নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা:যে জীবন তোমার আমার আর বুনো নীড়ের এবং একটি কপি পেস্টের গল্প

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬




যদি অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।
তবে জগতের সমগ্র বেদনাকে দূরে ঠেলে
এই ধলেশ্বরী, সুরমার তীর জুড়ে হত আমাদের প্রণয়ের ভিড়।

নীল কষ্টগুলো তখন হয়তো, কোমল নরম পাতায়
রোদের ঝিলিক দেখে, বেদনার সুরই যেত ভুলে
ঐ দুর আন্দামান সাগরের বুকে উড়ে চলা চিলও হয়তো
আমাদের প্রণয়ে মুগ্ধ হয়ে ডানা দিত মেলে।

আমি তখন সাত শত বসন্ত পার করে দিতাম
তোমার ঐ জোড়া ভ্রুর পানে অপলক তাকিয়ে ।
এক সহস্র শরৎ আমার সেতো কেবল বিলীন হতো
ও রূপসিনী তুমি কাশফুলের চেয়ে সুন্দরী, এ বন্দনা গেয়ে।

কল্পনার মেঘে ঢাকা তেরো আকাশের তারার মতো সময়
আমার পার হয়ে যেত তোমার চুলের ঘ্রাণের মোহে।
কোমল রোদের মত উষ্ণ সে অমর প্রেমের জীবন
তোমার আঁখি পানে চেয়ে কাটিয়ে দিতাম ভালোবাসা-বিরহে ।

যদি একটা অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।
তবে জগতের সমগ্র বেদনাকে দূরে ঠেলে
এই ধলেশ্বরী, সুরমার তীর জুড়ে হত আমাদের প্রণয়ের ভিড়।

বিলিয়ার রহমান
ঢাকা,
২৬ ফেব্রুয়ারি, ২০১৭ইং

ছবিঃ- ওয়াপন্যাচার ডটকম থেকে সংগ্রহ করা

আপডেটঃ- কবিতাটি পোস্ট করেছি এখনো ১৫ ঘন্টা হয়নি। তবে এর মধ্যেই এগারো জন ভাইকে পেয়েছি যাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়!

সবার প্রথমে কৃতজ্ঞতা জানাবো ভাই হৃদয় হোসেন রাজুর প্রতি! আমার কবিতা আপনি ছাববেন এতে আবার অনুমতি বা নাম দেয়ার কি প্রয়োজন তাই না হৃদয় ভাইয়া!;)


কবিতাটি পোস্ট করার জন্য ইনতানজিবল নাসির ভাইয়া আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি ! আপনিই বলুন এরকম একটা অকবিতায় আমার মতো আনকোরার নাম নাদিলে কি বা যায় আসে??


Md Farhan Mahmud Rony ভাইয়া, কিছু পরিমার্জন করে আমার কবিতাটির প্রথম স্টানজা পোস্ট করার আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি! তবে পরিমার্জন করতে গিয়ে তো ভুল করে ফেললেন দাদা! কবিতায় আমি দুটো নদীর নাম বলেছি যেখানে প্রণয়ের ভীর বাড়বে এমন কথাও বলেছি। কিন্তু আপনি নদীর পরিবর্তে সমুদ্রের কথা বলেছেন দাদা। কিন্তু সভ্যতাতো( প্রণয়ের ভীড় কথাটির সংক্ষিপ্ত ব্যাখ্যা) ( আর একটু সহজ করে বললে হবে এমন; প্রণয়ের ফলে আগত বংশধররা প্রণয়ে জড়িয়ে যাবে, ভীড় বাড়াবে, সভ্যতা গড়ে তুলবে) নদীর তীরেই হয়/গড়ে ওঠে। সাগরের তীরে তাতো সম্ভব নয় কারন শক্তিশালী সুনামি,ঝড় তখন আপনার অনন্ত সে জীবনকেই গায়েব করে দেবে। যেমন আপনি আমার কবিতা থেকে আমাকে গায়েব করে দিয়েছেন!:):)


