নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলিয়ার রহমান রিয়াজ
ও রমণী সওয়ারি হবে
আমার নায়ে আজ।
মাস্তুলেতে দেবো তবে
পদ্ম ফুলের সাজ।
নীল আকাশের মেঘ দেবো
দেবো বৃষ্টির ফোঁটা।
চালতে ফুলের সুবাস দেবো
দেবো চাইবে যেটা।
নদীর ঢেউকে দেব ছুঁতে
শোনাবো কোকিলা গান।
দুঃখ সব মিলিয়ে দেবো
করিয়ে রৌদ্র স্নান।
ও রমণী সওয়ারি হবে
আমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
দূর অজানায়।
ঢাকা
০১ অক্টোবর
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১
বিলিয়ার রহমান বলেছেন: ভালোলাগা নিলাম প্রিয় সাদা মনের মানুষ ।
ভালো থাকুন।
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন:
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৭
বিলিয়ার রহমান বলেছেন:
৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৮
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: খুব ভালো হয়েছে।
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন।
৪| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু শুভ্র ভাই।
৫| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৪
ছায়াহরিণ বলেছেন: বাহ! দারুণতো!!
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২
বিলিয়ার রহমান বলেছেন: বাহ! দারুণ কমেন্ট করেছেন দেখছি!!
৬| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬
ছায়াহরিণ বলেছেন: বাহ! দারুণতো!!
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩
বিলিয়ার রহমান বলেছেন:
৭| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯
নাসের গ্যাং ০০৭ বলেছেন: তোমায় নিয়ে হারিয়ে যাব
সুখের দূর অজানায়।
হারিয়ে যাওয়ার দরকার নেই আমাদের সাথে থাকুন।
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: না হারিয়েই যাব!!
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: নাহ!!!!
হারিয়েই যাব!!
৮| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬
ভীনদেশী বলেছেন: অসাধারণ কবিতা !!
ভালোলাগা জানিয়ে গেলাম !
০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভীনদেশী ভালো থাকুন।
৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬
ভীনদেশী বলেছেন: অসাধারণ কবিতা !!
ভালোলাগা জানিয়ে গেলাম !
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫
বিলিয়ার রহমান বলেছেন:
১০| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯
অনুকথা বলেছেন: সুন্দর+++
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: অনুকথা শুভেচ্ছা জানবেন।
অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালোথাকুন।
১১| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৭
প্রথমকথা বলেছেন: ও রমণী সওয়ারি হবে
আমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
সুখের দূর অজানায়।
সুন্দর লেখা, সমাপ্তিও খুব সুন্দর হয়েছে।
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
ভালোথাকুন সবসময়।
১২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এতক্ষণে তো রমণীর গলে মোম হয়ে যাওয়ার কথা! সুন্দর হয়েছে ।
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: রমণীর লজ্জায় লালও হওয়ার কথা!!!!!
১৩| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক সুন্দর।
নতুন কোন সুখের ঠিকানাই
নতুন করে নতুন বিশ্ব গড়া
ভালো লাগলো পড়লাম একটা
অসম্ভব সুন্দর ছড়া
শুভকামনা করছ..
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সামিউল ইসলাম বাবু আপনি ভালো থাকুন।
১৪| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক সুন্দর।
নতুন কোন সুখের ঠিকানাই
নতুন করে নতুন বিশ্ব গড়া
ভালো লাগলো পড়লাম একটা
অসম্ভব সুন্দর ছড়া
শুভকামনা করছি
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩
বিলিয়ার রহমান বলেছেন:
১৫| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪
মার্কো পোলো বলেছেন:
বাহ! দারুণ।
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
মার্কো পোলো ভালো থাকুন।
১৬| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৯
পবন সরকার বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ ভাই
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৯
বিলিয়ার রহমান বলেছেন: ভাই পবন সরকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আপনার প্রতি রইল শুভেচ্ছা।
১৭| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৯
হাতুড়ে লেখক বলেছেন: সুধু লাস্টের লাইন ভাল্লাগে নাই। শব্দগুলো খাপছাড়া মনে হচ্ছে। উচ্চারণ করে সুখ পাইলাম না।
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সবারতো সবকিছু ভালো লাগে না ভাই!!
১৮| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৬
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
ও রমণীকে নিয়ে ছন্দবদ্ধ কবিতার নায়ে সুখের দূর অজানায় ভেসে যাওয়া ..................
০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০
বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই আপনার প্রতি রইলো শুভেচ্ছা।
সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
১৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৪
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: দারুন লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।
নীলপরি ভালোথাকুন।
২০| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৭
পথহারা মানব বলেছেন: বিল্লু বিল্লু তুমি এত সুন্দর কবিতা লিখ.।বাহ! বাহ!
শব্দটা হবে সওয়ার।
সওয়ারী- কোন যানবাহন কে বুঝায়!
সওয়ার- আরোহন !
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২
বিলিয়ার রহমান বলেছেন: বাহ গুরু! বাহ!! তুমি এতো সুন্দর করে কমেন্ট কর!!!
