন আলোচিত ব্লগ আপডেটেড হবে তখন আগের দিন দুপুর ১২টার পরবর্তী সকল পোস্টকে বিবেচনায় আনা হয়ে থাকে। এভাবে তিন ঘন্টা পরপর আলোচিত ব্লগ আপডেটেড হয়। তবে এই আপডেটেড এর সময় পূর্ববর্তী ২৪ ঘন্টাকে বিবেচনায় আনা হয়! অর্থাৎ আপনি কোন পোস্ট করলে সেটি সাধারনত পরবর্তী ২৪ ঘন্টা আলোচিততে আসার জন্য বিবেচিত হয়ে থাকে।
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রায় ছেড়েই দিয়েছি,
লেখা লেখি ...........................
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
বিলিয়ার রহমান বলেছেন: লেখালেখি ছেড়ে দেবেন কেন???
লেখালেখি চালিয়ে যান!!
আমাদের ভালোভালো লেখা উপহার দিন!
২৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার পোস্টে কোন পাঠক তখনই মন্তব্য করেন যখন তার লেখাটি ভালো লাগে! তাই কোন পাঠক আপনার পোস্টে মন্তব্য করলে আপনার প্রথম ও প্রধান কাজ হলো দ্রুত তার মন্তব্যের সুন্দর উত্তর দেয়া। আপনি যদি আপনার পাঠকদের মন্তব্যের উত্তর না দেন তবে তারা আপনাকে অ্যারোগ্যান্ট ভাববে এবং আপনাকে এড়িয়ে চলতে চাইবেন!
পাঠকদের ভালো মন্তব্যে অনুপ্রেরণা নিন। সমালোচনাপূর্ণ মন্তব্যকে নিতে হবে অবশ্যই পজিটিভলি! বিতর্ক যথা সম্ভব এড়িয়ে চলুন! ব্লগে একটা স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কাউকে আক্রমন করে কিছু না বলা বেস্ট। আর আপনি আক্রান্ত হলে বুদ্ধি দিয়ে সেটি সামলাম। আক্রমনের প্রতি উত্তর আক্রমন নয়!
উপরের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা নতুন ব্লগার বন্ধুদের জানা থাকা প্রয়োজন। আমি আপনার এই পোস্ট থেকে উপকৃত হলাম। পোস্টের কথাগুলো প্রায় সবই জানা আছে, তবে উপকৃত হলাম এই অর্থে যে কথাগুলো আবার একবার ঝালাই করে নেওয়া হলো।
ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনি আমার পোস্ট পড়ে উপকৃত হয়েছেন হেনা ভাই!!!!! বলেন কি??
অনুপ্রেরণা দিয়ে যাওয়ায় ধন্যবাদ ভাই!
আপনার জন্য শুভ কামনা!
২৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: ভালো হইসে ভাইয়ু!!!!!!!!
গুড টিচিং!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু আপি!
২৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাইরে আমি আর কি কমু আমার লেখা প্রথম পাতায় যায়না।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১
বিলিয়ার রহমান বলেছেন: পরথম পাতায় লিখবার পারতেছেন না!!!
বলেন কি ??
কয়েকদিন আগেও তো পরথম পাতায় আপনার হিন্দি গান হুইন্না আইলাম!
২৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬
মেটাফেজ বলেছেন: বেশি পাঠক ভাল না মনোযোগী পাঠক ভাল?
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৩
বিলিয়ার রহমান বলেছেন: বেশি পাঠক ভালো।
মনোযোগি পাঠক আরো ভালো!
তবে সংখ্যায় বেশি + মনোযোগি পাঠক সবথেকে ভালো!
২৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১০
জুন বলেছেন: এখনো স্ট্রাগল করে চলছি বিলিয়ার রহমান
উপকারী পোষ্ট ।
+
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
বিলিয়ার রহমান বলেছেন: জুনাপি-ই যখন স্ট্রাগলিং করছেন আমার তো তখন স্ট্রাগলিং শুরু করার জন্য লাইনে দাঁড়ানো ছাড়া আর কোন পথ নেই!
