নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এমন সোনার দেশে
জঙ্গির কেন হানা।
দেখেনা দেখার ভান করা
মন্ত্রীরা সব কানা।
আইএস আছে আইএস নেই
আইএস ফাঁকা বুলি।
তবু তাদের আক্রমনে
খাচ্ছে পুলিশ গুলি।
জিম্মি যখন আমজনতা
রাাষ্ট্র কি নিরব থাকে?
জঙ্গি ধ্বংসের গালগপ্পে তাই
জনতা দমিয়ে রাখে।
দেশর সব জনতা বুঝি
পড়েছে চোখে ঠুলি!
তাইতো ওরা ভাবে মোরা
গিলেছি ওদের বুলি।
দেশটা আমার দেশটা তোমার
দেশটা সবের মা।
এই মাকে নিয়ে ছলচাতুরি
সইতে পারি না।
ঢাকা
০৪ জুলাই ২০১৬
ছবি:- গুগল
আপডেট:- কিছু কমু না
এদের মধ্যে গ্রেট ইজ গ্রেট নামের একজন নাম দিয়েছেন! তাকে ধন্যবাদ!
২| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯
ধ্রুবক আলো বলেছেন: আইএস আছে আইএস নেই
আইএস ফাঁকা বুলি।
এটাই হলো মূল কথা +।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: আইএস ফাঁকা বুলি।
তবু তাদের আক্রমনে
খাচ্ছে পুলিশ গুলি!
৩| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইহা একটি ছড়া
সুন্দর লাগিয়াছে কিন্তু
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আপি
আমার এহেন কুখাদ্য ছড়া আপনার
সুন্দর লাগিয়াছে জানিয়া অতীব প্রসন্ন হইলাম!
৪| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া কিন্তু মাত্রা বিভ্রাট আছে হাহাহাহা
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: মাত্রায় আমি সব সময় ডি পিলাচ পাই!!!
তাই আমার সাথে তেনার সম্পর্ক যে একটু আধটু মন্দ হইবে উহাতো আমি জানি আপি!!
৫| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: গ্যাসের সিলিন্ডার বার্স্ট হইলেও আই এস দোষ নিজের কাঁধে নেয়!
কি মজার।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: কাল থেকে আমাদের মটার নষ্ট! বাসায় পানি নাই!!
আইএস এখনো দোষ স্বীকার করে কোন ববিৃতি দিচ্ছে না কেন!!!
৬| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: #ধ্রুবক_আলো আইএস কইত্থন আহে সেইতো বুঝি না। বেটারা বসে থাকে স্বীকার করার জন্য হাহাহাহা
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: সবই পশ্চিম আলাদের উচ্ছা আপি!
৭| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাপার না বিলিয়ার ভাইয়া.... খুব সুন্দর হইছে
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আবার থ্যাংকু আপি!
৮| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২
ধ্রুবক আলো বলেছেন: @কানিজ ফাতেমা ছবি আপু, এই আইএস হলো একটা ইস্যু এছাড়া আর কিছুই নয়। এই ইস্যু দিয়ে মুসলিম দেশ গুলোর ওপর বদনাম ছড়িয়ে বেধর্মী রাষ্ট্র গুলো প্রভাব বিস্তার করতে চাইছে এবং করছে। সমস্যা হলো আমরা মুসলিম জাতি এক নই, তাহলে এই গন্ডগোল ইস্যু , আইএস বানাইতে পারেনা!
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: হু আমিও তাই বিশ্বাস করি!
৯| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: রিয়াজ ভাই, মোটর ধুম কইরা বার্স্ট হোক তার কিছুক্ষন পরেই আইএস দোষ স্বীকার করবে না। ফ্রান্স
১০| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: রিয়াজ ভাই, মোটর ধুম কইরা বার্স্ট হোক তার কিছুক্ষন পরেই আইএস দোষ স্বীকার করবে নে। ফ্রান্স
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১১
বিলিয়ার রহমান বলেছেন: বার কয়েক কষ্ট করে আসার জন্য ধইন্না ভাই!
