নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৭


বিলিয়ার রহমান রিয়াজ

বাঁচার ইচ্ছা খুইয়েছি আমি ভুল ভুবনে হেঁটে
বাসন্তী হাওয়া বেরসিক তাই যায় না যে দাগ কেটে।
সোনালি রোদের কোকিলা গান বধূর সন্ধ্যা বাতি
সব কিছুই আজ ওলট পালট দুঃসহ সব স্মৃতি।
রাতের ধরার চাঁদ তারা তাই দিচ্ছে মোরে খোঁটা
আমায় নিয়ে টিটকারি তে বলছে এটা-ওটা।

দুঃসহ সব ব্যর্থতা মোর দানব হয়ে এসে
আত্মহত্যার ইচ্ছা টা মোর গেলো দিয়ে শেষে।
যে কারনে যাবো চলে দেবো আমি ফাঁকি
খুন হওয়ার সেই অজুহাতটাই রইলো তোলা বাকি।
কোনটা রেখে কোনটা বলি দেইবা কারে বাদ
যারা সবাই করেছে মোর জীবনটা বরবাদ।

প্রেয়সী মোরে পর করেছে থাকছে না মোর ঘরে
চাকরিটাও নেই যে আমার বছর দেড়েক ধরে।
প্রিয়জনরা একে একে এড়িয়ে চলছে যখন
আমি আর মোর আত্মাটার হত্যা চাইতো তখন।
হাজারটা মোর কারন যখন আত্মা কে খুন করার
বাঁচার জন্য একটি কারন চাইছি তাইতো আবার।

বাঁচবো আমি স্বপ্ন হতে নতুন শুরুর জন্য
ব্যর্থতা সব ঝেড়ে ফেলে করতে মোরে ধন্য।
বাঁচতে হবে সবার তরে রুখতে সকল জ্বরা
স্বপ্নের রংয়ে রাঙিয়ে দিয়ে গড়তে নতুন ধরা।

ঢাকা
২৫ আগস্ট ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: কি কমেন্টস করব ভাষা হারিয়ে ফেলেছি।
আমার পড়া সব থেকে সেরা কবিতা।শুভ কামনা রইলো আরো ভালো কিছু লেখার।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন

২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৭

বিজন রয় বলেছেন: জীবনটা একটি যুদ্ধ। পরাজিত হতে পারি না।
সুন্দর কবিতা।

বানানের দিকে খেয়াল রাখতে হবে যে!

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অনেক দিন পরে ব্লগে পেলাম। ভালো আছেন নিশ্চয়ই।


যে বানান গুলো ভুল মনে হচ্ছে কষ্ট করে জানালে উপকৃত হতাম।
ভালো থাকুন

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আঁধার কেটে একদা
আসবেই জেনো আলো,
হাল ছেড়োনা, বন্ধু!
বাসো আপনারে ভালো ।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: “বাঁচবো আমি স্বপ্ন হতে
নতুন শুরুর জন্য
ব্যর্থতা সব ঝেড়ে ফেলে
করতে মোরে ধন্য।”

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই রূপক বিধৌত সাধু ।

ভালো থাকার শুভকামনা রইলো।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: বধূর
এটাওটা
অযুহাতটাই
বাঁকি
প্রিয় জনরা
রংয়ে

আর লাইনের মাঝে যে কমা দিয়েছেন তারপরে এটি স্পেস দিয়ে দিন।

আমি ভাল আছি। আমাকে মানে রাখার জন্য ধন্যবাদ।
অনেক শুভকামনা রইল।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: বধূর বানানটা ঠিক আছে, "প্রিয় জনরা" স্পেস কেটেছি ,
বাকি গুলো সম্পাদনা করেছি।

বানান শুধরে কবিতাটি আরো নিখুঁত করে তুলতে সাহায্য করে ঋণী করে গেলেন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: আত্মহত্যা ভালো নয় তবে কবিতা খারাপ হয়নি।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন কবি সুমন কর।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৩

নাসের গ্যাং ০০৭ বলেছেন: ভাই আপনি তো দারুন লেখেন! ভালো লাগে আপনার নব্যরচিত কবিতাগুলো।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


