নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে আমার বৃষ্টি হবার
ঝিরঝিরিয়ে ঝড়তে।
রামধনুকের ডগায় চড়ে
দূর আকাশে উড়তে।
ইচ্ছে জাগে নদীর পারের
ডাহুক পাখি হওয়ার।
দক্ষিণা হাওয়ায় পাখা মেলে
শূন্যে মিশে যাওয়ার।
কিরণ হওয়ার ইচ্ছে আমার
ছড়িয়ে দিতে আলো।
আপন তেজে জ্বলে উঠে
রুখতে আঁধার কালো।
অনন্তবার ইচ্ছে করে
পুবের হাওয়া হয়ে।
গুঁড়িয়ে দিতে অসুর সবি
তুফান হাতে লয়ে।
ইচ্ছে যখন স্বপ্ন হওয়ার
নবীন কচি মনে।
বিপ্লবের গান ছড়িয়ে দিতে
অযুত নিযুত জনে।
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৭
বিলিয়ার রহমান বলেছেন: কষ্ট করে এসে গন্ধ শোঁকা + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা গুরুজি।
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
একটা সময় ছিল ১৯৮০-২০০০ এই সময়ে বিপ্লব ভাবটা বেশ মানাত। এখন আধুনিক যুগের মানুষের সে তেজ আর নেই। কর্রপোরেট পণ্য আর কর্পোরেট জীবিকা তাদের মানবতার মুখে কুলুপ এটে দিয়েছে। তাদের বিদ্রোহ বলে কিছু নাই। এক জন প্রতিবাদী হলে দশজন স্যারের চামচা হয়ে যায়। বিদ্রোহী আর হয় না, তবে গুপ্তঘাতক সবাই হতে চায়। তবে আপনি ভিন্নটি হতে চেয়েছেন। ধন্যবাদ!
কবিতা খুব ভাল লেগেছে। প্লাস++
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় কবি ভ্রমরের ডানা, সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্লাসে প্রীত হলাম।
ভালোথাকুন।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শূন্য/
ভালো লেগেছে। আর ভ্রমরের সাথে একমত।
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় দিশেহারা রাজপুত্র, ব্লগিং এর শুরুর দিন থেকে আজ অবধি যে অনুপ্রেরণা আপনি দিয়ে যাচ্ছেন তার জন্য আমি কৃতার্থ।
সুন্দর ,সুস্থ থাকুন।
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১
বিলিয়ার রহমান বলেছেন: চারদিকের অসুরদের কর্মকান্ডে কমবেশি সবাই ক্লান্ত ভাই। সাধারন মানুষদের এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ সময়ের দাবি।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শূন্য/
ভালো লেগেছে। আর ভ্রমরের সাথে একমত।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি শুভেচ্ছা জানবেন।
অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে অভিনন্দন।
ভালো থাকুন সবসময়।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৭
কালপুরুষ কালপুরুষ বলেছেন: দারুণ লিখেছেন ভাই।
অনেক শুভেচ্ছা রেখে গেলাম।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: কালপুরুষ শুভেচ্ছা জানবেন।
আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।
ভালোথাকুন।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
মার্কো পোলো বলেছেন:
চমৎকার লেখনী। আপনার কবিতার ফ্যান হয়ে যাচ্ছি। বিশেষকরে 'ও রমণী সওয়ারী হবে কি' কবিতা অসাধারণ ছিল, অনেক ভাল লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: যে পরিমান গরম পরছে তাতে কিছু ফ্যানের তো দরকার আছে ভাই। হা হা হা
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০
বিলিয়ার রহমান বলেছেন: মার্কো পোলো মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আশারাখি পাশে থাকবেন সবসময়।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর কবিতা।অনেক ভালো লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
খাইরুন নাহার বিনতে খলিল ভালো থাকুন।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২১
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: বিলিয়ার রহমান ৬ নম্বর মন্তব্যটি মুছে ফেলার অনুরোধ জানাচ্ছি।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
বিলিয়ার রহমান বলেছেন: ঠিক আছে তাই হবে।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০
সুমন কর বলেছেন: অনন্তবার ইচ্ছে করে
পুবের হাওয়া হয়ে।
গুঁড়িয়ে দিতে অসুর সবি
তুফান হাতে লয়ে। -- ভালো হয়েছে।
+।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২
বিলিয়ার রহমান বলেছেন: চারদিকের অসুরদের কর্মকান্ডে কমবেশি সবাই ক্লান্ত ভাই। সাধারন মানুষদের এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ সময়ের দাবি।
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: বরাবরের মতো অনুপ্রেরণা দিয়ে গেলেন দাদা।
পাঠ মন্তব্য প্লাসের জন্য কৃতজ্ঞতা।
ভালোথাকুন।
১১| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১
ভীনদেশী বলেছেন: ইচ্ছে যখন স্বপ্ন হওয়ার
নবীন কচি মনে।
বিপ্লবের গান ছড়িয়ে দিতে
অযুত নিযুত জনে।
অসাধারন লিখেছেন।++
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ভীনদেশী আপনার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।
১২| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৫
নাসের গ্যাং ০০৭ বলেছেন: বেশ লিখেছেন। চালিয়ে যান।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৭
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
অনেক অনেক শুভকামনা।
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৬
নাসের গ্যাং ০০৭ বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১২
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য কৃতার্থ নাসের ভাই।
১৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
অনুকথা বলেছেন: ভালো হয়েছে।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৪
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ, মন্তব্য, লাইকের জন্য অভিনন্দন।
ভালোথাকুন!
১৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
অনুকথা বলেছেন: ভালো হয়েছে।
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
সুন্দর যতো ইচ্ছে .............
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২০
বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই কষ্ট করে পাঠ + মন্তব্য করে অনুপ্রাণিত করলেন।
আসলে সত্যি বলতে কি আপনাদের মতো সিনিয়ার ব্লগারেরা জুনিয়রদের পাশে না থাকলে হয়তো সামু থেকে অনেক ব্লগারই হারিয়ে যেত।
আপনার প্রতি কৃতজ্ঞতা ভাই।
১৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪০
এস আই সুমন বলেছেন: ভাল লাগলো,ভাবনাটা দারুন ছিল।
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: এস আই সুমন মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন সবসময়।
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৭
অঞ্জন ঝনঝন বলেছেন: "ইচ্ছে আমার নষ্ট হবার
আজ আমি নষ্ট হবো।
আর কতদিন মুখোশ পরে
নিজের মনেই কষ্ট পাবো"
এটা হচ্ছে এখনকার সমাজের বাস্তবতা। আপনার ভাবনাগুলো সবার ধারন করা দরকার। ছোটবেলায় এমন সুন্দর সুন্দর কথা সম্পন্ন লেখাগুলো পড়া হত
০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: অঞ্জন ঝনঝন শুভেচ্ছা জানবেন।
পাঠ+মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ভালোথাকুন।
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪৮
শিপন মোল্লা বলেছেন: সহজ সরল কথার বাঁকগুলো আর শব্দের বৈচিত্র্য আমায় মুগ্ধ করেছে।
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭
বিলিয়ার রহমান বলেছেন: শিপন মোল্লা শুভেচ্ছা জানবেন।
মন্ততব্যে অনুপ্রাণিত করলেন।
ভালোথাকুন!
২০| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
বিপ্লব হলো, কম সময়ে আমুল পরিবর্তন করা; দক্ষতা থাকলে, আজ সময়ের সাথে পরিচিত তত্বের সমন্ময় ঘটায়ে আধুনিক বিপ্লব ঘটানো সম্ভব।
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় চাঁদগাজী পাঠ+মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ভালোথাকুন।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: পূর্ণ হোক ইচ্ছে! শুভ কামনা রইলো ।
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় রূপক বিধৌত সাধু মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন সবসময়।
২২| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১২
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ইচ্ছেরা পূর্ণতা পাক.......ভালোলাগা জানিয়ে গেলাম
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
প্রিয় ব্লগার সাদা মনের মানুষ ভালোথাকুন।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন:
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আজ যদি ক্ষুদিরাম
ঘটাতো সে ঘটনা
সন্ত্রাসী আর জঙ্গীর
পেতো বড় তকমা!
চেতনার বোধ গুলো
মরেছে বহু আগে
এখন কে বড় চামচ
তার জন্যে আগে- ভাগে!
বিপ্লবের নতুন ধারার
দিতে হবে জনম
সমেয়র পাল্লায়
বদলে দিয়ে নাম!
তবেই যায় করা আশা
স্বপ্ন পূরণ হবে খাসা
০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ও কবি বলতে পারো
তুমি কি করে ধরো
আমার হৃদয়ের কথাগুলো
যা তোমার কবিতায় তোলো।
সবার অলক্ষ্যে হৃদয়ে আমার
যে কল্পনা একে য়ায়
তাইতো তোমার কবিতার খাতায়
আমি খুঁজে পাই!!
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫
নীলপরি বলেছেন: ইচ্ছে হচ্ছে সামুর নোটিফিকেশন ঠিক হোক ! আমার নোটিফিকেশন সমস্যা চলছে !
আপনার কবিতা খুব ভালো লাগলো ।
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: নীলপরি পাঠ+মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ভালোথাকুন।
২৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
শায়মা বলেছেন: বাহ বাহ !!!!!!! দারুন ইচ্ছে!!!!!!!!!
১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ মন্তব্য + লাইকের জন্য কৃতজ্ঞতা।
ভালোথাক শায়মাপু!!
২৭| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২০
মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে
১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২
বিলিয়ার রহমান বলেছেন: মেহেদী রবিন মন্তব্যে অনুপ্রেরনা পেলাম।
ভালোথাকুন।
২৮| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮
খায়রুল আহসান বলেছেন: পনার এসব সুন্দর সুন্দর ইচ্ছেগুলোর কথা জেনে খুব ভাল লাগলো। সুন্দর ছন্দে সুন্দর কবিতা... কবিতায় + +।
ভ্রমরের ডানা (২) এবং বিদ্রোহী ভৃগু (২৪) দুটো সুন্দর মন্তব্য রেখে গেছেন। তাদের মন্তব্যে + +।
২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: কবি আপনার প্লাস বরাবরই আমার অনুপ্রেরণার উৎস!
সামুতে আমার জন্মলগ্ন থেকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা!
ভালোথাকুন!
২৯| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
গেম চেঞ্জার বলেছেন: তারুণ্যময় কাব্য! পড়তে বেশ লেগেছিল!!
২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম ভাই!!
ভালো থাকুন সবসময়!!
৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩১
ফরিদ আহমাদ বলেছেন: বিপ্লবী ছড়াকার।।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
বিলিয়ার রহমান বলেছেন: ফরিদ আহমাদ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৮
পথহারা মানব বলেছেন: ভাল...বিপ্লবের গন্ধ পাচ্ছি।