নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

সামুর যে সকল ব্লগারদের লেখা নিয়মিত চুরি হচ্ছে( পর্ব এক)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫




প্রথমেই বলে রাখি এটি একটি ছবি ব্লগ। তবে এই ছবি ব্লগটি প্রথাগত ছবি ব্লগ বলতে যা বোঝায় তা নয়। এই পোষ্টের যাবতীয় ছবি বিভিন্ন ব্লগারদের চুরি হওয়া পোস্টের স্বাক্ষ্য বহন করবে। সামুতে শক্তিমান ব্লগারদের সংখ্যা শতাধিক। তাদের মধ্য থেকে আজ বিশ জন ব্লগারের চুরি করা পোস্টের ছবি দেখব।

প্রথমেই দেখা যাক গল্পাকার হাসান মাহবুবের একজন ম্যাজিসিয়ান গল্পটি কিভাবে অন্য জনের হয়ে গেল

শায়মাকে কি বলব?? অলরাউন্ডার বললাম!! এবার দেখি শায়মার তোমার আর আমার গল্প- সায়ান তানভি ও শায়মা যেভাবে আরেক জনের হলো

আহমেদ জী এস একজন ভিন্নধর্মী ব্লগার! তার প্রায় লেখাই আমাদের আবেগী করে দেয়। দেখুন তার বেকার ভাবনা লেখাটা কার হয়ে গেল

কবি সুমন করের বোকা দেয়াল দেখুনতো কার হয়ে গেল!!!

কবি বিদ্রোহী ভৃগুর আমার আছে- শুধুই নোনা জল! সবই ঠিক আছে কেবল কবি হাওয়া হয়ে গেছেন!!!

জিনিয়াস ব্লগার গেম চেঞ্জারের টাকা বেড়েছে সত্য, জীবনযাত্রার মান বেড়েছে সত্য কিন্তু জাতিগত উন্নতি আমাদের হয়নি

আপনাদের নিউরন কাপাঁনো জেন রসির সময়ের ঈশ্বরঃ আমি এবং কয়েকটি টিকটিকি!

কবি দিশেহারা রাজপুত্র(শুভ্র) এর লালটিপ

সামুর ইবনে বতুতা জুন এর চাঁদের মাসে চাঁদের সৌন্দর্য নিয়ে রান্না করা চীনা খাবার উতসবের কিছু ছবি

সামুর রাজনীতির কবি চাঁদগাজীর আমাদের প্রেসিডেন্সিয়াল প্যাটার্ণ

রম্যের হিরো গিয়াস উদ্দিন লিটনের স্বামী কেন চাকর ; জীবন থেকে নেয়া রম্য

কবি শাহরিয়ার কবিরের শূন্যতার অনুভূতিতে

গনসচেতন ব্লগার অরজু পনি আপুর পাবলিক টয়লেট: লজ্জিত নগরায়ন

কবি অরুনি মায়া অনুর সেকালের রোমিওরা

সমুদ্র ও জলের কবি ভ্রমরের ডানার ব্যবচ্ছেদ -৭- বোকাটে ক্রীতদাস

সামুর জর্জ হারবার্ট ( রিলিজিয়াস পোয়েট) খায়রুল আহসানের মায়াবতী মেঘ

সামুর সুকুমার রায় প্রামাণিকের হঠাৎ করে হারিয়ে যাবো

মেঘের কবি নীলপরীর সুদূরবর্তী নিকটতম

ভবিষ্যতের হোমশ হাতুড়ে লেখকের অণুগল্প। একজন চাকুরীজীবী

সত্যিকারের ব্লগার সাহসী সন্তানের একটা শিরোনামহীন সস্তা প্রেমের গল্প



আরো অনেক ব্লগার আছেন যাদের পোস্ট চুরি হয়ে যাচ্ছে। পোস্টা অনেক লম্বা হয়ে যাবে ভেবে তাদেরটা অন্য এক দিনের জন্য রেখে দিলাম।


সাবাই ভালোথাকুন সুন্দর থাকুন!!!:)

মন্তব্য ১১০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!

যাক বাবা আমাদের লেখা তাইলে তাদের এত পছন্দ!!!!!!!!! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

বিলিয়ার রহমান বলেছেন: তাইলে যা বোঝা গেল


তোমর লেখা চুরি করায় তুমি খুশি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


নিক "আরজু খান" আমার পোস্ট অন্য কোথায়ও পোস্ট করেছে, এতে আসলে আমার মন খুব একটা খারাপ হয়নি; উনি যে আমার পাঠক, আজকে জানলাম।

আপনি আবার মন খারাপ করবেন না, এই ভেবে যে, আমার মন্তব্যের ফলে, চুরি আরো বেড়ে যাবে! আমাদের সমাজের যে অবস্হা, অন্য কারো কিছু নেয়াকে অন্যায় ভাবতে পারছে না অনেকেই।

আপনার পোস্ট দেখে কিছুটা হলেও সচেনতা বাড়বে ।

যারা পোস্ট বুঝার মতো অবস্হানে আছেন, তারা অন্যের লেখা বিনা অনুমতিতে নিয়ে নিজকে ছোট করছেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার আরো অনেক পোস্ট কপি হচ্ছে!!


পোস্ট বড় হয়ে যাবে তাই মাত্র একটা দিলাম!!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: চোর অনেক, কিন্তু এতোগুলো চোর আপনি ধরলেন কি করে!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

বিলিয়ার রহমান বলেছেন: গতকাল বিকেল থেকে প্রায় ২০০ জনকে পেয়েছি যারা আমার নাম ব্যবহার না করে আমার কবিতা পোস্ট করেছে। কেউ কেউ বলেছে কবি অপরিচিত/অজ্ঞাত অথবা আমার কবিতাকে বলেছে ভীষণ ভালোলাগার এক কুড়িয়ে পাওয়া কবিতা!!! চিন্তা করেন!!!

