নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নেলসন্ ম্যান্ডেলা কিছু কথা বলে গেছেন যা বর্তমান পরিস্থিতিতে এটম বোমার মতো,
.
তিনি বলতে চেয়েছেন 'তথাকথিত রাজনীতিবিদরা ভাবে তাদের শত্রুগুলো ও আমাদের শত্রু হওয়া উচিত যা একদম ঠিক না'
.
আজকের পৃথিবীতে আমেরিকা ইসরায়েল মুসলিমদের পুরো পৃথিবীর শত্রু বানানোর চেষ্টায় অনেকটা সফল এবং তারা ভাবছে, তাদের শত্রু বিশ্ববাসীর চোখে শত্রু হতে হবে!
.
বাংলাদেশেও বর্তমানে এমন এক পরিবেশ চলছে, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষেও কথা বলেন তা যদি ক্ষমতাসীনদের বিপরীতে যায় তাহলে আপনি রাজাকার!
.
ঠিক এমনটা ও চলছিলো বিএনপি জোট যখন ক্ষমতায় ছিলো, তাদের মতের বিরুদ্ধে কেউ কিছু বললে হয়ে যেতো জাতীয়তাবাদের বিপক্ষের শক্তি, তাকে গ্রেনেড মারা হালাল!
.
এই জন্য হয়তো নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, সবার আগে নিজের কাছে সৎ হতে হবে!
.
বর্তমানে মানবতার মা কিংবা তৎকালীন আপোষহীন নেত্রী যা বলেন না কেনো, মহান নেতা কিংবা নেত্রী হতে হলে সবার আগে আপনাদের চিন্তা ভাবনাগুলো একজন ম্যান্ডেলার মতো হতে হবে,
.
একজন ম্যান্ডেলা তাই হয়তো বলতেন 'মস্তিষ্ক রক্তের উপর প্রভাব বিস্তার করে' আর 'আমি জন্মেছি স্বাধীনতার পক্ষে লড়াই করে মৃত্যুর জন্য'
.
তার মতো কয়জন বলতে পারে 'পৃথিবীর যে কোন দেশে মুক্তি কিংবা অধিকারের জন্য যে আন্দোলন সেটাই আমাদের আন্দেলন'
.
ফিলিস্তিনের মুসলিম বিপ্লবী নেতা ইয়াসির আরাফাত ছিলেন ইসরায়েলের এক নম্বর শত্রু,
.
কিউবার কমিউনিস্ট বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ছিলেন আমেরিকার অন্যতম প্রধান শত্রু,
.
কিংবা লিবিয়ার বিপ্লবী স্বৈরশাসক কর্নেল গাদ্দাফি ছিলো ঔপনিবেশিক শাসকদের শত্রু,
.
তাদের সবার লক্ষ্য ছিলো মুক্তি কিংবা স্বাধীনতা এবং তাদেরও অনেক ভুল ত্রুটি ছিলো তবে তা অবশ্যই তাদের যারা শত্রু ভাবতো তাদের চেয়ে কম!
.
কি এমন অপরাধ করেছিলো ইরাক, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, সিরিয়া যার জন্য তাদের এতো কঠিন থেকে কঠিনতর যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে,
.
লক্ষ লক্ষ নারী শিশুদের কি অপরাধ ছিলো? না তারাও টুইন টাওয়ারে বোমা হামলা করতে গিয়েছিলো!
.
নেলসন ম্যান্ডেলাকে কেনো এতো ভালো লাগে জানেন?
.
তিনি কোন পরাশক্তিকে তোয়াক্কা না করে বলেছিলেন, 'ইয়াসির আরাফাত, কর্নেল গাদ্দাফি কিংবা ফিদেল কাস্ত্রো কাদের শত্রু তা আমার জানার দরকার নেই তারা আমার বন্ধু কারণ তারা আমাদের সাদা-কালোর বিপ্লকে সহায়তা করে বলেছিলো তোমরা সফল হবেই'
.
চালিয়ে যাও বন্ধু.....!
২| ১৪ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
জ্যাক স্মিথ বলেছেন: রাজনীতিবিদেরা সৎ সাজে মানুষের কাছে, কিন্তু তারা নিজের কাছে কখনো সৎ হতে পারে না।
৩| ১৪ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: নেলসন ম্যান্ডেলা শুধু রাষ্ট্রনায়ক আর অধিকারকর্মী ছিলেন না, দার্শনিকও ছিলেন। তাঁর ভাবনার সঙ্গে অন্যদের ভাবনা মিলবে না।
৪| ১৪ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
কামাল১৮ বলেছেন: ইসলাম মুসলমান ছাড়া সবাইকে দোজখে পাঠায়।একথা প্রতিটা মুসলমান বিশ্বাস করে।
তাই সবাই তার শত্রু । অন্য কোন ধর্ম এটা করে না।তারা যার যার ধর্মের প্রসংশা করে,অন্য ধর্মের নিন্দা করে না।
৫| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:১৬
আমি সাজিদ বলেছেন: কিম আর পুতিন আপনার বন্ধু।
৬| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজনীতিবিদদের জন্য কোড অব কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য তো অবশ্যই। আমাদের রাজনীতিবিদদের কথাবার্তা শুনলে অনেক সময় শুধু বিরক্ত ও ক্ষোভই হয় না, লজ্জাও পাই - আমাদের শীর্ষব্যক্তিদের কথাবার্তা ও আচরণ যদি এমন হয়, তাহলে জনগণ অনুসরণ করবে কাদের?
