নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েটি আমাকে জিজ্ঞেস করেছিলো শরীফ ভাই কারো জীবনে প্রথম নারী হতে হলে কি করতে হবে?
.
বলেছিলাম, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং রাজ্যের সব বই পুড়িয়ে ফেলেছিলেন শুধু এই কারণে যে তিনি চেয়েছিলেন পরবর্তী ইতিহাস তাকে নিয়ে লেখা হবে তার থেকে সূচনা হবে । কারো জীবনে প্রথম হতে হলে তোমাকে হয়তো এমন কিছু করতে হতে পারে ।
.
অতপর মেয়েটি বললো, তাহলে আমি এখন কি করতে পারি? বলেছিলাম, ‘আপাতত আমাকে চিরতরে ভাই ডাকা বন্ধ করে ভাইয়ের ইতিহাস সমাপ্তি ঘোষণা করতে হবে ‘।
কারণ মেয়েটি বেশ সুন্দর ছিলো ।
.
কথিত আছে বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ একটি গ্রুপ চ্যাট করছিলেন কার সফলতা বেশী?
.
বিল গেটস বলেছিলেন আমি অপারেটিং সিস্টেমকে সহজ সরল সাবলীল না করলে স্টিভ জবস আইফোন আবিষ্কার করে অধরায় থেকে যেতেন । স্টিভ জবস বললেন তুমি তো মিয়া সফল হওয়ার আগে কানে আইফোন লাগায় ঘুরতা সুতরাং আমি বেশী সফল ।
মাঝখান দিয়ে মার্ক জুকার বার্গ উঠে বললেন, সফলতার ইতিহাস চীনের প্রথম সম্রাটের বই পুড়ানোর মতো আমি সবাইকে নেশায় আসক্ত করে শেষ করে দিয়েছি । সুতরাং আমিই সফল!
.
একদা জনৈক আর্মির ক্যাপ্টেন বিয়ের জন্য তিনটি পাত্রী দেখেছিলেন । পত্রীদের বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে আসতে বললেন ।
.
একে একে সব পাত্রীদের জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য কি করতে পারবে?
.
প্রথম পাত্রী উত্তর দিলেন, আমি আমার স্বামীর জন্য জীবনও দিয়ে দিতে পারবো ।
.
দ্বিতীয় পাত্রী বললেন, এমন একটি স্বামী ফেলে আমি সুখ শান্তি সমৃদ্ধি ভালবাসা দিয়ে তার জীবন সুখময় করে দিবো ।
.
তৃতীয় পাত্রী অন্যদের চেয়ে বেশ সুন্দরী ছিলো । সে কিছু না বলে শুধু ভাব ধরে বসেছিলো ।
.
তা সত্ত্বেও আর্মি তৃতীয়জনকে বিয়ে করার জন্য অন্যদের বই হওয়ার সকল সম্ভবনা উড়িয়ে দিলো । সরি বই না বউ হওয়ার…/
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৭
আবদুর রব শরীফ বলেছেন: ঈদে তো আর তেমন দাওয়াত পাই না তাই বসে বসে...
২| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২২
আমি সাজিদ বলেছেন: উনি কারও পোস্টে মন্তব্য করেন না, নিজের পোস্টেও প্রতিউত্তর দেন না।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৮
আবদুর রব শরীফ বলেছেন: বেপারটা আপনি ও খেয়াল করবেন যখন মোবাইল থেকে খুড়িয়ে খুড়িয়ে ব্লগিং করবেন ।
৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহলে আমরা কী বুঝলাম? সাকসেসফুল হওয়ার জন্য ভাব ধরে বসে থাকলেই চলে
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৯
আবদুর রব শরীফ বলেছেন: যে মুখ খোলে না অনেকে তাকে জ্ঞানীও ভেবে বসে থাকে ।
৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: প্রতিটা মানুষই সুন্দর।
৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পুরুষরা নারীদের বাহ্যিক সৌন্দর্যকেই মূল্যায়ন করে বেশি।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাকিদের না করা পোস্টের খরা আপনি একাই পুষিয়ে দিচ্ছেন!! প্রথম পাতায় আপনার ৩টি পোস্ট!