নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুমিতাকে নিয়ে মধুচন্দ্রিমাটা সেরে ফেলার মাস পূর্তি হলেও তার রেশটা এখনো আমার মধ্যে রয়ে গেছে । আর থাকবেইবা না কেন? যে ছেলে হন্নি হয়ে খুঁজে খুঁজেও সারা জীবন, সুন্দরী না হোক অন্তত আধা সুন্দরী গোছের একটা জুলিয়েটকেও পটাতে পারেনি, তার মধুচন্দ্রিমা পরীর মতো সুন্দরী বউ এর সাথে!!! স্বভাবতই খুশির জোয়ারে ভেসে যাওয়ার কথা। আমার ক্ষেত্রেও সেটিই হলো। তবে আমার এই খুশির আমেজ খুব বেশি দিন থাকেনি। বলা ভাল থাকতে দিল না, আমাদের হেঁশেল । মধুমিতা প্রায়ই বলে,
“কি হেঁশেল বানিয়েছো, মনমত রান্না করতে পারি না।”
নাচতে না পারার জন্য উঠোনের দোষের কথা আমি বহুবার শুনেছি। কিন্তু রান্না করতে না পারার জন্য হেঁশেলের দোষ!!! এমন কথা আমি কস্মিন কালেও শুনিনি ।( সম্ভবত পাঠক আপনারাও শোনেননি।) অযুহাতটা যেহেতু সুন্দরী বউ করেছে তাই দোষ স্বীকারটাতো আমাকেই করতে হবে। অবশ্য আমি সেটিই করলাম।
ওর রান্নাবান্নাকে আমি যে চোখেই দেখিনা কেন ঐ রান্না দিয়েই ও পুরষ্কার আদায় করে নিয়েছে। ওর স্বীকৃতিটা এসেছে আমার ছোট কাকুর কাছ থেকে ।এইতো সেদিন কাকুকে বাসায় দাওয়াত দিয়ে ও নিজ হাতে রেঁধে খাইয়েছিল । কাকুও খুশি হয়ে যাওয়ার সময় ওকে একটা বই উপহার দিয়ে গেছেন। বইয়ের নাম “ হাউ টু কুক”!!!!
মধুমিতার রান্নাবান্না নিয়ে আমার সেরকম অভিযোগ নেই। থাকার কথাও না ।কারন খাবার দাবার নিয়ে আমার অবস্থান অনেকটা 'যা জোটে তাই খাই’ গোছের। তবে আয়নার সামনে ওর লম্বা সময় দাঁড়িয়ে থাকা ইদানিং আমার কাছে সত্যিই খুব বিরক্তকর ঠেকছে।ওকে তো এসব বলা যায় না, সুন্দরী বউ বলে কথা। তবু একদিন জিজ্ঞেস করেছিলাম,
-আয়নার সামনে এতোক্ষণ দাঁড়িয়ে থেকে কি ভাবো?
ওর উত্তরটা কেবল অনঅনুমেয়ই ছিল না বরং ছিল অভাবনীয়।প্রতিবারই আয়নার সামনে দাঁড়িয়ে ও নাকি বোঝার চেষ্টা করে কোনভাবে ছবি তুললে ওকে সবথেকে ভাল লাগবে। আমিও ওর ভাবনাটা যে ঠিক এমন ইঙ্গিত করে মাথা নাড়াই!
মধুমিতা বেশ গোছানো একটা মেয়ে। তাই বাসার সব কিছুই ওর সঠিক জায়গায় রাখা চাই ই চাই। তবে সমস্যা হলো প্রয়োজনীয় জিনেসের খোঁজ পড়লে ও সঠিক জায়গাটির কথাই ভুলে যায়। এইতো গত উইক এন্ডে ওকে নিয়ে মুভি দেখতে যাওয়ার কথা ছিল আমার। বের হওয়ার সময় যখন ফ্লাটের চাবির খোঁজ পড়ল তখন চাবি হাওয়া। সবিশেষ কবে চাবি ব্যবহার করেছে, চাবি রাখার সময় ওর শাড়ির রং কি ছিলো, মেকআপ করেছিল কিনা সবই ওর মনে আছে। কেবল ভুলে গেছে চাবিটা কোথায় রেখেছে। ওরও দোষ না, এতো কথা বললে একটা দুঠো কথা ভুলে যাওয়া অস্বাভাবিক নয়!! ওর কথা বলার অভ্যেসটা এমন হয়েছে যে মাসকারা লাগাণোর সময়ও মুখ খোলা রাখে। যাই হোক শেষে যখন ওর হাতের মুঠোয় চাবিখানা আবিষ্কার করলাম ততক্ষণে মুভি শোর টাইম ওভার!
