নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ৪৬ বছর:- কিছু ধন্যবাদ ও অন্যবাদের গল্প

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮


স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে ৪৬ বছর হলো । পরাধীনতার সকল গ্লানি মুছে দেওয়া এই স্বাধীনতা যারা আমাদের দিয়েছেন তারা মহান আমাদের সত্যিকারের আইডল।এই মহান স্বাধীনতার স্বাদ আমাদের যারা দিয়েছেন চলুন আজ তাদের ত্যাগ, শ্রম আর দেশাত্ববোধকে ধন্যবাদ জানাই! একই সাথে অন্যবাদ জানাই যারা আমাদের এই স্বাধীনতার বিরোধী ছিল!

আসুন প্রথমেই ধন্যবাদ জানাই স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধুকে। একই সাথে অন্যবাদ জানাই তাদের যারা বঙ্গবন্ধুর নাম করে স্বাধীনতার মাহিমাকে কলুষিত করে চলেছেন ।

ধন্যবাদ জানাই স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সহ মুজিব নগর সরকারকে। একই সাথে এ জি এম ওসমানি, জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল সামরিক, আধাসামরিক অফিসারদের। এবার অন্যবাদ জানাই যারা এনাদের কৃতিত্ব প্রতিনিয়ত উদ্দেশ্য প্রাণিতভাবে খাটো করে চলেছেন তাদের।

আজকে আসুন ধন্যবাদ জানাই যুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তি যোদ্ধাদের। যারা সকল হীন স্বার্থের উর্ধে উঠে কেবল দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। একই সাথে ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধে যারা সহায়তা করেছেন তাদের সকলকে। এবার অন্যবাদ জানাই রাজাকার, আলবদর, আলসামস সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সব পক্ষকে। একই সাথে অন্যবাদ জানাই ঐ সকল ভুয়া মুক্তি যোদ্ধাদের যারা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধার মুখোশ লাগিয়ে রয়েছেন।

ধন্যবাদ জানাই ঐসকল নারীদের ত্যাগকে যারা যুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন,বিধবা হয়েছেন। একই সাথে অন্যবাদ জানাই যারা এদের খোঁটা দিয়েছেন তাদের।

এবার ধন্যবাদ জানাই স্বাধীন দেশের সকল সৎ, দেশ প্রেমিক মানুষদের।ধন্যবাদ জানাই একজন মাশরাফি, মাবিয়াকে। একই সাথে অন্যবাদ জানাচ্ছি সকল ঘুষখোর, চাঁদাবাজ,দুর্নীতিবাজদের! অন্যবাদ রইলো ভেজাল কারীদের যারা আমাদের ভেজাই খাইয়ে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, যারা জাতিকে ধংস করার জন্য প্রশ্ন ফাঁস করে চলেছেন তাদের।

ধন্যবাদ জানাচ্ছি সকল সৎ মন্ত্রী ও মেয়রদের যারা প্রতিনিয়ত নাগরিক সুবিধার কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন! অন্যবাদ জানাচ্ছি ঐ সকল মন্ত্রী আমলাদের যারা আমাদের স্বাধীন দেশটাকে লুটেপুটে খাচ্ছেন।

ধন্যবাদ জানাই স্বাধীন দেশের সকল মুসলিম, হিন্দু , বৌদ্ধদের যারা ধর্মের মতোই দেশকে ভালবাসেন। একই সাথে অন্যবাদ ঐ সকল পথ ভ্রষ্টদের যারা অকারনেই নীরিহ মানুষদের হত্যা করে চলেছেন, দেশকে করে তুলেছেন অস্থিতিশীল।

ধন্যবাদ জানাই সবার অগোচরে দেশের জন্য কাজ করে চলা সকল অজ্ঞাত হিরোদের। অন্যবাদ জানাই ঐ সকল কুচক্রীদের যারা এখনো এই দেশ ধংসের স্বরযন্ত্রে লিপ্ত!

আসুন সবাই সবাই দেশটাকে মায়ের মতো ভালবাসি!


ছবি:- গুগল

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

বিলিয়ার রহমান বলেছেন: অন্যবাদ কথাটি হয়তো ডিকশনারিতে নেই! তবে শব্দটি দ্বারা আমি যে কি বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা তা অবশ্যই বুঝতে পেরেছেন!

২| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

ঢাকাবাসী বলেছেন: বর্তমানে সৎ মানুষ বলে এদেশের উপরতলায় কেউ আছে বলে মনে হয় না!

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

বিলিয়ার রহমান বলেছেন: তাত্ত্বিক গল্প হল দেশটা সকলের!


বাস্তবতা হলো দেশটা গুটি কয়েক মানুষের!!!!

৩| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

মোস্তফা সোহেল বলেছেন: বিলিয়ার রহমান ভাই, আপনাকে ধন্যবাদ নাকি অন্যবাদ জানাব?

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সে আপনার ইচ্ছা!:)


দয়া করে যে কোন একটা দিলেই হল!:)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: তবে মন্তব্যের জন্য আপনাকে কিন্তু আমি ধন্যবাদই জানাচ্ছি!:)

৪| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আসুন সবাই সবাই দেশটাকে মায়ের মতো ভালবাসি!
ধন্যবাদ ভাই আপনাকেও সুন্দর লেখার জন্য।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম!:)


ভালথাকুন ভাই!:)

৫| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আসুন সবাই সবাই দেশটাকে মায়ের মতো ভালবাসি!

যার যার যায়গা থেকে আগে নিজেকে বদলাতে হবে !

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ঠিকই বলেছেন!:)


নিজেকে বদলাতে হবে আগে!:)

৬| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আর অন্যবাদ বিলানো হচ্ছে দেখি!

ধন্যবাদ জানাচ্ছি সকল সৎ মন্ত্রী ও মেয়রদের যারা প্রতিনিয়ত নাগরিক সুবিধার কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন! এটা কোন দেশের কথা বলেছেন বিলিয়ার ভাউ?

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !:)


সাহস করে বলেই ফেলি নাকি??


এটা আমাদের দেশের কথা বলেছি!! দু চারজন তো অবশ্যই আছেন নাকি???

৭| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: সাধারণ কথাসব, মোটামুটি।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে পোস্টটা ড্রাফট করে দেই নাকি?

৮| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: কি যে বলেন !! আরে না, লিখতে থাকুন।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে রেখে দিলাম!:)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সামনের দিকে চেষ্টা থাকবে পোস্টগুলো যেন মোটামুটি মানের থেকে একটু উন্নত হয় !:)

৯| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৭

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোস্টের জন্য , আপনাকেও অনেক ধন্যবাদ +

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২

বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো


আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল!:)

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৩

বিলিয়ার রহমান বলেছেন: প্লাসে অনুপ্রাণিত!:)

১০| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:

"আজকে আসুন ধন্যবাদ জানাই যুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তি যোদ্ধাদের। যারা সকল হীন স্বার্থের উর্ধে উঠে কেবল দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। "

-এঁরা ছিলেন শক্তি, এঁদের দেশপ্রেম ছিল স্বচ্ছ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করছি!:)



আর সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি!:)

১১| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম অতঃপর হৃদয় !:)



আপনার জন্য শুভকামনা!;)

১২| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় খুশি হলাম!:)




ভালোথাকুন!:)

১৩| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১

বিলুনী বলেছেন:
বিসমিল্লাহ হির রাহমানের রাহিম,
সকল প্রসংসাই আল্লার প্রাপ্য ।



পোষ্ট লিখককে ধন্যবাদ দিয়েই এই ছোট্ট মন্তব্যটি লিখা শুরু করলাম ।

ধন্যবাদের বিপরীত শব্দ হিসাবে নিন্দাবাদ বেশি খাপ খায় বলে মনে হয় । অভিধানে না থাকলে কবি সাহিত্যিকেরা নতুন শব্দ আবিস্কার বা সৃষ্টি করে, এবং অনেকে করেছেনও , তবে তা ঘটেছে অভিধানে একেবারেই উপযুক্ত কোন শব্দ খৃঁজে না পাওয়ার কারণে । এ ব্লগে আপনার অনেক কবিতা দেখতে পাওয়া যায় , সে হিসাবে আপনাকে একজন কবি বলাই যায় । তাই নতুন শব্দ তৈরী করার অথরিটি তো আপনার থাকতেই পারে । :)

