নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।স্বীকৃতি
আমি যখন তুখোড় কবি নরেন্দ্র তখনো কলম ধরতেই শেখেনি। কলম নামক বস্তুটাকে সম্ভবত খাবার ভাবত সে। তার এমন বোকামি ভীষণ হাসাত আমায়। অথচ কবিতার ঈশ্বর অ্যাপোলোর কাছে ওই নাকি সেরা কবি!!! অসহ্য ব্যাপারটা হজম করতে না পেরে একদিন ঈশ্বরকে বলেই ফেললাম
__ নরেন্দ্র আমার থেকেও বড় কবি!!! আমার কবি সত্তার হন্তারক!!! এও কি সম্ভব??
__“হ্যা এ সম্ভব!! সেই বড় কবি?? সবার থেকে বড়!” কিছুটা ঝাঁঝালো কন্ঠে উত্তর করে কবিতার ঈশ্বর।
__“কিন্তু তাই বলে এমন কেউ আমার থেকে বড় কবি যে কিনা কলমই ধরতে জানে না!!! আমার বড্ড হাসি পাচ্ছে ঈশ্বর।” অনেকটা ন্যাকামির ঢঙেই ঈশ্বরকে বলেদিলাম কথাগুলো।
__“হ্যা নরেন্দ্রই তোমার থেকে বড় কবি যে এখনো কলম ধরতে শেখেনি!” ঈশ্বরের ঝাঁঝালো কন্ঠে আরো আরো কিছুটা ঝাঁঝ মিশ্রিত হয়ে বেড়িয়ে আসে কথাগুলো।
সময়ের সাথে তাল মিলিয়ে নরেন্দ্র বড় হতে থাকল। সাথে সাথে মনুষ্য সমাজে বাড়তে থাকলো আমার কবি ক্ষ্যাতি! আর নরেন্দ্র ও কবিতা লিখবে কচু একটা ছড়াই লিখতে পারেনি কোন দিন!
কবিতার ঈশ্বরকে একদিন বাগে পেয়ে তাই ঠিকই প্রশ্ন করে বসলাম,
__“তুমি না বলেছিলে নরেন্দ্র আমার থেকে বড় কবি হবে?? ও কবি হবে ছাই এখনো একটা ছড়াও লিখতে পারেনি??”
নিরুত্তর ঈশ্বরের মৌনতা,( ঈশ্বর সমাজে কবি স্বীকৃতি পেতে) নরেন্দ্রকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলতে আমাকে বেশ ভালই সাহায্য করেছিল। তবে সিদ্ধান্তটা বাস্তবায়নের আগেই আমার আশ্রয় হলো কয়েদ খানায়।
__নাম কি তোর??? ধমকের সুরে এক প্রবীণ কয়েদির প্রশ্ন।
__“সরফরাজ!” কিছুটা অপ্রস্তুত ও মোলায়েম কন্ঠে উত্তর দেই আমি।
__“কী করস??”কর্কশ কিন্তু ভাবলেশহীন কন্ঠটা আরো একবার বেঁজে ওঠে।
__“কবিতা লেখি কবিতা।” মুখোমন্ডলে আমার গর্ভের আভাটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে!
__তাই বুঝি!!( অবজ্ঞার সুরে) তাহলে একটা চোরের সাথে আমি সেল ভাগাভাগি করছি!! বিড়বিড় করে আরো কিছু বলতে বলতে একটা খবরের কাগজ আমার হাতে ধরিয়ে দেয় সে!
বেশ বড় করেই সেই খবরের কাগজে লেখা,
ধরা পড়ে গেল বেহায়া কবিতা চোর সরফরাজ।স্বীকৃতি মিলল নরেন্দ্রের চুরি যাওয়া সকল কবিতার!
