নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ লালকে যখন লালই বলি

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

লালকে লালকে যখন লালই বলি
নীলকে যখন নীল
সাদা চোখে সবই সমান
তখন কিসে গরমিল।

লাল, নীল, সবুজ ,হলুদ
সবই যখন কালো
মন্দ দুষ্ট লোভী পুষ্ট
সবই তখন ভালো।

গলা বাজিতে গলা মিলিয়ে
বৈধ যখন অবৈধতা
পেশির জোরে ছোড়ার ভয়ে
উচ্চকন্ঠে আসে মৌনতা।

তখন উর্দি কুর্তি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার ঐ উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়।

এই ভুলেরই ভুল সংশোধনী
কখনো কি কাজে আসে
ভুলের শিক্ষায় উদাসীনতায়
ভুলই তখন হাসে।

ঢাকা
১০ জুন
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ কবি হে। ভালো থাকবেন নিরন্তর, শুভ কামনা

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ

২| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১২

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো

৩| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই সুমন কর

৪| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি উত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১১

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ।

৫| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৭

বিজন রয় বলেছেন: তখন উর্দি কুর্দি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়।

কবিতায় একটি দর্শন আছে।
+++++

১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: দর্শনতো অবশ্যই একটা আছে, তবে আপনি কোন দর্শন অনুধাবন করলেন ভাই বিজন রয়।

৬| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৪১

বিজন রয় বলেছেন: দর্শণটি হলো............

ধনী-গরীব, রাজা-প্রজা, দুষ্টু-ভাল, লোভী-সৎ।

ঠিক বলিনি?

১০ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: আপনার ভাবনাটি পুরোপরি আমার মতো নয়, হয়তো আপনার মতো ভালো ভাবতে জানিনা। যাহোক মূল্যবান মতামতের জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকার শুভ কামনা রইলো ভাই বিজন রয়।

৭| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:১৫

বিজন রয় বলেছেন: আপনার কবিতা পড়ে আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। আপনি হয়তো একটি ভাবনা থেকে লিখেছেন। কিন্তু আমরা হাজার পাঠক হাজার রকমের মানে করবো, সেটা লেখকের সাথে নাও মিলতে পারে।

লেখা প্রকাশ হলে মূল থাকে লেখকের আর উপরটা থাকে পাঠকের।
কিন্তু পাঠকের স্বাধীনতার নাগাল লেখক পায় না।

হা হা হা ............ কিপ ইট আপ।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখার মতোই আপনার মন্তব্য সমূহ সুন্দর। অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

বিলিয়ার রহমান বলেছেন:

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: তখন উর্দি কুর্দি হয়ে
নিজের যশকে বাড়ায়
স্পর্ধার উর্ধাকাশে চড়ে
রাজাকে ভিখারী করায়
-- আমি যা বুঝেছিঃ সবাই যখন 'গলাবাজিতে গলামিলিয়ে' অবৈধতাকে বৈধতা দেয় এবং বাকীরা মৌনতা পালন করে, তখন উর্দিওয়ালারা নিজেদের আনুগত্য জাহির করার জন্য রাজার স্পর্ধা বাড়িয়ে দিয়ে প্রকারান্তরে তাকে একদিন ভিখারী করে ছাড়ে।
এই ভুলেরই ভুল সংশোধনী
কখনো কি কাজে আসে
ভুলের শিক্ষায় উদাসীনতায়
ভুলইতো তখন হাসে
-- কবিতার সমাপ্তিটা সুন্দর হয়েছে।
কবিতায় "লাইক"।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

বিলিয়ার রহমান বলেছেন:
আমি যা বোঝাতে চেয়েছি আপনি তাই বুঝেছেন।

মন্তব্য+ লাইকের জন্য ধন্যবাদ ।

কবিতাটা আমার রিপোস্ট করার ইচ্ছা আছে।

ভালোথাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.