নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা লেখেন তারা সবাই কি লেখক????
না, কেবল লিখলেই তিনি লেখক নন। একজন লেখক হলেন তিনি যিনি ইস্পাত কঠিন মনকে নিয়ে খেলায় মাতেন তাকে করে দেন তুলতুলে নরম। হাসি মুখকে মলিন করেন, মলিন মুখকে করেন হাস্যোজ্জ্বল।একজন লেখক উদাস দুপুরে ক্লান্ত হাওয়ায় সফেদ মেঘের সুরভি ছড়ান, বর্ষার ঝিড়িঝিড়ি শব্দে ভেজা কদমের পরশ বিলান।একজন লেখক নির্ঘুম রাত্রির বেদনাগুলো জাগিয়ে রাখেন, কলমি ফুলের গন্ধে ভাসেন.. আর কত কি বলব। আসলে একজন লেখক কেবলই একজন লেখক।
আমরা যারা লেখকদের লেখা পাঠ করে নিজেদের মনের খোরাক জোগাই, তার বিনিময়ে কেবল সেই লেখকের লেখাটা আমার ভালোলাগে এইটুকু বলা ছাড়া তাদের আর কি দেই???? কিছুই না। তবে একজন লেখকের কাছে এটাই অফুরান অনুপ্রেরণার উৎস। সবথেকে বড় পাওয়া হয়তো সেরা উপহারও। আমরা যদি একজন লেখকের কাছ থেকে এই স্বীকৃতিটুকুও নিয়ে যাই তবে তার আর কি বাকি থাকে???? আমার জানা নেই?? আপনাদের আছে কি?????
আমি হয়তো এখনো লেখক হতে পারিনি তবে লেখক হওয়ার নিরন্তন ইচ্ছা এবং চেষ্টা আছে । কিছু লেখা অলরেডি প্রকাশও করেছি। তবে দুখেঃর ব্যাপারটা হলো আমার লেখা অনলাইনে ঠিকই হাজার হাজার লোকে পড়ে তবে আমার নামের বেলায় সেটা হয়ে যায়
অজ্ঞাত লেখক/ অচেনা লেখক/ কুড়িয়ে পাওয়া ইত্যাদি ইত্যাদি। অথবা কেউ কেউ নিজের নামেই চালিয়ে দিয়েছেন। সেলুক্যাস.. ! আমার মনে হয় না এটা কেবল আমার সাথে ঘটেছে। অনান্য ব্লগারদের সাথেও ঘটেছে। তারা হয়তো জানতেও পারছেন না!!
আপনাদের মনে আছে পরশু আমি সুন্দরী স্ত্রী এবং অতঃপর নামে একটা রম্য গল্প পোস্ট করেছিলাম। এক ভাই( পড়ুন চোর) আমার গল্পটি পোস্ট করেছেন। পুরো গল্পটিই ঠিক ছিল কেবল আমার নামটাই হাওয়া।
নড়েচড়ে বসে অন্যান্য লেখা সার্চ দিলাম আর নিচের ফলাফল পেলাম:-
আমার কবিতা অপেক্ষা: সামুতে পোস্ট করেছিলাম ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯
যারা আমার নাম ব্যবহার করেনি
Rakib Hasan Moon, You & Me, দুষ্ট আমি, Yousuf Ali Mazumder, Alam Sandwip, দুষ্ট আমি, Shopno Prohor Sobuj, Khokon Mondal, MD Azizul Islam
লেখা ঠিকই আছেন কেবল কবি গায়েব
আমার কবিতা একটা কবিতা লিখব সামুতে পোস্ট পোস্ট করেছিলাম ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২
যারা আমার নাম ব্যবহার করেনি
আদরী খাতুন রিয়া , দিওয়না কষ্ট, Sazzad H Sagor, Sourove Sheak, Arafin Apu, মন উদাসি, Ibrahem,তরঙ্গ বিহীন প্রবাহীনি, Atikur Rahman Bulate,সাকির আল হাসান,Md Rubel Islam Robi
আমার কবিতা স্বপ্নাশা যারা আমার নাম ব্যবহার করেনি
মেঘ বালিকা , NH Najim, Shayan Pal ,Rhahin Chowdhury , Lipon Islam , AK Abbas Meherpur ,Habibur Rahman ,Khurshad Alam Shujon , হাবিবুর ,Ripon Raaj ,Bejoy Roy
