নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেম গীতিকা-০১

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

প্রথম যেদিন তোমায় হৃদয় দিলাম
অতঃপর যত দিন একাএকা ছিলাম
ক্ষণে ক্ষণেই যেন আমি বিষন্নতর হলাম।

আমি প্রফুল্লতা খুঁজেছি কত জনে
হতাশ হয়েছি তাতে, ফিরেছি মলিন বদনে।
বালি হাসেঁর ডানায় রেখেছিলাম চোখ
এই ভাবনায়, যাবে মুছে মোর শোক।
গাঙচিলের ডানা ঝাপটা দেখেছি নদী তীরে
সুখ আসে যাতে অযুত দুঃখের ভিড়ে।
পূর্নিমার রাতের ভরা জ্যোৎস্নার চাঁদ
বাদ যায়নিকো দেখা তারই স্বাদ।
সকালের শিশিরে ভেজা পুষ্প কাননে
ঘুমপাড়ানি কোকিলের মিষ্টি গানে
আমি কত যে খুঁজেছি একটু হাসি।
আছে যা কেবল তোমার তাইতো
রূপসী তোমায় ভালোবাসি ভালোবাসি।



ঢাকা
১৮ ই সেপ্টেম্বর
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৭৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মার্কো পোলো বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বিলিয়ার রহমান বলেছেন: মার্কো পোলোে অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ভালোথাকুন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



কবিতার সৃস্টি হয়েছে হয়তো ভালোবাসার অনুভুতিকে প্রকাশের জন্য!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আমি কি আমার কবিতায় ভালোবাসার অনুভুতিগুলোকে প্রকাশ করতে পেরেছি প্রিয় চাঁদগাজী ভাই?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে কিন্তু চলবে কেন !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

বিলিয়ার রহমান বলেছেন: বাহ!
আজ আপনার কাছ থেকে আবার ভালো হয়েছে কথাটি শুনলাম।

কবিতাটার ৪টা পার্ট । আরো তিনটা বাকি এজন্য চলবে কথাটি লেখা।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


জনৈক অচম ভুত আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

প্রথমকথা বলেছেন: সুন্দর গীতিকাব্য। ভাললাগা জানবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

বিলিয়ার রহমান বলেছেন: প্রথমকথা শুভেচ্ছা জানবেন।

আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম।

ভালো থাকুন সব সময়।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সাহসী সন্তান বলেছেন: কবিতার শেষে চলবে শব্দটা বড্ড বে-মানান! কবিতা যত বড়ই হোক না কেন, এক পাঠেতে সেটা না পড়লে ঠিক বোঝা যায় না। তবে লেখাটা ভাল লেগেছে!

শুভ কামনা জানবেন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতাটার ৪টা পার্ট । আরো তিনটা বাকি এজন্য চলবে কথাটি লেখা।

আপনার মতো সুমন কর ভাইও আপত্তি তুলেছেন।আপনার মতানুযায়ী এক্ষেত্রে কি লেখা উচিৎ্‌। জানালে কৃতার্থ হতাম।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

শায়মা বলেছেন: অনেক ভালো হয়েছে ভাইয়া!!!!!!! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

বিলিয়ার রহমান বলেছেন: শায়মার মুখে
শুনেছি যখন
মোর পদ্যখানা ভালো

এই ভালোটাই
হোকনা আমার
আঁধার পথের আলো।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

ছায়াহরিণ বলেছেন: সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগলো। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ছায়াহরিণ শুভেচ্ছা জানবেন।

আপনার ভালোলেগেছে শুনে আনন্দিত হলাম।

ভালো থাকুন সব সময়।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

নাসের গ্যাং ০০৭ বলেছেন: ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।

সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ?

লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

বিলিয়ার রহমান বলেছেন: নাসের গ্যাং ০০৭ রবী বাবু হয়ে গেলেন নাকি???