শব্দটা “সওয়ারি”-ই হবে গুরু(স. বা. অ.- পৃষ্ঠা নং- ৫৩৩)।
২১| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
সুমন কর বলেছেন: ছন্দময় এবং সুন্দর।
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
সুমন ভাই আপনি ভালো থাকুন।
২২| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো । এগিয়ে যান , শুভাশিস রইল।
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি হাফেজ আহমেদ।
ভালোথাকুন।
২৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
"নীল আকাশের মেঘ দেবো
দেবো বৃষ্টির ফোঁটা।
চালতে ফুলের সুবাস দেবো
দেবো চাইবে যেটা। "
-এগুলো দিতে শুধু কথার দরকার, কাজের দরকার নেই!
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: বলতে পারেন কথায় চিড়ে ভেজানোর একটা প্রচেষ্টা !!!
২৪| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
জুন বলেছেন: সুন্দর সহজ সরল কবিতায় অনেক ভালোলাগা বিলিয়ার রহমান।
+
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪
বিলিয়ার রহমান বলেছেন: জুন শুভেচ্ছা জানবেন।
প্লাসের জন্য কৃতজ্ঞ।
আপনার ভালোলেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।
ভালোথাকুন।
২৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২
পথহারা মানব বলেছেন: আমি ই-কার আর ঈ-কারের কথা বলি নি? সওয়ারি শব্দে ই-কার হবে এটা ঠিক আছে? জানতে চেয়েছি দুটো শব্দের অর্থ (সওয়ার ও সওয়ারি) এবং তোমার কবিতায় কোনটা বসবে?
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭
বিলিয়ার রহমান বলেছেন: সওয়ার--অশ্বারোহী;আরোহী।
সওয়ারি--আরোহী;যানবাহনের যাত্রী;পালকি নৌকা ইত্যাদি(সংক্ষিপ্ত বাংলা অভিধান, ৫৩৩ পৃষ্ঠা)
আমার কাছে তাই “সওয়ারি” শব্দটিকেই উপযুক্ত মনে হয়েছে প্রিয় গুরু অব হিউমার!!
২৬| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭
শামছুল ইসলাম বলেছেন: সহ্জ, সুন্দর ও ছন্দময়।
ভাল থাকুন। সবসময়।
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩০
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম!!
গতকালকের লাইক + পাঠ এবং আজকের মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
আপনিও ভালো থাকুন সবসময়।
২৭| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০
দিয়া আলম বলেছেন: অসাধারণ অসাধারণ
০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: দিয়া আলম শুভেচ্ছা জানবেন।
পাঠ ,লাইক + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।
২৮| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
কথার মধ্য দিয়েই হৃদয় নিজের ভাবকে প্রকাশ করে
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩০
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় চাঁদগাজী সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
সুস্থ সুন্দর ভালোথাকুন।
২৯| ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর, সহজ ও সাবলীল কবিতা। আমার কাছে ভাল লেগেছে, তাই "লাইক" দিলাম। তবে আমার দুটো কথাও আছেঃ
১। পদ্ম ফুলেল সাজ -- কবিতার যে সুন্দর ও সাবলীল ছন্দ, তাতে ফুলেল কথাটাকে বদলে সহজ করে ফুলের বললে বোধহয় একটু বেটার শোনাতো।
২। শেষ চরণে সুদূর অজানায় এর বদলে দূর অজানায় লিখলে ছন্দটা আরেকটু শ্রুতিমধুর হতো।
বাকীটা আপনার বিবেচনা।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ ,লাইক + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
আপনার পরামর্শ অনুসারে সম্পাদনা করেছি।
ভালোথাকুন।
৩০| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮
মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে বিলিয়ার ভাই
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: ভাই মেহেদী রবিন পাশে থাকার জন্য ধন্যবাদ।
৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে লিখাটি...
শুভকামনা...
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০
বিলিয়ার রহমান বলেছেন: অদৃশ্য শুভেচ্ছা জানবেন।
আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।
ভালোথাকুন সবসময়।
৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: আমার সাজেশনটুকু (পরামর্শ বলছি না) গ্রহণ করার জন্য অশেষ ধন্যবাদ। প্রীত হ'লাম।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: কবিতাটি সুন্দর করতে সাহায্য করায় আপনার প্রতি কৃতজ্ঞতা।
৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬
প্রামানিক বলেছেন: অসাধারণ। খুব ভালো লাগল।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রিয় প্রামানিক ভাই।
৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
অনিন্দ্য অবনী বলেছেন: খুব ভালো লাগল।
০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫
বিলিয়ার রহমান বলেছেন: অনিন্দ্য অবনী শুভেচ্ছা জানবেন। পাঠ, মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
ভালোথাকুন সবসময়।
৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০২
ভ্রমরের ডানা বলেছেন:
মিষ্টি কবিতা। রমনী সওয়ারী হবেই হবে।
শুভকামনা! প্লাস ++
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪২
বিলিয়ার রহমান বলেছেন: ভ্রমরের ডানা শুভেচ্ছা জানবেন।
প্লাসে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।
৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর তবে ছড়া হলেমাত্রা ঠিক করতে হবে
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২
বিলিয়ার রহমান বলেছেন: লাইকে অনুপ্রেরনা পেলাম।
পাঠ + মন্তব্যের(পরামর্শ)জন্য কৃতজ্ঞতা।
ভালোথাকুন।
৩৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০
আনোয়ারুল কবির বলেছেন: সুন্দর, আমার ভাল লেগেছে।
২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হয়েছি !
ভালোথাকুন!
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ছোট্ট, সুন্দর, সাবলীল, অসাধারণ!.........ভালোলাগা জানিয়ে গেলাম