আমার কবিতা প্রেম গীতিকা-০১ সামুতে পোস্ট করেছিলাম ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
যারা আমার নাম ব্যবহার করেনি
আনোয়ার হোসেন ,Mohsin Bhuiyan , স্মৃতির ডায়েরী , Mahbub Sro ,শামীম ইসলাম , দুঃখের সাগরে আমি একা ,SãdhMâñ Yüsuf , Md Shah Alam , Fôřhād Réžā ,Rhahin Chowdhury
আমার কবিতা ও রমণী সওয়ারি হবে সামুতে পোস্ট করেছিলাম ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৯
যারা আমার নাম ব্যবহার করেনি
Fihad Ali Sheikh , Zakir Hossain , সত্যের চিরকুট , Shamim Hossain , Golam Mostafa ,এ.কে.এম মহসিন ,S.m. Shamim , Abir Hasan Nas , পি কে সোহেল ,ইকারাসের স্বাপ্নিক মোস্তাক ,Hasan Al Mahmud ,Sobuj Islam Raj ,Ziaul Faruq Sujon , দুষ্ট আমি , জীবনের গল্প
আমার কবিতা ইচ্ছে যখন স্বপ্ন হওয়ার সামুতে পোস্ট করেছিলাম ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৬
যারা আমার নাম ব্যবহার করেনি
Md Jakaria ,Rasel Rana ,Rezwan Fahim ,মুহাঃ মামুনুর রশীদ মামুন ,এইচ আলী
,Akash Chowa Valobasha ,KM Shujon ,Masud Rana , Rokonuzzaman Masum Sikdar ,Rumel Ahmed Chowdhury
আমার কবিতা প্রেয়সী চিনে নিও আমায় সামুতে পোস্ট করেছিলাম ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২
যারা আমার নাম ব্যবহার করেনি
Hm Nurhossain ,Jogash Ray ,MD Shatabdi
আমার কবিতা কলমিলতা সামুতে পোস্ট করেছিলাম ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
কলমিলতা কৃষ্ণকলির সাথে বদল হয়েগেছে। আর লেখক আন্ডার চর!
আমার কবিতা ক্ষণপ্রভা সামুতে পোস্ট করেছিলাম Click This Link
টুপি পরে এক ভাই নিজের নামেই আমার লেখা চালিয়ে দিয়েছেন উনি কেমন ইসলাম পালন করেন জানিনা!!!!
আমার গল্প গল্পঃ সুন্দরী স্ত্রী এবং অতঃপর পোস্ট
করেছিলাম ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬
আর কতো দেবো বলেন গত রাত থেকে প্রায় দুশো জনের খোঁজ পেয়েছি যারা আমার নাম ছাড়া লেখা পোস্ট করেছে ???? আমি ক্লান্ত, মর্মাহত, বাকশূন্য!! এরা প্রত্যেকে যদি একবার করে আমার নামটা বলত .........!! সকল সিনিয়রদের জানাতে চেষ্টা করছি ! আসলে কি করব ভেবে পাচ্ছি না!!!!!!!!!
আজ আমার লেখা খেকে আমি উধাও কাল আপনার লেখা লেখা থেকে আপনি নন কি???? অসীম এই ধারাটা কি চলতেই থাকবে....? প্রশ্নটা আপনাদের কাছে?????
সহ ব্লোগার গেম চেঞ্জারের পরামর্শ/ প্রস্তাবনা জুড়ে দিয়ে পোস্টটা শেষ করলাম
১। সপ্তাহে ১ দিন/ মাসে চারদিন সবাইকে একটি ইভেন্টে অংশ নিতে হবে। ইভেন্টে কয়েকজন লেখাচোরের আইডি ও পোস্টের লিংক থাকবে। তাদের আইডি ও লেখার উপর আমরা রিপোর্ট করব। পোস্টে সাধারণ মানুষের কমেন্টে রিপ্লাই দিয়ে বলব যে এই লোক একজন চোর। সে অন্যের লেখা চুরি করে নিজে সেলিব্রেটি হতে চায়....