তবে আপনার লিখায় যাদেরকে অন্যবাদ দেয়ার কথা বলেছেন তাদেরকে আমরা সুস্পষ্টভাবে নিন্দাবাদ জানাই । এর বাইরে তারা আর কোন অন্যবাদ পেতে পারেন না , অন্যবাদকে তারা তাদের মত করে একটা বড় ধরনের তারিফও মনে করে ফেলতে পারেন!!!! এবং সে ধরণের কাজগুলি আরো অধিক হারে করতে উৎসাহিত হতে পারেন। কারণ তারা ধরে নিতে পারেন ,যত খারাপ কাজই তারা করেন না কেন ,তাদের মন্দ কাজের জন্য তাদেরকে সরাসরি নিন্দা না জানিয়ে দেশের কবি সাহিত্যিকগন প্রচার মাধ্যমে তাদেরকে বড় জোর শুধু অন্যবাদই জানাবেন । !!!!! সেক্ষত্রে তারা শুধু বর্ণের জায়গায় একটি ছোট্ট পরিবর্তন করে বর্ণটি বসিয়ে নিবেন , এটা তাদের জন্য খুবই সহজ কাজ , এরকম পরিবর্তনে তারা বড়ই পটু , এর উদাহরণতো আনেক জায়গায় রয়েছেই ।

আপনার পোষ্টের নিন্মের একটি শব্দের প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করছি ।
ধন্যবাদ জানাই স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম সহ মুজিব নগর সরকারকে একই সাথে কর্ণেল ওসমানি, জিয়া সহ মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল সামরিক, আধাসামরিক অফিসারদের।

সঠিক অবস্থাটি নীচে তুলা ধরা হলো :
আতাউল গনি ওসমানি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী অন্যান্য সামরিক ও বেসামরিক সদস্যদের দ্বারা অধিনায়ক নির্বাচিত হন। যা পরে ১০এপ্রিল১৯৭১ সালে স্বাধীন বাংলা সরকার কতৃক র‌্যটিফাইড হয়। তিনিই প্রথম বাংলাদেশী ‘ফোর স্টার জেনারেল’ হিসাবে ৭ই এপ্রিল ১৯৭২ সালে অবসর গ্রহন করেন। এইদিনই বাংলাদেশ সরকার সন্মিলিত সেনাবাহিনী ভেংগে আলাদা আলাদা তিনটি অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনী সৃষ্টি করে। তাই তিনি প্রথম বাংলাদেশী জেনারেল , তিনি কর্ণেল হিসাবে পরাধীন পাকিস্তান সেনাবাহিণী থেকে অবসর নিয়েছিলেন , আর স্বাধীন বাংলাদেশে তিনি জেনারেল পদে উন্নীত হন , তাই আমরা তাকে মুক্তিযুদ্ধের অধিনায়ক জেনারেল হিসাবেই দেখতে চাই পরাধীন দেশের একজন কর্ণেল পরিচয়ে নয় ।

ব্লগের প্রথিতযশা বহুল অলোচিত ব্লগ ব্লাস্টার কবি ও লিখকগন নীজ নীজ লিখার মধ্যে দেশের বরেন্য কোন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলার সময় তার সঠিক পদ বা পরিচিতি আমাদের মত সাধারণ পাঠকের কাছে তুলে ধরবেন বলেই কামনা করি ।
আমার কথায় কোন বেয়াদবী বা ভুল হলে আশা করি নীজগুনে ক্ষমা করে দিবেন ।

এ পোষ্টের এ মন্তব্যের ঘরে দেশের মুক্তিযুদ্ধ শুরুর মাসে দৃঢ়ভাবে বলে যেতে চাই, অনেক ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত এ দেশের জাতীয় পতাকা চীরকাল থাকাবে সমুচ্চিত , থাকবে ভার্টিকেল , এটা তার শীর উচ্চে তুলে পত পত করে উড়বে চীরকাল , এটা কখনো কোন অবস্থায় জলে কিংবা স্থলে হবেনা হরাইজন্টাল।

ভাল থাকার শুভ কামনা রইল ।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: বিলুনী


আপনাকেও আপনার সুদীর্ঘ , যুক্তিযুক্ত মন্তব্যটির জন্য ধন্যবাদ জানাচ্ছি! আমিও আপনাকে জানাতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সমরাধিনায়ক এ জী এম ওসমানীকে আমি পাকিস্তনের কর্ণেল হিসেবে নয় বরং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে পরিচয় করিয়ে দিতে পারলেই খুশি হতাম। তবে আমি একে বারেই বেখেয়ালে তাকে কর্ণেল বলে ফেলেছি যেটি আসলেই ঠিক হয়নি!


