নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার খায়রুল আহসান:- ইহা কি রম্য নাকি রম্য ?????:):)

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২০



আমাদের খায়রুল আহসান ভাই লেখা চুরির ব্যাপারে ভীষণ সেনসেটিভ!
এইতো গত ৫ই এপ্রিল তার কবিতা হাঁপরের টানে এর শেষে চোরদের এক হাত নিয়ে একটা নোটিশ দিয়েছিলেন!:)

আমি নোটিশটা হুবহু তুলে দিচ্ছি!:)

সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ এর আগে লক্ষ্য করেছি, এই ব্লগে আমার কোন কবিতা পোস্ট হবার কয়েক ঘন্টার মধ্যে কিছু কুম্ভীলক কবিতাটি চুরি করে তাদের নিজেদের নামে ফেইসবুকে প্রকাশ করেছেন। কবিতা চোরদের প্রতি এ সতর্কিকরণ। আমার অনুমতি ছাড়া কেউ এটা অন্য কোথাও প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা ছাড়াও তাদের এ চৌর্যবৃত্তির কথা ব্যাপকভাবে প্রমাণসহ প্রচার করে দেয়া হবে। ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন।


এবার দেখি চোরেরা কতটুকু তার কথা শুনেছে!:)







কি বুঝলেন! ;);)


মোরালঃ চোরে না শোনে ধর্মের কাহিনী!:)


সো খায়রুল ভাই আসেন ব্লগ কতৃপক্ষের মতো নাকে তেল দিয়ে ঘুমাই!:)

মন্তব্য ৮৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:

ব্লগার খায়রুল আহসান লিখেছেন, "ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন। "

-কবিতা চোর, এটা পুরোপুরি কুখ্যাতি কিনা ভাবার বিষয়।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন: -কবিতা চোর, এটা পুরোপুরি কুখ্যাতি কিনা ভাবার বিষয় !:)


চোর তো চোরই!:)

কবিতা চোরদের আমি নিচু শ্রেণীতেই রাখবো! যদিও আমার মূল্যায়নের কোন মূল্যই নেই!:)

২| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

মনডা চায় এই কবিতা চোরদের ধরে নেড়ে করে ছেড়ে দেই ; তাতে আামার যা হবার হোক । X((


০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কয়টাকে করবেন!:)


আপনার এক পদ্মপাতাইতো নয় জনে চুরি করলো!:)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: দুর্যোগের অন্ধকার দেখছি

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: হতাশা এবং কেবল হতাশা!!!!

৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮

ধ্রুবক আলো বলেছেন: যাই হোক আমার নাম করন স্বার্থক হলো আবার।

এরা অন্যজনের কবিতা নিজের নামে চালিয়ে ক্রেডিট নেয়ার কি মহত্ব খুঁজে পায় বুঝি না।
আমি হতাশা ছাড়া আর কিছুই দেখিনা চোখে।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: ওটা ওনাদের ব্যামো!!:)


হয়তো কখনোই সারবে না!:)

৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮

ধ্রুবক আলো বলেছেন: মঙ্গল গ্রহে চলে যেতে হবে!

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: চলেন যাই!!!:):)


:):)

৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ওনার কবিতা চুরির প্রমাণ সহ দিলেন। আশা করি,এখন চোরের বারোটা বাজবে । X((

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !:)

৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

Al Rajbari বলেছেন: চোর.! তাও আবার লেখা চোর.! ভাববার বিষয়.! :D

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: হ্যা ভাই লেখা চোর!:)



এই কাতারে কিন্তু কিছু অনলাইন পত্রিকাও আছে!!!!!!!!!!!!

৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

Al Rajbari বলেছেন: গত দিন এক ভাই পোস্ট করেছে,, বাংলাদেশ ধুমপায়ীদের মধ্যে ১ম স্থান অধিকারী, আবার কবে না শুনি লেখা চুরির দিক থেকেও বাংলাদেশ ১ম স্থান অধিকারী। :D

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১১

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)


বলেছেন বটে!:)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯

ওমেরা বলেছেন: এটাকে চুরি বলছেন কেন !! বলেন ভাললাগা । কবিতা ভাল লাগছে তাই শেয়ার করেছে । কবির নাম বলে নাই এই আর কি !!