কোথাও গেলে আমি লক্ষ্য করেছি মধুমিতার হাতে পার্স বা রুমাল অথবা অন্য কিছুনা কিছু একটা থাকবেই । মধুমিতাকে ওগুলোকে কোনদিন ব্যবহার করতে দেখেছি এমন কথা আমি বলতে পারবো না । একদিন ওকে জিজ্ঞেসও করেছিলাম,
-শুধু শুধু এই পার্স, ব্যাগ ইত্যাদি সাথে করে নিয়ে আসো কেন???
ওর উত্তরটা কেবল অনঅনুমেয়ই ছিল না বরং ছিল অভাবনীয় । প্রতিবারই ও সেগুলো বহন করে এই ভেবে যে কোন না কোন দিন ওগুলো ওর কাজে লাগতে পারে?
মধুমিতার এই সব কিছুই ওর কাছে স্বাভাবিক । আমারও এতে কোন আপত্তি থাকত না যদি অফিস থেকে এসে বিছানায় আয়েস করে একটু সংবাদপত্র পড়তে পারতাম। ওর কাছে সংবাদ পত্র পড়া আর বেকার সময় নষ্ট করা একই কথা । তাছাড়া এই সময় হেলে দুলে আমি নাকি ওর সারাদিনের গোছানো বিছানাটা নোংরা করে ফেলি। আবার বিছানা ছেড়ে আমি যেখানে গিয়ে বসতাম কেন যেন সেইখানটাতেই ওর ঝার দিতে হত। রাগে বলেন আর বাধ্য হয়েই বলেন আমি সংবাদপত্র পড়াই ছেড়ে দিয়েছি। এখন সোফায় বসে টিভিতে খবর দেখি কিন্তু আমার এই কর্মটাও মধুমিতার কমপ্লিনের হাত থেকে রেহাই পায়নি। আমি যে সময়ে খবর দেখি সেই একই সময়ে ওর গোপি আর কিরন মালা দেখতে হবে। সো টিভির রিমোট ধরা নিশিদ্ধ। আমিও ওর আদেশ মান্য করলাম। সুন্দরী বউ বলে কথা, না মেনে নেয়ার কি উপায় আছে??
টিভি দেখা বন্ধ করে দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম কম্পিউটার গেম খেলে সময় কাটাবো । তবে তাতেও মধুমিতার আপত্তি আছে । গেমের শব্দে ওর নাকি মাথা ঘোড়ায়। তাছাড়া বাসায় সারাদিন রান্নাবান্না সহ যাবতীয় কাজ করার পর ঐ শব্দ ওর আয়েশ করে টিভি দেখায় বিঘ্ন ঘটায়। কি আর করা অগ্যতা এটাও ছেড়ে দিলাম । তবে নতুন করে ছেড়ে দেওয়া এক পুরানো বন্ধুকে মানে ধোয়াকে গোপনে আবার বরন করে নিলাম।
পরিশেষঃ
মধুমিতাকে বদলে ফেলার সাহস ও সামর্থ্য যে আমার নেই সেটা আমি ভালো ভাবেই জানি। অগ্যতা আমি নিজেই ওর মতো হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে নূন্যতম না হোক অন্তত কিছু মৌলিক অধিকারতো পাওয়া যাবে। তাছাড়া সুন্দরী বউয়ের সাথে থাকতে হলে একটু আধটু মৌলিক অধিকার তো হারাতেই হবে নাকি??
বিলিয়ার রহমান
ঢাকা,
৭ই ফেব্রুয়ারি, ২০১৭ ই
ছবি:- নেট
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
সুমন কর বলেছেন: এ রকম মধুমিতাকে শোকেসেই রেখে দিন........সংসার করার দরকার নেই।
টপিক ভালো লেগেনি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আমি আমার মতো করে গল্পটা লেখার চেষ্টা করেছি!
আজ ভালো লাগেনি তাতে কি অন্য দিন ঠিকই ভালোলেগেছে বলতে বাধ্য করাবো সুমন দা!!
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুনেছি সুন্দরি মেয়ে থেকে সুন্দরি বধূরা আড়াইহাত কম (সামাজিক কাজে সারা) দেখে। এই দুজন আবার গড়ে কালো মেয়েদের থেকে বার হাত কম দেখে। আবার কালো বধূরা সবার থেকে গড়ে ষোল হাত বেশি দেখে!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!