২। লেখাচোর আপনি সনাক্ত করলে প্রথমেই সেটা নিয়ে নিশ্চিত হবেন, যে এটা আসলে কার লিখা।
৩। যদি লেখাচোর নিশ্চিত হোন তাহলে তার আরো কিছু কপিকৃত পোস্ট ও সংশ্লিষ্ট প্রমাণ নিয়ে একটা ডক লিখুন। অথবা ব্লগে কিংবা ফেসবুকে নোট করে নিতে পারেন। এরপর সেটা এখানে পোস্ট করবেন।
৪। এডমিন ইভেন্ট খুলবে নির্দিষ্ট কিছু লেখা/আইডির ওপর মাইর দেবার জন্য। সাপ্তাহিক ইভেন্টে অন্তত কয়েকমিনিট সময় দিতে হবে।
৫। এইভাবে চামে চামে গদাম দিয়ে কিছু কপিবাজদের আমরা আটকাতে পারবই!!
গ্রুপের লিংক- ফেসবুকআসুন লেখা চোর পিটাই
আপডেটঃ-
বিদ্রোহী ভৃগুদার কবিতা চুরি নিয়ে পোস্ট
প্রামাণিক ভাইয়ের কবিতা চুরি করা নিয়ে পোস্ট
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ডাকাতি তো বটেই !
আমি হতাশ!!
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪
শায়মা বলেছেন: বাপরে!
সবাই দেখি তোমার কবিতার প্রেমে পড়েছে!!!!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: কবিকে ঝাটা মেরে বের করে দিয়ে কবিতার প্রতি প্রেম দেখানো!!
শ্বান্তনা দিয়ে যাওয়ায় ধন্যবাদ শায়মাপি!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: তোমার প্রচুর লেখা চুরি হইছে বুইন!!! এই বিষয়ে একটু পরে পোস্ট দেব!!!!
আপাদত একটু মজা নিয়া নেই!
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
অতঃপর হৃদয় বলেছেন: হায় রে হায় এখন দেখছি লেখা চোরও আছে! আপনার লেখা চোরের খুব পছন্দ হইছে তাই চুরি করছে কি যে বলি ভেবে পাচ্ছি না, চোর কে ম্যসেজ দিয়ে সাবধান করে দেন, যদি না শুনে একটু হুমি ধামকি দেন যে, 'লেখা চুরির অপরাধে আপনার জেলও হতে পারে'! তারপর দেখা যাক কি হয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: অতঃপর হৃদয়
নিজঃস্ব মতামত জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সমেত কৃতজ্ঞতা!
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
লক্ষণ ভালো, সব লেখা চুরি হয় না; কিছু লেখা ব্লগে প্রকাশ না করে, বই হিসেবে প্রকাশ করার জন্য আলাভাবে রেখে দেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনার পরামর্শ মাথায় রাখলাম!
কৃতজ্ঞতা ভাই!
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২
সুমন কর বলেছেন: সামুর ভালো লেখাগুলো প্রায় সবাই চুরি করে। বিভিন্ন অন লাইন পত্রিকাও করে। কি আর করবেন বলুন, তারা কপি করতে করতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে !! (
কপিবাজরা একদিন হারিয়ে যাবে, আপনি লিখতে থাকুন। কোন চিন্তা করবেন না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
বিলিয়ার রহমান বলেছেন: এই সিচুয়েশনে আমি প্রথম পড়লাম!
আমার প্রায় কবিতা্ি কপি করে আমার নাম কেঁটে দিচ্ছে অথবা লিখছে অজ্ঞাত কবি/ অচেনা কবি/ কুড়িয়ে পাওয়া ইত্যাদি!!!!!
আমি প্রচন্ড হতাশ ভাই!!!!
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
বর্ষন হোমস বলেছেন:
উপায় একখান আছে বোধহয়।তবে তা শুধু ফেসবুকের জন্য।
আপনি আপনার প্রোফাইল টিকে কপি রাইট আইনের আওতায় আনতে পারেন।অর্থাত কেউ আপনার এখান থেকে কপি পেস্ট করলে তা ডিলিট হয়ে যাবে এবং যে কপি করবে তার আইডি ভেরিফিকেশনেও পড়তে পারে।সামু থেকে কপিবাজ উঠানো সম্ভব হবে না বোধ হয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
বিলিয়ার রহমান বলেছেন: ফেবু প্রোফাইল কপি রাইট আইনের আওতায় আনা সম্পর্কে অনুগ্রহ করে কি বিস্তারিত ভাবে জানাবেন ভাই!!