১১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম!
আপনিও ভাল থাকবেন সবসময়!
১২| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২০
মুশি-১৯৯৪ বলেছেন:
আত্মঘাতী বোমা ফাটিবার পর যে ধ্বংসযজ্ঞ হয়, যে প্রাণহানি ঘটে তাহা লইয়া বিশেষজ্ঞরা বিশেষ সময় ব্যয় করিতে চাহেন না। তাহারা জানিতে উৎসুক যে বা যাহারা বোমা ফাটাইল তাহার বা তাহাদের ব্রত বা মতলব কী।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: যাহারা মরিয়া গিয়াছেন তাহারা পঁচিয়া যাইয়া বাঁচিবেন!!! তেনাদের জন্য উপর আলাদের চক্ষে কোন জল এবং দিলে কোন মায়া যে নাই উহা আমি আপনি সবাইতো জানি!
১৩| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: কথা এইটাই।
ইহা একটি বিচ্ছিন্ন ঘটনা
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: এ সব মিডিয়ার সৃষ্টি !!!
১৪| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১২
মোস্তফা সোহেল বলেছেন: প্রামানিক ভাই ছড়া লেখা এখন প্রায় বাদ দিছে এই দায়িত্ব আপনি নেন।
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
বিলিয়ার রহমান বলেছেন: ভাবছি একটা তদন্ত কমিটি করমু!!!
রিপোর্টে ওনারা আপনা মন্তব্যকে সমর্থন করলেেআমিও ছড়া লেখা শুরু কইরা দিমু!!!!!
১৫| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার মনে হয়,ওরা তারাতারি মরে গিয়ে জান্নাতের হুর পাওয়ার আশায় জঙ্গি হয় ! কষ্ট করে সারা জীবন ধরে ইবাদত করতে কি আর ভালো লাগে...
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: সহজে জান্নাত লাভের জন্য নিরীহ মানুষ হত্যা!!!!
কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবব জাতীকেই হত্যা করল ! ( আলকোরান) তাই জঙ্গিদের জন্য কেবল দোজখই অপেক্ষা করছে!
১৬| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২
গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: ওয়াও খুব সুন্দর লেখা।
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ !
ভালথাকুন!
১৭| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: কবিতা গান অথবা উপন্যাস- এই সব হলো হতাশা আর অলস মানূষদের জন্য। সত্যকার অর্থে এগুলো বাজারের চালের দাম কমাতে পারে না।
২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২
বিলিয়ার রহমান বলেছেন: হু ঠিকই বলেছেন!
আপনার বলা বিষয়গুলো ছাড়াও ছবি তোলা, সে ছবি ব্লগে পোস্ট করা, সারাদিন অনলাইনে পড়ে থাকা, অকারনে মাথা চুলকানো ইত্যাদিও হতাশ আর অলস মানুষদের জন্য। সত্যিকার অর্থে এগুলো বাজারের চালের দাম কমাতে পারে না।
১৮| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানবব জাতীকেই হত্যা করল ! ( আল কোরান)
তাই জঙ্গিদের জন্য কেবল দোজখই অপেক্ষা করছে!
ওরা এ বিপদগামী পথ থেকে ফিরে আসুক।
২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
বিলিয়ার রহমান বলেছেন: ভাল ও মন্দ পথ চেনার ক্ষমতা প্রায় সবার আছে!
তবু কিছু মানুষ মগজ ধোলাইয়ে অন্ধ হয়ে যায় বুঝি না!
আমিও প্রার্থনা করি বিপথগামীরা যেন সঠিক পথে ফেরত আসে!
১৯| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
৪৬ বছরের রাজনীতি দেশকে এখানে এনেছে; যারা দেশ চালাছিল অতীতে, যারা চালাচ্ছে এখন, এটা তাদের অবদান; আজকে যেভাবে দেশ চলছে, আগামী ৫ বছরে রাজনৈতিক ধারণা আরও কমে আসবে।
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪
বিলিয়ার রহমান বলেছেন: স্বপ্নবাজদের মতো দেশকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই করার নেই আমাদের !
