নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউরনে আজ, আমার সাধুবেশী সাজ
লাল নীল সবুজ আলোর হেলায়।
কোন সে অজানা সরাব পানের পরে
উঠেছি মেতে মুখোশ মুখোশ খেলায়।
অদৃশ্য আবরণের কল্পিত সে মুখোশ
যাতে ঢাকা পরে গেছে আমার হত্যা, লুণ্ঠন, খুন।
যার স্পর্শে হৃদয়ে জেগেছে মানবতা
নিউরনে লেগেছে মহত্ব লাভের ঘুণ।
রুদ্ধ ক্ষিতির আর্তনাদে গড়া সে মুখোশ
সত্যি যদি হতো;যাতে ঢেকে যেত প্রাগৈতিহাসিক বন্যতা।
আলতো পরশে তার, রক্তাক্ত ক্ষতাক্ত সভ্যতাও
ভুলতে পারতো ধর্ষিত হওয়ার তীক্ততা।
হতোই না হয় সে এক মুখোশধারী ধরা
হতোই না হয় সে সব ভান করা সততা।
তবুতো সে মুখোশের ছোঁয়ায় আসত
মুর্ছিত এ ধরায় এক চিলতে সুখের বহতা।
কিন্তু আমি তো জানি আমার এ নেশাতুর চিন্তা;
বিজন বনে করে চলা নিষ্ফল আর্তির মতো।
একাকী হারিয়ে গিয়ে দেখে যাবে কেবল
আজিকার মুখোশহীন সভ্যতার বিভেদের ক্ষত।
বিলিয়ার রহমান
ঢাকা
৩০ মার্চ
২০১৭ ইং
কবিতার কথা:- রঙ্গশালায় কোন এক অজানা পানীয় পান করে কবি নেশায় বুদ হয়ে গেছেন।নেশায় আচ্ছন্ন কবি ভাবছেন তিনি একটা মুখোশ পরে আছেন। কবির ভাবনাটা এমন যে এই মুখোশ পরার ফলেই তিনি সৎ হয়ে গেছেন!
কবির কল্পিত সেই মুখোশের আড়ালে ঢাকা পরে গেছে তার সকল হত্যা, খুন, লুন্ঠন ।তাই তার মনে এখন ভালো কাজ করার ঘুন ধরে গেছে।
কবির ভাবছেন যদি সত্যি সত্যিই শৃঙ্খলিত পৃথিবীর কাতরতায় গড়ে ওঠা এ রকম একটা মুখোশ হতো । তবে তো মানুষ সময়ের সূচনা লগ্ন থেকে যে পশুত্ব ধারন করে আসছিলো তা ভুলে যেতো; হয়তো কবির মতো ভালোকাজ করার চিন্তায়ও বিভোর হয়ে যেতো। আর তাতে করে ক্লান্ত পৃথিবীটাও সব ভুলে আবার সুন্দর হয়ে উঠতে পারতো!
যদিও সে সুখের পুথিবীটা হতো মুখোশধারী। সকল সততা হত ভান করা। তবুও অল্পকালের জন্য হলেও তো পৃথিবীতে সুখের প্রবাহ বইতো।
কিন্তু কবি জানেন এ কেবলই তার একটা নেশাতুর চিন্তা। এরকম একটা মুখোশ প্রত্যাশা করা জনশূন্য বনে কোন আর্তি করবার মতোই নিস্ফল । তাই কবির এ আকাঙ্ক্ষা কখনোই সত্যি হবে না।তাই কবিকে কেবল দেখে যেতে হবে সুখের আহ্বানকারী সে মুখোশহীন পৃথিবীকে। যেখানে বিভেদ, যুদ্ধ ও বিগ্রহসহ নানা ঘাত প্রতিঘাত পৃথিবীকে প্রতিনিয়তই ধর্ষণ করে চলবে!!!!
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম প্লাস !
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: সরি সরি!!!!!!!
কবিতায় প্রথম প্লাস দিয়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
অদৃশ্য আবরণের কল্পিত সে মুখোশ
যাতে ঢাকা পরে গেছে আমার হত্যা, লুণ্ঠন, খুন।
যার স্পর্শে হৃদয়ে জেগেছে মানবতা
নিউরনে লেগেছে মহত্ব লাভের ঘুন।
অসাধারণ কবিতা +++++
ভালো লাগা রেখে গেলাম ।
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় প্রীত হলাম!