আপনার কাছে কি গল্পটা ভালোলেগেছে ????
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ✌ লেগেছে। তবে ছেলেদের কে বউয়ের প্রতি অতি ভক্তি দেখানো হয়েছে। যেটা সমাজে খারাপ ম্যাসেজ দিবে। আপনি কবি মানুষ, কবিতাই ভাল ফুটে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১
বিলিয়ার রহমান বলেছেন: এটা নিছক একটা রম্য গল্প। যার ম্যাসেজটা মিনিংলেসই হওয়ার কথা!
আবার মন্তব্য করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ!
ভালোথাকুন ভাই!
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০
শায়মা বলেছেন: গুড গুড খুবই সঠিক সিদ্ধান্ত ভাইয়া।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: লা্ইক দিয়ে গেলে!
উফ বাঁচলুম!!! অন্তত একজনের তো ভালোলেগেছে!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: মেনি মেনি থ্যাংকস শায়মাপি!
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৬
শায়মা বলেছেন:
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: তোমার দলে জেন রসিও এসে পড়েছে!! দল আরো ভারি হওয়ার আশায় রইলাম!
১৪ তারিখ বই মেলায় যাব ! অটোগ্রাফ সমেত বই দিলে তোমার বই কিনব!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
জেন রসি বলেছেন: আপনার রম্য পড়ে পাঠকরা দেখি বেশ সিরিয়াস মুডে চলে গেছে! মনে হয় কবির কাছে তারা রম্য আশা করেনি! তবে আমার ভালো লেগেছে। এই পোস্টে দুএকজন নারীবাদী ব্লগার আসলে আলোচনা আরো জমত!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: জেন রসি প্রথমে শায়মাপির এবং পরে আপনার পজিটিভ ফিটব্যাক পেয়ে ভালোলাগল!
পাঠকরা কিন্তু যে কোন টোনেই লেখাটাকে নিতে পারে ! সেই স্বাধীনতা তাদের আছে! আর আমিও আলোচনা-সমালোচনা দুটোকেই ভালোবাসি!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: লাইক এবং অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ভাই!
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: অটোগ্রাফ!!!!!!!!!!!
জানোনা পরীর দেশের কেউ লিখতে শেখেনা সেখানে আজকাল শুধুই কম্পিউটার!!!!!!!
আর জিনিভাইয়া নারীবাদী নাকি!!!!!!!!!!!!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: অটোগ্রাফ না দিলে বই সত্যিই কিনুম না কইয়া রাখলাম!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১
বিলিয়ার রহমান বলেছেন: জিনি ভাই নারীবাদী কিনা তা তিনি নিজেই জানিয়ে যাবেন???
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার তো বউ নেই, আমার কি এ গল্প পড়া উচিৎ ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: বউ নেই তাতে কি??
কোন না কোন দিন বউতো হবে নাকি???
সো গল্প পড়ে আগেই সুন্দরী বউয়ের সম্বন্ধে জেনে নেন!
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
জেন রসি বলেছেন: শায়মা আপু,
আমি নারীবাদী না! আমি যুক্তিবাদী!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২২
বিলিয়ার রহমান বলেছেন: শায়মাপি মনে হয় আপনার কথা মেনে নিয়েছেন!
একারনেই হয়তো নিশ্চুপ!
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি ঢাকার মধুমিতা পেয়েছেন, এই মধুমিতা তো ভ্যালেনটাইন-ডে'র মধুমিতা। যাক, চান্স চলে গেছে, এখন বলে লাভ নেই; তারপরও জেনে রাখা দরকার, সিলেট ভর্তি আছে সাথী মধুমিতা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনি ঢাকার মধুমিতা পেয়েছেন, এই মধুমিতা তো ভ্যালেনটাইন-ডে'র মধুমিতা।
হা হা হা!!
সিলেট ভর্তি আছে সাথী মধুমিতা
উফ!!! আগে এই খবর জানলাম না কেন!!!!!!!!!!!!
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা... সুন্দরী বউ বলে কথা, ভাই!
তবে যাই হোক, মধুমিতা পাল্টানোর পক্ষে আমি কখনওই নই। কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, কোনো কোনো সময় সবটুকুও যে দিতে হয় তার প্রমাণ আজ পাইলাম ভাই। আর, দিতে হবেই না বা কেন! সুন্দরী বউ বলে কথা। এ যে সৌভাগ্যের ব্যাপার!
