নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

চিতার সাজন

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬


কুকুর গায়ে যদি চিতার সাজন
সাজাই তবে মন্দ হয় না; সবাই
বলবে ওরে বাবা চিতা- চিতা!
আসলে চিতার খুঁজ পেলাম না
সত্যকারের অর্থ হলো কুকুর
চিতা যখন অন্য চিতা দেখে খুশি
হয় কিন্তু কুকুর তা কিন্তু...

মন্তব্য১১ টি রেটিং+২

পাথর

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩


শিকড় কতটা দুর্বল হতে পারে
ভাবতেই ক্লান্তির শ্রাবণ হাজির;
মেঘের কান্না বুঝে না স্বার্থপর
বয়সটাও কম হলো না পাথর!
কোমল হাসিটাও ফুঁড়ে যাচ্ছে
শুধু সময়ের আগায় রাত্রি ভোর
নতুন করে হাঁট বাজারে হচ্ছে
স্বার্থ কেনা বেচা দ্রব্যমূল্য...

মন্তব্য১০ টি রেটিং+২

চাঁদ খাঁটি

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯



এতো কিছু শিখলাম
আকাশ তরি, মাটি ঘুড়ি-
অথচ ভুলে যেতে শিখলাম না
এই সুখ তারায় রাত্রি!
একাকীত্বের নীড়ে বুঝেছি খুব
ভুলতে হয় ধৈর্য ও সাধনা
মধ্য বয়স কিংবা বুড়ো পর্যন্ত
ঐ বাবা মার জান্নাতি মাটি;
দেখো বুকের উপর...

মন্তব্য১৪ টি রেটিং+১

পরিপাটি

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪



এতো কষ্ট কথায় রাখি
ঐ চাঁদ তারা জানে না
রাতের সংলাপে নাকি
গোলাপের গন্ধ বাসি;
জোনাকির হাসি কেনো
বাঁশ ঝাড় কিংবা ঘাস!
তবু শ্রাবণ ছুঁয়ে দেখি
আমার গায়ে নরম মাটি
পাপড়ি ঝরা কত কি
কষ্ট বুঝল না পরিপাটি।


১৮ পৌষ...

মন্তব্য১৩ টি রেটিং+৩

নতুন ক্যালেন্ডার খুলো

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৮



ছিঁড়ে ফেলো- ছিঁড়ে ফেলো
পুরাতন ডাইয়রির পাতাগুলো
মনে রাখাটাই হবে ভুল যত
নতুন ডাইয়রির ক্যালেন্ডার
খুলে ফেলো- খুলে ফেলো;
ঐ দেখো ঐ দেখো রাত ১২টায়
হৈ হল্লোর খুলা হচ্ছে
নতুন ক্যালেন্ডার- আবার
লেখা হচ্ছে দাগকাটা কষ্ট ভান্ডার;
কি করে...

মন্তব্য১০ টি রেটিং+২

কি সুখ পেলে

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯


দাগের উপর দাগে কেটে গেলে
২০২৩ সাল- কি সুখ পেলে?
সুখের আসমান চাঁদ তারা-
ঐ দূর পাহাড়ের ঋর্ণ ধারা;
কি করে ভুলি বুকের ব্যথা
কয়া গেলে না কি সুখ পেলে?

পাড়ায় মহলায় রাত ১২টায়
হৈ হল্লোর করে,...

মন্তব্য১৪ টি রেটিং+২

কার কি

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৬



দেশের মাটি গোল্লায় গেলে
আমার কি? বেঁচে আছি তো এই কি?
স্বার্থপরে আগুন জ্বলে-
আমি হাত দিয়ে দেখেছিলাম!
এই পোড়া পোড়া ভাব বৈ কি?
কিছুই হবে না দেশপ্রেম জাগে না
তোমার মাটি- আমার মাটি
গোল্লায় গেলে, কার...

