নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যে পৃথিবীতে বাবারাও থাকে না

৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫১

সুবহানাল্লাহ অর্থ আল্লাহ ত্রুটিহীন, নিখুঁত, ভুলের ঊর্ধ্বে । তাই সুবাহানাল্লাহ বলার পর আপনার হৃদয়ে আর কোন দুঃখ থাকতে পারে না । যে কোন বিপদ আপদে সুবহাল্লাহ বলার পর আপনি স্বীকার করে নিলেন যে আল্লাহর পরিকল্পনা আপনার যতোই বিপক্ষে যাক্ কিংবা কষ্ট দিক্ না কেনো সেটা ছিলো ত্রুটিহীন, নিখুঁত, ভুলের ঊর্ধ্বে । তারপর যখন আলহামদুলিল্লাহ বলবেন মানে আমি খুশি, সন্তুষ্ট, মেনে নিলাম । এরপরে আর কোন আক্ষেপ থাকতে পারে না । আল্লাহ স্বয়ং আপনার জিম্মাদার হয়ে গেলো ।

আমার বাবার মৃত্যুর পর আমার অনেক খারাপ লাগতো । যখন মনে হলো তিনি তো আল্লাহর জিম্মায় আছেন । আমি যা করতে পারি তা হলো কেবল তার জিম্মায় বাবা যাতে জান্নাতের সুখ লাভ করতে পারে যে দোআ ।

বাবা ছাড়া জীবনের প্রথম রমজান কাটাচ্ছি ।

আল্লাহ আমাদের শিখায়ে দিয়েছেন,
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)
‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: দান খয়রাত করুণ। আপনি নামাজ রোজা করুণ।

২| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৯

জটিল ভাই বলেছেন:

৩| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫

জ্যাক স্মিথ বলেছেন: বাবা ছাড়া জীবনের প্রথম রমজান!! যদিও বিষয়টি খুবই আবেগঘন একটি বিষয়, তবুও প্রকৃতির এই নিয়মটাকে আমাদের মেনে নিতেই হবে। শুনে সত্যিই অনেক খারাপ লাগলো।


০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: তবুও আল্লাহ ধৈর্য দান করুক । আমীন

৪| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগীরা।

আল্লাহ আপনার বাবাকে কবরে শান্তিতে রাখুন আর আখিরাতে বেহেশত নসীব করুন। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.