প্লাস টাকে যত্ন করে ওয়ালেটে রেখে দিলাম!
আবার মন্তব্য করে যাওয়ায় এক বাগান গোলাপের শুভেচ্ছা!
৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।
এ লেখা আমার পোষ্টের প্রতিউত্তর থেকে কপি করেছেন , একারণে তীব্র প্রতিবাদ জানাই ।
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার পোস্টে আপনিও বার কয়েক কপি করেছেন!
আর আমি কপির কপি করেছি! অনেকটা ঝোলের ঝোল এর মতো আর কি!!!!!
কপি করার বিষয়টা টেরপেয়েছেন জেনে খুব ভালো লাগলো ....
আপনাকে অসংখ্য ধন্যবাদ.....
ভালো থাকুন ।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৩
অতঃপর হৃদয় বলেছেন: আপনি না কবিতা লিখতে পারেন না!!!!!! তাইলে কেম্নে লেখলেন ভাইইই??
আমি সত্যি সত্যি পারিনা
ভালো বললে খুশি হবেন, নাকি মন্দ বললে খুশি হবেন??
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: তাইতো কেম্নে লিখলাম আমি!!
এই কবিতার কথা বাদ! আপনি বরং বলেন আমার এই লেখাটা কেমন হইছে!!!
ও রমণী সওয়ারি হবে
আমার নায়ে আজ।
মাস্তুলেতে দেবো তবে
পদ্ম ফুলের সাজ।
নীল আকাশের মেঘ দেবো
দেবো বৃষ্টির ফোঁটা।
চালতে ফুলের সুবাস দেবো
দেবো চাইবে যেটা।
নদীর ঢেউকে দেব ছুঁতে
শোনাবো কোকিলা গান।
দুঃখ সব মিলিয়ে দেবো
করিয়ে রৌদ্র স্নান।
ও রমণী সওয়ারি হবে
আমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
দূর অজানায়।
ঢাকা
০১ অক্টোবর
৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
কবিতার কথাগুলো, কবিতাকে ব্যাখ্যা করে দিয়েছে। +।
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসাকে আমি খুব গুরুত্ব দেই সুমনদা!!
কারন প্রায় লেখাই আপনি মোটামুটি বলে যান (আর আমার মতে ঠিকই বলে যান)!
আজকের কবিতায় প্লাস দিয়েছেন দেখে আনন্দিত হলাম!
আপনার জন্য শুভকামনা!
৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮
ANIKAT KAMAL বলেছেন: বন্ধু স্বপ্ন ভরা প্রত্যাশার অাবেদন অামাদের কে মুগ্ধ করে খুব ভালো লাগায় সিক্ত হলাম ভালো থাকবেন ভালোবেসে শুভ কামনায়
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪
বিলিয়ার রহমান বলেছেন: ANIKAT KAMAL
মন ভালো করে দেয়ার মতো একটা সুন্দর মন্তব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!
আপনিও ভালো থাকুন!
৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮
বিলিয়ার রহমান বলেছেন: সেলিম আনোয়ার ভাই
আমার ব্লগে আপনাকে স্বাগতম!
আপনার কাছ থেকে প্লাস পেয়ে সত্যি অনুপ্রাণিত হলাম!
অফটপিক:- আপনার প্রোফাইল পিকের লোকটাকে আমার সেই রকম পছন্দ!
৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০১
অতঃপর হৃদয় বলেছেন: বাহ বাহ বাহ!!!!!!!!!!! আপনার মন্তব্যে দেয়া কবিতাটা আরো সুন্দর। অনেক ভালো কবিতা লেখেন ভাই। আমারে একটু ধার দিয়েন প্রতিভা।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: আগেরটা ভালো লেগেছে!!!! বেশ বেশ!!
তাহলে আর একটা দিচ্ছি
কলমিলতা, শর্বরীর নিস্তব্ধতায়
এখনও কি উঁকি মেরে দেখ
ধূসর আকাশের রূপালি চাঁদ
জোনাই পোকার মিটিমিটি আলো ?
এখনও কি দু’পা ছোটাও
দোয়েল, শ্যামা আর কোকিলের গানে
মুখরিত সেই হিজল, তমাল
আর জারুল তলার পানে?
কলমিলতা,উদাস দুপুরের ঝাউয়ের শাখায়
এখনও কি দৃষ্টি জোড়া রাখো ?
