নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মাদক নিলে শরীরে ডোপেমিন হরমোন
নিঃসরণ হয় যারা ফলে সুখের অনুভূতি সৃষ্টি
হয় যার দরুন ভালো লাগার সৃষ্টি হয় তা
পুনঃপুন পাওয়ার জন্য মাদকাসক্তরা বার
বার মাদক নেয়,
.
আপনি যখন কোন সুন্দরী মেয়ের দিকে
অপলক নয়নে তাকিয়ে থাকেন তখন আপনার
শরীর থেকে সুন্দরের অানুপাতিক হারে
ডোপেমিন হরমোন নিঃসৃত হয়,
.
তখন হয় কি জানেন, যে মেয়েটিকে দেখে
বেশী ডোপেমিন নিঃসৃত হয় তার থেকে কম
আবেদনময়ী মেয়েটিকে দেখলে ঐ পরিমাণ
হরমোন নিঃসৃত হয়না বলে আপনার তাকে
আর ভালো লাগে না কিংবা লাগবে না,
.
তেমনি মাদকের ক্ষেত্রেও এই সূত্র কাজ
করে তাই মাদকাসক্তরা নির্দিষ্ট সময় পর
পর মাদক নেওয়ার পরিমাণ না বাড়ালে
তাদের আর ভালো লাগে না! ফিলিংস
আসে না,
.
ইসলামে হয়তো তাই বেগানা সুন্দরী
নারীদের থেকে দৃষ্টি সংযত করতে বলা
হয়েছে তাতে সম্পর্ক এবং সংসার উভয়ই
সুন্দর হয়
.
হস্ত মৈথন কিংবা পর্ণ ছবি দেখার সময়ও
ডোপেমিন নিঃসৃত হয় তারপর এই পরিমাণ
ভালো লাগার জন্য আরো বেশী কিংবা
নতুন আঙ্গিকের পর্ণ ছবি দেখতে হয়,
.
অতিমাত্রায় হাসি খুশির কারণেও বেশী
পরিমাণ ডোপেমিন নিঃসৃত হয়ে পরে
ডোপেমিনের সংকট সৃষ্টি হয়ে বিষণ্নতা
দেখা দেয় তাই হয়তো হাদীসে বলা হয়েছে
বেশী হাসি খুশি প্রকাশ করলে অন্তর
মারা যায়,
.
তবে মাছ, তিসি বীজ, মাশরুম, মসূর ডাল,
কাজু বাদাম, ছোলা, কলা এসব খাবারের
কারণেও ডোপেমিন নিঃসরণ হয় যা মন
ভালো করে,
.
ডোপেমিন নিঃসরণ কম হওয়া যেমন
বিষণ্নতা, মানসিক চাপ, মন কষ্ট,
আত্মহত্যার প্রবণতা সৃষ্ট করে তেমনি
বেশী নিঃসরণের অনেক ক্ষতিকর প্রভাব
রয়েছে কারণ তাতে নির্দিষ্ট পরিমাণ
ডোপেমিনের শূন্যতা তৈরী হয়!
.
ঝামেলা হলো এই ডোপেমিনের হরমোন
কৃত্রিম উপায়ে নিঃসরণ কিংবা ভালো
লাগা সৃষ্টি করতে গিয়ে মানুষ মাদকের
মতো জীবন কেড়ে নেওয়া নামক বিভিন্ন
ড্রাগ নিচ্ছে,
.
তারপর এক সময় আবিষ্কার করছে মাদক
ছাড়া তার আর কিচ্ছু ভালো লাগে না!
.
একে আমি বলবো অসময়ের ভালো লাগা
কিংবা ভাল লাগা সৃষ্টি করার নষ্ট
পক্রিয়া,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের প্রথম ক্রাশ
নামক সেই মেয়েটি ছিলো আমার
ডোপেমিন সৃষ্টিকারী জীবন বৃত্তান্তের
প্রথম মাদক যার মাদকতা আমি আজো
ভুলতে পারিনি
.
ডোপেমিনের কাজ হলো মন ভালো করে
শরীরকে উজ্জীবীত রেখে বাড়তি উৎসাহ
জোগানো,
.
যা প্রিয় মানুষটির সাথে সুখে শান্তিতে
ভালোবাসার পরিবেশে থেকেও আপনি
সৃষ্টি করতে পারবেন,
.
সুতরাং মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ করে
তুলতেও আরো বেশী পরিবার পরিজন
কিংবা সমাজের ভালবাসার প্রয়োজন হয়!
.
ভালবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড়
ডোপেমিন নিঃসরণকারী মাদক,
.
যার অতিরিক্ত নিঃসরণ এবং না পাওয়ার
যাতনার ফলে ডিপোমিন নিঃসৃত হয়ে
আপনি মারা যাবেন কিংবা বেঁচে থাকার
আশা হারিয়ে ফেলবেন নতুবা ভালবাসা
না পেয়ে ডোপেমিন নিঃসরণের অভাবেও
তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন!
.
তাই,
.
হ্যালো প্রিয়তমা তোমাকেও ক্রস ফায়ারে
দেওয়া উচিত! সময়ের দাবী!
২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:১৮
আবদুর রব শরীফ বলেছেন: আমি কখনো সন্দ্বীপেই ছিলাম না তেমন অতিথি ছাড়া ।
২| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: বাহ!
২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:১৯
আবদুর রব শরীফ বলেছেন: নিজের ভিতরে পুরো বিশ্ব ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৩:৪৯
সোনাগাজী বলেছেন:
সন্দ্বীপের ইমাম?