আপনার যদিও জ্বলছে, কিন্তু আমার ভালো লাগলো গল্পটা পড়তে। হাসছি ভাই পড়তে পড়তে কয়েকবার। সত্যিই ভাই, 'সুন্দরী বউ বলে কথা!'
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার যদিও জ্বলছে, কিন্তু আমার ভালো লাগলো গল্পটা পড়তে। হাসছি ভাই পড়তে পড়তে কয়েকবার
তাতো হবেই!!!!! রোম জ্বলবে আর নিরোরা হাসবে না !!!!!!!!!!!!!!!!!!!!!!
সে হয় নাকি?????????????
তবে দুঃখের সাথে জানাচ্ছি এই মধুমিতা কেবলই একজন কাল্পনিক মধুমিতা!
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৮
কালীদাস বলেছেন: বউরে খুশি করতে বউয়ের মত হওনের ধান্দা?
কি কমু বুঝতাছি না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: কি কমু বুঝতাছি না
ভাই অলরেডি তো কইয়া ফালাইছেন, “বউরে খুশি করতে বউয়ের মত হওনের ধান্দা?”
কিন্তু বাস্তবতা তার উল্টা!!!!!!!!! এই গল্পের কারনে আমার নিজ উনি অভিমানের অনুরাগে মুখ রাঙিয়ে ফেলেছেন!!!
যদিও গল্পের মধুমিতার সাথে তেনার পার্থক্য দিন আর রাতের মত !!
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: আপনাকে একটি উপদেশ দেই ( ইহা শুধুই উপদেশ, প্রয়োগ যোগ্য নহে ), আপনি বলবেন, তুমি যদি আমার সাথে এমন করতে থাকো, তাহলে আমি আরেকটা মধুমিতা কে নিয়ে আসবো। যে আমায় তোমার মত এত জ্বালাবে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৬
বিলিয়ার রহমান বলেছেন: তাহলে আমি আরেকটা মধুমিতা কে নিয়ে আসবো। যে আমায় তোমার মত এত জ্বালাবে না
পরামর্শ ভালেঅই দিয়েছেন!
গোদ সারাতে বিষফোড়ার আমদানি!!!!!
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, আমি কিন্তু গল্পের মজায় হাসছিলাম। মনে করেছিলাম কাল্পনিক তাই আপনার সহমর্মিতা দেখাইনি।
গল্পের মতো যারা সুন্দরী বউ পেয়ে নিজের সকল স্বাধীনতা হারিয়ে ফেলে, তাদের ভেবেই আমার হাসি ছিল। কারণ, গল্পের মতো অনেক বর আছে সুন্দরী বউ পেয়ে মনে করে তার কথার বাহিরে যাওয়া যাবেনা। তাদের জন্য আমার সত্যিই হাসি পায় ভাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ভাই আমি কিন্তু মজা করার জন্যেই বলেছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!রোম জ্বলবে আর নিরোরা হাসবে না !!!!!!!!!!
আবার মন্তব্য করতে আসায় ধন্যবাদ ভ্রাতা!
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল গল্প ।
মৌলিক অধিকার
শুধু কি শুধুএকটু
হারালে মেনে নিবে !!!
শুনেছি অনেকেই নাকি
প্রথমেই বলে
আমার সবই তোমার
তোমার মাঝে বিলীন
এর মধ্যে কি আর
মৌলিক অধিকার
বলে কোন কিছু
অবশিষ্ট থাকে ?
অনেক শুভেচ্ছা রইল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর রসবোধ সমেত একটা মন্তব্য করে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই!
আপনার প্রতি রইলো অনেক শুভকামনা!
ভালোথাকুন!
১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২
নতুন নকিব বলেছেন:
বধুর পায়ে প্রনতি জানিয়ে তবেই মুক্তি! দিনকাল এখন যা পড়েছে! বৃদ্ধাশ্রম টাশ্রম কি যেন থাকে; এই অতি ভাব ভক্তি ভবিতব্য সমাজে হয়তো এগুলোর ব্যপ্তি বাড়িয়ে দিবে।
যদিও রম্য, বাস্তবতা থেকে দূরে নয়।
ভাল থাকবেন ভাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১
বিলিয়ার রহমান বলেছেন: বধুর পায়ে প্রনতি জানিয়ে তবেই মুক্তি!
হা হা হা !
যদিও রম্য, বাস্তবতা থেকে দূরে নয়।
আপনার কথায় বাস্তবতা আছে! তবে একথাও সত্য যে আমাদের সমাজে এখনো লক্ষ লক্ষ গুণী বউ আছে যারা পরিবারের সত্যিকারের সম্পদ!
