নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিরিঝিরি ঝরে চলা
অবিরাম সেই বারিতে।
এলোচুলে আনমনে
বসা কোন গাড়িতে।
ঝিকিমিকি মৌসুমি
রূপসী সে রমণী।
যারে দেখে বুক ফেরে
কেঁপে ছিল ধমনি।
ঠোঁট তার মতিহার
লাল রঙি পদ্ম।
কলি হতে বেরনো এক
ফোটা ফুল অদ্য।
বাহু খানা যেন ডানা
কাটা এক পরী সে।
দেখে তারে বারে বারে
হার্ট ফেল করি যে।
গৌড়িতো নন তিনি
শ্যামা সেই রূপসি।
আবেশ হীন দৃষ্টিতে
বড়ই সে আবেশী।
ভাসা চোখে ভ্রূ তার
মায়া দিয়ে গড়ানো।
ঐ চোখে চোখ রেখে
যায় না তা সরানো।
সেই সখী দেবে নাকি
দেখা মোর স্বপনে।
তবে ফের মোন ভরে
দেখিতাম দু নয়নে।
ঢাকা
১০ ই সেপ্টেম্বর
সর্বস্বত্ব সংরক্ষিত।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় চাঁদগাজী মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার চেষ্টাটা কতটুকুন স্বর্থক হল সেটা কিন্তু বলেননি! হা হা
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
ভালো সময় যাচ্ছে, বিশ্বের সব সুন্দরকে "ভাষার" জালে ধারণ করে রাখার আকুল চেস্টা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: সময়টা সত্যিই ভালো যাচ্ছে।
আপনার সময়টাও ভালো কাটুক।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
প্রামানিক বলেছেন: ছন্দবদ্ধ কবিতা খুব ভালো লাগল।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই ।
আপনার প্রতিও রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১
মেহেদী রবিন বলেছেন: আপনি ছান্দিক
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: আসলে আমি সত্যিই ছান্দিক হতে চাই ভাই মেহেদী রবিন ।
আপনার প্রতি রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০
বিলিয়ার রহমান বলেছেন: আপনার কাছ বেশ কয়েকদিন পর ভালো হয়েছে কথাটি শুনলাম।
ভাই সুমন কর আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা ।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪
মেহেদী রবিন বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬
বিলিয়ার রহমান বলেছেন:
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৪
ভীনদেশী বলেছেন:
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
বিলিয়ার রহমান বলেছেন:
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭
অনুকথা বলেছেন: কবিতা ভালো হয়েছে।
স্বপ্ন সত্যি হোক।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন।
আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা ।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
ভীনদেশী বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২
বিলিয়ার রহমান বলেছেন: তোমাকেও ঈদ মোবারক প্রিয় ভীনদেশী
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ছন্দবদ্ধ কবিতা।
খুব ভালো লাগল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ প্রিয় খাইরুন নাহার বিনতে খলিল ।
আপনার প্রতি রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
জনৈক অচম ভুত বলেছেন: সাজানো-গোছানো কবিতা ভাল লাগছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় জনৈক অচম ভুত শুভেচ্ছা জানবেন।
আপনার প্রতি রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২
নাসের গ্যাং ০০৭ বলেছেন: ঝিকিমিকি মৌসুমি
রূপসী সে রমণী।
যারে দেখে বুক ফেরে
কেঁপে ছিল ধমনি।
কতবার এরকম হইছিলো ভাইয়ু।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫
বিলিয়ার রহমান বলেছেন: অনেক বার ভাইয়ু। আবার হইলে গুনে রাখমুনে। হা হা হা
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
নাসের গ্যাং ০০৭ বলেছেন: কবিতা : সুন্দর ++
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭
বিলিয়ার রহমান বলেছেন:
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫
ছায়াহরিণ বলেছেন: সুন্দর ছন্দবদ্ধ কবিতা
খুব ভালো লাগল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
ছায়াহরিণ আপনার প্রতি রইলো পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১
মার্কো পোলো বলেছেন: কবিতায় বিশেষত্ব আছে। খুব ভাল লিখেছেন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় মার্কো পোলো মন্তব্যে প্রীত হলাম।
আপনাকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই্।
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩৩
অনুকথা বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ঈদের শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ। আপনাকেও দিলাম পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর চলেগেছে
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪০
বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবুু শুভেচ্ছা জানবেন।
আপনাকে আগাম ঈদমোবারক।
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৪
নাইম রাজ বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন।
আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা ।
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২১
নীলপরি বলেছেন: শিরোনামে ++
কবিতা খুব ভালো লাগলো ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।
নীলপরি ভালো থাকুন।
আপনার প্রতি রইলো ঈদের আগাম শুভেচ্ছা ।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
মো:সাব্বির হোসাইন বলেছেন: অসাধারণ ছন্দবদ্ধ কবিতা।
আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইলো।
ঈদের শুভেচ্ছা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।
মো:সাব্বির হোসাইন ভালো থাকুন।
আপনার প্রতি রইলো ঈদের আগাম শুভেচ্ছা ।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: সুন্দর
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
বিলিয়ার রহমান বলেছেন: ন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন।
আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা ।
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সেই রমণীকে আমরাও দেখতে চাই । পদ্য ভালো হয়েছে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
বিলিয়ার রহমান বলেছেন: আশারাখি আজকে রাতেই ঘুমের ঘোরে দেখে ফেলবেন।
ঈদের আগাম শুভেচ্ছা ।
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর মনোরম ছান্দিক পদ্য আপনার স্বপ্ন পূরণ হোক শীঘ্র এই কামনা করি
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
বিলিয়ার রহমান বলেছেন: কালপুরুষ কালপুরুষ শুভেচ্ছা জানবেন।
ভালেঅ থাকুন।
ঈদমোবারক।
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনাম ও ছবি,
সুন্দর ছন্দের কবিতাটা নিয়েও
গর্ব করতে পারেন কবি!