উষ্ণ রোদে ঠোঁট গুঁজে বসা
বাবলার ডালের বুলবুলি ডাকো?
অঘ্রাণের ধানের ক্ষেত জুড়ে
জমে ওঠা হরিৎ টিয়ার মেলায়।
এখনও কি হারিয়ে যাও
অতল আলোর লুকোচুরি খেলায়?
কলমিলতা, নিনাদের নিস্তব্ধতায় ঘেরা
এই মাটির ঘরে একাকী।
তোমার একটা খবর পাওয়ার আশায়
আজো আমি কান পেতে রাখি।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯
শাহিন-৯৯ বলেছেন: ভাই কবিতার বই কয়টি প্রকাশিত হয়েছে এ পযন্ত. কবিতাটি সত্যিই সুন্দর হয়েছে.
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
বিলিয়ার রহমান বলেছেন: শাহিন-৯৯
আমার ব্লগে আপনাকে স্বাগতম!
আমার কবিতাটি আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!
আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমার কোন কবিতার বই নেই!
অনেক অনেক ভালাবাসা রইলো!
১১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১২
অতঃপর হৃদয় বলেছেন: আর কষ্ট করে দিতে হবে না। সময় করে আমি আপনার সব লেখাই পড়বো...!!!
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
ক্লান্ত হয়ে পড়লেন বুঝি????
১২| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬
অতঃপর হৃদয় বলেছেন: ক্লান্ত হইনি,, ঘুম পাইছে; মাথা ব্যাথা করতেছে। মনোযোগ বা ফিল করে পড়তে পারবো না, তাই দিতে বারণ করলাম।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮
বিলিয়ার রহমান বলেছেন: বুঝলাম!!!
তবে আমি কিন্তু কবিতাগুলো কেবল দুষ্টামির ছলে আপনাকে পড়তে বলেছি!
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩
অতঃপর হৃদয় বলেছেন: আমি তো বুজেছি। ওটা কোন ব্যাপার না। আমি ইদানীং অনেক কবিতা পড়েছি। প্রামানিক ভাই, ছবি আপু, উম্মে সায়মা আপু, ইতি সামিয়া আপু আরো অনেকের ব্লগে গিয়ে কবিতা পড়েছি। শুধু পড়েছি না সাথে মন্তব্য করে এসেছি।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
বিলিয়ার রহমান বলেছেন: যাক!! তাহলে আরো একজন কবিতা প্রেমি পাওয়া গেল!
থ্যাংকু!
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬
অতঃপর হৃদয় বলেছেন: আমি কবিতা প্রেমী কিনা জানিনা। আমি কবিতা তেমন বুঝিনা তাই পড়ে বোঝার চেষ্টা করি। আফসোচ একটাই কবিতা লিখতে পারিনা
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা কেউ বলে কয়ে লিখতে পারে না!
ওটা এমনি এমনিই ভেতর থেকে চলে আসে!
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গুনি কথা বলে গেছেন কবি তার কবিতায়। সত্যিই যদি তেমনি হতো! পৃথিবী হতে পারতো শান্তিময়।
খুব সুন্দর আহ্বান। অনেক অনেক ভালো লাগলো, কবি মনে শ্রদ্ধা রেখে গেলাম।
৯ নম্বরে দেয়া কবিতাটাও পড়লাম, চমৎকার, অনেক ভালোবাসা তাতে, অনেক চাওয়া।
অনেক অনেক শুভকামনা কবি ভাই।
সফল হোক আপনার কবি মনের চিন্তাভাবনা।
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ জানাচ্ছি!
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!
ভালোথাকুন!
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠকরা সবাই কবিতাকে ভালোই বলেন। কেন না কবিরাও তেমনি লিখেন। আপনি যেমন কবি তেমন লেখিয়েন ও যাকে বলে অলরাউন্ডার। আমি পাঠক সাধ্য কি আছে মন্ধ বলার। প্রশংসা পেলে কবিরা খুশি হয় তবে কবিতা চুরি গেলে!
ভালো কবিতা লিখেন বলেই চুরি যায়। এই কবিতাটা ঠিক ঠাক আছে কি?
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২
বিলিয়ার রহমান বলেছেন: আপনি যেমন কবি তেমন লেখিয়েন ও যাকে বলে অলরাউন্ডার
আমিতো লজ্জায় লাল হয়ে গেলাম!!!!