প্লাসে অনুপ্রাণিত!
৩০| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
মুহাঃ আমিরুল ইসলাম বলেছেন: অজানা কিছু জানতে পারলাম। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮
বিলিয়ার রহমান বলেছেন: মুহাঃ আমিরুল ইসলাম
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ!
পোস্ট পড়ে আপনি কিছু জানতে পেরেছেন জেনে খুশি হলাম!!
ভালোথাকুন!
৩১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০
খায়রুল আহসান বলেছেন: জুন এরই মত আমারও দশা- এখনো স্ট্রাগল করে চলেছি। এই যেমন, উনি মন্তব্য করার আগেই আমি একটা দীর্ঘ মন্তব্য করে মন্তব্য প্রকাশ করুন ক্লিক করলাম, আর কিছুক্ষণ ঘুরতে ঘুরতে সেটা হাওয়া হয়ে গেল। কেন হলো, কি করে হলো, তা বোঝার কোন অবকাশ নেই। অগত্যা পুনরায় মন্তব্য শুরু করলাম।
আপনার এ পোস্টটাকে একটা উন্নত মানের টিউটোরিয়াল হিসেবে গণ্য করা যায়। এই ব্লগে আমি এখন আর একেবারে নতুন নই, তবুও মনে হলো আমি এটা পড়ে বেশ উপকৃত হ'লাম। আর আলোচিত ব্লগ সম্পর্কে আপনার ২৩ নং প্রতিমন্তব্য থেকে অনেক কিছু জানতে পারলাম।
পোস্টে ভাল লাগা + +।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১০
বিলিয়ার রহমান বলেছেন: এরকম সমস্যার জন্য আপনি বড় মন্তব্য পোস্ট করার আগে সেটি কন্ট্রোল + ভি চেপে কপি করে রাখতে পারেন! মন্তব্য পোস্ট না হলে কপি থেকে আবার নিয়ে আসতে পারবেন!
আপনি আমার পোস্ট পড়ে উপকৃত হবেন একথা আমি স্বপ্নেও ভাবি না!
তবুও আপনি উপকৃত হয়েছেন জেনে খুশি হলাম!
ভালোথাকুন ভাইয়া!
৩২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব বিলি ভাল কিছু বিলি করেছেন। এখন যাদের এগুলো দরকার তারা এগুলো নিরিবিলি কাজে লাগালেই হলো।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২
বিলিয়ার রহমান বলেছেন: জনাব আহমেদ
দারুন একটা মন্তব্য করে গেছেন!
আপনার মন্তব্যে ভালালাগা!
৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৭
Tanju H বলেছেন: ধন্যবাদ আপনাকে ,,,নতুন ব্লগে আসছি ,,,আমার জন্য লেখাটা উপকার দিবে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন জেনে খুশি হলাম!
আপনার জন্য শুভ কামনা!
হ্যাপি ব্লগিং!
৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১
আমি মফিজ বলেছেন: আপনার পোস্টটি আমার মতো অনেকের জন্যই শিক্ষনীয় হবে।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আমি মফিজ
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ!
পো্টিটি থেকে আপনি কিছু জানতে পেরেছেন জেনে খুশি হলাম!!
ভালোথাকুন!
৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: শিখলাম মেলা কিছু! পোস্ট ভাল্লাগছে, ম্যাভাই!
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫
বিলিয়ার রহমান বলেছেন: মেলা কিছু শেখলেন!!!!
হু মুই বুঝবার পারছি ম্যাভাই!
বহুত দিন পর আইছেন দেইখ্খা ধইন্না!
৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাই, সামুতে আমি নতুন, কোন সমালোচনা করার নামে কোন পাতা নেই ? এই রকম সুন্দর পোষ্টের তীব্র নিন্দা জানাই ।
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো নতুনদের কোন প্রশ্নের উত্তর দেব কিনা সেটি অপুর কাছ থেকে আগে জেনে আসি নাকি???
৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮
উম্মে সায়মা বলেছেন: জুন আপুর মন্তব্যের প্রতিমন্তব্যের রেশ ধরে বলি...... আমি স্ট্রাগলিং শুরু করার জন্য লাইনের শেষ সদস্য
উপকারী পোস্ট বিলিয়ার ভাই....
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আমিও আপনার দলে আছি উম্মে সায়মা!
৩৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্লগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোষ্ট। সবারই একবার করে পড়া উচিৎ। কিছু পরামর্শ অসাধারণ দিয়েছেন। যদি মেনে চলতে পারি তো নিজের লাভই বেশি হবে মনে করি।
পোষ্টটি পড়ে ভালো হলো। নিজেও আরেকবার সতর্ক হতে পারবো।
সৌজন্যতা আমাদের মধ্যে থাকতেই হবে। সকল ব্লগারদের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ থাকাটাও ক্ষতির নয়, আমি লাভের মনে করি।
সবার প্রতি আত্মবন্ধন গড়ে উঠুক এই প্রত্যাশা।
শুভকামনা ভাই আপনার জন্য সবসময়।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন
পাঠ এবং পাঠোত্তর সুন্দর একটা মন্তব্য ও প্রত্যাশা রেখে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!
পাশে থাকা জন্য ভালেঅবাসা!
আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা!
৩৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮
blogermassud বলেছেন: আমার পরিচয়
এডিট করুন
আমার পরিসংখ্যান
• পোস্ট করেছি: ০টি
• মন্তব্য করেছি: ৫৯টি
• মন্তব্য পেয়েছি: ০টি
• ব্লগ লিখেছি: ১ মাস ৪ সপ্তাহ
• অনুসরণ করছি: ৬ জন
• অনুসরণ করছে: ২ জন
মডারেশন স্ট্যাটাস
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
ব্লগ ইনফরমেশন প্যানেল
• পোস্ট পর্যবেক্ষণ (০)
• অদেখা মন্তব্য সমূহ ()
• আমার ড্রাফট (0)
• নতুন নোটিশ (০)
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
• মামুন ইসলাম
• চাঁদগাজী
• মোস্তফা সোহেল
• রিফাত হোসেন
• ফরিদ আহমদ চৌধুরী
• ব্রতশুদ্ধ
• সামিউল ইসলাম বাবু
এতদিন হওয়া সত্বেও আমার লেখা ১ম স্থানে যায় না কেন ?
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনি এখনোতো এই লেখাটা ছাড়া অন্য কোন পোস্ট দেননি!!
অপেক্ষা করুন! মডারেটরেরা অবশ্য আপনাকে প্রথম পাতায় লেখার অনুমতি দিয়ে দেবেন!
৪০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
ভালো টিউটোরিয়েল, নতুনরা কম সময়ে ব্লগিং সম্পর্কে বুঝার সুযোগ পাচ্ছেন
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভালেঅ লাগলো ভাই!
৪১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: এমনই ভাবে আমিও সাহায্য নিয়েছি, সেই সময়ের পোষ্ট থেকে।। সেই দৃষ্টিকোন থেকে নিঃসন্দেহে বলা যায় আপনার এই লেখাটি থেকেও অনেকে উপকৃত হবেন।।
আজও আমাকে প্রতিদিনই ৪/৫ করে লগইন করতে হয়।। হঠাৎ করেই একপেজ থেকে অন্যপেজে যাওয়ার সময়/ মন্তব্যের সময়ে।। বাধ্যহয়েই আগে কপি করে নেই
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার সমস্যাটা আম জনতা সবাই কম বেশি ফেস করেছে!! এক একজন নিজের উদ্ভাবিত পদ্ধতিতে তার সমাধান খুঁজেপেয়েছেন!
