নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

সামুর যে সকল ব্লগারদের লেখা নিয়মিত চুরি হচ্ছে( পর্ব দুই)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮



প্রথমেই বলে রাখি এটি একটি ছবি ব্লগ। তবে এই ছবি ব্লগটি প্রথাগত ছবি ব্লগ বলতে যা বোঝায় তা নয়। এই পোষ্টের যাবতীয় ছবি বিভিন্ন ব্লগারদের চুরি হওয়া পোস্টের স্বাক্ষ্য বহন করবে। সামুতে শক্তিমান ব্লগারদের সংখ্যা শতাধিক। তাদের মধ্য থেকে আজ বিশ জন ব্লগারের চুরি করা পোস্টের ছবি দেখব।

গল্পকার আবুহেনা আশরাফুল ইসলামের রম্যগল্পঃ একজন পুরুষ মানুষ!!!! লেখা আছে লেখক নেই


ভিন্নধর্মী ব্লগার কাল্পনিক ভালোবাসা এর অল্প সময়ে ব্যবসা করে কোটিপতি হবার পদ্ধতি এবং বাঙালির ব্যবসায়ী স্বত্তা।

কবি মনিরা সুলতানা এর নৈশব্দের নৈবদ্যে কবি ও কবিতা

সামুর মেগাস্থিনিস সাদা মোনের মানুষের পাখি দেখার এইতো সময় (জাহাঙ্গীরনগর)

কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর যমজ

কবি ইতি সামিয়ার প্রিয় আমার

কবি নেক্সাস (শেখ আহমেদ ফরহাদ) এর তুমি যদি আস

গল্পাকার রক্তিম দিগন্তের বৃদ্ধাশ্রম

কবি শাব্দিক হিমুর অধর লুট

সচেতন ব্লগার শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) এর গরীবের জাত কূল ও সাংস্কৃতিমনাদের কালো ছাগল!!

কবি জাহিদ অনিকের কবি ওইদুর

কবি ফরিদ আহমদ চৌধুরীর জীবন সঙ্গিনী

কবি কথাকথিকথন এর দেহ অর্চিত

কবি পলাশমিঞার কবি কবি ভাব

কবি কাজী ফাতেমা ছবির স্বপ্নগুলো সেই রয়ে গেলো অধরা....

কবি খাইরুন নাহার বিনতে খলিলের বেলাশেষে

কবি ইসরাত জাহান তি্ষার অতঃপর নীল

কবি ধ্রুবক আলোর প্রতীক্ষার অনুনয়.....

কবি ক্লে ডলের আমার অহংকারের ইঁদুর চুরি করেছে জমানো সৎকাজের হীরে!

সবার শেষে সবথেকে বড় সারপ্রাইজ!!!!!!!!!!!!
আমি চুরির প্রতিবাদ জানিয়ে যে লেখাটা লিখেছিলাম সেটিও চুরি হয়ে গেছে সেটিও দেখুন


আরো অনেক ব্লগার আছেন যাদের পোস্ট চুরি হয়ে যাচ্ছে। পোস্টা অনেক লম্বা হয়ে যাবে ভেবে তাদেরটা অন্য এক দিনের জন্য রেখে দিলাম।


সামুর যে সকল ব্লগারদের লেখা নিয়মিত চুরি হচ্ছে( পর্ব এক)

সাবাই ভালোথাকুন সুন্দর থাকুন!!!:)

মন্তব্য ১০২ টি রেটিং +২১/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



১০ শ্রেণী অবধি ঠিক মতো পড়ালেখা করলে, মোটামুটি লেখার হাত আসার কথা; আমরা বিশৃংখল সময়ের মাঝ দিয়ে যাচ্ছি, অনেকের লেখার হাত নেই; কিন্তু নিজকে প্রকাশ করার ইচ্ছে আছে; আবার সমাজে মানুষের নৈতিকতার মান উপরের দিকে যাচ্ছে না; এই ধরণের সমাজে লেখা চুরি হওয়া সাধারণ ব্যাপার; মানুষের মানসিকতার উন্নয়নের জন্য অপেক্ষা করতে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: উন্নত মানসিকতা এখন কোমায়!:)

সো অপেক্ষাটা কত দীর্ঘ হবে জানা নাই!!!!!!!!!!!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: চোর চোর চোর............আয় চোর ধরি................. X((

এরাই কিন্তু বই প্রকাশ করে বলবে, আমরাই চোর।।।।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: এরকমটা হওয়া অসম্ভব নয়!!

