নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে দিনের সেই তপ্ত দুপুরে
হরিৎ রঙা কৃষ্ণচূড়ার ছায়ায়
আবীর রাঙা ফুল হাতে লয়ে
আমি ছিলাম কান্তা তোমার অপেক্ষায়।
বাবুই পাখিরা উড়ছিল দল বেঁধে
দক্ষিণা বাতাসে পাখা নেড়ে নেড়ে।
ডালিয়া ,জবা আর চাঁপা ফুলে
মৌমাছিরা সব নাচছিল অদূরে।
তোমার জন্য এনেছিলাম ভেরেন্ডা ফুল
আমি নীল ভোমরা হব বলে।
এনেছিলাম লাল পদ্ম, হলুদ গাঁদা
গুজে দিতে তোমার ঘন কুন্তলে।
সেই সব কুসুমেরা তোমার স্পর্শে
সৌরভের শোভা ছড়ানোর আগে।
তোমার ক্লান্ত দেহ লুকিয়ে ছিলো
আলু থালু আর দূর্বার বাগে।
সেই থেকে ছেড়েছি কৃষ্ণচূড়ার ছায়া
উদভ্রান্ত হাটছি বিজন কান্তারে
হাজার রঙের প্রজাপতি ফরিঙের ভিড়ে
তোমায় খুঁজে ফিরেছি বেঘোরে ।
শ্রান্ত হৃদয়ে শীতল সমীর হয়ে
ফের কোন এক তপ্ত দুপুরে
কান্তা আমার শিউলি ফুল হয়ে
আসবে কী দেখতে তোমার ভোমরারে ?
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য অভিবাদন!
ভেরেন্ডা আরো আনা উচিত ছিলো বুঝি???
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলেগেছে
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন বাবু ভাই!
ভালোথাকুন !
৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার মিহি, কোমল অনুভুতি
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৮
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য অভিবাদন প্রিয় চাঁদগাজী !
ভালোথাকুন !
৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
ভেরেন্ডার তেলে সুন্দর একটি কবিতার গন্ধ মনে হয় একটু কেমন কেমন হয়ে গেলো !
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: সম্পাদনা করেছি !
ভেরেন্ডা শব্দটির পরিবর্তে হওয়া উচিত ছিল ভেরেন্ডা ফুল!
কবিতাটি সুন্দর করতে সাহায্য করায় ধন্যবাদ ভাই আহমেদ জী এস !
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭
শরতের ছবি বলেছেন:
প্রকৃতি মিশ্রিত স্নিগ্ধ ভালবাসা । ভাল লেগেছে ।
কবির কোমল অপেক্ষার অবসান হউক ।
আগের মন্তব্যে একটু ভুল হয়েছে ।ওটা ডিলিট দিয়ে দিন।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক আছে তাই হোক!
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: শরতের ছবি শুভেচ্ছা জানবেন!
শুভকামনা জানানোর জন্য অভিবাদন!
ভালোথাকুন!
৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালোবাসার সুন্দর কাব্যে ভালোলাগা একরাশ
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় সাদা মনের মানুষ শুভেচ্ছা জানবেন!
পাঠ + মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
ভালোথাকুন!
৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১
ক্যাক্টাস বলেছেন: ভাল লেগেছে।সবার সাথে একই সুরে বলবো অপেক্ষার অবসান হউক।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: ক্যাক্টাস আমার ব্লগে স্বাগতম!
পাঠ, লাইক, মন্তব্যে অনুপ্রেরণা পেলাম!
ভালো থাকুন!
৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৭
অরুনি মায়া অনু বলেছেন: অপেক্ষা আর চাইনা। অপেক্ষা খুব কষ্ট দেয়। কবিতায় অপেক্ষার বর্ণনা ভাল লেগেছে।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম!
ভালো থাকুন সবসময়!
৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯
জুন বলেছেন: বিলিয়ার রহমান আপনি একজন জাত কবি তার প্রমান আপনার কবিতাগুলো। কিন্ত এখানে ভেরেন্ডা শব্দে আমার কিছুটা আপত্তি রয়েছে। আশাকরি আমার কথায় আপনি কিছু মনে করবেন না। এই ভেরেন্ডা জিনিসটি গ্রামে সহজলভ্য। আবার তুচ্ছার্থে ও এর বহুল ব্যবহার রয়েছে। যেমন "কি করো মনু ? ভেরেন্ডা ভাজো"।
দেশে গ্রামে কত ফুল লতা পাতা আছে তেমন কিছু আপনার কবিতার নায়িকার জন্য নিয়ে আসলে ভালো হতো না?
কবিতায় প্লাস
+
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: সম্পাদনা করেছি !