আমি ভাবলাম অন্য ব্লগারদের সাথে অবশ্যই এটা ঘটবে!!! তাই খোঁজা শুরু করলাম। ফলাফল হিসেবে যা পেলাম তাতো দেখতেই পাচ্ছেন!:)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শায়মা বলেছেন: ৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭ ০
সাদা মনের মানুষ বলেছেন: চোর অনেক, কিন্তু এতোগুলো চোর আপনি ধরলেন কি করে!!


কোনোই সন্দেহ নেই বিলিভাইয়া সাইবার ক্রাইম সি আই ডি তে জব করে!!!!!!!! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ঠেলায় শেখা বলে একটা প্রবাদ আছে শায়মাপু!:)


আমি ঠেলা খেয়ে ডিটেকটিভ হয়েছি!!!!!:):):)


চিন্তা করো ২০০ এর বেশি লোক একজনের বিভিন্ন কবিতা কপি করে এবং একবারও কবির( পড় হবু কবি) নাম দেননি!:)

ডিটেকটিভ না হয়ে তো উপায় নাই!!:):)

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

পলাশমিঞা বলেছেন: অনেকে ছদ্মনামে লেখে।

যাদের লেখা চুরি হয় তাদের জন্য বলছি, নতুন লেখা সাথে সাথে পোস্ট না করে প্রথম নিজের ব্লগ সাইটে প্রকাশ করুন। এতে চুররা একটু হলেও ভয় পাবে।

সাথে সাথে ব্লগে দিলে কান্দাকাটিই সার হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: নতুন লেখা সাথে সাথে পোস্ট না করে প্রথম নিজের ব্লগ সাইটে প্রকাশ করুন। এতে চুররা একটু হলেও ভয় পাবে।

আইডিয়াটা দারুন ভাই!:)

তবে কতটা কাজ করবে জানা নাই!:)


ভালোথাকুন!:)

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

শায়মা বলেছেন: :P

তো অখুশি হয়ে কি লাভ!!!!!!!!!

কে যাবে চোরের সাথে !!!!! নাকি চোরের ভয়ে মাটিতে ভাত খাবো মানে লিখবোই না!!!!!!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

বিলিয়ার রহমান বলেছেন: নাকি চোরের ভয়ে মাটিতে ভাত খাবো মানে লিখবোই না!!!!!!!!


না চোরে ভয়ে মাটিতে ভাত খাবে না মানে লেখা বন্ধ করবে না!!!! তবে আগের থেকে অবশ্যই সচেতন হতে হবে!:):)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,



কোনটা যে চুরি আর কোনটা নয় , কোনটা ন্যায় আর কোনটাই বা অন্যায় এ বোধ আমাদের জীবন থেকে একেবারেই উঠে গেছে ।
একটি জাতি যখন অজ্ঞতায় , অশিক্ষায়, অনিয়মেই বড় হয় তখন তাদের ঊচিত্যবোধ সম্পূর্ণ লোপ পেয়ে যায় । মেরুদন্ড আর সোজা করে দাঁড়াতে পারেনা, মাথা বা মগজ শক্ত হয়না । তাই অন্যের মাথায় কাঠাল ভেঙে খেতে হয় ।
তাই লেখা চুরি নিয়ে দুঃখ করার কিছু নেই । শুধু দুঃখ হয় এটা ভেবে যে, জাতির নতুন প্রজন্ম পুরোপুরি রসাতলে গেছে । এদের বোধ আর সুস্থ্য হবে কিনা জানিনে ।

আপনার এ লেখার পরেও ঐসব নকলবাজরা থামবে কিনা সন্দেহ ।

ভালো লেখা ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: নকলবাজরা সম্ভবত থামবে না !:)

তবে আমাদের সচেতনতা বাড়বে!:)

শুনে অবাক হবেন জুনায়েদ নামে সামুর একজন ব্লগার( পড়ুন কপিবাজ) খায়রুন নাহার বিনতে খলিলের লেখা কপি করে পোস্ট করেছে!:) তার অনুমতি প্লাস নাম ব্যবহার না করে!!!:)

এদের কাজকর্মে সত্যিই অবাক হতে হয়!!!!!!!!!!!!!!!!!!

ভালোথাকবেন ভাই!:)

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

নাগরিক কবি বলেছেন: চোর ধরার কাজ এগিয়ে যাক ☺

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ!!:)

আশা আপনিও পাশে থাকবেন রাখছি পাশে থাকবেন!:)

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

পলাশমিঞা বলেছেন: আমিতো কান্দাকাটি করে দোয়া করি যাহাতে তাদের চোখে আমার লেখা না পড়ে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে লিস্টে রাখলাম!!:)

আশা রাখি ২য় পর্বে খবর পেয়ে যাবেন!:)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

সাহসী সন্তান বলেছেন: লেখা চুরির ব্যাপারে আমি সেদিন থেকেই টেনশন করা বাদ দিয়েছি, যেদিন থেকে বুঝতে পেরেছি যে; এদের ব্যাপারে আসলে আমাদের কিছুই করার নাই! চাইলে হয়তো দু'একটাকে ভার্চুয়াল থেকে উঠাইয়া আইনা লাথি-ঝাঁটা মারা যায়, কিন্তু সেইটা কয়জনের জন্য সম্ভব? আমাদের আশে-পাশেই যে এমন চোর অহরহ বিরাজ করছে!

সত্যি বলতে এই ধরনের নিকৃষ্ট কাজ কেবল তখনই বন্ধ হওয়া সম্ভব হবে, যখন দেশের কপিরাইট আইনটা আরো কঠোর এবং শক্তিশালী হবে! তাছাড়া কার্যক্ষেত্রে সেই আইনের যখন বাস্তব প্রয়োগও লক্ষ করা যাবে! তার পূর্বে এটা কখনোই বন্ধ হবে না, বরং চলতেই থাকবে! তাছাড়া এভাবে বলে কয়েও কখনোই চুরিকে ঠেকানো যাবে না! কারণ কথায় আছে- "চোরায় না শোনে ধর্মের কাহিনী!"