Suronjit Das ভাই আপনি আমাকে ঋণী করে গেলেন তা শোধকরবার নয়!:) মাত্র এক ঘন্টার মধ্যে আমার কবিতা সংগৃহীত!!!!( বিষয়টি জানানোর পর আমার নাম যোগ করেছেন)


সাজিব ভাই আপনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি! আমার নাম দেননি তাতে কি হয়েছে আমার কবিতার দুইলাইনতো পোস্ট করেছেন


কাওছার আহমেদ ভাই আপনাকেও ধন্যবাদ! আপনি বলেছেন লেখাটুকুর লেখককে আমি জানিনা! কি দরকার ছিলো এটুকু বলার! ( জানানোর পরে নাম দিয়েছেন)


সফিকুল ইসলাম ভাই আমার কবিতাটি বেশ জোড়ে শোরে প্রচার করার জন্য আপনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি! আমার নাম নাই তাতে কি? কবিতাতো আছে!!:)


জনাব দেলোয়ার হোসেন ভাই আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা! কি দরকার লেখার সাথে লেখকের নাম দেয়ার! :)


এক্সসেপশনাল রাতুল আপনাকেও কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি! চালিয়ে যান!! শত শত লেখক তাদের লেখা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন!:):)


আরো বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হাফিজুর রহমান জুয়েল ভাইকে


নাঈম ইসলাম সোহাগ শেখ ভাই আপনার কাছেও কৃতজ্ঞ!! আমার কবিতা থেকে আমার নাম বাদ দিয়ে যে সম্মান আপনারা দেখিয়েছে তাতো ভোলার নয়!


উপরের আলোচিত ভাইদের একজনের সাথেও আমার ব্যাক্তিগত কোন যোগাযোগ নেই, ছিলনা! তবে আজ থেকে এরা আমার আত্মার বন্ধু কেননা আমার অন্তর আত্মা থেকে যে কবিতা বেড়োয় এনাদের তা ভালোলাগে। আর আমিও একারনে তাদের ভালোবাসি! কি আসে যায় তারা আমার কবিতায় আমার নাম না দিলে??????

মন্তব্য ৮২ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর পাইলাম ভাইয়ের কবিতা।
ভালো লাগলো ভাই।
♥♥♥♥♥ ভালোবাসা রেখে গেলাম কবিতায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়ু!:)


প্রিয়তে নিয়ে নেয়ায় আমিও কৃতজ্ঞ!:)


অনেক অনেক শুভকামনা!:)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

নাগরিক কবি বলেছেন: ধলেশ্বরী বানান কোনটা সঠিক? জানাবেন, দয়া করিয়া। ধলেশ্বরী আর সুরমা নদীর তীরে জায়গা খালি থাকলে আমারে একটু খবর দিয়েন। জায়গা কিনমু। টাকা জমাইতাছি।

আপনার কবিতা আসলে কি বলব অদ্ভুত।

আমার ঠিকানায় পাঠায় দেন। B-))

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: নাগরিক কবি

বেশ কয়েকটা টাইপো ছিল!:)

যতগুলো চোখে পড়েছে ঠিক করে দিয়েছি! আর কেবল আমার একটা পৃথিবী থাকলে সুরমার তীরে আপনার জায়গা কিনতে হবে না!:) ফ্রি দিয়ে দেব!:)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



এটা কি মুল কবিতা, নাকি চুরির ভয়ে 'সাধারণ ভার্সন' প্রকাশ করেছেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: না, এটা কোন সাধারণ ভার্সন নয় ভাই!:)

আর একবার পড়েন! সম্ভব হলে ভাবিকে পাশে বসিয়ে রেখে পড়ুন!:)তাহলে হয়তো ভার্সন কোনটা বোঝা সহজ হবে!:)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

আহা রুবন বলেছেন: আমি তখন সাত শত বসন্ত পার করে দিতাম
তোমার ঐ জোড়া ভ্রুর পানে অপলক তাকিয়ে ।


এই যদি অবস্থা! চোর তো ফাঁক খুজবেই - খিয়াল রাখেন চোরেরে =p~ ভাল লাগল কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !:)