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
সুমন কর বলেছেন: সামুর ভালো লেখাগুলো প্রায় সবাই চুরি করে। বিভিন্ন অন লাইন পত্রিকাও করে। কি আর করবেন বলুন, তারা কপি করতে করতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে !! (
কপিবাজরা একদিন হারিয়ে যাবে, আপনি লিখতে থাকুন। কোন চিন্তা করবেন না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: ভাই আমার লেখা থেকে আমার নাম গায়েব করে দিয়ে নিজের নাম জুরে দিচ্ছে অথবা লিখছে অজ্ঞাত কবি/ অচেনা কবি/ কুড়িয়ে পাওয়া ইত্যাদি!!!!!
মেনে নিতে কষ্ট হচ্ছে!
পাগলের মতো সব ব্লগারদের জানাচ্ছি!!
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: Click This Link
এক সুশিল চোরের প্রতিকৃতি
তিনি একজন চোর কবি! তিনি ফেসবুক ব্যবহার করেন। তিনি কবিতার বইও বের করেছেন!!!
তাঁর ফেবু লিংক Click This Link
যেখানে শত কবিতার সমাহার ! যার ভীরে আবিস্কৃত হয়েছে আমাদের সামু ব্লগের দু'জন ব্লগারের ৩-৪টি কবিতা। খুজলে হয়তো আরও বেরুবে!!!!
বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আজ অনলাইনে এসে। গত দু, দিন অসুস্থতায় অফলাইনে ছিলাম আক্ষরিক। আজ লগইন করতেই দুটো মেসেজ পেয়ে থমকে গেলাম।
কবিতার আসরে নিয়মিত লেখা আমার অনন্ত দুটো কবিতা আক্ষরিক লাইন টু লাইন কপি করে বিশিষ্ট চোর কবি শ্রবন ধারা রিপন তার পেইজে দিয়ে রেখেছে!!!!!!!!!
আরও আগেই আক্রান্ত অনেকেই!!!!
গেমু ভাইয়ের থেরাপী চলুক অবিরাম উইদ গদাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: গেমু ভাইয়ের থেরাপি অবিরাম চালু রাখা ছাড়া উপায় দেখছিনা!
লেখক নিজেও লেখা থেকে হারিয়ে যায়!!!!!! হায় লেখা প্রেমি!!!!!!!!!!!!!!!!!!!!
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬
হাতুড়ে লেখক বলেছেন: আমরাগুলোও চুরি হয়!! প্রথম দিকে খারাপ লাগতো। এখন লাগে না। লিখি তো সবার মাঝে পৌছে দেওয়ার জন্যই নাকি? এতে বরঞ্চ খুশি হওয়ার কথা যাদের লেখা কপি হচ্ছে!! আমি খুশি। তবে মাঝে মাঝে যে কষ্ট হয় না এটা বলতে পারি না। মনে করুন (মনে করার দরকার নাই), একদিন আপনার একটা সন্তান হারিয়ে গেল! কয়েকবছর পরে দেখলেন আপনার ছেলে অন্য এক ব্যাডারে আব্বা ডাকতেসে! তখন আপনার অনুভুতি কি হওয়া উচিত?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: এই সিচুয়েশনে আমি প্রথম পড়লাম!
আমি প্রচন্ড হতাশ ভাই!!!!
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: Click This Link
প্রামানীক ভাইয়ের একই সমস্যা
সামুতে প্রকাশিত কিছু ছড়া অন্যের ফেসবুকে অথচ আমার নাম নেই। বিষয়টি কেমন হলো?
এইটা কি চুরি না কবিতার প্রতি ভালোলাগা-- সেটাও তো বুঝতে পারছি না!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২
বিলিয়ার রহমান বলেছেন: চোরদের ভালোলাগার দাম নেই ভৃগুদা!!!!! ওরা কিট!!!!!!!!!!!!!!