আপনার প্রশংসনীয় মন্তব্যটির জন্য ধন্যবাদ ভাইয়া!
৪২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: নাহ রে ভাই। এখনো সেফ হই নাই। আর ও কতদিন লাগবে কে জানে?
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
বিলিয়ার রহমান বলেছেন: নো টেনশন!!!
ধৈর্য ধরুন!! একদিন না একদিন তো সেফ হয়ে যাবেন নাকি!!! তাই অগ্রিম মিষ্টি খাইয়ে যান!
৪৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৭
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক ধন্যবাদ।
সুন্দর একটা পোস্ট বিশেষ করে আমাদের মত নতুনদের জন্য।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটি মন্তব্য করে যাওয়ায় আপনাকেও অনেক ধন্যবাদ সিনবাদ জাহাজি !
৪৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: প্রাথমিক বিদ্যালয়ের পোস্ট । যারা প্রাইমারীতে আছে তাদের জন্য উপযুগী খাদ্য ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
বিলিয়ার রহমান বলেছেন: প্রাইমারি লেভেলের ছাত্তুরতো প্রাইমারি লেভেলেরই দেখা লিখবে দাদুভাই!
৪৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৩
ইসফানদিয়র বলেছেন: আমিও নতুন ব্লগার। আমার মতো নতুনদের কাজে আসবে। ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬
বিলিয়ার রহমান বলেছেন: ইসফানদিয়র
পোস্ট পাঠ এবং পাঠোত্তর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!
ভালোথাকুন!
৪৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫
সিফটিপিন বলেছেন: আলোচিত ব্লগে সময় নিয়ে বলতে চাইনি, বলতে চেয়েছি ভাল পোস্টের ব্যাপারে।
মনে করুন আমি প্রতিনিয়ত ৩০-৪০ জনের পোস্টে নিয়মিত মন্তব্য করে থাকি এবং একদিন দু-লাইনের একটি পোস্ট করলাম। সবাই মানবতার খাতিরে আমার পোস্টে মন্তব্য করল। অনেক গুলো মন্তব্য পাওয়াতে আমি আলোচিত ব্লগে চলে গেলাম। সেই সাথে আপনি একজন নতুন অথবা পুরাতন ব্লগার একটি ভাল মানের পোস্ট দিলেন এবং অন্য কোন ব্লগে মন্তব্য করলেন না। দেখবেন আপনার পোস্টে দু-চারটা ছাড়া মন্তব্য নেই।
তাই আলোচিত ব্লগে ভাল পোস্টের বিষয়ে বলা হয়নি, বলা হয়েছে আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে ।
আর একটা বিষয়ে দেখছি অনেকেই হতাস সেফ না হওয়াতে। যদিও তিনদিনের সময় দেওয়া আছে। ভাল ভাল পোস্ট, ভাল মন্তব্য করেও মাস পেরিয়ে যায় তবুও সেফ হয়না। (আমি নিজেও সেফ হয়নি)
আসলে সামুতে মাঝে মধ্যে কাদা ছুড়াছুড়ি হয়। এই কাদা ছুড়াছুড়ির মাঝে পালটা জবাব দিতে অনেক সময় ব্লগাররা মাল্টি নিক খুলে থাকেন। তখন সমস্যা আরও বিপর্যয় হয়।
তাই প্রথম পাতায় অনুমোদন দিতে মডুদের ভাবতে হয়।
সামুর প্রতি আপনার ভালবাসা দেখে আমি মগ্ধ।
ভাল থাকুন সব সময়।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার যুক্তি ভুলবলার নয়!!!
তবু কিন্তু আপনাকে মানতেই হবে যে আলোচিত ব্লগের প্রায় পোস্টই বেশ ভালো হয়ে থাকে!
পরিচিতি না পাওয়ার কারনে অনেক ভালো পোস্টই যে আলোচিততে আসে না সেটা আমিও মানি!
