নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!!! কথাটি কত বার শুনেছেন?? আমি বহুবার শুনেছি! তবে ভদ্রতা দেখিয়ে কেউই আমাকে বলেনি।কিন্তু হাবভাবে বুঝে নিতে হয় অনেক কিছু! আমিও বুঝে নিয়েছি(যেহেতু আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি তাই আমার সামনে অন্যান্য কবিদের অপমান করে বলা সে তো আমাকেই বলা)।
উপরের ভাবনাটা যারা ভাবেন তদের কাছে আমারো জানতে ইচ্ছে হয় আসলে কবি বলতে আপনারা কাকে বোঝান?? যিনি কবিতা লেখেন তাকেই কি??? কিন্তু কবিতা লিখলেই তো সবাই কবি হয়ে যান না। আপনি কি জানেন জীবনানন্দ দাশ কি বলেছেন? তিনি বলেছেন, ‘সবাই কবি নন, কেউ কেউ কবি???’
কবিদের সংজ্ঞা দিতে গিয়ে তিনি আরো বলেছেনঃ- কবি; তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্যবিকীরণ তাদের সাহায্য করেছে। কিন্তু সকলকে সাহায্য করতে পারে না ; যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয় ; নানারকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।( কবিতার কথা)
এবার আবার ঢাকা শহরে কাকের চেয়ে কবিদের সংখ্যা বেশি এই কথাটায় ফিরে আসি। এই কথার দ্বারা আপনারা কি বোঝাতে চান??? সত্যিকারের কবিদের সংখ্যা আধিক্য! যদি এটাই বোঝাতে চান তবে এ তো আনন্দের কথা!! দেশে প্রতিভাবানদের সংখ্যা তাহলে অধিক!
কিন্তু আপনি এটা যে বোঝাতে চাননা তা অনুমান করার জন্য আমাদের আইনস্টাইন হতে হবে না । আপনাদের নজরটা যে কবিতা লেখা অকবিদের প্রতি সে আমরা বুঝি!
আপনারা কাউকে অকবি বলে গালি দিতেই পারেন সে আপনাদের স্বাধীনতা। তবে আপনাদের কাছে আমাদের( অকবিদের) যে কিছু জিজ্ঞেসা আছে??
আচ্ছা বলেনতো যদি অকবিরা কবিতা লেখে তবে কি__
রাজার দুয়ারে আগুন লাগে?
নাকি নব বিবাহিত দম্পতির সংসার ভেঙে যায়?
অ কবিদের কবিতার কারনে কি শীতকাল বেশি স্থায়ী হয়; বসন্ত দেরি করে আসে??
অকবিদের কবিতার কারনে কি কৃষকের ফসলের ক্ষেত পুড়ে যায়??
নাকি বন্যার জলে ভেসে যায় ধান?
অকবিদের কবিতার কারনে কি কখনো আপনাদের প্রেম ভেঙে গেছে??
নাকি বিলুপ্ত হয়ে গেছে সুন্দর বনের কোন পশু??
ঢাকা শহরের কোন সেতু ভেঙে পড়েছে? অথবা পেঁকে গেছে কোন কোন পুরুষের দাড়ি???
এসব কিছুই না হলে কবিতার মতো করে একজন অকবির মনের কথা বলে যেতে দোষ কোথায় ?? আপনারা অকবির কবিতা না পড়লেইতো হয়?
আরো একটা ব্যাপার লক্ষ্যণীয় যে কবিতার সমালোচনা করতে গিয়ে আপনারা প্রায়ই বলেন আধুনিক কবিতা কোন কবিতাই নয়( জীবনান্দদাশের কবিতাকেও তাই বলা হত)। এখন কেউ যদি ক্লাসিক কবিতার মতো কিছু কাব্যিক শব্দ ব্যবহার করে কবিতা লেখে আপনারা তখন বলেন সচেতন ভাবেই কঠিন শব্দ ব্যবহার করছেন। আরে মশাই আপনার সকল ক্লাসিক কবিরাই এটা করেছেন এবং আপনি তা মেনেও নিয়েছেন। তাদেরটা মেনেছেন কারন তাদের নামটা বড় তাই না! তবে আমাকেতো বলতেই হচ্ছে মশাই আপনি কবিতাই বোঝেন না!
কবিতা ‘চিন্তার ব্যায়াম’ নয়।কবিতার জন্মরহস্য বর্ণনাতীত একটি ঘটনা। কোনও কবির পক্ষেই বলা সম্ভব নয়, আজ আমি একটি কবিতা লিখবো। কবিতা লেখার শর্ত হলো কবির মনে বিশেষ একটি ভাবনা বা চিন্তার স্বয়ম্ভূ স্ফূরণ।কবিতা সকলের জন্যে নয়, অনেকের জন্যেও নয়। কবিতা কেবল কবিতাবোদ্ধাদের জন্য।
তাই কবিতা আপনার জন্য কিনা সেটা ভাবুন!! একবার নয় প্রয়োজনে সাত বার ভাবুন!
আপনারা আরো বলেন ওমুক সময়ে অমুক অমুক ভালো লিখতেন! ঠিক আছে যারা ভালো লিখতেন তারা নতুনদের প্রেরণা! কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা নিজেরা তখন কি করতেন?? কিছুই না এবং এখনো তাই করছেন?? আপনাদেরই বলছি, এই প্রবাদটা কি জানেন যে যারা লিখতে জানেন না তারাই হয়ে যান লেখার সমালোচক !! উদাহরণ পেতে চান তবে স্যামুয়েল জনসনের নামটা শুনে নেন।( তেমন কিছুই লেখেননি ভদ্রলোক। তবে বাঘা বাঘা কবিদের সমালোচনা করে গেছেন। অবশ্য তার মতো সমালোচনা করতে গেলেও কিছু যোগ্যতার দরকার।)
একজন অকবি নিজের মতো করে লেখেন। আপনরা পারেন তার লেখার নিচে গিয়ে গঠনমূলক সমালোচনা করতে যাতে তার লেখার মানের উন্নায়ন ঘটে। কিন্তু আপনারা সেটি না করে বরং চাচ্ছেন একজন অকবি পরিপক্ক হয়েই লিখতে আসুক! আরে মশাই আছাড় না খেলে সে হাটতে শিখবে কিভাবে???
পরিশেষে আমি আপনাদের ( যারা কবি শব্দটাকে গালি ভাবেন) কবিতার জ্ঞাণের একটা ধারনা পেতে চাইছি( সামুতে যারা একটা কবিতাও পোস্ট করেছেন তারা এই টেস্টের আওতার বাইরে)। আপনার জন্য কবিতা নয় একটা ছড়া দিলাম মাত্র। আপনাকে বলতে হবে এর প্লট কি, রাইম স্কিম কি, এটা কোন ধরনের ছড়া এবং এর মূলথিম কি, এতে সিমিল, মেটাফোর আছে কিনা, এখানে হয়েছে কি কোন পারসনিফিকেশন?
