নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অধিকারে নারীরা অনেক এগিয়ে গেছে, এখন উল্টো আমাদের সমান অধিকার চাই ৷ তার জন্য যা করতে হবে সামনে,
.
মেয়েদের মতো যখন তখন কান্নার চর্চা করতে হবে ৷ ছলনার কান্না হলেও চোখে টুপটুপ জল আনা কিন্তু খেলা কথা না, সাধনার দরকার ৷
.
বাথরুম থেকে ফিরেই দ্রুত মেকাপ করার কৌশল রপ্ত করতে হবে, কথায় কথায় প্রয়োগ করার মতো 'ঘরে কি মা বোন নেই' টাইপ 'ঘরে কি বাবা ভাই নাই?' এমন একটা ডায়লগের প্রচলন করতে হবে!
.
ডান পা বামে, বাম পা ডানে হেঁটে একটা ঢেউয়ের ছন্দ নিয়ে আসাও সময়ের দাবী ৷
.
হঠাৎ করে যেকোন সময় বলে উঠতে পারে, সমান অধিকার যেহুতু চাও এগুলো করে দেখাও ৷ নারীদের মিথ্যা নির্যাতনের মামলায় আজ হাজরো পুরুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কিংবা ঘরছাড়া ৷
.
অফিস থেকে বাসায় ফেরার কথা মনে হলে কুদ্দস সাহেব মাথা হাত দিয়ে বসে পরেন রাস্তায়, প্রেশার লো থেকে হাই হয়ে যায় ৷
.
বাসায় গেলে ক্ষণে ক্ষণে এটা লাগবে ওটা লাগবে, বাজার বাসা, বাসা বাজার, লেফট্ রাইট করতে করতে হাঁপানির রোগীদের মরি মরি অবস্থা ৷
.
মানসিক নির্যাতনে পাগলপ্রায় পুরুষ সমাজের ঝাঁকড়া-মাকড়া চুলোগুলো ক্রমে টাক বনে যাচ্ছে তারপর তারাই আবার টাকলু উপাধি দিয়ে অবহেলা করার পরও ক্ষান্ত হচ্ছেন না ৷
.
বারবার শাহরুখ খানের চুলের তুলনা দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে চলছে প্রতিনিয়ত ৷ এতো করে বুঝালাম সালমানেরও তেমন চুল নেই, কোন কাজ হয় না ৷
.
প্রতিকার চাই! প্রতিকার চাই! বলাতে সেদিন তরকারীতে লবনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে তার সমাধান চাইলে পরেরদিন মরিচের পরিমাণ, এভাবে রোজ গ্যাস্ট্রিক আমাদের চেপে ধরছে ৷
.
তারপরও শাশুড়ী মায়ের অভিযোগ ৷ মেয়ে সুখে নেই ৷ তাকে সুখে রাখতে হবে ৷ চৌদ্দটি বসন্ত পেরিয়ে একবারও বললো না, একটা মাত্র জামাই তাকে দেখে শুনে সুখে রাখিস ৷
.
রাত হলে আরেক মহাবিপদ ৷ কাছে ঘেষা যায় না ৷ ঘেষতে গেলে এই বায়না ঐ বায়না ৷ সেদিন নাকি পাশের ভাবির কানে ডায়মন্ডের কানের দুল দেখে আসছে তার উপর চট্টগ্রাম ইউনেস্কো ডায়মন্ড ওয়ার্ল্ডে ১৮% ছাড় চলছে ৷ মনে মনে বললাম, হাত ছাড় বেটি ৷
.
দেখার কেউ নেই ৷ পান থেকে চুন খসলেই ঈদের পরও বাপের বাড়ি যাওয়ার হুমকি ৷ কি অসহায় আমরা, কি অসহায়! হায়! একবার ভাবো ৷
.
সেদিন অফিসের বস ডেকে বললো, করিম সাহেব ৷ কিছু মনে করবেন না ৷ অনেক বকাবকি করি ৷ করোনায় কখন মরে যায় বলা যায় না ৷ মাফ করে দিবেন ৷ আসলে হয়কি সব সময় মাথা মন মেজাজ ঠিক থাকে না ৷ ঘরে আপনারও বউ আছে ৷ বাকীটা খুলে বলার প্রয়োজন আছে নাকি?
.
না স্যার! ভুক্তভোগী ৷ যার জন্য সমান অধিকার করলাম চুরি ৷ সে ই বলে, চোর ৷ আজ সব অধিকার হারিয়ে রিক্ত হস্তে সমান অধিকারের জন্য আন্দোলনে নেমেছি ৷
.
তবুও এক শ্রেণির পুরুষকে দেখলাম নারীদের অধিকার নিয়ে চিল্লাচ্ছে ৷ এই যে ৯০ শতাংশ ভুয়া নারী নির্যাতনের মামলা হুদাই বিভিন্ন স্বার্থসিদ্ধির জন্য পুরুষদের দিয়েছে, কয়টা মেয়ে আমাদের পক্ষে কথা বলেছে/ কোথায় আজ তসলিমা, সুলতানা কামালরা ৷ প্লিজ আমার অধিকার চাই ৷
.
সারা জীবন ল্যাডিস ফাস্ট বলে গেলাম, আজ পুরুষ লাস্ট হয়ে গেলাম, অথচ কথা ছিলো পাশাপাশি থাকবো ৷ এখুনি সময় দুনিয়ার পুরুষ মজলুম সমাজ এক হও ৷
.
আজকে প্রধানমন্ত্রী, বিরোধি দল নেত্রী, সংসদ নেতা উপনেতা, স্পিকার টিস্পিকার ম্যাক্সিমাম সবি মেয়ে, আমাদের সমান অধিকার চাই ৷
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: হা হা কি দুস্ক!!
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
সোনাগাজী বলেছেন:
সন্দ্বীপ যাওয়া আসা হয়?
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী ঐক্য হতে পারবে না।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৫
কামাল১৮ বলেছেন: পাবনা থেকে ঘুরে আসতে হবে
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫
রেজাউল৮৮ বলেছেন: বাবুল, ভুকে আয়