আর আপনি এখনো সেফ কেন নন বুঝতে পারছি না!!! হয়তো শীঘ্রই হয়ে যাবেন!
৪৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
এডওয়ার্ড মায়া বলেছেন: ভালো টিউটোরিয়েল -ভিডিও হলে আরো সুবিধে হত ।
তবে যাই বলেন নতুন যারা সামুতে আসেন তারা ভাল ভাবেই বোঝতে পারেন হিট কেম্নে খাইতে হয় ।এই যেমন -সামুর প্রত্যেক ব্লগারের দয়ার শরীর
তাই যে ব্লগারের পোষ্টে মন্তব্য দিবে সেও মন্তব্যকারীর পোষ্টে গিয়ে মন্তব্য দিয়ে আসে।
গিভ ও টেক ব্যাপারটা সামুর ক্ষেত্রে উপকারী ফর্মুলা ।
যে নিজেকে ব্লগার হিসেবে প্রমাণ করতে চায় সে যাস্ট প্রত্যক পোষ্টে -ভাল হয়েছে,দারুন ,মুগ্ধ এই কথা গুলো লিখলেই ব্যাস ।
পোষ্ট পড়ার প্রয়োজন নাই
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার থিউরিটা দারুন!
তবে এতে সাময়িক লাভ হয় ঠিকই কিন্তু আখেরে আপনাকে( পড়ুন ব্লগারদের) ভালো লেখা দিয়েই টিকে থাকতে হবে!!
আপনার সুন্দর মন্তব্যেটির জন্য ধন্যবাদ মায়া ভাই!
৪৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ভাই
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য আমি তুমি আমরা আপনাকেও ধন্যবাদ!
৪৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক উপকারী পোস্ট বিলিয়ার রহমান ভাই। ধন্যবাদ বাদ আপনার এই পরামর্শ দেওয়ার জন্য।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনুপ্রেরণা দায়ক মন্তব্য!!
এমন একটা মন্তব্য রেখে যাওয়ায় সুজন ভাই আপনাকেও ধন্যবাদ!
৫০| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট । আমার মত নতুনদের জন্য খুব কাজে দিবে ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই আপনার কাজে দেবে!!!!
তাহলে তো আমি খুশিতে গদগদ মামুন ভাই!
৫১| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
গর্তে পরছি বলেছেন: আমি ছবি ব্লগ লেখালেখি করার চেষ্টা করছি কিন্তু প্রতিটা প্যারার পর বা ছবি পরে বিস্তারিত আবার ছবি তার বিস্তারিত এভাবে লিখতে গেলে হচ্ছে না ছবি লিংকগুলো শুধু আসে। সেজন্য পুরো পোষ্ট একসাথে করে পরে ছবি দেই কিন্তু দেখতে ভালো লাগে না। সঠিক ভাবে করার পক্রিয়া কি?
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: ধরে নিলাম আপনি ৫টি ছবি আপলোড করবেন এবং এদর বর্ণানা দেবেন!
আপনি প্রথমে এক নম্বর ছবি আপলোড করুন (মনে রাখবেন পোস্ট লেখার সময় ছবি আপলোড করলে ছবি আসে আসে ছবিরে আপলোডেট আইডি) নিচে দিয়ে দিন এর বর্ণনা!
এবার আপলোড করুন দুই নম্বর ছবি আপলোড করুন (এখানেও আপনি একটি ইমেজ আইডি দেখবেন) নিচে দিয়ে দিন এর বর্ণনা! এভাবে পর্যায় ক্রমে সব ছবি ও বর্ণনা যোগ করে দিন!! এবার পোস্ট করুন বাটনে ক্লিক করে পোস্ট আপলোড করুন। এবার দেখুন আপনার প্রত্যেকটি ছবির পরে সেই ছবির বর্ণনা এস গেছে!