এবার আসি অন্যবাদ প্রসংঙ্গে!!


বিলুনী অন্যবাদটা কিন্তু আমরা দেব। তাই যারা অন্যবাদ প্রাপ্তির যোগ্যতা( পড়ুন অযোগ্যতা) অর্জন করেছে তারা চাইলেই অ কে ধ বানাতে পারবে না( কারন এটাতো তারা নিজেরা নিজেদের দিচ্ছে না)! এছাড়াও অন্যবাদ কথাটি যদি আমারা বহুল অর্থে ব্যবহার করি তবে কখনো কখনো এর অর্থ হবে তীব্র নিন্দাবাদ, আার কখনো জুতাপিটা, কখনো হবে প্রচন্ড ঘৃনা( অ্যাবহোর), কখনো ম্যাড়া করে ঘোল ঢেলে দেয়া, মানে অন্যবাদটা ঠিক ধন্যবাদের উল্টোপিঠ। যেমন আলোর উল্টোপিঠ আঁধার।


আপনার মন্তব্যের শেষের অংশের সাথে আমিও পুরোপুরি একমত। বেশ সুন্দর বলেছেন আপনি,
অনেক ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত এ দেশের জাতীয় পতাকা চীরকাল থাকাবে সমুচ্চিত , থাকবে ভার্টিকেল , এটা তার শীর উচ্চে তুলে পত পত করে উড়বে চীরকাল , এটা কখনো কোন অবস্থায় জলে কিংবা স্থলে হবেনা হরাইজন্টাল।


আপনার জন্যও শুভকামনা!:)

১৪| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সোনামণি বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসার জন্য ধন্যবাদ সোনামনি!:)



ভালথাকুন!:)

১৫| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




একটি যথার্থই "ধন্যবাদ" এর কাজ করেছেন ।
লেখার এক কাতারেই তুলে ধরেছেন যতো আলোকিত মুখগুলি আর অন্ধকারের মতো বদমাশদের মুখগুলিও ।

সহব্লগার "চাঁদগাজী"র মন্তব্যের এই লাইনটি আপনার লেখার মূল ----- "আজকে আসুন ধন্যবাদ জানাই যুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তি যোদ্ধাদের। যারা সকল হীন স্বার্থের উর্ধে উঠে কেবল দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। "
-এঁরা ছিলেন শক্তি, এঁদের দেশপ্রেম ছিল স্বচ্ছ।"
আর "বিলুনী" র মন্তব্যের শুরুর দুই প্যারাও ভেবে দেখার মতো ।
মন্তব্যকারী দু'জনাকেই ধন্যবাদ আপনার মাধ্যমে ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এমন লেখাটির জন্যে ।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস

একটি যথার্থই সুন্দর মন্তব্য করেগেছেন!:)

মন্তব্যের এক দিকে করেগেলেন লেখকের প্রশংসা অপরদিকে লেখায় থেকে যাওয়া দুর্বলতাটাও দেখিয়ে যেতে ভুল করলেন না!:)


এমন একটা মন্তব্যের জন্য অবশ্যই ধন্যবাদ!:)

১৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: তাহলেতো আপনাকেও ধন্যবাদ!:)

১৭| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: এককথায় আপামর জনতাকে ( ব্যতিক্রম ছাড়াদের বাদ দিয়ে)।।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০১

বিলিয়ার রহমান বলেছেন: দেশপ্রেমিকের মধ্যে আপামর জনতা পরে!