সো সাধু সাবধান!:)

সামুকি তার সন্তানদের( ব্লগারদের) সম্পত্তি বাঁচানোর জন্য কোন ব্যবস্থা নেবে?????????????????

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে সাগর রুনী হত্যা মামলার তদন্তের দায়িত্ব দি্তে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ব্যাপারটা তাইলে ভালোই হইতো গুগলে সার্চ দিয়া সব সমস্যার সমাধান কইরা দিতাম!!!!!;)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার মতো আনাড়ির লেকা যে চুরি করে সে কতোটা আনাড়ি অবসরে আমাকে একটু বসে ভাবতে হবে :-B

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: তাইলে ভাবা শুরু কইরা দেন ভাই!!!!!:):)

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ভাই লেখাগুলোর লিঙ্ক পেলে ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হতো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: লিংক আছে দিমু নাকি???

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১

গেম চেঞ্জার বলেছেন: ফর্দ তো তুলে ধরছেন! কাজের কাজ তো কিছুই হবে মনে হয় না!! :|

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: আমিও জানি খুব একটা লাভ হবে না !! তবে সবাই সচেতন হলে পরিস্থিতি পাল্টাতে পারে কেবল এই আশায়ই.........!!!!



নকল বাজদের দ্বারা আমি ধর্ষিত গেমুভাই!:) আমার সব পোস্ট চুরি করেছে ওরা!!!!!!!!!!!!!

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)) ভাই আমার লেখা চুরি হয়ে গেছে আগে জানতাম না আপনি জানালেন।

আপনাকে ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেখকদের লেখাই চুরি হয়!:)যেহেতু চুরি হয়েছে তাই আপনি অবশ্যই ভালোলেখেন!:)


কথা এইটা না!:)

আসল কথা হইলো লেখা চুরি হইছে!! তাইলে মিষ্টি কই!:)

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার লেখা 'একজন পুরুষ মানুষ' গল্পটি যিনি ফেসবুকে প্রকাশ করেছেন, তার নাম সঞ্জয় কুমার। তিনি সম্ভবত একজন ভারতীয় লোক। তিনি আমার লেখার শিরোনাম পাল্টে দিয়ে নতুন শিরোনাম করেছেন 'শেষ বেলার প্রেম'। দাঁড়ি, কমা, সেমিকোলন কিছুই বাদ দেননি। তার একটা ফেসবুক গ্রুপে লেখাটি প্রকাশ করেছেন। তবে ইনি একটু ভদ্র চোর। সরাসরি তিনি এটি নিজের নামে চালিয়ে না দিয়ে লিখেছেন, একজন বাংলাদেশি ভদ্রলোক এই গল্পটি আমাকে বলেছেন। তাঁর কাহিনী আমার খুব পছন্দ হওয়ায় আমি নিজের মতো করে গল্পটি লিখলাম। আসলে তিনি নিজের মতো করে কিছুই লেখেননি। আমার গল্পটি হুবহু কপি পেস্ট করেছেন।

হাঃ হাঃ হাঃ। অনলাইনে লেখালেখি করার আর আগ্রহ নাই। প্রিন্ট মিডিয়ায় প্রথম থেকেই লিখি। ওটাই মনে হয় আমার সঠিক জায়গা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অনলাইনে লেখালেখি করার আর আগ্রহ নাই। প্রিন্ট মিডিয়ায় প্রথম থেকেই লিখি। ওটাই মনে হয় আমার সঠিক জায়গা।

তা নাহয় লিখলেন!!! তবে আমাদের মতো আমজনতার হইবোটা কি???????????