যদিও ব্যাপারটা খুবই দুঃখজনক! কারণ নিজের কোন মৌলিক লেখা যখন অন্য কেউ তার নামে চালাইতে চায়, তখন নিজের কাছে একটু-আধটু খারাপ লাগাটাই স্বাভাবিক! কিন্তু কি করবেন বলেন? তার থেকে ভাল হয়, এদিকে কান-মন না দিয়ে নিজের মত করে লিখে যান! চোর চোরের কাজ করতে থাকুক, আর আমরা চোরদের কাজকে সহজ করে দিতে নিজেরা ঘাম ঝরিয়ে লেখা লিখে যাই! আপাতত এছাড়া কোন উপায়ও তো আর দেখতেছি না!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

বিলিয়ার রহমান বলেছেন: গতকাল যখন টের পেলাম আমার প্রায় কবিতাই কপি হচ্ছে!!! এবং কেউই আমার নাম ব্যবহার করছেনা তখন খুবই হতাশ হয়েছিলাম!!! পাগলের মতো অনেককেই নক করেছিলাম। আপনাকেও করে থাকতে পারি!!

তখনই ভেবেছিলাম সবাই মিলে সচেতন হলে অবস্থার উন্নতি হতে পারে!!!


আমিও জানি সব চোরকে ঠিক করতে পারবো না !! তবে আমরা আরো সচেতন হলে চুরির পরিমানটা হয়তো কমাতে পারব!:)

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

জেন রসি বলেছেন: সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের স্ট্যাটাসের নিচে যখন বাহবা দিয়ে মন্তব্য করা হয় তখন তারা সেটা খুব উপভোগ করে! আসলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় এসব যারা করে তারা যেকোন উপায়ে ফেবুতে বিখ্যাত হতে চায়! নিজেকে লেখক কিংবা কবি হিসাবে প্রেজেন্ট করতে চায়! সেটার জন্য তারা জী এস ভাই যেমনটা বলেছেন অপরের মাথায় কাঁঠাল ভাঙতেও প্রস্তুত।

অনেক পরিশ্রম করে কিছু গুরুত্বপূর্ণ প্রমান চোখের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: নিজেকে লেখক কিংবা কবি হিসাবে প্রেজেন্ট করতে চায়! সেটার জন্য তারা জী এস ভাই যেমনটা বলেছেন অপরের মাথায় কাঁঠাল ভাঙতেও প্রস্তুত।

:):)

আপনার অনেক লেখাই কপি হচ্ছে কিন্তু......

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

পলাশমিঞা বলেছেন: সবার মঙ্গল হোক :((

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: তাই হোক!!:)


আবার আসায় ধন্যবাদ!:)

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

গেম চেঞ্জার বলেছেন: ভাইরে ভাই, কি বলব!! এই লেখাচোরদের বিরুদ্ধে একবার অভিযানে নেমেছিলাম। সবাই বাহবা দিয়ে আমাদের সাথে থাকবে বললো। কিন্তু যখন লেখাচোরদের দাবড়ানি দিমু ঠিক তখনি দেখে পেছনের ৭০-৮০ জন হাওয়া!! বাকি আমরা ৭-৮ জন!

অগত্যা এই কাজ থেকেও আপাতত দূরে থাকছি। কারণ, কাজের বেলায় যদি মানুষ না পাওয়া যায়, কেবল কথার খই ফুটানোর জন্য অভাব না হয় তাইলে প্যারায় পড়া ছাড়া কিছুই করার নাই!!!!!!!!! 8-|

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আমি আমার মতো করে কপিবাজদের সাথে কথা কবার চেষ্টা করবো!:) আপনি নতুন কোন মিশন নিলে আমাকে জানাবেন!:)

ভালোথাকবেন ভাই!:)

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

সাহসী সন্তান বলেছেন: আপনার গতকালকের পোস্টটা দেখেছিলাম! কিন্তু কি বলবো ভেবে পাইনি বলেই মন্তব্য করা হয়নি! আপনার হতাশার কারণটা অমূলক নয়! কেন নয় সেটা পূর্বেই বলেছি! কিন্তু সমস্যাটা হচ্ছে, সচেতনতা বাড়িয়েও আপনি কিভাবে তাদের চুরিকে ঠেকাইবেন?

আপনি চোরদের পোস্টে গিয়া বলে দেখেন, গালি দিয়ে আপনার চৌদ্দগুষ্টি উদ্ধার করে দেবে! তাছাড়া তাদেরকে সাপোর্ট দেওয়ারও কিছু আবুল পাবলিক থাকে! তারা না জেনে না বুঝেই- 'ওহঃ সুন্দর হইছে' বলতেই বেশি সাচ্ছন্দবোধ করে! অনেকটা ঐ হুতোশে পুতির বউয়ের (ছেলের বউ) গায়ের উপরে পা উঠাই দেওয়ার মত!

আর এসব দেখলে মেজাজ ঠিক রাখা যায় না! তখন কেবল মনে হয় ব্লগিং-ট্লগিং পরে হবে, আগে ঐসব চোরদেরকে পিটাইয়া সাইজ কইরা নেই! কিন্তু ঐযে বাংলা সীনেমার শেষ দৃশ্যে পুলিশ হাজির হইয়া কয়, 'আইন নিজের হাতে তুলে নেবেন্না!' তাই আর কিছু বলি না! চুপচাপ দেখে যাই! দেখি ওরা কদ্দুর পারে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: কোন প্রতি উত্তর নাই কেবল একটা সারপ্রাইজ!!!!!!!!!




গতকাল প্রতিবাদ স্বরূপ যে পোস্ট দিয়েছিলাম তার স্ক্রীনশট

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১

শায়মা বলেছেন: ইয়েস!!!!!

বুদ্ধি পেয়েছি!!!!!!

নকলবাজ চোরদের চুরি করা লেখা দেখিবামাত্র রিপোর্ট! আইডি বন্ধ!
সেই চোরকে ফ্রেন্ড বানিয়ে মানে ফ্রেন্ড লিস্টে এনে তারপর এই লেখার লিঙ্ক ধরিয়ে দেওয়া!!!!!

