নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা:- পতিতা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

পতিতা আমি, পথ আগলে
তোমার বক্ষ খুলি
পতিতা আমি ,বহুজন ভোগে
নিজের দুঃখ ভুলি।

সস্তায় আমি দেহ বিকাই
সস্তায় ভুলি লজ্জা
রোজ পাল্টাই প্রেমিক আমি
রোজ বদলাই সজ্জা।

হাজার হাত আমার হাতে
হাজার ওষ্ঠ ঠোঁটে
ভোগপন্য দাসি আমি
বিক্রিত যৌন হাঁটে।

এখন তাই সমাজ মোরে
বেশ্যা নামে ডাকে
আঁধার রাতের বেশ্যা পুরুষ
আঁধারেতেই থাকে।

কেন আমি পতিহীন আজ
হলাম কেন পতিতা?
সভ্য ধরার আছে কি তার
উত্তর করার সততা।

ঢাকা
২৬ মে
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৮৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

জনৈক অচম ভুত বলেছেন: সভ্য ধরা কানে তুলো দিয়ে বসে আছে। তাই প্রশ্ন শুনতে পায়নি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

বিলিয়ার রহমান বলেছেন: তাই বুঝি !!!

যাক সভ্য ধরার কেউ চেষ্টা না করলেও জনৈক অচম ভুত চেষ্টা করবেন আশাকরি নাকি?(হাসির তিনটা ইমো হবে)

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: কোনটা ভালো প্রিয় রূপক বিধৌত সাধু ।


কবিতা নাকি আপনার কমেন্ট।(অট্ট হাসির তিনটা ইমো হবে)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

জনৈক অচম ভুত বলেছেন: সভ্য ধরার গন্ডি থেকে বের হই কি করে? :|

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনি কেবল নামে ভুত না হলে মানে সত্যিই ভুত হলে কোন গন্ডিতেই তো আটকে থাকার কথা না!!!!!!!!


নিছকই মজা করলাম। ভালো থাকুন সবসময়।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১২

ভীনদেশী বলেছেন: অসাধারন কবিতা।

লাইক+ প্রিয়তে রেখে দিলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাই ভীনদেশী শুভেচ্ছা জানবেন। প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

আনিসা নাসরীন বলেছেন: এক আজব সত্য

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সত্যটা সত্যিই আজব ।

তবে বাধ্যগত পতিতাদের সাথে আমাদের ব্যবহারসমূহ আরো আজব। ঠিক বললামতো আনিসা নাসরীন ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

ঢাকাবাসী বলেছেন: এই শ্রেনীকে নিয়ে সাহিত্য খুব বেশী মানুষ করেনা। আপনাকে চমৎকার একটি কবিতার জন্য অভিনন্দন আর ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন সবসময়।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

ছায়াহরিণ বলেছেন: চমৎকার একটি পোস্ট! ভালো লাগা জানিয়ে গেলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লাগা নিলাম।

যদিও আমি পোস্ট কথাটি না বলে কবিতা বললেই খুশি হতাম।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

নাসের গ্যাং ০০৭ বলেছেন: চমৎকার

ডোজটা দারুন দিয়েছো বিলিয়ার রহমান।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

বিলিয়ার রহমান বলেছেন: হ্যা নাসের গ্যাং ০০৭

ডোজি আপনার কি কাজ হয়েছে।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: চমৎকার কবিতা। অভিনন্দন + ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন সবসময়।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

নাসের গ্যাং ০০৭ বলেছেন: B:-) :-B B:-)!!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আমার থেকেও কনফিউজের ৫টা ইমো। হা হা হা হা হা!!!!!!!!

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

অনুকথা বলেছেন: কেন আমি পতিহীন আজ
হলাম কেন পতিতা?
সভ্য ধরার আছে কি তার
উত্তর করার সততা।


না কেউ উত্তর করবে না। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে তবেই এ বিচ্যুতি দূর হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর অভিমত।



ভালো থাকুন সবসময়।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

মার্কো পোলো বলেছেন: দারুণ! ভাল লিখেছে।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন সবসময়।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

হাবিব বলেছেন: পতিতা হতে ত কেও বলে নাই,নিজেকে হারিয়েছ বলেই আজকে তুমি পতিতা হয়েছ।কেন!!!!!! নিজের বিবেকবোধ নাই নাকি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: মেনে নিলাম।


তবে একটা প্রশ্নও রাখলামঃ- কয়টা মেয়ে বাধ্য/নিরুপায় হয়ে পতিতা হন জানা আছে ভাই??