ছড়া
লালকে যখন লালই বলি
নীলকে যখন নীল
সাদা চোখে সবই সমান
তখন কিসে গরমিল।
লাল, নীল, সবুজ ,হলুদ
সবই যখন কালো
মন্দ দুষ্ট লোভী পুষ্ট
সবই তখন ভালো।
গলা বাজিতে গলা মিলিয়ে
বৈধ যখন অবৈধতা
পেশির জোরে ছোড়ার ভয়ে
উচ্চকন্ঠে আসে মৌনতা।
তখন উর্দি কুর্তি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার ঐ উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়।
এই ভুলেরই ভুল সংশোধনী
কখনো কি কাজে আসে
ভুলের শিক্ষায় উদাসীনতায়
ভুলই তখন হাসে।
আপনি যদি এর ৭০ ভাগ উত্তরও ঠিক ঠিক দিতে পারেন তবে আপনাদের সব কথাই মেনে নেব! না পারলে আবার বলব কবিতা সবার জন্য নয় অনেকের জন্যও নয়। কবিতা কেবল কবিতা বোদ্ধাদের জন্য আর আপনি কবিতা বোদ্ধা নন। সো মুখে কুলপ আঁটুন এবং বসে থাকুন!
আপডেট:-
কবি খলিল ভাই এর আদেশ পেয়ে আমি নিজেই বিশ্লেষণ করলাম! আপনাদের সুবিধার উপরে জন্য পুরো ছড়াটিই তুলে দিলাম!
আমার বিশ্লেষণঃ-
ছড়াটি একটি অ্যালিগোরিক্যাল( এর বাইরের অর্থ এবং ভিতরের অর্থ আলাদা) ছড়া। এতে কোন, সিমিল, মেটাফোর, পারসনিফিকেশন নেই! অ্যালিগরিকাল হওয়ায় শেষে একটা মোরাল লেসন আছে!
এর প্লট হল সেচ্ছাচারিতা ও এর পরিনাম!
এর প্রতি স্ট্যানজার রাইমস্কিম ABCB
এটি স্বরবৃত্ত ছন্দে রচিত। এখানে প্রতিলাইন দুই পর্বের। প্রতি পূর্ণ পর্ব চার মাত্রার এবং অপূর্ণ পর্ব দুই মাত্রার । ছড়াটিতে তিনটি বিশিষ্ট উচ্চারণ রয়েছে। তাই ঐ সকল স্থানের মাত্রাভাগ সাধারণত এক হলেও ওখানে হবে দুই।আর একটি ব্যাপার স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষরকে একমাত্রা ধরে মাত্রা ভাগ করা হয়েছে। বোঝার জন্য আমি আমার হাতে লেখা একটা ছবি আপলোড করে দিলাম!
এর মূল কথা
লালকে যখন লালই বলি
নীলকে যখন নীল
সাদা চোখে সবই সমান
তখন কিসে গরমিল
সত্যকে যখন সত্য বলি এবং মিথ্যাকে যখন বলি মিথ্যা তখন সাধারন বিচক্ষণতা দিয়েই আমরা বুঝতে পারি যে কোন সমস্যা নেই!
লাল, নীল, সবুজ ,হলুদ
সবই যখন কালো
মন্দ দুষ্ট লোভী পুষ্ট
সবই তখন ভালো।
কিন্তু যেখানে ভালো বেশধারী সকলের ভিতরটাই কালো মানে মন্দ হয় সেখানে সব মন্দই ভালোর বেশ ধরে থাকে
গলা বাজিতে গলা মিলিয়ে
বৈধ যখন অবৈধতা
পেশির জোরে ছোড়ার ভয়ে
উচ্চকন্ঠে আসে মৌনতা।
যে সমাজে গলাবাজি করে অবৈধতাকে বৈধ করা হয় সেখানে প্রতিবাদি কন্ঠ বাধ্য হয়ে চুপ থাকে।
তখন উর্দি কুর্তি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার ঐ উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়।
ফলাফল স্বরূপ রাজার রক্ষীবাহিনীরা নিজেদের অবস্থানের কথা ভুলে যান এবং এক সময় রাজাকে হটিয়ে নিজেরাই ক্ষমতা দখল করে নেয়।
এই ভুলেরই ভুল সংশোধনী
কখনো কি কাজে আসে
ভুলের শিক্ষায় উদাসীনতায়
ভুলই তখন হাসে।
আশা করি এই মোরাল লেসনটুকুর ব্যাখ্যা করতে হবে না!
২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১১
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামিও অনেকের মুখে শুনেছি।
কিছু বলিনি...
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৫
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা না বুঝেই মজা নিতে চান ওনারা!
৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৫
নাগরিক কবি বলেছেন: কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল,
ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল,
ততদিন প্রাণ দেব শত্রুর হাতে
মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে।
ইতিহাস! নেই অমরত্বের লোভ,
আজ রেখে যাই আজকের বিক্ষোভ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০
বিলিয়ার রহমান বলেছেন: হে অকবি ঐ কবিতাংশটুকু কি আপনার লেখা!
৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০
নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ বিলিয়ার ভাই। কাল থেকে মন খুব খারাপ ছিল। আপনার লেখা পড়ে ভালো হলো।
উপরের কবিতা কিন্তু আমার নয়। কার? তা নিশ্চয় জানেন। ;(
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: জানি!!
উপরের কবিতাংশের ভদ্র লোকের একটা কবিতার বই মেলায় অনেক খুঁজেছি আফসস পাইনি!!
এই হল আমাদের কবিদেরর প্রতি দরদের নমুনা!
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: কাল রাতে আমারো ঘুম হয়নি!
৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩
নাগরিক কবি বলেছেন: উহা, সুকান্ত। আমরা কি লিখতে পারি না পড়তে পারি। কিন্তু কখনো কখনো কিছু উত্তর অকবির ভাষায় অথবা কোন কবির ভাষায়, যাদের আমরা পড়ি না - তাদের ভাষায় বলতে পারি।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: আমিতো জানতাম!
আপনাকে জিঞ্জেস করেছি যাতে অন্য কেউ ভুল বুঝতে না পারে!
৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
নাগরিক কবি বলেছেন: আপনাকে ধন্যবাদ। সত্যি ধন্যবাদ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪২
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ কেন ভাই??
৭| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
অপ্সরা বলেছেন: এবার আবার ঢাকা শহরে কাকের চেয়ে কবিদের সংখ্যা বেশি এই কথাটায় ফিরে আসি। এই কথার দ্বারা আপনারা কি বোঝাতে চান???
হা হা হা এই কথাটি দ্বারা তারা বুঝাতে চান, তারা বসে বসে কবিদের কবিতা পড়েছেন ও কবিদের সংখ্যাও গুনেছেন তবে কাকদের গুনতে পারেন নাই কারণ গুনতে গেলেই তারা কা কা করে উড়ে পালিয়েছে বা এ তার থেকে ও তারে উড়ে বসেছে কাজেই বিরক্ত হয়েই উনারা লিখতে বসেছেন যে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!!!!!!!!!!!