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

জাহিদ হাসান বলেছেন: শেষের চুরিটা ছিল অসাধারন ! একটা গল্প শুনবেন?
এক দেশের এক বিজ্ঞানী বহু খেটে-খুটে একটা মহামূল্যবান চোর ধরার যন্ত্র আবিস্কার করলেন । সেই চোর ধরা যন্ত্র দিয়ে বহু দেশে তিনি বহু চোর ধরলেন । কিন্তু একটা দেশে গিয়ে তার চোর ধরার যন্ত্রটাই চুরি হয়ে গেল!

আপনার নকলবিরোধী পোষ্টটাও যখন কেউ নকল করে ফেলেছে দেখি, তখন উপরের সেই গল্পের কথাই কেন যেন বেশি-বেশি মনে পড়ে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: হাসালেন জাহিদ হাসান!!!:)


কোন পোস্টই নিরাপদ নয়!!! এমনকি প্রতিবাদ জানিয়ে লেখা পোস্টও!!!!!!!!!!

অদ্ভুদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

কালীদাস বলেছেন: হো হো, লাস্টের চুরিটা পুরাই এল ক্লাসিকো =p~ এরপরে আর কিছু বলার থাকে না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: মর্মাহত!!!!!!!!!!!


বাকরূদ্ধ!!!!!!!!!!!


আমাদের মূল্যবোধ কোমায় ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
চোরের মনে অনন্ত প্রেম জেগেছে
তাইতো বারে বারে কবিতা চুরিতে ব্যস্ত আছে ....... B-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা প্রেম ও চুরি!:):);) টপিক দিয়া একটা কবিতা লেখেন!!!:)


দেখি সেটা চুরি হয় কিনা!!!!:):):)

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

কালীদাস বলেছেন: প্রেম, ফেসবুকে হিট, যুদ্ধ....এসব জায়গায় কোন মূল্যবোধ নেই :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: কালীদাস ভাইয়া ওরা লেখা গুলো ফেসবুকে পোস্ট করে ঠিকই তবে চুরি করে ব্লগ থেকে!!!!!!!!!!!!!!!!!


আপনার মন্তব্যের সাথে সহমত!:)

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:
আপনার আগের পর্বটা অফলাইনে দেখেছি।
ভালো কাজ করছেন।
সাধুবাদ রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১

বিলিয়ার রহমান বলেছেন: চুরির ব্যাপারটা মহামারির আকারে ছড়িয়ে পড়েছে আপুনি!:)


আমাদের সম্মিলিতভাবে কিছু একটা করা উচিৎ!!!!!!!

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২২

সচেতনহ্যাপী বলেছেন: সন্তানদের দয়িত্ব তর পিতা-মাতর হাতে।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: সামুর একটা ব্যবস্থা নেয়া সময়ের দাবি!!!:)

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪০

উম্মে সায়মা বলেছেন: আমি চুরির প্রতিবাদ জানিয়ে যে লেখাটা লিখেছিলাম সেটিও চুরি হয়ে গেছে
হা হা হা। আগের পোস্টে কে যেন ভবিষ্যদ্বাণী করেছিল। ফলে গেল B-)
চোরের হাত থেকে কোনমতেই নিস্তার নেই।

তারপরও প্রতিবাদ চলুক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: যে অবস্থা ...........................

প্রতিবাদের ইচ্ছাও চুরি হয়ে যেতে পারে সায়মা আপুনি!!!!!!!!!!!!!!!!!:):)

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চলুক প্রতিবাদ ।
শুভেচ্ছা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আমার মতো করে চালিয়ে যাব!:)


টের পাবেন আলী ভাই !!!!!:):)

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

লেখা চোর ধরেছেন এইবার মিষ্টি মুখ করেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

বিলিয়ার রহমান বলেছেন: মিষ্টি!!!:):) বাহ!!! :):)


মিষ্টির চারদিকের ওগুলো কি???? নারকেল????

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: কেমনে কী???

