নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এখন বুঝি চবি স্কুলে ইংরেজিতে ডাবল জিরো পাওয়ার পিছনে আমার যথেষ্ট কারণ ছিলো তার মধ্যে অন্যতম 'Hi baby' কে আমি 'হাই ভাবী' উচ্চারণ করতাম ।
.
স্যার বলতো 'তুমি যদি ভালো ইংরেজী জানো তবে পরীক্ষায় ভালো করতে পারবে কিংবা ভালো চাকরি পাবে' তাই চৌদ্দ বছরেও ইংলিশ শিখতে পারেনি যদি বলা হতো 'তুমি ইংলিশ শিখলে ফেসবুকে চ্যাট করে কোন এক ইংলিশ সুন্দরীকে প্রেমের টানে মাতাল করে দেশে নিয়ে আসতে পারবে' তাহলে আমি এক বছরে ইংলিশ আয়ত্তে নিয়ে আসতে পারতাম বলে এখন বিশ্বাস করি ।
.
শেখ ফরিদ স্যার খুব যত্ন করে টেন্স পড়াতো যেমন 'আই লাভ(love) ইয়ু' আমি তোমাকে ভালবাসি এটা প্রেজেন্ট টেন্স তারপর ধরো 'আই লাভড্(loved) ইয়ু' আমি তোমাকে ভালোবাসতাম এটা ফাস্ট টেন্স । ফিউচার তার আগে ছাত্রী শিখে ফেলেছে । সে বলে উঠলো 'আই উইল(will) লাভ ইয়ু' আমি তোমাকে ভালবেসে যাবো এটা ফিউচার টেন্স স্যার!
টেন্সের বদৌলতে তারা এখন স্বামী স্ত্রী।
.
কেউ ইংলিশ জানে না এমন এক গ্রামে ইয়েস, নো, ভেরী গুড্ টাইপের ইংলিশ জানা এক লোককে ইংরেজী পর্যটক বিরক্ত হয়ে থাপ্পর মারার পর গ্রামের লোক তাকে জিজ্ঞেস করেছিলো কি দোষ করেছিস যে এভাবে মারলো? সে গাল ঢলতে ঢলতে বললো, ইংরেজ আমাকে মেরেছে এই বলে, 'এতো ভালো ইংলিশ জানার পরও তুই এই অজো পাড়া গাঁ'য়ে পরে আছোস কেনো?'
.
সন্দ্বীপে আমার এক চাচীর নাম ছিলো হাসু বেগম আমরা তাকে লাফু বেগম ডাকতাম কারণ হাসা ইংরেজী লাফ(Laugh) । তো একদিন তাকে চেতানোর জন্য বললাম, হাসা ইংরেজি 'লাফ' হলে হাসাহাসি ইংরেজি কি হবে? সে বললো, 'লাফালাফি!'
.
সেদিন এক বাচ্চা পোলা বাবার নাম মনে রাখার সহজ কৌশল আবিষ্কার করেছে Cowষাঁড় (কাউসার) (আআহ্Mad) আহমেদ,
.
মাঝে মাঝে ভাবি বাচ্চাটা কি টেন্স শিখানো দম্পতির ঘরের কি না!
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০১
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ দাদা
২| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫
রানার ব্লগ বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২
আবদুর রব শরীফ বলেছেন: ইমোশনাল হয়ে যাচ্ছি
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: ফানি।