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
পলাশমিঞা বলেছেন: আমার বই আমি আমাজনে প্রকাশ করি।
আমাজনে বই প্রকাশ করার গুরুত্বপূর্ণ দিক হলো, বই বিক্রি হোক আর না হোক, বইর Copyright হয়। মামলা করলে নকলনবিশকে জেলের ভাত খাওয়ানো যায়। সমস্যা হলো, ওদেরকে জেলে দিয়েও কোনো লাভ হবে না। হাভাতের পাতে ভাত দিতে হয়, লাথ মারলে নিজেরই ক্ষতি। ডাক্তারি কবিরাজির টাকি দিতে হয়। মহাসমস্যা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: আমাজনে বই প্রকাশের বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব ভাই!!!
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
বর্ষন হোমস বলেছেন:
দুঃখিত আমি নিজেও জানি না।
আপনি অভিজ্ঞ্য কাউকে জিজ্ঞেস করলে জেনে যাবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার পরামর্শ মাথায় রাখলাম!
কৃতজ্ঞতা ভাই!
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড় দুঃখজনক ভাই।
এত চিন্তা ভাবনার ফসল এক একটা কবিতা, লেখা। কেউ পড়বে তেমনি আশা প্রয়োজনে লেখবে, রাখবে নিজের কাছে, কিন্তু লেখকের নাম ব্যবহার করবে না সেটা বড়ই হতাশার। আপনি পেরেছেন, কিন্তু আমার মতো অনেকই আছেন যারা নিজের লেখা কোথায় আছে খুঁজে বের করতে পারবে না। তাহলে আমাদের উপায় কি! আমরা কি এভাবেই উপেক্ষিত থাকবো!
লেখা কপি হতেই পারে, তবে লেখকের নাম ও সুত্র যদি থাকে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু, যারা অন্যের লেখা নিজের নাম দিয়ে চালাতে চায় বা লেখকের নাম উল্লেখ না করেই প্রকাশ করে, তাদের জন্য জঘন্য গালি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: কি বলব ভাইয়া আজ সারাদিন একে এক সবগুলো কবিতা কপি করতে দেখে খাওয়ার কথাই ভুলে গেছি!!!!!!!!!!!!
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
জুন বলেছেন: আপনার লেখা চুরির খবর শুনে আমার হিংসেই হচ্ছে বিলিয়ার রহমান। আফসোস আজ পর্যন্ত কেউ আমার একটি লেখাও চুরি করলো না
এতেই প্রমানিত হয় আমার লেখার স্ট্যান্ডার্ড
ব্লগার চাদগাজীর পরামর্শ টা বেশ ভালো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০০
বিলিয়ার রহমান বলেছেন: জুনাপু আরো আছে............
কয়টার কথা বলবো সবগুলোই কপি করেছে!
মাথা ঠিক নাই আপু!!!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: তোমার লেখাও চুরি হচ্ছে! রাতে বিস্তারিত জানাচ্ছি!!! এখন কেবল আমার পোস্টের আর একটা চুরির স্ক্রীন শট
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বড় কষ্ট পেলাম। যারা এই কাজ করে তারা মানুষের কাতারে পরে না। তাদের ঘূনা করতে চাই না, শুধু দোয়া করি তাদের শুভ বুদ্ধি উদয় হউক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
বিলিয়ার রহমান বলেছেন: সত্যি ওদের শুভ বুদ্ধির উদয় হওয়াটা জরুরি! আপনার জন্য আর একটা চুরির স্ক্রীন শট
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২
জাহিদ অনিক বলেছেন: কি আর করা বিলিয়ার ভাই !!!