এছাড়াও আপনি ইমগোরের সাহায্য নিয়েও ছবি আপলোড করতে পারেন! বিস্তারিত পড়ুন ছবি আপির পোস্ট থেকে
৫২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
কানিজ ফাতেমা বলেছেন: বেশ কিছুদিন যাবৎ ব্লগিং করলেও অনেক কিছুই এখনো ঠিকঠিক জানা হয়নি । পোষ্টটি আমাদের মত নতুনদের জন্য বিশেষ উপকারী। আশা করি এ ধরনের আরো পোষ্ট পাবো ।
শুভ কামনা রইল ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ আপি!!!
আপনার জন্য শুভকামনা!
৫৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুবই মুল্যবান এবং উপকারী পোষ্ট ।
নতুনদের সাথে পুরাতনেরাও ব্লগিয় বিষয়াবলী
সম্পর্কে নীজের জানাটাকে আপডেট করতে
পারেন । নীজেও অনেক উপকৃত হলাম ।
শুভেচ্ছা রইল
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আলী ভাই আমার পোস্ট পড়ে আপনি উপকৃত হয়েছেন!!!!!!!!!!!!!!!!
আমিতো হার্টফেইল খামু ভাই!!!
৫৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮
সালমান মাহফুজ বলেছেন: বেশ কার্যকরী টিপস ।
লাইকড !
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: বেশ অনুপ্রেরণাদায়ক মন্তব্য!
লাইকড!
৫৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩
দাঁড়িকমা প্রকাশনী বলেছেন: ভালো পোস্ট
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম ভাই!
৫৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
ধূর মিয়া ! এই সস্তা অপু দেখি আপনার মন কেড়ে নিছে ... কারিনা নয়তো জরিনার কথা বলেন ; তাও ভালো লাগবে ।
অল্প না বয়সের সখিনা ছেরি...............।
পোষ্টে কিন্তু পিলাচ দিছি ..........।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টের পিলাচের জন্য গরম ভাতের উষ্ণতার শুভেচ্ছা!!!
আর অপু হ্যাতায় আমার মুন কারবো ক্যামতো হ্যাতার মুন তো এখন দেউলিয়া আর তাছাড়া আমার নিজের মুনটাও তো............
৫৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
জেবনে হিরো আলম হতে পারলেও দু তিনডা নায়িকা পেতাম ...... এ জেবন ঘোল আনা মিছে ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!
তাহলে চলেন আপনারে নিয়া হিরু ভাইর কাছে যাই!!!
দেখি উনি দুই চাইরডা লায়িকা ধার দেন কিনা!!
৫৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
হয় আপনার তো সমস্যা নেই ............................... আপনি নিজেই একজন নায়ক রিয়াজ । আনহের কোন সমস্যা নেই ।
চলেন হিরু লাগে সেলফি তুলি ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: আমি কিন্তু সত্যিই নায়ক রিয়াজ!!!! (অন্তত আমার তেনার কাছে)
আর হিরুর সাথে সেলফি তোলার আইডিয়াটা মন্দ না!! তাতে যদি কপালের সিঁকে ছেড়ে আরকি???
বিদ্র: হিরুর থেকে আমদানি করা লাইকা কেবল আপনার উহার কোন ভাগ এবং দা্য়ভার হামার নাই!
৫৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
এডা হামি কি করনুরে এডা হামি কি করনুরে
দুনিয়ার যত সব ফালতু .................
ভালা থাকুন। হামি যাই গা ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫
বিলিয়ার রহমান বলেছেন: ঠিকাছে যান!!
তয় লাইকা জুটে গেলে মিষ্টি টিষ্টি পামু তো????
৬০| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
পাটি হপে ...............ভাই ব্রদার মিল্লা
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন: আশায় থাকলাম!!!
পার্টিতে দাওয়াত পেলে কি গিফ্ট নিয়ে যেতে হবে???
৬১| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ভেবে চিন্তে বলি .......................
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: হু তাই হোক!!!