তবে বাকিগুলার জন্য আমাদের হয়তো খোঁজ দি সার্চ প্রোগ্রাম চালাতে হবে!:)



মন্তব্যের জন্য ধন্যবাদ ওশুভকামনা!:)

১৮| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৭

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল ধন্যবাদ ও অন্যবাদের গল্প :)

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০২

বিলিয়ার রহমান বলেছেন: এটা কেবল নামেই গল্প আপি! :):)

১৯| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৬

জুন বলেছেন: তুলনার অভিধান ভালোলাগলো বিলিয়ার রহমান । সংশ্লিষ্টদের কানে গেলে কাজে লাগতো ;)
আরেকটা বাদ শুনেছি সেটা হলো মুর্দাবাদ । যদিও কারো মৃত্যু চাওয়াটা অন্যায় ।
+

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আপির মন্তব্য ও প্লাসে বরাবরই অনুপ্রণিত হই!:)



সুন্দর একটি মন্তব্য করে আজও অনুপ্রাণিত করে গেলে আপি!:)


মৃত্যু চাওয়াটা সত্যিই যেন কেমন কেমন লাগে! তবে কিছু মানুষের অপরাধ কিন্তু.............।



আপির জন্য শুভকামনা!:)

২০| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপসার সকল ধন্যবাদ ও অন্যবােদর সােথ সহমত পোষন করছি।

আপনাকে ধন্যবাদ :)

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভৃগুদা!:)

২১| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: দেশ ও জাতি নিয়ে আপনার এই পোস্টের মাধ্যমে কিছু পজিটিভ এন্যাজি পেলাম। এই জন্য আপনাকে অন্যবাদ :P

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

বিলিয়ার রহমান বলেছেন: অন্যবাদ!!!!!



হায় হায় হায়!!!!!!!!!!!! /:)

২২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

সিনবাদ জাহাজি বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা লিখার জন্য

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

বিলিয়ার রহমান বলেছেন: মন ভাল করে দেয়ার মতো একটা মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ!:)

২৩| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: আসুন সবাই সবাই দেশটাকে মায়ের মতো ভালবাসি! -- একজন দেশপ্রেমিকের এই উদাত্ত আহ্বানের সাথে কন্ঠ মেলাচ্ছি।
পোস্টে ভাল লাগা + +

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য ও প্লাসে অনেক ভালোলাগা!:)


দেরি করে প্রতি উত্তর করেছি বলে দুঃখিত!

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫

শামীম সরদার নিশু বলেছেন: অনেকদিন পর আসলাম, এখন পড়তে পারবন বলে দুঃখিত।
মিস করছিলাম তাই উঁকি দিয়ে গেলাম।
সময় করে পড়ে নিব।
আগামীকাল থেকে ইনশাআল্লাহ নিয়মিত ব্লগে আসব।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আমি নিজেও বেশ কয়েকদিন ধরে ব্লগে নিয়মিত নই!:)


যাইহোক আপনাকে আবার দেখতে পেয়ে ভালোলাগছে!:)


ভালোথাকুন!:)

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার মতবাদ পড়ে। অনেক দেরি করেফেলেছি। বেশকিছু দিন ভালো সময় দিতে পারছিনা ব্লগে। তাই অনেক প্রিয় পোষ্ট মিস হয়ে গেছে।

কই ভাই আপনে, অনেকদিন আপনাকেও দেখছিনা।
যেখানে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ প্রত্যাশা সবসময়।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: গত দশ দিন ব্যস্ত ছিলাম!


সম্ভবত আরো মাস দুযেক ব্যস্ত থাকতে হবে!:)


তবে মাঝে মধ্যে অবশ্যই ঢু মেরে আপনাদের খবর নিয়ে যাব!:)

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্যস্ত?

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: বেশ ব্যস্ত ছিলাম!

আরো কিছুটা সময় ব্যস্ততা থাকবে!:)


তবে ব্লগ ছেড়ে অবশ্যই পালিয়ে যাব না!:):)

২৭| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

গেম চেঞ্জার বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: অন্যবাদ কথাটি হয়তো ডিকশনারিতে নেই! তবে শব্দটি দ্বারা আমি যে কি বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা তা অবশ্যই বুঝতে পেরেছেন!

হাঃ হাঃ হাঃ পুরাই বুঝা গেছে।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: পুরাই বুঝছেন!!!:):)


তাইলে আহেন এককাপ গরম গরম হয়ে যাক!!:)


আমরা আমরাইতো নাকি??;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.