জানোই হতাশা এবং ফেইলউর থেকে মানুষ কত কিছুই না করে! শুধু শুধু রাগ করো কেনো!!!!!!! তোমার পোস্টে একটা রাগ রাগ ভাব দেখলাম কিন্তু সহানুভুতির সহিত একটু চিন্তা করিয়া দেখো....... মানুষ নামে কবি গোনা সম্ভব বাট কাক গোনা খুব একটা সহজ নহে কারণ মানুষের দুটি পা ও দুটি হাত আছে যাহা দিয়া তাহারা কাব্য লিখিয়া থাকেন এবং মানুষ তাহা পড়ে বাট কাকেদের আছে দুটি ডানা তাহা দিয়া তাহারা উড়িয়া যায় ও কা কা করে শব্দ করে যার মিনিং মানুষের জানা নেই...... কাজেই হতাশং রাগনং কাব্যং ....... আমার নিউ সংস্কৃৎ ভাষ্য না বুঝিতে পারিলে আমার কিছু করার নাই!!!!!!!!!
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
বিলিয়ার রহমান বলেছেন: আপি মন্তব্য পড়ে কিছুক্ষণ হাসলাম!!এরপর কী-বোর্ডে হাত দিলাম!!!
তোমার মন্তব্যের জবাব নাই!
মন্তব্যেটাকে একটা প্লাস দিয়ে দিলাম!
৮| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯
ওমেরা বলেছেন: এই যে ভাইয়ারা কে কি বল্ল তা নিয়ে মন খারাপ করে ঘুম নষ্ট করার দরকার নেই ।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ঘুম নষ্ট করতে চাই না কিন্তু অবচেতন ভাবেই যে নষ্ট হয়ে যাচ্ছে ওমেরা( আপি না ভাইয়া বুঝতে পারছি না!)!
৯| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
নাগরিক কবি বলেছেন: জলছে আগুন ধিকে ধিকে
ঘামছি আমি দর দরিয়ে
বুকের ভীতর চিন চিনিয়ে
কিছু কথা মিন মিনিয়ে....
(বাকিটা পরে বলব) তবে আপনি বুঝে নিলে আর বলতে হবে না
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: বুঝতে চেষ্টা করলাম!!
সম্ভবত কিছু বুঝেতে পেরেছিও!
১০| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮
জুন বলেছেন: দুটো কাক প্রতিদিন সকালে এসে কা কা করে আমার ফেলে দেয়া সেদ্ধ ডিমের কুসুমটা খেয়ে যায় । ঝগড়া বেধে যায় বলে ইদানীং ভাগ করে দেই ।
বিলিয়ার রহমান কে কি বল্লো সব কাকের মত কা কা করে উড়িয়ে দিন দৃঢ় প্রত্যয়ে । আমাকে এই সাত বছরে লেখালেখি নিয়ে কত কথা শুনতে হয়েছে । তাইতো পুরোনোরা মাঝে মাঝে এসে উকি দিয়ে বলে "আপু আপনি এখোনো আছেন "!! বলে বিস্ময় প্রকাশ করে যায় সাথে এই একটি ক্ষেত্রে আমার ধৈর্য্যের উদার প্রশংসা
সো লিখতে থাকুন আমার মত নিজের আনন্দে --'
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১০
বিলিয়ার রহমান বলেছেন: আপি আমাকে কেই কিছু বলেনি!
সকল নতুন ব্লগারদের কথা মাথায় এনে আমি পোস্টটা দিয়েছি!
অবশ্য তুমি নিশ্চিন্ত মনে জানো আপি তোমার অনুজ বিলি কারো কথায় ভেঙে পড়ে না বরং নতুন উদ্দমে সংগ্রাম করার আগ্রহ পায়!
১১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০১
পথহারা মানব বলেছেন: আমি অতশত বুঝি না...বুঝি ব্লগে যার যেটা ভাল লাগবে সে সেটা লিখবে। এখানে কবিতা লিখতে হলে যে আমায় রবীন্দ্রনাথ কিংবা কিটস হতে হবে বিষয়টাতো এমন না!!!
কাল রাতে আমারো ঘুম হয়নি!
কে কি বলল তার জন্য শান্তির ঘুম নষ্ট হতে দিব কেন!!!!
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পরে পেলাম গুরু!!!
এসেই যখন পড়েছো তবে একটা রম্য পড়ে যাও সুন্দরী স্ত্রী এবং অতঃপর
আর হ্যা মন্তব্যের সাথে কিন্তু ১০০% সহমত!
১২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাহিত্যের সকল শাখার মতো ভালো কবিতাও কম লেখা হয়। কিন্তু তাই বলে 'কাকের চেয়ে কবির সংখ্যা বেশি' এমন এক্সট্রিম কথা আমি সমর্থন করি না।
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৮
বিলিয়ার রহমান বলেছেন: হেনা ভাই আপনার মন্তব্যটা খুব ভালোলেগেছে!
মন্তব্যে প্লাস!
১৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৮
ওমেরা বলেছেন: আমি ১০০% আপু
০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: সরি আপি!!
এবার বুঝলুম এবং মনে রাখলুম!
১৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১১
টারজান০০০০৭ বলেছেন: আবারো কইতাছি , কায়কাউছের পোলা জামিল যদি কবি হইয়া পুরস্কার পাইতে পারে , তাইলে পতিতালয়ের দালালও কবি ! ব্লগের কবিদের মান ঢালিউডের চেয়ে ভালো , কারণ কায়কাউছের পোলারা ব্লগে বোধহয় আহে না। তয় ব্লগের নো-বেল, বোধহয় পরিবেশ বন্ধু পাইবো! কিন্তুক , হেতে গেছে কই?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:০৬
বিলিয়ার রহমান বলেছেন: টারজান ভাইজান,
আমিও আবার বলছি সবাই কবি নন! কেই কেই কবি!
যারা কবি তাদের লেখা কবিতাই হয়! তাদের তুলনা সিনেমার সাথে নয় বরং সমসাময়িক কবি বা অন্য সময়ের কবিদের সাথে হয়!
১৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১২
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা.. ভালো ধাঁধাঁ ধরিয়ে দিয়ে গেলেন ভাই। বানর আর তেলমাখা বাঁশের গল্পটা মনে পরে গেলো
এই টেস্টের প্লট, রাইম স্কিম, মূলথিম, সিমিল, মেটাফোর, পারসনিফিকেশন খুঁজে বের করা! আইডিয়াটা দারুণ ছিল এই জায়গায়ই কিন্তু প্যাঁচটা লাগসিলো ভাই। আমি কিছু বিজ্ঞ সমালোচকের সমালোচনা পোস্টে মন্তব্য করেছিলুম। প্রতিউত্তরে ৯৯.৯৯% শিওর হলুম উনারা সেই মন্তব্যের সিমিলি, মেটাফোর, ল্যাম্পুন বুঝতে ব্যর্থ হয়েছেন তাইলে কবিতার ভিতরের কাহিনী বুঝতে তো আরো অনেক দেরি!
কবিতা সকলের জন্যে নয়, অনেকের জন্যেও নয়। কবিতা কেবল কবিতাবোদ্ধাদের জন্য।
তাই কবিতা আপনার জন্য কিনা সেটা ভাবুন!! একবার নয় প্রয়োজনে সাত বার ভাবুন!
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:০৯
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে ঠিক জিনিসই বাইছা দিসি!! তাই না!
