নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে আমার বন্দি এখন
ছাই রঙা জেলের সেলে।
সত্যমিথ্যার লুকোচুরি খেলায়
প্রতিবাদ গেছি তাই ভুলে।
উদার আমি অল্প স্বল্প
মহানতো কভু নই।
পক্ষপাতদুষ্ট চোখে যে তাই
ঠিক চলছে সবকিছুই।
তবুও সকল চ্যুতি-বিচ্যুতি
যারা চোখে ধরাদেয়।
সেসব কথন কইতে থাকে
সাতান্ন ধারার ভয়।
চিনচিনে ব্যথা বুকে নিয়ে তাই
আজ চেপেছি বুলি।
বন্ধ বদন বড়ো ভাল
আসে না যে তাতে গুলি।
জনতার ভোটে জনতার সরকার
নামটি আগের মত।
প্রতিবাদ মুখর অ্যাসেম্বলিটাই
কেবল হয়েছে গত।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৬
বিলিয়ার রহমান বলেছেন: ক্লে ডল আমার ব্লগে আপনাকে স্বাগতম!
আপনার মন্তব্যের সাথে আমিও সহমত।
পাঠ , মন্তব্য + লাইকে অনুপ্রেরণা পেলাম!
ভালোথাকুন সবসময়!
২| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১
সাহসী সন্তান বলেছেন: বেশ ছন্দময় কবিতা! টপিকটাও সম-সাময়িক! আমারও মনে হয়, যদিও এদেশে সৎ সাহস দেখিয়ে সামনা-সামনি কথা বলার লোক খুব কমই আছে! তথাপি যাও বা দু'একজন ছিল, কিন্তু তাদের কণ্ঠ রোধ করে দেওয়ার অপর নামই যেন ঐ ৫৭ ধারা!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: সাহসী সন্তান আপনাকে স্বাগতম!
মন্তব্যে আপনি আমার মনের কথাটাই বলে গেছেন!
আপনার প্রতিও রইলো শুভকামনা!
ভালোথাকুন!
৩| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭
নীলপরি বলেছেন:
উদার আমি অল্প স্বল্প
মহানতো কভু নই।
পক্ষপাতদুষ্ট চোখে যে তাই
ঠিক চলছে সবটুকু।
কবিতা ভালো লাগলো ।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩
বিলিয়ার রহমান বলেছেন: নীলপরি আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম !!
ভালো থাকুন !!
৪| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪
মার্কো পোলো বলেছেন:
চিনচিনে ব্যথা বুকে নিয়ে তাই
আজ চেপেছি বুলি।
বন্ধ বদন বড়ো ভাল
আসে না যে তাতে গুলি।
চমৎকার, সাথে লাইক।
২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: মার্কো পোলো অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য দুই থাল ধইন্না!!
৫| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
বেশি ভালো হয়েছে এমনটা বলা গেলোনা ।
দ্বিতীয় স্তবকে ছন্দবিহীন ।
আর সাতান্ন ধারার ভয়ে তো সব কথন বন্ধ হয়ে যাবার কথা ! সে সব কথন কইতে থাকবে কি করে ?
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় আহমেদ জী এস ,
পাঠ , মন্তব্য , সমালোচনার জন্য ধন্যবাদ!!
ছন্দটা মেলানোর চেষ্টা করেছি। সেসব কথন কইতে থাকে সাতান্ন ধারার ভয়। আমার কাছে এইটুকোতো ঠিকই মনে হচ্ছে ভাই!!!
পাশে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা!!
৬| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: আমারও আপনার মন্তব্য ভালো লেগেছে!!
৭| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪
অতঃপর হৃদয় বলেছেন: ছন্দময় কবিতা টা দারুণ ছিল।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: অতঃপর হৃদয় আমার ব্লগে স্বাগতম!
আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ভাই!
ভালোথাকুন সবসময়!
৮| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
কলোনিয়েল সিস্টেম আমাদেরকে কলোনী করে রেখেছিল, কিন্তু যাবার সময় আমাদের প্রজাতন্ত্র দিয়ে গিয়েছিল, গণতন্ত্র শিখায়ে গিয়েছিল। আইয়ুব খানের পর, বিএনপি ও আওয়ামী লীগ গণতন্ত্রকে পদদলিত করেছে।
কথা বলার স্হান হলো পার্লামেন্ট; ওটা বাংগালীরা হোটেল হিসেবে ব্যবহার করছে; আড্ডা মারছে, খাচ্ছে, পায়খানা করছে।
কবিতা মানুষের অধিকার হরণের কাহিনী বলছে।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় চাঁদগাজী আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!
