নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মেয়েটিকে বলেছিলাম তোমার জন্য সাত সমুদ্রসহ নদীর চৌদ্দ গোষ্ঠী পার হতে রাজি । সে বললো, তার কিছুই লাগবে না ।
.
তারপর বললাম শুধু একবার বলো, আকাশের চাঁদ এনে দেবো । সে বললো, জানি পারবে না তবু পারলেও এতো দূর থেকে আনা লাগবে না ।
.
অতপর বললাম একটি কবিতার লাইন শুনেছো? ‘ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টি নীলপদ্ম ।’ তোমার জন্য ওটাই আমি তবুও সে বললো, লাগবে না ।
.
তোমার জন্য জান প্রাণ মন সব দিয়ে দিবো । সব । সে বললো কিছুই লাগবে না ।
.
অবশেষে তোমার কিছু না লাগলেও তোমাকে আমার বড্ড প্রয়োজন । মেয়েটি বললো, ঠিক আছে তাহলে চলো বিয়ে করি । বললাম, আমার তো চাকরি নেই । খাওয়াবো কি? আপাতত চলো প্রেম করি কখনো চাকরি ফেলে বিয়ে করবো ।
.
গল্পটি বউকে বলতেছিলাম । বউ হুট করে বলে উঠলো, প্রেমিকার প্রতি এতো ভালোবাসা ছিলো অথচ বউয়ের প্রতি ফিরেও দেখো না ।
.
বুঝছো,
প্রেমিকার জন্য সবকিছু করতে রাজী ছিলাম শুধু বিয়ে ছাড়া । বউ বললো, বিয়ে কেনো নয়? বললাম, ‘তোমাকে করবো বলে ।’
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৭
রাজীব নুর বলেছেন: পড়তে ভালোই লাগলো।