আরো ভালো লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।ভালো থাকুন নাসের গ্যাং ০০৭

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩

বিলিয়ার রহমান বলেছেন: ভাই পুরণো কবিতাগুলো ভালো লাগেনা বুঝি।

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালোই হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

ভালো থাকুন দিশেহারা রাজপুত্র।

৮| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন ভাই শাহরিয়ার কবীর।

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

অনুকথা বলেছেন: অসাধারণ লিখেছো!
শুভ কামনা রইলো আরো ভালো কিছু লেখার।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


আরো ভালো লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।ভালো থাকুন অনুকথা ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮

ছায়াহরিণ বলেছেন: চমৎকার একটি পোস্ট! ভালো লাগা জানিয়ে গেলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলেগেছে শুনে দারুন লাগলো


ভালো থাকুন ছায়াহরিণ

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

ভীনদেশী বলেছেন: অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি।


অসাধারণ++

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভীনদেশী।


ভালো থাকুন।

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

অনুকথা বলেছেন: মুগ্ধ হলাম পড়ে
তোমার লেখা কবিতা,
আত্নহত্যা মহাপাপ
জানে কি সবাই তা?

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: আত্মহত্যা মহাপাপ সবাই না জানেকিনা জানিনা। তবে আমি জানি ও মানি।


মুগ্ধ হয়েছেন ভালো তবে কিছু মুগ্ধতা ভবিষ্যতের জন্য রেখে দিয়েন হা হা হা............।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: বাহ!

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আব্দুল্লাহ্ আল আসিফ ।


ভালো থাকুন সবসময়।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

নাসের গ্যাং ০০৭ বলেছেন: মাঝে মাঝে সব কিছুই এলোমেলো লাগে। বাঁচার ইচ্ছাটা তবুও হারিয়ে ফেলিনি কোন দিন। কয়েকটা ব্যর্থতার জন্য সবকিছু ছেরে চলে যাওয়ার মানে নেই কোন। আত্মহত্যা ভীরুদের কাজ সাহসিরা বেঁচে থাকে, লড়াই করে, সফল হয়।

আত্মহত্যাকে অনুৎসাহিত করে লেখা কবিতার জন্য ফের অভিবাদন জানিয়ে গেলাম

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আত্মহত্যা ভীরুদের কাজ সাহসিরা বেঁচে থাকে, লড়াই করে, সফল হয়। সহমত
যারা আত্মহত্যা করে তারা সত্যিই ভীরু।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: আত্মহত্যা ভীরুদের কাজ সাহসিরা বেঁচে থাকে, লড়াই করে, সফল হয়। সহমত
যারা আত্মহত্যা করে তারা সত্যিই ভীরু।


১৬| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৫

প্রামানিক বলেছেন: বাঁচতে হবে সবার তরে , রুখতে সকল জ্বরা
স্বপ্নের রংয়ে রাঙিয়ে দিয়ে , গড়তে নতুন ধরা।


চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই। আশা করি ভাইটিকে মনে রাখবেন।


ভালো থাকুন।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাঁচবো আমি স্বপ্ন হতে, নতুন শুরুর জন্য
ব্যর্থতা সব ঝেড়ে ফেলে, করতে মোরে ধন্য।
বাঁচতে হবে সবার তরে , রুখতে সকল জ্বরা
স্বপ্নের রংয়ে রাঙিয়ে দিয়ে , গড়তে নতুন ধরা।

অসাধারন লেখনি। খুব ভালো লাগলো।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০১

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
অসাধারন মন্তব্রে জন্য ধন্যবাদ কবি হাফেজ আহমেদ

ভালো থাকুন সব সময়।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনিও ভালো থাকবেন কবি। শুভ কামনা।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০

বিলিয়ার রহমান বলেছেন: শুভকামনা জানানোয় কৃতার্থ হলাম। আপনার প্রতিও রালো অনেক ভালোবাসা।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