আর সবচেয়ে বড় বুদ্ধি হতে পারে, এই ব্লগেই যদি কোনো ব্যাবস্থা করা যায়। কপি করা যাবেনা কোনো লেখাই তবেই উপযুক্ত পদক্ষেপ হইবেক!!!!! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

বিলিয়ার রহমান বলেছেন: নকলবাজদের আইডিতে রিপোর্ট করা একটা কার্যকরী উপায়! কিন্তু এর জন্যতো অনেকের খাটতে হবে!!!!!!!!!!!!!!


সামু ব্লগ ব্লগারদের জন্য যদি কিছু করতে পারতো তবে সত্যিই দারুন হতো!!:)

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: কোন কথা হবে না......শুধু হাসি হবে.............!!

এদের বলে কোন লাভ নেই। এদের বিবেক নেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

বিলিয়ার রহমান বলেছেন: তকালকের প্রতিবাদ জানিয়ে লেখা পোস্টের কপি দেখুন



বুঝুন অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

জাহিদ হাসান বলেছেন: আমি বহু বছর আগে সামুতে একটা রহস্যপন্যোস প্রকাশ করেছিলাম- ধারাবাহিকভাবে।
এই হচ্ছে তার লিংক ও প্রমান -ধারাবাহিক রহস্যময় খুনী-৩
এইবার দেখুন, সেই উপন্যাসটিই এখন বেনামীতে বিভিন্ন ব্লগ ও সাইটে কিভাবে পোষ্ট করা হচ্ছে।

অহরহ সামু থেকে পোলাপান বিভিন্ন টেক্সট চুরি করে নিয়ে যায় ! নিয়ে গিয়ে ফেসবুক,ব্লগসাইট, ওয়েবসাইটে প্রকাশ করে।
বহু বছর ধরে দেখে আসছি। সামুতে তো আমি নতুন না। ৫ বছর পেরিয়ে গেছি।আমার চাইতে ভালো আর কে জানে !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনারউপন্যাস থেকে আপনিই গায়েব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


সেল্যুকাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
চোরেরও কি কবি হওয়ার স্বাদ জাগে না মনে ; ওরাও তো মানুষ, ওদেরও আছে সুন্দর একটি মন............
সবাই তো আর কবি হতে পারে না, এ কারণে বিকল্প পথে কবিতার সন্ধান করে B-)
চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা =p~
লেখা চুরি হয়ে যাওয়া বিষয় নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ ওদের লজ্জা নামক শব্দের সাথে এখনো পরিচয় হয় নাই X(
বরং ওদের এখন থেকে ধন্যবাদ দেওয়া উচিৎ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা !!!!
:):):)

বরং ওদের এখন থেকে ধন্যবাদ দেওয়া উচিৎ।

আইচ্ছা ওগো আম্মের পক্ষ থেইক্কা ধন্যবাদ!!;)

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

রোকসানা লেইস বলেছেন: ব্রিলিয়ান্ট কাজ। অন্যদের লেখা চিনে বের করা টা সত্যি আপনাকে ক্রেডিড দিতে হয় মনোযোগী পাঠকের। কিন্তু এদের কু কর্ম বন্ধ করার পথ কি? অনেকে হাসি তামাসা করছেন কিন্তু আমার রাগই হয়। যেমন আপনার হয়েছে। নিজের লেখা আরেক জন তার নামে চালিয়ে দিচ্ছে এবং তাদের অনেক ভক্ত অনেক পাঠক। যারা আসল লেখকের কাছে পৌঁছায় না। ফেইস বুকে কিছু চোরের সাথে কথা বলতে গিয়ে, চোরের মার বড় গলা কাকে বলে তার সঠিক ম্যল্যায়ন পেয়েছি।
চৌর্যবৃত্তি করে বই বের করে এরা দেখবেন পুরস্কার পেয়ে গেছে। আর আসল লেখকরা নিজের লেখা ছাপতে গিয়ে চুরি করার দায় কাধে নিতে পারেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার দারুন মন্তব্যখানার জন্য একটা ধন্যবাদ বাধ্যতামূলক হয়ে গেছে!:)

সত্যি বলতে কি নকলবাজদের ভিরে আসল লেখকদের দশা বেহাল হতে খুব বেশি বাকি নাই!!!!:)

রাগ লাগে!!! কষ্ট লাগে!!!! দুঃখ লাগে!!! কারন সবদেখেও কিছু করতে পারছি না!!!!

গতকাল আমার কবিতা কপি করার প্রতিবাদে একটা পোস্ট করেছি !! সেটিও কপি হয়ে গেছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

শায়মা বলেছেন: ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ তোমার এই পোস্টের কথা ভেবে আমার লেখাগুলো নিয়ে একটু পরীক্ষা চালাতে গিয়ে প্রথমেই পেয়ে গেলাম
আমার গলা কাটা ছবি সহ সাফল্য ম্যাগাজিনের লেখাটা!!!!!! বাহ বাহ আমি তো জানতামনা আমি এই ম্যাগাজিনে লিখেছি এমনকি তারাও জানায়নি!!!!!!! :( :(


এই ব্লগে লেখার পরদিনই নিজের মনে করে নিয়ে গেছে আমার সাফল্য ম্যাগাজীন ভাইয়াটা!!!!!! :)

আমার রাঙ্গামাটি ভ্রমন কাহিনী যখন সাফল্য ম্যাগাজিবেন সাফল্য মন্ডিত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!:):)


কতকাল যে প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছিলাম তার কপি দেখো!!!!



এসব দেখে কোনটা করব আপুনি হাসবো নাকি কাঁদব !!!

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

শায়মা বলেছেন: অন্যান্য | সাফল্য ম্যাগাজিন
www.shafollo.com › অন্যান্য
Translate this page
এ বছর বিদেশ থেকে আগত শীতের পাখীদের আগমনে মনে মনে একটু বিরক্তই হচ্ছিলাম। ... ইনাদের সাথে সাথে শপিং মলে দৌড়াতে দৌড়াতে আর আত্নীয়-স্বজন, তাদের বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠীর বাড়িতে দাওয়াৎ খেতে খেতে এ কটাদিন অকারনেই পার. ...