ওরা কি করে বুঝবে এক এক্তা লেখা লেখকের কত রাত জাগার ফল ।
সন্তান চুরির দুঃখ ওরা কি করে বুঝবে ? ওরা তো কোনদিন বাবা হতেই পারবে না ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯
বিলিয়ার রহমান বলেছেন: আমি ব্যাথিত , মর্মাহত ভাই !! আপনার জন্য আর একটা চুরির স্ক্রীন শট
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৩
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার লেখা অন্যজন চুরি করছে তার মানে আপনি ভাল লেখক ।
মিষ্টি খাওয়ান ম্যাভাই
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১
বিলিয়ার রহমান বলেছেন: মিষ্টি আরেক দিন ভাই ! আজে উপহার হিসেবে কেবলই স্ক্রীন শট
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ রহমান ভাই মুল্যবান পোস্টটির জন্য ।
লিখাচোর ঠেকানো খুবই কঠীন , ধরাটা তবে সহজ
যদি যারা বা যে সমস্ত ব্লগ লিখা প্রকাশ করে তারা
যদি প্রকাশের আগে লিখাটিকে প্লেগিয়ারিজম
সফট ওয়ারে ডেলে চেক করে নেয় । এই
প্রেগিয়ারিজম সফট ওয়ার এখন সুলভেই
পাওয়া যায় শুধু এর ব্যাহারটাই দুর্লভ ।
যাহোক, লিখে যান, চোরদের নীজের
লিখার ক্ষমতা না থাকায় একদিন হয়ে
যাবে নিস্তেজ । প্রয়োজনে টি-২০ ক্রিটেটের
মত দিনে হালি হালি চার , ছয় লাইনের
বাউন্ডারী আর ছক্কার মত কবিতা কিছু
ছাড়েন অন লাইনে , চোরেরা চুরী করতে
করতে বেহুস হয়ে হাল ছেড়ে দিবে !!!!
আর গাজী ভাই এর পরামর্শ মত ভাল কিছু কবিতা রেখে দিন বই এর জন্য,যেটা আমি করছি এখন,
গত মাস কয়েক যাবত সামুতে কবিতা আর ছাড়ছিনা এটা যাচ্ছে সরাসরী পাবলিসারের কাছে,
ইতি মধ্যে ৫১টি কবিতা নিয়ে 'ছন্দময়ীর বিচিত্র ভূবন' নামে একটি কবিতার বই প্রকাশিত
হয়েছে। আরো একটি যন্ত্রস্থ আছে ।
লিখা চুরীর বিষয়ে আপনার উৎকণ্ঠা আর এ বিষয়ে সকলকে সচেতন করার জন্য ধন্যবাদ ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬
বিলিয়ার রহমান বলেছেন: ডঃ এম এ আলী
আপনার কবিতার বই বের হচ্ছে শুনে খুশি হলাম। আপনার পরামর্শও মাথায় রাখলাম।
মূল্যবান মতামত প্রদান করে যাওয়ায় কৃতজ্ঞতা!
ভালোথাকুন!!!
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০
অরুনি মায়া অনু বলেছেন: আমারও সব লেখাই চুরি হচ্ছে নিয়মিত। তবুও আমি পোস্ট দিচ্ছি। চোরকে ধর্মের বাণী শুনিয়ে লাভ নেই। ওরা চুরি করবেই। আমি তাই দুশ্চিন্তা বাদ দিয়েছি। তবে খারাপ লাগে তখন যখন আমাকেই চোর সাব্যস্ত করা হয় আমার লেখা বলে প্রমাণ করতে বলা হয়। সত্যিই দু:খজনক
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখাও চুরি হচ্ছে শুনে দুঃখ পেলাম!!!
আমরা সবাই কিছুটা সাবধানতা অবলম্বন করলে চুরি হয়তো কমাতে পারব!!
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: জুতা খেয়েই আবার আই ডি চেজ্ঞ্জ করবে।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !!!!
অনেকক্ষণ পরে হাসলাম ভাই!!
২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ লেখা চুরি করলেও প্রতিভা তো আর চুরি করতে পারবেনা। এখন, আমাদের মনকে এ সান্তনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই, কারণ এ সম্পর্কে আইন থাকলেও তার প্রয়োগ নেই । অতীতে অনেক ব্লগার এ বিষয় নিয়ে লিখেছেন কিন্তু তাতেও লেখা চুরি করা বন্ধ হয়নি।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
বিলিয়ার রহমান বলেছেন: এতোক্ষণ দেখেছেন পুকুর চুরি। রাতে দেবো মহাসাগর চুরির কাহিনী নিয়ে পোস্ট। যেখানে আপনার চুরি যাওয়া পোস্টের কথাও থাকবে!