আপনিও ভাল থাকবেন সেই কামনা করছি!
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
কামরুন নাহার বীথি বলেছেন:
আপনি বেশ লেখেন!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫
বিলিয়ার রহমান বলেছেন: কামরুন নাহার বীথি
আপনার মন্তব্যটা অবশ্যই অনুপ্রেরণাদায়ক! একে মাথায় তুলে রাখলাম!
জীবনে যদি সত্যিকারের লেখক হতে পারি তবে অবশ্যই আপনার এই মন্তব্যটার কথা স্মরণ করবো!
ভালোথাকবেন!
আপনার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা!
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭
ঢাকাবাসী বলেছেন: একেবারে খাঁটি সত্য কাহিনী! অনেকে চাপা মারছে দেখছি, স্ত্রীকে ভয় পায়না এমুন কয়ডা পালোয়ান আছে আমার জানা আছে!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
বিলিয়ার রহমান বলেছেন: অনেকে চাপা মারছে দেখছি, স্ত্রীকে ভয় পায়না এমুন কয়ডা পালোয়ান আছে আমার জানা আছে!
খাইছেরে ঘরের জিনিস বাইরে নিয়া আইলেন ক্যান মিয়া বাই!
মন্তব্যে ২০০ লাইক!
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
প্রামানিক বলেছেন: বউ ভক্ত সবাই কেউ মুখ ফুটে প্রকাশ করে কেউ করে না। তবে ব্যতিক্রমও আছে তবে সেটা প- - - কারণেই বেশি হয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: বউ ভক্ত সবাই কেউ মুখ ফুটে প্রকাশ করে কেউ করে না !
না হইয়া উপায় কি আছে ভাই!!!!!!!!!!!!!!!
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এজন্যই ঢাকার কলেজ ভার্সিটি চষে ফেলা ছেলেরা শেষকালে নিজ গ্রামের সাধারণ মেয়েদের বিয়ে করে বসে থাকে (আমি নিজেও তাই)। জীবন বিসর্জনের চাইতে সুন্দরী, অত্যাধুনিক নারী বিসর্জন দেয়া উত্তম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে যেন কোথায় দেখেছিলাম!!!!
মনে পড়েছে ডঃ ফসটাসে পড়ার সময় আপনার কথা জেনেছি!!!!!!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: জীবন বিসর্জনের চাইতে সুন্দরী, অত্যাধুনিক নারী বিসর্জন দেয়া উত্তম।
সার্বজনীন দার্শনিক উক্তি! মন্তব্যে লাইক !!!!!!!!!!!!
ভালোথাকুন বেলজিবাব!
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: 'যে যাই বলেন ভাই আমার সোনার হরীণ চাই'
বউ এমন একটি উপাদেয় যাকে নিয়ে রম্য চলে, কবিতার উপমার চলে, যাকে নিয়ে আজকাল সকল দার্শনিকরা একমত হয়েছেন যে একটি মতবাদ থাকা চাই তা নারী মতবাদ, আবার নারীবাদী এই দামি শব্ধটি যেন হিরোশীমা বোমা ফেলার মতো অপরাধ! যাইহোক ঘরের কথা পরে জানে কেম্মে এম্মে.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: যাইহোক ঘরের কথা পরে জানে কেম্মে এম্মে.
হা হা হা !!!!
বিনেদিত করে গেলেন ভাই!
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কি যে কমেন্ট করি সুন্দরি বৌয়ের গল্প বলে কথা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
বিলিয়ার রহমান বলেছেন: কি করবেন আবার!!!!!!!!!!!!!!!!!!!!!!
বিয়ে না করে থাকলে বিয়ে করে ফেলেন এবং আগত ভাবিকে রম্যটা পড়ে শোনান!
অলরেডি বিয়ে করে থাকলে ভাবিকে ডেকে এনে গল্পটা শোনান!
বিদ্র- গল্প শোনার পর কিল, গুতো উপহার হিসেবে যা কিছুই জুটুক না কেন উহার প্রাপ্য কেবলই আপনি নিজে!!!!!!!!!
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪
সাহসী সন্তান বলেছেন: পোস্টটা পইড়া আমার একটা গান মনে পইড়া গেল ভাই- "আমার ঘরে আমি মেম্বর, পরের মাইয়া চেয়ারম্যান! বিয়া করলাম ক্যানরে দাদা, বিয়া করলাম ক্যান..... (ব্যাক গ্রাউন্ডে করুণ সুর বাঁজবে)!