আপনার মন্তব্যে অনেক অনেক ভালোলাগা ভাই!:)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো। তবে কিছু বানান বিভ্রাট ঘটেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: যতটুকুন চোখে পড়েছে ঠিক করে দিয়েছি!:)


আর একবার পড়ে দেখতে পারেন!:)

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিলিয়ান ভাই কবিতা অনেক সুন্দর লা জয়াব। তবে শেষের লাইনে পাদনোটে যে চুরের উতপাতে আপনার অবস্থ্যা যে খারাপ তাই বুঝতে পারছি। এবার হয়তো চোর আর চোরি করবেনা কারণ যেনে গেছে বিলিয়ান রহমানের ঘরে চুরি করা কঠিন। ভাল থাকবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সুজন ভাই আমি কিন্তু বিলিয়ান নই!!!:):):)


৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কবিতা খানি আমি কপি নহে চুরি করিবার চাই B-)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: হু বুঝছি!:)

একটু মজা লইয়া গেলেন!:)


আমার কবিতা আপনাকে দিতে কিন্তু একেবারেই আপত্তি নাই শাহরিয়ার ভাই!কেবল বিনিময়ে যদি আপনার একটা কবিতা আমায় দিয়ে দেন!;)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

মুশি-১৯৯৪ বলেছেন:

অনেকদিন পর কবিতা দিলেন, ভাল লাগল।
তবে, এই কবিতাটি আমাকে চুরি করিতেই হইবে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: মুশি-১৯৯৪

ঠিকানা দেন!!:) হোম ডেলিভারি দিয়ে আসব!;)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: যদি একটা অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।

ভাই আমিও খুঁজছি এমন একটা ধরনী। পাইলে খবর দিতে ভুলবেন না যেন...........

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: নয়ন বিন বাহার

আপনার সাথে যোগাযোগের ঠিকানাতো আমি জানিনা!:)

তাহলে খবর দেবো কিভাবে???

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৪

নাগরিক কবি বলেছেন: হি হি হি হি, আপনার পৃথিবী হবে না। আমার সুরমার পাড়ে ঘর হবে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার কল্পনার পৃথিবীর ভিতরে আসেন!:)( যদি আসতে পারেন তবে)

সুরমার পাশ দেখে চারদিকে লেক বেষ্টিত, তেরো ফ্লাটের সমন্বয়ে গড়া, আধুনিক সুবিধা সমেত, উদ্যানে ঘেরা একটা বাড়ি আপনাকে একেবারেই ফ্রি দিয়ে দেব!:):):)

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কিছু ভাবনা নিয়ে রচিত কবিতা, ভাল লেগেছে। + +
টাইপোঃ ভীর<ভিড় হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: একজন কবির কাছ থেকে কবিতা ভালো হয়েছে কথাটি শুনতে সব সময়ই ভালোলাগে!:) আর আমার মত উঠতি কারো জন্য হয়ে যায় প্রেরণার উৎস!:)

টাইপো ঠিক করে দিয়েছি!:)


লাইক প্লাস মাথায় করে রাখলাম!:)

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

ঋতো আহমেদ বলেছেন: অনেক রোমান্টিক একটা কবিতা। ভাল লাগল খুব।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে!!!!!!


তাহলে লাইক কই!:):):):)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যও আমার অনেক ভালো লেগেছে!:)

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: ও রকম ধরনী পেলে আপনি কারও ঠিকানা খোঁজা লাগবেনা। সবাই আপনার দরবারে হুমড়ি খেয়ে পড়বে। হা হা হা.........