২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: জুন আপু
আপনার লেখা চুরির খবর শুনে আমার হিংসেই হচ্ছে বিলিয়ার রহমান। আফসোস আজ পর্যন্ত কেউ আমার একটি লেখাও চুরি করলো না
এতেই প্রমানিত হয় আমার লেখার স্ট্যান্ডার্ড
আমারও আফসোস ........
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬
বিলিয়ার রহমান বলেছেন: জুনাপুর লেখাও চুরি হয়!! উনি জানেন না হয়তো!!
২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫
কানিজ রিনা বলেছেন: লেখা চোর গুল গাছের পাতায় ডালে ডালে ঘুরে। এরা পরের বউও চুরি করে। পরের বউ চোর লেখা চোর একই ধরনের চোর। এরা ওপেন চোর লাজ লজ্জার বালাই নাই।
পরের ধনে পদ্দারী করতে ওছতাদ, এদের ধরে বিচার করুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
বিলিয়ার রহমান বলেছেন: এরা পরের বউও চুরি করে
ভীষণ মনোকষ্টের মধ্যেও হাসিয়ে গেলেন কানিজ রিনা!
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: এগুলোর প্রত্যককে প্যাদানো উচিৎ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
বিলিয়ার রহমান বলেছেন: এগুলোর প্রত্যককে প্যাদানো উচিৎ
পাইলেতো প্যাদাবো ভাই!!!
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: ভয়াবহ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
বিলিয়ার রহমান বলেছেন: সত্যিই ভীষণ ভয়াবহ!!!!!!!!!!
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭
জেন রসি বলেছেন: ফেবুতে গেম ভাইয়ের একটা পেজ আছে। সেখানে লেখা চোরের লিংক দেন। লেখা চুরি হয়ে যাওয়াটা আসলেই দুঃখজনক। তবে চোর ডাকাতদের মাঝেই সারভাইব করে যেতে হবে।শুভকামনা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: গেমু ভাইয়ের পেজে জয়েন করেছি!
আপনার পোস্টও চুরি হচ্ছে! রাতে এই বিষয়ে বিস্তারিত বলছি!
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫
হাতুড়ে লেখক বলেছেন: কানিজ রিনা বলেছেন: লেখা চোর গুল গাছের পাতায় ডালে ডালে ঘুরে। এরা পরের বউও চুরি করে। পরের বউ চোর লেখা চোর একই ধরনের চোর। এরা ওপেন চোর লাজ লজ্জার বালাই নাই।
পরের ধনে পদ্দারী করতে ওছতাদ, এদের ধরে বিচার করুন।
ভাল্লাগলো
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: সামুর লেখা চুরির ( পড়ুন মহাসাগর চুরি) নিয়ে আরো বলব। আজকের রাতের পর্বে আপনি আছেন!!
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতে প্রমাণিত হয় আপনি ভাল লিখছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আম্মেরেও চোরেরা রেহাই দেয় নাই ভাইজান!
আজ সন্ধ্যার দিকে টের পাবেন!
২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
অলওয়েজ ড্রিম বলেছেন: ধুর, লেখাচুরি নিয়া মোটেই চিন্তাই না।
গরিবের আবার সম্পদ হারানোর ভয়। যা ছাইপাশ লেখি তা চোরকে সেধে দিলেও নেবে না। লেখাচোরকে নিয়া ভয়ে থাকবেন আপনাদের মতো বড় লেখকগণ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
বিলিয়ার রহমান বলেছেন: আমি একবারেই বড় লেখক নই!
পাতি লেখকরে ভাইজান! তবু আমার লেখা কেন চুরি করে বুঝি না!!!!
৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬
ধ্রুবক আলো বলেছেন: আহমেদ জি এস ভাইয়ের কমেন্ট ভাল লাগছে।
কপি করে কেউ বড় হতে পারে না। কেউ হয়নি।
আর এখন যুগ টাই খারাপ। সবাই শর্টকাট খোজে।
আমি লেখা চুরির ব্যাপারটায় খুব মর্মাহত।
( যারা লেখা চুরি করে, তাদের উদ্দ্যেশ্যে একটাই কথা বলার ছিল, এখন লেখা কপি করছিস, কয়দিন পর, তুই কপি করে নিজের নামে চালিয়ে দিয়েছিস, তোর ওই লেখাটাও তো অন্যকেউ কপি করে চালিয়ে দিতে পারে, তখন কি হবে। আর তোদের যোগ্যতা না থাকলে পড়, শেখ তারপর, কষ্ট করে দুই পংক্তি পারলে লিখে দেখা। )
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: ধ্রুবক আলো
লেখা চুরির ব্যাপারটা সত্যিই খুব কষ্টের!!! যারা এটা করেন তাদের মানষিকতার পরিবর্তন না এলে অনলাইনের এই যুগে এটা মহামারিতে রূপ নেবে!!!!
