নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা হবে স্বাধীনতা??
যে স্বাধীনতা কিশোরীর চাহনির মতো কোমল,
নির্ভেজাল, কপটতাহীন, চঞ্চল
যে স্বাধীনতা মায়ের ভালোবাসার মতো সার্বজনীন
পিতার স্নেহের মতো মহান মহীয়ান
যে স্বাধীনতা বাংলার মাটির গন্ধের মতো
পরশ বুলিয়ে মিলিয়ে দেবে শূন্যতার ক্ষত।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা?
এর জন্য না হয় তের গঙ্গা রক্ত,
তিন নিযুত যোদ্ধার নির্ঘুম রাত,
কোটি মায়ের চোখের জল আর সিথির সিঁদুরের
সমান মূল্য তুমি চেয়েই নিলে।
তবুও যে আমার চাই অমন একমুঠো স্বাধীনতা!
স্বাধীনতা হবে স্বাধীনতা??
যে স্বাধীনতা আমি চেয়েছি বলেই
তা কেবল আমার বংশের, গোষ্ঠীর দলের নয়।
বরং সে স্বাধীনতা কৃষকের, মজুরের, শ্রমিকের
বটতলার নিচে বসে থাকা ভিক্ষুকের
সে স্বাধীনতা মৌলানা,পুরোহিত, যাজকের
তরুন, যুবা, আবাল, বৃদ্ধা সবের।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা??
এর জন্য না হয় সাত শহর নারীর সম্ভ্রম
সাতাশ অযুত নব ধবুর অনিঃশেষ অপেক্ষা
আর লক্ষ প্রাণের স্বার্থহীন ত্যাগের
সমান মূল্য তুমি চেয়েই নিলে।
তবুও যে আমার চাই এমন একমুঠো স্বাধীনতা?
বিলিয়ার রহমান
২৬ মার্চ, ২০১৭ইং
ছবি: https://abstract.desktopnexus.com থেকে নেয়া
আপডেট:-
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই লেখাটা কপি হয়ে গেছে। পোস্ট করেছি মাত্র ঘন্টা চারেক হলো এরই মধ্যে আমিসহ লেখাটির মালিক এখন মাত্র ১৮ জন!h
অবশ্য একজন আমার পোস্টটার স্ক্রীন শট দিয়ে নামও উল্লেখ করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা
আমিতো বহুত ফিমাচ হইয়া গেলুম!!
২| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
বর্ষন হোমস বলেছেন:
হুম ভাল লাগল কবিতাটা।
আচ্ছা বলুন তো একটা কবিতাকে কিভাবে মূল্যায়ন করা যায়?
আমার সাধারণত কবিতা নিজে থেকে ভাল লাগলে বলে দেই ভাল হয়েছে।আমি মূল্যায়ন টা সঠিক ভাবে করতে পারি না।
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই বলে রাখি আমার উপরের লেখাটা কবিতার মধ্যে পড়েনা!!!
এবার বলি ভালো কবিতাগুলো কেমন হয়
ভালো কবিতা গুলো এমন যা পাঠে আমরা আবেগে কেঁপে ওঠে, চিন্তার জগতে কিছু একটা খেলা করে চলে। মন পুলকিত হয়ে ওঠে।অনুভুতির খেলায় আমরা অল্পকালের জন্য হলেও ভাবুক হয়ে উঠি।
একটা ভালো কবিতা এমন যাতে থাকে অনুপ্রাশ, ছন্দের অনুরণন। যাতে থকে প্রকৃতির মতো খাঁঠি রূপের ছোঁয়া। আর কত কি বলব। আসলে একটা ভালো কবিতাই হতে পারে কেবল একটা ভালো কবিতার সংজ্ঞা!
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মনকে নাড়িয়ে দেওয়ার ক্ষমাতার কথা বিববেচনায় নিয়ে আপনি যে কোন কবিতাকে আপত মূল্যায়ন করতে পারেন!
আর সাহিত্যিক বিশ্লেষণ করতে চাইলে, কবিতা মূল্যায়নের পূর্বে আপনাকে অনেক কিছুই শিখে নিতে হবে!
৩| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫
জুন বলেছেন: স্বাধীনতা নিয়ে অত্যন্ত আবেগঘন কবিতা বিলিয়ার রহমান ।
অন্যরকম ভালোলাগা যেন পিতার স্নেহের মতো, মায়ের সিথির সিঁদুরের মত এক ভালোলাগা ।
+
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য এবং প্লাস!