ভেরেন্ডা শব্দটির পরিবর্তে হওয়া উচিত ছিল ভেরেন্ডা ফুল!ভেরেন্ডা ফুলের প্রতি ভ্রমরের(প্রেমিকার প্রতি প্রমিকের) বিশেষ আকর্ষণ বোঝানোই ছিল ভেরেন্ডা ফুল শব্দটি ব্যবহার করার কারন!
কবিতাটি সুন্দর করতে সাহায্য করায় ধন্যবাদ জুনাপু !
১০| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন ভাইয়া
ভাল লাগা রইল অনেক
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য, লাইকে অনুপ্রাণিত হলাম!
ভালোথাকুন সবসময়!
১১| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮
অন্তু নীল বলেছেন: ভালো লাগা রেখে গেলুম।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: অন্তু নীল শুভেচ্ছা জানবেন!
পাঠ + মন্তব্যের জন্য অভিবাদন!
ভালোথাকুন সবসময়!
১২| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: পাশে থেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ সুমন ভাই!
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯
অঞ্জন ঝনঝন বলেছেন: কবিতা ভাল লাগছে। কিন্তু ভেরেন্ডা কি জিনিস চিনতে পারলাম না
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০২
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম!
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩
বিলিয়ার রহমান বলেছেন: ভাই ভেরেন্ডা হল এক প্রকার তেলবীজ। আমার কাছে এর কোন ছবি নেই তাই আপনাকে দেখাতে পারলাম না!
ভালো থাকুন!
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯
অঞ্জন ঝনঝন বলেছেন: কবিতা ভাল লাগছে। কিন্তু ভেরেন্ডা কি জিনিস চিনতে পারলাম না
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৯
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো লিখেছেন।
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪
বিলিয়ার রহমান বলেছেন: খাইরুন নাহার বিনতে খলিল শুভেচ্ছা জানবেন!
মন্তব্যে প্রীত হয়েছি!
ভালোথাকুন সবসময়!
১৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২০
মেহেদী রবিন বলেছেন: প্রতীক্ষার অবসান হোক। অনেক ভালো লেগেছে
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম!
মেহেদী রবিন ভালোথাকুন!
১৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৪
মার্কো পোলো বলেছেন:
শ্রান্ত হৃদয়ে শীতল সমীর হয়ে
ফের কোন এক তপ্ত দুপুরে
কান্তা আমার শিউলি ফুল হয়ে
আসবে কী দেখতে তোমার ভোমরারে ?
রোমান্টিক আবহে লেখা। চমৎকার। কান্তার দেখা হোক, অপেক্ষার প্রহর শেষ হোক।
১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০
বিলিয়ার রহমান বলেছেন: এ অপেক্ষা শেষ হওয়ার নয়। কান্তা তো আর এ জগতেই নাই।এটা বোঝাতেইতো লিখেছি
তোমার ক্লান্ত দেহ লুকিয়ে ছিলো
আলু থালু আর দূর্বার বাগে।
তাই কান্তাকে খুঁজছি অন্য কোন কায়ায় যেমন:- প্রজাপতি, ফড়িং, শিউলি ফুল ইত্যাদিতে
হাজার রঙের প্রজাপতি ফরিঙের ভিড়ে
তোমায় খুঁজে ফিরেছি বেঘোরে ।
শ্রান্ত হৃদয়ে শীতল সমীর হয়ে
ফের কোন এক তপ্ত দুপুরে
কান্তা আমার শিউলি ফুল হয়ে
আসবে কী দেখতে তোমার ভোমরারে ?
১৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৫
মার্কো পোলো বলেছেন:
আহা! শোকে রোমান্টিকতা হারিয়ে গেল। অপেক্ষা করে কি হবে আর, সে যদি নাই আসে আর!
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০
বিলিয়ার রহমান বলেছেন:
১৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: লয়ে, কুন্তল শব্দগুলো ভালো লাগে না। ঠেলে পেছনে নিয়ে যায়।
কবিতা ভালো লেগেছে। আপনি বেশ পোক্ত লেখিয়ে।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রানিত হলাম!
প্রিয় রাজপুত্র আমার ব্যাকডেটেট শব্দ নিয়েই কবিতা লিখতে ভাল লাগে। তাই অজান্তেই শব্দগুলো চলে আসে।
ভালোথাকুন!
২০| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
লেখা পাগলা বলেছেন: ভাল লেগেছে ।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৫
বিলিয়ার রহমান বলেছেন: লেখা পাগলা শুভেচ্ছা জানবেন!!
আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রানিত হলাম!
ভালোথাকুন!
২১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: চা এর জন্য ধন্যবাদ!
কামাল ভাই এটা কি চা??
২২| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: দৃষ্টিসীমান আপনাকে শুভেচ্ছা!
পাঠ, লাইক , মন্তব্যের জন্য কৃতজ্ঞতা!
২৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২০
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগসে। ভেরেন্ডা কি জিনিস জানতে মনে লয়।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম!
ভেড়েন্ডা এক প্রকার তেলবীজ! আমাদের এলাকায় এটা ভেরন নামে বেশি পরিচিত!
২৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: বিলিয়ার রহমান আপনার কবিতাটি ভালো লেগেছে তা আগেই বলেছি।
আমার এই মন্তব্যটি ভেড়েন্ডা নিয়ে। অনেককেই দেখলাম ভেড়েন্ডা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য;
ভেড়েন্ডা (Castor) দ্বিবীজপত্রী Euphorbiaceae গোত্রের উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় উদ্ভিদ প্রজাতি Ricinus communis। ভেরেন্ডা রেড়ী নামেও পরিচিত। ভেড়েন্ডা ছোটখাটো উদ্ভিদ।
ভেড়েন্ডার আদি নিবাস সম্ভবত আফ্রিকা। এর ব্যাপক আবাদ হয় ভারত, মেক্সিকো ও ব্রাজিলে। বাংলাদেশে সর্বত্র জন্মে, গ্রামাঞ্চলে কেউ কেউ বসতভিটার আশেপাশেরোপণ করে, কিংবা বনেবাদাড়ে আপনিতে জন্মে। মার্চ-এপ্রিল মাসে বীজ বপন করতে হয়। গাছে ফুল ও ফল হয় আগস্ট-সেপ্টেম্বরে।
ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী জেলায় বেশি চাষ হয়। বীজে তেলের পরিমাণ হয় ২০-৫০%। ভেরেন্ডার তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা যায় না।তবে এ তেল কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং বিভিন্ন শিল্পকার্যে ব্যবহূত হয়। বার্নিশে, উন্নতমানের সাবান তৈরিতে, কলকারখানার যন্ত্রপাতি পিচ্ছিলকরণে এবং কৃত্রিম চামড়া তৈরিতে ভেরেন্ডার তেল ব্যবহূত হয়। তদুপরি প্রকৃত চামড়া ড্রেসিং এবং রং ও প্লাস্টিক সামগ্রী তৈরিতেও কাজে লাগে ।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর তথ্যপূর্ণ মন্তব্য করায় আপনাকে অভিনন্দন!
ভালোথাকুন!
২৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৭
কবি মাহবুবুর রহমান বলেছেন: sobdogulo norom tultule sobuj gaser moto .opekhkha kora kosto hochsena sathe gasforing tay
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪১
বিলিয়ার রহমান বলেছেন: কবি মাহবুবুর রহমানুভেচ্ছা জানবেন!
পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ!
২৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৯
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ ভাল লেগেছে। নিজের মতই লেখুন।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
পাশে থাকার জন্য ধন্যবাদ!
২৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৪
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: পড়ে ভালো লাগলো!
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: স্বপ্নের_ফেরিওয়ালা শুভেচ্ছা জানবেন!
মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
ভালোথাকুন!
২৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৮
আনাল হক্ব বলেছেন: ভাল।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: আনাল হক্ব আমার ব্লগে আপনাকে স্বাগতম!
আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রাণিত হলাম!
ভালোথাকুন!
২৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো...
শুভকামনা...
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: অদৃশ্য মন্তব্যে প্রীত হলাম!
লাইকের জন্য কৃতজ্ঞতা!
পাশে থাকার জন্য ধন্যবাদ!
ভালেঅথাকুন!
৩০| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২
জেন রসি বলেছেন: প্রকৃতির সাথে অনুভূতির মিশেল। ভালো লেগেছে।
২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় জেন রসি পাঠ , লাইক , মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন।
ভালোথাকুন সবসময়।
৩১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
শ্রান্ত হৃদয়ে শীতল সমীর হয়ে
ফের কোন এক তপ্ত দুপুরে
কান্তা আমার শিউলি ফুল হয়ে
আসবে কী দেখতে তোমার ভোমরারে ?
পড়ে ভালো লাগলো +++++
ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩১
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় শাহরিয়ার কবীর অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য অভিবাদন!
পাঠ + লাইকের জন্য থ্যাংকস!
৩২| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১
অনুকথা বলেছেন: চমৎকার লিখেছেন ।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম!
ভালোথাকুন!
৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা তেমন একটা বুজিনা তবুও পাঠ করলাম বুঝবার চেষ্টা করলাম!
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: আবার পড়েন!!!
হয়তো বুঝতে পারবেন!
৩৪| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল কবিতা!
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১
বিলিয়ার রহমান বলেছেন: সুপ্রিয় গেম চেঞ্জার,
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: শুধুই দুমুঠো ভেরেন্ডা?
অপেক্ষার অবসান হোক!