কবিতার প্রশংসায় অনুপ্রেরণা পেলাম!
ভালোথাকুন!
৯| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: কবিতা ভালো লেগেছে ।
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০
বিলিয়ার রহমান বলেছেন: খাইরুন নাহার বিনতে খলিল,
পাঠ , মন্তব্য + লাইকে অনুপ্রেরণা পেলাম!
ভালোথাকুন সবসময়!
১০| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮
জুন বলেছেন: সাতান্ন ধারার কারনে কিছু বলা গেলো না বিলিয়ার রহমান
+
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় জুনাপু
পাঠ, লাইক, মন্তব্য, প্লাস এত কিছু দিয়ে আমার মতো নবীন ব্লগারকে অনুপ্রাণিত করে গেলে!!
পাশে থাকার জন্য দুই ট্রাক কৃতজ্ঞতা!
১১| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২২
আছির মাহমুদ বলেছেন: "তবু কবিরাই এখনও কিছু বলে,
আর সব ভেসে গেছে তেলে... "
শুভেচ্ছা ভাই!
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: ভাই আছির মাহমুদ আপনাকেও শুভেচ্ছা!
পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালোথাকুন!
১২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো!
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় শাহরিয়ার কবীর মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
ভালোথাকুন!
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চমৎকার। লিখে যান
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: মুহাম্মাদ খাইরুল ইসলাম শুভেচ্ছা জানবেন!
পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালোথাকুন!
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
একটু ছন্দো পতন হয়েছে। দেখে নিয়েন।
ধন্যবাদ, জীবন মুখি ও সময় উপযোগী কবিতার জন্য
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালোথাকুন!
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাষা, শব্দ, ছন্দ অন্যান্য লেখার চেয়ে দুর্বল মনে হলো । মূল বক্তব্য স্পষ্টভাবে ফুটে উঠেনি ।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় রূপক বিধৌত সাধু আপনার মতামতের জন্য ধন্যবাদ!
ভালোথাকুন!
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২০
সায়েদা সোহেলী বলেছেন: ছবি , কবিতা দুটোই ভালো লেগেছে
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: সায়েদা সোহেলী আপনার মন্তব্যে প্রীত হয়েছি!
সুন্দর সুস্থ থাকুন!
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০
আঃ রাজ্জাক হাং বলেছেন: পড়ে খুব ভালো লেগেছে।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: আঃ রাজ্জাক হাং শুভেচ্ছা জানবেন!
পাঠ + মন্তব্যের জন্য অভিনন্দন!
ভালোথাকুন!
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৮
অনুকথা বলেছেন: চমৎকার । পড়ে ভালো লাগলো!
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যও আমার ভালোলেগেছে!
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬
ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: ঋতো আহমেদ অনুপ্রেরণা পেলাম !
ভালোথাকুন!
২০| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪০
অরুনি মায়া অনু বলেছেন: ইচ্ছের বাস্তবায়ন প্রায় অসম্ভব বিধায় সেই ঘরে তালা দিয়েছেন। সময়ের স্বীকার আমরা। এর থেকে মুক্তি সহজ নয়।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: অরুনি মায়া অনু পাঠ + মন্তব্যে মতামত প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ!
ভালোথাকুন!
২১| ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
মেহেদী রবিন বলেছেন: কি করবে ভাই লোকজন ! শিকল বাঁধা
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
বিলিয়ার রহমান বলেছেন: আমারও তাই মনে হচ্ছে।
২২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৫
সুভ্র দেব কুন্ডু বলেছেন: সুন্দর হয়েছে
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
বিলিয়ার রহমান বলেছেন: সুভ্র দেব কুন্ড,
অনুপ্রেরণা পেলাম !
ভালোথাকুন!
২৩| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
গেম চেঞ্জার বলেছেন: তারুণ্যময় কবিতা! পড়তে খুব ভাল লাগছিল।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো ব্লগারের মন্তব্য পেতে বরাবরই ভালোলাগে!!!
প্রশংসার জন্য কৃতজ্ঞতা!!
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
শরতের ছবি বলেছেন: মনের অনুভূতি ভালই প্রকাশ ঘটেছে ।ভাল লেগেছে।
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: শরতের ছবি,
আপনাকে স্বাগতম!
প্রশংসাসহ মতামতের জন্য কৃতজ্ঞতা!
