নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
বৃষ্টি ঝরে বৃষ্টি- বৃষ্টি-
আহা কি লাগে রঙিন!
জলকাদায় খেলাধুলায়
ছেলে পেলের দিন;
মনের ইচ্ছাই আর পারি না
শৈশব কৈশোর হতে!
বৃষ্টির খেলা দেখে
চোখ ভেজার দিন;
বৃষ্টি ঝরে বৃষ্টি- বৃষ্টি-
আহা কি লাগে রঙিন!
মাঠভিটার দুবলা ঘাসে
ভালোবাসার বৃষ্টি মিশে
খুব ছুটে যেতে ইচ্ছা হয়
পারি না বেদনায় কথা কয়
এই জানালার ফাঁকে
অঝোর বৃষ্টি ঝরার দিন;
ঐ ছেলে পেলে মনে পরে
স্মৃতিমুখর বৃষ্টি ভেজার দিন।
২৯-০৯-২৪
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ কামনা জানাই
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
ছুোঙ বলেছেন: কবিতাটি সত্যিই ভালো, এটা আমার মতো পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়, আমি এই কবিতাটি পাঠাবো https://solarsmash.co সবার অনুভূতির জন্য