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: মেগা সিরিয়ালের কেবল শুরু দেখলেন ভাইজান!:)


মোর সারপ্রাইজ!!:) কামিং সুন!:):)


১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: কি আর বলব , চোরে না শোনে ধর্মের কাহিনি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: চোরে ধর্মের কাহিনী না শুনলেও আমি আপনাদের বিরক্ত হওয়ার আগ পর্যন্ত চুরির কাহিনী শুনিয়ে যাব!:):)

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

আহসান হাবিব তালুকদার ৯৫ বলেছেন: শেষ পর্যন্ত আমার (ফরিদ আহমদ চৌধুরীর জীবন সঙ্গিনী) চুরি হল? শেষ পর্যন্ত আমার (ফরিদ আহমদ চৌধুরীর জীবন সঙ্গিনী) চুরি হল?
ও আল্লাগো এটা কি হইল গো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: তাইতো ব্যাপারডা খেয়াল করি নাই মেবাই!:):):):)

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জীবন সঙ্গিনী তো চুরি হলই শেষমেস মন্তব্যটাও চুরি হল। আমার আর কিছুই বলার নাই। মন চায় মনের দুঃখে বনে চলে যাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

বিলিয়ার রহমান বলেছেন: বনে যাইতে মন চায়!!!! যান!!!!

তবে বনে গিয়া আর যাই করুন জীবন সঙ্গিনী হারানোর শোক ভুলতে কনে খুঁইজেন না ভাইজান!!:):)

তাইলে ভাবি চোরের কাছ থেইক্কা ফেরত আইসা..........।!!!:):)

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

মানবী বলেছেন: পোস্ট পড়ার সময় মনে হলো, বাহ্! এঁদের লেখা এতোটাই ভালো লেগেছে যে নিজের নামে চালিয়ে দেবার লোভ সামলাতে পারছেনা!
হোঁচট খেলাম শেষে এসে- হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা!

সামহয়্যারইনব্লগের লেখা কপি করে কোথায় পোস্ট করেছে তা আমার অজ্ঞতার কারনেই হয়তো স্পষ্ট হলোনা!

কষ্ট করে এসব খুঁজে তুলে ধরার জন্য ধন্যবাদ বিলিয়ার রহমান।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো আমিও হোঁচট খেয়েছি আপুনি!:)বুঝতে পারছিলাম না হাসব না কাঁদব!!:)


লেখা গুলো সব থেকে বেশি কপি পেস্ট হয় ফেবুতে!:) কিছু হয় অল্প পরিচিত অনলাইন পত্রিকায়!:)

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

কানিজ রিনা বলেছেন: ধারুনতো মন্তব্য় গুল চুরি হইয়া যাইতেছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

বিলিয়ার রহমান বলেছেন: চুরি ব্যাপারটা দারুন!!!!!!!!!!!!!!!!!


এটা কি বললে আপুনি!!!!!!!!!!!!!!! X(

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি যে বলি -বলতে বলতে মুখ তেতো হয়ে গেছে। এমন কোনো লেখা নাই আমার যে মানুষ নেয় না।
২০১৪ সালের একটা লেখা সার্চ দিয়ে দেখি লেখা মোট ৩৬ জন নিয়েছেন তাদের মধ্যে মাত্র দুইজন আমার নামটা ইউজ করেছেন
আর ৩৪ জন তারা তাদের নামে চালিয়ে দিয়েছেন। ভাল রেসপন্সও পেয়েছেন। আমার চেয়ে লাইক কমেন্ট বাহবা অনেক বেশী।

ভাল্লাগে না লেখালেখি আর-কিন্তু লেখা ছাড়া আমি আবার থাকতেই পারি না কষ্ট হয়। তাই লিখে যাচ্ছি। এখন কিছু বলি না শুধু লিংক ধরায়ে দিয়ে বলি আমার লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ। ওমা আমাকে চুর - ফেইক আইডি বলে গালিগালাজ শুরু করে মানুষ।

এর কোনো উপায় কি নেই -চুরি বন্ধ করার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

বিলিয়ার রহমান বলেছেন: গেমু ভাইও চুরি ঠেকাতে কিছুদিন চেষ্টা করেছিলেন তবে তাকে খুব বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি!:) তাই সেটিও আপাদত বন্ধ!:)