বাহ! বেশ বেশ!
তোমার জন্য অনেক অনেক শুভকামনা আপি!
৪| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: কবিতা কিন্তু খুব সাধারণ হয়ে গেল
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: এটাতো কোন কবিতাই নয়!!! (সত্যিই বলছি!)
তবে এই থিম নিয়ে একটা কবিতা লেখার ইচ্ছা আছে! হয়তো আগামিকাল সফল হবো অথবা পরশু নয়তো অন্য কোন দিন!
৫| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭
ধ্রুবক আলো বলেছেন: অনেক কষ্টের এই স্বাধীনতা।
স্বাধীনতা হবে স্বাধীনতা।
খুবই আবেগঘন একটা কবিতা ++++
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০২
বিলিয়ার রহমান বলেছেন: এখনো এটাকে ঠিক কবিতা বলছিনা!
কিছু অনুপ্রাস ও কাব্যিকে ছন্দ যোগ করতে চাই ! হয়তো তখন এটাকে কবিতা মনে হবে!
তবে এই অসম্পূর্ণ অবস্থায় আজকেই লেখাটা পোস্ট করার কারন আজই যে আমাদের স্বাধীনতা দিবস!
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: প্লাসে অনুপ্রাণিত !
তবে একটা তবে আছে যে ভাই!!!!!!
৬| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
যে স্বাধীনতা আমি চেয়েছি বলেই
তা কেবল আমার বংশের, গোষ্ঠীর দলের নয়।
বরং সে স্বাধীনতা কৃষকের, মজুরের, শ্রমিকের
বটতলার নিচে বসে থাকা ভিক্ষুকের
তরুন, যুবা, আবাল, বৃদ্ধা সবের।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা??
...........আমিও আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, হবে কি???
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশ্ন আমাকে কেবল নির্বাকই করে দিল কামাল ভাই!
কারন এর উত্তর আমার কাছেও যে নেই!
৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৮
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে চা বাদ দিয়ে এখন থেকে কেবল ফুল দেবেন নাকি??
৮| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪২
সাদা মনের মানুষ বলেছেন:
চা ফুল সবই পাবেন এখন থেকে
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: তা তো দেখতেই পারছি!
লাল রংয়ের(পড়ুন পুলের রংয়ের) চা!
৯| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: পুলের রং মানে টা কি!!!
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: দুঃখিত টাইপো ছিল!!
ওটা হবে ফুলের রংয়ের চা!
১০| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে এমন ভুল অনেক ভাইটামিন যোগায়, এটা কম খারাপ না
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে ভাইটামিন ‘এরর’ জিনিসটা সাথে থাকা ভালা, তাই না???
১১| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: সুমনদা আপনার প্লাস পেয়ে কিন্তু সত্যি সত্যি এখন ভাবা শুরু করলাম যে লেখাটা ভালো হয়েছে!
১২| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর লিখেছেন।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম!
ভালো থাকুন!
১৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
একমুঠো স্বাধীনতা চাই , যে মুঠো খুললেই পাই যেন বাংলার পথ-ঘাট- মাটি ও মানুষের চিরকালের গন্ধ ।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যটা আমার দারুন লেগেছে!
আমার কবিতাটা এখনো সম্পূর্ণ নয়! আপনি অনুমতি দিলে পরবর্তী সম্পাদনায় আপনার মন্তব্যের কিছু অংশ জুড়ে দিতে চাই!
১৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
সভ্যতার অংশ হয়ে গেছে স্বাধীন দেশ ও ব্যক্তি স্বাধীনতা; সভ্যতা যেখানে পেছনে পড়ে আছে, সেখানে স্বাধীনতাও পেছনে পরে আছে।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০
বিলিয়ার রহমান বলেছেন: সভ্যতা যেখানে পেছনে পড়ে আছে, সেখানে স্বাধীনতাও পেছনে পরে আছে।
সুন্দর বলেছেন!
১৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
সানন্দে আপনি তা জুড়ে দিতে পারেন ।
আমাকে এমন সম্মান জানানোতে কৃতজ্ঞ ।
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩
বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাইয়া
অনুমতি দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা ও ভালবাসা!
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: যে স্বাধীনতা বাংলার মাটির গন্ধের মতো
পরশ বুলিয়ে মিলিয়ে দেবে শূন্যতার ক্ষত।
এই লাইন দুটির জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম।
১৬| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
অপ্সরা বলেছেন: অনেক সুন্দর বিলিভাইয়া!