নাসের গ্যাং ০০৭ বলেছেন: নাসের গ্যাং ০০৭ বলেছেন: নতুন পুরাণ সব কিছুই ভালো লাগে ।রীতিমতো আপনার ভক্ত হয়ে গেছি কবি বিলিয়ার রহমান ।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আবেগ বাড়িয়ে দিলেন। আশারাখি আপনার মুগ্ধতা অবিরত থাকবে



ভালো থাকুন সব সময়।

২০| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:




আজকের বিশ্বের এক কঠিন বিষয়ের উপর জোরালো বক্তব্যের পংক্তিমালা, সুপাঠ্য

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

বিলিয়ার রহমান বলেছেন: প্রিয় ব্লগার চাঁদগাজী আপনি সেই মন্তব্যটিই করেছেন যেটি শোনার জন্যই আমার কবিতাটি লেখা।


সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।

২২| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ইস্ ওর এর দাস বলেছেন: ঠিক আছে...
মিথ্যে প্রশংসা করবনা, এরকম কবিতার জন্য আপনার ব্যবহৃত ভাষা ও ছন্দ শিশুসুলভ ।

চালিয়ে যান । ভাল থাকবেন ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো ধন্যবাদ মিথ্যে প্রশংসা না করার কারনে।

ভাই ইস্ ওর এর দাস আমিতো জানি ছন্দ স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ,মাত্রাবৃত্ত ইত্যাদি হয়ে থাকে। শিশুসুলভ নামে ও যে একটা ছন্দ আছে সেটা আপনার কাছেই শুনলাম।বাদ দেই এসব।

আসলে আমি এরকম ছন্দে লিখতেই ভালোবাসি। সম্ভবত বিখ্যাত প্রায় সব কবিই এই ছন্দে লিখেছেন।

তাছাড়া কবিতার টোন সুন্দরভাবে বোঝার জন্য নূন্যতম কিছু ভালো মানের কবিতা পাঠের অভিজ্ঞতা প্রয়োজন।

ভালো থাকুন।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার গুরুগম্ভীর কবিতা(“
শোন শোন শোন যত আছো সুধি,
'মন কি বাত' বলছেন মুদি ।
---মুদি আবার কে?
মুদিকে চেননা তোমরা,
তিনি যে এ দেশের প্রাণ ভোমরা ।
কত কোটি টাকা খরচ করে,
টিভি, কাগজ, পোষ্টারে ওরে -
দেখান নিজের ছবি । তবু চিনলিনে তাঁরে?
অমিতাভকে চিনিস? আর দেব দারে?
---আমরা না চিনলে চিনবে আর কে?

বুঝেছি বুঝেছি মুদিজিকে,
আপনারে ছড়িয়ে দিতে দিকে দিকে
অভিনয়টা তুলতে হবে সিনেমায়
হায় হায়রে হায় ।
যত টাকা গেছে কেবল বিজ্ঞাপনে -
মানুষের জন্যে খরচ হলে কি না হত সে ধনে...
তবু তোরা মুর্খের দল,
মুদিকে চিনিসনে ! চোখে আসে জল
অনাহারি যত মুর্খের দল,
চোখে আসে শুধু জল । জল । জল ।”)

পড়লাম। দারুন লেখেন আপনি !!!!!!!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতা পড়ে আর একটা চিরন্তন বানী মনে পড়ে গেলো।“যারা কবিতা লেখে তারা হয় কবি আর যারা তা পারে না তারা হয় সমালোচক।

পরিশেষে আপনার প্রতি আমার মতো শিশুসুলভ ভাষা ও ছন্দ ব্যবহার করে একটা কবিতা লিখে দেখানোর অনুরোধ রইলো।

ভালো থাকুন সব সময়।

২৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

অরুনি মায়া অনু বলেছেন: নিজেকে আগে ভালবাসুন। নিজের জন্য বাঁচতে শিখুন। তখন পৃথিবী আপনাকেই মান্য করবে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩০

বিলিয়ার রহমান বলেছেন: “নিজেকে আগে ভালবাসুন। নিজের জন্য বাঁচতে শিখুন। তখন পৃথিবী আপনাকেই মান্য করবে। ”
দারুন বলেছেন।


