নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সুবহানাল্লাহ অর্থ আল্লাহ ত্রুটিহীন, নিখুঁত, ভুলের ঊর্ধ্বে । তাই সুবাহানাল্লাহ বলার পর আপনার হৃদয়ে আর কোন দুঃখ থাকতে পারে না । যে কোন বিপদ আপদে সুবহাল্লাহ বলার পর আপনি স্বীকার করে নিলেন যে আল্লাহর পরিকল্পনা আপনার যতোই বিপক্ষে যাক্ কিংবা কষ্ট দিক্ না কেনো সেটা ছিলো ত্রুটিহীন, নিখুঁত, ভুলের ঊর্ধ্বে । তারপর যখন আলহামদুলিল্লাহ বলবেন মানে আমি খুশি, সন্তুষ্ট, মেনে নিলাম । এরপরে আর কোন আক্ষেপ থাকতে পারে না । আল্লাহ স্বয়ং আপনার জিম্মাদার হয়ে গেলো ।
আমার বাবার মৃত্যুর পর আমার অনেক খারাপ লাগতো । যখন মনে হলো তিনি তো আল্লাহর জিম্মায় আছেন । আমি যা করতে পারি তা হলো কেবল তার জিম্মায় বাবা যাতে জান্নাতের সুখ লাভ করতে পারে যে দোআ ।
বাবা ছাড়া জীবনের প্রথম রমজান কাটাচ্ছি ।
আল্লাহ আমাদের শিখায়ে দিয়েছেন,
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)
‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’
২| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৯
জটিল ভাই বলেছেন:
৩| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫
জ্যাক স্মিথ বলেছেন: বাবা ছাড়া জীবনের প্রথম রমজান!! যদিও বিষয়টি খুবই আবেগঘন একটি বিষয়, তবুও প্রকৃতির এই নিয়মটাকে আমাদের মেনে নিতেই হবে। শুনে সত্যিই অনেক খারাপ লাগলো।
০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: তবুও আল্লাহ ধৈর্য দান করুক । আমীন
৪| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগীরা।
আল্লাহ আপনার বাবাকে কবরে শান্তিতে রাখুন আর আখিরাতে বেহেশত নসীব করুন। আমীন।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: দান খয়রাত করুণ। আপনি নামাজ রোজা করুণ।