নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্য, শুধু ঐ টা ই করে

০১ লা মে, ২০২৩ দুপুর ২:৫৫

ক্যাম্পেইন নিয়ে পরিবার পরিকল্পনা কর্মী গেছে এক বাড়িতে,
'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'।
.
দরজায় নক দেওয়ার পর পরিবারের এক ছেলে আসার পর তার পেছনে ক্রমান্বয়ে আরো চারজন আসলো । ওরা সবাই ভাই বোন ।
.
পরিকল্পনা কর্মী একজনকে জিজ্ঞেস করলো, তোমরা কয় ভাই বোন? মাঝখান থেকে একজন জবাব দিলো, এগারো জন ।
.
কর্মী ভাবলো, অতীতে যা হওয়ার হয়েছে তবুও একটা পরিবার পরিকল্পনা দরকার কিন্তু বাসায় মা আছে তবে বাবা বাসায় নেই ।
.
পরিবার পরিকল্পনার উপকারিতা বুঝানোর পাশাপাশি সে মহিলাকে জিজ্ঞেস করলো, এতো সন্তান নেওয়ার পেছনের কারণ কি?
.
বউ বললো, 'পোলার বাবার শখ আছিলো ফুটবল খেলা । এগারো জন ছাড়া তো টিম হয় না ।'
.
পরিকল্পনা যদি দিতেই হয় তখন যদি কেউ তার মাথায় টেনিস বল খেলার মন্ত্র ঢুকাতে পারতো তাহলে সন্তান দুটো ই হতো,
.
আলোচনা চলার মাঝখানে তাকে হঠাৎ থামিয়ে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনার স্বামী কি করে?
বউ ঘোমটা টেনে লজ্জায় লাল হয়ে বললো, 'শুধু ঐ টা ই করে, ফুটবল টিম দেখে বুঝলেন না ।’

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৩ রাত ১২:৩৯

কিরকুট বলেছেন: রম্য টম্য না লিখে সলিড কিছু লেখার চেষ্টা করুন।

২| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধদরে একই ভংমায় লিখছেন। লেখার স্টাইল কি চেঞ্জ করবেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.