৭| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কামাল১৮ বলেছেন: ইসলাম মুসলমান ছাড়া সবাইকে দোজখে পাঠায়।একথা প্রতিটা মুসলমান বিশ্বাস করে।
তাই সবাই তার শত্রু । অন্য কোন ধর্ম এটা করে না।তারা যার যার ধর্মের প্রসংশা করে,অন্য ধর্মের নিন্দা করে না।
বোঝা গেল-
১। ইসলাম সম্পর্কে আপনি সেভাবেই জেনেছেন, যে ভাবে একজন ধর্মান্ধ মুসালমান জানে, অর্থাৎ মোল্লাদের বয়ানের মাধ্যমে
২। ইসলাম সম্পর্কে আপনি ততটুকুই জানেন ,যতটুকু একজন ধর্মান্ধ মুসালমান জানে।
৩। অন্য ধর্ম সম্পর্কে আপনার জানাশোনাই নাই।
কামাল১৮ কে বলবো-
অন্যদের সাথে মুসলমানদের পার্থক্য হল, অন্যরা তাদের ধর্মের চেয়ে পশ্চিমা ধর্মকে বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ পশ্চিমারা অন্য ধর্মের উপর নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে পারলেও মুসলমানদের উপর তা পারছে না, ফলে ইসলাম তাদের শোষণবাদী ধর্মের জন্য হুমকি। যদিও মুসলমানরা সঠিকভাবে তাদের তাদের ধর্ম পালন করে না, জাস্ট নিজের স্বার্থে যতটুকু মেলে ততটুকুই মানে। কিন্তু ইসলামের আধ্যাত্মিক মর্ম যদি বুঝত এবং পালন করত তবে মুসলমানরা সব জাতিকে পালন করত। আজ হয়তো বুঝছে না কাল ঠিকই বুঝবে, এই ভয়টা পশ্চিমারা পায়, তাই তাঁরা ইসলামকে শেষ করতে চায়।
আমরা জানি পশ্চিমারা খ্রিষ্টীয় ধর্ম পালন করে, আসলে ভুল। পশ্চিমা ধর্ম নামেও একটা ধর্ম হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না, এবং পশ্চিমারা মুলত সেই ধর্মের অনুসারী। একটা উধাহরন দেই, আমরা মনে করি হিজাব কেবল ইসলামেই আছে, কিন্ত ভুল, হিজাবের কথা বাইবেলেও আছে, কিন্তু খ্রিষ্টীয় ধর্ম পালনকারীরা তা জানেও না। মাদার তেরেসার ছবি দেখেন, আবার এখনো যারা জানে তাদের অনেকেই মানে। আর হিন্দু ধর্ম? সেখানে তো নারীদের পুরা শরীর ঢেকে (লাইক বোরকা পরে) চলতে বলা হয়েছে। কিন্তু তাঁরা সেটা জানেও না। রেফারেন্স দেবো?
কোন মহিলা মাথা ঢেকে না রাখলে তার মাথার চুল কামিয়ে দিতে হবে। যদি কোন মহিলার জন্য তার মাথার চুল কামিয়ে ফেলা অপমানজনক মনে হয় তাহলে সে যেন তার মাথা ঢেকে রাখে।(বাইবেল- ১করিন্থীয়, অধ্যায় ১১, পদ ৫)
হে প্রয়োগিন! তুমি অধোদেশ নিরীক্ষণ কর। অবয়ব গোপন কর, যেহেতু তুমি স্তোতা হইয়াও স্ত্রী হইয়াছ (ঋকবেদ- ৮,৩৩,১৯)
এখানে 'অধোদেশ নিরীক্ষণ' বলতে, নিম্নাংশের বা গোপন অঙ্গের যত্নের কথা বলা হয়েছে। 'অবয়ব গোপন করো' অর্থাৎ শরীরকে ঢাকার কথা বলা হচ্ছে।
প্রকৃতপক্ষে রাষ্ট্রগুলো কি চায় তা জানতে এখানে ক্লিক করে এই লেখাটা পড়ে ফেলতে পারেন।
বিশ্ব শান্তির দূত জাতিসংঘ সম্পর্কে আমার একটা লেখা আছে, সেখানে যা বলেছি তার বিপক্ষে কোন যৌক্তিক ব্যখ্যা দিতে পারবেন?
লেখাটি ১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
লেখাটি ২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন
লেখাটি ৩য় (শেষপর্ব) পর্ব পড়তে এখানে ক্লিক করুন
৮| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: আপনার পোস্ট গুলোতে ফান থাকে, শিক্ষাও থাকে।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
নাহল তরকারি বলেছেন: ইসলাম কে সবাই শত্রু মনে করে।