লিঙ্ক এ্যাড হয় না কেনো!!!!!! :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

বিলিয়ার রহমান বলেছেন: লিংক কপি বাজদের ভয়ে এ্যাড হইতেছে না!!!!!:)

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

শায়মা বলেছেন:


আরও একটা পেয়েছি ভাইয়া!!!!!!! :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: খুঁজে দেখো........


আরো অনেক পাবে!!!!

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

শায়মা বলেছেন:

এটাও আমার লেখা ভাইয়া আর এই লেখার সাথে ছবিগুলি দেখে আমি ইন্নানিল্লাহ হয়ে গেছি! :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

বিলিয়ার রহমান বলেছেন: মনে হইতেছে এইটা তোমার অনেক আগের পোস্ট!

আমি নিজেই তোমার ব্লগে পড়েছিলাম!


লওঠ্যালা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:):):)

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: ব্লগের লেখা চুরি ফেসবুকে সেলিব্রেটি হচ্ছে তারা X( X(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: চাঁগাজীর চুরি করা একটা লেখায় দেখলাম ১০০০ এর উপরে লাইক!!!!:):)

কি বুঝলেন????



ব্লগে চাঁদগাজীর সেই পোস্ট ১০০০ বার পাঠিতই হয়নাই!

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ছেলেবেটি, স্যরি সেলেব্রিটিদের লেখা তো চুরি হবেই, বস! মাইন্ড কইরেন না, লিখে যান অবিরাম...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনিতো ছেলেবেটি থুক্কু সেলেব্রেটি!!! তয় পোস্ট পাই না ক্যান! তাছাড়া আপনার ব্লগে আগের পোস্টও তো শো করছে না!!!!!!!

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

জুন বলেছেন: আহারে ওরা ভ্রমন কাহীনি পছন্দ করে না কেনো :(
সত্যি বলতে কি আমি এমন কিছু লিখিয়ে ন্ই । তাই এটা নিয়ে আমার কোন চিন্তা নেই । যাক চুরির মাধ্যমে হলেও আমার অখাদ্য লেখা দু একজন পড়ছে ভেবে খারাপ লাগছে না । আর আমি লিখি আমার আনন্দের জন্য :) তবে আপনাদের লেখা চুরি হওয়াটা দুঃখজনক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু তোমার ভাগ্য ভালো ফেবুসহ অনান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনসহ মাল্টি ইমেজ আপলোডের সিস্টেম নাই!:)


সিস্টেম থাকলে তোমার লেখা থেকে ওরা তোমায় হাওয়া করে দিয়ে ভূত বানিয়ে ছাড়ত!!!!!!:):):)

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সচেতন হবো কিভাবে ? কি করে সম্ভব ! এইসব বেহায়া চোর'রা লেখকের নাম উল্লেখ করলেই সমস্যা মনে করি না। কিন্তু এরা তো তা করে না! কপি করে একটু এডিট করে চালিয়ে দেয় নিজের করে।


আপনার এই গবেষণায় কৃতজ্ঞতা রইল। চোরদের সুবুদ্ধি হোক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: নিজের যে লেখা পোস্ট দিবেন পরবর্তীতে সেটি সার্চ করবেন!!!

কপিবাজদের পেলে ওদের ভদ্রভাবে বুঝিয়ে বলবেন এবং নিজের মূল লেখার লিংক দেবেন।


এতে কিছুটা লাভ অবশ্যই পাবেন!:)

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

আবু ছােলহ বলেছেন:


ব্যাপক মাথা খাটিয়ে লিখে যাওয়ার চেয়ে আসুন আমরা সবাই কপি পেস্ট শিখতে অভ্যস্ত হই!

মাফ করবেন, ভাই- এ আমাদের জাতিগত দৈন্যতার করুন প্রকাশ বৈ আর কি!

দু:খিত!

উচ্ছন্নে যাওয়া আমাদের তরুন যুব সমাজের এই হীন মানসিকতা যদি দূর হত!

শুভ কামনা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ব্যাপক মাথা খাটিয়ে লিখে যাওয়ার চেয়ে আসুন আমরা সবাই কপি পেস্ট শিখতে অভ্যস্ত হই!

আইচ্ছা তাই হউক!!:)


কিন্তু সম্যা হলো সবাই কপি করা শুরু করলে কপি করার মূল কনটেন্ট পাবো কোথায়!!!!!!!!!:):):)

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

সাইফুল১৩৪০৫ বলেছেন: অনেকে আছে পোস্টের নিচে সংগৃহিত লিখে দেয়। লেখকের নাম লিখবে না। আরে ভাই আজ থেকে হাজার বছর আগের লেখারও লেখকের নাম পাওয়া যায়, আর ৫ মিনিট আগের লেখার লেখককে পাওয়া যায় না?
আমি একটি ওয়েবে নিয়মিত লিখতেছি। ওখান থেকে বিভিন্ন ওয়েবে লেখা যায়। সবকিছু কপি হয় কিন্তু আমার নামটাই কপি হয় না!
একটা লেখায় লেখক সর্বোচ্চ চেষ্টা দেয় ভালকিছু করতে। তথাপিও সবার পছন্দনীয় হবে এমন না। কিন্তু সেই খারাপ লেখাটাই লেখকের কাছে অনেক মূল্যবান। চোরেরা যদি তা বুঝত! সরাসরি চোর বললাম। কারণ, লেখা চুরি হলে অনেক খারাপ লাগে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: সবকিছু কপি হয় কিন্তু আমার নামটাই কপি হয় না!

সমব্যাথি ভাই!!


আহেন বুক মিলাই!!!:):)

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

বর্ষন হোমস বলেছেন:


অতঃপর সামু ব্লগারেরা এখন লেখাচোর ধরায় বিষন ব্যাস্ত হয়ে পড়ল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: একটু ভুল হইছে ভাই!!!

মন্তব্যটা এরকম হবে,

অতঃপর সামু ব্লগারেরা অল্পসময়ের জন্য এখন লেখাচোর ধরায় ভীষণ ব্যাস্ত হয়ে পড়বে এবং ক্লান্ত ও বিষণ্ণ বদনে ঘরে ফিরিবে!!!!!!:):):)

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শিরোনাম সার্চ করলেই হবে কি ভাই ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: শিরোনাম সাধারনত বদলে দেয়!! তবে মূল লেখা বদলায় না!!:)


তাই মূল লেখার প্রথম লাইন লিখে সার্চ দিলে সবথেকে ভালোফলাফল পাওয়া যায়!:)

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

আবু ছােলহ বলেছেন:


আবারও দু:খিত! আবারও আপনার মূল্যবান প্রতি উত্তর আশা করছি!