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ আপি!!!
তোমার জন্য অনেক অনেক শুভকামনা!
১৭| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:০০
ধ্রুবক আলো বলেছেন: আপডেট যা দেখলাম মাথা ঘুরায়া গেলো!!
ফিমাচ হইতে আর কত দেরি পাঞ্জেরী?
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: ফিমাচ হইতে আর কত দেরি পাঞ্জেরী?
হা হা হা!
আপনার উপরের মন্তব্যের প্রতিউত্তরে আমার বলা “তবে কিন্তু তবে আছে” কথাটির মানে এই যে আপনি পিলাচ কইয়াছেন অথচ পিলাচ মানে লাইক দিয়ে যাননি! হা হা হা !
১৮| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
চোরেরা তো আর ব্লগার বা কবি না; শুধু সামুর লাভ কিছু চোর ভিজিটর পায় !!
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: কপিবাজরা আমার মেয়ের জামাইয়ের মামা শ্বশুর!
বলেনতো আমার কি???
বি দ্র: আমার বউ তার ভাইবোনদের মধ্যে সবার বড়!
১৯| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: আসলেই আপনি ফিমাস। আপনের লেখা কখন প্রকাশ হবে এই সব চোরেরা মনে হয় সে অপেক্ষায় থাকে।
কবিতা কিন্তু দারুন +++
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই আমি কিন্তু ফিমাচ ভাই!
অ্যাম্বুলেন্স অহোনা আহোস না ক্যান............।
২০| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: এখনো ও কপি চলছেই?
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৯
বিলিয়ার রহমান বলেছেন: তাতো দেখতেই পারছেন বাবু ভাই!
তবে আমি কিন্তু বহুত খুশি ভাই!!!!!!!
২১| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিতো বহুত ফিমাচ হইয়া গেলুম!!
হে হে হে আপনিতো ফেমাচ আছিলেনই! নতুন হইবেন কেলা?
মেধাহীন ফেবু কবি-স্বাদীদের ভীরে কবিরাই অপাংক্তেয়!!!!
আপনার কবিতার ভাবার্থে চোরদের স্বাধীনতা উৎসব চলছে মনে করেন
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৬
বিলিয়ার রহমান বলেছেন: আমি কিন্তু আপনার একজন ফলোয়ার( ভক্ত)!
সেই আপনিই আমাকে ফেমাচ( পড়ুন ফিমাচ) বলে গেলেন!!
বহুত খুব!! (ল্জ্জায় লাল হয়ে যাওয়ার সাতটা ইমো হপে)!
চোরদের নিয়ে এখন আর ভাবছি না! তবুও পোস্টে স্ক্রীন শট দিচ্ছি শুধু এই ভেবে যে হয়তো অথরিটি আমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করবে!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভৃগুদা!
২২| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কপিবাজরা আমার মেয়ের জামাইয়ের মামা শ্বশুর!
বলেনতো আমার কি???
[/sbআপনার শালাবাবু
লুল
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে আপনার করা প্রশ্নের( শিরোনামহীন-এ) উত্তর আপনার কাছ থেকেই আদায় করে নিলাম নাকি???
২৩| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হুম ঠিক................................লুল
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন:
২৪| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: খুবই সুন্দর কবিতা। সরকারি দলের সমথক হইলে সেরা কবির পুরস্কার পেতেন।
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যটা পুরোপুরি বুঝতে পারিনি!
একটু বুঝিয়ে বলে গেলে খুশি হতাম!
২৫| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই। এটা যদি অকবিতা হয় তো কবিতা কোনটা!!! টেনশনে আছি!!!
ভালো জিনিসের চাহিদা বেশিই থাকে। চোরদের প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া এখন আর কিছু করণীয় নাই মনে হচ্ছে!!!
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০
বিলিয়ার রহমান বলেছেন: এখনো আমার কাছে এটাকে অকবিতাই মনে হচ্ছে!!!
আপনার ভাইয়ের খবর কি??
উনি কি আগের থেকে সুস্থ??
২৬| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
কানিজ রিনা বলেছেন: ওরা আঠার জন স্বাধীনতায় বিশ্বাসী।
তাছারা আর বলার কিছু নাই।
তবে আপনার কবিতা ভাল লাগল।
ধন্যনাদ
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার কাছে লেখাটি ভাল লেগেছে জেনে খুশি হলাম!
ভালোথাকুন!