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: বিশেষ শ্রেণীর সেইসব ভদ্রোলোকদের হাত থেকে এই কবিতাটিও রেহাই পায়নি!!!!!!!!!!!!!!!!
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: মুখোশটা পড়ি ঠিকই, ভালমানুষির।। কিন্তু এটাও কিন্তু বাহ্যিক।। আমার হিসাবে।।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে আমি পুরোপুরি একমত!!
আমরা (প্রায় সবাই) মুখোশধারী ভালোমানুষ!
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৩
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল কবিতা বিলিয়ার ভাই। আবার ব্যাখ্যাও করে দিয়েছেনন
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!
অনেকেরই কবিতা বুঝতে সমস্যা হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি এভাবেই কবিতা পোষ্ট করবো!
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
কবিরা মানুষের ভাবনাকে নিজের ভাষায় সাজিয়ে বলেন; আজকের সমাজের কিছু ভাবনা ফুটে এসেছে।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ করেছেন জেনে ভালোলাগল!
সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ!
২০| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০২
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর কবিতা।
কিন্তু কতজন কপি করছে আল্লাহ জানে
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
বিলিয়ার রহমান বলেছেন: কবিতার প্রশংসা শুনে প্রীত হলাম!!!
লেখা চুরি নিয়ে কথাবর্তা বাদ!!! চোরদের কাজ চোরেরা করবে আর আমারটা করবো আমি!
২১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯
মোস্তফা সোহেল বলেছেন: বিলিয়ার ভাই কবিতা পড়ে আর কি বলব আপনিই তো সব বলে দিয়েছেন। আমরা শুধু এতটুকু বলতে পারি কবিতা সুন্দর হয়েছে।
কঠিন কবিতা লিখেছেন। আমি আবার এত কঠিন কবিতা বুঝতে পারিনা।
কমেন্টে যে কবিতা গুলি ছিল সে গুলিও সুন্দর। ভাল থাকুন ভাইয়া ।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: এতো এতো প্রশংসায় প্রীত হলাম!
কঠিন কবিতা!!!
যাক তাহলে নিচে ব্যাখ্যা করে দেয়ায় ভালোই হলো!
২২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬
ধ্রুবক আলো বলেছেন: যার স্পর্শে হৃদয়ে জেগেছে মানবতা
নিউরনে লেগেছে মহত্ব লাভের ঘুন।
কথার গভীর একটা মানে আছে, মহত্ব লাভের ঘুন।
মুখোশ জিনিসটা খুব ভয়ঙ্কর! যদিনা মুখোশের আড়ালে কোনো খারাপ সত্তা থেকে থাকে।
একদম অন্যধাচের কবিতা, অসাধারণ।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: মুখোশ কথাটা আমরা রূপকার্থে ঋণাত্মক হিসেবেই বিবেচনা করি!
কিন্তু বাস্তবতা হলো আমরা প্রত্যেকেই এক একজন মুখোশধারী ভালোমানুষ। জন্মগত ভাবেই আমরা কিছু বন্য স্বভাব নিয়ে বেড়ে উঠি। আর সারা জীবন সেই স্বভাটাকে মুখোশের আড়ালে লুকিয়ে রাখি। আর দিন শেষে( পড়ুন জীবন শেষে) আমরা নিজেদের ভালো কাজের জন্য তৃপ্তির ঢেকুর তুলি!
এই ব্যাপারটা চিন্তা করেই আমি কবিতায় মুখোশ শব্দটাকে একটা পজিটিভ রূপকের আবরণে মুড়ে দিয়েছি!
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ!
২৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮
ধ্রুবক আলো বলেছেন: রাজীব নূর ভাই কথা সত্যই বলেছিলেন, গল্প কবিতা চালের দাম কমাতে পারেনা। প্রতিটা লেখকই ঐ শেষ বয়সে গিয়ে কয়েকটা সংবর্ধনা আর একটু সম্মান এর আগে কেউ ওরকম দাম দেয় না।
পাঠকের চেয়ে লেখক বেশি হলে অনেক সমস্যা।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: রাজীব নূর সম্ভবত কথাটি নেগেটিভ অর্থে বলেছেন!
২৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হতোই না হয় সে এক মুখোশধারী ধরা
হতোই না হয় সে সব ভান করা সততা।
তবুতো সে মুখোশের ছোঁয়ায় আসত যদি
মুর্ছিত এ ধরায় এক চিলতে সুখের বহতা।
দারুন নেশাভরা স্বপ্ন!