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: আমি পেয়ে গেলে আপনাকে অবশ্যই জানাবো( যদিও ঠিকানা জানিনা এবং কিভাবে জানাবো তাও জানিনা) !:)

তবে আসার সময়ে লক্ষ্য রাখবেন হুড়ো হুড়িতে যেন হাত পা না ভাঙে!!!!:):)

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

নয়ন বিন বাহার বলেছেন: মানুষ পেয়ে গেলে তো স্বার্থপর হয়ে যায়। তার উপর এ রকম একটা জিনিস। আপনি আশা করি ওরকম হবেন না। তবে হাত পা ভাঙ্গার চান্স উপেক্ষা করা যায় না। সাবধান থাকার চেষ্টা হবে নিশ্চয়........ 8-| 8-|

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আমি একে বারেই স্বার্থপর হব না!:):):) প্রমিজ:):)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

বিলিয়ার রহমান বলেছেন: আবার এসে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার কথা কি আর বলব এমন সব চোরেদের সাথে পরিচয় করিয়ে দিলেন । আগে তাদের সাথেই পরিচিত হই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চুরি নিয়ে আমার আর বিশেষ কোন অভিযোগ নাই!:)


আপনার কবিতা ভালো লেগেছে কিনা সেটা বলুন!:):)

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! কিন্তু কবিতাটা পড়ে যতটা না ভাল্লাগছিল, তার থেকে বেশি মেজাজ খারাপ হয়ে গেছে নিচের কবিতা চোরদের ডিসক্রিপশন পড়ে! বিশ্বাস করেন, আমার যদি ক্ষমতা থাকলে তাইলে এদেরকে ধইরা এমন অবস্থা করতাম যে, এদের পরবর্তি চৌদ্দ পুরুষও আর অনলাইনের ধারে কাছে আসতো না; লেখাচুরি তো দুরস্থা! X((

কিন্তু কিচ্ছু করার নাই! কারণ সব কিছুই একটা নির্দিষ্ট সীমা-পরিসীমার মধ্যে বন্দি হয়ে আছে! সুতরাং আপতত ছাগল গুলার উপ্রে ভার্চুয়াল থুথু ছিটাইয়া দিয়া গেলাম! X((

কবিতা ভাল লাগা! শুভ কামনা বিলিয়ার ভাই!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কথা না শোনাতে এই অবস্থা ভাই!:)


কবিতাটি প্রায় ১৫ দিন অনলি মি তে ছিল! কিন্তু যেই না অনলি মি থেকে এনে পোস্ট করলাম তখনি চুরি হয়ে গেল!!!!!!!!!!!!


আসলে জ্ঞাণী লোকদের পরামর্শ না শুনলে এমনই হয়!:)

ঠিক কিইলাম তো ভাই??????;)

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুগ্ধতা না রেখে উপায় নেই......... ! আর ওইগুলা কি চোট্টা !!!!!!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মুগ্ধতাটুকুন যত্ন করে মাথায় তুলে নিলাম!:)


ওনাদের গালি দেবেন না আপি! কবিতা প্রেমিক!!!!!!!!!

মহান মানুষ!!!!!!!! কেবল লেখকদের একটু আধটু অবহেলা করেন!!!!:)

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

সাহসী সন্তান বলেছেন: জ্বি, আমি যে ভুল কিছু কইতে পারি না; উহা নিশ্চই এবার স্বিকার কইরা নিছেন? B-) একচুয়ালি জনসাধারণের জইন্য ভাবতে ভাবতে মাথাডা গড়ের মাঠ কইরা ফ্যালাইলাম, অথচ উহারা আম্রে বুঝলই না..... |-) ;)

যাউকগা, তয় আর কিতা করবেন! আপাতত চোর্দের প্রতি তিব্রো ঘৃণা উগরাইয়া দেন! তয় খুব খেয়াল কইরা, উগরানো জিনিস যেন ফ্লোরে না পড়ে! তাইলে কিন্তু ভাবি সাহেবান গোস্স্যা করতারেন! ;)

ওহঃ আর একটা বিষয়! কবিতার শিরোনামে ইমোর ব্যবহার কিছুটা দৃষ্টিকটু লাগে! বিষয়টা ভেবে দেখবেন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: ঘাট হয়েছে ভাই!