এভয়েডেড অর আন সীন পার্টস। কপি পেস্ট ফ্রম মাই প্রিভিয়াস কমেন্ট-

'মাফ করবেন, ভাই- এ আমাদের জাতিগত দৈন্যতার করুন প্রকাশ বৈ আর কি!

দু:খিত!

উচ্ছন্নে যাওয়া আমাদের তরুন যুব সমাজের এই হীন মানসিকতা যদি দূর হত!

শুভ কামনা।'

ভাল থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: ও !!!!! ইউ থিংক দ্যাট পার্ট ওয়াজ এ্যাভোয়েডেট বাই মি!!:)

সরি !!!

আই হাডেন্ট এ্যাভোয়েডেট দোউজ পার্ট , আই ওয়াজ অ্যাগরি উইথ ইউ!:) এন্ড আই শিওর এভরি ওয়ান সুড এগরি উইথ ইউর সাছ উইশ! সো আই গেইভ এ্যা ফানি কমেন্ট, ওমিটিং ইউর সেকেন্ড পার্ট!

হোপ থিংজ আর ক্লিয়ার নাউ!:)

ফাইনাললি থ্যাংজ ফর ইউর ফিডব্যাক!:)

কেপ্ট ওয়েল!:)

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:


ভাবছি লেখা চোরদের হিরো আলমকে দিয়ে ধোলাই করতে হবে .......... X(


১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন: হে হে হে !:)


কথাডা খারাপ কন নাই মিয়াবাই!!:):)

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
দুঃখজনক !!!!! সত্যিই এই লেখা চোরদের জন্য করুণা হয়!!!
তাদের লেখার শখ, ভাল কথা। কিন্তু তা' চুরি করে কেন? :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ওরা পারলে করুনা জিনিসটাও দেয়ার আগে চুরি করে নিয়ে যেত আপুনি!:):)

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

হাতুড়ে লেখক বলেছেন: সবাই সব কিছু বলে দিয়েছে! আমি চুপ কইরা দেখতেসি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কিছু না কইলে ক্যামতে হইবো ভাইজান ?????????????????????

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

রানার ব্লগ বলেছেন: যাক বাবা এই দিক থেকে আমি বড়ো বাচা বেঁচে গেছি। আমার লেখা আমি আনন্দ নিয়া পড়ি। আর অন্যের রুচিতেও বাধে না ইহা চুরি করার। ;)

ভালো যারা লিখছেন এইবার বোঝেন ঠ্যলা , কে কইছে আপনারে ভালো লিখতে। :) :D B-) ;) :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: নাম খানা লিস্টে রাইক্কা দিলাম!:)


সামনের পর্বে জানাইয়া দিমুনে!!:) আম্মেরে কেঠায় কেঠায় চুরিমার তেছে!;)

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

নেক্সাস বলেছেন: আমার লেখা কেউ চুরি করেনা। এদিক দিয়ে আরামে আছি। আগে চুরি করত। দুইটারে ধরে শাল্টিং দিছিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: ধারনা ভুল!!:)


২য় পর্ব দেখেন!:):)

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি কবো দুখের কথা
আমি অভাজন;
লিখি অগাবগা,তা-ও
মারে কতজন।

চোরের কি রুচি বাপু
এ-ও করে চুরি!!
ছ্যাচরামো দেখে খাই
হেসে গড়াগড়ি।

কনটেক্সট না বুঝেই
শেয়ারে তা না পড়ে;
কবারও উপায় নেই
তেড়ে আসে ফাপড়ে।

একে চুরি তার উপড়ে
দেখাবে সে সিনাজুরি;
বুঝিনা কি লাভ তাগো
দেখায়ে এ বাহাদুরি!!

মনদুখে দিনু হেথা
দুটো লিন্ক নমুনা;
যা বুঝার বুঝে নিও
বেশি কথা কমুনা।

[link|http://www.somewhereinblog.net/blog/kikoriaajvebenapai/30148231|বীরপুরুষ !!!
সব দোষ খালেদার !!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: আমিও পাইছি ভাই!:)





৩য় পর্বে দেখবে সমগ্র জাতি!!:):)

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , প্রয়োজনীয় পোষ্ট , সকলের সচেতনতা বাড়বে বলে বিশ্বাস ।
শুভেচ্ছা রইল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সচেতনতা সত্যিই বাড়ে তবে আমার শ্রম সার্থক হবে আলী ভাই!:)

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

নিঃসঙ্গ অ্যানোনিমাস বলেছেন: ভাল কাজ করেছেন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নিঃসঙ্গ অ্যানোনিমাস !:)

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,



পুরো ব্যাপারটিই দুঃখজনক তো বটেই হতাশামূলকও । সঙ্গত কারনেই ভুক্তভোগীরা নিস্ফল আক্রোশে মাথার চুল ছিঁড়তে পারেন , আর কিছু নয় ।
তবে ১৫ নম্বর মন্তব্যে শায়মার একটা বুদ্ধি মনে হয় কাজে লাগতে পারে । শায়মা যতোই রসময় মন্তব্য করুন না কেন , এই কথাটি ভালো বলেছেন---- আর সবচেয়ে বড় বুদ্ধি হতে পারে, এই ব্লগেই যদি কোনো ব্যাবস্থা করা যায়। কপি করা যাবেনা কোনো লেখাই তবেই উপযুক্ত পদক্ষেপ হইবেক!!!!!