আপনার সেই মন্তব্যটি সম্ভবত আয়রনি( যা বলা হয় তার উল্টোটা বোঝানো আরকি) ছিল!
১৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
অপ্সরা বলেছেন: আপনারা কাউকে অকবি বলে গালি দিতেই পারেন সে আপনাদের স্বাধীনতা। তবে আপনাদের কাছে আমাদের( অকবিদের) যে কিছু জিজ্ঞেসা আছে??
আচ্ছা বলেনতো যদি অকবিরা কবিতা লেখে তবে কি__
রাজার দুয়ারে আগুন লাগে?
নাকি নব বিবাহিত দম্পতির সংসার ভেঙে যায়?
অ কবিদের কবিতার কারনে কি শীতকাল বেশি স্থায়ী হয়; বসন্ত দেরি করে আসে??
অকবিদের কবিতার কারনে কি কৃষকের ফসলের ক্ষেত পুড়ে যায়??
নাকি বন্যার জলে ভেসে যায় ধান?
অকবিদের কবিতার কারনে কি কখনো আপনাদের প্রেম ভেঙে গেছে??
নাকি বিলুপ্ত হয়ে গেছে সুন্দর বনের কোন পশু??
ঢাকা শহরের কোন সেতু ভেঙে পড়েছে? অথবা পেঁকে গেছে কোন কোন পুরুষের দাড়ি???
এসব কিছুই না হলে কবিতার মতো করে একজন অকবির মনের কথা বলে যেতে দোষ কোথায় ?? আপনারা অকবির কবিতা না পড়লেইতো হয়?
এ সকল প্রশ্নের উত্তর নিজেরা না লিখিতে পারার অক্ষমতা বা যিনারা নিজেদের যে কোনো ক্রিয়েটিভিটি ব্যাতিরেকে পরনিন্দা পরর্চচার ক্রিয়েটিভিটিতে সমুহ উন্নতি করিয়াছে তাহা চর্চা করা........ লাগ কলো কেনো ভাইয়ু!!!!!!!!!!!!
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:১২
বিলিয়ার রহমান বলেছেন: না না লাগ করিনি আপি!
কেবল একটু বাজিয়ে দেখলাম আরকি!!!!
১৭| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৫
অপ্সরা বলেছেন: আপনারা আরো বলেন ওমুক সময়ে অমুক অমুক ভালো লিখতেন! ঠিক আছে যারা ভালো লিখতেন তারা নতুনদের প্রেরণা! কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা নিজেরা তখন কি করতেন?? কিছুই না এবং এখনো তাই করছেন?? আপনাদেরই বলছি, এই প্রবাদটা কি জানেন যে যারা লিখতে জানেন না তারাই হয়ে যান লেখার সমালোচক !! উদাহরণ পেতে চান তবে স্যামুয়েল জনসনের নামটা শুনে নেন।( তেমন কিছুই লেখেননি ভদ্রলোক। তবে বাঘা বাঘা কবিদের সমালোচনা করে গেছেন। অবশ্য তার মতো সমালোচনা করতে গেলেও কিছু যোগ্যতার দরকার।)
ইয়েস!!!!!!!!!!!!!!!!!!!!!! এ কথাটাই তো বলতে চাচ্ছিলাম ধ্যাৎ!!!!!!!!!
( অবশ্য তার মতো সমালোচনা করতে গেলেও কিছু যোগ্যতার দরকার।) <<<<<<<<<<<< ঠিক ঠিক ঠিক!!!!!!!!! যোগ্যতাহীন সমালোচকদের ধরে কাকের বাড়ি পাঠাই দেই চলো। কাকের ঠোক্কর খেয়ে টাকলা হয়ে যাক!!!!!!!!!!
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: যোগ্যতাহীন সমালোচকদের ধরে কাকের বাড়ি পাঠাই দেই চলো। কাকের ঠোক্কর খেয়ে টাকলা হয়ে যাক!
হা হা ঠিক আছে!
কিন্তু কেউ যদি আগে থেকেই টাকলা থাকে আপি???
১৮| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৫
হাতুড়ে লেখক বলেছেন: আমি আগেই বলেছি! কবিতা আমি বুঝিনা বাপু! শুধু চ্যালেঞ্জ ছুড়ে দিয়া আরামের ঘুম হারাম করেন কেন?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: কাজটা তাইলে ঠিক করলাম না ভাই!!!
নাকি????
১৯| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৭
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
চমৎকার একটি লেখা পড়লুম । যে যাই-ই বলুক আপনার এই কথাটুকু সুমধুর এবং শিক্ষনীয় সবার জন্যে --
একজন অকবি নিজের মতো করে লেখেন। আপনারা পারেন তার লেখার নিচে গিয়ে গঠনমূলক সমালোচনা করতে যাতে তার লেখার মানের উন্নয়ন ঘটে। কিন্তু আপনারা সেটি না করে বরং চাচ্ছেন একজন অকবি পরিপক্ক হয়েই লিখতে আসুক! আরে মশাই আছাড় না খেলে সে হাটতে শিখবে কিভাবে???
এই স্পিরিটটুকু থাকা চাই সবার মাঝেই ।
৭ নম্বর মন্তব্যে "অপ্সরা" হাস্যরসের মধ্যে দিয়ে যেন সে কথাই বলে গেলেন ।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই
আপনার মুখে চমৎকার কথাটা শুনলে ঈষৎ লজ্জা লাগে!!
দোয়া করবেন যেন আপনার মতো চমৎকার লিখতে পারি!
২০| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪
নায়না নাসরিন বলেছেন: আপনার কবিতা ভালোলাগলো
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতা কোথায় আপি!
২১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪
ইউনিয়ন বলেছেন: কবি আমি কাক,
কা... কা... করি....
কার বাপের কি?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনি কাক!!!!
কি বললেন এসব ভাই!
মাথার ভিত্রে ঢুকল না কিছুই!
২২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫
নাগরিক কবি বলেছেন: গভীর রাতে,
আমার শূণ্য বারান্দাতে
চারপায়াতে হেলান দিয়ে,
তাকিয়ে আছি নীল রঁজকে।
সেখানে যেন জলমুক্ দের ঘন চলন,
জলমুক্ জলমুক্ ঘর্ষনে তর্জন- গর্জন।
নীল রঁজক আজ কেন হয়ে গেছে লাল?
আগুনের ফুলকি যেন জ্বলছে অনন্তকাল।
সেখানে যুদ্ধ চলে জলমুক্ দের নীল রঙের মাঝে,
আমার হৃদয়ে যেন কিসের ব্যথা চিন চিনিয়ে উঠে।
ব্যর্থতায় ভরা যৌবন আমার-
বৃদ্ধ বয়সে ঝড়াবে অশ্রু কত আর?
মাঝে মাঝে ছুঁয়ে দেখি,
চোখের কোণে জল কতখানি!
ভাবতে বড় অবাক লাগে
এর নাম কি বিষাদ নাকি?
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: গভীর রাতে নীল রজক!! এটা কি আকাশের নীল! রাতের বেলায় সেতো নীল নয় কবি(অকবি)!
আবার জলমুকের( মেঘের) গর্জন!! তার উপরে আগুনে লাল দেখানো!!