আমি বেশ ভালোভাবেই বুঝেছি যে
সামনের দিকে আপনার পরামর্শ অনুযায়ী না চললে আর রক্ষা নেই!:) তাই আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ!!!;)


রঙ্গ বিষয়টা হাইলাইট করতে হাসির ইমো দিয়েছিলাম! তবে আপনার পরামর্শটা বিবেচনায় নিয়ে শিরোনামে বদল এনেছি এবং ইমো মুছে দিয়েছি!:)

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা।
৩য় চোরের ব্যাপারটায় মজা পেলাম। বেচারা সৃজনশীলতা দেখাতে গিয়ে হ য ব র ল বাঁধিয়ে ফেলল :P

শুভ কামনা জানবেন বিলিয়ার ভাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে!!!!

খুশি হলাম!!! কিন্তু একি!!! ভালোলেগেছে বললেন অথচ লাইক দিলেন না!!!! না না এ হবে না!!! তাড়াতাড়ি এসে লাইক দিয়ে যান!!!!:):):)

আর তিন নম্বর ভাইয়ের কথা কি ই বা বলব বলেন!!!!! ওনার কথা ভুলে যাই!:)


আপনার প্রতি অনেক অনেক শুভকামনা!:)

ভালোথাকুন!:)

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

নাগরিক কবি বলেছেন: চোরের উৎপাত বড়ই বেড়েছে।
ভাই চলেন ওগো প্রোফাইলে যাই স্ক্রিনশট মাইরা আসি।
পারলে তলাডা একটু ফুটা কইরা দিমু। বদের হাড্ডি বদ। মাইনসের লেখা পোস্ট করবি ভাল কথা। সম্মানীতো দিবি।
আর বিলিয়ার মিয়াঁ কি গত ৫০ বছর আগে মারা গেছে যে তার স্বত্বাধিকার খতম হইছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

বিলিয়ার রহমান বলেছেন: এখন লগ আউট করবো পরে এসে উত্তর করে যাব ভাই!:)

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:

উপরের ছবিতে এক চোরের বন্ধু ফেবুতে এ কবিতায় মন্তব্য বলেছে =p~ বন্ধু লুলু =p~ বেশ মজা পেলুম ।


পোলাপানের মনে একটু পিরিত করিবার সাধ জাগে,একারণে কবিতা চুরি করে । আর আনহে মিয়া,ওদের শনি ও রাহু হইয়া দাঁড়িয়েছেন ! ইহা মোটেও ঠিক নহে B-)


আমার কবিতাগুলো সব আপনার নামে বিকাশ করিয়া দিলাম :-P B-)

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা পড়ার পড়ে বলে লুল!:)

ভাই লজ্জায়তো আমার মাথা কাটাগেল!:):):)


কবিতা সব বিকাশ করছেন!!!! হায় আমি তো বিকাশের পাসওয়ার্ডই ভুলে গেছি!! এখন উপায়!:)

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লেগেছে কবিতা। শিরনামটাও সুন্দর অনেক। অনেক অনেক শুভ কামনা। :D

আর ধিক্কার ছাগলের তিন নম্বর বাচ্চা (লেখা চোর) গুলোর প্রতি X((

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম ভাই!:)


যারা, এতো করে বলার পরও লেখা কপি করে তাদের সম্পর্কে কিছুই বলার নাই ভাই!

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

উম্মে সায়মা বলেছেন: প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ বিলিয়ার ভাই।
লাইক তো আপনার পাওনা। এই কিস্তিতে এসে লাইক টা ও দিয়ে গেলাম B-)
ভালো থাকবেন।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২৩

বিলিয়ার রহমান বলেছেন: হু এইবার কাজের কাজ করেছেন!:):):)


আপনাকে শুটকি আর ধনেপাতা!:):) ভর্তা করে নিয়েন!:)

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

কানিজ ফাতেমা বলেছেন: ওহে প্রিয় সামু,
কিছু করুন, একটা কিছু করুন ।
আপনি জনপ্রিয় কবি, তাই উহারা ওৎ পাতিয়া থাকে ( কত সাধনা করে আপনার একটি লেখার অপেক্ষায়)। আপাতত এটুকু সান্ত্বনা ।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যের কোন উত্তর আমার কাছে নেই আপি!:)