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!
৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এ নিয়ে আমি ফেবুতে অনেক লিখছি
আমার একটা লেখার দিনশেষে লেখক হয় ৮/১০ জন
এরা অন্যের লিখা নিজের নামে ছাপিয়ে কি তৃপ্তি পায় কে জানে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনি যে প্রতিবাদ করে লিখেছেন সেটি কি কপি হয়নি???? এই দেখুন আমার প্রতিবাদের কপি পোস্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১০
নতুন নকিব বলেছেন:
বিলিয়ার রহমান,
সুমন কর বলেছেন: সামুর ভালো লেখাগুলো প্রায় সবাই চুরি করে। বিভিন্ন অন লাইন পত্রিকাও করে। কি আর করবেন বলুন, তারা কপি করতে করতে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে !! (
কপিবাজরা একদিন হারিয়ে যাবে, আপনি লিখতে থাকুন। কোন চিন্তা করবেন না।
এটাই সত্য।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: আমি বোবা হয়ে গেছি ভাই !!!!!!!!!!!!!! এই লেখাটার কপি দেখুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬
কালীদাস বলেছেন: এগুলো নেহায়াত নিল্লজ্জ; আপনি অকর্মার সাইটটাতে (ফেসবুকে) এদের চুরি প্রমাণসহ সবার সামনে তুলে ধরেন আর এদের নেংটা ছবি পাবলিশ করেন এদের কোন চেন্জ হয় না। ধরেন এদের পোস্টে কমেন্ট করে আসলেন আসল লেখার লিংকসহ বা কোন রিলেটেড প্রশ্ন করলেন, হয় উত্তর দেবে না বা আপনাকে ব্লক করবে। আপনি দলবল নিয়ে লাগলেও কিছু হবে না এই নেচারের, বেশি রিপোর্ট করলে নতুন নিক নেবে। আমি ফেসবুক ইউজ করি না এবং দুই চোখে দেখতে পারিনা এরকম আরও কিছু কারণে। সমাধান নেই এই রোগের। এগুলো কপিপেস্ট করতে করতে একসময় নিজেই ক্লান্ত হয়ে হারিয়ে যায় অনলাইন থেকে। আর তাছাড়া যে কেউ তারিখ চেক করলেই বুঝে ফেলে যে এটা চোর। ব্লগার বিদ্রোহী ভৃগু একবার এরকম চোরের কাব্যগ্রন্হ বের হওয়ার কাহিনীও ব্লগে লিখেছিলেন।
এই টাইপের কপিপেস্টার নিল্লজ্জ ব্লগেও কয়েকটা আছে, আপনি ঝাড়ুপেটা করলেও কপিপেস্ট করে যাবে। একটা এক্সাম্পল রেখে গেলাম, দেখেন অভিমানের বাহার Click This Link আরেকটা নিম্নমানের কপিপেস্টার হচ্ছে ওয়েবসাইট ৪০৪ এরর। এটা এতটাই নিল্লজ্জ যে কপিপেস্ট করেছে ধরিয়ে যতবার কমেন্ট করেছি, প্রত্যেকবার আমার কমেন্ট মুছে ফেলেছে। মডারেটরদের রিপোর্ট করলেও লাভ হয়না মাঝে মাঝে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: কালীদাস ভাইয়া
আপনার এই মন্তব্যের কোন উত্তর হয়না!
তবে যখন দেখি শত শত জন আমার কবিতা পোস্ট করছে আর আমার নাম ব্যবহার করছেনা তখন সত্যিই খুব অসহায় লাগে!!!!!!!!
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো দেখি চুরি নয় ডাকাতি রে ভাই। সহমতো বিলিয়ান রহমান।