বেশইতো চলছিল কিন্তু শেষে এসে বিষাদের মেঘে ঢেকে দিলেন কেন???
২৩| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬
সুমন কর বলেছেন: হাহাহা............বেশ উত্তর দিয়েছেন।
ভালো লিখেছেন।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুমন দা আপনার কাছ থেকেও ভালো হয়েছে শোনা!!!
আহ! মধু মধু!
২৪| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৪
ঋতো আহমেদ বলেছেন: বেশ লিখেছেন বিলিয়ার ভাই। দু'বার পড়েছি। হৃদয়ের ভেতরের ক্ষোভ কিছু প্রশমিত হলো।
এবার এর প্রতি উত্তর যদি কেউ লিখেন (যারা কাক আর কবি নিয়ে মন্তব্য করেন আর কি)।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৩
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
দুইবার পড়েছেন!! বেশ করেছেন!
আরো দুইবার পড়েন এবং আর একটা মন্তব্য করেন!!!!!
২৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
সায়েম মুন বলেছেন: কাক ও কবি বিষয়ক পরিসংখ্যানবিদদের কাছে উপযুক্ত প্রশ্ন করেছেন! দেখবেন যে তিনারা সেই পরিসংখ্যানের কাজেও গাফিলতি করেছেন, ঢাকা শহরে কাক ও কবির সংখ্যা কখনো সঠিকভাবে গুনেননি। কাজের লোকে কাজ করে ভুল ধরে যদুমধু।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৪
বিলিয়ার রহমান বলেছেন: সায়েম মুন!!!
মন্তব্য তিনটে লাইক দেয়া যায় না তাই কেবল একটাই পেলেন!
২৬| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪১
ধ্রুবক আলো বলেছেন: ঢাকায় কাকের চেয়ে কবির সংখ্যা বেশি এতা বহু বার আমিও শুনছি। বাদ দেন, এইসব কথা তাতে কি আর কবির কবিতা লেখা বন্ধ হয়ে যাবে নাকি। একসময় জীবনানন্দ দাসের কবিতা কেউ পাত্তাই দেয় নাই। এখন তো বান্ধায়া রাখে।
আসলে কবিতা লিখতে পারেনা যারা তারাই এসকল কথা বেশি বলে।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৫
বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো
আপনার সাথে সহমত!
২৭| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮
পথে-ঘাটে বলেছেন: একজন অকবির অন্তর্জ্বালার কথা ফুটে উঠেছে।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৬
বিলিয়ার রহমান বলেছেন: হা হা!!
বেশ বুঝেছেন!
২৮| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
জেন রসি বলেছেন: আরইউ ভাইয়ের পোস্টে করা আমার মন্তব্যটা প্রাসঙ্গিক মনে হওয়ায় এখানেও তুলে দিচ্ছি,
সব কবিতা সবার কাছে ভালো লাগবে এমন কোন কথা নেই। সাহিত্যকে বিশ্লেষণ করে কোনটা ভালো আর কোনটা খারাপ এমন বলে দেওয়ার কোন পরম মানদণ্ড নেই। অনেক মহান কবিই একে অপরের কবিতাকে বাতিল করে দিয়েছেন! আসলে কবিতা সম্পর্কে যে বিশ্লেষণ সেটা সম্পূর্ণই একটা নিজস্ব অভিমত। আপনার এই পোস্টে তেমন কোন অভিমত নেই। আপনাকে আলোচনায় যেতে হলে কোন কবিতা কেন কবিতা হয়ে ওঠেনি তা বিশ্লেষণ করে দেখাতে হবে।
যারা নিজেরা কবিতা না পড়ে বা না বুঝেই অন্যকে অকবি বা কাক উপাধি দিয়ে ফেলে তাদের ব্যাপারে চিন্তিত হওয়ার কিছু নেই। এধরনের কথা বলতে হলে বিশ্লেষণ করে বুঝাতে হবে।সেটাই সমালোচনা। এবং সে সমালোচনারও একটা নিজস্ব ছাপ থাকে।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:১২
বিলিয়ার রহমান বলেছেন: জেনি ভাই
অনেক বেশ সুন্দর একটা মন্তব্য রেখে গেলেন!!
তারা যদি আপনার মন্তব্যটা দেখত!!!
২৯| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আমিও ভাবছিলাম এই বিষয় নিয়ে একটি লেখা লিখব। কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। আপনি অনেক সুন্দর করে লেখাটি লিখেছেন। খুব ভাল লেগেছে। যারা কবিতা লেখেন ব্লগে তাদের কে কি বলল না শুনে লিখে যাওয়াই ভাল। এই কথাটি তো মনে রাখতে হবে,পাছে লোক কিছু কথা বলে। তাই বলে এই সব পেছনে কি কি বলল তা শুনলে চলবে। তবে এটি সত্য কবিতা নিয়ে কেই ফালতু কিছু লিখলে মনটা খারাপ হয়। তাই বলে মন খারাপ করে কবিতা লেখা বাদ দেইনি। আমি নিজে কবিতা টুকটাক লিখলেও সত্যি বলতে কি আমি কবিতা কম বুঝি।নিজের মনে যা আসে তাই অগোছালো ভাবে তুলে ধরি।
পরিশেষে আবাও আপনাকে এমন একটি বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ বিলিয়ার ভাই।
০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:১৪
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে আপনার মনের কথাটিই বলে দিলাম!
তাই না ভাই!
চা কই!
৩০| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
'কাকের চেয়ে কবির সংখ্যা বেশি', এটার একটা বিহিত হওয়ার দরকার; গণনা হোক!
কবিদের উপর এই ধরণের আক্রমণ কোন দিক থেকে আসলো? সবচেয়ে বড় কথা, কোন বেটা এই কথা চড়ালো?
এবারের বই মেলায় সবচেয়ে বেশী বিক্রয় হয়েছে ভালোবাসার উপন্যাস, কবিতার বই ও ভুত-পেত্নীর বই; যারা কবিদের এসব কথা বলছে, তারা আজ থেকে চুপে চুপে কবিতা লেখার চেস্টা করবেন!
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯
বিলিয়ার রহমান বলেছেন: 'কাকের চেয়ে কবির সংখ্যা বেশি', এটার একটা বিহিত হওয়ার দরকার; গণনা হোক
হা হা হা!
সবাই চুপি চুবি কবিতা লিখতে শুরু কাকেরা কিন্তু সংখ্যায় সত্যিই হেরে যাবে ভাই!
৩১| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
ওহ, মন খারাপ বলেছিলেন এটা নিয়ে?
মেয়েরা কবিতার বড় শ্রোতা, এতে অনেকে কবিদের উপর ক্ষেপেছে, মনে হয়!
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে সব দোষ হলো মেয়েদের নাকি ভাই!!!
৩২| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬
সাহসী সন্তান বলেছেন: আজাইরা কবিতা পোস্টের থেকে প্রথম পাতায় কিছু ছবি ব্লগ দেখলে আমার মেজাজটাই গরম হয়ে যায়! হুদাই খামচা খানিক ছবি ঝুলাইয়া পেজে এমনভাবে ফ্লাডিং করে রাখে যে, মন চায় এদেরকে আবার নতুন ভাবে ব্লগিং করা শিখাই!