তবে আশার কথা হলো সবাই মিলে চেষ্টা করলে সবই সম্ভব ছবি আপুনি!:):)


২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর ব্লগার রা চমৎকার লিখেন , এই পোস্ট তারই প্রমান =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

বিলিয়ার রহমান বলেছেন: ১ম পর্বে আম্মের পোস্টের কাহিনীও কইছি মেয়াবাই!:)

সময় কইরা দেইখা আইয়েন!:)

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

ওমেরা বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা ।

তবে ধরা পরলো মাইরের উপর ঔষধ নাই । ধন্যবাদ ভাইয়া ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

বিলিয়ার রহমান বলেছেন: শেষ খবর চোর দেয়ার জন্য আমদানি করা মাইরও চুরি হয়ে গেছে!:):):)


ওমেরা আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!:):)


আর কিছু কি বলবে????????????????????????

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনলাইন হয়ে চুরি করা সহজ হয়েগেছে। কপি পেষ্টের ব্যাপার মাত্র।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

বিলিয়ার রহমান বলেছেন: অনলাইনে চোর ধরাও খুব সহজ বাবু ভাই !:)

এতে মাত্র তিনটি জিনিস দরকার ১। ইচ্ছা ২। ইচ্ছ এবং ৩। ইচ্ছা!:):)

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

আমির ইশতিয়াক বলেছেন: ভালো লেখকদের লেখাই চুরি হয়। যাদের লেখা চুরি হয়েছে বুঝতে হবে তারা খুব ভালো লেখেন। আমি মনে করি প্রকৃত লেখকরা অন্যের লেখা চুরি করে নিজের নামে লিখেবেন না। যারা চুরি করে অসৎ উদ্দেশ্যেই চুরি করে। তারা কোন লেখক নয়। কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে, যারা লাইক কমেন্টের মাধ্যমে অনলাইনে ব্যবসা করে। তারা ভালো ভালো লেখাগুলো চুরি করে তাদের পোস্টে দেয় যাতে করে লাইক, কমেন্ট বেশি হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে, প্রকৃত লেখকদের লেখায় যতটা না লাইক, কমেন্ট পড়েছে তার চেয়ে বেশি লাইক, কমেন্ট পড়েছে চুরের পোস্টে।
চুরি রোধে সামু ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারে। সেটা হলো লেখকের লেখা লেখক ছাড়া অন্য কেউ যাতে কপি পেস্ট করতে না পারে। আশা করি সামু সেই ব্যবস্থা করবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রকৃত লেখকদের লেখায় যতটা না লাইক, কমেন্ট পড়েছে তার চেয়ে বেশি লাইক, কমেন্ট পড়েছে চুরের পোস্টে

খাসা কইছেন ভাই!:)


চুরি রোধে সামুর ব্যবস্থা গ্রহন আমার প্রানের দাবি ভাই!:)


ভালোথাকবেন!:)

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

আমি ইহতিব বলেছেন: ভয়ংকর ছবিব্লগ, কিছ্ছু বলার ভাষা নাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

বিলিয়ার রহমান বলেছেন: মোর সারপ্রাইজ!:) কামিং সুন!!!!!!!!:)

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

বর্ষন হোমস বলেছেন:
















































































































































































আপনার এই বিশাল কাজে বিশাল কমেন্ট করে গেলাম। ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

বিলিয়ার রহমান বলেছেন: এতো বড় মন্তব্য!!!!!!!!!!!!!!!!!:)


একথাল শুটকি আর দুই থাল ধইন্না বর্ষন হোমস ভাইয়্যু!!:):):) ভর্তা করেন বাসায় আইতেছি!!!;)


ও বাসাটা যেন কোথায়!!!;)

আসলে আপনার ঠিকানা কে যেন চুরি কইরা নিয়ে গেছে মেয়া বাই!;)

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শামীম সরদার নিশু বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

বিলিয়ার রহমান বলেছেন: পোস্ট দেখছি!:):)