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

মায়িশা মাসুদ মীম বলেছেন: ভালো লাগলো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন সবসময়।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বাংলাদেশের দুস্হ নারীদের বেঁচে থাকার সংগ্রাম সাপোর্ট করে, পতিতাবৃত্তিকে কমায়ে আনতে পারেন, জাতির সেই ভালো মনোভাব আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

বিলিয়ার রহমান বলেছেন: জাতির সেই ভালো মনোভাবটাতো খুবই জরুরি প্রিয় চাঁদগাজী।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
ঢাকাবাসী বলেছেন: এই শ্রেনীকে নিয়ে সাহিত্য খুব বেশী মানুষ করেনা।
আপনাকে চমৎকার একটি কবিতার জন্য অভিনন্দন আর ধন্যবাদ।


সুন্দর মন্তব্য।

কবিতা খুউব ভালো লাগলো।
কবির প্রতি সুভচ্ছা ও অভিন্দন রহিল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


এ কে এম রেজাউ করিম আপনার প্রতিও রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

হাবিব বলেছেন: লেখক ভাই, এটা আপনার প্রশ্ন :তবে একটা প্রশ্নও রাখলামঃ- কয়টা মেয়ে বাধ্য/নিরুপায় হয়ে পতিতা হন জানা আছে ভাই?

উত্তর :আপ্নে বুঝতে চেয়েছেন যে,মেয়েরা বাধ্য হয়ে পতিতা হয়। ভাই ইচ্ছা শক্তি হল বড় শক্তি,একজন মেয়ে যখন ধরষিত হয়,তখন সে চিন্তা করে যে তার জিবন ত শেষ, আসলে এটা ভুল।সে যদি চামড়ারর ব্যবসা না করে,অন্য কিছুর ও ত করতে পারে। পরে চিন্তা করে যে মজার মজাও পাইতেছে আবার টাকা ও পাইতেছে। আর টাকার নেশা কার ই বা নাই,বলেন ভাই।আশা করি বুঝতে পারছেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

বিলিয়ার রহমান বলেছেন: প্রথমেই উত্তর করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ভাই হাবিব বেশিরভাগ মেয়েই পতিতা হয় সিস্টেমে পড়ে, যাদের ফেরার সকল রাস্তাই বন্ধ করে দেয়া হয়। আর যারা মেয়েদের নিয়ে এসব করে তারা সাধুবেশী মোড়ল। এছাড়াও প্রত্যেক পতিতার সাথেই তো কোন না কোন পুরুষ সময় কাটায় কিন্তু সেই পুরুষদেরতো আপনার সমাজ নোংরা চোখে দেখে না। এ বৈষম্য কেন???????

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

কানিজ রিনা বলেছেন: হাবিব সত্যি বলেছেন, লোভ মানুষকে নিয়ে যায় ঘৃনিত
জীবনে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: @হাবিব এর কথা সত্য ধরে নিয়ে আপনার কাছেও আমার প্রশ্নঃ প্রত্যেক পতিতার কাছেই তো কোন না কোন পুরুষ সময় কাটাতে যান , একারনে পতিতাবৃত্তির অপরাধ নারী পুরুষ দুজনেরই সমান হওয়ার কথা । কিন্তু সেই পুরুষদেরতো আপনার সমাজ নোংরা চোখে দেখে না + নারীদের মতো বেশ্যা বা এ জাতীয় কোন নামে ডাকে না।এ বৈষম্য কেন???????

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

হাবিব বলেছেন: আবারও ধন্যবাদ জানাই লেখক ভাই ও কানিজ রিনা আপুকে।

লেখক ভাই, না ফেরার রাস্তা বন্ধ আমি মনে করি খোলা আছে।আল্লাহ তালা আমাদের ভাল মন্দ বুঝার খমতা দিয়েছে।ত আমি চাইলে ভাল কাজ করতে পারি আবার খারপ কাজও করতে পারি।একজন মেয়ে যখন পতিতালয় যাই সে কি,বুঝতে পারে না সে কোন পাড়াই যাচ্ছে।সে সবই বুজেশুনে যাই,। কেন?
এক কথা আমি আবার বলছি(সে চিন্তা করে যে তার জিবন ত শেষ) আসলে জীবন অনেক ছোট, কিন্তু রয়ে যাই অনেক গল্প।মানুষ ইচ্ছা করলে সবই পারে,।পতিতা ও ভাল হতে পারে সে যদি টাকার নেশা ছেড়ে দেয়।আজকের এই পৃথিবি মানুষ এর গোলাম না,টাকারর গোলাম।

সত্যি কথা বলতে কি আমি যদি পতিতা পাড়া ছাড়তে পারি, তাহলে পতিতা কেন পারে না,।আমিও মানুষ পতিতাও মানুষ। আশা করি বুঝতে পারছেন।।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০

