নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বনের সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ যার উচ্চতা ঊনিশ ফুট পর্যন্ত হতে পারে যেখানে বনের রাজা সিংহের উচ্চতা মাত্র চার ফুট ।
.
বনের সবচেয়ে বড় প্রাণী হাতির ওজন যেখানে আঠারো ঊনিশ হাজার কেজি সেখানে বনের রাজা সিংহের ওজন মাত্র একশ থেকে দুইশো কেজি পর্যন্ত হয় ।
.
বনের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন প্রাণী চিতা বাঘ যে সত্তর মাইল বেগে দৌড়াতে পারে সেখানে সিংহ শরীরের ওজনের কারণে পাঞ্চাশ মাইল বেগ উঠাতে হিমশিম খেতে থাকে ।
.
বনের বুদ্ধিজীবী শিম্পাঞ্জির মতো সিংহের এতো বুদ্ধি টুদ্ধিও নেই!
.
বনের অন্যপ্রাণী থেকে শুরু করে হালের পিঁপড়াও সিংহের চেয়ে কর্মঠ কারণ সিংহরা অলস প্রকৃতির হয় ।
.
অবসর সময়ে অলস হয়ে ঘুমিয়ে থাকা সিংহের আরেকটি আর্ট!
.
তবুও সিংহ বনের রাজা কারণ সিংহের রয়েছে আকর্ষণীয় ব্যক্তিত্ব । সে একান্ত ক্ষুধা না লাগলে অন্য প্রাণীদের আক্রমণ করেনা ।
.
সিংহ এমন এক প্রকৃতির প্রাণী যে কখনো বনের অন্য কোন প্রাণীকে পরোয়া করে চলতে শিখেনি/
.
প্যানথেরাগণের চারটি বৃহৎ বিড়ালের মধ্যে সিংহ একটি অথচ একজনের আচরণ হালুম! হালুম! রাজার মতো অন্যজনের ম্যাও! ম্যাও! প্রজার মতো!
.
সিংহরা নিজের থেকেও এলাকা এবং পরিবার পরিজন রক্ষার্থে প্রয়োজনে সহিংস হয়ে উঠে ।
.
গবেষণায় দেখা গেছে বনের অন্যান্য প্রাণীরাও সিংহকে সমীহ করে চলে তার মনোভাব কিংবা এটিচ্যুয়েডের কারণে সে যেটা নিজের মধ্যে লালন করে চলে যে আমিই সেরা ।
.
সিংহ যদি ভাবতো আমি লম্বা না বেটে, বড় না ছোট, কর্মঠ না বরং অলস, দ্রুত গতির না কম গতি সম্পন্ন, বুদ্ধিমান না বরং বোকা তাহলে সে কখনো বনের রাজা ট্যাগ পেতো না ।
.
প্রায় একশো বর্গকিলোমিটার রাজ্যে এক একটা সিংহ আধিপত্য করে থাকে ভাবটা এমন এটা তো আমার অঞ্চল!
.
রাজকীয় ভঙ্গি, দৃঢ় পদচারনা, কঠিন মনোভাব থাকা সত্ত্বেও শিকার করার ক্ষেত্রে সিংহের সফলতার হার মাত্র সতের আঠারো পার্সেন্ট মানে প্রতি দশবারে আট বার সে ব্যর্থ হয় তবুও সে দমে যায় না অদম্য বলেই বনের রাজা খ্যাতি লাভ করেছে ।
.
সিংহ নিঃশব্দে শিকার করে জীবনের প্রয়োজনে তার তখন এতো হুংকার ঝংকার থাকে না ।
.
আত্মরক্ষা কিংবা ক্ষুধার কারণ ছাড়া সে অকারণে অন্য প্রাণী হত্যা করে না,
.
প্রকৃতিতে সিংহ তার পরিবারের খেয়াল রাখে শেয়ার কেয়ারের মাধ্যমে বিরতিহীনভাবে,
.
সিংহ সব সময় বিপদে আপদে একে অপরের পাশে থাকে ।
বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী সিংহ,
সিংহের তো তবুও শরীর সামর্থ্য কিছুতো আছে সে বনে থাকে নখ আছে ভাব থাকে
.
কিন্তু,
.
এই যে মশাটি এখন কামড় দিয়ে গেলো সে হলো পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী যে জীবন ধারণের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষের সাথে খেলে চলে কিন্তু তার কোন কিছু নেই শুধু বেঁচে থাকার স্বপ্ন ছাড়া!
.
যারা বলে আমার তো মামা নেই, বাবা নেই, টাকা নেই, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, এটা নেই ওটা নেই সেটা নেই তাদের জন্য মশা হলো সবচেয়ে বড় মোটিবেশন ।
.
মশারা আড়াই দিন বাঁচে তবুও বেঁচে থাকার জন্য জীবন বাজি রাখে........!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১
আবদুর রব শরীফ বলেছেন: শেষ ভালো যার সব ভালো তার ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৯
মাস্টারদা বলেছেন: আশা, স্বপ্ন __
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১
আবদুর রব শরীফ বলেছেন: বেঁচে থাকার টোটকা ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০
শূন্য সারমর্ম বলেছেন:
সিংহ কথা বলতে পারলে ভালোহতো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২
আবদুর রব শরীফ বলেছেন: হয়তো বলে আমরা শুনি না ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: পরিমান গত না গুনগত ভালো হলো আসল ভালো।গুনের উৎকর্ষতা বাড়াতে হবে।বুদ্ধিতে শাণ দিতে হবে।যুক্তিকে মঝবুত করা প্রয়োজন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: সব কিছুর সাথে একটা ব্যালেন্স কিংবা মধ্যমপন্থা গুরুত্বপূর্ণ ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার! সুন্দর! মটিভেশনাল!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: কিছু আবেগের বহিপ্রকাশ বৈকী কিছু না /
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৮
অধীতি বলেছেন: বেঁচে থাকার স্বপ্ন নিয়ে মাঝে মাঝে গুনগুনিয়ে গান ধরে, "আহা এই নিকষ কালো রাতে তোমার রক্তে আমার মরণ ঘটুক"
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: সকল সুন্দর নেমে আসুক ।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
চমৎকার!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: মন্তব্য অনুপ্রেরণা দিয়ে গন্তব্য হোক ।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২
শিশির খান ১৪ বলেছেন: বাহ্ টুইস্ট কইরা দারুন এন্ডিং দিলেন।ভাই সবার কথা কইলেন কিন্তু গাধার কথা তো কিছু কইলেন না
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৮
দারাশিকো বলেছেন: বাহ! সমাপ্তিটা ভালো হয়েছে।