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

শুভকামনা ।

আর সাথের ইনফরমেশন গুলো যাদের জন্য লিখেছেন , মনেহয় তারাও পড়ছে নির্বিকারে ! তবুও আপনি দিয়ে ভালো করেছেন ।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম নীলপরি!:)

আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা!:)


ভালোথাকুন!:)

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: আমার ৯৫% লেখা ফেসবুকে বিভিন্ন জনে চুরি করে। ধরতে গেলেই ব্লক দেয় :( কোনও প্রতিকার করতে পারছি না।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: হা হা আপনিও তাহলে এই ভাইরাসে আক্রান্ত!:)


এন্টিবায়োটিক নেন ঠিক হয়ে যাবে!:):)

২৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। ভালো লাগল।

গতকালই আপনার পোস্টটি দেখেছিলাম, তখন শিরোনাম ভিন্ন ছিল। অনন্ত জীবন ও একটি....এ ধরনের ছিল।

দুর < দূর হবে।
+।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: একজন সত্যিকারের কবির কাছ থেকে প্রশংসা শুনতে উঠতি সব লেখকদেরই ভালোলাগে! আর আমারো আপনার মন্তব্যটা খুব ভালোলেগেছে!:) যত্ন করে ওয়ালেটে তুলে রাখলাম!:)

টাইপোটা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ!:)


ভালোথাকুন!:)

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: প্রতিলাইনের মাঝে এ্যাড করে দাও বিলিবিলি খিলিখিলি। চোর কনফিউসড হয়ে যাবে!!!!!!!! :)

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: বিলিবিলি খিলিখিল!!!!!!!!!!!!!

হু ঠিক বলেছো এবার থেকে তাই হবে লাইনের মাঝে মাঝে লিখে দেবে

বিলিবিলি খিলিখিলি
মনুরা সব কই গেলি!!!!:):)

২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

গেম চেঞ্জার বলেছেন: আপনাকে একটা বুদ্ধি দেই, কবিতার মাঝখানে আপনার নাম ঢুকিয়ে দেন যেমন-

বাউল আব্দুল করিম বলে---

তবে এভাবে ঠিক যে তা না, আরো একটু ক্রিটিকাল করে আরকি! ;) ;) ;)

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪২

বিলিয়ার রহমান বলেছেন:
আপনি কিন্তু সত্যিই দারুণ বলেছেন
ব্যাপারটাতো আগে ভাবি নাই গেমু ভাই!:)

একসদস্য বিশিষ্টেএকটা তদন্ত কমিটি গঠন করমু! কমিটি সায় দিলে বিল পাস!;)

৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

শেখ জামাল ১২ বলেছেন: ভাই অাপনার প্রচার পাবলিসিটি হচ্ছে =p~

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: পুরা অস্থির পাবলিসিটি হচ্ছে ভাই!:):)

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো,
যদি অনন্ত জীবনে এরকম কপি পেস্ট চলে কবিদের মৃত দেহও পাওয়া যাবেনা...!!!!!!

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: মৃতদেহ পাওয়া যাবে তো ভাই তবে তারা হবে মূল কবির অসংখ্য ক্লোন মৃত দেহ!:)

কে আসল কে নকল বোঝার উপায় থাকবে না!:):)

৩২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১২:১৮

ওমেরা বলেছেন: Fantastisk কবিতা ! !

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় খুশি হলাম ওমেরা!:)

আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)


ভালোথাকুন!:)

৩৩| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সব চোরদের প্রতি ঘৃণা ঘৃণা ঘৃণা। অন্তর থেকে অভিশাপ।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)

হেনা ভাই দেখছি চোরদের প্রতি মহা বিরক্ত!:)

