নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এআরকি...

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪২

বিয়ে পিঁড়িতে বসছেন জয়া আহসান এই কথাটা শুনার পর বাবা বলেছিলেন, এটা আমরাও শুনতাম ।
.
জয়া আহসান জানিয়েছেন তার বয়স মাত্র ৩৭ বছর, আমি ভাবতাম ১৭, বাবারা ভাবে ৪৭, দাদারা ভাবতো ৫৭ ।
.
যে ছাদে বিকেলে সুন্দরী ললনা থাকে না সেটা ফুটপাত ।
.
বউকে পাখি না ডেকে বরং উঁকুন নামে ডাকুন, কারণ পাখি উড়ে গেলেও কিন্তু উঁকুন থেকে যাবে ।
.
আইফোন না থাকলে নর্থ সাউথে পড়ুয়াদের নাকি ইজ্জত যায়, এ কেমন বেইজ্জতি ।
.
গরু ভারতে জন্মালে মা, আর বাংলাদেশে জন্মালে আমাদের সাথে তুলনা করা হয় ।
.
রটে গিয়েছিলো মিথিলাকে তিন কোটি টাকার গাড়ি উপহার দিলেন সৃজিত সুতরাং তাহসানের কিউটনেস্ ধুয়ে সারা জীবন পানি খাওয়ার মতো বোকা না মেয়েরা ।
.
মেয়েরা নাকি গোল্ড মেডেল পেলে সেটা গলিয়েও গহনা বানিয়ে পেলে!
.
সুন্দরী মেয়েরা বকবক করলে একমাত্র হাজবেন্ড ছাড়া কেউ বিরক্ত হয়না ।
.
বাংলাদেশে গরুর চেয়ে চিড়িয়াখানার বাঘ সিংহদের দেখলে নিরীহ প্রাণী মনে হয় ।
.
পাওনা টাকা টেনশন ছাড়া ফেরত পেলে বুঝবেন আপনি ভালো মানুষ চিনতে ভুল করেন না ।
.
একদা বিপিএলে দুই বাংলার মিলনের জন্য আমি ভারত থেকে রানু মন্ডল আর বাংলাদেশ থেকে মাহফুজুর রহমানকে আনার প্রস্তাব করেছিলাম ।
.
আগে অন্যের লেটেস্ট আইফোন দেখলে জেলাস হতাম এখন সুন্দরী বউ দেখলে....!
.
প্রেমিকার সাথে ফিসফিস করে কথা বলতে পারাও একটা আর্ট, যা সবাই পারেনা!
.
পরীক্ষার হলে অংক বানিয়ে করার চেষ্টাও একটি দুঃসাহসিক সৃজনশীলতা ।
.
সেদিন একজনকে শালা বলে গালি দেওয়ার পর সে বললো, ভাই সত্যি বোন থাকলে আপনাকেই দিতাম ।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:২১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা। ব্যাপক মজা পেলাম।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৪

বিটপি বলেছেন: পঞ্চাশেও জয়া আহসান যৌবন ধরে রেখেছেন - ব্যাপারটা পজিটিভলি নেয়া উচিৎ। এট লিস্ট উনি ছেলের বয়েসী কারো সঙ্গে রোমান্স করেন না। সালমান শাহরুখ বা শাকিব খানেরা যখন নিজেদের নাতনীর বয়েসী মেয়েদের গলায় নাক লাগিয়ে পারফিউমের গন্ধ নেয় - তখন আমার গা ঘিনঘিন করে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৭

আহলান বলেছেন: মাচ বেটার !

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: শেষ লাইনটা আমার সাথেও ঘটেছিলো! কাকতালীয়!

লেখা ভালো লেগেছে।

কপাল ভালো্ আপনি নুসরাত ফারিয়াকে বা তসলিমাকে নিয়ে কিছু লিখেন নাই। লিখলে দুইজন ব্লগার খুব কষ্ট পেতেন!

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যার নয়নে যারে লাগে ভালো। জয়া আহসানকে আমার কাছে কিউট বা আকর্ষণীয় সুন্দরী মনে হয় নি কখনোই। তবে, সিনেমায় তার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। নাটকের চাইতে অনেক ভালো অভিনয় করেছেন সিনেমায়।

সবগুলো কথাই ভালো লেগেছে।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৪

ব্লাক েশডো বলেছেন: ভালো লাগসে, মজা পাইসি

৮| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব চমৎকার হইছে।

৯| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩২

শাওন আহমাদ বলেছেন: বাহ! ভারী বিনোদন ছিলো।

১০| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: ভেরি ফানি।

১১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার বিনোদন, এরকম পোস্ট ইদানীং দেখা যায় না সামুর আঙ্গিনায়। পড়ে মজা পেলাম। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.