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ঠিকইতো একেতো আর চুরি বলা যায় না!!!!!!

বলা উচিৎ ভালোলাগা! কেবল কবির নামইতো বলেন নাই বাকি সবইতো ঠিকই আছে! :)

১০| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

নীলপরি বলেছেন: কি যে বলা যায় !

আপনাকে ধন্যবাদ , নিরলসভাবে তথ্য দেওয়ার জন্য ।

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪১

বিলিয়ার রহমান বলেছেন: এই রধনের পোস্ট করার আর উচ্ছা ছিল না!


তবুও করলাম কেবল খায়রুল ভাইয়ের নোটিশটা পড়ে!

১১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২

সুমন কর বলেছেন: বাদ দেন এসব !! X(( ওরা পশু-জানোয়ার-বিবেক শূন্য !!

আপনি, আপনার মতো করে লিখতে থাকুন।

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪২

বিলিয়ার রহমান বলেছেন: লেখাচুরি আর পোস্ট দেব না!:)


প্রোমিজ!:):)

১২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

কানিজ রিনা বলেছেন: হয় ভাই কালি দাশের কবিতাও নিজের নামে
চালিয়ে কাব্যিক হওয়া যায়।
আসলে জাত বেহায়া কারে কয়।
বেহায়া দের ষোল কলা।

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কানিজ রিনা আপনাকে ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

১৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেষ লাইনটি ছাড়া কোনকিছুই আর করণীয় নাই!!! নাকে তেল দিয়া ঘুমাইতে হবে, যাতে কিছু বোঝা না যায়!!! চোরদের শরীর বংশগত পিচ্ছিল!!!!

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: চোরদের শরীর বংশগত পিচ্ছিল!!!!


হা হা হা :)

১৪| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কোন একটা পোষ্ট পড়েছিলাম,যার নিচে দিয়ে লেখা ছিলো:--সর্বশেষ এডিট ১৮/১৯ডিসেম্বর,২০১৬ দুপুর: এতটা এত মিনিট।
হেসেছিলাম,ব্যাপক হেসেছিলাম,পোষ্ট কি ছিলো ভুলে গেছি।শুধু মনে আসলো বাহ,ভালোই তোহ,কপিবাজ একেবারে পোষ্টের চৌদ্দ গোষ্ঠী কপি করেছে।ব্লগের লিংক দিয়ে কমেন্ট করার পর আমি ব্লক।

ভাই,কিছু ছাগল আছে।যারা ফেসবুক টাকে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে না দেখে লাইক আদান প্রদানের মাধ্যম হিসেবে দেখে।কতিপয় কপিবাজরা সে দলের অন্তর্ভূত বেশি।তবে তাদের ধরা যতটা সহজ,বাকি দের ধরা সত্যিই কঠিন।নাকে তেল দিয়ে ঘুমাই।রাত অনেক হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)


রাত বেশি বাকি নেই!:)


যাই নাকে তেল দিয়ে ঘুমাই!:)

১৫| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমার নামে ফেইস বুকে ২০ টা ফেইক আই ডি আছে । কেউ হয়ত কারো লিখা থেকে এক বা দুই লাইন কোড করে তার মানে সে চোর না। আপনার লিখা যদি মানুষের প্রচারে আসে টা আপনার প্রচার । আমার শত শত লিখা মানুষ কপি করে আমি কিছুই বলি না । কারন তা তা ভাল লেগেছে । ফেইস বুকে লিখে কেউ কোন দিন জাতিকে বদলাতে পারবে না। আপনার অনেক লিখা অনেক মানুষের সাথে মিল এর মানে আপনি চোর না। আপনি নিজেকে যাই ভাবুন । আপনি কাউকে চোর বলার আগে একবার যাচাই করুন ।। এই যে এই লিঙ্ক টা দিলাম--- সে ফেইক ।। Click This Link
আমার ছবি ব্যবহার করে । আপনি যে ছবি সহ পোস্ট করেছেন সেও ফেইক ।। আমি এই ব্লগে লিখি ।। ভাল করে জানুন তার পর লেখুন ।।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার নামে ২০ টা ফেক আইডি থেকে থাকলে সেতো ভয়ংকর কথা!!!!! আপনি কি ওইসব আডির বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ করেছেন?????

