নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কেউ কেউ ফেরে না আবার কেউ কেউ যায় না

০২ রা মার্চ, ২০২৩ সকাল ৮:২৯

ছেলেটি এতোই লুল যে অভিমানে দুধ চায়ের সাথে আনারস ফ্লেভারের বিস্কুট খেয়ে মরতে চেয়েছিলো I
.
অদ্ভুত,
.
আই লাভ ইয়ু না বললে এক্ষুণি লাফ দিচ্ছি বলা ছেলেটি রাস্তার মাঝখানে থাকা ওয়ান ওয়ে লাইনের উপর থেকে লাফ দিয়ে রাস্তা পার হয়ে চলে গেলো আর ফিরে আসলো না
.
আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিবো তুমি যদি আমারি না হও হুমকি দেওয়া প্রেমিক ভুলে সিগারেটের পাছায় আগুণ লাগিয়ে ধুত্তরি ছাইপাঁশ বলে আরেকটা অর্ডার দিয়ে পকেটে ভরে, চলে গেলো I
.
পাশা খেলা নিয়ে অত্যন্ত সিরিয়াস খেলোয়ারটিও দুই মিনিট পর আর খেলুম না বলে ছক্কার গুটি এলেমোলো করে দিয়ে উঠে একটা হামি দিয়ে নিরুদ্দেশ হতে লাগলো I
.
তোমাকে ছাড়া একদিনও বাঁচবো না ছেলেটিও ব্রেকাপের পরের দিন অফিসের ফাইল পুত্তর নিয়ে ব্যস্ত হয়ে উঠে
.
তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না এই মর্মে বাবা মাকে হুমকি দেওয়া মেয়েটিও রোজ করে দিব্যি সংসার করে যাচ্ছে /
.
পারবো না আমি ছাড়তে তোকে বলা ছেলেটিকেও দেখলাম হাত ছেড়ে দিয়েছে অবলীলায়!
.
সকাল বিকাল রাত খোঁজ খবর নেওয়া মানুষটি যখন সর্দি হলেও নির্ঘুম থাকতো সে ও আজ প্রাক্তনের ক্যান্সার হয়েছে শুনে একটি দীর্ঘশ্বাস ছেড়ে ঔষুধ পত্র খেয়ে বেঁচে থাকার আশ্বাস দিয়ে কেটে পড়লো ।
.
একদিন সবাই এভাবে চলে যায়! উবে যায়! আশে পাশে তাকালে দেখা যায় কেউ নেই!
.
খুওব সহজে মানুষ এভাবে বদলে যেতে থাকে! শুধরে নিতে থাকে নিজেকে! প্রতিশোধ নিয়ে দিব্যি আত্মতৃপ্তিতে থাকে,
.
একজনের প্রতিশোধ আরেক জনের উপর নিতে মরিয়া হয়ে উঠে, একজনের জ্বালানো আগুন আরেকজনের পাছায় জ্বালিয়ে উদ্মাদনা লাভ করে ।
.
দিনশেষে বোকারা ছ্যাঁচড়ার মতো পড়ে থাকে! সে জ্বালানো আগুণে অগ্নী পরীক্ষা দেয়! পাস করে! সংসার হয়!
.
সুখে থাকে । ভালবাসা পাওয়ার যুদ্ধে নামে । জলন্ত কয়লা বুকে আগলিয়ে বলে ভালবাসি! দুধ কলা দিয়ে কাল সাপ পুষে! প্রেমিক পুরুষের খ্যাতি লাভ করে ।
.
কেয়ার না পেয়েও ভালবেসে যেতে থাকে.... ওদেরকে দিব্যি নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে! ওরা দেবদাস হতে শিখেনি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: খাপ খাইয়ে নিতে পারলেই মঙ্গল।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:০২

আবদুর রব শরীফ বলেছেন: মেনে মানিয়ে নেওয়া ই জীবন ।

২| ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১০:৫০

রানার ব্লগ বলেছেন: লুল অর্থ কি ?

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:০১

আবদুর রব শরীফ বলেছেন: লাফিং অব লট ।

৩| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মেনে মানিয়ে নেয়ার নামই জীবন
আর কাউকে ছাড়া কেউ বাঁচবে না এসব সাময়িক অসুখ

৪| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: এযুগের চ্যাংড়া পোলাপানদের আমি বুঝি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.