একখান মন্তব্য ও রাইখ্যা আইছি!:)

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এই লেখা চুরি সামুর অতিপুরাতন সমস্যার মাঝে একটা ।
আমার লেখা নিজেদের গ্রুপে প্রকাশ করায় একজন কে জিজ্ঞেস করেছিলাম ,লেখকের নাম টা দিতেন ?
উনি আমাকে ধমক দিয়ে বলেন ,আপনি কি চাইছেন আপনার নাম দিব ?
লউ ঠেলা /:)
আমাদের আরিফ মাহামুদের এক লেখা সত্যিকার অর্থে লাখ শেয়ার হয় আর নাম আসে সংগ্রহীত বা নিজের নামে চালিয়ে দেয়া :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: মনিরাপু

চুরি জিনিসটা বন্ধ করা দরকার!!!:)


আমাদের লেখায় আমাদের নাম না থাকলে আমরা পরিচিতি পাবো কিভাবে?????

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এই সেই আমার ‘জীবন সঙ্গিনী’ (কবিতা) চোর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

বিলিয়ার রহমান বলেছেন: চোরের চেহারাটা খাসা ফরিদ ভাই!:):)



দেহেন কি সুন্দর চম্মা দিছে!:)

৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৯

দেশী পোলা বলেছেন: এসব পুরাতন ঘটনা, একসময় আমার নিক লেখা চুরি করে ইস্টিশন ব্লগে বিশাল ব্লগ খোলা হইছিল, এখন মনে হয় ফেসবুকেও সেসব লেখা পাওয়া যায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: পুরাতন অসুখ তাতো জানা কথাই!!!!

কিন্তু এখনতো ব্যাপারটা মহামারিতে রূপ নিয়েছে!!!!!

৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: সব শালারাই লেখা চুরি করে কবি হতে চায়! :#)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১

বিলিয়ার রহমান বলেছেন: কি কমু ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কিছুই কমু না!!!!!!!!!!!!

৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: সব শালারাই লেখা চুরি করে কবি হতে চায়!
ভাই একটু দৃষ্টি কটু করে বললাম, কেউ কিছু মনে করবেন না, প্লিজ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: চুরি হইলে মানুষ বউরেও একটু আধটু মা কইয়া ফালায়!:):):)


আপনার সেটিই হয়েছে!!!!:)

৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিস করছি ভাই আপনাকে। চোরদের ঠেকবো কেমনে। এত বেহায়া চোর আর দেখিনি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: চোর ঠেকানোর কাজটা এক দুই জনে করতে পারবো না ভাই!!!:)

দলে আরো ভারী হওয়া লাগবে!!!:):):):):)

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

জাহিদ অনিক বলেছেন: এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস
অথবা গৃহিনীদের সোনার নেকলেস,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চীৎকার করে বলে—
চোর, চোর, চোর, চোর, চোর।।




এটাই মাথায় আসল ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: বাহ!!!!!!!!!!!!!!

চোরেরাতো কবিদেরও দারুনভাবে প্রভাবিত করে!!!!!!!;)

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি করতে হবে বলবেন। যদি কাজে আসতে পারি তো, পাশে আছি থাকবো।



চোরকে ভালো ভাবে বললাম, উল্টো ব্লক মারলো। এদের বিবেক নাই। এরা জাত চোর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ফেবুতে আসেন বলছি!!!:)

৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
এখানের roman মানবটারে বলছি চোরের বাচ্চা চোর, ক্ষ্যাপছে। উল্টো আমাকে বলে আমার নাকি ব্যবহ ভালো না।
চোরের বাচ্চা চোর বলতাম না, দেখি অনুভবে লিখে তার নিজের নাম বসিয়ে দিছে। তাতেই রাগটা হয়েছিল আমার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

বিলিয়ার রহমান বলেছেন: চোর বলা যাবে না তো ভাইয়্যু!!!!!:)


কুল থাকতে হবে কুলললললললললললললললললল!!!!!!!!!!!!!!:):)