ইয়ে সুন্দরী বউগের একটু আধটু ইয়ে টাইপের ব্যাপার স্যাপার থাকবে উহা হইল, নিপাতনে সিদ্ধ! সুতরাং মন খ্রাপ করার দর্কার নাই!
ফান পোস্টে একটা সিরিয়াস লাইক লন! শুভ কামনা জানবেন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: ইয়ে সুন্দরী বউগের একটু আধটু ইয়ে টাইপের ব্যাপার স্যাপার থাকবে উহা হইল, নিপাতনে সিদ্ধ!
হা হা হা !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
বিলিয়ার রহমান বলেছেন: এমন রসালো মন্তব্য কেবল আপনিসহ গুটিকয়েক ব্লগারদের দ্বারাই সম্ভব!
পাঠ, মন্তব্য প্রদান এবং লাইকে অনেক অনেক ভালোলাগা!
ভালোথাকুন!
২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
নতুন নকিব বলেছেন:
আপনার কথায় বাস্তবতা আছে! তবে একথাও সত্য যে আমাদের সমাজে এখনো লক্ষ লক্ষ গুণী বউ আছে যারা পরিবারের সত্যিকারের সম্পদ!
-ইউ আর কারেক্ট।
এই মহীয়সীদের নিয়েই আমাদের গর্ব। তাদের প্রতি অগনন শ্রদ্ধা, সালাম। বাকিরাও তাদের দেখে পরিশুদ্ধ পরিপূর্ন পরিনত হয়ে উঠুন দিনে দিনে।
ভাল থাকবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব
আপনার কামনা আসলে আমাদের সকলেরই কামনা!
পুনরায় এসে সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
ভালোথাকুন!
২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
আরণ্যক রাখাল বলেছেন: ।এইতো সেদিন কাকুকে বাসায় দাওয়াত দিয়ে ও নিজ হাতে রেঁধে খাইয়েছিল । কাকুও খুশি হয়ে যাওয়ার সময় ওকে একটা বই উপহার দিয়ে গেছেন। বইয়ের নাম “ হাউ টু কুক”!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর ছিল। তবে "ওর উত্তরটা কেবল অনঅনুমেয়ই ছিল না বরং ছিল অভাবনীয় ।" এই বাক্যটা পরপর দুইবার ব্যবহারে একটু যেন মুগদ্ধতা ছুটে গেল। ছোট লেখা, একই ধরনের বাক্য দুবার ব্যবহার না করাই ভাল।
যাক গে, মজা পেয়েছি। অনেক হেসেওছি
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০
বিলিয়ার রহমান বলেছেন: আরণ্যক রাখাল
আপনাকে হাসাতে পেরেছি জেনে ভালোলাগল!!!! আসলে পাঠকদের হাসানোই আমার লক্ষ্য ছিল!!!!
আপনি বলেছেন ছোট লেখা, একই ধরনের বাক্য দুবার ব্যবহার না করাই ভাল।
আমি আপনার কথা সিরিয়াসলি নিলাম!!! গল্পটা অবশ্যই সময় করে সম্পাদনা করে নেব!!!!!
আপনার মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা!
ভালোথাকুন!
২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
তাছাড়া সুন্দরী বউয়ের সাথে থাকতে হলে একটু আধটু মৌলিক অধিকার তো হারাতেই হবে নাকি??
অধিকার হারাবেন কেন ? সুন্দরী বউয়ের সাথে থাকতে হলে সব সময় তার তালে তাল মিলিয়ে নাচা তো আপনার সবচেয়ে বড় মৌলিক অধিকার । না কি; আপনার সুন্দরী বউয়ের সাথে তালে তাল মিলিয়ে পরপুরুষেরা নাচবে ??????
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দরী বউয়ের সাথে থাকতে হলে সব সময় তার তালে তাল মিলিয়ে নাচা তো আপনার সবচেয়ে বড় মৌলিক অধিকার ।না কি; আপনার সুন্দরী বউয়ের সাথে তালে তাল মিলিয়ে পরপুরুষেরা নাচবে ?????? :`<
তাইলেতো সকাল-বিকেল দুই বেলা খাওয়ার আগে ভরা পেটে পালা কইরা নাচা শুরু করা দরকার ভাই!
২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
সাঈদ হাসান চউধুরী বলেছেন: story is interesting.
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: সাঈদ হাসান চউধুরী
আমার ব্লগে আপনাকে স্বাগতম!
গল্পটা আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম!