বহুবার বহুজনকে বলছি! কিন্তু শুধরানোর তো নামই নাই, উপরন্তু দুইদিন পর পর ছবি ব্লগ প্রসব করতেই আছে! গোছানো একটা জিনিসের সৌন্দর্য একরকম, আর অগোছালো একটা জিনিসের সৌন্দর্য যে অন্যরকম লাগে। এরা মনে হয় সেটাই বোঝে না!
যাহোক, মন্তব্যটা হয়তো আপনার পোস্টের সাথে ততটা সামাঞ্জস্য হবে না! তবে যে যেটাতে বিরক্ত হবে সে সেটাই বলবে এটাই তো স্বাভাবিক! আর বলার মত জায়গা পাইলে আমার আবার ব্রেকে পা দিতে ইচ্ছা করে না কিনা, সেজন্যই আর্কি.....
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩
বিলিয়ার রহমান বলেছেন: ছবি ব্লগে একসাথে অনেকগুলো ছবি না শো করে একটা ছবি শো করলে হয়তো এরকম বিরক্তি লাগবে না!
আমার কাছে কিন্তু কিছু কিছু ছবি ব্লগ সত্যি সত্যিই অসাধারন লাগে ভাই! সম্ভবত আপনারো তাই লাগে, নাকি!
৩৩| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
নয়ন বিন বাহার বলেছেন: বিলিয়ার রহমান ভাই,
অনেকের ক্ষোভ আপনার লেখার মধ্যদিয়ে প্রকাশ পেয়েছে। তাকে মাফ করে দেন। বরং এভাবে ভাবুন। একজন কবিতা বোদ্ধা পাওয়া গেল। এখন থেকে কবিতা(অকবিতা) লিখে ওনাকে দিয়ে আগাগোড়া কোয়ালিটি চেক করাতে হবে। তবে সেটা করতে হবে নিশ্চিন্তে। কোন রকম সন্দেহ রাখা যাবেনা।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: নয়ন বিন বাহার
আমি কিন্তু বিশেষ কাউকে উদ্দেশ্য করে পোস্টটি দেইনি ভাই!
৩৪| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
উম্মে সায়মা বলেছেন: ভালো বলেছেন বিলিয়ার ভাই। পোস্টে +
আমিও এই অকবির কাতারে পড়ি যদিও কবি অকবি কিছুই না। কিছু কথা মনে উঁকি দেয় সেগুলো লিখে রাখি। তাও ভালো আমার লেখা প্রথম পাতায় যায়না। মানুষের বিরক্তি দেখে ভাবছিলাম যদি কখনো প্রথম পাতায় এক্সেস পায়ও কবিতা প্রথম পাতায় পোস্ট দেবনা।
আমরা অকবি সমাজ বড় বেহায়া এত সমালোচনার পর ও লেখা তো আর থেমে থাকবেনা। হয়তো ব্লগে তেমন দেয়া হবেনা আর কি।
শুভেচ্ছা জানবেন।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮
বিলিয়ার রহমান বলেছেন: উম্মে সায়মা আপি
পোস্টটি কিন্তু প্লাস পাওয়ার আশায় করিনি!
তবুও যেহেতু প্লাস দিয়ে গেলেন তাই একটা ধন্যবাদ আপনাকে তো দিতেই হচ্ছে!
৩৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:২৮
টুনটুনি০৪ বলেছেন: কী কান্ড! এখানে দেখছি কবিদের পরিক্ষা চলছ।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮
বিলিয়ার রহমান বলেছেন: হু পরীক্ষাইতো! নাকি???
৩৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩০
টুনটুনি০৪ বলেছেন: বানান-টা চলছে হবে।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯
বিলিয়ার রহমান বলেছেন: বুঝি আমরা বুঝি!
কোনটা ময়দা আর কোনটা সুজি!
৩৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: কবিতা লেখেন আর অকবিতা লেখেন, সব লেখাতেই একটা বিষয় লাগে সেটা হলো ভাব ও ভাবনা। ভাব ও ভাবনা ছাড়া অকবিতাও লেখা সম্ভব হয় না। কবিতা অকবিতার ভাবনা কখন কার মাথায় আসে সেটা কবি অকবি কেউ বলতে পারে না। তবে এটুকু বুঝতে পারি গদ্য লিখতে গেলেও ভাবের প্রয়োজন হয়। বিশ্বাস না হয় যারা লেখালেখি করে তাদের জিজ্ঞেস করলেই পাবেন। যদি কেউ বলেন আমি ভাব ও ভাবনা ছাড়াই লিখে থাকি সেটা তার ডাহা মিথ্যা কথা।
মেধা এবং অভিজ্ঞতার কারণে কারো লেখা ভালো হয়, কারো লেখা ততটা ভালো হয় না। তবে লিখতে গেলে মেধা উভয়কেই খাটাতে হয়।
ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান, ক্ষোভের বহিঃপ্রকাশে সত্য কথাটা তুলে ধরার জন্য।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
বিলিয়ার রহমান বলেছেন: প্রামানিক ভাই
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায় আপনাকেও ধন্যবাদ!
৩৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৪
নাগরিক কবি বলেছেন: গভীর রাত কিংবা তগ্ধ দুপুর আকাশ কিন্তু নীলই থাকে, শুধু আলোর অভাবে তা দেখা যায় না
আর আগুনের রং হয়ে যায় লাল। বিষাদটা তখনই আসে যখন দিন শেষে ভৎসনাটাই সঙ্গি হয়ে যায় বছর শেষে বৃদ্ধ বয়সে।
উপরের অকবিতায় এত ভুল ধরিয়াছেন.... তাহাতে অকবির কিছু যায় আসে না। নতুন করে আবারো অ-কবিতা লিখবে অকবি।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩
বিলিয়ার রহমান বলেছেন: আমিতো কোন ভুল ধরার চেষ্টা করিনি!!!!!
সানলাইট না থাকলে কিন্তু আকাশের নীলের পট্টিটাও থাকেনা ভায়া!
৩৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি লিখতে যানি না বলেই আমাকে নিয়ে এত সমালোচনা তাই লিখবনা এমন করেই কত কত লিখকদের আতুরঘরে মরতে হচ্ছে। কিন্তু লেখকদের এই বড় মাথাওয়ালা পন্ডিতদের কথা কানে না নেওয়াই শ্রেয়। একদিন ওরা হিংসায় মরবে যখন এই অকবিদের কবিতা পাঠক সমাদৃত হবে, জয় জয়কার চারদিকে হবে হয়তো হবে না তাতে কি কবির চিন্তায় কবি তার রচনায় রেখে গেছেন দুই চারটি শব্দের ঝংকার যা তার একান্ত মনের মাধুরীতে রূপায়িত করেছিলেন। তার শিল্প, তারি থাকুক। সমালোচকদের কী!
একদিন আব্দুল কাদীর সাহিত্য বর্ষিয়ান কবি নজরুলকে ও অকবি বলেছিলেন তারপর একদিন তিনিই কবি নজরুলকে গভেষনা করে সাহিত্যর ক্ষ্যাতিবান ব্যক্তিতে পরিনত হতে পেরেছিলেন।
আপনাকে ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই অঘোষিত পন্ডিতদের বলতে পেরেছেন।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪
বিলিয়ার রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুজন ভাই
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায় আপনাকেও ধন্যবাদ!