৪১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একমাত্র লেখক ছাড়া অন্য কেউ কপি পেস্ট করতে পারবে না এরকম একটা সফটওয়্যার আছে এবং সেটা অন্যান্য কিছু ওয়েবসাইটে ব্যবহার হয় বলে শুনেছি। যদি তাই হয়, তাহলে সামু কর্তৃপক্ষ এটা করতে পারে। তাহলে ব্লগারদের লেখা চুরি প্রায় বন্ধ হয়ে যাবে বলে মনে করি।

আপনি এ বিষয়ে সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা পোস্ট দিন না। সবারই উপকার হবে। ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: একটা পোস্ট দিয়েছি! সম্ভবত আপনার চোখেও পড়েছে!:)


তবে কাজ হবে সে আশা করতে পারছি না!:)


দেরি করে উত্তর দেয়ার জন্য দুঃখিত!:)

৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: লেখা কপি পেষ্ট করা যাবেনা, তবে দেখে তো লেখা যাবে, সেক্ষেত্রে চোরদের থামানো যাবে বলে আমি মনে করিনা। তবে কিছুটা কমতে পারে @ আশরাফুল ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: কামাল ভাই দেখে দেখে লেখার মতো ধৈরয চোরদের নাই!:):)

৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

নেক্সাস বলেছেন: হায় হায় এই অধমের লেখাও মানুষ চুরি করে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আরো আছে ভাইজান!:)

খোঁজ নেন!:)

৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, আমি কিন্তু একবারে বন্ধ হয়ে যাবে বলিনি। এ জন্য 'প্রায়' শব্দটি উল্লেখ করেছি। লেখা চোরদের মধ্যে খুব কম সংখ্যক চোরই লেখার বা টাইপ করার ঝামেলায় যাবে। কপি পেস্ট করা দিল্লী কা লাড্ডু খাওয়ার চেয়েও সহজ বলে এত চুরি চামারি হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সাথে ১০০ভাগ সহমত হেনা ভাই!:)

৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

ভাবুক কবি বলেছেন: এসব চোরদের আর মানুষ বলা গেল না। যারা সময় দিয়ে লিখেন কিন্তু তাদের অনুমতি ও কার্টেসি ছাড়া লেখা পোস্ট দিলে তা যে কতটা বেদনার তা সেই লেখকই ভাল জানেন।

চুরি হওয়ার ফলে অনেকের লেখার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। তবুও এই চোরদের কিছুই করা যায়না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: চুরি হওয়ার ফলে অনেকের লেখার আগ্রহটাই নষ্ট হয়ে যায়


ঠিক বলেছেন ভাই!:)

৪৬| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কথাকথিকেথিকথন বলেছেন: লেখালেখি শিক্ষিত সমাজের, হতে পারে সে স্বশিক্ষিত কিংবা ডিগ্রিধারী শিক্ষিত । তাই লেখা চুরি বেশ নিম্নশ্রেণীর চুরি । যারা করে তারা শিক্ষিত সমাজের কলঙ্ক ।

মজার ব্যাপার হলো আমার কবিতাও চুরি হয়, আমি ভেবেছিলাম সবাই যেহেতো বলে আমার কবিতা বেশ খটোমটো তাই চুরি হওয়ার চান্স কম । কারণ যে করবো সেই হয়তো বুঝতে পারবে না এখানে কী লেখা হয়েছে ! হা হা । কিন্তু ধারণা ভুল হয়ে গেল । তবে এখন যেন নিজেকে লেখক মনে হচ্ছে !!!

তবে আপনি যেভাবে উইকিলিক্সের মত সব চোরদের পর্দা উন্মোচন করছেন তাতে যেন আবার সাইবার ক্রিমিনালদের খপ্পরে আপনি না পরে যান !

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতাগুলো যখন আমার নাম ছাড়া কেউ প্রকাশ করতো তখন আমার খুব দুঃখ লাগত! আমার মনে অন্যান্য সবারও তাই লাগে! আমার ইচ্ছা ছিল ব্লগ অথরিটিকে এটা বোঝানো যে লেখাচুরি একটা মহামারির আকার ধারণ করেছে! এর শেষ দরকার!

