নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...................................;)

বিলিয়ার রহমান

হয়তো কোন একদিন....................।

বিলিয়ার রহমান › বিস্তারিত পোস্টঃ

সোনার খাঁচায় স্বাধীনতা

২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৪১

ও পাখি তুমি পাখার তলে
চঞ্চু কেন রাখো।
চাঁদ উঠলে ফুল ফুটলে
গোমরা মুখে থাকো
সোনার খাচায় রূপোর থালায়
দিচ্ছি বাহারি খাবার
তবুও সুরের মূর্ছনা তুমি
তুলছোনা যে আর।

সহস্র অযুত উঠোন ভরা
বাসাত যদিও নাই
তবুও সোনার দামি খাচায়
নেইতো অভাব ভাই।
তাইতো বলি ও গানের পাখি
ওঠাও কন্ঠে সুর
তোমার গানে হবে যে আজ
মোর স্বপ্ন সুমধুর।

শুনে পাখি ক্রুর হেসে
সুধাইলো যে মোরে
খোলা আকাশ চাইতো "আমার
উড়িবার তরে।
কেমন করে খুলব পাখা
তুলবো কন্ঠে সুর
সোনার খাচয় স্বাধীনতা
যদি আটকে রাখো দুর।" [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Biliar/Biliar-1464241304-9e8a112_xlarge.jpg




ঢাকা
২৬ মে
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোনার খাঁচায় আটকে স্বাধীনতা কে চায় বাঁচিবার?????

বন্দী পাখিদের যন্ত্রনা আসলে্য যাতনা ময় .................

২৬ শে মে, ২০১৬ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: ঠিক বলেছেন

২| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখনি। এগিয়ে যান, শুভাশিস রইল।

২৬ শে মে, ২০১৬ দুপুর ১:২১

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ ভাই কবি হাফেজ আহমেদ

৩| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

খায়রুল আহসান বলেছেন: শুভ হোক আপনার ব্লগযাত্রা, সুস্বাগতম!
স্বাধীন পাখির সুর আর বন্দী পাখির সুর এক হয়না কখনো। কবিতা ভালো লেগেছে, তবে কয়েকটা ভুল বানান শুদ্ধ করে নিলে ভাল হয়ঃ খাচায়<খাঁচায়, চষ্ণু<চঞ্চু, মুর্ছনা<মূর্ছনা, সুধাইলো<শুধাইলো, উরিবারই<উড়িবারই, ইত্যাদি।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬

বিলিয়ার রহমান বলেছেন: বানান ভুল করা বোধকরি আমার সারাজীবনের বদ অভ্যাস।খুব চেষ্টা করে এটা কাটিয়ে ওঠার ইচ্ছাও কেন যেন হয়ে উঠছে না।হয়তো আপনার মতো অসাধারন ব্লগারেরা এক্ষেত্রে সাহায্য অব্যাহত রাখবেন আশা রাখি।

৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: হয়তো আপনার মতো অসাধারন ব্লগারেরা এক্ষেত্রে সাহায্য অব্যাহত রাখবেন আশা রাখি। - সাহায্য করার পরেও যদি তা অব্যবহৃত থেকে যায়, তবে আর সাহায্য অব্যাহত থাকবে কোন যুক্তিতে?

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: দুখিঃত এডিট করতে একটু সময় নিলাম।আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ,ভালোথাকবেন।

৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, সময় করে সম্পাদনা করে নেয়ার জন্য। এখন কবিতাটাকে অনেক সুন্দর দেখাচ্ছে, পড়তেও বেশ ভালো লাগছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: অনেক কৃতজ্ঞতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.