৪০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২৮
বর্ষন হোমস বলেছেন: বাহঃ বিলিয়ার ভাই বাহঃ
একেবারে দাঁত ভাঙা জবাব।
আর আপনার জিজ্ঞেসা গুলো কিন্তু অস্থির ছিল।বিশেষ করে পুরুষের দাড়ি পেকে যাওয়ার টা।
শুভকামনা রইলো।লিখতে থাকুন সুন্দর সুন্দর কবিতা।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন: পুরুষের দাড়ি পেকে যাওয়ার টা আপনার অস্থির লেগেছে!!!!
সবই উপর আলার কৃপা ভাই!
৪১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০৫
কালীদাস বলেছেন: হা হা, পোস্টের কনটেন্ট নিয়ে মারামারি লাগে না অনেকদিন। এবার হালকা পাতলা লেগেছে মনে হচ্ছে। কবিতা নিয়া আগেও অনেকে অভিযোগ করেছে। কালকের পোস্টে আমি কমেন্ট করেছিলাম, ভদ্রলোক অবশ্য মুটামুটি সোবার ভাষাতেই পোস্ট করেছেন অতীতের অনেকের সাথে তুলনায়
যে যেটা ভাল পারে লেখুক না (দলীয় প্রেসনোট ছাড়া)। আমি তো সমস্যা দেখি না। কম্যুনিটি ব্লগিংএ লেখার বৈচিত্র আসবে এটাই স্বাভাবিক। পাঠক হিসাবে শুধু এটা আশা করতে পারি যে প্রথম পাতায় ভেরিয়েশন থাকবে। প্রথম পাতায় সব কবিতা হলে বা সব নীতিবাক্য হলে বা সব ট্রাভেলগ হলে একঘেয়েমি লাগবে যে কারও।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: কালীদাস ভাইয়া তুমিতো মন্তব্যের রাজা!
তোমার মন্তব্যে একটা প্লাস!
৪২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইরে ভাই সালাম জানাই
আমার মনের কথাই বইলা ফালাইচ্ছেন
ডরে এখানে লেখা পোস্ট করি না...
এখানে করিনা কিন্তু ফেবুতে তো নিজস্ব সম্পত্তি একখান উইল করা ওয়াল আছে সেখানে আমার ইচ্ছা স্বাধীন পোস্ট করি। ওমা কতদিন যাবত দেখতেছি অকবিদের পিছন লেগে আছে মানুষ, ইয়া বড় বড় পোস্ট। হেন তেন, আপনি চাকরি করেন, এত কবিতা কেনই বা লেখেন । কতগুলো কথা কবিতার মত সাজালেই কবিতা হয় না। মানুষ বাহবা দেয় বইলা নিজেতে কবি ভাবেন, আসলে আপিনি লেখার কিছুই জানেন না এমন অনেক কথা বাপরে বাপ।
আর মজার ব্যাপার দেখ্বন এই অকবিদের লেখাই অনেক মানুষ নিজেদের নামে চালিয়ে দেয় হা হা হা, বুঝি না কিছু।
ধন্যবাদ প্রতিবাদে একাত্মতা ঘোষনা করলাম।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
বিলিয়ার রহমান বলেছেন: হা হা আমিতো সবার মনের কথা বুঝেই পোস্ট দেই!
৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৩২
শাহিন-৯৯ বলেছেন: আমি ও অকবি হতে চাই
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: আপিনও অকবি হতে চান!!
বেশ!
তাহলে লাইনে দাড়ান!
৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৩৩
শাহিন-৯৯ বলেছেন: আমি ও অকবি হতে চাই
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন:
৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০৭
মনিরা সুলতানা বলেছেন: কি যে বলি !
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: এই যে কি যে বলে গেলে আপি!
৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১৮
অরুনি মায়া অনু বলেছেন: কি মুশকিল, তাইতো নিজের লেখাকে কবিতা বলিনা, বলি আমার একান্ত অনুভূতি
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা
কবিতা লিখতে হলে তো আপনাকে রবীন্দ্রনাথ হতে হবে আপি!
৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৫২
সচেতনহ্যাপী বলেছেন: থাকুক না নিজের জমি ছেড়ে না দেয়ার এই প্রতিবাদটুকু।।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !
৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩
বিজন রয় বলেছেন: নিন্দুকের কথায় কান দিতে নেই বিলিয়ার। যার কোন যোগ্যতা নেই সেই-ই শুধু নিন্দা করে। যে কোন কিছু সৃষ্টি করতে পারে না সেই-ই অপরকে হিংসা করে।
অতএব নিজের কাজ নিজেই করুন।
পোস্টি ভাল হয়েছে, গঠনমূলক।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫২
বিলিয়ার রহমান বলেছেন: কবি বিজন রয়
আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ!
৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আনন্দ অশ্রু মানুষের চোখে আসে। কখন আসে তা পুরোপুরিভাবে বলতে না পারলেও কিছুটা বোঝলাম নিজের বাস্তবতা থেকে। মানুষ যখন অতি কষ্টের মাঝে সহানুভূতিশীল কোন উক্তি বা স্নেহ ভালোবাসা কারোর মাঝে দেখে, তখনি আনন্দ আর কষ্টের মিলন ঘটে। সেই মিলনেই মনের অজান্তেই চোখ থেকে ঝরে পড়ে অশ্রু। সেটাই হয়তো আনন্দ অশ্রু।
যুগে যুগে এমনই করে নতুনদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই, তাই তো যুগে যুগে নতুনের আগমন ঘটেছে। আপনার প্রতি তো কৃতজ্ঞ আগেও, আজ তো কৃতজ্ঞতা জানাতেই হবে।
সেদিন আমার এক পোষ্টে এক শ্রদ্ধেয় বড় ভাই মন্তব্য করেছেন, 'কবিতা পড়ে ভালো লাগেনি। হয়তো কুকুরের পেটে ঘি হজম হল না আর কি'।
মন্তব্যটি আমাকে ভাবিয়েছে অনেক, অদৃশ্য শ্রাবণে ভাসিয়েছে আমাকে। প্রথম লাইনটা ঠিক ছিল, আমি মেনে নেই সহজ ভাবেই। কিন্তু দ্বিতীয় লাইনটা আমাকে পুড়িয়েছে খুউব।
ভাবছিলাম ছেড়ে দেবো সামু, চলেও গিয়েছিলাম। কিন্তু, কিছু শুভাকাঙ্ক্ষীর মন্তব্যে প্রতিউত্তর করতে না এসে থাকতে পারিনি।
আমি কোন কবি নই, কবিতা সম্পর্কে কোন বিস্তর জ্ঞান আমার নেই। তবুও লেখি, এও সবার দেখাদেখি ইচ্ছা। পাঠক আর শুভাকাঙ্ক্ষী পাই আশাতীত, উচ্ছসিত হই, প্রেরণা পাই আবার লেখি, লেখেই চলেছি। গত কয়েকদিন একটু ভাটা পড়েছে আমার কল্পনার রাজ্যে, একটু দমে গেছি। আগের মতো আর সাহস পাচ্ছি না। কেমন যেন একটু লজ্জা লজ্জা ভাব।
এরকম নানা প্রতিকূলতা পেরিয়ে আবার প্রেরণা পাই আপনার মতো কিছু শ্রদ্ধাভাজন বড় ভাইদের কাছ থেকে সাহসী মন্তব্যে।
আপানার এই লেখাতে সবচেয়ে আমিই বেশি খুশি হয়েছি, আমিই বেশি সাহসী হয়েছি। আমি আছি, থাকবোই, এখানে নয় ওখানে। দোআ করবেন।
( অনেক কথাই বলে ফেললাম হয় তো, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।)
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৪
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টাটি আমি নিজের জন্য নয় বরং নতুনদের কথা বিবেচনা করেই দিয়েছিলাম!