আমি কি ভাবব না ভাবব সেটা অন্য পাশে রেখে বলিছি; একজন লোক তার লেখা তার নাম ছাড়া প্রকাশ করার কথা বলে দেওয়ার পরও কেউ ভাললাগার কারনে তার লেখা নাম ছাড়াই প্রকাশ করে দিল।আর আপনাদের মতানুযায়ি এটাই ভালোলাগা!! বাহ! বেশ বেশ!:)

লেখা থেকে লেখকই হারিয়ে যাবেন আর তাতেই লেখকের স্বার্থকতা ???

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যটি বিবেচনায় নিয়ে কেবল যারা দুই চার লইনের বেশি কপি করেছে তাদেরটা্ে পোস্টে রাখলাম!!


লেখক এতো করে বলার পরও এরা কিন্তু শোনেননি!!


এদেরকে আপনি কি বলবেন????

১৬| ১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৪

উম্মে সায়মা বলেছেন: Nothing to be done..... B:-)

১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: ইয়া, আই নো দ্যাট! :)

১৭| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনি লিখুন আলো থেকে আলো নিলে উৎসের আলোর কমতি থাকে না। নদী থেকে জল নিলে নদীর জলের কমতি থাকে না। একদিন দেখবেন যারা নদীর জল বালতি দিয়ে নেয় তাদের জলের অভাব থেকেই যায় তারা কোন দিন উৎস হতে পারে না। আপনার লিখা ভাল লাগে । লিখে যান

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি সিদ্ধান্ত নিয়েছি লেখা চুরিনিয়ে আর কোন পোস্ট দেব না!!!


আবার মন্তব্য করে যাওয়ার জন্য ধন্যবাদ!

১৮| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অগাবগা লিখি মুই
তাও করে চুরি!!!
চোরদা'র চুরি দেখে
হেথা হেসে মরি।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চোররা লোক হিসেবে ভালা!!


গুনের কদর করতে জানে!:)

১৯| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: কি হবে ভেবে অযথা
চোরে শুনিবে না
ধর্মের কথা।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক!!!

ঠিক!!!!!!!!!!!!!!!

ঠিক বলেছেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২০| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: হে চোরবৃন্দ!! তোমরা আজ মহান!!

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে কিছুই বলব না কেবল দেখাব




১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: দিদারুল ইসলাম নামের এক ভাইও অবশ্য আছেন যিনি আপনার লেখার সাথে সাথে আপনার নামটাও দিয়ে দিয়েছেন! ওনাকে একটা ধন্যবাদ! :)


২১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই লেখা চুরির কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। সত্যিই কী এর কোন সমাধান নাই?

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমি সত্যিই ভীষণ ক্লান্ত হেনা ভাই!


লেখা চুরি নিয়ে আর পোস্ট নয়!

২২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০

অরুনি মায়া অনু বলেছেন: এদের লজ্জা নেই। আর কি বা করার আছে।

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: সত্যি তাই!!


ওনাদের আসলেই লজ্জা নেই!

২৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''চোরের মায়ের বড় গলা'' !!!!!!!! =p~ =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: হয়তো প্রাচীন প্রবাদ!:)


তবুও এখনো আমরা কাজে লাগাতে পারছি!!:)


আসেন এতেই শান্তি খুঁজি!:)

২৪| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//...ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন।//

সতর্কীকরণের কথাগুলো বেশ মজার। চোরেরা আরও অনুপ্রাণিত হলো কি না কে জানে!