ভালোথাকুন!
৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ এত বোকা বউ হইলে তো চরম মজাই হইতো! দেখি আমার কপালে কি জোটে!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: বিশ্বাস করেন আর নাই করেন এই বৈশিষ্ট্যগুলো যেমন :-
আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা!!!!!!!!!
অকারনে পার্সবেহন করা!!!!!!!!!!
মাসকারা লাগানোর সময় মুখ খোলারাখা!!!!!!!!!!!!!
প্রয়োজনীয় জিনিস কোথায় রেখেছে তা ভুলে যাওয়া!!!!!!!!! ইত্যাদি প্রায় সকল মেয়েরই কমন রোগ!!!
সো মজা যে টের পাবেন সেটা এখনি বলে দেয়া যায়!!!!!! তবে সংশয়ের কারন হলো মজা কতদিন স্থায়ী থাকে তা!!!!!
৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লিখেছেন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার গল্পটি ভালোলেগেছে শুনে খুশি হলাম ডানা ভাই!!
ভালোথাকবেন!
৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০
সোনামণি বলেছেন: 'হাউ টু কুক' বইটা আমাকে ধার দিতে বইলেন তো! কাজে লাগবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: সোনামণি
তুমি আপু না ভাইয়া বুঝতে পারি নাই!
তবে আপু হইলে:- এই বই দিয়া কি করবা!!!!!!!!!!!!!!! তুমি নিজেইতো বড় একজন কুক ঠিক আমার মধুমিতার মতো!! ঠিক কইছিনা!!!!!!!!!!!!!!
আর ভাইয়া হইলে:- কোন হতভাগীর খাবার খেয়ে এই উপহার দেওয়ার সাধ জাগলো ভাইয়্যু!!!!!!
৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯
তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দরী বউ বলে কথা।
মজা করেই পড়েছি ভাই। ভালো লাগা রইল ভাই ভাবি দুজনের প্রতিই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: গল্পটি মজা করে পড়েছেন শুনে ভালোলাগল !
তোমার জন্য মিনতি আপনার প্রতিও অনেক অনেক শুভকামনা!
ভালোথাকুন!!
৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১
ANIKAT KAMAL বলেছেন: ধন্যবাদের সমাপ্তি নেই বেঁচে থাকি অথবা মরে যায় কল্পনার রঙে অফরিান শুভেচ্ছা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: অনিকত কামাল
পাঠ ওমন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!!
ভালোথাকুন!
৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: মধুমিতা আমার মধুমিতা!! এই বুড়ো বয়েসেই আমর ঘুম হারাম, যাকে ভেবে ভেবে।।
কিছু অংশে নিজের অজান্তেই হেসে ফেলেছি।।
ভাললাগা টুকু জানাতেই, এই মন্তব্যের অবতারনা।।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: এই বুড়ো বয়েসেই আমর ঘুম হারাম, যাকে ভেবে ভেবে।।
খাইছেরে ভাই!
অধমরে অনুসরনে নিয়েছেন বলে কৃতজ্ঞতা !
অনেক অনেক শুভকামনা রইলো!
ভালোথাকুন!
৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
নতুন নকিব বলেছেন:
প্রিয় বিআর ভাই,
সে দিন আমার ব্লগে একটি পোস্টে আপনার মন্তব্যের উত্তরে আপনাকে শুধু একটু গুনী বলায় ব্যাপক অবাক হতে দেখেছিলাম। এবার তো দেখি আসলে আপনি ব্যাপক অর্থেই গুনী। আপনার তো মাশাল্লাহ চতুর্মুখী গবেষনা-
'বিশ্বাস করেন আর নাই করেন এই বৈশিষ্ট্যগুলো যেমন :-
আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা!!!!!!!!!
অকারনে পার্সবেহন করা!!!!!!!!!!
মাসকারা লাগানোর সময় মুখ খোলারাখা!!!!!!!!!!!!!
প্রয়োজনীয় জিনিস কোথায় রেখেছে তা ভুলে যাওয়া!!!!!!!!! ইত্যাদি প্রায় সকল মেয়েরই কমন রোগ!!!
সো মজা যে টের পাবেন সেটা এখনি বলে দেয়া যায়!!!!!! তবে সংশয়ের কারন হলো মজা কতদিন স্থায়ী থাকে তা!!!!!'
এতটুকু রেজাল্ট আমাদের সামনে তুলে ধরার জন্য একজন লড়াকু গবেষককে কত যে ছুটতে হয়েছে, কত রক্ত যে পানি হওয়ার ব্যাপার এর পেছনে থাকতে পারে- ভেবেই অবাক হই!