ব্লগ একটি উন্মুক্ত প্লাটফর্ম । এখানে ঢুকতে এবং এখানকার লেখা কপি করতে কাউকে কোনও কোশেশ করতে হয়না । তাই আমরা কোনওমতেই এই লেখা চুরি আটকাতে পারবোনা । কেবলমাত্র সামু কর্তৃপক্ষই পারেন এখান থেকে কপি করা , পেজ ডাউনলোড করা ইত্যাদি সম্পুর্ণরূপে বন্ধ করতে পারেন টেকনিক্যাল কোনও একটা ব্যবস্থা গ্রহন করে । তবে এই টেকনিক্যাল নো-হাউ সামুর আছে কিনা বা থাকলেও তা আদৌ শতভাগ কার্যকর হবে কিনা জানিনে ।
সামু যদি এটা বলতে পারে - সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর... তবে এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও সবই সামুর সম্পদ এটাও বলা যেতে পারতো কারন এটা তো সামুরই নিজস্ব পাতা । এর নিরাপত্তা দেয়া তাই সামুর একটা অঙ্গীকার হওয়া উচিৎ । সামুর সম্পদ চুরি করে অন্য কেউ তাদের পাতা সমৃদ্ধ করবে এটা কি সামুর সয়ে নেয়া ঠিক হবে ? সামু কর্তৃপক্ষ এটা ভেবে দেখতে পারেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস

আপনার এ মন্তব্যে কোন উত্তর থাকতে পারে না!:)

মন্তব্য খানা নিজেই এর উত্তর !:) একারনেই আপনাকে আমার ভালোলাগে!:)

৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

জেন রসি বলেছেন: শায়মা আপুর দেওয়া সমাধান এবং জী এস ভাইয়ের প্রস্তাব খুবই যৌক্তিক। সামু থেকে লেখা চুরি বন্ধ করতে হলে এটাই একমাত্র সমাধান মনে হচ্ছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: জিনি ভাই সামুর কিছু একটা করা সময়ের দাবি!:)

৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

জাহিদ হাসান বলেছেন: কপিরাইট বলে কোন বস্তু বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না ।
যে যার মত চুরি করে যাচ্ছে, লেখা, কবিতা, গল্প, কাহিনী,সুর,চিত্রকলা, সফটওয়্যার।
এ যেন সব পেয়েছির দেশ। আমার বুঝে আসে না কিভাবে এই চুরিপ্রবনতা ঠেকানো যায়।
পুরো জাতিকে যদি এর থেকে সচেতন করা না যায়, তবে আপনার প্রতিবাদী পোষ্টও কেউ না কেউ কপি করে নিজের নামে চালাবে- আপনিই বাদ পড়বেন! =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: জাহিদ হাসান ভাইয়া

এই লেখার আগে আমি চুরির প্রতিবাদ জানিয়ে যে লেখাটা পোস্ট করেছিলাম সেটিও চুরি হয়ে গেছে!:)


আর সত্যি সত্যি চোর মহোদয় আমার নামটা লেখা থেকে বাদ দিয়ে দিয়েছেন!!:)

বুঝুন অবস্থা!:)

৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: আমার নিজের কোনো ফেবু অ্যাকাউন্ট নেই । তবে এর আগে সামুতেই জানতে পেরেছি যে আমার লেখা কপি হচ্ছে । আজ আপনি আবার জানালেন । আমরা সামুতে নিয়মিত থাকতে পারি আর না পারি এরা কিন্তু সামুর নিয়মিত পাঠক । আমি নিশ্চিত যে ওরা আপনার এই পোষ্টটাও পড়ছে । তাই হতাশা একেবারেই দেখাবেন না ! তাহলে ওরা ব্যপারটা এনজয় করছে ।
বরঞ্চ আমরাই এই ঘটনা থেকে আনন্দ পাই । ভবিষ্যতে কেউ যদি কখনো কোনো পাবলিশার্সের কাছে যান তবে তিনি গর্ব করে বলতেই পারেন ' আমার লেখা কিন্তু চুরি হয় ' ! :) :)

আর যাই হোক আমাদের লেখার টাইম আর ডেট তো আগেই থাকবে ।

কপি যারা করে তাদেরকে ধন্যবাদ ।

আর আপনার নেকস্ট পোষ্টে কবিতা আশা করছি ।

শুভকামনা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: আপাদত কবিতা পোস্ট করতে ভয় ভয় করছে!:)


তবে চোরে ভয়ে লেখালেখি বন্ধ হবেনা!!!:) এটুকু নিশ্চিত করে বলতে পারি!:)

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: এই লেখা চুরির কথা লেখা লেখি শুরু করার আগেই জানতাম। এক সময় ফেসবুকে স্টাটাস দিতাম । সে গুলো চুরি হত। তাই আর স্টাটাস দিতাম না। এখন ব্লগের লেখাও চুরি হচ্ছে। হায় যাব কোথায়। সস্তা সেলিব্রেটি হতে মানুষের কত চেষ্টা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আহেন ভাই জংগলে গিয়া গলা বাইন্দা কান্দি!!!:):)

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগেও ধরেছি একটারে..

আপনার পোষ্ট দেখে আবার খুচা দিলাম!!! হায়!!!!!!!!
তার পিত্তি পরিচয় ইট্টু তুলে ধরছি ;)


১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০

বিলিয়ার রহমান বলেছেন: ভৃগু ভাই ওনার প্রোফাইলডা একটু এডিটিং করা দরকার !:)


ইনফোতে লেখা দরকার খাই দাই ঘুমাই আর কবিতা চুরি করি!:):):)

৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেকটা পাইছি...
সর্বনাশ এক কবিতা কতজনে চুরি করে!!!!!!!!!!!!!!!!!!!!






১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

বিলিয়ার রহমান বলেছেন: খোঁজ করেন !!!! আরো পাবেন!:)


চোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি ভাই!!!

ওরা আমার প্রায় সব কবিতা চুরি করছে!!!!!!:) এমনি এমনি কিন্তু আমার মাথা গরম হয় নাই ভাই!:)


৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি কান্ড!!!!!!!!!

সব দেখি তাদের দখলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!