বন্ধের দিনে এমন গুরুতর জাতীয় সমস্যা আলোচনার জন্য তিন স্টিক গোল্ডলিফের সুরভীর শুভেচ্ছা!
৬২| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এ পোস্টে নতুনত্ব কাটবে আশা করছি। ভালো পোস্ট...
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯
বিলিয়ার রহমান বলেছেন: মইনুল ভাই!!!
আপনার প্রশংসায় সত্যিই খুশি হয়েছি!
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দিয়ে ঋণের বোঝা কমাতে চাচ্ছি না!
৬৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮
ঝালমুড়ি আলা বলেছেন: আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
সমস্যা আমার লেখার অনুমতি নাই ।
নতুন পোস্ট লেখুন তাতে ক্লিক করলে এই ম্যাসেজ দিচ্ছে ।
একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনি মডুদের ফিডব্যাকে মেইল করে জানান!
তারা হয়তো ভালো সমাধান দিতে পারবেন!
৬৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গলায় দা লাগিয়ে রাখলে কী করার তা বিশ্লেষণ করলে উপকৃত হব।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
বিলিয়ার রহমান বলেছেন: গলায় দা লাগিয়ে রাখলে আরো ভালোভাবে গলা পেতে দেবেন!
৬৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে, আমি গলাটাই দিয়ে দিয়েছি। (হাহাহাহাহা)
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!!
তাহলে আমি বোঝাতে সফল হলাম!!
দেখেছেন আমি কেমন ভালো টিউটর!
৬৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, তা তো সবাই জানে।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আবার এসছেন!!!!
বেশ বেশ!!! তবে একটা কবিতা পড়ে যান!!
ও রমণী সওয়ারি হবে
আমার নায়ে আজ।
মাস্তুলেতে দেবো তবে
পদ্ম ফুলের সাজ।
নীল আকাশের মেঘ দেবো
দেবো বৃষ্টির ফোঁটা।
চালতে ফুলের সুবাস দেবো
দেবো চাইবে যেটা।
নদীর ঢেউকে দেব ছুঁতে
শোনাবো কোকিলা গান।
দুঃখ সব মিলিয়ে দেবো
করিয়ে রৌদ্র স্নান।
ও রমণী সওয়ারি হবে
আমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
দূর অজানায়।
৬৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো পোষ্ট।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভালোলাগলো কবি!
৬৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তওবা তওবা!
(মন্তব্যে ধরলে আমি কিন্তু ছাড়ি না, শো পাড় হলেও সমস্যা নেই। সমস্যা হলো অন্যরা বিরক্ত হন।)
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮
বিলিয়ার রহমান বলেছেন: তওবা ক্যালা ভাই জান!!
আমিও আপনার দলে আইমিন মন্তব্য ধরলে আর ছাড়ি না !
৬৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
রেজওয়ান26 বলেছেন: আমি একজন সেফ ব্লগার হলেও আমার লেখা প্রায় তিন বছর যাবত প্রথম পাতায় যায় না!
এর কোন সমাধান আছে কি?
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনি মডুদের ফিডব্যাক মেইলে মেইল করে জানাতে পারেন! হয়তো ফল পাবেন!
৭০| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: নতুনদের জন্য কার্যকরী পোস্ট আর পুরোনোরাও পড়ে উপকৃত হবেন। একটি ভাললেখা দারুন কিছু।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসা পেয়ে খুশি হলাম সেলিম ভাইয়া!
শুভকামনা!
৭১| ০১ লা মে, ২০১৭ সকাল ১০:০২
অস্থায়ী জীবন বলেছেন: আপনাকে আপাতত তিন দিন( পড়ুন এক থেকে দেড় মাস, কোন কোন ক্ষেত্রে এর চেয়েও বেশি সময়) ওয়াচে রাখা হবে। তিন দিন আবার ১/১.৫ মাস এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন।
০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: সামু তিন দিনের কথা বলে!!