ভালো থাকুন সব সময়।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

আমিই মিসির আলী বলেছেন: দুঃসহ সব ব্যর্থতা মোর দানব হয়ে এসে
আত্মহত্যার ইচ্ছা টা মোর গেলো দিয়ে শেষে।
যে কারনে যাবো চলে দেবো আমি ফাঁকি
খুন হওয়ার সেই অজুহাতটাই রইলো তোলা বাকি।
কোনটা রেখে কোনটা বলি দেইবা কারে বাদ
যারা সবাই করেছে মোর জীবনটা বরবাদ।

জাস্ট মুগ্ধ হইলাম।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রথম মন্তব্য পেলাম। মন্তব্যে মুগ্ধ করে গেলেন।



ভালো থাকুন সব সময়।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

রক্ত পলাশী বলেছেন: প্রেয়সী মোরে পর করেছে থাকছে না মোর ঘরে
চাকরিটাও নেই যে আমার বছর দেড়েক ধরে।
-এতটুকুইতো যথেষ্ট.....।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: আমার কবিতা থেকে কোট করে মন্তব্য করেছেন। এরকম মন্তব্য সত্যিই অসাধারন লাগে।



ভালো থাকার শুভকামনা রইলো।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

শামছুল ইসলাম বলেছেন: আত্মহত্যার অনেক কারণ থাকলেও সবার কথা মনে করে কবি নতুনভাবে উদ্দীপ্ত হয়েছেনঃ

//বাঁচবো আমি স্বপ্ন হতে নতুন শুরুর জন্য
ব্যর্থতা সব ঝেড়ে ফেলে করতে মোরে ধন্য।
বাঁচতে হবে সবার তরে রুখতে সকল জ্বরা
স্বপ্নের রংয়ে রাঙিয়ে দিয়ে গড়তে নতুন ধরা।//


কবির এই আশাবাদ, অন্যদেরও উৎসাহিত করবে নিঃসন্দেহে।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০১

বিলিয়ার রহমান বলেছেন: আপনার প্রথম মন্তব্য পেলাম। মন্তব্যে মুগ্ধ করে গেলেন।


আপনিও ভাল থাকুন। সবসময়।

২৭| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ভাল লেগেছে। সবশেষে বাঁচার আকুতিও রয়েছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলেগেছে শুনে দারুন লাগলো


ভালো থাকুন প্রজ্জলিত মেশকাত ।

২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: আপনি এত সুন্দর কিভাবে লিখেন ! অবাক লাগছে B:-) B:-)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।


ভালো থাকুন

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

নীলপরি বলেছেন: বাঁচবো আমি স্বপ্ন হতে নতুন শুরুর জন্য
ব্যর্থতা সব ঝেড়ে ফেলে করতে মোরে ধন্য।
বাঁচতে হবে সবার তরে রুখতে সকল জ্বরা
স্বপ্নের রংয়ে রাঙিয়ে দিয়ে গড়তে নতুন ধরা।


ভালো লাগলো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলেগেছে শুনে দারুন লাগলো


ভালো থাকুন নীলপরি।

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: প্রতিদিনই সূর্য উঠে। তবে প্রতি দিনের সূর্য উঠা-ই আলাদা আলাদা। প্রকৃতি প্রতিটি দিনকে আলাদা করে দেয়। প্রতিটি মানুষ প্রতিটি দিনকে আলাদা করে দেখার চোখ তার মনে ফোটাতে হবে।

ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ সৈয়দ আবুল ফারাহ্‌।


ভালো থাকুন।

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

খায়রুল আহসান বলেছেন: বেদনার মাঝে আশার বাণী শুনিয়ে যাওয়া কবিতায় প্লাস + +।
কবিতার শেষ দুটো চরণ অনবদ্য হয়েছে।
আপনি কি শেষ মেষ হারিয়েই গেলেন? তাই যদি হয়, সামু একজন বুদ্ধিদীপ্ত ব্লগারকে হারালো!
ফিরে আসুন, আবার আমাদের মাঝে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.