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

নাসের গ্যাং ০০৭ বলেছেন: প্রেমই পারে শব্দের সাথে শব্দের মেল বন্ধন ঘটাতে। প্রেম এলে যেন ঝাওবনে ঝিরিঝিরি পাতায় দোলা দেয় হাওয়া। প্রেম আছে বলেই পৃথিবীর সব রংগুলো যেন রংধনু হয়ে ঝিলমিল করে। হৃদয়ের আকাশে মেঘের সাথে পাল্লা দিয়ে ওড়ে শঙ্খচীল।

কবিতা সুন্দর++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন সব সময়।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন:

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেগেছে শুনে আনন্দিত হলাম।

ভালোথাকুন সবসময়।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ২ য় বার মন্তব্যের জন্য

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

অনুকথা বলেছেন: সুন্দর লিখেছেন। অনেক ভাল লাগলো।

ধন্যবাদ ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।

ভালোথাকুন সবসময়।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,



ভালোবাসি.... ভালোবাসি.... ভালোবাসি.... কোকিলের এমন মিষ্টি গান তো শেষ হবার নয় , তাই হয়তো ভালোবাসাবাসি চলবে !
একটু হাসি খোঁজার এই প্রয়াস চলুক ।

বেশ লিখেছেন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস শুভেচ্ছা জানবেন।

আপনারা কাছে বেশ লেগেছে শুনে আনন্দিত হলাম।

ভালো থাকুন সব সময়।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:



সিউর, আপনার নিজস্ব স্বকিয়তা আছে প্রকাশে!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অনুপ্রাণিত হলাম

প্রিয় ব্লগার চাঁদগাজী ভালো থাকুন

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর গীতিকবিতা।

প্রিয়তে রেখে দিলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্য + প্রিয়তে রাখার জন্য কৃতার্থ।

খাইরুন নাহার বিনতে খলিল ভালো থাকুন ।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

ভীনদেশী বলেছেন: ভাল লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।

ভালোথাকুন সবসময়।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৫

বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু.....

প্রিয় রূপক বিধৌত সাধু।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর গীতিকাব্য। বেশ ভাল লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৬

বিলিয়ার রহমান বলেছেন: অরুনি মায়া অনু অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ভালোথাকুন।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন !
ঈদের শুভেচ্ছা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৭

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবীর ।


আপনাকেও ঈদের শুভেচ্ছা।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল লাগলো! :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৯

বিলিয়ার রহমান বলেছেন: অনুপ্রাণিত হলাম

প্রিয় ব্লগার গেম চেঞ্জার ভালো থাকুন।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: বিলিয়ার রহমান,

যতদূর দেখছি কবিতায় কিছু টাইপো আছে-

দুঃখের ভীরে< দুঃখের ভীড়ে,
ঘুম পড়ানি < ঘুমপাড়ানি,
জোৎছনার < জ্যোৎস্নার


ক্রসচেক করে নিতে পারেন। ও হ্যা, সুমন ভাই ও সাহসী ভাইয়ের সাথে আমিও চলবে লেখার পক্ষে নই। দেখতে বিশ্রী লাগছে!

খুব সুন্দর বিষয়ে লেখা, শুভকামনা!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই আন্তরিক মোবারকবাদ।

“ভিড়ে” বানানটা এ রকম হওয়ার কথা ছিলো।

বাকি দুটো বানানও ভুল ছিলো। আমার কবিতাটি আরো নিখুঁত করতে সহায়তা করায় আপনাকে আবারো ধন্যবাদ।

ও হ্যা চলবে কথাটি কিন্তু কবিতার অংশ নয়!!!!

ভালো থাকুন।

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় ঢাকাবাসী শুভেচ্ছা জানবেন।

পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্ষনেই
টাইপো।

শেষটা কি কিছু বাকী রেখেই করলেন?

লেখাটা ভালোই লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।

টাইপোটা ঠিক করতে সাহায্য করায় ধন্যবাদ।


প্রেম গীতিকা-০২ ,০৩ করার ইচ্ছা আছে তাই হয়তো শেষটা অসম্পূর্ণ রয়ে গেছে।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

রাবেয়া রাহীম বলেছেন: অনেক সুন্দর ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম।

রাবেয়া রাহীম শুভেচ্ছা জানবেন।

পাঠ + মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

পথহারা মানব বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত...হা হা হা
প্যাটেন্ট ফি কই!!!!