১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আশা করা যায় আরো কবিতা আপনার পাবেন!:) যেখানে আপনি নিজেই হাওয়া হইয়া গেছেন!:):):)

৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

কালীদাস বলেছেন: কঠিন অবস্হা!
এটার একটা ভাল দিকও আছে- কবিতা এবং গল্পগুলো চুরি করার মত ভাল হয়েছে ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১১

বিলিয়ার রহমান বলেছেন: কালীদাস ভাইয়া লেখা ভালো লাগলে লেখকেরো ভালোলাগে!:) অনুপ্রেরণা বাড়ে!:)


তবে সেটি চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া অথবা লেখকের নাম বাদ দিয়ে সংগ্রহীত লেখা লেখকের জন্য কষ্টের এবং অপমানের!:)

৫০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: সবার আগে আপনাকে একটা ধন্যবাদ দিয়ে শুরু করছি আপনার এই কষ্টকর অনুসন্ধানের জন্য। আমার "মায়াবতী মেঘ" এর যে দু'জন চোরকে আপনি সনাক্ত করতে পেরেছেন, তাদের একজন নাফিজ ইমতিয়াজ এর ফেইসবুক পেজ এ গিয়ে দেখি "মায়াবতী মেঘ" সেখানে এখনো প্রথম পোস্ট (অর্থাৎ লেটেস্ট) হিসেবে ভাস্বর। কবিতাটা সামুতে প্রকাশিত হবার তিন মিনিটের মাথায় তিনি তা চুরি করে নিজের দেয়ালে টাংগিয়েছিলেন। সেটাতে ৯৪ জন 'লাইক' দিয়েছেন এবং ৫ জন প্রশংসাসূচক মন্তব্য করেছেন।
আমি তার পোস্টে একটা মন্তব্য করলাম, চুরি করে কবি হওয়া যায় না, সেই সাথে আমার কবিতার লিঙ্ক পেস্ট করলাম। দুই মিনিটের মাথায় তিনি তার পুরো পোস্টটাই গায়েব করে ফেললেন এবং আমাকে ব্লক করে ফেললেন। ফলে, চাইলেও আর ব্যাপারটা আমি তার যেসব বন্ধুরা কবিতাটাতে লাইক দিয়েছিলেন, তাদেরকে জানাতে পারছিনা।
যাই হোক, এমন হলে কেমন লাগে তা ভুক্তভোগীরাই কেবল জানে। প্রতিকার হিসেবে শায়মা এবং আহমেদ জি এস এর দেয়া মন্তব্যের আলোকে কিছু করা যায় কিনা, তা সামু কর্তৃপক্ষকে ভেবে দেখার অনুরোধ করছি।
অফ টপিকঃ জুন এর লেখা আরো বেশী করে চুরি হোক, এই কামনা করছি (২৬ নং মন্তব্যের আলোকে) :) :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনার আরো লেখা চুরি হয় ভাইজান!!:)


কোন এক সু.... লেখাটা সার্চ দিন পেয়ে যাবেন!:):)

৫১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

অরুনি মায়া অনু বলেছেন: সবই চুরি হয়, কিচ্ছু বাদ যায়না :(
আর ভাবতে ইচ্ছে করেনা। ভাবলে লেখার ইচ্ছেটাই মরে যায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

বিলিয়ার রহমান বলেছেন: সব চুরি হয় কোখায় অনু আপি!!:)


সব মানে লেখার সাখে লেখকের নামও যদি চুরি হতো তবে তো কোন কথাই থাকত না!!!!!:)




৫২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

আমির ইশতিয়াক বলেছেন: আমার লেখাও চুরি হতে দেখেছি। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে না। তবে চোররা যে ভালো পাঠক তাতে সন্দেহ নেই। প্রতিটা চোরই লেখাটা ভালোভাবে পড়েই তার পোস্টে পোস্ট করে। আমি আমার লেখা প্রথমেই ব্লগে প্রকাশ করি না। প্রথমে আমার নিজস্ব ব্লগ সাইটে প্রকাশ করি। তারপর বিভিন্ন ব্লগ বা ফেসবুকে প্রকাশ করি। ব্লগ কর্তৃপক্ষ যদি এর একটা ব্যবস্থা না করেন তাহলে আমাদের কিছুই করার নেই। ব্লগ কর্তৃপক্ষ ইচ্ছে করলে লেখা কপি পেস্ট বন্ধ করে দিতে পারেন। তবে চোরদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে আপনারা চুরি করেন ভালো কথা উপরে না লিখেন নিচে হলেওতো প্রকৃত লেখকের নামটা লিখতে পারেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

বিলিয়ার রহমান বলেছেন: আমির ইশতিয়াক

সুন্দর এবং গঠন মূলক একটা মন্তব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!:)



আপনার মতামতের সাথে সহমত!:)

ভালোথাকুন !:)

৫৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

চোর ধরার শ্রমসাধ্য কাজটি করে যাবার জন্য ধন্যবাদ আপনাকে। দেখুন ব্লগেও আছেন সম্মানীত চোরগণ।

এবিষয়ে অনেক লেখেছি। প্রতিবারই ব্লগাররা সাবধান হয়েছেন। কিন্তু চুরি তো থামে নি। আমার অখাদ্য লেখাও মানুষে চুরি করে! তবে তাতে বরং আমি সম্মানিতই হই। 8-|

আমার কথা ব্লগার পলাশমিঞা বলে দিয়েছেন। নিজের একটি ব্লগসাইট থাকলে মন্দের ভালো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: নিজের একটি ব্লগসাইট থাকলে মন্দের ভালো

ঠিকই বলেছেন!:)


মন্তব্যের সাথে সহমত ভাই!:)

ভালোথাকুন!:)

৫৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

ধ্রুবক আলো বলেছেন: হতাশ হয়ে গেলাম এরকম অবস্থা!!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: কয়েকদিন আগ পর্যন্ত কেবল আমি একাই হতাশ ছিলাম!! বিস্তারিত

৫৫| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: এইটা এতদিনে দেখলাম! আফসোস!

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭

বিলিয়ার রহমান বলেছেন: চোখেতো পড়েছে!! এটুকু নিয়ে খুশি থাকেন!:)



আপনা প্রথম পোস্টে মন্তব্য করেছি মাস তিনেক হবে হয়তো! সেটি কি এখনো চোখে পড়েছে!:):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.