সে দৃষ্টিকোন থেকেই অন্যান্য সবার লেখা চুরির স্ক্রীন শট তুলে দিয়েছি! ব্যাপারটা অথরিটির নজরে এসেছে! এখন তারা অ্যাকশন নিতে পারে আবার নাও নিতে পারে!

তবে আমি একা একা আর লড়াই করছিনে!

৪৭| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নাগরিক কবি বলেছেন: শেষের টার জন্য নোবেল দেওয়া দরকার। বিল্লু :) ভাই আপাতত ওরে দুইডা বেলা বিস্কুট দেন। আমি কাঠ বিস্কুট বানাই আনতাছি।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: বিস্কুট নিয়ে আসেন !!

হোম ডেলিভারি দিয়ে আসব!:)

৪৮| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

নাগরিক কবি বলেছেন: বিলিয়ার ভাই, টাইপো হয়ছে উপরে। আপনার এত সুন্দর নামটা টাইপোর ফলে কি হয়ে গেল?? তার জন্য আমি আন্তরিক ভাবে লজ্জিত । :)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৯

বিলিয়ার রহমান বলেছেন: কোন সমস্যা নাই ভাই!:)

৪৯| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সঞ্জয় নিপু বলেছেন: শুধু কি তাই ? আমার একটা ও চুরি হয়েছিল... হা হা জানতে পেরেছি গুগুলে সার্চ দিয়ে,
আসল লেখার লিঙ্কঃ জেনে নেই বাংলাদেশে গার্মেন্টস বায়িং হাউস শুরু করার বিধিমালা

নকল করার লিঙ্ক এবং স্ক্রীন শটঃ তাও ইনি আবার একটা গার্মেন্টস প্রতিষ্টানের অনেক বড় পোস্টে আছেন।

বাংলাদেশে গার্মেন্টস বায়িং হাউস শুরু করার বিধিমালা
শুধু কি তাই ? আমার একটা ও চুরি হয়েছিল... হা হা জানতে পেরেছি গুগুলে সার্চ দিয়ে,
আসল লেখার লিঙ্কঃ জেনে নেই বাংলাদেশে গার্মেন্টস বায়িং হাউস শুরু করার বিধিমালা

নকল করার লিঙ্ক এবং স্ক্রীন শটঃ তাও ইনি আবার একটা গার্মেন্টস প্রতিষ্টানের অনেক বড় পোস্টে আছেন।

বাংলাদেশে গার্মেন্টস বায়িং হাউস শুরু করার বিধিমালা



চোর ধইরা কি লাভ বলেন? নকল করে পাশ করতে পারবে ঠিকই কিন্তু বেশী দূর যেতে পারবে না ধরা খাইতেই হবে একদিন :)
অনেক ধন্যবাদ পোস্টের জন্য।

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সঞ্জয় নিপু

আপনার লেখা চুরি হচ্ছে জেনে ব্যাথিত হলাম!

আর আপনার মন্তব্যের শেষ অংশটুকুর সাথে আমিও একমত!!

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ! :)

ভালোথাকুন!:)

৫০| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

সামিয়া বলেছেন: অনেক দেরীতে চোখে পড়লো আপনার ব্লগটা। প্রিয়'আমার'' এর ব্যাপারটাও :)
ধন্যবাদ আপনি না জানালে হয়ত কখনো জানতেই পারতাম না কার কার ঝড় হইতে মন চাইছে =p~

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: ষ্ট করে এস পুরোনো পোস্টে মন্তব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ ইতি আপি!:)

৫১| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ক্লে ডল বলেছেন: কবি ক্লে ডলের আমার অহংকারের ইঁদুর চুরি করেছে জমানো সৎকাজের হীরে সৎকাজ চুরি করল অহংকারে, আর কবিতা চুরি করল কবিতা চোরে!! আমার কি থাকল!! :(:(

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!:)


আপনার জন্য থাকল প্রতিবাদ করতে গিয়ে চোরদের কাছ থেকে পাওয়া বকেয়া সব ঝাড়ি!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.