৩৪| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

আমির ইশতিয়াক বলেছেন: ফেসবুকে আমার পরিচিতি কিছু আবাল লোকদেরকে দেখছি কোন একটা লেখা ভালো লাগলে শেয়ারের মতোই কপি পেস্ট করে নিজের ওয়ালে ছেড়ে দেয়। এতে তারা লজ্জিতও বোধ করে না। নিজেকে চোরও মনে করে না। এতে তারা মনে করে লেখকের সম্মান বেড়েছে তার লেখাটা প্রচার করার জন্য। কিন্তু ‍তারা জানে না লেখকের নাম ছাড়া কিভাবে সম্মান বাড়লো। তারা শুধু কপি পেস্ট শিখেছে লেখকের নাম কিভাবে লিখতে হয় তা শিখেনি। যারা প্রকৃত চোর তারা কিছুটা পরিবর্তন করে লেখাটা প্রকাশ করে। যারা অজ্ঞ তারা না বুঝেই লেখা নিজের নামে পোস্ট করে।

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: লেখা চুরি করা একটা মনের অসুখ!

তবে যার লেখা চুরি হয় বিনা দোষে তিনিইেএই রোগে সব থেকে বেশি সাফার করেন!

৩৫| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

ক্লে ডল বলেছেন: আপনি বড়ই বেরহম দেখছি! আত্মার বন্ধুদের এভাবে বেইজ্জত? ক্যামনে করেন!? =p~ =p~

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: কই নাতো!!! লজ্জা দিলাম কোথায় !:)


আমিতো কেবল কৃতজ্ঞতা জানালাম ভাই!:)

৩৬| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩

ভবঘুরে যাত্রি বলেছেন: ভালোলাগ্লো খুব।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১০

বিলিয়ার রহমান বলেছেন: ভবঘুরে যাত্রি

আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম! :)


ভালোথাকুন!:)

৩৭| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৫০

সিফটিপিন বলেছেন: কবিতাতো বুঝি কম, মনেত হয় ভালই হইছে :)

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: অনুমান ভিত্তিক কথা বর্তা না বলি দাদা! ;)

৩৮| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, যারা বিনে পয়সায় আপনার কবিতা প্রচার করছে তাদের তো কৃতজ্ঞতা জানাতেই হবে!!! তারা যে আত্মার আত্মীয়!!!

মানবতা সৌজন্যতা আছে কি দুনিয়ায়!!!!

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়্যু

বুঝতে পেরেছেন ব্যাপারটা!!!!!:):):)

৩৯| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, দুঃখের কথা কি কমু!!
এখন সার্চ দিছিলাম আমার দুই টি কবিতা। হেতারা নিজে গো নাম দিয়া রাইখা দিছে!!

ভাই, স্ক্রিন শট কেমনে করা যায় ? একটু জানাবেন প্লীজ।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: অ্যানড্রয়েড মোবাইলের জন্য

Sleep/wake button ও volume-down button একসাথে চেপে ধরতে হয়!

Samsung’s Galaxy এর জন্য
power button ও home button একসাথে চেপে ধরতে হয়!


কম্পিউটারে আমি সফটওয়ার ব্যবহার করে স্ক্রীনশট নেই!!:)

৪০| ২৫ শে মে, ২০২৪ সকাল ৯:৫২

গোবিন্দলগোবেচারা বলেছেন: খুবই রোমান্টিক ।

আপনার শেষ পোস্ট দুবছরের বেশি সময় আগের।

এখনও ও হয়তো ব্লগ থেকে লেখা ফেসবুকে চুরি করে ছাপানো হয়, তবে আমার ক্ষেত্রে উলটা ঘটেছে। আমার ফেসবুকে ছাপানো একটা লেখা ব্লকের একজন চুরি করে ঝেড়ে দিয়েছে। এখন অবশ্য লেখাটা ওনার পাতায় নেই কিন্তু চোরাই করা আরো অনেক লেখা আছে। একটা চুরির বিষয়ে ওনার মন্তব্য জানতে চেয়েছিলাম উনি আমার মন্তব্য মুছে দিয়েছেন, আরেক জায়গায় উল্টো গালি দিয়েছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১০

বিলিয়ার রহমান বলেছেন: ফেসবুক থেকে কপি করে ব্লগিং!!!! কি মন্তব্য করবো ভাই!! দুর্ভিক্ষ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.