নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভাইভা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

বর্তমান ভাইভা বোর্ডের অবস্থা অনেকটা এমনি,
.
নাম কি?
-আবদুর রব শরীফ
.
প্রথম প্রশ্নঃ তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে এবং তোমার কোন বোন নেই তাহলে উক্ত দম্পতির ছেলেটি কে?
.
ধরেন, উত্তর দিলাম, আমি!
.
চেয়ারম্যান রেগেমেগে উত্তর দিয়ে বললো এটার উত্তর 'আমি' না! উত্তর হবে সেই ছেলেটি আবদুর রব শরীফ!
.
ভাইভা বোর্ডে এক মেয়েকে স্যার জিজ্ঞেস করছে, তুমি কি আমিনা? সে আস্তে আস্তে বললো, আমি..না! স্যার বললো, ও সরি! নেক্সট!
.
নেক্সট আসার পর স্যার জিজ্ঞেস করলো, তুমি কি আমিনা? সে বললো, না স্যার মিসআন্ডারস্ট্যান্ডিং! Misunderstandig মানে? মিস আন্ডার স্টান্ডিং! মিস্ নিচে দাঁড়িয়ে ইয়ে মানে ভাইভা বোর্ড থেকে বের হয়ে মিস আমিনা ম্যাডাম নিচে দাঁড়িয়ে আছে!
.
দুইজন লোকের ভাইভা নেওয়া হচ্ছিলো তাদের একটি প্রশ্ন করা হলো, জীবনে প্রেম করেছেন? একজন বললো করেছি আরেকজন বললো করিনি! রেজাল্টের পর দেখা গেলো যে প্রেম করেছে তার চাকরি হলো! যার চাকরি হয়নি সে গিয়ে জিজ্ঞেস করলো, আমার চাকরি হয়নি কেনো আমি জানতে চাই! বোর্ড চেয়ারম্যান উত্তর দিলো, যে জীবনে একটি মেয়ে পটাতে পারেনি সে কাস্টমার কেমনে পটাবে!
.
একবার স্বপ্নে দেখলাম ভাইভা বোর্ডে কোম্পানীর এম.ডি. জিজ্ঞেস করলো, আপনার নাম কি? বললাম MD. Abdur Rob Sharif তো ম্যানেজিং ডিরেক্টর বললো আপনি এম.ডি. হলে আমি কে? উত্তর দেওয়ার আগে ঘুম ভেঙ্গে গেলো!
.
ভাইভা বোর্ডে একটি কমন প্রশ্ন থাকে, নিজের সম্পর্কে কিছু বলুন তো প্রার্থী বলা শুরু করলো, আই এম অমুক! আমি ২০০৫ এ MP হয়! তা শুনে ভাইভা বোর্ডের চেয়ারম্যান তো থতমত খেয়ে গেলো! এমপিরা আজকাল বাসে ছড়ে, রিক্সায় ঘুরে! না কোন ভাইভা ও দিতে আসে ভেবে ভয় পেয়ে কাতুমুতু করে জিজ্ঞেস করলো, জনাব MP টার্মটা একটু ব্যাখ্যা করবেন? প্রার্থী বললো, MP মানে মেট্রিক পাশ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০

মুকুট ছাড়া রাজা বলেছেন: ??

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: টাকা আর ক্ষমতাবান মামা চাচা থাকলে আর কিছু লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.