তবে প্রায় ব্লগারেই সেফ হতে এক দেড় মাস লেগে যায়! এটা কেন লাগে তা মডারেটরগন হয়তো ভালো বলতে পারবেন!
৭২| ০১ লা মে, ২০১৭ রাত ৮:২৮
মিস্টার আহমেদ বলেছেন: আমি ব্লগে একেবারেই নতুন। সে হিসেবে অনেক কিছু জানতে পারলাম। আর আমার লেখালেখি করতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: মিঃ আহমেদ সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ!
আপনার জন্য শুভকামনা!
৭৩| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৩৭
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
প্রিয়তে নিলাম। দু'টি বিষয় জানতে চাচ্ছি-
১। পোস্টে কী-ওয়ার্ড কিভাবে লিখতে হয়? দুটি কী-ওয়ার্ডের মাঝে কমা লাগে কি?
২। আমি মোটিভেশনাল লেখা পোস্ট করি। এটা সামু-তে যে বিষয় ভিত্তিক ব্লগ করার সুবিধা আছে, সেগুলো'র কোনটার মাঝে অন্তর্ভুক্ত জানতে পারলে উপকৃত হতাম।
ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই দেরি করে উত্তর প্রদানের জন্য দুঃখ প্রকাশ করছি!
এবার আপনার প্রশ্নের ব্যাপারে বলি, আমার জানা মতে এসইও এর সুবিধার জন্য কী ওয়ার্ড একটা ফ্যাক্টর। তবে সম্ভবত সামুতে কেউ সার্চ করে আপনার/আমার পোস্ট পড়েন না! তাই সামুতে আপনার পোস্টের একটা সুন্দর শিরোনামই আপনার কীওয়ার্ডের কাজ করে দেবে। এছাড়াও সামুতে আপনি প্রতিটি মন্তব্যের মাধ্যমেই আপনার ব্লগের অটো ব্যাক লিংক হয়ে যাচ্ছে!
বিষয় ভিত্তিক পোস্টগুলো এখন আর কোন ব্লগার অটো নির্বাচন করতে পারেন না। মাঝে মধ্যে ইচ্ছে হলে মডারেটররা কিছুপোস্টকে বিষয ভিত্তিক ব্লগে অন্তর্ভক্ত করছেন!( এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ)
আপনি ব্লগে যারা বেশ অভিজ্ঞ তাদের কাছ থেকে আমার থেকে অনেক বেটার পরামর্শ পাবেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ! ভালোথাকুন!
৭৪| ০২ রা মে, ২০১৭ রাত ১:১৩
জাহিদ হাসান বলেছেন: এত কিছু ভেবে কখনও ব্লগিং করিনি, এখনও করি না।
আমি আমার মত লিখে যাই। আমি আমার বলে যাই।
কে কি ভাবলো তাতে কি আসে যায়? মরে গেলেই সব শেষ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
বিলিয়ার রহমান বলেছেন: কারো কারো কিছু ভাবতে হয়না জাহিদ ভাই!
ইউ আর ব্লিলংজ টু দ্যাট গ্রুপ!
৭৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
অনিক_আহমেদ বলেছেন: উপকারী + দরকারি পোস্ট। আমিও যুদ্ধ চালাচ্ছি "সেফ" নামক অবস্থানে যাওয়ার জন্য... :/
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত আপনি ঠিক পথেই আছেন!
অল্প সময়ের মধ্যেই হয়তো সেফ হয়ে যাবেন!
শুভকামনা!
৭৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫
কামরুননাহার কলি বলেছেন: জানলাম অনেক কিছু । ধন্যবাদ ভাইয়া
০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!!
শুভকামনা!
৭৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধন্যবাদ, অনেক কিছু শিখলাম
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
শুভকামনা!
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ভালো লিখছেন ভাইয়া....
নতুনদের জন্য খুব কাজে দিবে....
দিকনিরদেশনা গুলো ভালো ছিলো,,,শুভকামনা নিরন্তর..