আচ্ছা এখানে কোন চোরকে হাজির করানো যায় কিনা, জনাব বিলিয়ার রহমান! আপনি তো অনেক খাটাখাটনি করছেন, তাই বলছি :)

ব্লগারদের আদালতে চোরদের বিচার করা হোক। দেখি কী রায় হয়!

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: একজনকে হাজির করেছিলাম এই পোস্টে


কি রায় হল তা জানার জন্য-

ঢু মেরে দেখে আসতে পারেন !:)

২৫| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

সানজিদা আয়েশা শিফা বলেছেন: হায়রে , এত চোর ! আসলে চোরদের ভয়ে ভাল কিছু লিখে কোথাও দিতেই ভয় লাগে।

তবে যে মানসিকতা নিয়ে এরা অন্যের লেখা কপি করে সেই মানসিকতার কারণেই চুরি ধরিয়ে দিলেও এদের তেমন কিছুই আসবে যাবে না ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এদের তেমন কিছুই আসবে যাবে না




আমিও আপনার সাথে একমত !:)

২৬| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

শামছুল ইসলাম বলেছেন: হা....হা....হা....

মোরালটা খুব মনে ধরেছে:

মোরালঃ চোরে না শোনে ধর্মের কাহিনী!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: হা.........হা........হা......।



আপনার মন্তব্যটা খুব মনে ধরেছে শামছুল ভাই!:)

২৭| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ওহো, সমীকরণটার কথা বলা হলো না ।

সমীকরণটা লেখাটার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ হয়েছে ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: ওহো ধন্যবাদের কথাটাতো বলা হলো না!:)


বেশ বড় একটা ধন্যবাদ! :)

২৮| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে করাপটেড মহা দুর্ণীতিবাজ মানুষের দেশ বাংলাদেশ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

বিলিয়ার রহমান বলেছেন: হয়তো আপনার কথাটা পুরোপুরি মানতে পারবো না!


তবুও স্বরটা যে নিচু রাখতে হবে সে নিশ্চিত!:)

২৯| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: চোর আমার কিছুই করতে পারেনা, কারণ আমি কবিতা লিখতেই জানিনা =p~

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে তো নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতেই পারেন! :)


৩০| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: সালা চোরের বাচ্চা চোর সামনে পাইলে কোপামু X( X(

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১

বিলিয়ার রহমান বলেছেন: কতজন ধরবো আমরা!!


কতজনকে থামাতে পারবো!!!!!!


আসলে আমরা পরাজিত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

এডওয়ার্ড মায়া বলেছেন: খায়রুল আহসান ব্লগের শ্রদ্ধাভাজন এবং মেধাবী ব্লগার।
মেধাবী লেখকদের কিছু চুরি যাওয়া স্বাভাবিক =p~
ধন্যবাদ বিলিয়ার ভাই।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: মায়া ভাই চুরি জিনিসটা সহনীয়তার সকল সীমা ছাড়িয়ে গেছে!!!!


সামু থেকে প্রত্যেকটি ভালোলেখা প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে!



৩২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: বেশীর ভাগই মনে হলো, হাল ছেড়ে দিয়েছেন।। অব্শ্য যেখানে সত্যিকার অর্থেই কিুছু করার নেই, সেখানে এমনটা হওয়াই স্বাভাবিক।।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: ব্লগ কতৃপক্ষ হয়তো কিছু করতে পারতো!!!!!



৩৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮

রেজওয়ান তানিম বলেছেন: চোর খুঁজে বের করার এই প্রক্রিয়া বেশ চিত্তাকর্ষক।

বহু আগে আমরাও এমন করেছি, তবে তাতে কিছু মাত্র থামেনি চুরি। আমার নিজের কবিতাও প্রচুর গেছে। তারপরেও আপনারা যে চেষ্টা করছেন থামাবার এইটা খুব আশার ব্যাপার।

শুভকামনা জানবেন।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম কবি! :)


লেখা চুরি জিনিষটা আত্মবিশ্বাসহীন কিছু ভীরুদের কাজ ছিল। তবে এখন সেটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে!!!