আমরা বড়ই যে অক্ষম!
২০| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫
বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে কথাটি আপার কাছ থেকে গত কয়েকটি পোস্টে টানা পেয়ে যাচ্ছি!
থ্যাংকু!
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬
বিলিয়ার রহমান বলেছেন: প্লাসের জন্য বিশেষ ধন্যবাদ!
২১| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
জঙ্গি আর তার বাস্তবতা নিয়ে লেখা ছড়াটি ভালো হয়েছে ।
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংশায় খুশি হলাম জী এস ভাইয়া!
ভাল থাকুন!
২২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:০০
ক্লে ডল বলেছেন: এই মাকে নিয়ে ছলচাতুরি
সইতে পারি না।
আসল সমস্যা সমাধান না করে দোষ চালাচালি আর কাদা ছোড়াছুঁড়ি যে কবে বন্ধ হবে!
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮
বিলিয়ার রহমান বলেছেন: কাদা ছোড়াছুঁড়ির গুনটা সম্ভবত আমাদের রক্তে মিশে আছে!
ওর হয়তো শেষ নেই!
২৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো । +++++++
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে খুশি হলাম নীলপরি!
ভালোথাকুন!
২৪| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: আল কায়েদারই নূতনরূপ।। অপেক্ষায় থাকে ধ্বংশাত্মক কাজের স্বীকৃতি দেয়ার জন্য!!
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮
বিলিয়ার রহমান বলেছেন: আই হেট আইএস!
২৫| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভুল তো করেই ফেলেছি পড়তে পড়তেই মনে মনে বলেছি দারুণ একখান কবিতা!!!!! হোক ভুল, তবুও বলছি, একটা সুন্দর যুগোপযোগী কবিতা পড়লাম।
আইএস জঙ্গি বাংলা মায়ের বুক থেকে নিপাত যাক এই প্রত্যাশা। আর যারা জঙ্গি মরলে মায়া কান্না দেখিয়ে মমতার বাণী শুনান তাদের জন্য বুক ভরা ঘৃণা।
জঙ্গি দেখামাত্র গুলি করা দেখতে চাই। জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই।
আপনার জন্য শুভকামনা সবসময়।
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯
বিলিয়ার রহমান বলেছেন: আমাদের দেশটা পাকিস্তান না হোক! এই দেশটা সুন্দর ও নিরাপদ থাকুক! এই প্রার্থনা করছি!
২৬| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯
সিনবাদ জাহাজি বলেছেন: জিম্মি যখন আমজনতা
রাাষ্ট্র কি নিরব থাকে?
জঙ্গি ধ্বংসের গালগপ্পে তাই
জনতা দমিয়ে রাখে
সঠিক কথা
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ সিনবাদ জাহাজি!
ভালোথাকুন!
অনেক অনেক শুভকামনা!
২৭| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! কবে এমন কবি হমু? লিখার পরে শুধু কপি আর কপি হবে!!!
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: মজা লইলেন রিটন ভাই!!!
২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: নিরো ফিডোলস হোয়েন রোম উজ বার্ণ
এই প্রবাদটা আপনাকেও কি বলতে হবে???
২৮| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
আমির ইশতিয়াক বলেছেন: আপনি খুব জনপ্রিয় কবি। লেখার সাথে সাথে কপি পেস্ট হয়ে যান।
৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: আমি জনপ্রিয় অকবি ভাই!!!!
৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ!
২৯| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২
গেম চেঞ্জার বলেছেন: ভাল হয়েছে ছড়া কিন্তু চোরদের রোখা সম্ভব হবে না নিকট ভবিষ্যতে।
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় প্রীত হলাম গেমু ভাই!
চোরদের আমরা কি রুখবো ওরাই আমাদের উল্টো রুখে দিয়েছে!!!!!
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭
বিলিয়ার রহমান বলেছেন: ইহাকে কেউ কবিতা ভাবিয়া ভুল করিবেন না!