২।ইউটার্ণ
“তোমার সাথে কথা বলতেই এখন ঘেন্না হচ্ছে, ছিঃ তুমি এত নিচ” বলল তরুণীটি।
“আর এমন হবেনা , একটা বার আমায় সুযোগ দা্ও লক্ষিটি”, ছেলেটির করুন প্রার্থনা। “তোমার মতো ছেলেকে এই ৫ বছরে আমার পুরোপুরি চেনা হয়ে গেছে আর নয়”, বলেই অর্ধ যুগের সম্পর্কটি ভেঙে দিলো মেয়েটি।
সামলে নেয়ার হাজার চেষ্টা করেও নিজেকে তেমন সামলাতে পারছিলোনা ছেলেটি। হেয়ার যেলে সাজানো চুলগুলো পাখির বাসা হয়ে উঠতে থাকলো ক্রমশ।বহুদিনের অধোয়া টিশার্টটি বেহায়া গন্ধ বাড়াতে থাকলো অবিরত।পরীক্ষার স্কোর নামতে নামতে ঠেকলো তলানিতে।
সিগারেট ধরি ধরি করা অবস্থায় তরুণীর আরো ঝাঁঝালো মেসেজ,“কাল পার্কে এসো , তোমারকিছু গিফ্ট ছিলো, ফেরত নেবে।”
কোন মতেই যাবেনা বলে পণ ধরা ছেলেটা গেলোই গেলো।
“ইস চুলগুলো কি রকম পাখির বাসা করে রেখেছো ? শার্টে এতো ময়লাই বা কেন? শুনলাম এবারও নাকি প্রমোশন পাওনি? গিফ্টগুলো হাতে ধরিয়ে আরও কতক ধমকি হাকায় মেয়েটি।
গোমরা মুখে ছলছল চোখের নিরব অশ্রু পাতেই সবগুলো প্রশ্নের উত্তর দেয় ছেলেটি।
“কথা বলছোনা কেন?”গর্জে ওঠা মেয়েটির কন্ঠ জড়িয়ে যায় শেষে।
“তোমার মতো একটা নির্বোধ ছেলেকে কেবল কোন বোধহীন মেয়েই ভালো বাসতে পারে। আমার মনে হচ্ছে আমিই সেই বোধহীন মেয়ে।” জরানো গলায় বলতে বলতে কেঁদেই ফেললো মেয়েটি।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ চোরদের কাল্পনিক শাস্তি দিয়ে কি লাভ জানি না, তবে ঢের মজা পেয়েছি ++ আশা করছি এই জিনিসটাও চুরি যাক!
পয়লাটা অতো ভাল্লাগলোনা, সাধারণ মানের!
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আগেরটাকে পরে আর পরেরটাকে আগে এনে দিলাম!
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: প্লাস পেয়ে কিন্তু ভীষণ রকমের অনুপ্রানিত হয়েছি!
৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
ওমেরা বলেছেন: কবিতা চোর নিয়ে একটা গল্প লিখে ফেল্লেন ভাইয়া , ভালই তো বেশ ।
ধন্যবাদ ভাইয়া ।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক গল্প নয়!!! গল্প বলার চেষ্টা আরকি!
মন্তব্যের জন্য ধন্যবাদ ওমেরা আপি!
৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯
সিনবাদ জাহাজি বলেছেন: বেশ বড় করেই সেই খবরের কাগজে লেখা,
ধরা পড়ে গেল বেহায়া কবিতা চোর সরফরাজ।স্বীকৃতি মিলল নরেন্দ্রের চুরি যাওয়া সকল কবিতার!
মজা পাইছি
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু!!!!
কিন্তুক মজা পাওয়ার মজুরি আইমিন লাইক কই!
৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১
সিনবাদ জাহাজি বলেছেন: দিয়া দিছি
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা!!
এখন থেকে আমার পোস্টে মজা পাইলেই প্লাস দিয়া যাইতে হইবে! কইয়া থুইলাম কিন্তুক!
৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
লাইক দিয়ে দিয়েছি কিন্তু !!!!
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬
বিলিয়ার রহমান বলেছেন: তা নাহয় পেলাম!!!
কিন্তুক গল্প কি ভালা হইছে নাকি মন্দ তাহা কই দিলেন না!
৭| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
২ নম্বর গল্পটাতে শেষে সুপার-গ্লু লাগায়েছেন?
১ নং টি গল্প নয়, ওটা ঘটনা
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
এক নম্বরটা এজন্যই এন্টি রোমান্টিক! দুই নম্বরটা অনেক আগের একবারেই একটা অপরিপক্কতাহী লেখা!
৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্ট করে লিখেছেন .... এখন পাঠকে কিছু টাকা দেন ,তাহলে পাঠ করমু ,,,, না হলে না। আর না হয় লেখা চুরি করমু ...............
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
বিলিয়ার রহমান বলেছেন: পেপ্যাল অ্যাকাউন্ট আছে!!
থাকলে বলেন! কিছু পাঠাইতেছি!!!
আর যেই লেখা পাঠ করাইবার জন্য টাকা লাগিবে উহা চুরি গেলে হামার কোন আপত্তি নাই!
৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
এখন দেশে আছি, এ জন্য রেখে এসেছি ! কতু দিবুন ভাই ..........
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮
বিলিয়ার রহমান বলেছেন: যত পেলে পাঠ করবেন ততই দেবো!
১০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২
সুমন কর বলেছেন: হাহাহা..........ভালোই লিখেছেন।
আমিও এ বিষয়ে একটা লিখেছিলাম।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: পড়েছি এবং মন্তব্যও রেখে এসেছি!
গল্পের নাম নকল কবি!
১১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
সুইজ ব্যংকে যত টাকা ......................
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে তো হয়েই গেলো!!
সুইজ ব্যাংকে কোন টাকা নাই! তাই কিছু দিতেও হবে না! এবার তাহলে ভালোয় ভালোয় গল্পটা পড়ে ফেলেন!
১২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
এবার সবার শেষের পাঠক হব।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: পাঠুক হওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ!
১৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ লেগেছে। প্রথমটা অনেক ভালো লাগল। শেষের টাও ভাল লেগেছে।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু সুজন ভাই!
অনেক অনেক শুভকামনা!
১৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮
আহা রুবন বলেছেন: চোরের গল্পটি বেশি ভাল লাগল। কবিতা না লিখেও যে অসংখ্য কবিতার জনক, ঈশ্বর?
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: পোঠের জন্য শুভেচ্ছা!
গল্প ভালোলাগার কথা শুনে আনন্দিত হলাম!
১৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩
ধ্রুবক আলো বলেছেন: দুটো গল্পই ভালো লেগেছে ++++
প্রথম টার ভেতর গ্রিক গ্রিক একটা ভাব আছে, দারুন।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: কবিতার দেবতা আ্যাপোলোতো গ্রীক মিথোলজির অংশ!
তাই আপনার ধারনটা সঠিক!
প্লাসে অনুপ্রাণিত!
১৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৬
ধ্রুবক আলো বলেছেন: অনেক হইছে ফেলুদাগিরি চোর অনেক ধাওয়া করেছেন এখন বলেন কেমন আছেন?!
( এই কমেন্ট এই পোস্টের সহিত সম্পর্ক নেই )
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি!
গত কয়েকদিন বেশ ব্যাস্ত ছিলাম! তবে এখন অনেকটা ফ্রি!
আপনার খবর কি??
১৭| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৬
উম্মে সায়মা বলেছেন: বিলিয়ার ভাই চোরের গোষ্ঠি উদ্ধার করে তবে ছাড়বে
ভালো হয়েছে দুটোই
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০
বিলিয়ার রহমান বলেছেন: কই আমিতো চোরদের কিছু বলিনি!
আমিতো কেবল একটা গল্প লিখলাম মাত্র!