২৭| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৭
ধ্রুবক আলো বলেছেন: টেকনিক্যাল লোচা হইছেরে ভাই, লাইক বাটনে ক্লিক করার পরও লাইক পরেনি!!
এহেন সমস্যা প্রায় সময়ই ঘটে।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: টেকনিক্যাল লোচা
উহা কি জিনিস দাদু!!
উনি নায়ক নাকি ভিলেন!
২৮| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫
তারেক ফাহিম বলেছেন: মন্তব্য দিয়ে কী ভাব প্রকাশ করব বুঝে উঠছিনা সবাইতো সব রকমের মন্তব্য করেই দিল, আমি সবার মন্তব্যের সাথে একমত
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: উত্তর আর কি দিমু!!
সবই তো আগে দিয়া দিসি! তাই উপররের সকল উত্তরই আপনার এই মন্তব্যের প্রতি উত্তর !
২৯| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল হয়েছে +++ ।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় প্রীত হলাম!
ভাল থাকুন দৃষ্টিসীমানা !
৩০| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১১
নাগরিক কবি বলেছেন: অসম্ভব সুন্দর হইছে। দুইবার পড়লাম। তবে স্বাধীনতার পায়ে শিকল পরছে এখন
ওহে আপনার সন্তানের বাবাদের জন্য শুভ কামনা।
"ওরা আমায় পাগল বলে
বন্দি করে বদ্ধ ঘরে।
কবিরা সব বাইরে ঘুরে
আমি কেন মৃত্যু কূপে?
বন্দি আমি শিবির ঘরে
লিখছি আমি দেয়াল জুড়ে,
পারবে না কেউ পড়তে এটি
স্বাধীনতা তুই বন্দি নাকি?"
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩০
বিলিয়ার রহমান বলেছেন: অকবিতার সম্বন্ধে কিছু বলতে চাই না!!!
তবে আপডেটের কাহিনী দেখে কি বুঝলেন???
৩১| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩
হাতুড়ে লেখক বলেছেন: পড়লাম।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: অকা
৩২| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা
কিন্তু চোরদের জ্বালায় আমিও অতিষ্ঠ
ভাল্লাগে না আর
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: কপিবাজরা আমার মেয়ের জামাইয়ের মামা শ্বশুর!
৩৩| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনাদের দোআ আল্লাহর রহমতে ছোট ভাই এখন মোটামুটিরকম সুস্থ। আজ ঢাকা নিয়ে গেছে পিজিতে। কি একটা পরীক্ষা করতে হবে। সবাই মত দিচ্ছে যে মাদ্রাজ নিয়ে গিয়ে হার্ডে রিং লাগানোর জন্য। দেখি কি করি শেষ পর্যন্ত।
আন্তরিক খুঁজ খবরে কৃতজ্ঞ ভাই। বর্তমানে একটু চিন্তা মুক্ত হচ্ছি ভাইটির একটু সুস্থতায়। দোআ করবেন ভাই।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: দোয়া করছি আপনার ভাই যেন শুস্থ হয়ে উঠেন!
ভালো থাকুন!
৩৪| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:১১
খায়রুল আহসান বলেছেন: স্বাধীনতার চেতনা সমৃদ্ধ কবিতা খুব ভাল হয়েছে। ছবিটাও খুব সুন্দর।
মাত্র চার ঘন্টায় ১৭ জন কুম্ভীলক দ্বারা কবিতাটি তাদের নিজ নিজ ফেইসবুক পাতায় কপি পেস্ট করা হয়েছে। সত্যি, এসব চোরেরা প্রকারন্তরে আপনাকে এক বিরল সম্মান দেখিয়েছে। এতদিনে হয়তো সে সংখ্যাটি আরো অনেক বেড়ে গেছে! চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন?
কবিতায় 'লাইক' + +
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: লেখাটি আপার ভাল লেগেছে জেনে সত্যিই খুব আনন্দি হলাম!
আপনার প্লাস এবং মন্তব্য বরাবরই আমাকে অনুপ্রণিত করে! আজও তাই অনুপ্রণিতই হয়েছি!
কপিবাজদের সংখ্যাটা এখন এতো বেশি যে ওদের প্রতারনার প্রতিবাদ করতে গেলে আমার অন্য সব কাজ ফেলে রাখতে হবে!! তাই বলতে পারেন ওদের কাছে একরকম হারই মেনে নিয়েছি!!!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: টাইপো থাকতে পারে! ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!