স্বপ্ন আর বাস্তবের মুখোশ উন্মোচনী কাব্যে ভাললাগা +++
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভৃগু দা!
আর প্লাসে খুঁজে নিলাম অনুপ্রেরণা!
অনেক অনেক শুভকামনা ভাই!
২৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
শামছুল ইসলাম বলেছেন: মুখোশ আড়ালে যে মানুষ, যে পৃথিবী - তা সাময়িক ভালো কাজের অনুপ্রেরণা জোগালেও পরিশেষে তা কোন ভালো ফল বয়ে আনতে পারে না । এই ভাবনাটাই কবিতায় সুন্দর করে প্রকাশ করেছেন ।
কবিতায় প্লাস ।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭
বিলিয়ার রহমান বলেছেন: শামছুল ইসলাম ভাই
পাঠ, প্লাস এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!
২৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া
শুভেচ্ছা
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
বিলিয়ার রহমান বলেছেন: এই যে প্রতিনিয়ত পাশে থেকে পাঠ, মন্তব্য আর প্লাস দিয়ে অনুপ্রাণিত করে যাচ্ছেন এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপি!
শুভকামনা রইলো!
২৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩
বিজন রয় বলেছেন: কিন্তু আমি তো জানি আমার এ নেশাতুর চিন্তা;
বিজন বনে করে চলা নিষ্ফল আর্তির মতো।
একাকী হারিয়ে গিয়ে দেখে যাবে কেবল
আজিকার মুখোশহীন সভ্যতার বিভেদের ক্ষত।
আমি আছি।
হা হা হা হা
দিন দিন ভাল কবিতা প্রসব করছেন।
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২
বিলিয়ার রহমান বলেছেন: আসলেইতো আপনিও আছেন দেখছি!!
মন্তব্য ও প্লাসে ভালোলাগা!
২৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
জুন বলেছেন: কবি ভাবছেন যদি সত্যি সত্যিই শৃঙ্খলিত পৃথিবীর কাতরতায় গড়ে ওঠা এ রকম একটা মুখোশ হতো । তবে তো মানুষ সময়ের সূচনা লগ্ন থেকে যে পশুত্ব ধারন করে আসছিলো তা ভুলে যেতো;
বড়ই সত্য বলেছেন বিলিয়ার রহমান।
তবে আমাদের সমাজে যে মুখোশধারীর অভাব নেই কিন্ত
ভালো হলো ব্যাখ্যা করে দিয়েছেন বলে । বুঝতে সুবিধা হলো আমার মত নাদান কবিতা বুঝদারের জন্য
অনেক ভালোলাগা রইলো মুখোশ কবিতায়।
+
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
বিলিয়ার রহমান বলেছেন: এখন থেকে সকল কবিতায়র সাথেই ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবো! যাতে করে সবার কনসপ্টটাই ক্লিয়ার হয়!
সুন্দর মন্তব্য এবং প্লাসটির জন্য ধন্যবাদ জানাচ্ছি জুনাপু!
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!
২৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
যদি সব মুখোশ খুলে ফেলা যেতো , যদি সব রঙিন আব্রু বেআব্রু করা যেত তবে মানুষের রূপখানি সকল ভয়ঙ্করতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিতে পারতো ।
কবিতা হয়েছে মোটামুটি । এইখানে ---
"অদৃশ্য আবরণের কল্পিত সে মুখোশ
যাতে ঢাকা পরে গেছে আমার হত্যা, লুণ্ঠন, খুন।
যার স্পর্শে হৃদয়ে জেগেছে মানবতা
নিউরনে লেগেছে মহত্ব লাভের ঘুন।"
"ঘুণ" এর সাথে দ্বিতীয় লাইনের "খুন" মিলেছে হয়তো কিন্তু অর্থ মিলেছে কি ? বুঝিনি ।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১
বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাইয়া
প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি! এবার আপনার কোট করা অংশটির ঘুণ আর খুনের সম্পর্কে বলার আগে কবিতার পেছনের কথাটা বলে নেই।
এই কবিতায় ব্যবহৃত মুখোশ সিম্বলটি ঋণাত্মক অর্থে ব্যবহৃত হয়নি । এখানে মুখোশ কথাটি সম্পূর্ণ পজিটিভ অর্থে ব্যবহৃত! আমরা সাধারনত মুখোশকে যে অর্থে বিবেচনা করি এখানে সে রকম ভাবে ভাবা হয়নি!