১৮| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪২
শায়মা বলেছেন: প্রথমটা পড়ে হে হে
পরেরটা আহা...
মেয়েটার উপরে হিংসা হচ্ছে আমি কেনো এত ভালো হতে পারি না .....
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যটার শুরুর অংশ পড়ে আমারো হে হে এসেছে!
শেষের জন্য পড়ার পর আপির জন্য বেড়ুলো আফসোস!
১৯| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬
রক বেনন বলেছেন: দুই নম্বরটা খুবই ভাল লেগেছে বিলিয়ার ভাই। পোষ্টে +++
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যটাও ভালো লেগেছে!
তয় পোস্টে প্লাস মিনস লাইক!! বাট আপনার লাইক কই!!!
২০| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধরা পড়ে গেল বেহায়া কবিতা চোর সরফরাজ।স্বীকৃতি মিলল নরেন্দ্রের চুরি যাওয়া সকল কবিতার!.......তার মানে চোরেরাই এখন বড় কবি, অন্তত যতদিন ধরা না পড়ছে
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: কে যেন বলেছিলেন না,
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা!
২১| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: দ্বিতীয়টি সত্যিই রোমান্টিক, ভালোলাগা জানিয়ে গেলাম বিলিয়ার ভাই।
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যেও ভালোলাগা কামাল ভাই!
শুভকামনা রইলো!
২২| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্যা হলো ফেবু চোর কবিরা বরং জেলেই যেতে চাইবে
গল্পে ভাললাগা
+++++++++
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !
পাঠ, প্লাস এবং একটা রসালো মন্তব্য করে যাওয়ায় ধন্যবাদ!
২৩| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০
ধ্রুবক আলো বলেছেন: ভালো আছি, তবে দিন দিন ব্যস্ততা বাড়তেছে!
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: ব্যস্ততা বাড়া ভালা, ওতেও ভাইটামিন আছে!
২৪| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১
জুন বলেছেন: ধরা পড়ে গেল বেহায়া কবিতা চোর সরফরাজ।স্বীকৃতি মিলল নরেন্দ্রের চুরি যাওয়া সকল কবিতার!
আচ্ছা ভ্রমণ পোষ্ট চোর ধরা পড়ে না বিলিয়ার রহমান
অবশ্য আমার পোষ্ট কেই বা চুরি করবে । ছুচো মেরে হাত গন্ধ
২য়টাও সেই অনেক আগের প্রেমের গল্প ।
দুটোতেই হালি হালি ভালোলাগা
+
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: চোর ধরার কাজ থেকে অবসর নিয়েছি আপি!
একটা পোস্টে আপনার লেখা চুরির প্রমাণতো দিয়েছি!! মনে করে দেখেন!
২৫| ২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
রোমন্টিক ও অ্যান্টিরোমান্টিক নয় সিজ্যোফ্রেনিক গল্প ।
লেখা চোর ধরতে ধরতে লেখকের অবচেতনে যে সাইকোলোজিক্যাল ডিজঅর্ডার ঘটে যাচ্ছে তার ছায়া প্রথম গল্পটিতে । সিজ্যোফ্রেনিয়ার লক্ষন ।
আর দ্বিতীয়টি ডিপ্রেসিভ ডিজঅর্ডার এর থেকে উঠে আসা । ভালোবাসায় মাঝেমাঝে এমন ডিপ্রেশন হয়েই থাকে । আর শেষে কান্না ঝরঝর ।
সুন্দর হয়েছে দু'টোই । শেষেরটা অদ্ভুত ভালো ।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: সিজোফ্রেনিয়া!!!!
বলেন কি এতো বড়ই ভয়ংকর কথা!