কাল আরো একটু বিস্তারিত করে বলব!
৫০| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কাক, নাকি কবির সংখ্যা বেশি- এ নিয়ে ভাববার বা কাউকে উত্তর দেয়ার প্রয়োজন দেখি না। নিজের ব্যক্তিত্ব যদি প্রস্ফুটিত ও উদ্ভাসিত হয়, আর নিজের লেখা কবিতা যদি হয় কবিতার মতো, এ ধরনের ব্যাঙ্গাত্মক কথা বলার স্পর্ধা কেউ দেখাবে না। আর কবিতা যদি সেই মানের হয়, তাহলে কে জানে, তা পড়ে আপনার অজান্তে আপনার ঠোঁটটাও হয়ত একটা বাঁকা হাসি দিয়ে বসবে।
আপনার লেখাটি সুন্দর হয়েছে।
তবে, বিশ্লেষণের জন্য যে ছড়াটি দিয়েছেন, সেটি কেউ বিশ্লেষণ যেহেতু করেন নি, এবার আপনিই এর উত্তর দিয়ে দিন। ছড়াটির ছন্দে কিছুটা গড়মিল রয়েছে, শুধু এটুকু বললাম। স্বচ্ছন্দ ছন্দ হলো ছড়ার প্রাণ।
শুভেচ্ছা।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৩
বিলিয়ার রহমান বলেছেন: উত্তর দেয়ার চেষ্টা করেছি ভাইয়া!
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: আপডেটে নিজের মতো করে সব কিছু বলেছি ভাইয়া!
৫১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি নিজেই যেখানে কবিতা লিখা শুরু করিনি, সেখানে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি হয় ক্যামনে ?
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৫
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা
লিটন ভাই মজার একটি মন্তব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!
৫২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হয়, আমার কবিতা পড়ে, সে বেচারা বলেছেঃ কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!!
আর একটু দয়া করে যদি সে বেচারার একটু আত্নজীবনী বা তার জীবনে কয়খানা কবিতা লিখেছেন তা দিতেন, তাহলে পড়ে দেখতাম।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৯
বিলিয়ার রহমান বলেছেন: না না ভাই আপনারটা কেন?? মনে হয় আমার কবিতা পড়েই ওটা বলেছেন!
তাহাদের কোন আত্মজীবনী না দিতে পারায় দুঃখিত শাহরিয়ার ভাই!
৫৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আরে ভাই, যে যাই বলুন না কেন। নিন্দুকের কথায় কান দিতে নেই । ওরা নিজেরা কিছু করবেনা কিন্তু অন্যকে হিংসে করবে এটাই ওদের কাজ । তাই ওদেরকে এড়িয়ে চলা ভালো ।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২
বিলিয়ার রহমান বলেছেন: শাহরিয়ার ভাই
আমাকে কেউ কিছুই বলেনি! আর আমার চেষ্টাও থাকে কেউ যাতে আমায় কিছু না বলতে পারে! এই পোস্টটি আসলে আমি দিয়েছি কেবল ব্লগে নতুন আসাদের কথা ভেবে!
যাতে ওরা হতাশ না হয়!
কেবল এটুকুনই আমার চাওয়া ছিল!
৫৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১
কালীদাস বলেছেন: লক্ষ্যণ দেখে মনে হচ্ছে কষাকষি যতটুকু হওয়ার তারচেয়ে অনেক বেশিই হচ্ছে এই টপিকে
০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩
বিলিয়ার রহমান বলেছেন: কালীদাস ভাইয়া
আমি আমার নিজের কথা বলতে পারি! আমার কিন্তু কারো প্রতি কোন মোন কষাকষি নেই!
৫৫| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
এস এম রিয়াদ হোসেন বলেছেন: জি,জনাব ব্যাপারপারখানা খাজনার থেকে বাজনাই বেশি তাহাই বোধগম্য হইতেছে।
০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২২
বিলিয়ার রহমান বলেছেন: এস এম রিয়াদ হোসেন
আমার ব্লগে আপনাকে স্বাগতম!!
খাজনার চেয়ে বাজনা বেশি বলতে আপিনি কি বোঝাতে চাইছেন?? অনুগ্রহ করে বলবেন কি???
৫৬| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিস্তারিত পড়ে গেলাম ভাই। সুন্দরভাবে বুঝিয়েছেন।
ভালো লাগা রেখে গেলাম।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টটি আবার পড়ে যাওয়ায় এবং মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ ভাই!
৫৭| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
এস এম রিয়াদ হোসেন বলেছেন: জি জনাব আমি এটি কবিদের বলিনি যারা কবিদের সমালোচনা করেছেন তাদের বলেছি।
১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৩
বিলিয়ার রহমান বলেছেন: আবার এসে আমার সঙ্কোচ দুর করে দেয়ার জন্য ধন্যবাদ ভাই!
৫৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আসলে এত কিছু ভেবে তো আর কখনো লেখিনা । এত নিয়মকানুন জানতে গেলে বা মানতে গেলে, অথবা পাছে লোকের কথা শুনতে গেলে, আমার মত লেখকের হয়তো আর লেখাই হয়ে উঠবেনা। পদ্য বলেন আর গদ্য বলেন, লিখে যাই মনের খেয়ালে। গানের পাখী যেমন গান গায় আর কি। তার গান কারো ভালো লাগলে ভালো, না লাগলেও পাখীর কি যায় আসে? কবিদের যারা কাকের সাথে তুলনা করেছেন, আমি বলব, এটা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। ফেসবুকেও এমন দেখি। কারো কারোটা ইগো জনিত সমস্যাও হতে পারে। গঠনমূলক সমালোচনা যে কেউ করতেই পারে। তাই বলে সমালোচনার নামে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করা যাদের স্বভাব তাদের প্রত্যাখ্যান করাই শ্রেয়। “কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!!” এই ধরনের বাক্যের প্রতি আমারও প্রচন্ড ঘৃণা। আপনার সাথে প্রতিবাদে সামিল হলাম।
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: কবির থেকে কাকের সংখ্যা বেশি কথাটি যারা চর্চা করেন তাদের মানষীকতায় এক ধরনের মীমাবদ্ধতা আছে !!
প্রতিবাদে যোগ দিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই!
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:০২
বিলিয়ার রহমান বলেছেন: টাইপো থাকতে পারে! ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!