নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সত্যি বলতে কি জীবনে একমাত্র রক্ত পরীক্ষায় A+ পেয়েছি ।
.
বিয়ে MCQ পদ্ধতির মতো ধর্মে চারটা অপশন থাকলেও একটা মাত্র বৃত্ত ভরাট করা যায় ।
.
দুই থেকে তিনটা মশা কামড়ানোর আগে মশার কয়েল জ্বালানো লোকটি নিঃসন্দেহে কর্মঠ ব্যক্তি,
.
ইস্ত্রি এবং স্ত্রী দুটোর কাজ’ই বাঁকা জিনিস সোজা করা ।
.
দৈনিক সমকাল নিউজ করেছে, 'কম বয়সে মা হচ্ছে ইলিশ' তাকে এক রসিক কমেন্ট করেছে 'নারীরা কোথাও নিরাপদ না ঘরে, বাহিরে, পানিতেও ।'
.
মৃত্যুদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ডসহ কোন দণ্ড না দিয়ে ধর্ষকের চেতনা দণ্ড কেটে নিলে জনগন বেশী খুশী হবে ।
.
শুধু 'জামদানি' না তোমাকে 'কমদামি' শাড়িতেও সুন্দর লাগে ।
.
ইত্যাদিতে কখনো মহান বিটিভি কে নিয়ে কিছু বলা হয় না, কবি এখানে নীরব ।
.
বুদ্ধিমানরা ডিএসলার কিনে না বরং অন্যদের ডিএসলার ক্যামেরা কিনতে উৎসাহিত করে ।
.
নেতার সাথে সেলফি তুলে তা প্রোফাইলে না দিয়ে নিজের বাবার সাথে সেলফি তুলে প্রোফাইলে দাও পাগলা জীবনে কাজে আসবে ।
.
সবাই গরীবের পেটে লাথি দিয়ে বড়লোক হয় না কেউ কেউ নির্বাচন এলে গরীবের মাথায় হাত বুলিয়ে দিয়েও বড়লোক হয় ।
.
শুধু পান্থা ইলিশ না বেলা বিস্কুটের সাথে চা ও জাতীয় ঐতিহ্যবাহী খাবার!
.
গরীবের মোবাইল শখ করে সুপার মুনের ছবি তুললেও এনার্জি বাল্ব মনে হয় ।
.
একদিন আমি রিক্সাওয়ালা হবো সেদিন কিন্তু আমাকে ডেকেও লাভ হবে না, তোমাকে উপেক্ষা করে চলে যাবো!
.
সে ই তো প্রকৃত মেধাবী যে চীন জাপানের প্রেসিডেন্টের নাম একবার শুনে আজো মনে রেখে দিতে পেরেছে ।
.
একদা ভার্জিন একটি ড্রিংকসের নাম ছিলো আজ তা বিলুপ্ত!
.
পেটে ক্ষিদা থাকলে মাথার দাম কমে যায়!
.
সাধু চলিত ভাষা মিশ্রণ দূষণীয় কিন্তু বাংলা কথায় ইংরেজী ভাষা মিশানো স্মার্টীয়!
.
যে ব্রাক্ষণবাড়ীয়ার নাম নিজ হাতে টাইপ করে লিখতে পারে সে স্বশিক্ষিত ।
২| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৫৮
কলাবাগান১ বলেছেন: আপনি তো আপনার বিখ্যাত মন্তব্য ই উহ্য রেখে গেলেন। "আাইনস্টাইন কোরান থেকে আইডিয়া নিয়ে তার থিয়োরী অফ রিলেটিভিটি কে ডেভেলপ করেছেন!!!!"
৩| ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৮
নাহল তরকারি বলেছেন: আমিও আগে ভার্জিন খেতাম। এখন ভার্জিন একটি দূষিত ডাবল মিনিং। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।
৪| ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রম্য হলেও কয়েকটা বাণী বেশ তাৎপর্যবহ।
৫| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: চটক আছে।
পড়তে মজা।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২৫
কামাল১৮ বলেছেন: নাম্বার দিয়ে লিখলে মন্তব্য করতে সুবিধা হতো।