গবেষনা না করলেও কৃতিত্বটা আপনাকে না দিলে যে কার্পন্য হয়ে যায়!
ভাল থাকবেন, ভাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: নতুন নবিক
আমার সম্পর্কে আপনার উঁচু ধারনাটাকে মাথায় করে রাখলাম!
দোয়া করবেন আমি যেন আপনার ধারনার মতো হতে পারি!
আপনার প্রতি অনেক অনেক শুভকামনা!
ভালোথাকুন!
৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০
মনিরা সুলতানা বলেছেন: পাঞ্চ লাইন গুলো চমৎকার , নিঃসন্দেহে আপনার সেন্স অফ হিউমার ভালো !
রম্য গল্প কে রম্য হিসেবে নিয়ে ই মজা পেলাম ।
শুভ কামনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রশংসায় প্রীত হলাম মনিরা সুলতানা আপু!
এই অধমের পোস্ট পাঠ, মন্তব্য প্রদান এবং লাইক দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা!
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা!
৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২
জাহিদ অনিক বলেছেন: রাঁধতে না জানলে হেঁশেলের দোষ , এই কথা ঠিক না বললেও, আমাদের বাসায় ২০০৮ এর দিকে যখন পরিবেশ বান্ধব গ্রামীণ শক্তির "উন্নত চুলা" এলো যার কিনা ধোঁয়া বের হয় চিমনি দিয়ে ২০ ফিট উপরে তখন সেই চুলায় আগুন লাগানো ও তা দিয়ে রান্না করাটা ছিল প্রায় যুদ্ধ জয়ের মত ।
আমার তখন প্রায়ই রান্না খারাপ হলে চুলার দোষ দিত !
। তবে নতুন করে ছেড়ে দেওয়া এক পুরানো বন্ধুকে মানে ধোয়াকে গোপনে আবার বরন করে নিলাম।
সিগারেট ? কাজের কাজ করেছেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
বিলিয়ার রহমান বলেছেন: তাইলে অন্তত আপনি চুলার দোষের কথা শুনেছেন!
এসব আপাদত বাদ!!!!
আপনার যে লেখা চুরি হয় সেই খবর কি রাখেন?????????????? লেখা চিুরি পার্ট দুই দেখেন!!!
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
জাহিদ অনিক বলেছেন: দেখেছি বিলিয়ার ভাই । আপনার পোষ্ট দেখে কিছুক্ষণের জন্য হতাশা এসেছিল । কি আর করব বলেন !!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আহেন চোরদের ডান্ডা দিয়া আন্ডা বানানো শুরু কইরা দেই!
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
জাহিদ অনিক বলেছেন: আহেন চোরদের ডান্ডা দিয়া আন্ডা বানানো শুরু কইরা দেই!
বিলিয়ার তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার ল্যাজ ধরে .।.।.।.।.।।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: আমারতো কোন ল্যাজ নাই মেয়াবাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সুন্দরীতমার জ্বালা
এই জন্যেই কি গুনিজনেরা প্রেম করে সুন্দরীদের সাথে আর বিয়ে করে আটপৌড়ে!!!! হা হা হা
এটলষ্টি নূন্যতম মৗলিক অধিকারের নিশ্চয়তা বলে কথা!!!!!!!!!!!!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: ভাইজান সম্ভবত বিয়ে করেননি!!
জানি না কোন সুন্দরী কতটুকুন মৌলিক অধিকারের নিশ্চয়তা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন!
তবে এই দোয়া করি যেই সেই সুন্দরী হোকনা কেন তার মনে আপনার জন্য কিছু দয়া যেন অবশিষ্ট থাকে!
৪২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪০
ইউসুফ আলী মজুমদার বলেছেন: খুব ভাল লাগলো কিন্তু ছেলে গুলো লজ্জা পাচ্ছে।
০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫
বিলিয়ার রহমান বলেছেন: এটা কেবলই একটা গল্প। সো লজ্জা পাওয়ার কিছুতো দেখছি না ভাই!
৪৩| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৫
ওমেরা বলেছেন: এভাবেই লাই দিয়ে দিয়ে আপনারা বউদের মাথায় তোলেন আবার আপনারাই বলেন বউরা খারাপ ।
০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: এটাতো গল্প আপি!
বাস্তবতার সাথে এরতো কোন মিল নাই!
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
বিলিয়ার রহমান বলেছেন: টাইপো থাকতে পারে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!