তবে আশার কথা হলো অহেতুক সন্দেহপ্রবণতা (ডিল্যুশন), অবাস্তব চিন্তাভাবনা, হ্যালুসিনেশন (অলীক প্রত্যক্ষণ), অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি জিনিসগুলো এখনো আমার মধ্যে আসেনি! তাই নিশ্চিন্তেই থাকতে পারি নাকি ডাক্তার সাহেব( আপনি চিকিৎসা বিষায়ক কোন একটা পেশায় জড়িত বলে জানি)!
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া!
২৬| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম গল্পটায় লেখা চোরের শাস্তি আমিও কল্পনায় দেখি। কিন্তু বাস্তবে কী সেই আশা দুরাশা নয়? পরের গল্পটিও ভালো হয়েছে। এখন দেখুন দুটি গল্পই চুরি হয়ে যায় কী না!
ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: চুরি নিয়া আর টেনশন নাই!
চুরি যাওয়ার পর যা থাকবে সেটুকু নিয়েই এখন খুশি!
২৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২
এডওয়ার্ড মায়া বলেছেন: লেখায় আলাদা স্বাদ পেলাম।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: স্বাদটা কি অেনুভূতি দিলো!
ভালো নাকি মন্দ???
২৮| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথম গল্পটা যদি বাস্তব হতো !!! খুব খুশি হতাম। আমার অকবিতা গুলোও নিজের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে অনেক গুনি (চোর) কবি! আমি বলেছি ভদ্রভাবে, সে উল্টো আমাকে ব্লক মারছে!!! মাঝেমধ্যে ভাবি, আমার কবিতাই না জানি আমাকেই চোর বানায় কোনদিন !!!!
দ্বিতীয় গল্পটার ভালোবাসা আমার কাছে খুব ভালো লাগলো। কাকতালীয়ভাবে আমার পুরনো দিন মনে পড়ে গেল পড়তে পড়তে।
অনেক ভালো লাগা রইল গল্প দুটিতে।
শুভকামনা জানবেন ভাই।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: আজ রাতে ঘুমানোর আগে গল্পটার কথা আর একবার ভাববেন!
ব্যাস স্বপ্নে সব বাস্তব হয়ে দেখা দেবে!
২৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে দুটিই ভাল লেগেছে। শেষেরটা পড়ে আবেগে পড়ে গেছি বিলি ভাইয়া।
২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: গল্প ভালো লেগেছে শুনে খুশি হলাম!
তয় আবেগে পড়ে থাকবেন প্লিজ!! দয়া করে আবেগের উপর থেকে ঊঠে আসুন!! আবেগ হলেও তো সে মানুষ নাকি???
৩০| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা ফেবুতে পড়েছিলাম দ্বিতীয়টাও পড়লাম
অনেক সুন্দর হয়েছে ভাইয়া
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে ৩৩০০ তম মন্তব্য করে যাওয়ার জন্য ধন্যবাদ আপি!
গল্প আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!
৩১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আমার আর আপনার পাথক্য হচ্ছে, কোন মেয়ে দেখলে আমি বলি সুন্দরী,
আর আপনি বানান কবিতা,
হে সুন্দরী ললনা রুপে তুমি ললিয়াট
তুমারো রুপে আমি হলাম কুপোকাত।
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
মন্তব্যে ভালোলাগা দফাদার ভাই!
তয় আমি কিন্তু একজন (মেয়ে) ছাড়া আর কাউকে দেখে কবিতা বানাই না!
৩২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
নীলপরি বলেছেন: ২য় গল্পটা বেশী ভালো লাগলো ।
শুভকামনা ।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ!
নীল পরি ভালোথাকুন!
৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১
নাগরিক কবি বলেছেন: ;(
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন:
৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: পরের গল্পটা খুব ভাল লেগেছে।
আর সব চোরদের মত কবিতা চোরেরাও একদিন ধরা খাবে।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রেরণা পেলাম!
পাঠ মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ!
ভালোথাকুন ভাইয়া!
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
বিলিয়ার রহমান বলেছেন: টাইপো থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!