কবি মুখোশ সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা থেকে ভিন্নভাবে ভেবেছেন। কারন কবির কাছে ভদ্রজন মাত্রই এক একজন মুখোশধারী মানুষ।যিনি জন্মসূত্রে প্রাপ্ত বন্য আচরনকে দমিয়ে রাখেন( আইমিন ভালোমানুষির মুখোশ পরে থাকেন)। এই ভালোমানুষির মুখোশটা ধরে রাখার জন্য তিনি সারা জীবন ভালো ভালো কাজ করে যান। আর দিন শেষে( পড়ুন জীবন শেষে) নিজেদের ভালো কাজের জন্য তৃপ্তির ঢেকুর তুলেন!
ঠিক তেমনি কবিও সেই ভালোমানুষির মুখোশ পড়েছেন বলে কল্পনা করেছেন। আর এ কারনেই কবির স্নায়ুর সকল খারাপি অকেজো করার জন্য নিউরনে মহত্ব লাভের ঘুণ ধরেছে!
আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে!
কবিতাটি আমার নিজের লেখা হলেও এটি আমার একটা প্রিয় কবিতা হয়ে গেছে!
কবিতা ও কবিতার ব্যাখ্যা আরএকবার পড়ার অনুরোধ রইলো!
ভালোথাকুন জী এস ভাইয়া!
৩০| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
আপনি বলেছেন , "কবি মুখোশ সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা থেকে ভিন্নভাবে ভেবেছেন। কারন কবির কাছে ভদ্রজন মাত্রই এক একজন মুখোশধারী মানুষ।যিনি জন্মসূত্রে প্রাপ্ত বন্য আচরনকে দমিয়ে রাখেন( আইমিন ভালোমানুষির মুখোশ পরে থাকেন)। এই ভালোমানুষির মুখোশটা ধরে রাখার জন্য তিনি সারা জীবন ভালো ভালো কাজ করে যান।"
এর মানে ভালোমানুষ হতে হলে যে "মহত্ব" লাগে ( "মহত্ব" একটা ভালোমানুষি ) তেমন "মহত্ব" অর্জনের মতো ভালো কাজটিও তিনি করবেন । এ্টাই তো ঠিক ?
কবির স্নায়ুর সকল খারাপি অকেজো করার জন্য নিউরনে মহত্ব লাভের চেষ্টাই তো সেই ভালো কাজটি করে যাওয়া , না কি ? খারাপি অকেজো করতে নিউরনে ঘুণ ধরবে , তবেই ঘুণে ধরা নিউরোন থেকে খারাপি ভেঙে পড়বে । " মহত্ব " লাভে ঘুণ ধরবে কেন ? মহত্ব লাভে ঘুণ ধরলে তো আর মহত্ব থাকেনা । থাকে কি ?
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১২
বিলিয়ার রহমান বলেছেন: জী এস ভাইয়া
আবার মন্তব্য করে যাওয়ায় ধন্যবাদ ও ভালোবাসা!
আসলে আপনি ঠিকই ধরেছেন! মহত্ব লাভে কোন ঘুণ ধরবে না! ঘুণটা ধরবে নিউরনে থাকা সকল খারাপিতে! ফলে সকল খারাপি অকেজো হয়ে ভালোর আগমন ঘটবে। আর যেহেতু ভালোর এ আগমনটা ঘুণের খারাপি দুর করার মাধ্যমে আসবে তাই ঘুণটাকে বলেছি ভালোর আনায়নকারী ঘুণ[ মহত্ব লাভের(প্রাপ্তির) ঘুণ] ।
৩১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা ও লিখা
এক সাথে লাইক ও প্রিয়তে
রেখে গেলাম এক রাশ মুগ্ধতা ।
কিন্তু কবি জানেন এ কেবলই তার একটা নেশাতুর চিন্তা। এরকম একটা মুখোশ প্রত্যাশা করা জনশূন্য বনে কোন আর্তি করবার মতোই নিস্ফল । তাই কবির এ আকাঙ্ক্ষা কখনোই সত্যি হবে না।তাই কবিকে কেবল দেখে যেতে হবে সুখের আহ্বানকারী সে মুখোশহীন পৃথিবীকে। যেখানে বিভেদ, যুদ্ধ ও বিগ্রহসহ নানা ঘাত প্রতিঘাত পৃথিবীকে প্রতিনিয়তই ধর্ষণ করে চলবে!!!!