ভালো লাগল+++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: ওম্মা এতোগুলো প্লাস!!!!! :) :D B-) :P =p~

সর্বস্বত্ব সংরক্ষিত না লেইখ্যা কি লেখা যেত পথহারা মানব ভাই!!!!!!!(উত্তরের অপেক্ষায় বসে থাকার ইমো হবে)

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

অদৃশ্য বলেছেন:



চমৎকার...

শুভকামনা...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় অদৃশ্যশুভেচ্ছা জানবেন।

পাঠ +লাইক+মন্তব্যের জন্য কৃতার্থ।

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

এম.এইচ. লিটন বলেছেন: ইস ! এই কবিতাটি যদি আমি লিখতে পারতাম
প্রেমিকারে শুনিয়ে তাক লাগিয়ে দিতাম
আর গদগদ হয়ে বলতাম .....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

বিলিয়ার রহমান বলেছেন: আরে ভাই প্রেমিকার কাছে নিজের নামেই চালাইয়া দেন!!!!

ইংরেজিতে না একটা প্রবাদ আছে “ নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।” হা হা হা

৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

পথহারা মানব বলেছেন: আরে ভাই..খালি মুখে বললেতো হবে না সর্বস্বত্ব সংরক্ষিত? এর জন্য আপনাকে একটা লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে!! আপনাকেতো কোন দিন আমার অফিসে দেখি নাই!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: পথহারা মানব ভাই আপনাকে গুরু বলে ডাকতে ইচ্ছা করছে!!!(কারনটা অন্যদিন বলি)

মানে বলছি কি গুরু আর একটু সহজ আইমিন বুঝাইয়া কওন যায় কি!!!!!!

৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

অদৃশ্য বলেছেন:



ভালো লেগেছে লিখাটি... আমার ইদানিং গ্যাপ হয়ে যায় তাই সব লিখা পড়তে পারিনা, মিস করে ফেলি... তবে সময় পেলে চেষ্টা করি...

শুভকামনা...

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: একবার অলরেডি মন্তব্য করেছে । ফের যখন এলেনই তখন না হয় এক কাপ চা খেয়ে যান

৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

পথহারা মানব বলেছেন: ছোট মানুষ বেশি বুঝার দরকার নাই..আস্তে আস্তে সব বুঝে ফেলবা। ডোন্ট ওরি ;)
আর শুন শায়মার সাথে সখ্যতা করে আমার বিরুদ্ধে চক্রান্ত!!!! ব্যাপারটা কিন্তু বেশি ভাল হল না!! তুমি ছোট তাই কিছু বললাম না X((

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: বস ভুল হইয়া গেছে!!!!শেষ বারের মতো মাফ করেন( চিমটি দিয়া পা ধরা অবস্থায় মাফ চাওয়ার ইমো হবে)

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: অসম...ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: দেবজ্যোতিকাজল অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ভালোথাকুন।

৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় মনিরা সুলতানা শুভেচ্ছা জানবেন।

পাঠ + মন্তব্যের জন্য এই অধম কৃতার্থ।

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালোবাসার সুন্দর কথা মালায় ভালোলাগা জানিয়ে গেলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

বিলিয়ার রহমান বলেছেন:
সাদা মনের মানুষ আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

মেহেদী রবিন বলেছেন: বিলিয়ার ভাইয়ের লেখা বরাবরই সুন্দর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

বিলিয়ার রহমান বলেছেন:

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৭

তোমার কবি বলেছেন: সুন্দর হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

বিলিয়ার রহমান বলেছেন: তোমার কবি আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় কবি হাফেজ আহমেদ অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ভালোথাকুন।

৩৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার কবিতা "প্রেম গীতিকা" পর্বের শুরুটা সুন্দর হয়েছে। চলতে থাক এ গীতিকা আপন সুরে, ছন্দে, লয়ে...

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪২

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় খায়রুল আহসান অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ভালোথাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.