নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি কখনো দেয়াল টপকাতে পারতাম না আমার বন্ধু আমাকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের দেয়ালের ওপাশ থেকে বলেছিলো 'ব্যাগটা আমার কাছে দিয়ে চেষ্টা কর অবশ্যই পারবি' তখন আমি জীবনে প্রথম রিস্ক নিয়ে দেয়াল টপকিয়ে স্কুল পালাতে শিখেছিলাম,
.
সে যখন তার হাতটা আমার হাতে দিয়ে বলেছিলো সাবাশ! বেটা! তখন মনে হলো বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল্
.
বন্ধু আমাকে প্রথম শিখিয়েছিলো 'মেয়েটি ব্রা পড়ে আসেনি সুতরাং তোর অবশ্যই জাইঙ্গা পড়ে আসা উচিত' এই বিদ্যা আমি তার কাছ থেকে পেয়েছিলাম!
.
একদিন আমার বাবা আমাকে বাসা থ্কে বের করে দিয়েছিলো আমি জানতাম না আমার কি করা উচিত সেদিন বন্ধু বুকে টেনে বলেছিলো 'এটা কোন বেপার হইলো, তুই আমার কাছে থাকবি' তখনি বুঝেছিলাম যার কেউ নাই তার বন্ধুরা আছে,
.
বাম্বু টানার বিদ্যা আমাকে কোন বিশ্ববিদ্যালয় শিখাতে পারিনি ওটার গুরুও আমার বন্ধু সে আমাকে শিখিয়েছিলো কিভাবে গোল গোল করে ধোঁয়া ছাড়া থেকে শুরু করে নাক দিয়ে কিংবা কেইঙ্গা আঙ্গুলে রেখে টানতে হয়।
.
বন্ধু আমাকে শিখিয়েছিলো কিভাবে ক্রাশকে প্রপোজ করে দৌড়ে পালাতে হয় এমন কি মেয়ের বাড়ি রাস্তা অতপর পশ্চিমের সেই জানালা যেখান থেকে লুকিয়ে ক্রাশকে দেখা যায়।
.
বন্ধু প্রথম আমাকে শিখিয়েছিলো 'যা একটু দেখার দেখে নে এগুলো দিনশেষে বড় ভাইদের সম্পত্তি দেখিস্ একদিন তুই ও বড় হবি! ওরা খালাম্মা হবে! ঠিক মেয়েটির মতো দেখতে ফুটফুটে একটা বাচ্চা হবে তুই বরং ওকে বিয়ে করিস!' এই বাস্তব শিক্ষা আমাকে কোন স্কুল দিতে পারেনি। সত্যি, বন্ধুরা ই সেরা!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৩
চৌধুরী আসিফ বলেছেন: চমৎকার লাগলো
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: বেশ।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২
শাওন আহমাদ বলেছেন: হুম এই হল বন্ধু আর এটাই বন্ধুত্ব!
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৮
মহামহিম ২১ বলেছেন: আপনার বন্ধু ভাগ্য চমৎকার। আমার তো সারাটা জীবনই " একলা চলো, একলা চলো, একলা চলো রে"।