২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম ভাই
২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলাগা পেয়ে আমারও ভালোলাগল ভাই!!!):
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পাঠ করলাম ।মুখ বন্ধ হয়ে আসা গুমোট আবহাওয়ার প্রেক্ষাপটে এমন একটি গনমুখী প্রতিবাদি কবিতা পাঠে লাগল ভাল । গনমুখী কবিতার স্বরূপই এমন যে, তা লিখতে গিয়ে ৫৭ ধারার কথা মনে রাখলে তা আর কবিতা হয়ে উঠবেনা , কবিতা লিখার সময় ভুলে যেতে হবে ৫৭ ধারার কথা । পথ জানা না থাকলে গন্তব্যকে খুঁজে পাওয়া যায় না। কবিতার ক্ষেত্রেও একই কথা । কেন লিখছি, কিভাবে লিখছি, কাদের জন্য লিখছি এ বিষয়টি যদি ফুটে না উঠে তাহলে গণমুখী কবিতা লেখা হয়ে উঠবে না। আমাদের কবিতা কি পাঠকের সেই দুয়ারে পৌঁছতে পেরেছে, না গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে? আমাদের উত্তরসূরি যারা গনমুখী কবিতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তাদের পথটাই বা কী এসব বিষয় গভীরভাবে অনুসন্ধান করতে হবে যেমনটি বলা হয় কাব্য নয়কো কেবল ছন্দোবদ্ধ মিষ্টি শব্দের কথার বাহার , কাব্যে থাকবে গনমানুষের হৃদয় নিংরানো শব্দ সার, যেথায় অনাচার সেথায় কবিতা তুলবে তার ঝংকারিত শব্দ সম্ভার ।
নজরুলের কথা এখনো আমাদের সমাজের জন্য প্রযোজ্য।
“মহা বিদ্রোহী রণ কান্ত/আমি সেই দিন হব শান্ত
যবে উৎপীড়িতদের ক্রন্দন রোল/আকাশে বাতাসে ধ্বনিবে না।”
তাঁর কবিতায় তির্যক বক্তব্য লক্ষ করা যায়।
“আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন
আমি খেয়ালী বিধির বক্ষ কবির ভিন্ন।”
এভাবে জোরে ধাক্কা না দিতে পারলে কোনো কাজ হবে না। কবিতা পড়ে যদি পাঠক জনতার মুক্তির কাতারে সরে না আসতে পারে, তাহলে সেটা গনমুখী কবিতা হতে পারে না। তাইতো এখানে দেখা যায় কবিতাটি কিভাবে উঠে এসেছে গনমুখী কবিতায়
চিনচিনে ব্যথা বুকে নিয়ে তাই
আজ চেপেছি বুলি।
বন্ধ বদন বড়ো ভাল
আসে না যে তাতে গুলি।
ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা রচনার জন্য ।
শুভেচ্ছা রইল
২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
বিলিয়ার রহমান বলেছেন: ডঃ এম এ আলী ভাই আপনার সুন্দর,গঠনমূলক, অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য শুভেচ্ছা!!আশারাখি পাশে থেকে এমন অনুপ্রেরণা দিয়ে যাবেন অবিরত।
আপনার সুস্থতা কামনা করছি, ভালোথাকুন সবসময়।
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৮
জীবন সাগর বলেছেন: সুপ্রভাত ভাই।
কবিতা সুন্দর হয়েছে। ভালো লাগলো।
শুভকামনা রইল
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৯
বিলিয়ার রহমান বলেছেন: জীবন সাগর
কষ্ট করে পুরানো কবিতায় এসে আপনার ভালোলাগা জানিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা !
ভালোথাকুন!
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে প্রতিবাদ করার মতো কোনো প্রতিবাদী অ্যাসেম্বলিতে জেতেই পারেনা এখন।
সাতান্ন ধারা কিন্তু ভাই সবাই ভয় করে না। এটা কেবল ভালো মানুষদের জন্যই ভয়ের!!! দুষ্টরা ঠিকই আছে আগের মতোই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন
কষ্ট করে পুরণো পোস্টে এসে মন্তব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!
ভালোথাকুন!
২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪
নিষ বলেছেন: চমৎকার কথিকা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯
বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে ২৩০০ তম মন্ব্য করে যাওয়ায় আপনাকে ধন্যবাদ!
ভালো থাকুন!
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮
ক্লে ডল বলেছেন: ছবি বাছাই ভাল হয়েছে।
দেওয়ালে পিঠ ঠেকলে, ইচ্ছে গুলো হয়ত আর বন্দি থাকবে না, সব ইচ্ছেরা নেমে আসবে রাজপথে, করবে মুক্তির আন্দোলন!