ব্লগে লেখা ভালো মানের, মধ্যম মানের, এমনকি নিম্ন মাধ্যম মানের কবিতাও চুরি হতে শুরু করেছে! কবিতার কবিরা এখন বড্ড অসহায়!

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ আমি উনার নোটিশটি পড়ে
ভাবছিলাম পরে সার্চ দিমু কবিতা। কিন্তু পরে আর মনে নাই হাহাহাহাহ

আামার তখনই মনে হইছিল এসবে কাজ হবে না হাহাহাহাহ
ডোন্ট ওরি ভাইয়া কি আর করা যাবে

আমারও মন খারাপ হয় চোরের লাগি লিখতে মন চায় না :(

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: আামার তখনই মনে হইছিল এসবে কাজ হবে না হাহাহাহাহ
ডোন্ট ওরি ভাইয়া কি আর করা যাবে


সে তো দেখতেই পাচ্ছি!:)

নববর্ষের শুভেচ্ছা রআলো আপি!:)


৩৫| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

গেম চেঞ্জার বলেছেন: উনি তো কিছুই বলছেন না এই পোস্টে! তবে কি মনের দুঃখে!!! :(

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: সম্ভবত আপনার এই মন্তব্যটা দেপড়ে উনি এই পোস্টে এসে মন্তব্য করে গেছেন!:):)



নববর্ষের শুভেচ্ছা রইলো গেমু ভাই!:)

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: দিন রাত ভেবে চিনতে করে যে কবিতা লিখেন এক কপি পেস্ট করে অনলাইন রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছে অনেকে।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: অনলাইনের রবীন্দ্রনাথ!!:)



হা হা হা !:)


নববর্ষের শুভেচ্ছা ভাই!:)


৩৭| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: মোরালঃ চোরে না শোনে ধর্মের কাহিনী! -- একটা প্রাগৈতিহাসিক সত্য কথা! তবে আরেকটা প্রবাদও তো বাঙলায় আছে, দশদিন চোরের তো একদিন গেরস্তের! সে আশায় আছি। :)
এসব চোরের পেছনে ধাবিত হওয়া পন্ডশ্রম মাত্র। এতে অনেক সময় লাগে। তার চেয়ে সময়টুকু কোন ভাল কাজে ব্যবহার করা ভাল।
তবে চোরদের চুরি করা আমার কবিতায় যতটা 'লাইক' এবং মন্তব্য পড়েছে, মূল কবিতায় তা নয়। এদেশে আসলের চেয়ে নকলের সমাদরই বেশী। বাঙালী জাতির প্রতিটা প্রাঙ্গণে যেমন দেখা যায়।
আমার কবিতা চুরির ব্যাপারে অনুসন্ধানের জন্য এবং তার কিছুটা ফলাফল এখানে প্রকাশের জন্য ধন্যবাদ। যেটুকু প্রকাশ করেছেন, তা হয়তো কোন ভাসমান হিমশৈলের চূড়া মাত্র (Tip of the iceberg)।
যারা এই পোস্টটা পড়ে চোরের প্রতি ঘৃণা এবং উষ্মা ও কবির প্রতি ইতিবাচক অনুভূতি প্রকাশ করেছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে এডওয়ার্ড মায়াকে তার ৩১ নম্বর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: এসব চোরের পেছনে ধাবিত হওয়া পন্ডশ্রম মাত্র

আমার নিজস্ব মতামতও অনেকটা আপনার মতো!:)



মেধাহীন চোরদের চুরিও হয়তো একমাত্র ভরসা!!!!!


ওদের জন্য কেবল ঘৃণা আর ঘৃনা!


আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)


৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর প্রচেষ্টা।
ধন্যবাদ ফেলুদা এভাবে চোর চিন্হিত করার জন্য
:)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সিনবাদ জাহাজ


আমি একবারেই ফেলুদা নই!:)



আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খায়রুল ভাইয়া আমিও দেখছি আমার কবিতা নিয়া তারা শত শত লাইক পায় আর আমি ২০/৩০ টা হাহাহা

তখন বলে আসি আমার কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। বেশী লাইক পেয়েছেন আনন্দিত হইছি হাহাহাহাহ

নববর্ষের শুভেচ্ছা সবাইকে :)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা আপি!:)

৪০| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২০

ডঃ এম এ আলী বলেছেন: সাগর থেকেতো দু এক বালতি নিবেই তাতে তেমন আর কি , এত দুষ্চিন্তা থাকার কারণ নাই , রবি ঠাকুর কিংবা জীবনানন্দ দাসের কবিতা হতে এক লাইন কিংবা গুটি কয়েক শব্দ নিলেই সকলের কাছেই তা ধরা পড়ে যায় অনায়াসে, কথায় কিংবা ষ্টাইলে যায় তা মিলে, যারা বুঝার তারা ঠিকই বুঝে যায় এসেছে তা কোথা হতে !!! সুন্দর লিখেছেন, ধন্যবাদ ।


১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: বাহ!!!!


পান্তা ইলিশের মতো এতা দামি খাবার!!!


অনেক অনেক ধন্যবাদ আলী ভাই!:)



আপনাকেও বৈশাখি শুভেচ্ছা!:)

৪১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


লেখা চুরি বাড়ছে, কমছে?

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: কমে নাই!!!


সম্ভবত একটু বাড়ছে!( আনুমানিক প্রতি উত্তর)

৪২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০০

খায়রুল আহসান বলেছেন: @চাঁদগাজী, লেখা চুরি বাড়ছে, কমছে? -- শুধু বাড়ে নাই, অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে এবং দিন দিন নব্য নব্য সব চোর প্রেমিক প্রবরেরা অন্যের কবিতা চুরি করে শার্টের কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। অজ্ঞ পাঠকেরা তাদের সেসব চুরি করা কবিতায় 'লাইক' দিতে হুমড়ি খেয়ে পড়ছে।

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: অজ্ঞ পাঠকেরা তাদের সেসব চুরি করা কবিতায় 'লাইক' দিতে হুমড়ি খেয়ে পড়ছে।


পাঠকরা নাজেনেই লাইক দিয়ে যাচ্ছেন!

জানলে অবশ্যই তিরষ্কার করতেন!

৪৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোরের রাজ্যে লেখকরা অসহায়, কপিরাইট (প্রতিরোধ/প্রতিকার) যেন অমাবশ্যার চাঁদ!!!!!!!!!!!


তবে আশার কথা েফসবুক সম্প্রতি ফেক আইডির বিরুদ্ধে যেভাবে একটিভ হয়েছে আশঅ করা যায় কিছূ চোর বাই ডিফল্ট ঝড়ে যাবে।
আর প্রমাণ সহ অভিযোগ দিলেতো সুলেমানি ব্যান খাবে কনফার্ম!

তো আমাদের মনে হয় বিলাপ, কান্না, অসহায়ের আর্তনাম না করে জনে জনে ফেবুতে বেশি বেশী অভিযোগ করা উচিত কপিরাইট অপশনে অভিযুক্ত করে। নাকি বলেন!
লাষ্ট সার্চে দুজন ভালমানুষ পেয়েছিলাম যারা কবির নাম সহ শেয়ার করেছে ;) বাকী সব যেকে সেই!!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: চোরের রাজ্যে লেখকরা অসহায়, কপিরাইট (প্রতিরোধ/প্রতিকার) যেন অমাবশ্যার চাঁদ!!!!!!!!!!!


এর উত্তরে কি বলব ভৃগু দা!!


অসহায়ত্ব সত্যিই খুব টের পাচ্ছি!!


এর কি শেষ আছে?????


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.