তবে কবিকে অভিমান করে থাকলে চলবেনা, তাকে চালিয়ে যেতে হবে প্রতিবাদী লিখা যত অভিঘাতই আসুক চলার পথে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর, অনুপ্রেরণাদায়ক এবং মন ভালো করে দেয়ার মতো একটা মন্তব্য রেখে যাওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই!
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা!
৩২| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার ভেতরের কথা যেহেতো বলে দিয়েছেন তাই আর নিজস্ব পাণ্ডিত্য জাহির করার আর কোন সুযোগ রইলো না ! তবে এই ব্যাপারটা ভালো, এতে করে পাঠক কবিতার ভেতর ঢুকতে পারে যদি না কবিতা শুধুমাত্র একটি অর্থ বহন করে। যেসব কবিতা একাদিক অর্থ বহন করে সেগুলো পাঠকের হাতেই ছেড়ে দেয়া উচিত । কারণ পাঠকের ভাবনার উপরই নির্ভর করে কবিতার অর্থগুলো ।
কবিতা ভাল লেগেছে ।
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩
বিলিয়ার রহমান বলেছেন: কথাকথিকেথিকথন
আমন্ত্রণ রক্ষা করে কবিতা পাঠ , প্লাস দিয়ে যাওয়া এবং সুন্দর ও গঠনমূলক একটা মন্তব্য রেখে যাওয়ায় অনেক অনেক ভালোবাসা!
আপনার জন্য শুভকামনা!
৩৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২
নীলপরি বলেছেন: কিন্তু আমি তো জানি আমার এ নেশাতুর চিন্তা;
বিজন বনে করে চলা নিষ্ফল আর্তির মতো।
একাকী হারিয়ে গিয়ে দেখে যাবে কেবল
আজিকার মুখোশহীন সভ্যতার বিভেদের ক্ষত।
খুব ভালো লাগলো । ++++++
আর আপনার করা প্রথম মন্তব্যেও ++
শুভকামনা
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ মন্তব্য প্লাস!!!!
একসাথে এতা কিছু!!!
বহুত খুব!
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!
নীল পরি আপনি ভালোথাকুন!
৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!
ভালোথাকুন কবি!
৩৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: আমার মতে কবিতা হতে হবে এমন যা পড়লে ভেতর থেকে বেরিয়ে আসবে " বাহ"!
এ কবিতা বাহ বলার মত লাগেনি। কবিতার ব্যাখ্যা দেবার খুব দরকার ছিল কী?
আরো দারুণ দারুণ কবিতা লিখুন। কবিতা অনুভবের বিষয়। অনুভব করতে চাই। ব্যাখ্যা দিলে ভাবার পথ রুদ্ধ হয়, আমার মতামত আর কী।
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩০
বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ অপর্ণ মম্ময় আপি!
এ কবিতাটি পড়ে বাহ বলতে পারেননি জেনে একটু আধটু আফসোস হচ্ছে! হয়তো আপনাকে দিয়ে বাহ বলানোর জন্য আমাকে আরো অনেক ভালো লিখতে হবে! চেষ্টাকরে গেলে হয়তো হবে! হয়তো হবে না! তবে আমি অবশ্যই চেষ্টা করবো!
আমার এলিগরিক্যাল কবিতাগুলো সাধারনত আমি ব্যাখ্যা করে দেই। যে কবিতার সারফেস আর ইনার মিনিং একই রকম অথবা পরিষ্কারভােবেই বোধগম্য সেগুলোতে ব্যাখ্যা দেই না!
আমার অন্য কোন কবিতা পড়ে আপনি বাহ বলতে পেরেছেন কিনা সেটি জানার কিউরিসিটিটা সপ্তমে উঠে রয়েছে। আশা করছি আপনি শীঘ্রই নিবৃত করবেন!
লিংক ধরে এ পর্যন্ত আসার জন্য আরো একবার ধন্যবাদ! ভালো থাকুন, সুন্দর থাকুন!
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: উৎসর্গঃ- ব্লগার রাজীব নুরকে,
যার মতে-
কবিতা গান অথবা উপন্যাস- এই সব হলো হতাশা আর অলস মানূষদের জন্য। সত্যকার অর্থে এগুলো বাজারের চালের দাম কমাতে পারে না।