বিলিয়ার রহমান বলেছেন: ভাই হাবিব আপনাকেও পুনরায় ধন্যবাদ।

আপনার অবগতির জন্য জানাচ্ছি , অধিকাংশ মেয়েকেই যৌন পল্লিতে বিক্রি করা হয় তাদের ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে। আপনি বাইরে থেকে যৌন পল্লি থেকে বের হয়ে আসার ব্যপারটা যত সহজ ভাবছেন আসলে সেটা তেমন সহজ নয়। আপনিই বলুন কোন মেয়েই কি সেচ্ছায় পতিতা হতে চান। নিশ্চয়ই নয়।

//প্রত্যেক পতিতার কাছেই তো কোন না কোন পুরুষ সময় কাটাতে যান , একারনে পতিতাবৃত্তির অপরাধ নারী পুরুষ দুজনেরই সমান হওয়ার কথা । কিন্তু সেই পুরুষদেরতো আপনার সমাজ নোংরা চোখে দেখে না + নারীদের মতো বেশ্যা বা এ জাতীয় কোন নামে ডাকে না।এ বৈষম্য কেন??????? // এই অংশটুকুরও আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেননি।


বিদ্রঃ যারা অনিচ্ছায় পতিতা বৃত্তিতে জড়িয়ে গেছে তাদের নিয়েই আমার কবিতাটি লেখা । যারা সেচ্ছায় পতিতা বৃত্তি করে তাদের নিয়ে নয়।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


ভাই পবন সরকার আপনার প্রতিও রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন। +

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখতে লিখতে আপনার মতো হতে হবে যে !! হা হা হা


ভালো থাকুন প্রিয় দিশেহারা রাজপুত্র ।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিলিয়ার
আপনি খুবি ভালো লেখেন। আমার থেকে কয়েক গুণে ভালো।

ছবিটি সংগ্রহে রাখছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার সৌজন্য বোধের জন্য ধন্যবাদ।
তবে আমিও নিশ্চিত আপনি খুবি ভালো লেখেন । আমার থেকে কয়েক গুণে ভালো।




২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

প্রথমকথা বলেছেন: প্রিয় ভাই পতিতাদের বাস্তব চিত্র তুলে ধরেছেন,খুব সুন্দর উপস্থাপন।ভাল লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় বোন প্রথমকথা ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।


আপনার প্রতি রইলো শুভেচ্ছা।

ভালো থাকুন সব সময়।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

মেহেদী রবিন বলেছেন: এই যে একজন কবিতায় তাদের হয়ে ভাবল, আরো কিছু মন কাঁদল , কবি আর কবিতার সার্থকতা, প্রচ্ছন্নে পতিতা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর বলেছেন।


মেহেদী রবিন আপনার প্রতি রইলো শুভেচ্ছা।

ভালো থাকুন সব সময়।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

জেন রসি বলেছেন: বেশ্যা পুরুষরা আসলে অন্ধকারেই থেকে যায়।তারাই আসল পতিত।

কবিতা ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

জেন রসি শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সবসময়।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

ইকরাম উল হক বলেছেন:




নচিকেতার সেই গানটা মনে পরে গেলো



বার টাকা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


ভাই ইকরাম উল হক আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: রচনার বিষয় বস্তুর মান আর ছন্দের কারুকার্যে আপনার কবিতাটি অসাধারণ! ধন্যবাদ সুন্দর সচেতনতা সৃষ্টি ও বিবেককে নাড়া দিয়ে যাবার মতো কবিতার জন্য। সমাজে প্রতিটি প্রান্তেই এই অন্ধকার অংশ বিরাজমান। এখানে নারীরা ইচ্ছায় বা স্বেচ্ছায় এ পথে আসে এবং একসময় নিজেদের ভুল বুঝতে পারে কিন্তু ফিরে আসার ফুরসত খুঁজে পায় না। আবার, আমাদের সমাজে যেসব কুলাঙ্গার ওইসব জায়গায় যায় তারাই পতিতাদের অপচ্ছায়া আর ক্ষতিকর বলে সমাজ থেকে বিতাড়িত করে। ধন্যবাদ আপনার সুন্দর কবিতার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতাটিতে করা মন্তব্যসমূহের মধ্যে সব থেকে সেরা মন্তব্যটি করার জন্য আপনাকেও ধন্যবাদ।

ভাইমোঃ মঈনুদ্দিন আপনার প্রতি রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩

তোমার কবি বলেছেন: আপনার কবিতাটা আমার প্রিয় কবিতার একটা হয়ে গেছে। খুবই ভালো লিখেন আপনি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

বিলিয়ার রহমান বলেছেন: ভাই তোমার কবি শুভেচ্ছা জানবেন। প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: কেন আমি পতিহীন আজ
হলাম কেন পতিতা?
সভ্য ধরার আছে কি তার
উত্তর করার সততা।


দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।



ভালো থাকুন সবসময়।

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১

অরুনি মায়া অনু বলেছেন: একটি মেয়ে পতিতা হলে তার দিকে ঘৃণার দৃষ্টি দেওয়া হয়, অথচ কেউ জানতে চায়না এর পিছনের গল্পটা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

বিলিয়ার রহমান বলেছেন: প্রত্যেক পতিতার কাছেই তো কোন না কোন পুরুষ সময় কাটাতে যান , একারনে পতিতাবৃত্তির অপরাধ নারী পুরুষ দুজনেরই সমান হওয়ার কথা । কিন্তু সেই পুরুষদেরতো সমাজ নোংরা চোখে দেখে না + নারীদের মতো বেশ্যা বা এ জাতীয় কোন নামে ডাকে না।এ বৈষম্য কেন???????

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

শামচুল হক বলেছেন: খুবই ভালো লাগল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০০

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

ভাই শামচুল হক আপনার প্রতিও রইলো শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

অবশ্য আপনার লেখাও আমার খুব ভালো লাগে।


ভালো থাকুন সব সময়।

৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

প্রিয় শাহরিয়ার কবীর শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সবসময়।

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অন্ধকারের কবিতা। চমৎকার লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেগেছে শুনে আনন্দিত হলাম

মোটা ফ্রেমের চশমা শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সবসময়।

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: সমাজের গালে থাপ্পড় মেরে দিয়েছেন সেই সাথে আমাদের বিবেকের উপরও!

ভাল লেখা!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভ্রমরের ডানা শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সবসময়।

৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: একই কবিতা তো এর আগেও একবার ২৬ শে মে, ২০১৬ তারিখে প্রকাশ করেছিলেন দেখছি, সেখানে আমারও একটা মন্তব্য আছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

বিলিয়ার রহমান বলেছেন: হ্যা তাই।

নতুন করে আবার দিয়েছি বলেই শিরোনামে রিপোস্ট কথাটি লিখেছি।

ভালো থাকুন সবসময়।

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯

অতৃপ্তচোখ বলেছেন: কবিতার শেষে প্রশ্নটা দারুণ রেখেছেন।

ভাল লাগা জানিয়ে গেলাম, শুভকামনা রইল কবি'র প্রতি

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

অতৃপ্তচোখ শুভেচ্ছা জানবেন।

ভালো থাকুন সবসময়।

আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

৩৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




সৃষ্টির শুরু থেকে যে পেশাকে সভ্য সমাজ (?) লালন করে গেছে তেমন পেশাধারীদের পরাণের ভেতরটা আমরা কেউ-ই দেখিনে ।
আপনার প্রশ্নের উত্তর দেয়ার মতো সততা এ সমাজের নেই । পুরুষ শাসিত এ সমাজে এমন প্রশ্নের উত্তর গর্হিত ।

ছন্দবদ্ধ কবিতা । বেশ ভালো ।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই যথার্থ বলেছেন।

আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রেরণা পেলাম।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৭

বিলিয়ার রহমান বলেছেন: পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ভাই

ভালোথাকুন।

৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,




সৃষ্টির শুরু থেকে যে পেশাকে সভ্য সমাজ (?) লালন করে গেছে তেমন পেশাধারীদের পরাণের ভেতরটা আমরা কেউ-ই দেখিনে ।
আপনার প্রশ্নের উত্তর দেয়ার মতো সততা এ সমাজের নেই । পুরুষ শাসিত এ সমাজে এমন প্রশ্নের উত্তর গর্হিত ।

ছন্দবদ্ধ কবিতা । বেশ ভালো ।

৪০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৪

নাগরিক কবি বলেছেন: খুব ভাল ছিল। আমার পোস্টে লিংক দেবার জন্য ধন্যবাদ। তাই এত সুন্দর কবিতা পড়তে পারলাম :)

২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতাটি আপনার ভালোলেগেছে জেনে খুশি হলাম কবি!:)


পাঠ, মন্তব্য ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ!:)

৪১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

শাকিল মাহমুদ সুমন বলেছেন: “আঁধার রাতের বেশ্যা পুরুষ আঁধারেতেই থাকে” এই পুরুষতান্ত্রিক সমাজে আর মুখোশ উন্মোচন হবে না আঁধার রাতের বেশ্যা পুরুষগনদের।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

বিলিয়ার রহমান বলেছেন: বড় দুঃখের কথা।


মন্তব্যের জন্য থ্যাংকু মেয়াবাই।

শুভকামনা সতত।

৪২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৬

নিয়াজফাব বলেছেন: এইটুকু এত সাবলীল ভাষায় সমাজের এই অনাচার তুলে ধরা সত্যিই অসাধারণ ♥

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু মেয়াবাই।


ভালো থাকুন।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.