নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মা ফটো স্টুডিও দোকানে আমাকে জিজ্ঞেস করেছিলো ভাই আপনার কোন ধরণের কোট টাই পছন্দ?
.
বললাম আপনার কালেকশনে কোন কোন কালারের কোট টাই আছে? সে বললো, যেমন খুশি তেমনভাবে সাজিয়ে দিবো!
.
তারপর সে বললো, শার্টের দুইটা বোতাম খুলে পোজ দেন । দিলাম! অতপর সে ছবিগুলোর উপর এডিট করে কোট বসিয়ে দিলো ।
.
সেই পাসপোর্ট সাইজ ছবি মোটামুটি চাকরিতে এপ্লাই থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় দেদারচ্ছে চালিয়ে দিচ্ছি ।
.
পয়ত্রিশতম বিসিএসে যখন প্রিলি ফেইল করলাম তখন আবার সেই স্টুডিও'তে গেলাম ।
.
বললাম ভাই ছবি এডিট করতে হবে! সে বললো, এবার কোন কালারের কোট টাই লাগাবেন?
বললাম, 'কোট টাই ঠিক থাকবে মাথাটা পাল্টে সুশান্ত পলের মাথাটা লাগিয়ে দিয়েন'
.
যদি আপনার কালেকশনে আরেকটু কিউট অন্য কোন বিসিএসে প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ থেকে থাকে দেখাতে পারেন ।
.
বিলিভ ইট আর নট,
.
এক সময় আমি শাহরুখ খান হতে চাইতাম । ফ্রিতে নায়িকাদের সাথে আলিঙ্গনের সুযোগ আছে বলে,
.
শেষ যখন আমি বক্সার মোহাম্মদ আলী ক্লে হতে চেয়েছিলাম তখন প্রেমিকার বড় ভাই আমার প্রথম টার্গেট ছিলো ।
.
জগতের সকল ছাত্র ছাত্রীর সুখের জন্য স্কুলে আমার শিক্ষামন্ত্রী হওয়ার শখ ছিলো! শপথ নিয়ে ঘোষণা করতাম, 'আজ থেকে স্কুল অনির্দিষ্ট কালের জন্য ছুটি ।'
.
জগতে যখন যা ভাবিয়েছে আমি তা হতে চেয়েছি,
.
মানুষ কিভাবে একটা এইম ইন লাইফ নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখে তা আমি এখনো বুঝতে পারিনা!
.
রমণীরা যখন হুমায়ুন আহমেদের বই বুকে নিয়ে হাঁটতো তখন আমিও লেখক হতে চাইতাম! জগতের তামাম সুন্দরীরা আমার লেখার প্রেমে হাবুডুবু খাবে এক্সেট্রা এক্সেট্রা....!
.
'আমি নেতা হবো' কিংবা 'শোরুমের সামনে টাঙ্গানো ছবি হবো ।'
.
সত্যি বলতে কখনো ভালো মানুষ হতে চাইনি! পাড়ার এক ভালো মানুষ ছিলো শুনলাম সে বড় চাকরি করে তবুও তার একটি নতুন পাঞ্জাবী ছিলো না ।
.
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক খুব ভালো মানুষ ছিলো তাকে রোজ দেখতাম দশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর তাগিদে হেঁটে হেঁটে বাজার নিয়ে বাসায় যাচ্ছে!
.
একজন ভালো নেতা দেখেছিলাম রোজ টংয়ের দোকানে বসে বসে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলতো,
.
জীবনে আমি যত ভালো মানুষ দেখেছি তাদের অনেকে অনেক কিছু করার যোগ্যতা রাখতো ।
.
এক ভালো লোককে জানি,
প্রথমে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন এরপর লন্ডনের কিংস কলেজে ফলিত গণিতের শিক্ষক তারপর কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিসার্চ ফেলো অতপর সিটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা পরিশেষে সব ছেড়ে দিয়ে মাত্র তিন হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম,
.
যিনি পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃত কিন্তু কে বা খবর রেখেছিলো তার!
.
২০১৭ সালে বাংলাদেশে ‘ব্যক্তিত্ব’ বিভাগে একনম্বর জায়গাটি নিয়েছিলেন সাবিলা নুর এবং মিয়া খলিফা!
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: উনি এই যুগের খলিফা
২| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: ড. জামাল নজরুল ইসলাম এর মেধা ও প্রতিভা বিদেশে স্বীকৃত হয়েছিল, স্বদেশে উপেক্ষিত।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: আমরা এমন বলে....
৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:১২
সামছুল আলম কচি বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ। বাংলাদেশে কেন, পৃথিবীর অনেক দেশেই প্রতিভাবান ব্যক্তিরা অবহেলিত হয়, হয়েছে। তবে এ সংখ্যা এ দেশে-ই সবচেয়ে বেশী। তোষামোদকারী হলে, এদেশে আর কোন যোগ্যতা লাগেনা।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: দীর্ঘশ্বাসের গল্পরা
৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:১৬
কিরকুট বলেছেন: ভেড়ার চামড়ার আড়ালে নেকড়ের মুখ দেখা যায়।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে চলে যাচ্ছে
৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০২
রবিন.হুড বলেছেন: সত্য চিরন্তন ও সুন্দর। মিথ্যা নিজে ধ্বংস হবে এবং অপরকে ধ্বংস করে। জামাল নজরুলরা টিকে থাকবেন অন্য ধ্বংস হয়ে যাবে।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: হিরো আলমরা যখন নায়ক বনে যাবে ।
৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: প্রতিভা থাকলেও জ্বালা। না থাকলেও জ্বালা।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: জ্বালা কিন্তু জ্বলছি না
৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ লাইনে এসে ধাক্কা খেলাম।
২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩২
আবদুর রব শরীফ বলেছেন: ধাক্কা এই সমাজ আগে ই খেয়ে ফেলেছে ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৪৬
কামাল১৮ বলেছেন: আমিতো চার খলিফার কথা জানি।ইনি আবার কোন খলিফা।