মন্তব্য১৬ টি রেটিং+১

আহা শীত

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৯



বোতল ভরে তেল গুড় আনতেন বাবা
আর রাতের তেল পিঠা
সকালে ভাপা পিঠা
মা যেনো আজও বানাচ্ছে
গন্ধ মুখর পিঠা পুলি!
ও বাড়িতে জামাই আসবে কি আনন্দ?...

মন্তব্য১১ টি রেটিং+২

উঠানে হাহাকার

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫০



বাবা তোমার আটাকয়ে গমের জমিটা
আর গম হয় না এমন কি কয়ের বিলের
পাট গুলো ডুবে যাচ্ছে; পাট জাগ দেওয়ার
বাচ্চু ভাইও আর নেই অথচ আউশ ধানে
পান্তা ভাত আজও কথা কয় বাবা; মার
সকাল...

মন্তব্য১০ টি রেটিং+০

শঙ্খচিলে বাবা

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০


শঙ্খচিলের ডানায় উড়ালদিলে বাবা
কত স্বপ্ন ছিল সহজ সরল
পুরোন করতে ব্যর্থ আমি ক্ষমা করো বাবা
সাত সমুদ্র চার নদীর জলে বুঝেছি
তুমিছিলে বাবা বটছায়া;
তোমার মতো হতে পারবো না জানি বাবা।

কাউনের শীষে শীষদুলা...

মন্তব্য১০ টি রেটিং+২

খরিদ কর

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮



অভিনয় দেখছো
অথচ অভিনয় পারো না
নীতি ভাবছো
নীতি ভ্রষ্ট হতে পারছো না
তাহলে কি দেখছো
ব্যাখ্যা বুঝ না উপমা বুঝ না
প্রমান কত দেখবে
দেহের সবুজ মাঠ ঘাটে
সবই অভিনয়ের
হাট বাজার- খরিদ কর শুধু
কিছু সময় ক্ষণ;


২৯ অগ্রহায়ণ...

মন্তব্য৯ টি রেটিং+০

আমার

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২২



এ কাল- সে কাল
বলো না আর রাত্রিকাল-
এ দাম- সে দাম
বলে সব কম কম কম
সত্যের গায়ে মিথ্যার হাট
খরিদ করে হাট বাজারে বাট;
তেমন দিন- এমন দিন
হচ্ছে সব কোটিপতি রঙিন!
মামার দোকান- খালুর দোকান
মানছে...

মন্তব্য১০ টি রেটিং+১

দাম বাড়ুক

১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৫


রোগে অসুখ ছাড়ে না-
পেঁয়াজ ছাড়া চলেই না
এভাবে থাকলে পাতিল
আর মুখে স্বাদ লাগবে না-
তবু পেঁয়াজ বলে কথা!
যতোই দাম বাড়ুক, ব্যাগ
ভর্তি পেঁয়াজ চাই; পাশের
বাড়ি যদি আনতে পারে-
তুমি পারবো না কেনো?
এভাবে রোগে অসুখ...

মন্তব্য১৪ টি রেটিং+১

বিষ পান

১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩



আমি বিষ পান করেছি বলে-
ভোটে গেছি, এসো বিষ পান করি
শুধু সকাল ৮টা থেকে বিকাল ৪টা
তারপর হাসপাতালে আমার
বিজয় উল্লাস করবে-এসো ভাই-
এসো- এক গ্লাস বিষ পান শুধু একদিন
তারপর পাঁচ বছর মধুর সাথে...

মন্তব্য৬ টি রেটিং+১

গায়ের নক

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪


বন্ধু আমার এমপির সখ!
গায়ে ময়দানে শুধু চক-
ভোট হয়েছে উড়া বক
আমি হয়েছি ভোটের ঠক;
গাও গ্রামে গিলছে মগ-
এমপির সখ বন্ধুর মনে রক
এমন আশায় হই না পক;
মিলবে সব গায়ের নক।


২৫ অগ্রহায়ণ ১৪৩০, ১০...

মন্তব্য১২ টি রেটিং+১

১০১১>> ›

full version

©somewhere in net ltd.