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: অনুপ্রেরণা দায়ক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
ভালো থাকুন প্রিয় কবি।
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
খায়রুল আহসান বলেছেন: একই ধাঁচের আমার লেখা একটা পুরনো কবিতার লিঙ্কঃ
ছবি
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।
মন্তব্য রেখে এসেছি।
২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: পেছনের কবিতা পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও আন্তরিক অভিবাদন।
ভালো থাকুন প্রিয় কবি।
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: উৎসাহ
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
বিলিয়ার রহমান বলেছেন: উৎসাহ দিয়ে গেলেন বুঝি!!!
তবে ধন্যবাদ উৎসাহ যত্ন করে ওয়ালেটে রেখে দিলাম।
২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১
ইফতি সৌরভ বলেছেন: ঠোঁট তার মতিহার
লাল রঙি পদ্ম।
কলি হতে বেরনো এক
ফোটা ফুল অদ্য।
অসাধারণ!!!
বাহু খানা যেন ডানা
কাটা এক পরী সে।
দেখে তারে বারে বারে
হার্ট ফেল করি যে।
পরে আবার হার্ট পাশ করলেন ক্যামনে???
সরাসরি প্রিয় তে। এই প্রথম যোগ করলাম কিছু আমার প্রিয় তে
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্য + প্রিয় তে রাখার জন্য অনেক অনেক মোবারক বাদ।
তাইতো খেয়াল করা হয়নি কিভাবে হার্ট পাশ করলাম। হা হা হা
ভালো থাকুন ইফতি সৌরভ ।
আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা ।
৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লেগেছে। ছন্দময়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
বিলিয়ার রহমান বলেছেন: পাঠ + মন্তব্য+ লাইকের জন্য ধন্যবাদ।
আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা ।
৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
বিলিয়ার রহমান বলেছেন:
আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা, ভাল লাগল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: ঢাকাবাসী শুভেচ্ছা জানবেন।
আপনাকে ঈদমোবারক।
৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯
ভ্রমরের ডানা বলেছেন: বাহ! দারুন ছড়া!! খুব ভাল লেগেছে বিলিয়ার ভাই!
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২
বিলিয়ার রহমান বলেছেন: অনুপ্রেরণা দায়ক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
ভালো থাকুন প্রিয় ভ্রমরের ডানা।
আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো
কাটেনি ছন্দের রেশতো
মনে মনে অগনন গুনতিতে
আবেশটা রয়ে গেল ঠিকইতো
ঈদ মোবারক
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
বিলিয়ার রহমান বলেছেন: তোমার থেকে শোনা ঐ বেশতো
চাইনা আমি যার শেষতো।
থাকুকনা ছন্দে মোর কিছু মোহ
তবেই না দেখবো তোমার সাগ্রহ।
ঈদ মোবারক
৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালোলাগা ভাইয়া!!!!!!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু থ্যাংকু!!!!!!
যে পরিমান ভালো লাগা জানিয়ে গেলে তাতেতো আমি আনন্দে আত্মহারা।
এবার ঈদে কোনটা ছিলে গরু নাকি খাসি!!!
বিদ্রঃ আমি মানুষই ছিলাম
৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩০
শামছুল ইসলাম বলেছেন: ছন্দোবদ্ধ কবিতায় সরল উপস্থাপন - ভাললেগেছে ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন।
আপনাকে ঈদের শুভেচ্ছা ।
৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০১
অরুনি মায়া অনু বলেছেন: আহা রূপসী আরেকটি বার যেন সপ্নে এসে দেখা দিয়ে যায়। কবির ইচ্ছের বাস্তবায়ন হোক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু অরুনি মায়া অনু।
আপনাকে ঈদের শুভেচ্ছা ।
৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭
তোমার কবি বলেছেন: অসাধারণ লিখেছেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
ভালো থাকুন।
আপনাকে ঈদের শুভেচ্ছা ।
৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
দেবজ্যোতিকাজল বলেছেন: খুব ভাল লাগল ●
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।
দেবজ্যোতিকাজল ভালো থাকুন।
আপনার প্রতি রইলো ঈদের শুভেচ্ছা ।
৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
বিলিয়ার রহমান,
বানানে সময় দেন। অনেক বানান ভুল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১২
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
যে সকল বানান ভুল সেগুলো অনুগ্রহ করে বলবেন কি?
৪১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
ছন্দে ছন্দে ভরা কাব্য
আমরাও ভাববো ,
হ্যা..... স্বপ্নাশাই বটে
কভু যদি এমনটা ঘটে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় আহমেদ জী এস আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
ভালো সময় যাচ্ছে, বিশ্বের সব সুন্দরকে ভায়ার জালে ধারণ করে রাখার আকুল চেস্টা।